অনার্স শব্দের বাংলা অর্থ হচ্ছে মূলত স্নাতক সম্মান। অনার্সে, মূলত একটি বিষয়ের বিস্তারিত সম্পূর্ণরূপে পড়ানো হয়। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে তা হয় না। ডিগ্রির ক্ষেত্রে, শুধুমাত্র কিছু অধ্যায় আংশিকভাবে একটি বিষয়ের উপর পড়ানো হয়।
আর সেই কারণেই অনার্সে পড়ুয়া শিক্ষার্থীরা ডিগ্রি শিক্ষার্থীদের তুলনায় বেশি জ্ঞানী। অনেকেই জিজ্ঞাসা করেন যে ডিগ্রিতে কোন কোন বিষয় আছে, আসলে, অনার্স এবং ডিগ্রির সকল বিষয় একই রকম। চাকরির ক্ষেত্রেও অনার্স এবং ডিগ্রির মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। চাকরির ক্ষেত্রে অনার্সের শিক্ষার্থীরা ডিগ্রি শিক্ষার্থীদের তুলনায় বেশি মূল্যায়ন পান।
অনার্স এর পূর্ণরূপ কি
আমরা হয়তো অনেকেই অনার্স এর পূর্ণরূপ কি তা জানি না। অনার্স হচ্ছে মূলত একটি ইংরেজি শব্দ এর কোন পূর্ণরূপ নেই তবে এর পূর্ণ অর্থ আছে। অনার্স কে সংক্ষেপে ব্যাচেলর অফ অনার্স ডিগ্রী বলা হয়। কোন শিক্ষার্থীর নির্দিষ্ট কোন বিষয়ের উপর দক্ষতা অর্জনের পর উচ্চতার সম্মান অনার্স ডিগ্রি প্রদান করা হয়। যা স্নাতক সম্মান নামে পরিচিত।
অনার্সের পূর্ণ অর্থ কী?
অনেক শিক্ষার্থীই অনার্স এর পূর্ণরূপ সম্পর্কে অবগত নয় এবং অনেকেরই এটি সম্পর্কে ভুল ধারণা রয়েছে। অনার্সের পূর্ণ অর্থ কী? এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই আলাদা আলাদাভাবে দেয়। অনার্সের পূর্ণরূপ হল ব্যাচেলর অফ অনার্স। এই ডিগ্রি একজন শিক্ষার্থীকে দেওয়া হয় যখন সে তার উচ্চশিক্ষার জন্য স্বীকৃতি পায়।
অনার্স শব্দের পূর্ণ অর্থ হচ্ছে মূলত ব্যাচেলর অফ অনার্স।
অনার্স এর বাংলা মানে কি
অনার্স হচ্ছে মূলত উচ্চ মর্যাদা সম্পন্ন ডিগ্রী যা স্নাতক সম্মান হিসেবে পরিচিত। স্নাতক সম্মান একজন শিক্ষার্থী তখনই বলা হবে যখন সে নির্দিষ্ট কোন বিষয়ের উপর উচ্চশিক্ষা অর্জন করবে। এই স্নাতক ডিগ্রি স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীকে প্রদান করা হয়। অনার্স এর বাংলা মানে স্নাতক সম্মান ডিগ্রী। অনার্স এর বাংলা মানে কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
অনার্স এর ইংরেজি কি
অনার্স এর ইংরেজি হচ্ছে মূলত Honours.
বিএ অনার্স মানে কি
বিএ অনার্স মানে হচ্ছে মূলত ব্যাচেলর অফ আর্টসকে বলা হয়।এই ডিগ্রীকে বিএ অনার্স ডিগ্রী বা স্নাতক সম্মান ডিগ্রি বলা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে আমরা অনেকেই বিভিন্ন মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাই। তাই আপনি যখন এই অনার্স কোর্স করবেন তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা চার বছর মেয়াদে একটা কোর্স।
জাতীয় বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রেই এই অনার্স কোর্স চার বছরের জন্য পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী এই অনার্স কোর্স করছে।
তাই বাংলা ইংরেজি থেকে শুরু করে আপনারা যে বিষয়গুলোতে পড়াশোনা করে এসেছেন সেই সকল বিষয়ে আলাদা আলাদা ভাবে চার বছর মেয়াদী করছে ভর্তি হওয়ার নাম হলো বিএ অনার্স কোর্স। এই করছে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে চার বছরের মনে আপনাকে পড়াশোনা করতে হবে এবং পরবর্তীতে আপনি যদি এই কোর্স সম্পন্ন করতে পারেন তাহলে এক বছর মেয়াদী মাস্টার্স কোর্স করার সুযোগ পাবেন।
মানবিক বিভাগের যে সকল বিষয়ে আপনারা এই কোর্স করবেন সে সকল বিষয়গুলোকেই বিএ অনার্স কোর্স বলা হবে। তবে খরচের ব্যাপারে বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের নিয়ম কানুন চালু রয়েছে এবং কলেজের প্রাতিষ্ঠানিক খরচ সহকারে বিভিন্ন খরচ সংযুক্ত হওয়ার কারণে কিছুটা কম বেশি হয়ে থাকে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর চাইতে পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স করার ক্ষেত্রে খরচ তুলনামূলক অনেক কম।
অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য
অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কি? অনার্স ৪ বছর মেয়াদ একটি কোর্স। আর ডিগ্রি ৩ বছর মেয়াদি কোর্স। অনার্স এ শিক্ষার্থীরা যেকোনো একটি বিষয়ের উপর দক্ষ হয়ে ওঠে। আর ডিগ্রিতে কয়েকটি সাবজেক্ট এর কিছু কিছু অংশ করে পড়ানো হয়। শিক্ষার্থীরা অল্প জিপি এর মধ্যেও যে কোন সরকারি কলেজে ডিগ্রিতে অনায়াসে ভর্তি হতে পারে। ডিগ্রি বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের জন্য।
তবে অনেক সময় ভালো শিক্ষার্থীরা ডিগ্রিতে পড়াশোনা করে। ডিগ্রী তিন বছর মেয়াদী কোর্স হলেও পরবর্তী সময়ের দুই বছর মাস্টার্স পড়লে ডিগ্রি এবং অনার্স প্রায় সমান। ডিগ্রী পড়ে যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে পারেন তাহলে পরবর্তী সময়ে ভবিষ্যতে বহু দুর যেতে পারবেন। আর যদি অনার্স নিয়ে ভালো ফলাফল অর্জন করতে না পারেন, তাহলে সেই অনার্সের কোন মূল্য থাকে না।
ডিগ্রিতে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে আপনি যদি টিভিতে ভালোভাবে পড়াশোনা করেন এবং ভালো জিপি অর্জন করতে পারেন তাহলে আপনি যেকোনো চাকরিতে জয়েন করতে পারবেন। এখন ডিগ্রির পড়াশোনাও অনেক বেশি উন্নত হয়েছে। তাই আপনারা যারা ডিগ্রী কোর্সে আগ্রহী তারা নিঃসন্দেহে ডিগ্রিতে ভর্তি হতে পারেন।
অনার্স ভালো না ডিগ্রি ভালো
উপরে আমরা অনার্স এবং ডিগ্রী এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম এবার আমরা জানবো অনার্স ভালো না ডিগ্রী ভালো। অনার্স এবং ডিগ্রি দুটো কোর্সই ভালো যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন।
কারণ ভালো ফলাফল অর্জন করতে না পারলে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট থেকে অনার্স করলেও সেই অনার্সের কোন মূল্য থাকে না। এইজন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। অনার্স যেকোনো একটি সাবজেক্ট এর উপর আপনাকে দক্ষ করে তুলবে তাই এখানে বোঝাই যাচ্ছে যে অনার্স অবশ্যই ভালো।
আর ডিগ্রিতে তিন বছর মেয়াদী কোর্সে, এখানে বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু অংশ পড়ানো হয়। এতে শিক্ষার্থীরা যেকোনো একটি সাবজেক্টের উপর বিশেষভাবে দক্ষ হয়ে উঠতে পারে না। এইজন্য অনার্স এবং ডিগ্রির মধ্যে অনার্স বেশি ভালো। তবে হতাশ হওয়ার কিছু নেই তুমি যদি ডিগ্রী তিন বছর মেয়াদি কোর্স কমপ্লিট করার পর দুই বছর মাস্টার্স করো তাহলে ডিগ্রী এবং অনার্স প্রায় সমান হয়।
ভালোভাবে পড়াশোনা করলেই ভালো ফলাফল অর্জন করলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। প্রিয় শিক্ষার্থী আশা করছি তুমি বুঝতে পেরেছ অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কি ও অনার্স ভালো না ডিগ্রী ভালো। এবার চলো আমরা জেনে আসি অনার্স কি কি বিষয় আছে। মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যাবসা বিভাগে অনার্সে কি কি বিষয় আছে জানতে নিচে দেখো।
অনার্সের সাবজেক্ট কি কি
অনার্স এর বাংলা মানে কি অনার্স এর সাবজেক্ট সমূহ সম্পর্কে অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন রয়েছে। সার্চ ইঞ্জিনে শিক্ষার্থীরা এ প্রসঙ্গে খোঁজাখুঁজি করেন। অনার্স এর সাবজেক্ট সমূহ বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। আপনি যেই বিভাগে ভর্তি হবেন সেই বিভাগ অনুযায়ী সাবজেক্ট থাকবে। এরমধ্যে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, অর্থনৈতিক বিভাগ, সামাজিক বিজ্ঞান, আইন বিভাগ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই বিভাগ গুলো অনুযায়ী সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়।
১। অনার্স বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ
- গণিত
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
- পরিসংখ্যান
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- মনোবিজ্ঞান
- ভূগোল এবং পরিবেশ
- পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান
- কম্পিউটার বিজ্ঞান
- অর্থনীতি
২। অনার্স ব্যবসা বিভাগের বিষয় সমূহ
অনার্স ব্যবসা বিভাগের বিষয় সমূহ নিচে উল্লেখ করা হলঃ
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
- মার্কেটিং
৩। অনার্স মানবিক শাখার বিষয় সমূহ
তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার চেয়ে রয়েছো তারা চাইলে মাল বিভাগের যে কোন সাবজেক্ট অথবা ব্যবসার বিভাগের যেকোনো একটি সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করতে পারবে। এক্ষেত্রে তোমরা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে না।
তুমি যদি এইচএসসি মানবিক শাখা থেকে সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যবসা এবং মানবিক বিভাগের যেকোনো একটি সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবেন। এক্ষেত্রে চলুন আমরা জেনে আসি মানবিক বিভাগে কি কি বিষয় রয়েছে
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামের
- ইতিহাস
- সমাজকর্ম
- দর্শন
- আরবি
- মনোবিজ্ঞান
- অর্থনীতি
- সমাজবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- ভূগোল
প্রিয় শিক্ষার্থী, আশা করছি উপরের আলোচনার মাধ্যমে অনার্স মানবিক বিভাগের বিষয় সম্পর্কে তুমি বুঝতে পেরেছ। যারা অনার্স বিভাগের শিক্ষার্থী রয়েছ তোমরা চাইলে অপরের এই সাবজেক্ট গুলোর মধ্য থেকে যেকোনো একটি সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করতে পারবে।
অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি
সহজ সাবজেক্ট নিয়ে পড়লে একদিকে যেমন কাটাকাটি পরিশ্রম কম হয় আর একদিকে অল্প করে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা যায়।
আবার প্রাইভেট টিউশনির ঝামেলা থাকে না। তো কঠিন সাবজেক্ট নিয়ে পড়লে একদিকে যেমন সারাদিন পড়াশোনা আর পড়াশোনা আবার আরেক দিকে প্রাইভেট টিউশনি দৌড়াতে দৌড়াতেই যেন সারাদিন কেটে যায়। আসুন আমরা তাহলে জেনে নেই যে অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?
১। সমাজকর্ম
যারা অনার্সের সহজ সাবজেক্ট খুঁজছেন তাদের জন্য সমাজকর্ম সাবজেক্টটি সেরা হবে। তবে বেশিরভাগ দুর্বল শিক্ষার্থীরা এই সাবজেক্টটি বেছে নেন। যার কারণে কলেজে সাবজেক্ট চয়েসে বিশেষ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এছাড়াও যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের জন্য এই সাবজেক্টটি সেরা হবে। কারণ সমাজকর্ম নিয়ে পড়লে প্রাইভেট অথবা টিউশনির প্রয়োজন হয় না।
বাসাতে বিশেষ সাজেশন পড়লেই আপনি পরীক্ষাতে ভালো ভালো অর্জন করতে পারবেন। এই জন্য যারা অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য সমাজকর্ম এই সাবজেক্টটি সবচেয়ে পারফেক্ট। আশা করছি আপনি বুঝতে পেরেছেন অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি।
২। ইসলামের ইতিহাস
ইসলামের ইতিহাস অনার্সের সহজ সাবজেক্ট এর মধ্যে আরও একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এতটাই সহজ যে আপনি অল্প পরিশ্রম করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবে।
আরো একটি মজার ব্যাপার হলো ইসলামের ইতিহাস নিয়ে পড়লে এখানে কোন প্রাইভেট অথবা টিউশনির প্রয়োজন হবে না। তাই আপনি যদি অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি সে বিষয়ে জানতে চান তাহলে আমি আপনাকে বলব অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো ইসলামের ইতিহাস। সাবজেক্টটি আপনি অল্প পরে অল্প পরিশ্রম করেই শিক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই সাবজেক্ট নিয়ে পড়লে আর্থিকভাবে খরচ কম হবে। আবার ভবিষ্যতও অনেক উজ্জ্বল। তবে ভবিষ্যৎ নির্ভর করছে আপনার রেজাল্টের উপর। অর্থাৎ আপনার পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ ভালো হবে।
৩। ইতিহাস
অনার্সে প্রতিটি সাবজেক্টই কঠিন। তবে তার মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট গুলো হলো ইতিহাস, ইসলামের ইতিহাস এবং সমাজকর্ম। এক্ষেত্রে যারা অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট খুঁজছেন তাদের জন্য ইতিহাস সাবজেক্টটি সেরা হতে পারে।
অনার্সে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটি
অনার্সে মানবিক বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্ট
- অর্থনীতি,
- ইংলিশ,
- বাংলা।
অনার্সে ব্যবসা বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্ট
- মার্কেটিং,
- হিসাববিজ্ঞান,
- ফাইন্যান্স এন্ড ব্যাংকিং
অনার্সের বিজ্ঞান বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্ট
- রসায়ন,
- জীববিজ্ঞান,
- প্রাণিবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান।
সহজ ভাষায় বললে বিজ্ঞান বিভাগের প্রতিটি সাবজেক্টই কঠিন এখানে সহজ বলতে কিছুই নেই। অনার্সে বিজ্ঞান বিভাগের প্রতিটি সাবজেক্টই কঠিন। আবার ব্যবসা বিভাগের প্রতিটি সাবজেক্ট কঠিন এক্ষেত্রে মানবিক বিভাগের কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্ট গুলো একটু সহজ।
অনার্সের সবচেয়ে সহজ সাবজেক্ট হলো সমাজকর্ম, ইসলামের ইতিহাস এবং ইতিহাস। যেহেতু বিজ্ঞান বিভাগের প্রতিটি সাবজেক্টই কঠিন। অর্থাৎ রসায়ন, জীববিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এগুলো প্রত্যেকটি সাবজেক্টে কঠিন। প্রত্যেকটি পড়াই কঠিন তুমি যদি একটু মন দিয়ে পড়ো এবং বুঝার চেষ্টা করো তাহলে সহজেই বুঝতে পারবে।
অনার্সে মানবিক বিভাগের সেরা সাবজেক্ট
তোমরা মানবিক বিভাগ থেকে বাংলা, ইংরেজি কিংবা অর্থনীতি নিয়ে অনার্স কমপ্লিট করলে ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে তবে শুধু যে ভালো সাবজেক্ট নিলেই হবে না বিষয়টা আবার এমন না কিন্তু। কারণ ভালোভাবে পড়াশোনা না করলেই ভালো জিপি অর্জন করতে না পারলে ভালো সাবজেক্ট নিয়ে কোন লাভ নেই।
- অর্থনীতি
- বাংলা
- ইংলিশ
১। অর্থনীতি
অনার্সে মানবিক বিভাগের সবচেয়ে সেরা সাবজেক্ট হলো অর্থনীতি। অনার্সে মানবিক বিভাগের সবচেয়ে সম্মানযোগ্য এবং কঠিন সাবজেক্ট হলো অর্থনীতি। এই সাবজেক্টটি একদিকে যেমন কঠিন আরেক দিকে এটি সুনামযোগ্য। তবে এই সাবজেক্ট এ সবার জন্য নয়।
এইচএসসিতে যাদের অর্থনীতি সাবজেক্ট ছিল এবং তোমার যদি এই সাবজেক্টে পছন্দ হয় তাহলে তুমি অনার্সে অর্থনীতি সাবজেক্টে বেছে নিতে পারো না হয় সাবজেক্টটি বাদ দেওয়াই ভালো হবে। অর্থনীতি এমন একটি সাবজেক্ট যা অনেকের কাছে বেশি মজার আবার অনেকের কাছে নাম শুনলেই যেন তেতো লাগে। তবে হ্যাঁ অর্থনীতির ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল।
সাবজেক্টটি নিয়ে এগিয়ে যাও এবং মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে তুমি যে কোন চাকরিতে জয়েন করতে পারবে বড় বড় কোম্পানি থেকে শুরু করে যেকোনো ব্যাংকে চকারি পেয়ে যাবে। আবার যেকোনো সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নিতে পারবে। এক কথায় এই সাবজেক্টটি অসাধারণ। মানবিক বিভাগের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুনামযোগ্য সাবজেক্ট হলো অর্থনীতি।
মানবিক বিভাগের সবচেয়ে সেরা সাবজেক্ট হলো অর্থনীতি। আপনি যদি অর্থনীতি নিয়ে অনার্স কমপ্লিট করেন তাহলে পরবর্তী সময়ে ভবিষ্যতে আপনি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনায়াসে চাকরি পেয়ে যাবেন এই সাবজেক্টে এত বেশি উন্নত যে আপনি যদি অর্থনীতি নিয়ে অনার্স কমপ্লিট করেন তাহলে সহজেই যে কোন কোম্পানি অথবা ব্যাংকে চাকরি নিতে পারবেন।
আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন এবং পরিশ্রম করেন তাহলে আশা করছি ভবিষ্যতে বহু দূর এগিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি মানবিক শাখার স্টুডেন্ট হয়ে থাকেন
২। ইংরেজি
মানবিক বিভাগের দ্বিতীয় কঠিন সাবজেক্ট তালিকায় রয়েছে ইংরেজি। আমরা ছোট ঠিকই ইংরেজি সাবজেক্ট সম্পর্কে জানি। অনেকের কাছে এই সাবজেক্টের সহজ মনে হলেও অনেকের কাছে আবার কঠিন লাগে কারণ আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা সেক্ষেত্রে আমরা বাংলা ভাষার মতো ইংরেজি ভাষায় অভ্যস্ত নই। যার কারণে আমাদের কাছে এই ভাষাটি একটু কঠিন লাগে। তবে এমনটা নয় যে সাবজেক্টটি খারাপ। এই সাবজেক্টটা কিন্তু অনেক সুনামযোগ্য।
৩। বাংলা
অনেকেই মনে করে বাংলা খুবই সহজ সাবজেক্ট। বাংলার চেয়ে সহজ সাবজেক্টের কিছুই নেই। কিন্তু এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল মানবিক বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্ট এর তালিকায় রয়েছে বাংলা এই সাবজেক্টের সাথে খুবই কঠিন।
যদিও বাংলাতে অংক অথবা ইংলিশ নেই তবে এই সাবজেক্টের ইতিহাস ও কাহিনী গুলো মনে রাখা কিন্তু খুবই কঠিন। এইজন্য যারা অনার্সে ভালো সাবজেক্ট খুঁজছেন তাদের জন্য বাংলা সাবজেক্টের সেরা হবে।
কারণ প্রতিটি সাবজেক্টই ভালো তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার রেজাল্টের ওপর। তুমি যদি বাংলা অথবা অর্থনীতি নিয়ে ফলাফল ভালো না করতে পারো তাহলে কিন্তু তোমার ভবিষ্যত কখনোই উজ্জ্বল হবে না এক্ষেত্রে ভালো সাবজেক্ট নিয়েও কোন লাভ নেই।
এক কথায় তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার ফলাফলের উপর। তুমি যে সাবজেক্ট নিয়েই অনার্স কমপ্লিট করো না কেন, তোমার ফলাফল যদি ভালো হয় তাহলে তুমি সহজেই কোন সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি পেয়ে যাবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো যে অনার্সে মানবিক বিভাগের সেরা সাবজেক্ট কোনগুলো।
বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল
বিজ্ঞান বিভাগের প্রতিটি সাবজেক্টই ভাল। উপরে আমরা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। বিজ্ঞান বিভাগে মোট ১৩-১৪ টা সাবজেক্ট রয়েছে। যেমন:
- জীববিজ্ঞান,
- পদার্থ বিজ্ঞান,
- গণিত,
- রসায়ন,
- উদ্ভিদ বিজ্ঞান,
- প্রাণ রসায়ন ,
- প্রাণিবিজ্ঞান ,
- পরিসংখ্যান ,
- ভূগোল ও পরিবেশ ,
- মৃত্তিকা বিজ্ঞান
- বাংলা ,
- অর্থনীতি ,
- কম্পিউটার বিজ্ঞান
বলতে গেলে বিজ্ঞান বিভাগের প্রতিটা বিষয়ই ভালো তাই এটা আপনার উপর নির্ভরশীল কেননা আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব অথবা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে ডাক্তার হতে চান তাহলে আপনাকে জীববিজ্ঞান নিয়ে পড়তে হবে।
আর যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান এক্ষেত্রে আপনাকে অন্য সাবজেক্ট বেছে নিতে হবে। যেহেতু বিজ্ঞান বিভাগের প্রতিটি সাবজেক্টই ভালো। সেক্ষেত্রে এখানে চিন্তার কিছু নেই আপনার যে সাবজেক্টই পছন্দ আপনি সেই সাবজেক্টটি নিয়েই অনার্স কমপ্লিট করতে পারবেন।
তবে হ্যাঁ, শুধু অনার্স কমপ্লিট করলেই হবে না আপনাকে অবশ্যই ভালো ফলাফলের সাথে অনার্স কমপ্লিট করতে হবে অর্থাৎ ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল অর্জন করতে না পারলে কিন্তু আপনি ভবিষ্যতে কখনোই ভালো কিছু অর্জন করতে পারবেন না। এইজন্য মনোযোগ সহ পড়াশোনা করতে হবে।
বিবিএ এবং অনার্স এর পার্থক্য
বিবিএ মানে হচ্ছে মূলত ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এ ডিগ্রি অর্জন করে শিক্ষার্থীরা ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটিং,পরিচালনা ও উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে। এ ডিগ্রি অর্জন করে শিক্ষার্থীরা ব্যবসায়িক, মার্কেটিং, ক্যারিয়ারে ফোকাস করতে পারবে।
অন্যদিকে অনার্স ব্যাচেলর অফ আর্টস মূলত একটি নির্দিষ্ট সাবজেক্ট এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়া হয়। অনার্স ডিগ্রি অর্জনে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি সাবজেক্ট এর উপর গবেষণা করে শিক্ষা অর্জন করতে হয়। অনার্স ডিগ্রি অর্জন করে শিক্ষার্থীরা ক্যারিয়ার হিসেবে বিভিন্ন কর্মক্ষেত্রের পাশাপাশি শিক্ষকতাকে বেছে নিতে পারে।
অনার্স এর পর যেসব কোর্স করতে পারবেন
আপনি অনার্স শেষ করার পরে কি কি কোর্স করতে পারবেন তা নিচে দেওয়া হলঃ
- MA: Masters of Arts
- MSC: Masters of Science
- MBA: Masters of Business Administration
- MCom: Masters of Commerce
- PGDHRM: Post graduate diploma in Resource Management
- DFM: Diploma in finance management
- DIR: Diploma in international relations
- DSE: Diploma in software engineering
- PHD: Doctor of philosophy
- LAW: LLB
- BCS
- BEd: Bachelor of Education
- MEd: Masters of education
লেখকের শেষ মতামত
এই ছিল আজকের অনার্স এর পূর্ণরূপ কি এবং অনার্স সাবজেক্ট কি কি সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করি অনার্স এর পূর্ণরূপ কি তা জানতে পেরেছেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও অনার্স এর পূর্ণরূপ কি সেই সম্পর্কে জানতে পারবে।