বিকাশ অ্যাপ ডাউনলোড অফার - বিকাশ একাউন্ট চেক
আপনি যদি বিকাশ অ্যাপ ডাউনলোড অফার ও বিকাশ একাউন্ট চেক সম্পর্কে জানতে গুগলে সার্চ করে এই আর্টিকেলেটি ভিজিট করেন, তাহলে আপনি সঠিক পোস্টের মধ্যে এসেছেন। কেনন আমরা এই ব্লগ পোষ্টে বিকাশ অ্যাপ ডাউনলোড অফার সহ আপনি কিভাবে বিকাশ একাউন্ট চালু করবেন সেই সম্পর্কে সমস্ত তথ্য গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বিকাশ হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্রিয়জনের কাছে মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে ঝামেলা ছাড়াই। এমন একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহকরা যেকোন সময় লেনদেনসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করছে। তাই আপনিও কেন এই মোবাইল ব্যংকিং এর সুবিধা গ্রহণ করবেন না।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আজকাল প্রায় সকলেই বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতে চাই। কিন্তু অনেকেই জানেন। বিকাশ একাউন্ট কিভাবে খুলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিকাশ একাউন্ট খোলার সঠিক নিয়ম সম্পর্কে।
অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- প্রথমে গুগল প্লে স্টোর বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- আপনার স্মার্ট ফোনে বিকাশ অ্যাপটি ডাউনলোড করা শেষে ইনস্টল অপশনে চাপ দিতে হবে।
- এরপর বিকাশ অ্যাপে প্রবেশ করে রেজিস্ট্রার অপশনে যেতে হবে এরপরে আপনি যেই নাম্বার দিয়ে একাউন্ট চালু করবেন মানে একটি সচল নাম্বার থাকতে হবে।
- এরপর ল্যাঙ্গুয়েজ অপশন বেছে নিতে ক্লিক করুন।
- এরপর শর্ত ও নিয়মাবলী মেনে নিন এবং আপনার জাতীয় পরিচয় পত্রের দুই পাশের ছবি তুলে দিন।
- এরপর আপনাকে আরো কিছু তথ্য জমা দিতে হবে। যেমন আপনার পেশা, আয়ের উৎস, লিঙ্গ ইত্যাদি।
- এরপর আপনার নিজের একটি সচল ও স্পষ্ট ছবি তুলে সেখানে আপলোড করে দিতে।
- এরপর আপনার কাছে বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস আসবে।
উপরে সব কাজ শেষ হয়ে গেলে বিকাশের কোড *247# ডায়াল করুন এবং বিকাশের ৫ ডিজিটের একটি পিন নাম্বার সেট করুন। পিন নাম্বারটি অবশ্যই কারো সাথে শেয়ার করবেন না। উপরোক্ত তথ্য গুলোই হলো বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
এজেন্টের মাধ্যমে
এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে হলে আপনার নিকট বর্তি বিকাশ এজেন্টের কাছে যেতে হবে। বিকাশ একাউন্ট সম্পর্কে তেমন না বুঝে থাকেন সেজন্য আপনি আপনার পরিচিত বিকাশ এজেন্টের কাছে গেলে আপনি সব ধরনের হেল্প পাবেন।
- জাতীয় পরিচয় পত্রের সাথে নিতে হবে।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে।
- আপনার একাউন্টের যাবতীয় সকল তথ্য এজেন্ট জিজ্ঞেস করবে এবং পূরণ করবে। তারপরে আপনার মোবাইলে একটি নিশ্চিত করার জন্য এসএমএস আসবে।
- আপনাকে বিকাশ কোড *247# অপশনে গিয়ে আপনার ৫ ডিজিটের পিন নাম্বার সেট করতে হবে।
উপরের ধাপগুলো সম্পন্ন করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে ঘরে বসেই নিজেই খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
আরো পড়ুন: রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার
বিকাশ অ্যাপ ডাউনলোড অফার
বিকাশ অ্যাপ ডাউনলোড অফারের বিবরণ হচ্ছে অ্যাপ থেকে একাউন্ট চালু করে আপনি সাথে সাথে ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন।অ্যাপ থেকে আপনি যদি প্রথমবার মোবাইল রিচার্জ করেন তাহলে সাথে সাথে ২৫ টাকা বোনাস পাবেন।
এছাড়াও বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পে বিল ও অ্যাড মানি (কার্ড টু বিকাশ)-এ ক্যাশব্যাক অফার তো থাকছেই। এগুলো অফার আপনারা মাঝে মধ্যেই পেয়ে যাবেন। শুধু চোখ রাখতে হবে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপে।
বিকাশ একাউন্ট চেক
বিকাশ একাউন্ট চেক নিয়ে আজকে মূলত যারা বাটন ফোনে বিকাশ ব্যবহার করে আর যারা বিকাশ অ্যাপ দিয়ে ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিভাবে বিকাশ একাউন্ট চেক করতে হয় সেই বিষয়ে তুলে ধরেছি। তাহলে চলুন, প্রথমে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট চেক করার নিয়ম জেনে নেই।
- প্রথমে মোবাইলে *247# টাইপ করে ডায়াল করুন।
- এরপর “My Bkash” নামক আপশনটি বাছাই করুন।
- তারপর “Check Balance” নামক অপশনটি বাছাই করুন।
- পরিশেষে আপনার দেয়া 5 DIGIT বিকাশ পিন নম্বর দিন।
উপরের পদ্ধতিগুলো সঠিকভাবে সম্পাদন করলে আপনি আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার চলুন, অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট চেক করার নিয়ম জেনে নেই।
অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার স্মার্টফোনে বিকাশ মোবাইল অ্যাপ থাকতে হবে। আপনাকে বিকাশের পাঁচ ডিজিটের পিন নম্বরটি প্রদান করে বিকাশ অ্যাপসে লগইন করতে হবে। তবে মনে রাখবেন আপনি সে সিমে বিকাশ একাউন্ট খুলেছেন উক্ত সিমটি আপনার ফোনে থাকতে হবে।
বিকাশে লগ ইন করার পরে আপনি "ব্যালেন্স দেখুন" এই লেখাতে চাপ দিবেন। তাহলে আপনাকে বর্তমান ব্যালেন্স সম্পর্কে বিকাশ থেকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
বিকাশ একাউন্ট বন্ধ করার সঠিক নিয়ম নিম্নে তুলে ধরা হলঃ
- আপনার বিকাশ একাউন্ট নিস্ক্রিয় বা বন্ধ করতে হলে প্রথমে আপনার জেলায় থাকা বিকাশ অফিসে যেতে হবে।
- তবে সেখানে আপনার যে জাতীয় পরিচয় পত্র মানে যেই ভোটার আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট চালু করেছিলেন সেটি সাথে করে নিয়ে যেতে হবে ।
- আপনি যার নামেই অ্যাকাউন্ট করে থাকুন না কেন তাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে।
- তারপরে তারাই অ্যাকাউন্ট বন্ধ করার প্রসেস দেখিয়ে দিবে। আপনার একাউন্ট একেবারে নিস্ক্রিয় করে দেয়া হবে তাই আপনার অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য করে ফেলতে হবে ।
উপরোক্ত নিয়মগুলো জেনে আপনি আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে পারেন । আবার যখন আপনার বিকাশ একাউন্টের প্রয়োজন হবে তখন আপনি বিকাশ একাউন্ট খোলার নিয়ম দেখে অ্যাকাউন্টটি খুলে নিবেন।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনারা অনেকেই জানেন না বিকাশ একাউন্ট কি ভাবে খুলবেন ।তাই আপনাদের জন্য আজকে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম-
মূলত অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলাতে হলে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার বা বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। কারণ আপনি নিজে একাউন্ট খুলতে পারবেন না।
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খুলার জন্য আপনাকে বিকাশের কাস্টমার কেয়ার যেতে হবে।
- বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়ার আগে আপনার সাথে এন আইডি কার্ড নিয়ে যেতে হবে।
- পাসপোর্ট সাইজের ১ কপি রংগিন ছবি সাথে করে যেতে হবে।
- আপনি যেই নাম্বারে অ্যাকাউন্ট চালু করবেন সেই নাম্বার আর আপনার অ্যান্ড্রডুয়েট ফোন কিংবা বাটন ফোন নিয়ে যেতে হবে।
- সবচেয়ে বড় বিষয় হচ্ছে যিনি বিকাশ অ্যাকাউন্ট চালু করতে চাচ্ছেন তাকেই বিকাশ কাস্টমার কেয়ার উপস্থিত থাকতে হবে। অন্য কেউ গেলে অ্যাকাউন্ট চালু হবেনা।
এভাবে আপনারা বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ কাস্টমার সেন্টারে গিয়ে প্রয়োজনে তথ্য জমা দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একটি পদ্ধতিতেই আপনি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
বিকাশ একাউন্ট খোলার জন্য ঘরে বসে নিজে খুলতে পারবেন না আপনাকে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড ও এক কপি ছবি নিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে যেয়ে বিকাশ একাউন্ট চালু করে নিতে হবে।
আরো পড়ুন: গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ - গ্রামীণফোন অফার
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট চালু করার জন্য শুরুতেই বিকাশ অ্যাপটি মোবাইলে ইন্সটল করে। তারপর ‘লগইন/রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলা হবে। এখন আপনি যে নাম্বারের আন্ডারে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে চান সে নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিন। তারপর নিচে থেকে পরবর্তী অপশনে ক্লিক করুন।
তারপর আপনি যেই অপারেটর দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে।তাহলে আপনাকে পরবর্তী ধাপ নিয়ে যাবে। সেখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন যেমন:
- জাতীয় পরিচয় পত্র এবং
- জন্ম সনদ
যেহেতু আমরা স্টুডেন্ট একাউন্ট খুলব, সেহেতু আমরা জন্ম সনদ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ফোনে একটি OTP কোড যাবে। সেটি অটমেটিক বসে যাবে। আমরা সুধু Allow বাটন আসলে সেটি Ok করে দিব। তাহলে আমাদের বিকাশ একান্টের শর্তাবলী গুলো চলে আসবে। এখন শর্তাবলী গুলো ভালোভাবে একবার পড়ে নিন। তারপর নিচে থেকে ‘সম্মতি আছে’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং ৩টি ধাপ কমপ্লিট করতে বলা হবে। ধাপ গুলো সঠিকভাবে কমপ্লিট করলে আপনার বিকাশ স্টুডেন্ট একাউন্টটি ওপেন হয়ে যাবে। ধাপ ৪টি হলো:
- ডিজিটাল জন্ম সনদের ছবি
- বাবা/মায়ের তথ্য
- আপনার ছবি তুলতে হবে
- নতুন পিন সেট করুন
ধাপ ১: ডিজিটাল জন্ম সনদের ছবি
প্রথমে আপনার ডিজিটাল জন্ম সনদের ভালোভাবে পরিস্কার ছবি তুলতে হবে। এরপর “Allow” অপশনে ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন হাতকে স্থির রেখে আপনার ডিজিটাল জন্ম সনদের এক কপি ছবি তুলে নিন। ছবি তোলা হয়ে গেলে নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করে ছবিটি সাবমিট করে দিন।
এখন পরবর্তীতে আপনাকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে বলা হবে। যেমন
- লিঙ্গ
- আয়ের উৎস (অভিভাবকের উপর নির্ভরশীল)
- আনুমানিক মাসিক আয় (৫,০০০) এবং
- পেশা (শিক্ষার্থী)
সবগুলো তথ্য যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে পূরণ করে নিন। তারপর নিচে থেকে পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হবে।
ধাপ ২: বাবা/মায়ের তথ্য দিন
এবার আপনার বাবা কিংবা পিতা নামে আগে থেকে চালু করা বিকাশ নাম্বারটি দিতে হবে। এখন শুরুতে ‘সম্পর্ক’ ক্লিক করে আপনি বাবার নামে বিকাশ একাউন্ট এড করতে চাচ্ছেন নাকি মায়ের নামে অ্যাড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার ছবি তুলুন
তৃতীয় নম্বর ধাপে এসে আপনাকে আপনার ছবি অথবা সেলফি তুলতে হবে। এখন ছবি তোলার জন্য তাদের দেওয়া ইন্সট্রাকশন টি ভালোভাবে খেয়াল করুন। তারপর নিচে থেকে ‘ছবি তুলুন’ অপশনে ক্লিক করে ছবি তুলে ‘নিশ্চিত’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার বাবা/মায়ের দেয়া বিকাশ নাম্বারে OTP পাসকোড যাবে। সেই কোডটি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন শেষ করা লাগবে। তারপরে দুইবার ‘পরবর্তী’ অপশনে ক্লিক করে দিতে হবে।
তাহলে আপনার দেওয়া বাবা অথবা মায়ের বিকাশ নাম্বরে একটি OTP চলে যাবে। সেটি বসিয়ে আবারও নিচে থেকে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে একটি ধন্যবাদ বার্তা দেখাবে এবং একাউন্টটি নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করতে বলা হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্টটি নিশ্চিত করা হবে।
ধাপ ৪: নতুন পিন সেট করুন
এখন আপনাকে আপনার স্টুডেন্ট বিকাশ একাউন্টের জন্য একটি নতুন পিন সেট করতে বলা হবে। আপনার ফোনে যাওয়া SMS এ একটি লিংক দেওয়া হবে। সেই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপে থেকে ‘নতুন পিন সেট করুন’ অপশনটি দেখতে পাবেন। দেখাবে।
সেখানে ক্লিক করে আপনার একাউন্টের জন্য ৫ সংখ্যার একটি শক্ত ও এলোমেলো পিন সেট করে নিন। যেমন: ২৪৭৮৫ । অবশ্যই পিন নাম্বারটি কেথাও নোট করে রাখবেন।
বিকাশ একাউন্ট সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড অফার ও বিকাশ একাউন্ট চেকসহ বিকাশ প্রসঙ্গে আরও অন্যান্য প্রয়োজনীয় টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি এই পোষ্টটি শুরু থেকে একেবারে শেষ অবদি পড়ে থাকে, তাহলে এতক্ষণে হয়তো বিকাশের বিভিন্ন জরুরি তথ্যগুলি জানতে পেরেছেন। যদি বিকাশ নিয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।