বাংলাদেশে Oppo A17 এর দাম কত – Oppo A17 price in Bangladesh

বাংলাদেশে মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে Oppo অপ্পো অন্যতম। বর্তমান সময়ে Oppo A17 বাংলাদেশ অনেক জনপ্রিয় একটি মোবাইল। বিশেষ করে যারা অল্প বাজেটের মধ্যে ভালো মোবাইল খোঁজাখুঁজি করে থাকেন তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে Oppo A17 মোবাইলটি।

বাংলাদেশে Oppo A17 এর দাম কত

তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাংলাদেশে Oppo A17 এর দাম কত – Oppo A17 price in Bangladesh এবং যদি আপনার বাজেট কম হয় তাহলে কেন আপনার এই ফোনটি কেনা উচিত।

বাংলাদেশে Oppo A17 এর দাম কত

Oppo A17 মোবাইলটি ২৬ শে সেপ্টেম্বর ২০২২ইং মার্কেটে লঞ্চ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল Oppo A17 এর দাম ১৪,৪০০ টাকা যাতে 4 GB র‍্যাম ও 64 GB স্টোরেজ রয়েছে। Oppo A17 মোবাইলটি বাংলাদেশের যেকোনো অপ্পো মোবাইল শোরুম থেকে কিনতে পারবেন। তাছাড়া অফিশিয়াল শোরুম ব্যতীত বিভিন্ন ধরনের মোবাইল দোকানেও কোনটি বিক্রি হয়ে থাকে।

Oppo A17 এর বিবরণ

Oppo A17 একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। মোবাইলটি Android 12 এর ColorOS 12.1 ভার্সনে পরিচালিত হয়ে থাকে। ফলে Oppo A17 ব্যবহারকারীরা খুব সহজে এটি ব্যবহার করতে পারে এবং অনেক ইউজার ফ্রেন্ডলি এর অপারেটিং সিস্টেম। তাছাড়া Android 12 এর ColorOS 12.1 ভার্সনে অনেক আপডেট ফিচার রয়েছে।

ডিসপ্লে: মোবাইলটিতে 5.5 ” ইঞ্চি ও 720×1612 পিক্সেল এর LCD প্যানেল ডিসপ্লে রয়েছে। তাছাড়া ডিসপ্লে ফিচার হিসেবে রয়েছে 60Hz এর রিফ্রেশ রেট। ডিসপ্লে রিফ্রেশ রেট থাকায় Oppo A17 মোবাইল ব্যবহারকারীরা পাবে এক অন্য রকমের ডিসপ্লে ইউজার এক্সপেরিয়েন্স।

ক্যামেরা: মোবাইলটিতে অসাধারণ সকল ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়া মেইন ক্যামেরা ছাড়াও পোর্ট্রেট ছবি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা। সেই সাথে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরো পড়ুনঃ-  বাংলাদেশে বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত জেনে নিন

ব্যাটারি: Oppo A17 এর দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 5000mAh ব্যাটারি। মোবাইলটির ব্যাটারি ব্যকআপ অনেক ভালো। অনায়াসেই আপনি এক চার্জে সারাদিন ব্যবহার করে যেতে পারবেন। কেননা মোবাইলটির 5000mAh ব্যাটারি  অনেকক্ষন চার্জ ধরে রাখার ক্ষমতা রাখে।

প্রসেসর: Oppo A17 মোবাইলটিতে MediaTek Helio G35 চিপসেট রয়েছে। দৈনন্দিন ব্যবহৃত মোবাইল এর জন্য MediaTek Helio G35 চিপসেটটি অনেক ভালো ও কার্যকারী। ফলে সাধারণ ব্যবহারের জন্য এই চিপসেট টি যথেষ্ট।

Oppo A17 এর স্পেসিফিকেশন

OPPO A17 একটি আকর্ষণীয় ডিজাইনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই মোবাইলটি দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক সুন্দর পারফরমেন্স দিয়ে থাকে। তাছাড়া স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে অনেক প্রিমিয়াম। বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি নীল, কমলা ও কালো কালারের পাওয়া যায়। স্মার্টফোনটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ফাইবার। আই ডিজাইন এর দিক থেকে Oppo A17 দেখতে অনেক প্রিমিয়াম এবং আকর্ষণীয়।

মোবাইল টিপ 6.5“ ইঞ্চির এলসিডি প্যানেল ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি বেশ বড় হওয়ায় ভিডিও কিংবা গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। সেই সাথে মোবাইলটিতে রয়েছে 4GB র‍্যাম ও 64GB স্টোরেজ।

মোবাইলটির মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ক্যামেরা ফিচার হিসাবে রয়েছে অটো ফ্লাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এর মত অসাধারণ সকল ফিচার। স্মার্টফোনটির ডিসপ্লে এবং টাচ প্রটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস এর প্রটেকশন। মোবাইলটির ডিসপ্লেতে 600nits এর ব্রাইটনেসের সাথে 60Hz রিফ্রেশরেট রয়েছে।

স্মার্টফোনটির চিপসেট হিসাবে MediaTek Helio G35 ব্যবহার করা হয়েছে। যেটি দৈনন্দিন ব্যবহৃত মোবাইলের জন্য যথেষ্ট কার্যকারী। মোবাইলটি Android 12 এর ColorOS 12.1 ভার্সনে পরিচালিত হয়ে থাকে। ফলে Oppo A17 ব্যবহারকারীরা খুব সহজে এটি ব্যবহার করতে পারে এবং অনেক ইউজার ফ্রেন্ডলি এর অপারেটিং সিস্টেম। তাছাড়া Android 12 এর ColorOS 12.1 ভার্সনে অনেক আপডেট ফিচার রয়েছে।

আরো পড়ুনঃ-  আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

স্মার্টফোনটিতে সুন্দর ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। স্মার্টফোনটিতে 10W Fast Charging এর সাপোর্ট রয়েছে। যার ফলে মোবাইলটি অতি দ্রুত সময়ের মধ্যে ব্যাটারি চার্জ হওয়ার ক্ষমতা রাখে।

Oppo A17 আপনার জন্য কেমন হবে?

Oppo A17 সামাজিক যোগাযোগ, ভিডিও দেখা এবং হালকা গেমিংয়ের জন্য ভালো সিদ্ধান্ত। তাছাড়া এর ৫০০০ mAh ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে থাকে। তাই আপনার যদি সামাজিক যোগাযোগ, ভিডিও দেখা কিংবা হালকা গেমিং এর জন্য একটি স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে আপনি Oppo A17 নিতে পারেন।

যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন সেহেতু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে স্মার্টফোনটি দিয়ে আপনি কখনোই ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাবেন না। কেননা MediaTek Helio G35 হালকা ব্যবহারের জন্য উপযুক্ত, হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য এটি উপযুক্ত নয়।

Oppo A17 কোথায় কিনবেন?

বাংলাদেশের যে কোন জায়গায় অফিসিয়াল OPPO শোরুম থেকে Oppo A17 ক্রয় করতে পারবেন। অফিশিয়াল শোরুম ব্যতীত বিভিন্ন মোবাইল গেজেটের শোরুমেও ফোনটি বিক্রয় করা হয়। তাছাড়া আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় সকল ই-কমার্স ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি ক্রয় করতে পারেন।

তবে, অফিশিয়াল শোরুম ব্যতীত স্মার্টফোনটি ক্রয় করার ক্ষেত্রে জায়গা ভেদে স্মার্টফোনটির দাম কম-বেশি হতে পারে।

লেখকের শেষ মতামত

Oppo A17 একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। যদি আপনার বাজেট সীমিত হয় এবং হালকা ব্যবহারের জন্য দেখতে সুন্দর একটি স্মার্টফোন খোঁজেন তাহলে Oppo A17 ভালো পছন্দ হতে পারে।

তবে অবশ্যই স্মার্টফোনটি কেনার আগে সকল ধরনের তথ্যগুলো ভালোভাবে জেনে নিবেন। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কোনটি নির্বাচন করতে সুবিধা হবে।

Leave a Comment