আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

রান্নার জন্য গ্যাসের চুলা বর্তমান সময়ে প্রতিটি পরিবারের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে, তাদের সিঙ্গেল গ্যাসের চুলা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ২০২৫ সালে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম এবং ডাবল চুলার আপডেট দাম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। 

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আরএফএল ব্র্যান্ডের গ্যাসের চুলা অত্যন্ত সুন্দর ডিজাইন ও টেকসই। দীর্ঘদিন ব্যবহার করা যায়। গুণগতমান অনেক ভালো আর এফ এল ব্র্যান্ড সবচাইতে সেরা। গুণে ওমানের দিক থেকে সবচাইতে এগিয়ে এই ব্র্যান্ডের প্রত্যেকটি পন্য। 

তাই অনেকেই আরএফএল কোম্পানির গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চান। এজন্য আজকের এই আর্টিকেলটিতে আমরা আর এফ এল গ্যাসের চুলার দাম কত তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি আরএফএল কোম্পানির গ্যাসের চুলা সম্পর্কে না জেনে থাকেন তাহলে পুরো পোষ্টটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। 

সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৫

অনেকেরই চাহিদা থাকে, কম বাজেটের মধ্যে টেকসই এবং কার্যকর একটি গ্যাসের চুলা খুঁজে বের করা, আর আরএফএল ঠিক এই ধরনের চুলা সরবরাহ করে।

বাজারে আরএফএল এর সিঙ্গেল গ্যাসের চুলার দাম বিভিন্ন ভ্যারিয়েশনের উপর নির্ভর করে। এগুলির মধ্যে ইগনিশন পদ্ধতি, বার্নারের কার্যকারিতা এবং মডেল অনুযায়ী দাম পরিবর্তন হয়ে থাকে। ১,৬২৫ টাকা থেকে শুরু বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের চুলা। 

এই দামের চুলাগুলি সাধারণত সহজ ডিজাইনের এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। সর্বোচ্চ ৪,৬২৫ টাকা পর্যন্ত হইয়ে থাকে এই ক্যাটাগরির চুলাগুলিতে সাধারণত উন্নত ফিচার থাকে, যেমন অটো ইগনিশন, শক্তিশালী বার্নার, এবং টেকসই নির্মাণশৈলী।

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

রান্নার করার জন্য বর্তমানে প্রতিটি পরিবারেই কম বেশি গ্যাসের চুলা ব্যবহার করে থাকি। গ্যাসের চুলার সাধারনত কয়েক ধরনের হয়ে থাকে। বাজারে যে সমস্ত সিঙ্গেল গ্যাসের চুলা আছে তাদের মধ্যে আরএফএল গ্যাসের চুলা অন্যতম। এ গ্যাসের চুলার ইগনেশন সুবিধা, বার্নার সংখ্যা ইত্যাদি অন্যান্য চুলা থেকে আলাদা করেছে। আজকে আমরা সিঙ্গেল গ্যাসের চুলার দাম দেখব।

অনেকে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলা কিনবেন বলে প্রতিনিয়ত আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত সে সম্পর্কে জানতে চান। আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম মডেল ও বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন রকমের হয়। বাজারে আরএফএল এর সিঙ্গেল বেশকিছু গ্যাসের চুলা পাওয়া যায়। সাধারণ গ্যাসের চুলার চাইতে টেফনল কোটেড ননস্টিক বডির গ্যাসের চুলার দাম কিছুটা বেশি। 

বর্তমান বাজারে ইতিমধ্যে আরএফএল এর গ্যাসের চুলা লঞ্চ করা হয়েছে। আর তাই খুব সহজে আর এফ এল এর গ্যাসের চুলাও পাওয়া যাচ্ছে। বাজারে সকল কাস্টমারদের কথা চিন্তা করে আরএফএল কোম্পানি বিভিন্ন মূল্যের গ্যাসের চুলা বাজারের নিয়ে এসেছে। এই গ্যাসের চুলায় গ্যাস খুব স্বল্প পরিমাণে খরচ হয়।

আপনাদের সকলের সুবিধার্থে নিম্নে আরএফএল গ্যাসের চুলার দাম ও কোন মডেলের কেমন দাম সেগুলো দেখানো হলো একটি ছকের মাধ্যমে। যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন।

আরো পড়ুনঃ-  বাংলাদেশে বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত জেনে নিন
আরএফএল সিঙ্গেল চুলার মডেল বর্তমান মূল্য (পরিবর্তনশীল)
RFL Single Glass Gas Stove Olivia ৩,০০০ টাকা।
Auto Gas Stove 1-02 SRB (Cylinder Gas) ২.১২০  টাকা।
Daisy SS Steel Auto Stove LPG ১,৮৫০ টাকা।
Elite Premium Single Glass Auto Stove LPG ২,৪৪০ টাকা।
Single Glass Auto Stove NG ২,০১০ টাকা।
A-111 Single SS Auto Stove LPG ২,১৩০ টাকা।
Lily Single Glass Auto Stove LPG ২,৫৮০ টাকা।
Elite Single Glass Auto Stove NG ২,৪২০ টাকা।
Fusion Single Glass Auto Stove LPG ২,৫৮০ টাকা।
RFL Built In SS Steel Gas Stove  ৩,৯৩০ টাকা।
RFL Built In Glass Single Gas Stove  ৪,১৬০ টাকা।
RFL Single Glass Gas Stove Olivia  ২,৭০০ টাকা।
RFL Single Glass Auto Gas Stove JOSIE  ২,৬৯০ টাকা।
Non-Auto Single Burner Stove ১,১০০
A-104 ১,৩৫০
A-106 ১,৪০০
GI Auto GS LPG (A-101) ১,৪০০
A-114 ১,৪৫০
SING. S.S. GAS STOVE ANGEL LPG ১,৫৫০

 

নিচে আরও ৪টি বেশকিছু জনপ্রিয় মডেলের আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত তার একটি তালিকা দেওয়া হলঃ

১। GS LPG A-108 

  • ধরণ: এলপিজি গ্যাস স্টোভ।
  • ৫০,০০০ অটো ইগনিশন ক্যাপাসিটি।
  • আইটেম কোড: ৮০৫২২৮।
  • ২৫% পর্যন্ত গ্যাস সঞ্চয়ী।
  • চুলাটি মরিচারোধী।
  • বর্তমান মূল্য: ১,৪৫০ টাকা।

২। A-110  

  • ধরণ: এলপিজি গ্যাস স্টোভ।
  • ফাংশন: অটো ইগনিশন।
  • আইটেম কোড: ৮০৫২৭৯।
  • ২৫% পর্যন্ত গ্যাস সঞ্চয়ী।
  • বার্নার: ১২০ এম.এম।
  • বর্তমান মূল্য: ১৯,৫০টাকা।

৩। LPG A-102 

  • সম্পূর্ণ স্টেইলনেস স্টিলের তৈরি।
  • আইটেম কোড: ৮০৫০৭৩।
  • সহজেই ক্লিন করা যায়।
  • ৫০,০০০ অটো ইগনিশন ক্যাপাসিটি।
  • বর্তমান মূল্য: ১৩,৫০ টাকা।

৪। LPG 17 GN 

  • সম্পূর্ণ স্টেইলনেস স্টিলের তৈরি
  • আইটেম কোড: ৮০৮৯২২।
  • লং ফাইফ ডিউরাব্লিটি।
  • থ্রিড্রি প্রিন্টেড ও টেম্পার্ড গ্লাস।
  • ৫০,০০০ অটো ইগনিশন ক্যাপাসিটি।
  • বর্তমান মূল্য: ২,৬০০ টাকা।

প্রিয় পাঠক উপরে বেশ কিছু মডেলের আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত তার একটি তালিকা দিয়েছি। সময় ও স্থানভেদে উপরে দেওয়া চুলাগুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে।

আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত

আধুনিক রান্নাঘরে শুধু সুস্বাদু খাবারই যথেষ্ট নয়, চাই আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত প্রযুক্তি। তাই আর এফ এল গ্যাস চুলা আপনার রান্নাঘরকে করে তুলবে আরও মনোমুগ্ধকর এবং রান্নার কাজকে করে তুলবে আরও সহজ ও আনন্দময়।

এতো ব্রান্ডের গ্যাসের চুলা থাকতে আরএফএল গ্যাসের চুলা কেনার বেশ কিছু কারণ রয়েছে যেমনঃ 

  • এগুলো অটো ইগনিশন সিস্টেম হয়।
  • বিভিন্ন ডিজাইনের আরএফএল গ্যাস চুলা।
  • আরএফএল গ্যাস চুলা দীর্ঘস্থায়ী ও টেকসই।
  • আরএফএল গ্যাসের চুলায় সর্বোচ্চ নিরাপত্তা পাবেন।
  • আরএফএল গ্যাস চুলায় ইতালীয় বার্নার ব্যবহৃত হওয়ায় অনেক উন্নত হয়।

একনজরে ২০২৫ সালের আপডেট অনুযায়ী RFL ডাবল গ্যাসের চুলার দাম নিচে উল্লেখ করা হলঃ

আরএফএল ডাবল গ্যাসের চুলার মডেল বর্তমান মূল্য (পরিবর্তনশীল)
HOB MARIGOLD,868425 বর্তমান মূল্য: ৯,৫০০ টাকা
FIONA,828603 বর্তমান মূল্য: ৪,৭৮০ টাকা
BLUEBELL,828835 বর্তমান মূল্য: ৪,৯৯০ টাকা
JOSIE,828599 বর্তমান মূল্য: ৪,৭৮০ টাকা
SILKY বর্তমান মূল্য: ৫,২৫০ টাকা
(QUEEN CI) LPG বর্তমান মূল্য: ৩,৭৫০ টাকা
LPG GSTV SILKY বর্তমান মূল্য: ৫,২৫০ টাকা
ROSEE,828493 বর্তমান মূল্য: ৫,২৫০ টাকা
(Fusion) 805314 বর্তমান মূল্য: ৪,৯৩৫ টাকা
GAS STOVE (26 GR) বর্তমান মূল্য: ৮,০০০ টাকা
HOB MARIGOLD,868424 বর্তমান মূল্য: ৯,৫০০ টাকা
আরো পড়ুনঃ-  গুগল পিক্সেল প্রাইস ইন বাংলাদেশ ও ফুল স্পেসিফিকেশন ২০২৫

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার বৈশিষ্ট্য

১। উন্নত ইগনিশন পদ্ধতি

আরএফএল গ্যাসের চুলাগুলোতে ইগনিশন সিস্টেম থাক্র ফলে এতে ব্যবহারে বেশ ভালো সুবিধা পাওয়া যায়। এই কোম্পানির অধিকাংশ মডেলেই অটো ইগনিশন থাকায় ম্যাচস্টিক বা আলাদা লাইটার এর দরকার পড়ে না। 

২। শক্তিশালী ও টেকসই বার্নার

চুলার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বার্নার গ্যাস। আরএফএল কোম্পানির বার্নারগুলি মূলত উচ্চ গুণগত মানের এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে যার ফলে এতে তাপের সঠিকতা বজায় রাখে, যা রান্নার সময় এটি আরও কার্যকর করে তোলে। 

৩। আকর্ষণীয় ডিজাইন ও শক্ত নির্মাণ

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলাগুলি শুধুমাত্র কার্যকর নয়, এগুলির ডিজাইনও বেশ চমৎকার। গৃহস্থালির সাথে মানিয়ে যায় এমন স্টাইলিশ এবং মজবুত ডিজাইন রয়েছে। এছাড়া, এর স্থায়িত্ব অনেক বেশি, ফলে এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়।

৪। গ্যাস সাশ্রয়ী প্রযুক্তি

আরএফএল এর চুলাগুলোতে যাতে গ্যাস অপচয় রোধ হয় সেজন্য এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৫। বাজেট ও দাম

আপনার বাজেট অনুযায়ী সেরা মডেলটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সাধারণ মডেলগুলোর দাম ১,৬২৫-২,৫০০ টাকা এর মধ্যে থাকে, তবে উন্নত ফিচার সমৃদ্ধ মডেলগুলোর জন্য ৩,০০০-৪,৬২৫ টাকা পর্যন্ত গুনতে হতে পারে।

৬। স্থায়িত্ব ও নিরাপত্তা

গ্যাসের চুলার ক্ষেত্রে টেকসই নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। স্টেইনলেস স্টিলের বডি এবং ব্রাস বার্নারযুক্ত চুলাগুলো দীর্ঘস্থায়ী হয়। আপনি আরএফএল এর গ্যাসের চুলা সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

আরএফএল কাচের সিঙ্গেল গ্যাসের চুলার দাম

বাজারে বেশ কিছু কোম্পানির কাঁচের সিঙ্গেল গ্যাসের চুলা পাওয়া যায়। কাচের সিঙ্গেল গ্যাসের চুলা মূলত গ্লাস সিঙ্গেল গ্যাসের চুলা কে বোঝানো হয়। প্রত্যেকটি কোম্পানির ওই গ্লাস ও নন ক্লাসের গ্যাসের চুলা পাওয়া যায়। সাধারণত কোম্পানির উপর ভিত্তি করে গ্লাস ও নন গ্লাস গ্যাসের চুলার দাম ভিন্ন রকম হয়। 

আরএফএল কাচের সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২৬০০-৪৫০০ টাকা পর্যন্ত। অন্যান্য কোম্পানির কাচের সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২২০০-৪২০০ টাকা পর্যন্ত। তবে কোম্পানির উপর ভিত্তি করে এর দাম কিছুটা কম বেশি হতে পারে।

আরএফএল গ্যাস স্টোভ কেন জনপ্রিয়

বাংলাদেশের জনপ্রিয় কিছু ব্র্যান্ডের গ্যাসের চুলার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গ্যাসের চুলা হল আরএফএল গ্যাস। অনেকেই প্রশ্ন করে থাকেন যে, আরএফএল গ্যাস স্টোভ কেন এত জনপ্রিয়তা লাভ করেছে? অর্থাৎ আরএফএল গ্যাসের চুলা কেন জনপ্রিয় এটি জানতে আপনারা অবশ্যই আলোচনার এই পর্বটি মনোযোগ সহকারে অবশ্যই পড়বেন।

আর এফ এল গ্যাস স্টোভ বডি এখন উন্নত মানের থ্রিডি প্রিন্টের বাহারি ডিজাইনের তৈরি করা হয় যা রান্না ঘরকে আকর্ষণীয় করে তোলে এবং ক্রেতাদের নজর কাড়ে। আরএফএল গ্যাস স্টোভ গুলো উন্নত মানের হওয়া সত্বেও এগুলোর দাম ক্রেতাদের হাতের নাগালেই। আরএফএল গ্যাস স্টোভ গুলো মরিচা পড়ে না যার কারণে পরিষ্কার করতে তেমন ঝামেলা হয় না

কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে ভালো

অনেকে নিয়মিত প্রশ্ন করেন কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে ভালো। বাজারে সবচেয়ে ভালো গ্যাসের চুলা গুলোর মধ্যে অবস্থানে আছে আরএফএল গ্যাসের চুলা এবং দ্বিতীয় অবস্থানে আছে ওয়ালটন গ্যাসের চুলা। 

এছাড়াও অন্যান্য কোম্পানির গ্যাসের চুলা গুলো গুণগত মানের দিক থেকে এগিয়ে আছে। তবে সবচেয়ে ভালো গ্যাসের চুলা হল আরএফএল। দামের দিক থেকে ও গুণগত মানের দিক থেকে আরএফএল ও ওয়ালটন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে ভালো।

আরো পড়ুনঃ-  বাংলাদেশে Oppo A17 এর দাম কত - Oppo A17 price in Bangladesh

কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে বেশি টেকসই

অনেকে গ্যাসের চুলা কিনবেন বলে প্রতিনিয়ত খোঁজ করেন কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে বেশি টেকসই। প্রত্যেকটি ব্র্যান্ডের গ্যাসের চুলায় সবচেয়ে বেশি টেকসই ও মজবুত। টেক সহায়তা নিজের কাছে।

চুলা ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সহজে মরিচা ধরে না। সবচেয়ে বেশি টেকসই গ্যাসের চুলা গুলোর মধ্যে হল আরএফএল ও ওয়াল্টন। পাশাপাশি অন্যান্য গ্যাসের চুলা গুলো টেকসই।

গ্যাসের চুলা টেকসই করার উপায়

আপনি যদি গ্যাসের চুলা টেকসই রাখতে চান তাহলে চুলা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে ১ বার চুলার প্রত্যেকটি অংশ ভালভাবে পরিষ্কার করবেন। কখনোই ওভারলোড বাহ বেশি ওজনের পাত্র চুলায় দিয়ে রান্না করবেন না। বাজারে গুণগতমান যাচাই করে সবচেয়ে ভালো কোম্পানির গ্যাসের চুলা ক্রয় করুন। 

আপনার রান্নাঘরের সবচেয়ে যেখানে উঁচু জায়গায রয়েছে এবং সে জায়গাতে গ্যাসের চুলা রাখুন। আর যখন আপনি রান্না করবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন সেটা হল যে গ্যাসের চুলার খুঁটি যাতে ভালোভাবে সঠিক স্থানে থাকে। যদি গ্যাসের চুলার খুঁটি ভালোভাবে স্থাপন করা না থাকে তাহলে ভালোভাবে সঠিক স্থানে বসিয়ে নিন। তাহলেই আপনার গ্যাসের চুলা অনেকদিন ধরে ভালো এবং টেকসই হবে।

গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা

গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গ্যাসের চুলা সতর্কভাবে ব্যবহার করলে দুর্ঘটনার সম্মুখীন হবেন না। গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের চুলার পাইপ লিকেজ পরীক্ষা করুন। রান্না শেষে গ্যাসের চুল বন্ধ করে রাখুন। রান্না শেষ হয়ে গেলে চেষ্টা করবেন গ্যাসের চুলা সিলিন্ডার থেকে কমপক্ষে ৩ ফিট দূরে রাখার। 

খোলা স্থানে যেখানে আলো বাতাস চলাচল করে এমন স্থানে রান্না করুন। অবশ্যই শিশুদের কাছে থেকে গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা দূরে রাখবেন।

গ্যাসের চুলা কেনার আগে যেসব বিষয় লক্ষ্য রাখা উচিত

আপনি সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা কিনুন অথবা ডবল বার্নারের গ্যাসের চুলা কিনুন না কেন কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় লক্ষ্য রাখা উচিত। কেননা আপনি যদি কিছু বিষয় মাথায় রেখে ক্রয় করেন তাহলে কম খরচে গ্যাসের চুলা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। 

প্রথমত গ্যাসের চুলা কেনার ক্ষেত্রে আপনার পরিবারের চাহিদা অনুযায়ী গ্যাসের চুলার বার্নার সংখ্যা বেছে নিন। ছোট ফ্যামিলির জন্য সিঙ্গেল বার্নার এবং বড় ফ্যামিলির জন্য ডবল বার্নার নির্বাচন করুন। গ্যাসের চুলা ক্রয় করার আগে পিতলের বার্নার দেখে গ্যাসের চুলা ক্রয় করবেন।

অ্যালুমিনিয়ামের বার্নার গুলো ওজনে অত্যন্ত কম। অন্যদিকে স্ট্যান্ডলেস স্টিলের বার্নারগুলো সহজে পরিষ্কার করা যায় ও মরিচা ধরে না। বাজারে যে গ্যাস সবচেয়ে বেশি ও সচরাচর পাওয়া যায় ওই গ্যাসের চুলা নির্বাচন করুন। কোম্পানি যেটাই হোক না কেন যে চুলাতে সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই চুলাই নির্বাচন করুন। 

যেমন অটো ইগনিশন, ফিল্ম সেফটি ডিভাইস, এন্টি ডিস্ক বেস, এ ফিচারগুলো যে চুলাতে রয়েছে আপনি সেই চুলা সহজে ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল বার্নারের চুলা গুলো জ্বালানি সাশ্রয়ী, সিঙ্গেল বার্নারের চুলা গুলোতে গ্যাস অপচয় কম হয়। যে কোম্পানির গ্যাসের চুলা সহজে পরিষ্কার করা যায়, ওয়ারেন্টির মেয়াদ বেশি রয়েছে এমন কোম্পানির চুলা নির্বাচন করুন

লেখকের শেষ মতামত

আরএফএল সিঙ্গেল চুলার দাম বিভিন্ন মডেলের বিভিন্নরকম রকম হয়ে থাকে। যেমন যখন এইগুলো কোম্পানি অফার দেয় তখন দাম গুলো কমবেশি হয়। আবার সময় ও স্থানভেদে আরএফএল গ্যাসের চুলার দাম কম বেশি হয়ে থাকে। তাই যেকোন গ্যাসের চুলা ক্রয় করার আগে সঠিক দাম জেনে রাখাটা জরুরি বলে আমি মনে করি।

Leave a Comment