কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়

আমাদের সকলের পড়াশোনা করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ এ কিছু একটা করা। সবাই চাই পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি হবে। তাই অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ করার পর সবার মনে একটি প্রশ্ন আসে, কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়।

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়

আপনারা যারা কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় বিষয়টি নিয়ে ভাবছেন, তারা আমাদের আজকের আর্টিকেলটি পড়ুন। আমাদের আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনে যাবেন কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় এবং সঠিক সিধান্ত আপনি নিতে পারবেন এসএসসি পাশ করে আপনি কোন বিষয়ে পড়তে চান। তো চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক।

সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়

সাইন্স বিভাগ নিয়ে পড়ার জন্য আপনি কি আগ্রহী? তাহলে আপনাকে সাইন্স নেওয়ার আগে জেনে নিতে হবে, সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়। তাই নিচের আলোচনা ভালোভাবে পড়ুন এবং বিস্তারিত ভাবে জেনে নিন সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়।

পড়ালেখা করলে অবশ্যই আমাদের সঠিক বিভাগ বা বিষয় নির্বাচন করে নিতে হবে। কারন সবার ইচ্ছা  পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করার। বর্তমান সময়ে ভালো একটি ক্যারিয়ার গঠনের জন্য সাইন্স বিভাগ নিয়ে পড়ার সিধান্ত নেওয়া যৌক্তিক। সাইন্স বিভাগ নিয়ে পড়লে পদার্থ, রসায়ন, গনিত, ক্লিনিক্যাল সাইন্স, জীববিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞানসহ আরও বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান অর্জন করা যায়।

তবে সাইন্স নিয়ে পড়া সবার জন্য সঠিক নয়। সাইন্স বিভাগে আপনি যদি পড়তে চান, তাহলে আপনাকে মেধাশীল ও অনেক বেশি পরিশ্রমী হতে হবে। এছারাও আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হতে হবে। কারন সাইন্স নিয়ে পড়লে এসএসসি তে তেমন খরচ না হলেও, এসএসসি পাশ করে এ বিভাগে পড়ার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। এ দুটো জিনিস আপনার ঠিক থাকলে সাইন্স বিভাগ নিয়ে পড়লে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। আরেকটা বিষয় হলো, সাইন্স নিয়ে পড়ে ভালো ক্যারিয়ার গঠনে আপনাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

সাইন্স পড়লে কি হওয়া যায়, তা নির্ভর করবে আপনি কোন সাবজেক্ট নিয়ে অনার্স করবেন তার ওপর। বিশ^বিদ্যলায়ে সাইন্স বিভাগের অনেকগুলো সাবজেক্ট রয়েছে। যেমন-পদার্থবিজ্ঞান, রসায়ন, ফার্মেসি, গনিত, পরিসংখ্যান, প্রানীবিদ্যা, প্রান রসায়ন,  উদ্ভিদবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, মাইক্রো বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান প্রভৃতি ছাড়াও  সাইন্সের আরও বেশ কিছু বিষয় এবং কোর্স রয়েছে।

আরো পড়ুনঃ-  ক্যাডেট কলেজে পড়ার খরচ - ক্যাডেট কলেজ লিস্ট

সাইন্স নিয়ে পড়লে যা হতে পারবেন: আমরা সাধারণত মনে করি সাইন্স নিয়ে পড়লে শুধু ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু  সাইন্স নিয়ে পড়লে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ছাড়াও আরও  যা হতে পারবেন তা হলো- ওষুধ কোম্পানি ও কেমিক্যাল ল্যাবের মধ্যে কাজ, কৃষি গবেষক, শিক্ষকতা, মৎস অধিদপ্তর, ডাক্তারি গবেষক, ব্যাংকার, প্রফেসর, মনোবিজ্ঞানী, রসায়নবিদ, গনিতবিদ, ফার্মাসিস্ট, সরকারি কম্পিউটার প্রকৌশলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেদেশ নৌবাহিনী প্রভৃতি। এছারাও অনলাইনে বড় বড় কোম্পানি থেকে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ যেমন রোবটিক্স ও পরিসংখ্যানবিদ নিয়ে ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্ত হতে পারবেন। আর আপনি যদি বিসিএস’ সম্পূর্ন করতে পারেন তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো ক্ষেত্রে ভালো চাকরির সুযোগ পাওয়া সম্ভব।

সাইন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ এ ভালো চাকরি পাওয়া সম্ভব। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের প্রয়োগ বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার পরিবারের যদি সাইন্স নিয়ে আপনাকে পড়ানোর আর্থিক সমস্যা না হয় এবং আপনি ভালোভাবে অধ্যবসায় করতে পারেন তাহলে, আপনার ক্যারিয়ার গঠনের জন্য সাইন্স নিয়ে পড়া সঠিক সিধান্ত।

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়

উচ্চমাধ্যমিক পাশ করার পর সকল ছাত্র-ছাত্রীর মাথায় প্রশ্ন আসে, যে বিভাগে আমরা পড়ছি সে বিভাগে ভালো একটা চাকরি পাবো তো? বর্তমানে সমাজের কিছু মানুষ রয়েছে যারা ছাত্র-ছাত্রীদের বিভাগ নির্বাচনে চিন্তায় ফেলে দেয়। বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়তে চাইছে বা পড়ছে তাদের। কারন আমাদের সমাজের অনেক মানুষ রয়েছেন যারা মনে করে সাইন্স নিয়ে পড়াশোনা করলে ভালো চাকরি করা সম্ভব, আর্টস নিয়ে পড়াশোনা করে তা সম্ভব নয়। শুধু সাইন্স নিয়ে পড়লে সুবিধা একটু বেশি পাওয়া যায়। তবে বিষয়টি একেবারেই এরম নয় যে আর্টস থেকে পড়ে ভালো ক্যারিয়ার গঠন করা যায় না। জেনে নিন আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়।

শিক্ষকতা: যদি আপনার অধ্যবসায় ঠিক থাকে এবং আপনি পরিশ্রম করে যান তাহলে আর্টস থেকে পড়ে আপনি বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করার সুযোগ পাবেন।

নার্সিং: অনেকেই মনে করে শুধু সাইন্স নিয়ে পড়াশোনা করেই নার্সিং হওয়া যায়। তবে সাইন্স নেওয়া ছাড়াও আর্টস নিয়ে পড়াশোনা করলেও নার্সিং হওয়া যায়। আর্টসের শিক্ষার্থীরা যারা নার্সিং করতে ইচ্ছুক তাদের জিএনএম’ নার্সিং নিয়ে পড়তে হবে।

সাংবাদিকতা: আর্টসের শিক্ষার্থীর ভালো একটি চাকরি হলো সাংবাদিকতা। বর্তমানে এ পেশার চাহিদা বাড়ছে।

আইনজীবী: আইনজীবী খুবই সম্মানজনক একটি পেশা। অনেকেই মনে করে থাকেন আর্টস থেকে পড়ে আইনজীবী হওয়া যায় না। তবে এ পেশা আর্টস থেকে পড়লেও হতে পারবেন। উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীরা  এলএলবি’ ডিগ্রি অর্জনের মাধ্যমে আইনজীবী হতে পারবে।

আরো পড়ুনঃ-  পিএইচডি করার যোগ্যতা কি - পিএইচডি করার খরচ

পুলিশের চাকরি: শারিরিক যোগ্যতা ঠিক থাকলে আর্টস থেকে পড়ে পুলিশের চাকরি পাওয়া যায়। এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো ঠিক থাকলে আর্টস থেকে পড়াশোনা করে সহজেই পুলিশের চাকরি পাওয়া যায়।

উপরের চাকরি গুলো ছাড়াও সিভিল সার্ভিস, গবেষক, পোস্ট অফিসে চাকরি, সেনাবাহিনীতে চাকরি, রেলওয়ের চাকরি, গ্রাফিক ডিজাইনার, ইভেন্ট ম্যানেজার, প্রফেসর ইত্যাদি বিভিন্ন ভালোমানের পদে আর্টস থেকে পড়েও চাকরি করা যায়। তাই আপনি আর্টস বিভাগ বেছে নিয়ে যে ভুল সিধান্ত নিচ্ছেন তা নয়, শুধু পরিশ্রন করুন। আর্টস থেকে পড়েও ভালো চাকরি পেয়ে যাবেন।

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়

শিক্ষাজীবনের শুরুতে আমাদের মৌলিক একটি ধাপ হচ্ছে বিভাগ নির্বাচন করা। অষ্টম শ্রেণী পাস করার পর সকল শিক্ষার্থীর বিভাগ বাছাই করে নিতে হয়। তবে চুড়ান্তভাবে বিভাগ বাছাই করতে হয় উচ্চমাধ্যমিক পাশ করার পরে। কেউ সাইন্স, কেউ আর্টস এবং কেউ কর্মাস বিভাগ, পচ্ছন্দ মতো নিয়ে থাকে। অনেকের ব্যবসা বানিজ্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তাই কমার্স বিভাগ ক্যারিয়ার গঠনের জন্য বেছে নেয়। কমার্স বিভাগে ব্যবসা বানিজ্য নিয়ে পড়ানো হয়ে থাকে।

 কমার্স অনেকের পচ্ছন্দের একটি বিভাগ হলেও পরিবারের কারনে কিংবা সমাজের কারনে এ বিভাগ অনেকেই নিতে পারে না। কারন অনেক পরিবারের মানুষ আছে,যারা মনে করে সাইন্স বিভাগ থেকে পড়ে ভালো চাকরি পাওয়া যায়। কিন্তু কমার্স পড়ে ভালো চাকরি পাওয়া যায় না। তাই শিক্ষার্থীরা বিভাগ  নির্বাচনের সময় দ্বিধায় পড়ে যায়। তবে আপনি যে বিভাগ থেকেই পড়েন না কেন, সব বিভাগ থেকে ভালো চাকরির সুযোগ রয়েছে। জেনে নিন কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়।

  • ব্যাংকের চাকরি
  • চার্টার্ড একাউন্টেট
  • কোম্পানি সেক্রেটারি
  • ইকোনমিস্ট
  • স্টক ব্রোকার
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
  • প্রোডাক্ট ম্যানেজার
  • সেলস ম্যানেজার

এছারাও আরও অনেক ধরনের যেমন শিল্প প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, মার্কেটি প্রতিষ্ঠানগুলোতে ভালো পদে চাকরির সুযোগ আসে কমার্স বিভাগ নিয়ে পড়লে।  চাকরি ছাড়াও ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, কোর্স ইন্সট্রাক্টর, সোশ্যাল মিডিয়া মার্কেটিংসহ আরাও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ ঘরে বসে করা যাবে।

জীববিজ্ঞান নিয়ে পড়লে কি হওয়া যায়

উচ্চমাধ্যমিক পাশ করার পর অনেকের ইচ্ছা রয়েছে জীববিজ্ঞানের ওপর অনার্স করার। তবে বুঝে উঠতে পারে না জীববিজ্ঞান নিয়ে পড়ার সিধান্ত সঠিক নাকি ভুল। কারন অনেকেই বলে থাকে এ বিষয় নিয়ে পড়াশোনা করে কিছু হওয়া যায় না।  জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে অবশ্যই কিছু হতে পারবেন, তবে এজন্য আপনাকে মেধা দিয়ে ঠিকমতো সামনের দিকে এগিয়ে যেতে হবে। জেনে নিন জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে কি হওয়া যায়।

  • শিক্ষকতা
  • ডাক্তার
  • কৃষি অফিসার
  • ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি
  • রেজিস্টার্ড নার্স
  • ভালো পশু চিকিৎসক
  • মৎস বিজ্ঞানী
  • বায়োলজিক্যাল টেকনিশিয়ান
  • জেনেটিক কাউন্সিলার
  • কৃষি গবেষণা ল্যাব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ ইত্যাদি
আরো পড়ুনঃ-  পড়ালেখায় সফল হওয়ার উপায় - একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য

সুতরাং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়া যাবে। জীববিজ্ঞানের ওপর পিএইচডি করলে চাকরির জন্য আরও বেশি সুযোগ পাবেন। সেক্ষেত্রে সরাসরি সিনিয়র লেভেলে চাকরির সুযোগ পাওয়া যায়।

হিসাববিজ্ঞান পড়ে কি হওয়া যায়

হিসাববিজ্ঞান নিয়ে পড়লে ভালো ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। তবে অনেকের এ বিষয়ে সঠিক ধারনা নেয়। তাই হিসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হলেও হিসাববিজ্ঞান নেওয়ার আগে অনেকের মনে প্রশ্ন আসে, এ বিষয় নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক হিসাবিজ্ঞান পড়ে কি হওয়া যায়।

  • শিক্ষকতা
  • হিসাববিজ্ঞান বিশেষজ্ঞ
  • হিসাব ব্যবস্থাপক
  • ব্যাংকার
  • হিসাব রক্ষক
  • প্রধান অর্থনৈতিক কর্মকর্তা
  • ফ্রিলান্সিং
  • ভালো ব্যবসায়িক
  • সিএ ফার্মে জব ইত্যাদি

মেধা ও পরিশ্রম দিয়ে হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো চাকরি করা যায়। এছারাও এ বিষয় নিয়ে পড়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বড় বড় দেশ যেমন আমেরিকা, ফ্রান্স, সুইডেনসহ ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ পাওয়া যায়। আর উচ্চশিক্ষা অর্জনের পর বিভিন্ন উচ্চতর পদে চাকরি সহজেই পাওয়া যায়।

প্রাণীবিদ্যা পড়ে কি হওয়া যায়

জীববিজ্ঞানের একটি শাখা হলো প্রাণীবিদ্যা। বিভিন্ন ধরনের প্রানীর শরীর সংক্রান্ত গবেষনা করতে হয় প্রাণীবিদ্যায়। তাই যারা প্রাণীদের বিষয়ে পড়াশোনা করতে পচ্ছন্দ করেন তারা এ বিষয়টি বেছে নিতে পারেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রাণীবিদ্যা পড়তে আগ্রহী। তবে শুধু কি ইচ্ছমতো পড়াশোনা করলেই হবে, কোনো বিষয়ে পড়লে কেমন ক্যারিয়ার গঠন করা যায় তা জেনে বিষয় বাছাই করা জরুরি। তাই অনেকেই জানতে চেয়ে থাকে প্রাণীবিদ্যা পড়ে কি হওয়া যায়।  জেনে নিন প্রাণী বিদ্যা পড়ে কি হওয়া যায়।

  • শিক্ষকতা করা যায়
  • বিভিন্ন ফার্মাসিউটিক্যাল
  • মৎস অধিদপ্তর
  • বন অধিদপ্তর ইত্যাদি

প্রানীবিদ্যা বিষয়টি ভালো, আপনি ইচ্ছা করলে এটি নিয়ে পড়তে পারেন। এ বিষয়ে অনার্স শেষ করার পর বিসিএস করে সরকারি ১ম শ্রেনীর চাকরির সুযোগ আসে।

পরিশেষে বলতে চাই, আপনার যে বিষয় পচ্ছন্দ, যেটা পড়তে ভালোলাগে সে বিষয় ক্যারিয়ার গঠনে বেছে নিন। কোনো বিষয় কম নয় হোক সাইন্স, আর্টস কিংবা কমার্স। ক্যারিয়ার গঠনে আপনার থাকতে হবে পরিশ্রম এবং সঠিক অধ্যয়ন । এছারাও ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক অবস্থা।

লেখকের শেষ বক্তব্য

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় সে সম্পর্কে আজকের এই ব্লগে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় সে  সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ধরনের প্রয়োজনীয় বিভিন্ন ব্লগ পোস্ট নিয়মিত পড়তে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইট ফলো করতে হবে।

Leave a Comment