সব সিমের নাম্বার দেখার কোড – সকল সিমের দরকারি কোড

বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি সিম অপারেটর রয়েছে। আমরা একেক জন একেক এক অপারেটরের সিম ব্যবহার করে থাকি মানে যার যেই সিমের প্রতি আগ্রহ রয়েছে বা যার যেই সিম অফার পছন্দ করে সে ব্যক্তি ব্যবহার করে থাকেন। সিম কোম্পানিগুলির একটি অন্যতম সার্ভিস হচ্ছে কোড ডায়ালের মাধ্যমে নিজের নাম্বার যাচাই করা বা দেখা। 

সব সিমের নাম্বার দেখার কোড

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা আসলে নিজের নাম্বরটি মনে রাখতে পারেন না বা বার বার নিজের নাম্বার ভুলে যায় এক্ষেত্রে আপনার নাম্বারটি দেখার জন্য সিমটি থেকে ডায়াল করার মাধ্যমে মোবাইলের স্ক্রিনে  নাম্বারটি প্রদর্শন করা হবে।অনেকেই রয়েছে একাধিক অপারেটরের সিম ব্যবহার করে থাকেন এর ফলে কিছু অপারেটর রয়েছে যাদেরকে অনিমিত ব্যবহার করার জন্য সিম ক্রয় করেন। 

আর অনেক ব্যবহার করার কারণে নিজে নাম্বারটি ভুলে যান অনেকেই। এক্ষেত্রে অপারেটর ভেদে আপনাদেরকে নাম্বার দেখার কোড দিয়ে সহযোগিতা করব আমরা।  এক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে অপারেটর ভেদে কোডগুলো ভিন্ন ভিন্ন এবং আপনি যে সিমের নাম্বার সম্পর্কে জানার আগ্রহ সেই সিম থেকেই কোটি ডায়াল করতে হবে। 

উপস্থাপনা

আমাদের দেশে কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে — বাংলালিংক, গ্রামীনফোন, রবি, এয়ারটেল এবং টেলিটক। এই ৫টি মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ডগুলো ক্রয় করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি।

কিন্তু, অনেক সময় সিম কার্ডের নাম্বার ভুলে যাই। ফলে, যেকোনো কাজ করার সময় অনেক বেগ পোহাতে হয়। তবে, আপনি যদি সব সিমের নাম্বার দেখার কোডগুলো জানেন, তাহলে আর এই সমস্যা ফেস করতে হবেনা। নাম্বার দেখার কোড ডায়াল করে অনেক সহজেই আপনার সিমের নাম্বার বের করতে পারবেন।

তো চলুন, সবগুলো সিমের নাম্বার দেখার কোডগুলো কি কি তা জেনে নেয়া যাক এবং কীভাবে নিজের সিমের নাম্বার চেক করতে হয় সেটিও জেনে নিবো আমরা আজকে।

সব সিমের নাম্বার দেখার কোড

সকল সিমের নাম্বার দেখার কোড। একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে অবশ্যই তাদের নাম্বার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে এর কারো নাম্বারের বেশ কিছু ব্যবহার রয়েছে আপনি মোবাইলে রিচার্জ করতে গেলে অবশ্যই আপনার মোবাইল নম্বরটির প্রয়োজন হবে। 

তবে নম্বর মনে রাখতে না পারলেও নাম্বার দেখার কোডটি মনে রাখলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে আপনার নাম্বারটি বের করে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তাইতো আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে সকল অপারেটরের মোবাইল নম্বর দেখার কোডটি দিয়ে সহযোগিতা করব।

নিচে আমি প্রতিটি মোবাইল অপারেটর কোম্পানির সিমের নাম্বার বের করার কোড উল্লেখ করে দিয়েছি। এই কোডগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন বা মুখস্থ করে রেখে দিতে পারেন। এতে করে, পরবর্তীতে যদি কখনও আপনার সিমের নাম্বার ভুলে যান তাহলে সহজেই নাম্বার বের করতে পারবেন। এছাড়াও, যেকোনো সিমের নাম্বার জানার জন্যও এই কোডগুলো ব্যবহার করতে পারবেন।

১। গ্রামীণফোন নাম্বার দেখার কোড 

গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশের সকল সিম অপারেটর গুলোর মধ্যে সেরা অপারেটর মধ্যে একটি। এই গ্রামীণফোন প্রথম স্থান গ্রাহক সংখ্যার মাধ্যমে দখল করে আছে। 

আরো পড়ুনঃ-  বাংলালিংক নাম্বার চেক - বাংলালিংক নাম্বার চেক করার কোড

অসংখ্য ব্যবহারকারীর মধ্যে অনেকেই কোন কারনে ভুলে গেছে তাই তারা অনলাইনে অনুসন্ধান করছেন গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানার জন্য তাদের সহযোগিতায় আমরা নিচে গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড দিয়ে সহযোগিতা করছি।

  • গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড হলো: *2#

২। বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোডটি হচ্ছে *511# । এই কোডটি আপনার বাংলালিংক সিম থেকে ডায়াল করলে বাংলালিংক সিমের নাম্বার বের করতে পারবেন। যেকোনো অজানা সিমের নাম্বার জানার জন্য এই কোডটি ডায়াল করতে পারেন। এছাড়াও, আপনার সিমের নাম্বার ভুলে গেলেও কোডটি ডায়াল করে সিমের নাম্বার জেনে নিতে পারবেন।

  • বাংলালিংক অপারেটরের নম্বর চেক করার কোড হল — *511#

৩। রবি সিমের নাম্বার দেখার কোড

আপনার রবি সিমের নাম্বার ভুলে গেছেন? জরুরি প্রয়োজনে রবি সিমটির নাম্বার জানা প্রয়োজন কিন্তু নাম্বার ভুলে গেছেন এবং রবি সিমের নাম্বার চেক করার কোডটিও জানেন না। এমতাবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই দেরি না করে আপনার রবি সিমটি থেকে ডায়াল করুন *2# কোডটি বা 2 লিখে কল দিন।

তাহলে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে রবি সিমের নাম্বার পপ-আপ আকারে দেখতে পাবেন। মূলত এইভাবেই এই কোড ডায়াল করে নিজের রবি সিমের নাম্বার বের করতে পারবেন। সুতরাং আপনি যদি রবি সিমের নাম্বার ভুলে যান, তাহলে এই কোডটি ডায়াল করতে পারেন।

  • রবি সিম অপারেটরের নাম্বার চেক করার কোড হল *2#

৪। এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

এয়ারটেল সিম বর্তমান সময়ে বেশ কিছু ব্যবহারকারী রয়েছে এটি। এবং তাদের মধ্য থেকে অনেকেই তাদের নিজের নাম্বারটি মনে রাখতে সক্ষম হয় অর্থাৎ তারা নিজের নাম্বারটি ভুলে যাওয়ার কারণে নাম্বার দেখার কোড অনুসন্ধান করছেন তাদেরকে আমরা সম্মান জানিয়ে এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড দিয়ে সহযোগিতা করব সুতরাং আপনারা যারা এয়ারটেল সিমের নাম্বার সম্পর্কে জানার জন্য অনলাইনে এসেছে তারা আমাদের আলোচনার সাথে থেকে কোড সংগ্রহ করার মাধ্যমে যেকোনো অবস্থায় যেকোন স্থান থেকে খুব সহজেই আপনার নাম্বারটি দেখতে পারবেন।

  • এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2 #‎

৫। টেলিটক সিমের নাম্বার দেখার কোড

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের টেলিটক সিম নাম্বারটি কি ছিল সেটা মনে আসে না। সেই সিমের নাম্বার কিভাবে জানতে পারবেন সেটা আপনাদেরকে বলে দেব। কেননা যারা টেলিটক সিমের নাম্বার বাহির করার উপায় জানতে চান। এবং কি সিমটি হারিয়ে গিয়েছে সেই নাম্বারও বাহির করতে চান। সেই সকল নাম্বার কিভাবে বাহির করবে তার কিছু তথ্য আমরা নিচে দিয়ে দিলাম।

আপনারা এখানে পেয়ে যাবেন যে কিভাবে টেলিটক সিমের নাম্বার বাহির করতে হয়। টেলিটক সিমের নাম্বার দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোড। কেননা এটি একটি সরকারি সিম। তাই আপনাদেরকে এই নাম্বারটি বাহির করার জন্য নিচের দেওয়া কোডটি ফলো করতে হবে। তাহলে আপনারা ঘরে বসেই এবং সব সময় টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।

  • টেলিটক সিমের নাম্বার দেখার কোড:*551#

আমাদের অনেকের কাছে একের অধিক সিম কার্ড থাকে। অনেক সময় সবগুলো সিমের নাম্বার মনে রাখা সম্ভব হয়না। তাই, সিমের নাম্বার হারিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু, পোস্টে উল্লেখ করে দেয়া নাম্বার বের করার নিয়ম অনুসরণ করে অনেক সহজেই যেকোনো সিমের নাম্বার জেনে নিতে পারবেন।

আরো পড়ুনঃ-  গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ - গ্রামীণফোন অফার

একনজরে সকল সিমের নাম্বার দেখার কোড

  • জিপি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
  • বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *511# ।
  • রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
  • এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
  • টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *551#।
  • স্কিটো সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#।

যেকোনো সিমের নাম্বার বের করার উপায়

যেকোনো সিমের নাম্বার বের করার জন্য নিচে উল্লেখ করে দেয়া টেবিলে থাকা কোডগুলো ডায়াল করুন 

সিমের নাম নাম্বার চেক কোড
বাংলালিংক (০১৯) *511#
গ্রামীণফোন (০১৭) *2#
রবি (০১৮) *2#
এয়ারটেল (০১৬) *121*7*3#
টেলিটক (০১৫) *551#

আপনি যদি নিজের বা অন্য কারও ফোনে সিমের নাম্বার চেক করতে চান তাহলে সেক্ষেত্রে উল্লিখিত কোডের মাধ্যমে ডায়াল করে অনেক সহজেই উক্ত সিমের নাম্বার জেনে নিতে পারবেন।

সকল সিমের প্রয়োজনীয় কোড

নিচে কিছু সাধারণ সিম কার্ডের প্রয়োজনীয় কোড দেওয়া হলো:

১। গ্রামীণফোন

  • রিচার্জ: 123<amount># (যেমন: 123100#)
  • ব্যালেন্স চেক: *121#
  • প্যাকেজ চেক: *1211#
  • কাস্টমার কেয়ার: 121

২। বাংলালিংক

  • রিচার্জ: 124<amount># (যেমন: 124100#)
  • ব্যালেন্স চেক: *124#
  • ডেটা প্যাক চেক: *1243#
  • কাস্টমার কেয়ার: 121

৩। রবি

  • রিচার্জ: 222<amount># (যেমন: 222100#)
  • ব্যালেন্স চেক: *222#
  • ডেটা প্যাক চেক: *2203#
  • কাস্টমার কেয়ার: 198

৪। এয়ারটেল

  • রিচার্জ: 100<amount># (যেমন: 100100#)
  • ব্যালেন্স চেক: *121#
  • ডেটা প্যাক চেক: *1212#
  • কাস্টমার কেয়ার: 121

সকল সিমের দরকারি কোড

বাংলাদেশে বর্তমানে ৫টি সিম অপারেটর রয়েছে যেমন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক । আমরা শখের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনে একাধিক অপারেটরের একাধিক সিম কিনি এবং ব্যবহারও করি। বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করতে গেলে বিভিন্ন কোডের প্রয়োজন হয়। তাই আজকে আমি বাংলাদেশের সকল সিমের দরকারি কোড অনলাইন থেকে অনেক সময় দিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম।

১। ভুলে যাওয়া সকল সিমের নাম্বার

  • বাংলালিংক সিমের নাম্বার দেখার কোডঃ *511#
  • গ্রামীণ সিমের নাম্বার দেখার কোডঃ *2#
  • রবি সিমের নাম্বার দেখার কোডঃ *2#
  • এয়ারটেল সিমের নাম্বার দেখার কোডঃ *2#
  • টেলিটক সিমের নাম্বার দেখার কোডঃ *551#
  • স্কিটো সিমের নিজ নাম্বার চেক কোডঃ *2#

২। সিমের টাকা দেখার কোড 

  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কোডঃ *124#
  • গ্রামীণ সিমের টাকা/ ব্যালেন্স দেখার কোডঃ *566#
  • রবি সিমের টাকা/ ব্যালেন্স দেখার কোডঃ *222#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স চেক কোডঃ *778#
  • টেলিটক সিমের টাকা/ ব্যালেন্স দেখার কোডঃ *152#
  • স্কিটো সিমের ব্যালেন্স চেক কোডঃ *121*1*1#

৩। সকল সিমের মিনিট দেখার কোড 

  • বাংলালিংক সিমের মিনিট দেখার কোডঃ *121*100#
  • গ্রামীণ সিমের মিনিট দেখার কোডঃ *121*1*2#
  • রবি সিমের মিনিট দেখার কোডঃ *222*2#
  • এয়ারটেল সিমের মিনিট দেখার কোডঃ *778*0#
  • টেলিটক সিমের মিনিট দেখার কোডঃ *152#
  • স্কিটো সিমের মিনিট প্যাক চেক কোডঃ *121*1*2#

৪। এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার কোড

  • বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোডঃ *1000#
  • গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোডঃ *121*1500#
  • রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোডঃ *123*4#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোডঃ *1212#
  • টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোডঃ *124#
আরো পড়ুনঃ-  রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার

৫। সকল সিমের ইমার্জেন্সি ব্যাল্যান্স নেয়ার কোড

  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার কোডঃ *874#
  • গ্রামীণ সিমের ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার কোডঃ *121*1*3#
  • রবি সিমের ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার কোডঃ *123*007#
  • এয়ারটেল ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার কোডঃ *141#
  • টেলিটক ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার কোডঃ *1122#

৬। সকল সিমের এমবি দেখার কোড

  • বাংলালিংক সিমের ইন্টারনেট অফার দেখার কোডঃ *5000*500#
  • গ্রামীণ সিমের ইন্টারনেট অফার দেখার কোডঃ *121*1*4#
  • রবি সিমের ইন্টারনেট অফার দেখার কোডঃ *3#
  • এয়ারটেল ইন্টারনেট অফার মিনিট দেখার কোডঃ *3#
  • টেলিটক ইন্টারনেট অফার মিনিট দেখার কোডঃ *152#

৭। সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার

  • বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
  • গ্রামীণ সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
  • রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 123
  • এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 786
  • টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
  • স্কিটো সিমের হেল্পলাইন কোডঃ 121

নাম্বার দেখার কোড ব্যবহার করার নিয়ম

  • আপনার সিমটি মোবাইলে সঠিকভাবে সংযুক্ত থাকতে হবে।
  • কোড ডায়াল করার সময় সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে (বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।
  • কোড ডায়াল করার পর স্ক্রিনে প্রদর্শিত তথ্য পড়ুন।
  • কোনো সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

সচেতনতার জন্য কিছু পরামর্শ

  • নিজের মোবাইল নাম্বারটি কোথাও লিখে রাখুন যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়তে হয়।
  • গুরুত্বপূর্ণ নম্বর বা কোড সেভ করে রাখুন।
  • কোড ব্যবহারের সময় সঠিক অপারেটরের কোডটি ব্যবহার করুন।

কেন নিজের মোবাইল নাম্বার জানা গুরুত্বপূর্ণ

নিজের মোবাইল নাম্বার জানা একাধিক কারণে গুরুত্বপূর্ণ:

  • অনেক সময় জরুরি অবস্থায় আমাদের নাম্বার অন্য কারও সঙ্গে শেয়ার করতে হয়।
  • নতুন সিম কিনলে প্রথম কয়েকদিন নাম্বার মনে রাখা কঠিন হতে পারে।
  • রিচার্জ, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো সেবা গ্রহণের জন্য নিজের সঠিক নাম্বার জানা আবশ্যক।
  • অনেক সময় মোবাইল ডিভাইসে সেভ না থাকায় অন্য ডিভাইসে আপনার নাম্বার দেওয়া প্রয়োজন হতে পারে।

কখন মোবাইল নম্বর জানার দরকার হয়

আমাদের নিজের ফোন নম্বর নানান কারণে জানার দরকার হয় যেমনঃ

  • মোবাইলে টাকা ঢুকানোর সময়
  • কাউকে নিজের নম্বর দেওয়ার সময়
  • কর্মক্ষেত্রে
  • অনুদানের টাকা গ্রহণের জন্য
  • ব্যবসায়িক কাজে ইত্যাদি।

লেখকের শেষ মতামত

মোবাইল নাম্বার জানা অনেক জরুরি এবং প্রয়োজনীয় কাজ। বাংলাদেশে প্রতিটি মোবাইল অপারেটর তাদের গ্রাহকদের সুবিধার জন্য সহজ কোড সরবরাহ করেছে। এই কোডগুলো ব্যবহার করে যে কেউ মুহূর্তের মধ্যে নিজের নাম্বার জেনে নিতে পারে। যেকোনো সমস্যায় অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপরের কোডগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন। আশা করি, এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে এই তথ্য শেয়ার করুন যাতে তারা আপনার মতই সহজে তাদের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারে।

এই ছিল আজকের সব সিমের নাম্বার দেখার কোড এবং সকল সিমের দরকারি কোড সেই সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করি সব সিমের নাম্বার দেখার কোড জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও সব সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানতে পারবে।

Leave a Comment