আপনি কি কম্পিউটার কোর্স কোনটা ভালো সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এই ব্লগ পোষ্টটি আপনার জন্য। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা কম্পিউটার কোর্স করতে চাচ্ছেন। কিন্তু তাদের হয়তো জানা নেই যে কম্পিউটার কোর্স কোন্তা সবচেয়ে ভালো।
মূলত তাদের সুবিধার কথা ভেবে এই বিষয়ে আলোচনা করব। চলুন প্রথমে কম্পিউটার কোর্স কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
কম্পিউটার কোর্স কি?
কম্পিউটার কোর্স হলো এমন একটি প্রশিক্ষণ বা শিক্ষাগত প্রোগ্রাম যেখানে কম্পিউটারের বিভিন্ন দক্ষতা শিখানো হয়। এই কোর্সগুলি আপনাকে কম্পিউটারের মৌলিক জ্ঞান থেকে শুরু করে উন্নত প্রোগ্রামিং, ডেটা বিশ্লেষণ, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সাহায্য করে। আপনার যে বিষয়ের প্রতি আগ্রহ আছে আপনি ঐ বিষয় নিয়ে কাজ শুরু করতে পারেন।
কম্পিউটার কোর্স কোনটা ভালো
কম্পিউটার কোর্স কোনটা ভালো এই বিষয় আপনার আগে থেকে জেনে রাখা প্রয়োজন। কেননা কম্পিউটার কোর্সের অনেক ধরনের কোর্স রয়েছে। আপনার আগ্রহ, লক্ষ্য ও পটভূমির উপর ভিত্তি করে কোর্স নির্বাচন করতে হবে। কিছু জনপ্রিয় কোর্সের উদাহরণ নিচে উল্লেখ করা হলো- :
বেসিক কম্পিউটার কোর্স
কম্পিউটারের মৌলিক জ্ঞান অর্জনের জন্য এই কোর্সটি উপযুক্ত। এখানে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল ইত্যাদি শেখানো হয়। বেসিক কম্পিউটার কোর্স আপনাকে কম্পিউটারের মৌলিক জ্ঞান দিয়ে সজ্জিত করে। এটি হল ডিজিটাল জগতে প্রবেশের দ্বার।
মাইক্রোসফট অফিস কোর্স
আজকের এই ডিজিটাল যুগে মাইক্রোসফট অফিসের দক্ষতা কার্যত একটি প্রয়োজনীয়তা। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত কাজ, যেখানেই যান না কেন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের মতো সফটওয়্যারগুলোর জ্ঞান আপনাকে অনেক সহায়তা করবে।
আপনি এই কোর্স করে সকল কম্পিউটারের চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরির বাজারে মাইক্রোসফট অফিসের ব্যপক চাহিদা রয়েছে। তাই আপনি বেসিক কম্পিউটার শেখার শুরুর দিকে মাইক্রোসফট অফিসের কাজ শিখে রাখবেন।
মাইক্রোসফট অফিস কোর্স ভালভাবে শিখতে আপনি যেসব কাজ জানবেন তা হলঃ
মাইক্রোসফট ওয়ার্ড: ডকুমেন্ট তৈরি (Document creation), ফরম্যাটিং (Formatting), টেবিল তৈরি (Create table), মেইল মার্জ (Mail merge) ইত্যাদি।
মাইক্রোসফট এক্সেল: ডেটা এন্ট্রি (Data Entry), ফর্মুলা (Formula), চার্ট (Chart), গ্রাফ তৈরি (Graph Creation), ডেটা বিশ্লেষণ (Data Analysis) ইত্যাদি।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট: প্রেজেন্টেশন তৈরি (Create Presentation), এনিমেশন (Animation), ট্রানজিশন (Transition), ডায়াগ্রাম (Diagram) ইত্যাদি।
অন্যান্য টুল: আউটলুক (Outlook), ওয়াননোট (OneNote), ওয়ানড্রাইভ (OneDrive) ইত্যাদি।
সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স
যারা সফটওয়্যার তৈরি করতে চান তাদের জন্য এই কোর্সটি। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি শেখানো হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট হল কম্পিউটার প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সিস্টেম তৈরির প্রক্রিয়া।
একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবেন, যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং গেম। বর্তমান বিশ্বে কম্পিউটার কোর্সের চাহিদা অনেক বেশী। আর বেতনের কথা না ই বললাম। এটিতে দিন দিন প্রচুর চাহিদা বেড়েই চলেছে।
হার্ডওয়্যার কোর্স
কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই কোর্সটি উপযুক্ত। এখানে কম্পিউটারের বিভিন্ন পার্টস, নেটওয়ার্কিং ইত্যাদি শেখানো হয়। এর মাধ্যেমে আপনি কম্পিউটারেরে সকল খুটিনাটি বিষয়গুলো সমন্ধে বিস্তারিত জানতে পারবেন। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ।
যেমন- প্রসেসর, র্যাম, রম, হার্ডডিস্ক, মাদারবোর্ড, এসএসডি সমন্ধে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটারের হার্ডওয়্যার সমন্ধে বিভিন্ন বিষয় শেখানো হয়। আপনি এই ইন্সটিউটগুলোতে ভর্তি হতে পারেন।
ডাটা সায়েন্স কোর্স
বিগ ডাটা বিশ্লেষণ করে তথ্য নিষ্কাশন করতে চাইলে এই কোর্সটি উপযুক্ত। এখানে স্ট্যাটিসটিক্স, মেশিন লার্নিং, ডাটা মাইনিং ইত্যাদি শেখানো হয়। এই কোর্সের মাধ্যেমে আপনি মেশিন লার্নিং সহ যাবতীয় সকল কাজ শিখতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন কোর্স
যারা ভিজুয়াল কনটেন্ট তৈরি করতে চান তাদের জন্য এই কোর্সটি। এখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন ইত্যাদি সফটওয়্যার ব্যবহার শেখানো হয়। এখানে
- ছবি এডিটিং
- পোস্টার ডিজাইন
- ওয়েব ডিজাইন
- লোগো ডিজাইন
- ব্যানার ডিজাইন
- ফটো এনিমেশন সহ বিভিন্ন বিভিন্ন কাজ করানো হয়।
ডিজিটাল মার্কেটিং কোর্স
অনলাইন বিশ্বে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই কোর্সটি আপনাকে শিখাবে কিভাবে ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা বিক্রয় করা যায়, ব্র্যান্ডকে জনপ্রিয় করা যায় ও টার্গেট করা দর্শকদের কাছে পৌঁছানো যায়। অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে এই কোর্সটি উপযুক্ত। এখানে এসইও, এসএমএম, পে-পার-ক্লিক ইত্যাদি শেখানো হয়।
ভিডিও এডিটিং কোর্স
আপনি যদি একজন ক্রিয়েটিভ লোক হয়ে থাকেন তবে আপনি ভিডিও এডিটিং কোর্স করতে পারেন। এখানে ভিডিও এডিটিং এর বেসিক থেকে শুরু করে এডভান্সড পর্যন্ত কাজ শেখানো হয়। যেমন- ভিডিও কাটা, সাউন্ড ইফিক্ট, কালার গ্রেডিং,ভয়েস এডিটিং ইত্যাদি।
বর্তমান বিশ্বে ভিডিও এডিটিং এর চাহিদা অনেক বেশী। বিশেষ করে যারা ইউটিউব কিংবা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করে তাদের কাছে একজন ভিডিও এডিটর খুবই প্রয়োজন। তাই যারা ভিডিও এডিটিং কোর্স করার ইচ্ছা রয়েছে তারা চাইলে একটি কোর্স করে ভিডিও এডিটিং এর কাজ শুরু করে দিতে পারেন। ভিডিও এডিটিং সফটওয়্যার যা যা থাকবে তা হলঃ
- Adobe Primer Pro
- Capcut
- Filmora
- Adobe After Effect
- Camtasia ইত্যাদি ব্যবহার করা হয়।
কোর্স নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
আপনার আগ্রহ: আপনি আসলে কোন কাজটি করতে চাচ্ছেন কিংবা কোন কাজে আপনি বেশ আগ্রহী সেটার র উপর ভিত্তি করে কোর্স নির্বাচন করতে হবে।
ক্যারিয়ারের লক্ষ্য: আপনি আসলে ভবিষ্যতে কোন কাজ করে সফল হতে? সেই লক্ষ্য ঠিক করে সঙ্গতিপূর্ণ কোর্স নির্বাচন করুন।
পটভূমি: কোর্স নির্বাচন করতে হবে আপনার পটভূমির উপর ভিত্তি করে।
বাজেট: এরপর আপনার বাজেটের উপরেও নজর দিতে বিভিন্ন কোর্সের ফি আলাদা হয়ে থাকে তার আপনার যেই কোর্স করলে পোশাবে সেটিই নির্বাচন করতে হবে।
সময়: তারপর যেটা জরুরি সময় ।মানে আপনার কাছে কতটুকু সময় আছে কিংবা আপনি এই কাজে কতটুকু সময় দিতে পারবেন মোটকথা যে কোর্সটি উপযুক্ত সেটিই নির্বাচন করতে হবে।
প্রশিক্ষক: আপনাকে কে কোর্সটি করাচ্ছেন তার আগে কোন যোগ্যতা ও অভিজ্ঞতা আছে কিনা তা যাচাই বাছাই করতে হবে।
কোর্স কনটেন্ট: কোর্সে কী কী শেখানো হবে? কোর্সের সিলেবাস ভালো করে পড়ুন।
ব্যবহারিক কাজ: আপনি যেই কোর্স করছেন সেটাতে ব্যবহারিকভাবে কাজের উপর জোর দেয়া হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। যাতে যে জিনিসগুলো আপনি শিখবেন তা দিয়ে পরবর্তীতে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন।
অনলাইন কোর্সের সুবিধা
সময় ও স্থানের স্বাধীনতা: আপনি যে কোন সময় যে কোন স্থান থেকে কোর্স করতে পারবেন।
স্বল্প খরচে: অনলাইন কোর্সের খরচ সাধারণত অফলাইন কোর্সের চেয়ে কম হয়।
প্রত্যক্ষ যোগাযোগ: যিনি আপনার প্রশিক্ষক হবেন তার কাছে আপনি চাইলে যেকোন সময় বিভিন্ন সমস্যা সমাধান পেয়ে যাবেন।
ব্যবহারিক কাজ: বিভিন্ন অফলাইন কোর্সে বিভিন্ন ব্যবহারিক কাজের উপর জোর দারি দেয়া হয়।
কম্পিউটার কোর্স সম্পর্কে লেখকের মতামত
আজকের আর্টিকেল থেকে আপনারা আশা করছি কম্পিউটার কোর্স কি, কম্পিউটার কোর্স কোনটা ভালো, অনলাইন কোর্সের সুবিধা, কোর্স নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে খুব ভালোভাবে জানতে পেরেছেন।
তাহলে আজকের এই কম্পিউটার কোর্স সম্পর্কে আর্টিকেলটি এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে নতুন কোন জরুরি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে অবশ্যই হাজির হবো। বিভিন্ন তথ্যবহুল সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল।