বন্ধু ও পরিবারের সাথে কানেক্টেড থাকার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এর শক্তিশালী এনক্রিপশন ফিচারের কারণে চ্যাটে থাকে অত্যাধিক নিরাপত্তা। তবে ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে উক্ত চ্যাট চলে যায়। কেননা হোয়াটসঅ্যাপ এর চ্যাট ফেসবুক বা ইন্সটাগ্রাম এর মত কোম্পানির নিজস্ব সার্ভারে সেভ করা থাকেনা।
যার ফলে হোয়াটসঅ্যাপ এর মেসেজ হারিয়ে ফেলার একটি সম্ভাবনা থেকে যায়। WhatsApp এ মেসেজ করার সময় আমরা অনেক সময় একে অপরকে ভুল মেসেজ পাঠিয়ে ফেলি। আগে এই বিষয়ে কিছু করা যেত না। কিন্তু বর্তমানে ইউজারদের কাছে মেসেজ ডিলিট করে ফেলার অপশন আছে। এই ফিচারটি মেসেজিংয়ের দুনিয়াটাকেই বদলে ফেলেছে।
যদিও অনেক সময় কেউ কোন মেসেজ ডিলিট করে দিলে আমরা এটা জানার জন্য উদগ্রীব হয়ে উঠি যে ডিলিট করা মেসেজে কী লেখা ছিল। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস জানানো হল।
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কিভাবে দেখব
মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের বেশিরভাগের ফোনে এই অ্যাপ রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এটি। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসিয়াল কাজের জন্যও এটি ব্যবহৃত হয়।
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখতে চাচ্ছেন? আমরা প্রত্যেকেই একে অপরের সাথে যোগাযোগের জন্য whatsapp ব্যবহার করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে যে কোন দেশের মানুষের সাথে যোগাযোগ করার সম্ভব।
👉Whatsapp ডিলেট করা মেসেজ দেখার উপায় ১
Whatsapp এর ডিলিট করা মেসেজ দেখার জন্য আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে।
Undelete অ্যাপ: এই অ্যাপটি সম্পর্কে অনেকেই জানে না এই অ্যাপটি থেকে WHATSAPP এর সমস্ত আনসেন্ট করা মেসেজ ভিডিও ছবি এবং অডিও ফাইল দেখা সম্ভব।
- ডাউনলোড করার পরে ইনস্টল করে ওপেন করুন
- এরপরে “terms and conditions” অপশন থেকে Agree করে দিতে হবে।
- তারপর আপনার সামনে অনেকগুলো অ্যাপস আসবে।
- এরপরে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করতে হবে।
- এরপরে “update selection” নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
- তারপর Notification Access আসবে সেখানে Enable অপশনে ক্লিক করতে হবে।
Shortcut
- Open Undelete app >
- agree term & condition>
- allow Notification Access>
- choose Whatsapp>
- Update Selection
ব্যাস,, তাহলেই এখন আপনার হোয়াটসঅ্যাপের সকল ডিলিট করা বা আনসিন করা মেসেজ গুলো খুব সহজেই দেখে নিতে পারবেন।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ ডিলিট করা মেসেজ দেখতে হয়। এরপরেও আপনার যদি এই Undelete অ্যাপের সাহায্য হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখতে কোন সমস্যা হয় তাহলে আরও একটি অ্যাপ রয়েছে।
যার মাধ্যমে সহজেই ডিলিট করা মেসেজ দেখতে পাবেন। আসুন তাহলে নিচের অংশ থেকে Notisave অ্যাপ এর মাধ্যমে কিভাবে ডিলিট করা মেসেজ দেখতে পাবেন তা জেনে নেওয়া যাক।
👉Whatsapp ডিলেট করা মেসেজ দেখার উপায় ২
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Notisave অ্যাপ ডাউনলোড করে নিন।
- এরপরে অ্যাপটি ইন্সটল করার পর কিছু পারমিশন চাই চাইবে সেগুলো অ্যালাউ করে দিন ।
- পারমিশন দিয়ে দিলে এই অ্যাপ আপনার ডিভাইসের সমস্ত নোটিফিকেশন সেইভ করে নেবে।
- তারপরে, আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিয়ে যদি রিমুভ করে দেয় তাহলে খুব সহজেই এই Notisave অ্যাপের মাধ্যমে সেগুলি পড়ে নিতে পারবেন।
👉Whatsapp ডিলেট করা মেসেজ দেখার উপায় ৩
এটি এমন একটি দু টুল যা WhatsApp এবং ইনস্টাগ্রাম থেকে নয়, বরং যেকোনো মেসেজিং অ্যাপ থেকে ডিলিট করা মেসেজগুলি রিকোভার করে দিবে। WAMR অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে গুগল প্লে স্টোড় থেকে WAMR অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
- ইনস্টল হয়ে গেলে ওপেন করার পরে কিছু পারমিশন অ্যাক্সেস দিতে হবে।
- পারমিশন অ্যাক্সেস দেওয়ার পরে আপনি যেই অ্যাপগুলির নোটিফিকেশন সেভ করতে চান ( যেমনঃ Whatsapp,instagram,messenger) সেগুলো নির্বাচন করতে হবে ৷
- তারপরে আপনার WhatsApp ডিলিট হওয়া মেসেজ WAMR অ্যাপে পড়তে পারবেন।
👉App ছাড়া ডিলিট করা মেসেজ দেখার উপায় ৪
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে কোনো থার্ডপার্টি অ্যাপ ছাড়াই Whatsapp ডিলেট করা মেসেজ দেখার উপায় জানতে চাই। এক্ষেত্রে আপনার ফোনে কিছু সেটিংস করে রাখতে হবে
- আপনার মোবাইল ডিভাইসের Settings অপশনে নোটিফিকেশন অপশন সিলেক্ট করে Notification History তে ট্যাপ করতে হবে।
- তারপর Notification History এন্যাবল করতে হবে।
- অন করে রাখলে আপনার মোবাইলে আসা সমস্ত নোটিফিকেশন সেইভ হয়ে থাকবে এমতবস্থায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর মেসেজ গুলোও সেভ হয়ে থাকবে আর সেখান থেকেই মেসেজগুলো দেখতে পাবেন।
তবে মনে রাখবেন Notification History মেসেজ শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই সেভ করা থাকে। ২৪ ধন্টা অতিক্রম হয়ে গেলে মেসেজগুলি ডিলিট হয়ে যায়।
হোয়াটসঅ্যাপ চ্যাট হারালে করণীয়
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিজেই ফোনের ইন্টারনাল স্টোরেজে স্বয়ংক্রিয়ভাবে লোকাল ব্যাকআপ তৈরি করে। ফলে, গুগল ড্রাইভ ছাড়াও ফোনের লোকাল ব্যাকআপ ফাইল ব্যবহার করে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করা সম্ভব।
- আপনি যদি এই পদ্ধতিতে চ্যাট রিস্টোর করতে চান তাহলে আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপে প্রবেশ করতে হবে।
- তারপরে হোয়াটসঅ্যাপ ফোল্ডারের Databases এর সাব-ফোল্ডারে প্রবেশ করতে হবে,
- যেখানে msgstore-YYYY-MM-DD.1.db.crypt14 নামক ব্যাকআপ ফাইল পাবেন।
- এখানে YYYY-MM-DD মানে সর্বশেষ ব্যাকআপ নেওয়ার তারিখ।
এখন, এই ফাইলটির নাম পরিবর্তন করে msgstore.db.crypt 14 করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। ইনস্টলেশন চলাকালীন Restore অপশন সিলেক্ট করলেই আগের সমস্ত চ্যাট ফিরিয়ে আনা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ ডিলিট মেসেজ রিকভারি
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসিয়াল কাজের জন্য এটি ব্যবহৃত হয়। কিন্তু ভুলবশত গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ মেসেজ বা চ্যাট ডিলিট হয়ে গেলে বড় সমস্যায় পড়তে হয়; যা প্রায়ই হয়ে থাকে।
তবে চিন্তার কিছু নেই। হোয়াটসঅ্যাপ চ্যাট রিকভার করার দুটি কার্যকর উপায় রয়েছে। এর মধ্যে ক্লাউড ব্যাকআপ ও লোকাল ব্যাকআপ পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহার করে আপনি সহজেই মুছে যাওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারেন।
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, যা মেটার অধীনে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশের ফোনে এই অ্যাপটি থাকে। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসিয়াল কাজের জন্যও এটি ব্যবহৃত হয়।
তবে অনেক সময় ভুলবশত গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ মেসেজ বা চ্যাট মুছে ফেলা হয়, যা ব্যবহারকারীদের জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধারের দুটি কার্যকর উপায় রয়েছে।
১। চ্যাট ব্যাকআপ থেকে পুনরুদ্ধার
হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে থাকে। যদি মেসেজ ডিলিট হওয়ার আগে ব্যাকআপ নেওয়া হয়ে থাকে, তাহলে ব্যাকআপ রিস্টোর করে মেসেজ ফেরত পাওয়া সম্ভব।
পদ্ধতি:
প্রথমে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর পুনরায় ইনস্টল করে আপনার ফোন নম্বর দিয়ে লগইন করুন। এরপর রিস্টোর অপশনে ট্যাপ করুন। এবার ব্যাকআপে থাকা সব মেসেজ ফিরে আসবে (শুধু ব্যাকআপ নেওয়ার পরের মেসেজ ফেরত আসবে)।
নোটিফিকেশন লগ ব্যবহার (শুধু অ্যানড্রয়েড)
আপনার ডিভাইসের নোটিফিকেশন ফিচার চালু করে দিতে হবে থাকে, তাহলে নোটিফিকেশন লগ থেকে ডিলিট হওয়া মেসেজ খুব সহজেই দেখতে পারবেন।
২। গুগল ড্রাইভ ব্যাকআপ থেকে ডিলিট মেসেজ রিকভারি
বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গুগল ড্রাইভে তাদের চ্যাট ব্যাকআপ রাখেন। তবে, গুগল ড্রাইভ থেকে চ্যাট পুনরুদ্ধার করতে কিছু শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, আপনার হোয়াটসঅ্যাপ নম্বর এবং গুগল অ্যাকাউন্ট একই হতে হবে মানে আপনার হোয়াটসঅ্যাপে আপনার নিজের গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে।
তারপরে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে আবার ইনস্টল করে নিবেন।
এরপরে লগ-ইন করে Restore অপশন সিলেক্ট কর্রবেন তাহলে আপনার গুগল ড্রাইভে সংরক্ষিত সমস্ত মেসেজ পুনরুদ্ধার হয়ে যাবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সিস্টেম এত উন্নত যে, মেসেজ ডিলিট হয়ে গেলেও লোকাল ব্যাকআপ বা গুগল ড্রাইভের মাধ্যমে সহজেই রিকভার করা সম্ভব। তবে, চ্যাট পুনরুদ্ধারের জন্য নিয়মিত ব্যাকআপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
গুগল ড্রাইভ বা আইক্লাউড থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যাট ফিরিয়ে আনার জন্য অ্যানড্রয়েড ইউজারদের প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘চ্যাটস’ অপশনে। সেখানে চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে গুগল ড্রাইভ চেক করতে হবে। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে ফোন নম্বর যাচাইয়ের পর প্রম্পট এলে রিস্টোর ট্যাপ করতে হবে। ডিলিট হওয়া সব চ্যাট ফের চলে আসবে।
আইওএস ইউজারদের প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘চ্যাটস’ অপশনে। এবার চ্যাট ব্যাকআপে গিয়ে আইক্লাউড ব্যাকআপ দেখতে হবে। হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করে চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করতে হবে।
যে বিষয়গুলো মাথায় রাখতে হবে
হোয়াটসঅ্যাপে ডিলিটেড চ্যাট পুনরুদ্ধারের সময় কয়েকটা জিনিস মাথায় রাখা জরুরি। অ্যানড্রয়েডের জন্য গুগল ড্রাইভ এবং আইওএসের জন্য আইক্লাউডের মতো প্ল্যাটফর্মে নিয়মিত ব্যাকআপ রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই এই ব্যাকআপগুলো অ্যাক্সেস করা যায়।
প্রয়োজন অনুযায়ী অটোমেটিক ব্যকআপ চালু রাখতে হবে। সেটা প্রতিদিন হতে পারে কিংবা সাপ্তাহিক বা মাসিক। এতে ডেটা সুরক্ষিত থাকবে। ডিলিট করা চ্যাট পুনরুদ্ধারের সময় কাজে লাগবে।
যারা টেক বিশেষজ্ঞ রয়েছে তাদের মতামত হচ্ছে, মেসেজ ডিলিট না করে ক আর্কাইভ করে রাখা অতি উত্তম। এছাড়া গুরুত্বপূর্ণ চ্যাট টেক্সট ফাইলে রেখে দেওয়ার অভ্যাস করতে হবে। এতে চ্যাট ডিলিট হয়ে গেলেও কোনও ভয় নেই। কারণ সব তথ্য হাতেই থাকবে।
নিয়মিত ব্যাকআপেই ডেটা সুরক্ষিত থাকে। হোয়াটসঅ্যাপকে সেভাবেই ডিজাইন করা হয়েছে। তাই এই ফিচারগুলোকে ব্যবহার করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হলেও ব্যাকআপ থেকে তুলে আনা যাবে। কোনও ঝামেলা পোহাতে হবে না।
লেখকের শেষ মতামত
আশা করছি এতক্ষণে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কিভাবে দেখব তা জানতে পেরেছেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ডিলিট মেসেজ কিভাবে রিকভারি করতে সেটিও জানতে পেরেছেন।