আপনি কি ফ্রি ফায়ারের একজন ধুরন্ধর গেমার? তাহলে এই খবরটি আপনার জন্যই! ফ্রি ফায়ারের ভক্তদের জন্য একটি আনন্দদায়ক খবর! অ্যাডভান্স সার্ভার এখন খুলে গেছে! নতুন ম্যাপ, চরিত্র এবং ফিচারের স্বাদ আগেই পান। সীমিত সময়ের জন্য খোলা থাকবে, তাই দেরি না করে আজই রেজিস্টার করুন এবং অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন!
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার বা ‘FFA’ হলো মোবাইল ফ্রী ফায়ার গেম প্রযুক্তির পেশাদার সংক্ষেপে এবং এটি ফ্রী ফায়ারের একটি পরিবর্তনযোগ্য বা মডিফিকেশন ভার্সন। ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার এর মাধ্যমে নতুন ফিউচার এবং পরীক্ষা করা হয় যাতে রিয়াল গেমারদের ক্র্যাশ বা সমস্যা না হয়।
আর যে সকল নতুন ফিউচার আসবে সেগুলো আগে থেকেই দেখতে পারবেন এই ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারে গেমের মাধ্যমে।এজন্য অনেক ফ্রী ফায়ার প্লেয়ার রা এই এডভান্স সার্ভার টা ডাউনলোড করতে চায়। ফ্রী ফায়ার গেমের থেকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করা অনেক বেশি কঠিন।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার 2025
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার হচ্ছে মূলত এক ধরণের গেমিং সার্ভার যেখানে নতুন নতুন ফিচার গুলোর বৈশিষ্ট্য সমূহ পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই সার্ভারটি বিভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে। এটিকে গেমিং ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। আবার প্রযুক্তি ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।
যেখানে গেম ডেভেলপাররা তাদের গেমের নতুন আপডেট, ফিচার এবং পরিবর্তনগুলো দেখার সুযোগ পান। আর এটি সময়সীমা খুবই সীমিত কেননা খুব অল্প সময়ের জন্য এটি খোলা হয়ে থাকে এবং নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়কেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। সবাই এখানে অংশগ্রহণ করার সুযোগ পাইনা।
ফ্রী ফায়ার গেমটি আরো স্মুথ করে তোলে এই অ্যাডভান্স সার্ভার। এছাড়াও ফ্রী ফায়ার গেমে কিছুদিন পর পর বিভিন্ন নতুন আপডেটে নতুন নতুন ফিউচার আসে আর সে ফিউচার গুলো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে আগে থেকেই দেখতে পাওয়া যায়।
মূলত ফ্রী ফায়ার গেমাররা ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ব্যবহার করে থাকে বিশেষ সুযোগ সুবিধার কারণে। তাই এখন আপনাদের মাঝে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায় সেগুলো তুলে ধরবো এবং কিভাবে তা ডাউনলোড করব তা সম্পর্কে যানব।
- নতুন ফিউচার এবং স্মুথ গেমপ্লে
- নতুন স্কিন এবং কাস্টমাইজেশন
- একক অভিজ্ঞতা ও বোনাস
- নতুন মানুষের ক্যারেক্টার
- নতুন মানুষের প্রোফাইল ব্যবস্থা ইত্যাদি।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর কাজ কি?
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার এর কাজ হচ্ছে নতুনত্ব নিয়ে আসা। যদি আপনি আর্টিকেলটি ইতোমধ্যে মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ফ্রি ফায়ার এডভান্স সার্ভারের কাজ কি হতে পারে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারবেন।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারটি হচ্ছে এমন সার্ভার, যেখানে সকল আপডেট সবার আগে পাওয়া যায় যেমন:
- বিভিন্ন ক্যারেক্টার
- বন্দুক
- ড্রেস
- বান্ডেল
- গুলি
- গোল্ড রয়েল
- ডায়মন্ড রয়েল
- ব্যাগ
- ম্যাজিক টিউব সহ প্রভৃতি!
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন পদ্ধতি
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়? এজন্য কোন কোন পদ্ধতি বা ধাপ অনুসরণ করতে হবে! আমরা এ বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য নিচে ধাপে ধাপে আলোচনা করেছি সেগুলো মনোযোগ সহকারে পড়ুন তাহলে আশা করছি ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন পদ্ধতি বা নিয়ম জানতে পারবেন।
১ম ধাপ: ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এই লিংকে 👉👉Click Here.
২য় ধাপ: এরপরে আপনি Facebook অথবা gmail সিলেক্ট করুন।
৩য় ধাপ: তারপরে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে যেসব তথ্য দেওয়া দরকার সেগুলো ভালোভাবে দিয়ে বা প্রয়োজনীয় ইনফরমেশন পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ব্যাস তাহলেই ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে।
আর হ্যাঁ, ফ্রী ফায়ার এডভান্স সার্ভার নতুন আপডেটে OB40 ভার্সন নিয়ে আসা হয়েছে। তাই এদের মধ্যে যারা OB৩৯, OB৩৭ ব্যবহার করেছেন তারা অতি দ্রুত এই নতুন ফ্রি ফায়ার এডভান্স সার্ভার টি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় অ্যাক্টিভেশন কোড এর জন্য অনেকেরই ঝামেলা হয়। সেই অ্যাক্টিভেশন কোড সমূহ আপনাদের সুবিধার জন্য নিম্নে উল্লেখ করে দেয়া হলঃ
- HFUE87JJRIFN3H4U4
- IFMF0OF975HYUI
- DFKDFJF7F8WER3K
- DFKDOFE8F8D6S3J
- PF90D8R93JR3UE98F
- DFK3OUI3JR3LR0
- FPE933O3-03RO3O
- D;OE9R3K39383N344
- DF8F9EOEE6DEIO7
- KFO8E6E394N5JR7O
- GKF-RGE8E4334575N
- FKGIT8TR5E2JEI8
- KFLRIOE975HDKDIOK
- IDJFF86EMEEKFOF008FE
- DHDFHIYF6D6S8SK
- DFKDOFUS7SD5N
- KDOIF8D6SDK38
- DFKF09R37645J5N5
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম
অনেক গেমাররা আগে থেকে জানতে চায় যে ফ্রি ফায়ার আপডেটে নতুন কি আসতে চলেছে।এজন্য গেমাররা ফ্রি ফায়ার এডভান্স সার্ভার ডাউনলোড করতে চায়। এজন্য অনেক ফ্রি ফায়ার গেমার কিভাবে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে হয় তা জানার জন্য অনুসন্ধান করে। তাই এখন আপনাদের জানাবো ফ্রী ফায়ার এডভান্স সার্ভার কিভাবে ডাউনলোড করতে পারবেন।
ফ্রী ফায়ার অ্যাডভান্স ডাউনলোড করার জণ্য প্রথমে আপনার যেকোন ডিভাইস থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপরে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে APK Dawnload নামক অপশনে ক্লিক করে অথবা আ নিচের লিংকে ক্লিক করলেই ফ্রি ফায়ার অ্যাডভান্স ডাউনলোড খুব সহজেই ডাইনলোড করে নিতে পারবেন।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার আপডেট
প্রত্যেক দুই মাস পর পর আপডেট করা হয় ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারে। এজন্য যাদের ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার আগে থেকে রেজিস্ট্রেশন করা তাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। মূলত ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার গেমের মধ্যে নতুন নতুন ফিউচার এবং নতুন কিছু আনার জন্যই আপডেট করা হয়।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারের মাধ্যমে কম বেশি সব গেমারা জানতে পারে নতুন আপডেটেড পরে কি কি নতুন ফিউচার আসতে চলেছে। তাই এখন আপনাদের জানাবো ফ্রি ফায়ার প্রতিটি আপডেটে নতুন কি কি ফিউচার আসে।
- নতুন নতুন বান্ডেল
- নতুন নতুন পিস্তলের স্কিন
- নতুন ওইপেন রয়েল
- নতুন ডায়মন্ড রয়েল
- নতুন গোল্ড রয়েল
- ম্যাজিক কিউবে নতুন বান্ডেল ইত্যাদি।
ফ্রী ফায়ারের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যুক্ত পেজগুলোতে ফলো করে তাদের সকল আপডেট গুলোতে চোখ রাখতে হবে। অর্থাৎ আপনি তাদের সকল আপডেটগুলো তখনই দেখতে পাবেন যখন তাদের এই পেজগুলোকে ফলো করে রাখবেন।
বিভিন্ন ধরনের গেমিং কমিউনিটিতে যোগদান করতে হবে অর্থাৎ আরো বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখতে হবে এবং এই গেম সম্পর্কে আলোচনা করতে হবে। আপনি যদি উপরের টিপস গুলো অনুসরণ করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনিও এই সার্ভারের একজন খেলোয়াড় হয়ে উঠতে পারবেন।
অ্যাডভান্স সার্ভারে নতুন ইভেন্ট
এগুলো সাধারণত আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়া চ্যানেল বা গেমিং নোটিফিকেশনের মাধ্যমে কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে থাকে। এখন আপনার মনে হয়তো বা প্রশ্ন হতে পারে যে তারা এটা কেন করে। তার কিছু কারণ হলো-
প্রথমত গেম ডেভলপাররা তাদের নতুন ইভেন্ট গুলো গোপনীয়তা বজায় রাখার জন্য প্রতিটা প্লেয়ারদের নতুন ইভেন্ট এর মাধ্যমে সারপ্রাইজ দিতে পারে।
যে সকল টিপস এবং ট্রিকস মাধ্যমে নতুন ইভেন সম্পর্কে জানবেন
ফ্রী ফায়ার এর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ফলো করে রাখা।
এই গেম লগইন করার সময় একটু খেয়াল রাখবেন কারণ খেয়াল করলে দেখবেন আপনি যখন টানা কয়েকদিন গেম-এ প্রবেশ করবেন তখন বিভিন্ন ধরণের আপডেট নিয়ে নোটীফিকেশন আসে।
বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে নজর রাখা কেননা সেগুলোতে সকল বিষয়ে আপডেট দেওয়া হয়।
আর এই গেমটি যখনই আপডেট চাইবে সাথে সাথে আপডেট দিবেন।
অ্যাডভান্স সার্ভারে কিভাবে ডায়মন্ড ফ্রি পাবেন?
যদিও এটা সম্ভব নয় এরপরও কিছু টিপস এবং ট্রিকস এর মাধ্যমে আপনি এটা ফ্রিতে পেতে পারেন।
১। প্রথমত অ্যাডভান্স সার্ভারে বাগ রিপোর্ট করার মাধ্যমে অর্থাৎ ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে নতুন ফিউচার এবং আপডেট পরীক্ষনের জন্য পাঠানো হয় এবং পরীক্ষা করা হয়।
২। ইভেন্ট এবং রিওয়ার্ড প্রোগ্রাম অর্থাৎ ফ্রি ফায়ার কর্তৃপক্ষ গারেনা (Garena) অনেক সময় বিশেষ ইভেন্টের আয়োজন করে, যেখানে অ্যাডভান্স সার্ভারের খেলোয়াড়রা অংশ নিয়ে চাইলেই খুব সহজে ফ্রি ডায়মন্ড পেতে পারে।
৩। কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম অর্থাৎ যদি আপনি একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে গারেনা আপনাকে ফ্রি ডায়মন্ড দিতে পারে। ফ্রি ফায়ার সম্প্রদায়ে কন্টেন্ট তৈরি করে এবং তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে যেখানে আপনি যোগদান করে বিনামূল্যে ডায়মন্ড পেতে পারেন।
এই উপায়গুলো ব্যবহার করে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে ফ্রি ডায়মন্ড পাওয়া সম্ভব। তবে, গেমের বাইরে কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা হ্যাক ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যাডভান্স সার্ভার কেন এটি গুরুত্বপূর্ণ?
নতুন ফিউচার পরীক্ষার সুযোগ অর্থাৎ এ সার্ভারের আওতাধীনে আপডেট কৃত সকল ফিউচারগুলো পরীক্ষামূলক করে ব্যবহার করার বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে যার মাধ্যমে কোন ফিউচার যদি অকার্যকর বা কোন ত্রুটি থাকে তা চিহ্নিত করা সম্ভব।
এ সার্ভারের আওতাধীনে ব্যবহারকারীদের আগ্রহ বৃদ্ধি করে কেননা নতুন ফিউচারগুলো প্রাথমিকভাবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপনা করা হয় যার ফলে তাদের আগ্রহ ও উত্তেজনা কাজ করে এবং পরবর্তীতে তারা অংশগ্রহণ করতে পারে।
এই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারগুলো বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ও সফটওয়্যার এর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিভিন্ন ধরনের আপডেট কৃত নতুন বৈশিষ্ট্য গুলো পরীক্ষা করার ক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ প্রদান করা হয়।
যার ফলে দেখা যায় বিভিন্ন গেমার বা ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধি পেতে থাকে। এবং পরবর্তীতে মূল বা প্রধান সার্ভার একটি অন্যতম স্থিতিশীল ও কার্যকারী সংরক্ষণ রোল আউট করতে বাস্তবায়িত করা সম্ভব হয়।
কেন অ্যাডভান্স সার্ভারে খেলা উচিত?
এখানে খেলার বিভিন্ন কারণ রয়েছে যার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে খেলার ফলে কোন পিলিয়ার বাড়তি অনেক সুবিধা ভোগ করতে পারে। এছাড়াও আরও কিছু কারণ উল্লেখ করা হলো
- নতুন আপডেট আগে পরীক্ষা করার সুযোগ
- ডেভেলপারদের সাথে মতবিনিময়
- এক্সক্লুসিভ ইভেন্ট এবং রিওয়ার্ড
- বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা
- কমিউনিটির সাথে সংযোগ সুবিধা
এই অ্যাডভান্স সার্ভারে কিছু অন্যতম বৈশিষ্ট্য রয়েছে যেমনঃ
এডভান্স সার্ভারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর নতুন ফিচার বা আপডেট অথবা বলা যেতে পারে প্রযুক্তিগত পরিবর্তনের পরীক্ষা করতে এটি কে ব্যবহার করা হয়। আর এই সার্ভারটি নতুন ফিউচারগুলোর নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করতে উন্নয়ন দলের জন্য সাহায্য করে থাকে।
এই অ্যাডভান্স সার্ভারগুলোকে বিভিন্ন সময় বেটা সংরক্ষণের একটি অন্যতম অংশ হিসেবে ধরা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। আরে বেটা সংরক্ষণ গুলো বিভিন্ন ধরনের পরীক্ষামূলক হতে পারে।
এই সার্ভারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অন্যতম কনফিগারেশন, এছাড়াও বর্তমানে কিছু অ্যাডভান্স সার্ভার বিশেষ কনফিগারেশন বা হাই পারফর্মেন্স থাকার ফলে হার্ডওয়ার নিয়ে থাকে যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্ষমতা এবং কার্য ক্ষমতা প্রদান করা হয়ে থাকে।
কেন ফ্রী ফায়ার এডভান্স সার্ভার উন্মুক্ত নয়?
মূলত এ সার্ভারের যদি সবার জন্য উন্মুক্ত বা এক্সেস করে দেওয়া হয় তাহলে এখানে সবাই মিলে একসঙ্গে যোগদান করবে যার ফলে সার্ভারের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। এজন্য এই সার্ভারের ডেভেলপার খেলোয়ারদের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া করে
তাদের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী কিছু সংখ্যক খেলোয়াড়দের নির্বাচন করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি তাদের নীতিমালা অনুসরণ করে খেলতে পারেন তাহলে অবশ্যই আপনিও এই সুযোগটি পেতে পারেন।
আর এ সার্ভারের ঝুঁকি হলো-
এ সার্ভারগুলো অনেক সময় মাঝেমাঝে অসম্পূর্ণ পরীক্ষামূলক হতে পারে যা বিভিন্ন ধরনের ভুল বা সমস্যার সম্ভাবনা বেড়ে যেতে পারে। যে সকল বিষয়ে খেয়াল লেখা উচিত।
অনেক সময় এই অ্যাডভান্স সার্ভারগুলো স্থিতিশীল নাও থাকতে পারে। যার কারণে এ সকল বিষয়ে একটু সচেতন থাকা উচিত।
লেখকের শেষ মতামত
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার একটি উত্তেজনাপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে খেলোয়াড়রা নতুন বৈশিষ্ট্য এবং আপডেট পরীক্ষার সুযোগ পান। এটি শুধু গেমপ্লে উন্নত করার একটি মাধ্যম নয়, বরং গেম ডেভেলপারদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সংগ্রহের একটি মাধ্যম।
সার্ভারের মাধ্যমে খেলোয়াড়রা তাদের প্রতিক্রিয়া দিয়ে গেমের উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারে, যা পরবর্তীতে সকল খেলোয়াড়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করে। ভবিষ্যতে এই ধরনের আরও নতুন বৈশিষ্ট্য দেখতে আমরা আশাবাদী। আশা করি বুঝতে পেরেছেন।