জান্নাতি ২০ সাহাবীর নাম – শ্রেষ্ঠ সাহাবীদের নাম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি মুসলিম অমুসলিম সবার চোখে ছিল এক অনুপম আদর্শ। আর মুসলমানদের ছিল হৃদয়ের স্পন্দন। কথিত আছে রাসূল (সাঃ) এর জীবদ্দশায় যারা ইসলাম গ্রহণ করে, অল্প সময়ের জন্য হলেও রাসূল (সাঃ) এর সাথে সাক্ষাৎ করেছেন তারাই সাহাবী। আর এই সাহাবীদের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪৪ হাজার মতান্তরে ২ লক্ষ। 

জান্নাতি ২০ সাহাবীর নাম

যাদের মধ্য অনেক সাহাবীগণ জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আমরা অনেকেই এই সাহাবীদের নাম জানি’না। তবে একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। আর তাই আজকের এই পোস্টটিতে আমরা জান্নাতি ২০ সাহাবীর নাম এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটে শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ এবং জান্নাতি ২০ সাহাবীর নাম সবকিছু আপনাদের জানাবো।আপনার যদি জানার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে আর্টিকেলটি ভালো করে দেখুন এবং পরুন।

জান্নাতি ২০ সাহাবীর নাম

মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে যুগে যুগে হাজার হাজার নবী রাসুল প্রেরণ করেছেন। যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়েছেন একজনকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। 

মুসলিম অমুসলিম সবার চোখে তিনি এক অনুপম আদর্শ। এই মহামানবের অনুপম ব্যক্তিত্বের পরশে যে সকল সাহাবীগণ ছিলেন তারা একে একটা তারকা, এক একটা হীরক খণ্ডক আদর্শে অনুকরণীয়, ঈমানে অটল, চরিত্রে উজ্জ্বল, শৌর্যে অতুলনীয়। এই সাহাবীগণ এতটাই চরিত্রবান ছিলেন যে তাদের সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ তা’আলা বলেছেন যেঃ

“(ইসলামের) অগ্রগামী মুহাজির (প্রথম স্বদেশ পরিত‌্যাগকারী) ও আনসার (সাহায‌্যকারী) এবং সৎ কর্মে অনুসরণকারীদের উপর আল্লাহ সন্তুষ্ট, এবং তারাও তাঁর (আল্লাহর) দ্বারা পরিতৃপ্ত (যেহেতু) তিনি তাদের জন‌্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত (উদ‌্যান) যার নিচে প্রবাহিত নদীর ধারা যেখানে তারা বাস করবে অনন্তকাল, এবং এটাই হলো তাদের পরম প্রাপ্তি।” (আত-তাওবাহ-১০০)

সাহাবীদের সংজ্ঞা নির্ণয়ে যদিও অনেক শ্রেণীবিভাগে সামান্য মতভেদ রয়েছে তারপরেও বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য মত হলোঃ রাসূলুল্লাহ (সাঃ) এর জীবদ্দশায় যারা ইসলাম গ্রহণ করে, স্বল্প সময়ের জন্য হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করেছেন তাদেরকেই সাহাবী হিসেবে চিহ্নিত করা হয়। আর এরকম সাহাবীর সংখ্যা প্রায় এক লক্ষ ৪৪ হাজার মতান্তরে ২ লক্ষ।

আর তাই এ পর্যায়ে আমরা এই পোস্টটির এই অংশে জান্নাতি ২০ সাহাবীর নাম নিচে তালিকা আকারে তুলে ধরেছি।

১। আবু বকর সিদ্দিক (রাঃ)।

২। হযরত উমর (রাঃ)।

৩। হযরত উসমান (রাঃ)।

৪। ওমর ইবনুল খাত্তাব (রাঃ)।

৫। আলী ইবনে আবু তালিব (রাঃ)।

৬। ওসমান ইবনে আফফান (রাঃ)।

৭। ইব্রাহিম ইবনে মুহাম্মদ (রাঃ)।

৮। তালহা ইবনে উবাই বিল্লা (রাঃ)।

৯। উমায়ের ইবনে ওয়াহাব (রাঃ)।

১০। বাশার হাবিব বিনতে মাসলামা (রাঃ)।

১১। সালমান আল ফার্সি (রাঃ)।

১২। হাসান ইবনে সাবিত (রাঃ)।

১৩। হোসাইন ইবনে আলী (রাঃ)।

১৪। আবু উবাইদা ইবনুল জাররা (রাঃ)।

১৫। হারিছা ইবনে নুমান (রাঃ)।

১৬। যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)।

১৭। হযরত সা’দ (রাঃ)।

১৮। হযরত হামজা (রাঃ)।

১৯। হযরত আব্দুর রহমান (রাঃ)।

২০। হযরত জিয়াদ বিন হারিদ (রাঃ)।

উপরে আলোচিত সাহাবীগণ জান্নাতি তারা মহানবী সাঃ এর প্রিয় সাহাবীগণ ছিলেন। তাদের ইসলামের দীর্ঘবিশ্বাস ও ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর।

সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ১০ সাহাবীর নাম  

এই অংশে যে আমি দশ জন সাহাবীর নাম আপনাদের সাথে আলোচনা করব তারা দুনিয়াতে থাকতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ তারা জীবিত অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়েছেন।

১) আবু বকর সিদ্দিক (রা)

২) উমর ইবনুল খাত্তাব (রা)

৩) ওসমান ইবনে আফফান (রা)

৪) আলি ইবনে আবু তালিব (রা)

৫) তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা)

৬) জুবাইর ইবনুল আওয়াম (রা)

৭) আব্দুর রহমান ইবনে আউফ (রা)

৮) সাদ ইবনে আবু আয়াক্কাস (রা)

৯) আবু উবাইদা ইবনুল জাররাহ (রা)

১০) সাঈদ ইবনে জায়েদ (রা)

আপনাদের সাথে উপরে আলোচিত এই দশজন সাহাবীকে স্বপ্নে জান্নাতের সুসংবাদ ও আমন্ত্রণ দেয়া হয়েছিল। তাদের ছিল ইসলামের প্রতি অনেক করা জ্ঞান। তারা ছিলেন হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় সাহাবীগণ। ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর।

শ্রেষ্ঠ সাহাবীদের নাম

এ পৃথিবী জুড়ে আল্লাহতালা যত নবী রাসূলগণ অবতরণ করেছিলেন তাদের সকলেরই সাহাবীগণ ছিল। আর এই সাহাবীগণের সংখ্যা প্রায় লক্ষাধিকেরও বেশি হবে। আর এই লক্ষাদীগণ সাহাবীগণের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে গণ্য করা হয় আমাদের শেষ নবী প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণদের।

এই সকল সাহাবীগণদের মর্যাদা আল্লাহ তা’আলা এতটাই পরিমাণে দিয়েছেন, তাদের মর্যাদা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই। শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বর্ণনা পাওয়া যায় তিনি বলেছেন, আল্লাহতালা নবী রাসূলগণের পর সমস্ত বিশ্ব ভুমন্ডলে আমার সাহাবীগণকে মনোনীত করেছেন। (সূত্রঃ মাকামে সাহাবী, পৃষ্ঠা-৬০)।

আল্লাহ তালার যুগ যুগ ধরে অবতরণকৃত সাহাবীগণের মধ্যে কিছু সাহাবীগণ এমন রয়েছেন যারা পৃথিবীতে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর এই কারণেই এই সকল সাহাবীগণদের জান্নাতি স্বাভাবিক হিসেবে বলা হয়।

আরো পড়ুনঃ-  ছেলেদের আদরের ডাক নাম - মেয়েদের মিষ্টি ডাক নাম

অপরদিকে এই সকল সাহাবীগণদের শ্রেষ্ঠ সাহাবীর নাম ও বলা হয়। এই জান্নাতি সাহাবীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ছিলেন। তারা সব সময় যত বিপদ-আপদে হোক না কেন তারা সব সময় নবী-রাসূলের সাথে ছিলেন।

যদি কোন যুদ্ধ লাগার পূর্বভাস নবী রাসুল তাদেরকে দিতেন, তাহলে তারা কোন প্রকার দ্বিতীয় প্রশ্ন করা ছাড়াই সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। তারা সকল কিছু বিনিময়ে নবী রাসূলকে সবথেকে বেশি ভালোবাসতেন।

আর এই সকল কারণেই মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সেই সকল সাহাবীগণদের জন্য সবথেকে সুসংবাদ জান্নাত লাভের সুসংবাদ টি দেন। তারা সকলেই জানতো তাদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে।

  • হযরত আবু বকর (রাঃ)
  • হযরত ওমর (রাঃ)
  • হযরত উসমান ইবনে আফফান (রাঃ)
  • হযরত আলি ইবনে আবু তালিব (রাঃ)
  • হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ)
  • হযরত জুবাইর (রাঃ)
  • হযরত আবদুর রহমান (রাঃ)
  • হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
  • হযরত সাঈদ ইবনে যায়িদ (রাঃ)
  • হযরত আবু উবাইদা (রাঃ)

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৪১ জন সাহাবীদের নাম

ইতিমধ্যে আমরা জান্নাতি ২০ সাহাবীর নাম এবং দুনিয়াতে থাকতে জান্নাতে আমন্ত্রিত ১০ জন সাহাবীদের নাম জানতে পেরেছি এবং আমি এখানে নিচে এই সকল সাহাবীদের নামসহ আরো ১০ সাহাবীদের নাম অর্থাৎ মোট 41 টি সাহাবীদের নাম আলোচনা করব নিচে দেয়া হল শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ দেখুনঃ

  • হযরত হুসাইন বিন হারেছ (রা)
  • হযরত আউফ বিন উসাসা (রা)
  • জুবাইর ইবনুল আওয়াম (রা)
  • হযরত ইয়াজিদ বিন রুকাইশ (রা)
  • হযরত আবু সিনান (রা)
  • হযরত সাদ বিন খাওলা (রা)
  • হযরত সুহইব বিন সিনান (রা)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রা)
  • হযরত উকাশা বিন মিহসান (রা)
  • হযরত শুজা, বিন ওহাব (রা)
  • হযরত ওতবা বিন রবীআহ (রা)
  • আবু বকর সিদ্দিক (রা)
  • উমর ইবনুল খাত্তাব (রা)
  • ওসমান ইবনে আফফান (রা)
  • আলি ইবনে আবু তালিব (রা)
  • তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা)
  • হযরত মাসউদ বিন সাদ (রা)
  • হযরত রবীআ বিন আক্সাম (রা)
  • হযরত ওমর ফারুক (রাঃ)
  • হযরত আবু বকর (রাঃ)
  • হযরত ওসমান (রা)
  • হযরত আলী মোর্তাজা (রা)
  • হযরত সিনান বিন আবু সিনান (রা)
  • হযরত মুহরিজ বিন নাজলা (রা)
  • হযরত আবু হুযায়ফা (রা)
  • হযরত হামজা (রা)
  • আব্দুর রহমান ইবনে আউফ (রা)
  • সাদ ইবনে আবু আয়াক্কাস (রা)
  • আবু উবাইদা ইবনুল জাররাহ (রা)
  • সাঈদ ইবনে জায়েদ (রা)
  • হযরত ছালেম (রা)
  • হযরত যায়েদ বিন হারেছো (রা)
  • হযরত আবু কাবসা সুলাইম (রা)
  • হযরত আবু মারছাদ গানাভী (রা)
  • হযরত মারছাদ বিন আবু মাদছাদ (রা)
  • হযরত উবাইদা বিন হারেছ (রা)
  • হযরত তোফায়েল বিন হারেছ (রা)
  • হযরত হাতেব বিন আমর (রা)
  • হযরত মালেক বিন আমর (রা)
  • হযরত মিদলাজ বিন আমর (রা)
  • হযরত মিদলাজ বিন আমর (রাঃ)

উপরে আলোচিত সাহাবীগণ জান্নাতি তারা মহানবী সাঃ এর প্রিয় সাহাবীগণ ছিলেন।তাদের ইসলামের দীর্ঘবিশ্বাস ও ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর। শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ ৪১টি আপনাদের সাথে আলোচনা করা।

নবীজির প্রিয় সাহাবীদের নাম

সাহাবীরা নবীজির খেদমত করার সুযোগ পেলে সেটিকে সৌভাগ্য মনে করতেন। কারণ তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আমাদের শেষ নবী। নবীজির খাদেম হিসেবে যদিও কেউ পার্মানেন্ট ভাবে নিয়োজিত ছিল না। তবে এমন অনেক সাহাবী ছিল যারা সার্বক্ষণিক নবীজির খেদমতে নিয়োজিত থাকার চেষ্টা করেছিলেন। নবীজির খেদমতে ছিলেন এমন কিছু সাহাবীর নাম নিচে তুলে তালিকা আকারে তুলে ধরা হলো।

  • হযরত আলী (রা.)।
  • হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু (নবীজির সেবা মূলক সব কাজের দেখাশোনা করতেন)।
  • হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু (যার কাছে নবীজির জুতা ও মিসওয়াক থাকতো)।
  • উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু তায়ালা আনহু (নবীজির খচ্চরের লাগাম ধরতেন)।
  • আসলা ইবনে শরীক রাদিয়াল্লাহু তায়ালা আনহু (রাসূল সাঃ এর সফরে সহচর হিসেবে থাকতেন)।
  • হজরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তায়ালা আনহু (খাদেম ছিলেন যাকে নবীজি আজাদ করে দিয়েছিলেন)।
  • হজরত বিলাল ইবনে রিবাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু (নবীজির মুয়াজ্জিন ছিলেন)।
  • হজরত সাদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু।
  • হজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তায়অলা আনহু।
  • আয়মান ইবনে আবিদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু।
  • আয়মান ইবনে আবিদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু।
  • হযরত রাবিআ ইবনে কা’ব আল আসলামি (রা.)।
  • আবুস সামহ (রা.)।
  • বুকাইর বিন সুদাখ (রা.)।

এছাড়াও হজরত আসলাম, সালেহ, আবু রাফে, আবু কাবশা, সাওবান, সাফিনাহ ইবনে ফারুক, উনায়সা নামে আরও অনেক সাহাবি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। 

শহীদ সাহাবীদের নাম

বদর যুদ্ধে অংশগ্রহণ কালে যে সকল সাহাবীগণ ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাদেরকে শহীদ সাহাবীগণ বলা হয়। আমাদের ইসলাম ধর্মের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে এই বদরের যুদ্ধ।

তার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায়, এই বদর যুদ্ধে মুসলমানের পক্ষে ছিল শুধুমাত্র ৩১৩ জন নিরস্ত্র দল। এই ৩১৩ জন সাহাবীগণ তৎকালীন সময়ের সুদর্শন রণকৌশলে পারদর্শী, এবং অস্ত্র সশ্রে সুসজ্জিত কাফের বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মাধ্যমে ইসলামের একটি বিজয় ছিনিয়ে নিয়ে আসে।

এই বদরের যুদ্ধ সম্পর্কে মহান রব্বুল আলামীন এরশাদ করেছেন, “বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।” (সূরা আলে ইমরান, আয়াত নং- ১২৩)।

এ বদরের যুদ্ধ চলাকালে 14 জন সৈনিক শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে ছিলেন ৬ জন মুহাজির। আর আনসার ছিলেন মোট ৮ জন। তো বন্ধু গণ চলুন এখন আমরা জেনে নেই এই ৬ জন মুহাজির কে কে আর আটজন আনসার কে কে এই বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন।

আরো পড়ুনঃ-  নবজাতকের ইসলামিক সুন্দর নাম মেয়েদের জন্য

বদরের যুদ্ধের শহীদ ৬জন মুহাজির সাহাবী হলেনঃ

  • হযরত মাহজা ইবন সালিহ (রা.)
  • হযরত উবায়দাহ ইবন হারিস (রা.)
  • হযরত ওমায়ব ইবন আবি ওয়াককাস (রা.)
  • হযরত আকিল ইবন বুকায়র (রা.)
  • হযরত আম্মার ইবন যিয়াদ ইবন সাকান ইবন রাফে (রা.)
  • বদরের যুদ্ধের শহীদ ৮জন আনসার সাহাবী হলেনঃ
  • হযরত সাদ ইবন খায়সামাহ (রা.)
  • হযরত ইবন আবদিল মুনজির ইবন যুবায়ের (রা.)
  • হযরত ইয়াজিদ ইবন হারিস (রা.)
  • হযরত ওমার ইবন হাম্মাম (রা.)
  • হযরত রাফে ইবন মুয়াল্লা (রা.)
  • হযরত হারিস আনসারি আউসি নাজ্জারি (রা.)
  • হজরত আউস ইবন হারিস ইবন আফরা (রা.)
  • হযরত মুয়াওয়িজ ইবন আফরা (রা.)

জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা

১। খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ) ( হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)

২। ফাতেমা (রাঃ) (হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা)

৩। উম্মে সুলাইম (রাঃ) (আবু তালহা (রাঃ) এর স্ত্রী)

৪। সুমাইয়া (রাঃ) (ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারী)

৫। হযরত আয়েশা (রাঃ) (হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)

৬। উম্মে হারাম বিনতে মিলহান (রাঃ) (আনাস (রাঃ) এর খালা)

৭। মরিয়ম বিনতে ইমরান (আ.)

৮। হাফসা (রাঃ) ( হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী)

৯। আসিয়া (রাঃ) (ফেরাউনের স্ত্রী)

১০। গুমায়সা বিনতে মিলহান (রাঃ)

১১। রবি বিনতে মুআওযায।

১২। সুরাইয়া আল আসাদিয়া।

১৩। থুবাইতা বাংলা অর্থ অটুট, প্রতিষ্ঠিত, স্থিতিশীল 

১৪। উমামা বাংলা অর্থ তিনশত উট 

১৫। জুনাইরা বাংলা অর্থ জান্নাতে পাওয়ারফুল 

১৬। উম্ম বাংলা অর্থ মা

১৭। আসিয়া বাংলা অর্থ যিনি দুর্বল মানুষকে সাহায্য করেন 

১৮। আয়সা বাংলা অর্থ সমৃদ্ধ, জীবিত

১৯। আমরাহ বাংলা অর্থ পাগড়ী বা মাথার টুপি 

২০। আমিনা বাংলা অর্থ বিশ্বাসযোগ্য, সত্যবাদী

১০০+ সাহাবীদের নাম

  • যয়নব বিনতে খুজায়মা
  • রুফাইদা আল আসলামিয়া 
  • নুমান ইবনে বশীর
  • মিনহাজ ইবনুল আদরা
  • যুবাইর ইবনুল আওয়াম
  • মিক্কদাদ বিন আমর
  • সাওয়াদ বিন গাযিয়্যাহ
  • আব্দুল্লাহ বিন আবস
  • যায়েদ ইবনে আরকাম
  • হাসসান ইবনে সাবিত
  • লুবায়নাহ
  • ফুযালা ইবনে উবাইদ
  • তুলাইব ইবনে উমাইর
  • নোমান বিন আমর
  • আবদে রাব্বিহি
  • খাওয়াত বিন যুবাইর
  • শুজা ইবনে ওয়াহাব
  • সাবিত ইবনে কায়েস
  • খাব্বাব ইবনুল আরাত
  • খালিদ বিন ওয়ালিদ
  • জায়েদ ইবনুল খাত্তাব
  • উমাইর ইবনে ওয়াহাব
  • উসামা ইবনে আফফান
  • উকবা ইবনে ওহাব
  • ইয়াসির ইবনে আমির
  • ইব্রাহিম ইবনে মোহাম্মদ 
  • ওব্বাদ ইবনে বাশার
  • হাবিব বিনতে মাসলামা
  • সায়িব ইবনে মালিক 
  • সালমান আল ফারিসী
  • হাসসান ইবনে সাবিত
  • হোসাইন ইবনে আলী
  • ওয়াকিদ ইবনে আবদুল্লাহ 
  • উমর ইবনুল খাত্তাব
  • খালিদ ইবনে রাখবালা
  • ওয়াহাব ইবনে উমায়ের
  • খুনাইস ইবনে হুজাইফা
  • খালিদ ইবনে সাঈদ 
  • হুজুর ইবনে আদি
  • ইুযাইফা ইবনুল ইয়ামান
  • সুরাকা ইবনে মালিক
  • সাঈদ ইবনে যায়িদ
  • শাদাদ ইবনে আউস
  • শুজা ইবনে ওয়াহাব
  • হাজ্জাজ ইবনে ইলাত
  • হারিস ইবনে হিশাম
  • সাদ ইবনে রাবি
  • রাফি ইবনে ইয়াজিদ 
  • মিকদাদ বিন আমর
  • ওয়াহাব বিন আবী সারাহ
  • সালাবা বিন হাতের
  • লুবাবাহ আব্দুল মুনযির
  • হারিস বিন যিয়াদ 
  • রিফাআহ বিন আমর
  • রবী বিন ইয়াস 
  • উকবাহ বিন ওহাব
  • আমর বিন ইয়াছ
  • তোফায়েল বিন মালেক
  • মাবাদ বিন কায়েস
  • কুতবা বিন আমর
  • মুআজ বিন জাবাল
  • খাল্লাদ বিন রাফে
  • সালাবা বিন আমর 
  • হারেস বিন আতিক
  • সাবেত বিন খানছা
  • খুফাফ ইবনে নুদবাহ
  • জিবর ইবনে উতাইক
  • তালহা ইবনে বারা
  • দাহিয়া কালবী
  • নুসাইবা বিনতে কাব
  • নাওফিল ইবনে হারিস
  • নুমান ইবনে বশির 
  • ফাদল ইবনে আব্বাদ 
  • বাহহাস ইবনে সালাবা
  • মুবাশির ইবনে আবদুল মুনযির
  • বশির ইবনে শাআদ
  • মুনযির ইবনে আমর
  • রুকাইয়াহ বিনতে মুহাম্মদ 
  • শুকরান সালেহ
  • সাঈদ ইবনে আমির আল জুমাহি
  •  সাবিত ইবনে ওয়াকশ
  • হাকিম বিনতে হিযাম
  • হামনা বিনতে জাহাশ
  • হিলাল ইবনে উমাইয়া
  • হাবিব ইবনে মাসলামা
  • হুযাইফা ইবনুল ইয়ামান
  • সাদ ইবনে উবাদা
  • শাম্মাস ইবনে উসমান
  • উম্মে সুলাইম বিনতে মিলহান
  • কায়েস বিন মাখলাদ
  • কাববিন যায়েদ
  • হেলাল বিন মুআল্লাহ
  • খিরাশ ইবনুস সিম্মাহ
  • খুবাইব বিন ইছাফ
  • মালেক বিন কুদামা
  • খিদাশ বিন কাতাদা
  • জাবের বিন খালেদ
  • মারওয়ান ইবনুল হাকাম
  • যায়িদ ইবনে হারিসা
  • আকরাম বিন আবুল আকরাম
  • বিলাল বিন রবাহ
  • লায়লা বিনতে আল মিনহাল
  • শুকরান সালেহ
  • শিফা বিনতে আবদুল্লাহ
  • সাদ ইবনে উবাদা 
  • মুগীরা ইবনে শুবা 
  • মাজমা ইবনে জারিয়াহ
  • মিসতাহ ইবনে উসাসা
  • মুসআব ইবনে উমাইর
  • মুয়াজ ইবনে জাবাল
  • রাফি ইবনে ইয়াজিদ 
  • ফাইরুজ আল দাইলামি
  • কুযালা ইবনে উবাইদ
  • নুসাইবা বিনতে কাব
  • জাফর ইবনে আবি তালিব
  • সাওবান ইবনে নাজদাহ
  • মুহাম্মদ ইবনে আবি বকর
  • লায়লা বিনতপ আল মিনহাল
  • শিফা বিনতে আবদুল্লাহ 
  • সাফিয়া বিনতে রাবিয়া 
  • পুরুষ সাহাবীদের নামের তালিকা
  • হয়রত আউফ বিন উসাসা
  • হয়রত মুহরিয় বিন নাজলা
  • হয়রত ওয়াহশি ইবনে হারব
  • হয়রত খলিফা বিন আদি
  • হয়রত রবী বিন ইয়াস
  • হয়রত আবদুল্লাহ ইবনে সালাম
  • হয়রত উসমান ইবনে তালহা
  • হয়রত ছালেম 
  • হয়রত আবু উবাইদা ইবনুল জাররাহ
  • হয়রত উসমান বিন মাজউন
  • হয়রত আমর বিন সুরাকা
  • হয়রত আবু সিনান
  • হয়রত মালেক বিন আমর
  • হযরত উমর ফারুক
  • হয়রত আলী
  • হয়রত আবু বকর
  • হয়রত হুসাইন বিন হারেস
  • হয়রত আবু কাবশাহ
  • হয়রত উসমান
  • হয়রত হামজা
  • হয়রত বিন রবীআহ
  • হয়রত সাদ বিন খাওলা
  • হয়রত সাঈদ বিন যায়েদ
  • হয়রত সাইব বিন উসমান
  • হয়রত আমের বিন হারিস
  • হয়রত আবদুল্লাহ ইবনে আমর
  • হয়রত আব্বাস ইবনে উবাদা
  • হয়রত আমর ইবনে আবাসা
  • হয়রত উকবা ইবনে ওহাব
  • হয়রত উমর ইবনুল খাত্তাব
  • হয়রত শুজা বিন ওহাব
  • হয়রত  হাতেব বিন আমর
  • হয়রত আবু সিনান
  • হয়রত আবদুল্লাহ ইবনে আব্বাস 
  • হয়রত আবদুল্লাহ ইবনে আমর
  • হয়রত মুআজ বিন জাবাল
  • হয়রত উবাদা বিন কায়েস
  • হয়রত কুতবা বিন আমের
  • হয়রত জমরাহ বিন আমর
  • হয়রত উমায়ের বিন হারাম
  • হয়রত সুলাইম বিন আমর
  • হয়রত হাফে বিন হারেস
  • হয়রত নোমান বিন আমর
  • হয়রত সুরাকা বিন কাব
  • হয়রত মাসউদ বিন আউস
  • হয়রত ওদীআহ বিন আমর
  • হয়রত আবদুল্লাহ ইবনে আব্বাস 
  • হয়রত ওয়ালিদ ইবনে ওয়ালিদ
  • হয়রত ওব্বাদ ইবনে বাশার 
  • হয়রত ওয়াহাব ইবনে উমায়ের
  • হয়রত কুতবা ইবনে আমির
  • হয়রত মিকদাদ ইবনে আসওয়াদ
  • হয়রত নুমান ইবনে আজলান 
  • হয়রত উবাইদা বিন হারেছ
  • হয়রত উৎবা বিন গাযওয়ান
  • হয়রত হাতেব বিন আমর
  • হয়রত উমায়ের বিন আবিওয়াক্কাস
  • হয়রত আবু সালমা বিন আব্দুল আসাদ
  • হয়রত আকরাম বিন আবুল আকরাম
  • হয়রত সাঈদ বিন যায়েদ
  • হয়রত সাকাফ বিন আমর
আরো পড়ুনঃ-  মুসলিম ছেলেদের আনকমন নামের তালিকা - মুসলিম ছেলেদের আধুনিক নাম

আ ‍দিয়ে পুরুষ সাহাবীর নাম

  • আবু বশির 
  • আবু যার আল গিফারী
  • আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাতমি
  • আদি ইবনে হাতিম
  • আনাস ইবনে নাদার
  • আবদুল্লাহ ইবনে আবি আওফা
  • আওস ইবনে আস সামিত
  • আবদুল্লাহ ইবনে আতিক
  • আব্বাস ইবনে মিরদাশ
  • আসিম ইবনে আদি
  • আনাস ইবনে মালিক
  • আবদুল্লাহ ইবনে জাফর
  • আবদুর রহমান ইবনে হারিস
  • আবদুল্লাহ ইবনে আব্বাস
  • আউস ইবনে খাওলা
  • আউস ইবনে খালিদ
  • আওস ইবনে সালাবা
  • আওন ইবনে মালিক
  • আইয ইবনে মাইস
  • আকিল ইবনে আবি তালিব
  • আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ
  • আবদুল্লাহ ইবনে আবু বকর
  • আবদুর রহমান ইবনে শিবল
  • আবদুল্লাহ ইবনে উবাই
  • আমর ইবনে উমাইয়া
  • আমর ইবনে মুয়াজ
  • আমির ইবন রাবিয়া
  • আমর ইবনে হাযম
  • আম্মারা ইবনে ইয়াসির
  • আমির ইবনে ইয়াযিদ
  • আল বারা ইবনে আযিব
  • আবদুল্লাহ ইবনে সালাম
  • আবদুল্লাহ ইবনে সুহাইল
  • আব্বাদ ইবনে বিশর
  • আহনাফ ইবনে কায়িস
  • আবু আইয়ুব আনসারি
  • আওস ইবনে মিয়ার 
  • আদ্দাস
  • আবু তালহা আনসারী
  • আবু সুফিয়ান ইবনুল হারিস
  • আবু রাফি
  • আবু মুসা আল আশয়ারি
  • আবদুল্লাহ ইবনে মাখরামা
  • আবদুল্লাহ বিন তারিক
  • আব্বাদ ইবনে বিশর
  • আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব 
  • আবু কাতাদাহ ইবনে রাবী
  • আবু হাজাল মুসলিম ইবনে আওসাজা
  • আমর ইবনুল আস
  • আমির ইবনে ফুহাইরা

ই দিয়ে পুরুষ সাহাবীর নাম

  • ইয়াস ইবনে আবুল বুকায়র
  • ইয়াযিদ ইবনে সালাবা
  • ইয়াসির ইবনে আমির
  • ইয়াজিদ ইবনে কায়স
  • ইকরিমা ইবনে আবি জাহল
  • ইব্রাহিম ইবনে মোহাম্মদ 
  • ইয়াযিদ ইবনে আস সাকান
  • ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান
  • উ দিয়ে পুরুষ সাহাবীর নাম
  • উবাদাহ ইবনুল হারিস
  • উমাইর ইবনে আবু ওয়াক্কাস
  • উসমান ইবনে আফফান
  • উকবা ইবনে আমির
  • উকাশা ইবনে মিহসান
  • উসামা ইবনে যায়িদ
  • উমর ইবনুল খাত্তাব
  • উমাইর ইবনে সাদ
  • উতবা ইবন ফারকাদ
  • উসমান ইবনে মাজউন
  • উয়াইম ইবনে সায়িদা
  • উবাদা ইবনে আস সামিত 

ক দিয়ে সাহাবীদের নাম

  • কাব ইবনে মালিক
  • কাব ইবনে উযরা
  • কুরযা ইবনে কাব
  • কাতাদা ইবনে নোমান
  • কুতবা ইবনে আমির
  • কুর্জ ইবনে জাবির আল ফিহরি
  • কাব ইবনে যুহাইর
  • কায়েস ইবনে সাদ
  • কুসামা ইবনে আব্বাস
  • কুদামা ইবনে মাজউন

খ দিয়ে সাহাবীদের নাম

  • খালিদ ইবনে রাখবালা
  • খারাস ইবনে উমাইয়া
  • খাব্বাব ইবনুল আরাত
  • খুবাইদ ইবনে আদি
  • খিরাশ ইবনে সাম্মা
  • খাদিজা বিনতে খুওয়াইলিদ
  • খুফাফ ইবনে নুদবাহ
  • খুসাইমা ইবনে সাবিত আনসারি
  • খালিদ বিন ওয়ালিদ
  • খুনাইস ইবনে হুজাইফা

র দিয়ে সাহাবীদের নাম

  • রাবিয়া ইবনে আল হারিস
  • রায়হানা বিনতে জায়েদ
  • হয়রত রাফে ইবনে খাদিজ
  • রাফি ইবনে ইয়াজিদ
  • রামালাহ বিনতে আবি সুফিয়ান
  • রুকাইয়াহ বিনতে মুহাম্মদ 
  • রিফায়া ইবনে আবদুল মুনযির
  • রুফাইদা আল আসলামিয়া
  • হয়রত রহমান বিন আউফ

ল দিয়ে সাহাবীদের নাম

  • লায়লা বিনতে আল মিনহাল
  • লুবায়নাহ
  • লাবিদ
  • লুবাবা বিনতে আল হারিস

স দিয়ে সাহাবীদের নাম

  • সাফওয়ান ইবনে ওমাইয়া
  • সাদ ইবনে হাবতা
  • সুরাকা ইবনে মালিক
  • সালিম মাওলা আবু হুজাইফা
  • সালামা ইবনে হিশাম
  • সালমা ইবনে সালামা
  • হয়রত সাদ ইবনে খাইসামা
  • সাদ ইবনে আবি ওয়াক্কাস
  • সাইদ ইবনুল আস
  • হয়রত সাদ ইবনে মুয়াজ
  • হয়রত সাওবান ইবনে নাজদাহ
  • হয়রত সাফিয়া বিনতে রাবিয়া
  • হয়রত সাহল ইবনে সাদ
  • সালমান আল ফারীসি
  • সাদ ইবনে হাবতা
  • সাহল ইবনে হানিফ
  • সুরাকা ইবনে মালিক
  • সুহাইল ইবনে আমর
  • সাওবান ইবনে নাজদাহ
  • সাঈদ ইবনে আমির আল জুমাহি
  • সালামা আবু হাশিম 
  • সুওয়াইবা আল আসলামিয়াহ
  • সায়িব ইবনে খাল্লাদ
  • সুমামা ইবনে উসাল
  • সাবিত ইবনে কায়শ
  • সাবিত ইবনে দাহদাহ
  • সাহল ইবনে হানিফ
  • সামুরা ইবনে জুন্দুর
  • সুলায়মান
  • সাদ ইবনে যায়িদ আশহালি
  • সাবিত ইবনে ওয়াকশ

শ দিয়ে সাহাবীদের নাম

  • শাদাদ ইবনে আউস
  • শুরাহবিল ইবনে হাসানা
  • শিফা বিনতে আবদুল্লাহ
  • শুজা ইবনে ওয়াহাব
  • শাম্মাম ইবনে উসমান
  • শুকরান সালেহ
  • শহীদ সাহাবীদের নাম
  • সাফওয়ান বিন ওয়াহাব 
  • সাদ ইবনে খাইছামা
  • হারেছ বিন সুরাকা
  • উমাইর ইবনুল হুমাম
  • যুশ শিমলাইন বিন আব্দে আমর
  • আওফ ইবনুল হারিছ
  • রাফে ইবনে মুআল্লা 
  • ইয়াজীদ ইবনুল হারিছ
  • উমায়ের ইবনে আবি ওয়াক্কাস
  • মাহজা ইবনে সালেহ

লেখকের শেষ মতামত

আমরা সঠিক তথ্য দেয়ার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করি এবং আজকে আমরা ইতিমধ্যে জান্নাতি ২০ সাহাবীর নাম ও জান্নাতি ১০ সাহাবীর নাম ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ও শ্রেষ্ঠ সাহাবীদের নাম ও তালিকা সহ ৪১ টি এ সকল বিষয়গুলো আপনাদেরকে তথ্য আকারে জানিয়ে ফেলেছি। আপনার আর্টিকেলের সম্পন্ন করলে সকল তথ্য পেয়ে যাবেন। 

তারপরও যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইসলাম হচ্ছে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারণ এটি স্বয়ং আল্লাহ তা’আলা আমাদের দিয়েছেন। আমরা যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকি তাহলে এই সকল সাহাবীদের নাম আমাদের জানা অনেক জরুরী। যা আমাদের এই আর্টিকেলের মধ্যে আপনাদের সামনে সম্পূর্ণ আকারে তুলে ধরেছি। 

এই ছিল আজকের জান্নাতি ২০ সাহাবীর নাম এবং শ্রেষ্ঠ সাহাবীদের নাম সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি জান্নাতি ২০ সাহাবীর নাম জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও জান্নাতি ২০ সাহাবীর নাম সম্পর্কে জানতে পারবে। 

Leave a Comment