মুসলিম আইনে সম্পত্তির বন্টন - উত্তরাধিকার সম্পত্তি বন্টন
প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় মুসলিম আইনে সম্পত্তির বন্টন ও উত্তরাধিকার সম্পত্তি বন্টন সম্পর্কে। আমাদের ভিতর অনেক মানুষ আছে মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করার সময় সবকিছু নিজের নামে লিখে নাই। তাই অনেকে জানতে চান মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন কিভাবে হবে এবং কে পাবে সেই সম্পর্কে। তো চলুন জেনে নিন।
তো আপনি কি মুসলিম আইনে সম্পত্তির বন্টন সম্পর্কে জানতে আমাদের এই পোষ্টটি ওপেন করেছেন? তাহলে আমাদের লেখা উত্তরাধিকার সম্পত্তি বন্টন নিয়েীই ব্লগ পোষ্টটি আপনার জন্য খুবই উপকার হতে চলেছে। য়াপনি যদি এ বিষয়ে জেনে না থাকেন, তাহলে এই পোষ্টের মাধ্যমে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তাই অবহেলা না করে মুসলিম আইনে সম্পত্তির বন্টন সম্পর্কে অজানা তথ্যগুলি জেনে নিন।
উপস্থাপনা
মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন আমাদের ভেতর অনেক মানুষ আছে যারা নিজের ভাই মারা যাবার পরে মৃত ভাইয়ের সম্পত্তি গুলো নিজের নামে করে নেই। কিন্তু ইসলামী নিয়ম অনুযায়ী মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করতে হবে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা মৃত ভাইয়ের সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় সেই সম্পর্কে সঠিক নিয়ম জানা নেই।
এজন্য হয়তো তারা এক সময়ে গিয়ে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাই হয়তো গুগলের কাছে এসে এ বিষয়ে সন্ধান করে থাকে। মূলত আমরা তাদের সুবিধার কথা ভেবেই আজকের এই ব্লগ পোষ্টে মুসলিম আইনে সম্পত্তির বন্টন কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আর বেশি কথা ন বাড়িয়ে আমরা মুসলিম আইনে সম্পত্তির বন্টন সম্পর্কে প্রথমেই জেনে নিব।
মুসলিম আইনে সম্পত্তির বন্টন
আমাদের ইসলাম ধর্ম হচ্ছে মূলত শান্তির ধর্ম এবং অনেক নিয়ম কানুন রয়েছে তা মেনে চলা উচিত। হাদিসে রয়েছে এক পুত্রের অংশ দুই কন্যার সমান হবে। আর কেবল যদি কন্যা থাকে দুই বা ততোধিক তাহলে সম্পত্তি পাবে দুই তৃতীয়াংশ। আর যদি একমাত্র কন্যা হয় তাহলে সে পাবে অর্ধেক। সন্তান থাকলে পিতা মাতা প্রত্যেকে ৬ ভাগের ১ ভাগ পাবে।
আর কোনো সন্তান না থাকলে মা পাবে এক ⅓ অংশ। আর কোনো স্ত্রী যদি সম্পত্তি রেখে যায় তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক আর সন্তান থাকলে পাওয়া যাবে এক ১/৪ অংশ। আর স্ত্রীর এর জন্য যেটা রেখে যাওয়া হবে কোনো সন্তান না থাকলে পাওয়া যাবে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে পাবে ৮ ভাগের এক ভাগ। আশা করি বুঝতে পারলেন মুসলিম আইনে সম্পত্তির বন্টন কেমন হবে। এখন চলুন নিচের অংশে জেনে নিন মৃত মায়ের সম্পত্তি বন্টন সম্পর্কে।
আরো পড়ুন: দলিল সংশোধন করার নিয়ম - জমির দলিল অনুসন্ধান
মৃত মায়ের সম্পত্তি বন্টন
মৃত বাবার সম্পত্তি যেভাবে বন্টন করা হয় একই ভাবে মৃত মায়ের সম্পত্তি এই ভাবেই বন্টন করা হয়। মৃত মায়ের যদি একটি ছেলে এবং একটি মেয়ে থাকে তাহলে তিন ভাগের মধ্যে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ।
এইভাবে যতো ছেলে মেয়ে হবে একই ভাবে সকল সম্পত্তি ভাগ করে ছেলে মেয়েদের ভিতর দিতে হবে। এটা শুধু মায়ের সম্পত্তির ক্ষেত্রে না মৃত বাবার সম্পত্তির ক্ষেত্রেও একই নিয়ম। আশা করি বুঝতে পারলেন মৃত মায়ের সম্পত্তি বন্টন কিভাবে করতে হয় বা করবেন। এখন চলুন নিচের অংশ গুলোতে জেনে নিন উত্তরাধিকার সম্পত্তি বন্টন এবং মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী সম্পর্কে।
উত্তরাধিকার সম্পত্তি বন্টন
আমরা ইতিমধ্যে উপরের অংশে মৃত মায়ের সম্পত্তি বন্টন সম্পর্কে আলোচনা করেছি। এবার আসুন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন কিভাবে করতে হয় তা এই অংশ থেকে জেনে নিন। মূলত উত্তরাধিকার সম্পত্তি যারা যারা এই অধিকার পাবে তাদেরকে আপনাকে সেভাবে উত্তরাধিকার সূত্রে বুঝিয়ে দিতে হবে।
কেননা এক হাদিসে এসেছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যে ভাগে পাবে তাকে সমপরিমাণ ভাগ দিতে হবে তা নাহলে ভালো হবে না। আপনি যদি কয়েকজন সন্তানের বাবা হয়ে থাকেন তাহলে যে কয়টা সন্তান বা ছেলে মেয়ে রয়েছে সকল সন্তান ই আপনার সম্পত্তির উত্তরাধিকার।
মানে মোটকথা হল আপনার সম্পত্তির উত্তরাধিকার আপনার প্রতিটা সন্তানই থাকবে। তাদের সবাইকে একেবারে সমান ভাবে আইন অনুযায়ী আপনার নিজের সম্পত্তি বন্টন করে দিতে হবে। আশা করি বুঝতে পারলেন উত্তরাধিকার সম্পত্তি বন্টন সম্পর্কে। এখন চলুন নিচের অংশে জেনে নিন মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী সম্পর্কে।
মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী
আমরা ইতোমধ্যে উপরের অংশে মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছি আশা করছি এ বিষয়ে ধারণা পেয়ে গেছেন। তো এবার আমরা পোষ্টের এই পাঠে থেকে জেনে নিন মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী সম্পর্কে।
মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী তার ছেলে-মেয়ে। কোন ব্যক্তি মারা যাওয়ার আগে কখনো সম্পত্তির ভাগ কেউ পাবে না যখন কোন ব্যক্তি মারা যাবে তারপরে সম্পত্তির উত্তরাধিকারী তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হবে এবং ভাগ বন্টন হবে। মৃত পিতার থেকে সন্তানেরা যে ভাগে সম্পত্তি পাবে ও একইভাবে যদি মায়ের সম্পত্তি থাকে তাহলে ও সন্তানেরা পাবে।
যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে সেই ব্যক্তির সম্পত্তি তার ভাইয়ের ছেলেরা ও মেয়েরা পাবে। আশা করছি বুঝতে পারলেন মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী কে সে সম্পর্কে। এবার চলুন, নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন কিভাবে করা হয় সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন
কোনো ব্যক্তি যদি নিঃসন্তান হয়ে থাকে তাহলে তার মৃতুর পর সেই ব্যক্তির সম্পতির ভাগ তার স্ত্রী পাবে এবং চাচার ভাগ তার ভাতিজা পাবে। তার যেহুতো সন্তান নাই তাই মৃত্যুর পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই ভাগ নেয়ার। আশা করি বুঝতে পারলেন নিঃসন্তান ব্যক্তির সম্পতির বন্টন কিভাবে করবেন।
আরো পড়ুন: পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
মুসলিম উত্তরাধিকার আইন এর গুরুত্বপূর্ণ কিছু দিক
মুসলিম উত্তরাধিকার আইন এর কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো আমাদের জেনে রাখাটা জরুরি।
- নিকটবর্তী ওয়ারিশেরা থাকলে দুরবর্তী ওয়ারিশ সম্পত্তি পাবে না। যেমন: পিতা থাকলে দাদা পাবে না।
- বাব অথবা মা না থাকলে নানী ও দাদী থাকলে একই ক্ষেত্রে তারা ৬ ভাগের ১ ভাগ পাবে। পুত্র বা পিতা বেচে থাকলে তার ভাই-বোন ওয়ারিশ হবে না।
- স্বামী-স্ত্রী,পিতা-মাতা,পুত্র-কন্যা,ভাই-বোন না থাকলে দুরবর্তী আত্নীয়গণ সম্পত্তি পাবে।
- নিঃসন্তান বোনের সম্পত্তি ভাই পাবে।
- বাবা মারা গেলে তার ছেলে কিংবা ছেলের ছেলে থাকলে বাবার বোন সম্পত্তি পাবে না।
- সহোদর ভাই বৈমাত্রেয় ভায়ের আগে ওয়ারিশ হবে।
- কণ্যা পিতার সম্পত্তি ন্যায় মায়ের সম্পত্তিতে অংশ পাবে।
- মৃত ব্যাক্তির পুত্র,কণ্যা, পুত্রের পুত্র,দাদা বর্তমান থাকলে বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই-বোন সম্পত্তি পাবে না।
মুসলিম আইনে সম্পত্তির বন্টন সম্পর্কে লেখকের মতামত
এই আর্টিকেলে আমি মুসলিম আইনে সম্পত্তির বন্টন ও উত্তরাধিকার সম্পত্তি বন্টন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন, মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী এবং মৃত মায়ের সম্পত্তি বন্টন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি, আপনারা জেনে উপকৃত হয়েছেন। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলে কোন বিষয় বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা হয়তো মুসলিম আইনে সম্পত্তির বন্টন এ বিষয়ে বিস্তারিত ধারনা পেয়ে গেছেন। আপনি যদি আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি সঠিক তথ্য জেনে নিতে পারবেন। মুসলিম আইনে সম্পত্তির বন্টন সম্পর্কিত আজকের আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও আপনার পরিচিতদের শেয়ার করতে ভুলবেন না।