চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো – খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো

নিজেকে স্মার্ট দেখানোর জন্য চুলের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। চুলের যত্ন নেওয়ার জন্য আমাদের কয়েকদিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উচিত। চুলে শ্যাম্পু ব‍্যবহার করলে মাথার ত্বকের ময়লা দূর হয় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। আর সকল শ্যাম্পু আপনার জন‍্য ভালো নাও হতে পারে। 

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

সঠিক নিয়মে শ্যাম্পু ব‍্যবহার না করলে চুলের ক্ষতি সাধন হতে পারে। কেননা বাজারে এমন অনেক শ‍্যাম্পু পাওয়া যায় যাতে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল। তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুল পড়া প্রতিরোধ করতে সঠিক শ‍্যাম্পু বেছে নিতে হবে। 

চুলে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন এবং কোন চুলের জন্য কোন শ্যাম্পু ভালো হবে এই নিয়ে জানার প্রয়োজন আছে। কেননা চুলের শ্যাম্পু ব্যবহারে চুলের ময়লা দূর হয়ে থাকে এবং এটি মাথার ত্বক পরিস্কার করে থাকে। বর্তমান সময়ে আপনারা বাজারে অনেক ধরনের ভালো ভালো ব্রান্ডের শ্যাম্পু পেয়ে যাবেন যে শ্যাম্পু গুলো আমাদের মধ্যে অনেকেই ব্যবহার করে থাকেন।

কোন শ্যাম্পু চুলের জন্য ভালোযা সাধারণত চুলের সঠিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। তাই অবশ্যই জানতে হবে যে কোন শ্যাম্পু চুলের জন্য ভালো বা চুলের যত্নে কোন শ্যাম্পু ব্যবহার করবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

বর্তমান সময়ে বাংলাদেশের সেরা শ্যাম্পু গুলোর কথা নিচে উল্লেখ করা হলঃ

১. ডাভ শ্যাম্পু

ডাভ শ্যাম্পুতে রয়েছে সম্পূর্ণ দুধের পুষ্টি। ড্রাই শ্যাম্পু হিসেবে ডাভ শ্যাম্পু বিশেষ জনপ্রিয়। চুলের আর্দ্রতা বজায় রেখে চুলকে সুস্থ-সবল রাখতে ডাভ শ্যাম্পু কার্যকারী ভূমিকা পালন করে থাকে।

যাদের চুল অনেক রুক্ষ তারাও চাইলে ডাভ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ডাভ শ্যাম্পু ব্যবহারে চুলের পুষ্টির চাহিদা দূর হয়ে থাকে এবং চুল সিল্কি হয়ে ওঠে।

তাছাড়া ডাব সেম্পুর রয়েছে অসাধারণ সুগন্ধি।তাই চুলের জন্য যদি ভালো শ্যাম্পু খুঁজে থাকেন তাহলে ডাভ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কেননা এই শ্যাম্পু চুলের ভাঙ্গন রোধ করতে সাহায্য করে থাকে।

২. সানসিল্ক শ্যাম্পু

বাংলাদেশ এবং ভারতে উভয় স্থানেই সানসিল্ক শ্যাম্পু বেশ জনপ্রিয়। এই শ্যাম্পু চুলের গভীরে প্রবেশ করে চুলকে সোজা রাখতে সাহায্য করে থাকে।

তাছাড়া যারা চুলকে মসৃণ রাখতে চান সবসময় তারা অবশ্যই সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। রুক্ষ চুলের জন্য সানসিল্ক শ্যাম্পু খুবই উপকারী।

তাছাড়া এই শ্যাম্পু আপনার চুলে ব্যাবহার করলে পাবেন মনমুগ্ধকর সুগন্ধ এবং এই শ্যাম্পু ব্যবহারে চুলের আগা ফাটা রোধ হতে থাকে এবং চুল থেকে খুশকি দূর হয়ে থাকে।

৩. রিভাইভ শ্যাম্পু

স্কয়ার কোম্পানির এই শ্যাম্পুটি একটি অসাধারণ শ্যাম্পু। যাদের চুল অনেক রুক্ষ তারা রিভাইভ শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। রিভাইভ শ্যাম্পু ব্যবহারে রুক্ষ চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং এই শ্যাম্পু চুলকে ভেতর থেকে মজবুত করে তোলে।

৪. ক্লিয়ার শ্যাম্পু

চুলের খুশকি দূর করার জন্য ক্লিয়ার হচ্ছে অসাধারণ একটি শ্যাম্পু। বাংলাদেশ এই শ্যাম্পুটি অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তাছাড়া বাংলাদেশসহ বিশ্বের আরো অনেক দেশে ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার হয়ে থাকে।

এই শ্যাম্পু ব্যবহারে চুল থেকে নিমিষেই সব ধরনের ময়লা দূর হয়ে যায় এবং মাথার ত্বক পরিষ্কার রাখে। তাছাড়া যাদের চুল রুক্ষ তারা এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

ছেলেদের চুলে কিছুদিন পরপর শ্যাম্পু ব্যবহার করা উচিত। কেননা ছেলেরা সাধারণত ঘরের বাহিরে বেশি সময় কাটিয়ে থাকে, তাই তাদের চুল বেশি ময়লা হয়। এ কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয় যদি ভালো কোনো শ্যাম্পু ব্যবহার না করে। এক্ষেত্রে ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সেটি জানতে হবে।

ছেলেদের চুলের জন্য মালয়েশিয়ান কোম্পানি Dxn এর গ‍্যানোঝি শ‍্যাম্পু সবচেয়ে ভালো অনেকেই মনে করেন। কেননা এ শ্যাম্পুতে ক্ষতিকর কোনো কেমিক্যাল নেই।  এই শ‍্যাম্পু ব‍্যবহার করলে চুল পড়া প্রতিরোধ হয়। অনেকের চুল অল্প বয়সে পেকে যায়, এই সমস্যাটিও দূর করতে সাহায্য করে ডিএক্সএন গ‍্যানোঝি শ‍্যাম্পু। এই সম্পর্ক খুশকি দূর করতে চমৎকার কাজ করে। চুল লম্বা ঘন এবং মজবুত করতে।

এমনকি মাথার চর্মরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। এটি আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্ত একটি শ্যাম্পু যা বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।

এছাড়া ক‍্যান্ডিড-টিভি ছেলেদের জন্য খুব ভালো একটি শ্যাম্পু। এটি ব্যাকটেরিয়া, ছত্রাক দূর করে, খুশকি দূর করে এবং চুল পড়া প্রতিরোধ করে। এছাড়া ছেলেদের চুলের জন্য সবচেয়ে ভালো শ‍্যাম্পুর তালিকায় রয়েছে নিজোরাল শ‍্যাম্পু, সিলেক্ট প্লাস শ‍্যাম্পু, সেলসান ব্লু শ‍্যাম্পু, ফার্মাসি বোটানিক্স স্ট্রেংথ শ‍্যাম্পু ইত্যাদি।

কম দামের মধ্যে ছেলেদের সবচেয়ে ভালো শ্যাম্পু গুলো হলো ক্লিয়ার মেন এবং ডাভ শ‍্যাম্পু। এ সকল শ‍্যাম্পু আপনার চুলকে সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করবে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। শ্যাম্পু সাধারণত আমাদের চুলের ময়লা দূর করে থাকে। অর্থাৎ মাথার ত্বকে যেন ময়লা না জমে সেই জন্য শ্যাম্পু ব্যবহার করা হয়ে থাকে। উপরে যে চারটি শ্যাম্পুর কথা বলা হয়েছে এই শ্যামপুর চারটি খুবই অসাধারণ শ্যাম্পু।

আরো পড়ুনঃ-  1000 টাকার মোবাইল ঘড়ি - কম দামে মোবাইল ঘড়ি

এই শ্যাম্পু গুলো চাইলে নারী পুরুষ সকলেই ব্যবহার করতে পারবে। তাছাড়া এই শ্যাম্পুগুলো খুশকি দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো এটি আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ এই শ্যাম্পু গুলো অনেক রকমের হয়ে থাকে।

ছেলেদের জন্য কিছু শ্যাম্পু এর নাম নিচে দেওয়া হলো:

  • Studio x অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু
  • Head & Shoulders 
  • Pantene অ্যাডভান্স ব্ল্যাক হেয়ারফল শ্যাম্পু
  • Clinic plus স্ট্রং এন্ড লং হেয়ার শ্যাম্পু
  • Vitika হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু
  • Chik ড্যামেজ প্রিভেনশন শ্যাম্পু
  • Himalaya 

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো চুল পড়া রোধে মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা আমরা অনেকে জানিনা চুলের জন্য ছেলেদের বিভন্ন শ্যাম্পু রয়েছে তা প্রথমেই বিস্তারিত করা রয়েছে বেস্ট কয়েকটি শ্যাম্পুর কথা তুলে ধরা হয়েছে।

যা আপনারা এতক্ষনে পরে ফেলেছন যদি না পরে থাকেন তাহলে উপড়ে পড়ে ফেলুন। চুল পরে গেলে ছেলেদের বয়সটা যেন আচমকা বেড়ে যাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রথমেই ধরতে হবে চুল পরিষ্কার থাকছে কিনা। তারপরও ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পুর নাম না বলে পারছিনা ।

  • Head & Shoulders
  • Studio X Anti Dandruff shampoo for Men
  • Dove shampoo + Dove conditioner

চুল পড়া কমাতে প্রথম সমাধান শ্যাম্পু দিয়ে চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন চুলকে ঠিকঠাক রাখার জন্য। 

মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা তাদের চুলের যত্নের জন্য সানসিলিক ব্যবহার করে থাকে। সানসিল্ক শ্যাম্পু টি খুবই অসাধারণ শ্যাম্পু। এই শ্যাম্পু ব্যবহারে চুল থেকে খুশকি দূর হয় এবং চুলের আগা ফাটা রোধ করে থাকে।

তাছাড়া মেয়েরা চাইলে ডাভ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ডাভ শ্যাম্পু ব্যবহারে চুল ভেতর থেকে পুষ্টি পায়। তাছাড়া চুলের যাবতীয় সমস্যা দূর করার জন্য ডাভ শ্যাম্পু যথেষ্ট।

The Body Shop Ginger

এই শ্যাম্পুর প্রধান ইনগ্রিডেন্টস হচ্ছে আদা। আদাতে রয়েছে এন্ট্রিমাইক্রোবিয়াল ও এন্ট্রিসেপটিক প্রপাটিস যা খুশকিকে দূর করে এবং স্ক্যাল্প রাখে ময়েশ্চারাইজ যার সাথে যুক্ত মধু। আরো আছে ওয়িট বিলো এক্সট্রাক যেটাতে স্যালিসিলিক অ্যাসিড থাকার কারনে একটি পাওয়ারপুল এক্সোলিয়েন্ট কাজ করে এবং উশকো খুশকিকে রিমুভ করে।

Guerniss Dandruff & Antiseptic shampoo

এই শ্যাম্পুতে ইনগ্রিডেন্টস ‍হিসেবে আছে কনফ্লোয়ার এক্সট্রাক্ট। কনফ্লোয়ারে আয়রোন এবং জিংক যা চুল পড়া বন্ধ করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। যাদের চুল ক্ষতি বা অনেক রাফ হয়েছে আপনি চাইলে এই শ্যাম্পু ব্যবহার করে উপকার হতে পারেন।

মেয়েদের জন্য আরো কিছু ভালো শ্যাম্পু এর নাম নিচে দিয়ে দেওয়া হলো:

  • sunsilk থিক এন্ড লং শ্যাম্পু
  • অ্যাডভান্সড ব্ল্যাক হেয়ারফল সল্যুশন শ্যাম্পু
  • clinic plus শ্যাম্পু
  • vatika হেয়ার ফল শ্যাম্পু
  • chik ড্যামেজ প্রিভেনশন শ্যাম্পু

পাতলা চুলের জন্য সেরা শ্যাম্পুর নাম

সাধারণত অনেক মানুষ দেখা যায় যাদের চুল একেবারেই পাতলা হয়ে থাকে।তাইতো তাদের জন্য পাতলা চুলের জন্য শ্যাম্পু দিয়ে দেওয়া হলো।এই শ্যাম্পু গুলো ব্যবহার করলে পাতলা চুল হবে একেবারে মজবুত ঘন হয়ে যাবে।তাই তখন আপনাদের দেখেশুনে এই শ্যাম্পু গুলো ব্যবহার করা উচিত।

ছেলে মেয়ে উভয়ের পাতলা চুল থাকতে পারে তাই পাতলা চুল যাদের তাদের চুল খুব তাড়াতাড়ি উঠে যায় এবং স্টাইলিং করতেও সমস্যা হই। যাদের পাতলা চুল তারা চুলের গোড়া মোটা বা শক্ত বানাতে পারে এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে। চলুন নিচে কিছু শ্যাম্পুর নাম দেখে নিই।

চুল কে গোঁড়া থেকে মজবুত এবং নতুন চুল গজালে পাতলা চুল থেকে ঘন চুলে পরিণত হয়। চুল এর ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যাবহার করা উচিৎ। কিছু শ্যাম্পুর নাম জেনে নেয়া যাক যে শ্যাম্পু গুলো পাতলা চুলে ব্যাবহারের উপযোগী।

  • অ্যাডভান্স হেয়ার ফল সলিউশন সিল্কি স্মুথ কেয়ার শ্যাম্পু।
  • ডভ হেয়ার ফল রেসকিউ শ্যাম্পু।
  • সানসিল্ক শ্যাম্পু।
  • সেসা অনিওন হারবাল শ্যাম্পু।
  • ক্লিনিক প্লাস এগ হোয়াইট শ্যাম্পু।
  • ভাটিকা শ্যাম্পু।
  • হিমালয়া হারবাল শ্যাম্পু।
  • লরিয়াল প্যারিস ফল রিপেয়ার অ্যান্টি হেয়ার-ফল শ্যাম্পু।
  • ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু।
  • বায়োটিক বায়ো ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার।
  • ইন্দুলেখা ব্রিংহ অ্যান্টি হেয়ারফল হেয়ার ক্লিনজার।
  • ওজিএক্স থিক অ্যান্ড ফুল বায়োটিন অ্যান্ড কোলাজেন শ্যাম্পু।
  • দ্য মমস কো. ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু।
  • পুরা হেয়ার প্রোটিন বায়োটিন শ্যাম্পু।
  • আড়ং আর্থ শ্যাম্পু।

যাদের মাথায় পাতলা চুল যাদের রয়েছে তারা বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন, শ্যাম্পু করার সময় অতিরিক্ত জোরে জোরে ঘষবেন না আশা করছি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো

তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো আমাদের অনেকের তৈলাক্ত চুল। চুলের ধরন বুঝে শ্যাম্পু বা কোন্ডিশনার ব্যবহার করা উচিত আমাদের অনেকের কারো ড্রাই হেয়ার আবার কারো অয়েলি হেয়ার। 

এদের জন্য কাজ ও উপকরন রয়েছে ভিন্ন ভিন্ন। আমরা না জেনে অন্যান্য শ্যাম্পু ব্যবহার করি চুলের সঠিক সমাধান পাই না তৈলাক্ত ভাবো দূর হয় না। তাই তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো তা নিচে দেওয়া হলো।

  • TRESemme Deep Clean For Oily Hair  shampoo
  • L’oreal Elvive Hydra Hyaluronic Acid shampoo
  • Pantene Micellar Detox & Purify Extract Scalp shampoo
  • Neutrogena Anti Residue shampoo
  • Tea Tree Special shampoo
আরো পড়ুনঃ-  বাংলাদেশের সবথেকে ভালো টুথপেস্ট কোনটি

অতএব যাদের তৈলাক্ত চুল তারা শ্যাম্পু গুলো ব্যবহার করে দেখতে পারেন ভালো ফলাফল পাবেন। তৈলাক্ত চুলে তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করা উচিত। তাছাড়াও তৈলাক্ত চুলের জন্য বিশেষ উপাদানে তৈরি বিভন্ন ড্রাই শ্যাম্পু পাওয়া যায় বাজারে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তৈলাক্ত চুলে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো

রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো রুক্ষ চুলের জন্য বিভন্ন রকমের শ্যাম্পু রয়েছে। আপনাকে আপনার মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সঠিক ভাবে আপনার রুক্ষ চুলকে সতেজ করে তুলবে জানতে হলে আমার আর্টিকেলটি মোনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার রুক্ষ বা শুস্ক চুলের একটা সঠিক শ্যাম্পুর ধরানা দিতে পারবো। আগে আমরা জেনে নিই কি কি কারনে চুল রুক্ষ শুস্ক হয়ে যায়।

  • সূর্যের ক্ষতিকর রশ্নি
  • চুলে হিট স্টাইলিং করলে
  • কঠোর কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে
  • নিউাট্রশনাল ডেফিসিয়েন্সি
  • অতিরিক্ত চুল ধুলে

আপনি আপনার রুক্ষ চুলের জন্য ভালো শ্যাম্পুর খোজে এসেছেন আপনাকে নিরাশ করবো না করন আমাদের এই পুরো আর্টিকেল বিভন্ন টাইপের চুলের শ্যাম্পুর কথা আলোচনা করা আছে। রুক্ষ চুলের জন্য শ্যাম্পু

  • Rough Hair
  • Wow Total Radiance shampoo Argan Oil
  • Dove Nutritive Solutions Oxygen Moisture shampoo
  • OGX Brazilian Keratin Therapy shampoo
  • XPEL Hair Care Revitalizing Coconut Water shampoo
  • The Body Shop Banana Truly Nourishing shampoo

ময়েশ্চারাইজার আছে এমন শ্যাম্পু রুক্ষ চুল ভালো উপরের শ্যাম্পু গুলোতে তা রয়েছে। প্রোটিন যুক্ত শ্যাম্পু রুক্ষ চুলের জন্য ভালো। যদি শ্যাম্পু গুলো আপনার কাছে না থাকে তবে ঘরোয়া উপায়ে রুক্ষ চুলের জন্য গোসোলে শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিন তারপর ন্যাচারতেল তেল হালকা গরম করে চুলে মালিশ করুন এক থেকে তিন ঘন্টা। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার চুল রুক্ষ হবে না। 

মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

Patanjali Kesh Kanti Reetha Hair Cleanser Shampoo 

এটি একটি হেয়ার ক্লিনার শ্যাম্পু এর ভেতর আছে রিঠা যা আপনার চুলকে স্ট্রং বানায়। আপনার চুলের যে জড় হয় তা স্ট্রং বানাতে ভালো কাজ করে তাছাড়াও এই শ্যাম্পু চুল লম্বা করতে সাহায্য করে। তবে বেশিদিন ব্যবহার করা ঠিক নই এর সঠিক কারন জানা যাই নাই।

Khadi Hair Cleanser shampoo

এটি কেমিক্যাল মুক্ত একটি শ্যাম্পু। যাদের হেয়ার ফল বা খুশকির হালকা সমস্যা রযেছে তারা এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে এই শ্যাম্পুর আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে আপনার চুল পড়া না খুশকি কোনটার জন্য নিতে চাচ্ছেন তা বিবেচনা করে নিতে পারেন।

OGX shampoo

এই শ্যাম্পুটি টপ ব্রান্ডের মধ্যে পরে বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় কেমিক্যাল মুক্ত একটি শ্যাম্পু এটিরও ভেরিয়েন্ট রয়েছে যেমন অরগান অয়েল কোকোনাট মিল্ক ইত্যাদি ৩৮৫এম এল এর একটি শ্যাম্পু আরো অনেক ভেরিয়েন্ট রয়েছে তবে আপনার চুলের টাইপ অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে। আপনার চুল যেই টাইপ সেই টাইপ অনুযায়ী শ্যাম্পু নিতে পারেন।

ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু

এই শ্যাম্পু যাদের চুল স্টেট করা বা চুল শুকানো মেশিন দিয়ে চুলের ক্ষতি হয়েছে তারা এটি ব্যবহার করে ড্যামেজ হওয়া চুলকে ঠিক করতে পারেন। এই শ্যাম্পু ব্যবহার ফলে আপনার চুল পড়া কমে যেতে পারে।

দা মমস কো. ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু

ক্যামিকেল মুক্ত এই শ্যাম্পু প্রেগন্যান্সিদের জন্য ভালো একটি ভুমিকা রাখে। অনেকের প্রেগন্যান্সির পর চুল উঠতে থাকে এই সমস্যাই অধিকাংশ মেয়েরা পরে। এই শ্যাম্পুটি সবধরনের চুলের জন্য ক্যাপাবল। তাই চুল পড়া রুখতে এই শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন।

এছাড়াং আপনাদের জন্য আরো কিছু শ্যাম্পু নিয়ে আলোচনা করবো যা বিশেষ করে মেয়েদের চুল পড়া রুখতে সাহায্য করবে। উপরের শ্যাম্পুগুলো আপনি বাংলাদেশে সবগুলো নাও পেতে পারেন কারন সবসময় এভেলেবল থাকে না তাই প্রয়োজনমত শ্যাম্পু গুলো কালেক্ট করে রাখতে পারেন। নিচে জেনে নিই আরো কিছু শ্যাম্পুর নাম।

  • Head & Shoulders কোল মিন্থল অ্যান্টি ড্যানড্রাফ
  • Pantene অ্যাডভান্স ব্ল্যাক হেয়ার ফল সল্যুশন
  • Clinic Plus শ্যাম্পু স্ট্রং এন্ড লং হেয়ার
  • Sunsilk Shampoo Volume
  • Sunsilk থিক এন্ড লং শ্যাম্পু
  • Himalaya অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ফর ড্রাই হেয়ারফল
  • Vatika হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু
  • Chick ড্যামেজ প্রিভেনশন
  • Parachute Natural Shampoo Nourishing Care

কোন শ্যাম্পু চুল পড়া বন্ধ করে

নিচে কিছু চুল পড়া বন্ধের শ্যাম্পু দেওয়া হলো:

  • Dove shampoo
  • Clinic plus shampoo
  • Minox 5% hair loss shampoo
  • Neutrogena t/gel shampoo

খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো

খুশকি হলে অনেক চিকিৎসা করেও তা সারাজীবনের জন্য একবারে ভালো করা যায় না। কিন্তু ঘরোয়া চিকিৎসা এবং বাজারে পাওয়া যায় কিছু অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি নিয়ন্ত্রণ করা যায়। কিছু শ্যাম্পু গুলো খুশকির জন্য খুব ভালো হয় কিন্তু সেটা পাওয়ার জন্য আপনাকে সকল রকম অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু সম্পর্কে আপনাকে জানতে হবে। 

আবার সব শ্যাম্পুর মধ্যে সবটাই আপনার জন্য কাজ নাও করতে পারে। এজন্য শ্যাম্পু গুলো সব একবার একবার করে ব্যবহার করে দেখতে হবে। নিচে আমরা খুশকি দূর করার শ্যাম্পুর নাম কি বা খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো তা জানবো।

আরো পড়ুনঃ-  কোন কোম্পানির অলিভ অয়েল ভালো - অলিভ অয়েলের দাম

নিজোরাল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু

এটি সপ্তাহে মাত্র দুবার ব্যবহার করা হয় ফলে আপনি অনেক দিন রেখে শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন বা বোতলটি কিছুদিন স্থায়ী হবে। তাহলে এই শ্যাম্পুর মূল উপাদান হল 1% কেটোকোনাজল। আর এটি সপ্তাহে দুবার ব্যবহার করা যাবে।

ভ্যানিক্রিম ফ্রি এবং ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু

খুশকি দূর করার জন্য শ্যাম্পু ক্যাটাগরির সবচেয়ে জনপ্রিয় শ্যাম্পু হল ভ্যানিক্রিমের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটি এফডিএ-অনুমোদিত পাইরিথিওন জিঙ্ক হল এই শ্যাম্পুর প্রধান উপাদান। এই শ্যাম্পু আপনার চুল এবং মাথার ত্বককে হাইড্রেট রাখে তাই খুশকি আরো দ্রুত ভালো হয়ে যায়। 

এছাড়াও এর মধ্যে মাথার ত্বক জ্বালা-মুক্ত রাখার জন্য উপাদান রয়েছে। যদি খুশকি দূর করার শ্যাম্পুর নাম কি জানতে চান তাহলে ভ্যানিক্রিম ফ্রি এবং ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ভালো অপশন।

লক্ষণীয় কিছু বিষয় হল সুগন্ধ মুক্ত এবং একটি সাধারণ শ্যাম্পুর তুলনায় একটু অন্য রকম। এটা ক্লিয়ার মেডিকেটেড অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু এর মূল উপাদান 2% পাইরিথিওন জিঙ্ক হওয়ায় খুশকি ভালো করতে খুব কার্যকর।

নিউট্রোজেনা টি/জেল থেরাপিউটিক শ্যাম্পু অরিজিনাল ফর্মুলা

এটাতে একটি ফর্মুলেশন যা কয়লা আলকাতরা ব্যবহার করে। এর মূল উপাদান যখন খুশকি বিরোধী চুলের যত্নের কাজে আসে। শ্যাম্পুটি খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের সাধারণ লক্ষণগুলি ঠিক করার জন্য তৈরি করা হয়েছে এটি জাতীয় সোরিয়াসিস ফাউন্ডেশন দ্বারা অনুমোদিত।এই শ্যাম্পু মাথার ত্বকের প্রদাহ, খুশকি এবং চুলকানির মতো সমস্যা গুলো ঠিক করে। 

এই শ্যাম্পুর একটা সবথেকে বড় গুন হল শ্যাম্পুটি চুল থেকে ধুয়ে ফেলার পরেও তার কাজের সময় বজায় থাকে। মানে ধুয়ে ফেলার পরও এই শ্যাম্পুর কার্যকারিতা অনেক্ষণ ঠিক থাকে। এই শ্যাম্পুর মূল উপাদান হল 0.5% কয়লা আলকাতরা। 

সপ্তাহে দুবার অথবা প্রতিদিন ব্যবহার করতে পারেন। তবে সাবধান থাকতে হবে যাদের চুল রং একটু হালকা তাদের এই শ্যাম্পু ব্যবহার করলে চুল বিবর্ন হয়ে জেতে পারে। খুশকি দূর করার শ্যাম্পুর নাম কি তার মধ্যে এটা অন্যতম একটি নাম।

ডোভ ডার্মাকেয়ার স্কাল্প অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু

ডোভ ডার্মাকেয়ার স্কাল্প অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুর মূল উপাদান হল 1% পাইরিথিয়ন জিঙ্ক। আপনি এই শ্যাম্পু সপ্তাহে দুবার ব্যবহার করতে পারবেন। মাথার মরা চামড়া এবং চুলকানির সাথে লড়াই করার জন্য 1% জিঙ্ক ছাড়াও ডোভের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুটিও হালকা এবং পিএইচ-ভারসাম্যযুক্ত এবং এর মধ্যে শিয়া মাখন এবং নারকেল রয়েছে। তাই এটি শুষ্ক বা সংবেদনশীল মাথার ত্বকে ভাল কাজ করে। 

সেলসান ব্লু মেডিকেটেড ম্যাক্সিমাম স্ট্রেংথ ড্যান্ড্রাফ শ্যাম্পু

এই শ্যাম্পুর মূল উপাদান হল 1% সেলেনিয়াম সালফাইড। এই শাম্পু খুশকির সমস্যা যেমন মরা চামড়া এবং চুলকানি এছাড়াও সব ধরনের চুলের সমস্যা ঠিক করতে সাহায্য করে। 

এটি খুশকির শ্যাম্পুগুলির মধ্যে একটি যা বেশ কয়েকজন ব্যবহার করে দেখেছেন যে এটা ব্যবহার করার পর চুল এবং মাথার ত্বক শুষ্ক হয়ে যায় না। তবে এই শ্যাম্পুর একটি খারাপ দিক হল সালফাইডের কারণে এটা থেকে হালকা ডিমের গন্ধ আসতে পারে। 

খুশকির সবচেয়ে সাধারণ কারণ হল ছত্রাক এর আক্রমণ। কিন্তু শুষ্ক ত্বক চুলের কিছু পণ্যের প্রতি এলার্জি এবং একজিমা বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার জন্যেও হয়ে থাকে। অনেক চুল বিশেষজ্ঞও বিশ্বাস করেন যে সাধারণ ছত্রাক ম্যালাসেজিয়া খুশকির সমস্যা বেশি ঘটায়। তাই খুশকি ভালো করার জন্য বাজারে যে শ্যাম্পু গুলো পাওয়া যায় এগুলাতে খুশকি বিরোধী উপাদান থাকে যা খুশকি ভালো করতে সাহায্য করে।

কত দিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত?

চুলে শ্যাম্পু করার প্রয়োজনীয়তা সাধারণত চুলের ধরণ, অবস্থা, এবং ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তন করে। তবে, সাধারণত প্রতিদিন চুলে শ্যাম্পু করা উচিত নয়। 

প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজনীয় নয়। আপনি প্রতি ২-৩ দিন বা আরও বেশি সময় পর পর শ্যাম্পু করতে পারেন। এক্সপার্টরা চুলের ধরণ, স্থিতি, এবং অবস্থানুযায়ী প্রতিটি ব্যক্তির জন্য পরামর্শ প্রদান করে শ্যাম্পু করার সঠিক ফ্রিকোয়েন্সি নির্ধারণ করতে।

ছেলেদের শ্যাম্পু ব্যবহারের নিয়ম

ছেলেদের সুন্দর এবং স্বাস্থ্যকর চুল পেতে হলে অবশ্যই ছেলেদের শ্যাম্পু ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। আমরা অনেক সময় অনেকেই শ্যাম্পু ব্যবহার করার পূর্বে মাথায় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি, শ্যাম্পু করার আগে মাথায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং মাথায় তেল দিলে শ্যাম্পু বেশি ব্যবহার করতে হয়।

তবে অন্যান্য সময় চুলের জন্য যেসব উপকারে তেল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। ছেলেদের শ্যাম্পু ব্যবহারের নিয়ম হলো প্রথমে চুল ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। চুলের সাইজ এবং ঘনত্ব অনুযায়ী শ‍্যাম্পু হাতে ঢেলে নিতে হবে। এরপর মাথায় ভালোভাবে ম‍্যাসাজ করুন। তবে বেশি ঘষামাজা করা যাবে না, কেননা এতে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট ম‍্যাসাজ করুন। বেশি সময় ধরে চুলে শ্যাম্পু ব্যবহার করলে চুলের গোঁড়া আলগা হয়ে যায় এবং মাথা থেকে অনেকগুলো চুল উঠে যেতে পারে। তারপর ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন। 

সবশেষে একবার কন্ডিশনার শ্যাম্পু ব্যবহার করতে ভুলবেন না। এটি চুল পড়া প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া চুল সিল্কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কন্ডিশনার শ্যাম্পু ব্যবহারের পর মাথা ধুয়ে গামছা ধীরে ধীরে মাথা মুছে ফেলুন।

একটি ভালো শ্যাম্পু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভালো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আপনার ত্বক বা চামড়া এবং চুলের সমস্যা অনুযায়ী শ্যাম্পু নির্ধারণ করতে পারেন।

লেখকের শেষ মতামত

এই ছিল আজকের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করি চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সেই সম্পর্কে জানতে পারবে।

Leave a Comment