ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন

ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মূলত একটি স্মার্ট কার্ড যা গাড়ি চালানোর জন্য অনুমোদিত। ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে একজন মানুষকে (হোক নারি কিংবা পুরুষ) যানবাহন চালানোর জন্য অনুমতি দেওয়া হয় বা তাকে রাস্তায় গাড়ি চালানোর জন্য অনুমতি দেওয়া হয়। এটি অনুমোদনপত্র হিসেবে কাজ আসে। এটির মাধ্যোমে তাকে প্রশিক্ষণপ্রাপ্ত ও পরীক্ষা উত্তীর্ণ লোক হিসেবে গণ্য করা হয়।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন

লাইসেন্স ধারি ব্যক্তি অবশ্যই গাড়ি চালানোর নিয়ম ও নিরাপত্তা সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে একজন চালককে দক্ষ করে তোলা হয়। যার প্রমাণপত্র হিসেবে বা অনুমতি পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।

আপনারা হয়তো অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করতে সেই বিষয়ে জানেন না। মূলত  এজন্য আমরা আজকের পোষ্টে আপনি অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন তা আলোচনা করেছি। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেছি। 

ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরন করতে হবে।, তাহলে চলুন, কথা না বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন প্রক্রিয়া জেনে নেই।

  • ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করতে হলে আপনাকে প্রথমে https://bsp.brta.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে।
  • এরপর Register মেনুতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে জন্ম তারিখ ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর Mobile Number ও Email ID এবং Password দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার দেওয়া ইমেইল ঠিকানায় প্রবেশ করে ভেরিফাই করে নিতে হবে।
  • তারপর ফোন নাম্বার অথবা  ইমেইল ঠিকানা এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি বসিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল একটি OTP কোড আসবে। এবার সেই OTP কর ব্যবহার করে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন।
  • এরপর ড্রাইভিং লাইসেন্স নামক অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার শিক্ষানবিশ লাইসেন্স লেখা দেখতে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সমস্ত তথ্য ঠিকমতো স্ক্যান করতে হবে।
  • ফাইল স্ক্যান করে দেয়ার পরে "আমি সম্মত" নামক এই অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আবেদন ফরমটি আপনার সামনে চলে আসবে।
  • ব্যক্তিগত লাইসেন্স করতে চাইলে অপেশাদার (Non-proffessional) সিলেক্ট করে ছবি তুলে আপলোড করে দিতে হবে।
  • এরপর ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে কোন সন্ধানে ক্লিক করলে সফল তথ্য অটোমেটিক চলে আসবে।

এরপর পিতা মাতার নাম, লিঙ্গ, পেশা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, বর্তমান ঠিকানা, কোথায় ঠিকানা, মোবাইল নম্বর, জরুরী প্রয়োজনের জন্য অন্য কারো মোবাইল নাম্বার, মোটরযানের ধরন (যেমন হালকা বা ভারি) ইত্যাদি সকল তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপলোড করতে হবে।

এরপর আপনাকে প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।পেমেন্টই সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনারা আবেদনটিও সম্পন্ন হবে।

এরপর আপনাকে মানি রিসিট এবং লার্নার ড্রাইভিং লাইসেন্স টি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।লার্নার ড্রাইভিং লাইসেন্সে আপনার পরীক্ষার তারিখ ও আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য থাকবে। আর এভাবে আপনি ঘরে বসেই আপনার টাইপিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন

অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা সেটা জানার জন্য অনলাইন থেকে জানতে পারবেন তবে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স নম্বর, DL রেফারেন্স নম্বর এবং জন্ম তারিখ এইগুলো তথ্য জেনে রাখতে হবে। 

BRTA ওয়েবসাইটের মাধ্যমে:

  • ব্রাউজারে যান: https://bsp.brta.gov.bd
  • ক্লিক করুন: ‘ড্রাইভিং লাইসেন্স’
  • ক্লিক করুন: ‘ভেরিফাই ড্রাইভিং লাইসেন্স’
  • প্রদান করুন: লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ
  • ক্লিক করুন: ‘সার্চ’
  • ফলাফল: লাইসেন্সের তথ্য।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি বাংলাদেশের BRTA ওয়েবসাইটের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। যদিও, কিছু পদক্ষেপ আপনার অবস্থান এবং অনলাইন সেবা প্রদানের তথ্যের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।

BRTA e-Service অ্যাপের মাধ্যমে:

  • অ্যাপ ডাউনলোড করুন: গুগলে প্লে স্টোর থেকে
  • অ্যাপ খুলুন: ‘ড্রাইভিং লাইসেন্স’ অপশন নির্বাচন করুন
  • প্রদান করুন: লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ
  • ক্লিক করুন: ‘সার্চ’
  • ফলাফল: লাইসেন্সের তথ্য।

ড্রাইভিং লাইসেন্স রেজাল্ট চেক

আপনারা অনেকেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রেজাল্ট চেক করতে চান কিন্তু অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স রেজাল্ট চেক করতে হয় সেই বিষয়ে জানা নেই। চলুন তাহলে ২টি মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স রেজাল্ট চেক নিয়ম জেনে নেই।

  • BRTA সার্ভিস পোর্টালে যান: https://bsp.brta.gov.bd
  • “DCTB এর ফলাফল” ট্যাবে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনাকে আপনার শাখা, পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ এবং নিরাপত্তা কোড নির্বাচন করতে হবে।
  • “View” বাটনে ক্লিক করুন।
  • আপনার রোল নম্বর, শিক্ষানবিশ নম্বর, নাম, বাবার নাম, পাস করা যানবাহনের শ্রেণী এবং ফলাফল দেখানো হবে।

BRTA অফিসে

  • আপনার নিকটতম BRTA অফিসে যান।
  • এরপর আপনাকে “DCTB এর ফলাফল” বিভাগে যেতে হবে ।
  • তারপর শিক্ষানবিশ নম্বর এবং আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে। 
  • পরিশেষে আপনার ফলাফল প্রিন্ট আউট করে দেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড এর ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে চলুন তাহলে কথা ন বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায় বা নিয়ম জেনে নেই।

প্রথম ধাপ:

প্রথমে  https://bsp.brta.gov.bd/login/ এই লিংকে প্রবেশ করে আপনার Mobile Number ও Password দিয়ে লগ ইন করতে হবে। 

দ্বিতীয় ধাপ:

আপনার স্মার্ট কার্ডটি অনুমোদন হলে, নির্ধারিত সার্কেল অফিস থেকে আপনার মোবাইল নম্বরে SMS সেন্ড করা হবে। যাদের SMS এসেছে, তারাই ডাউনলোড করতে পারবেন।

এরপর আপনি যে আবেদন করেছেন সেটার স্ট্যাটাস চেক করতে হলে “ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন” নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।

এই পেইজে মূলত আপনার ড্রাইভিং লাইসেন্স বর্তমান অবস্থা কি সেটা দেখতে পারবেন। এছাড়াও, এই পেইজ থেকে আরও অন্যান্য সেবা নিতে পারবেন সেগুলো হচ্ছেঃ

লার্নার কপি প্রিন্ট: আপনার যদি লার্নার কপির প্রয়োজন হয়, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারবেন।

ই-ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড: আপনার ই-ভার্সন ডাউনলোড অথবা সেইভ করে রাখতে পারবেন।

লাইসেন্স ফর্ম প্রিন্ট: আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম এবং ডকুমেন্টগুলো দেখতে বা প্রিন্ট করতে পারবেন।

লাইসেন্স অনুমোদন অবস্থা: এই অপশনে থেকে আপনি মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন এর বর্তমান অবস্থা দেখতে পারবেন।

আবেদনপত্রের ধাপসমূহ: “দেখুন” অপশনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়ার যেগুলো কোন ধাপ সক্রিয় হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতে পারবেন। 

অনলাইনে প্রেস করলাম অপশনটাতে ক্লিক করলে আপনারড্রাইভিং লাইসেন্সটা রেডি হয়েছে কিনা তা আপনি দেখতে পাবেন। মনে করুন, আপনাকে পুলিশ অফিসার আটক করলেন এমতবস্থায় তারা চাইলে কিন্তু এই QR কোড স্ক্যানিং করে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আসল নাকি নকল তা যাচাই করতে পারবে। সুতরাং আপনার কাছে স্মার্ট কার্ড না আসা অবদি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে

ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড পিডিএফ

বি আর টি এ সার্ভার পোর্টালে লগইন করে আপনার মোবাইল নাম্বার বা ইমেইল ঠিকনা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপরে আপনার প্রোফাইলে ভিউ করে ওইখানে আপনার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন অপশনে বিস্তারিত তথ্য দেখবেন সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারবেন।

“ই-ড্রাইভিং লাইসেন্স” অপশনে ক্লিক করলে, আপনার ই-পেপার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের কপি দেখতে পারবেন। এই ড্রাইভিং লাইসেন্সে যাবতীয় তথ্য থাকবে, তবে এতে মাইক্রো চিপ থাকবে না। এটি মোট তিনটি পাতায় থাকবে:

  • প্রথম পাতায় ড্রাইভিং লাইসেন্স প্রদর্শিত হবে।
  • দ্বিতীয় পাতায় ই-পেপার ড্রাইভিং লাইসেন্স প্রদর্শিত হবে।
  • তৃতীয় পাতায় ড্রাইভিং লাইসেন্সের উভয় পাশে অরিজিনাল স্মার্ট কার্ড দেখতে পারবেন।
  • এরপর সেইভ কিংবা ডাউনলোড করতে হলে উপরে ডান পাশে একটি এরো চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। সেখান থেকে ডাউনলোড বা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। 

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড বিতরণ

প্রথমে যেকোন একটি ব্রাউজার থেকে https://bsp.brta.gov.bd/ এখানে ক্লিক করে BRTA ওয়েবসাইটে প্রবেশ করে আপনার NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ইউজার আইডি (User ID) খুলে নিতে হবে।

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা সহজ করার লক্ষ্যে দুইবার আবেদন করার পরিবর্তে লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন জমা দেয়ার ব্যবস্থা ২০২২ সালের ১৬ নভেম্বরে BRTA সার্ভিস পোর্টালে চালু করা হয়েছে।

এর ফলে আবেদনকারীকে অন্তত ৪ বারের পরিবর্তে শুধুমাত্র ১ বার BRTA এর পরীক্ষা কেন্দ্রে এসে বায়োএনরোলমেন্ট প্রদান ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরবর্তীতে পরীক্ষায় পাশ করার পর অনলাইনেই ফি প্রদান এবং সিস্টেমে প্রবেশ করে যাবতীয় তথ্য এবং ডকুমেন্ট যাচাই করে সাবমিট করতে পারবেন।

এছাড়াও অনলাইনে আপনি আপনার পরীক্ষার ফলাফল বা রেজাল্ট এবং আরও অন্যান্য জরুরিভাবে যেগুলো তথ্য দরকার সেগুলো সব তথ্য পেয়ে যাবেন। যার ফলে বেজড সিস্টেমে জেনারেটেড QR কোড গাড়ি চালানোর জন্য আপনি অস্থায়ী Acknowledgement Slip নিতে পারবেন। সব কাজ শেষ হয়ে গেলে পোষ্ট অফিসে আপনার স্মার্ট কার্ডটি পৌঁছে দেয়া হবে।

ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে লেখকের মতামত

আমরা ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদনসহ ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে আরও অন্যান্য প্রয়োজনীয় টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি এই পোষ্টটি শুরু থেকে একেবারে শেষ অবদি পড়ে থাকে, তাহলে এতক্ষণে হয়তো ড্রাইভিং লাইসেন্স এর বিভিন্ন জরুরি তথ্য জানতে পেরেছেন। যদি বিকাশ নিয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url