ইসলামিক শিক্ষামূলক উক্তি – সত্য নিয়ে ইসলামিক উক্তি

বাছাইকৃত সেরা কিছু ইসলামিক শিক্ষামূলক উক্তি যা আশা করি আপনাদের ভালো  লাগবে ইনশাল্লাহ। এই উক্তিগুলো আপনি শেয়ার করে রাখতে পারেন স্যোসাল মিডিয়া সহ ফেসবুকে, এবং কাজে লাগাতে পারেন নিজের প্রয়োজনে।

ইসলামিক শিক্ষামূলক উক্তি

আমাদের আজকের পোষ্টে অনেকগুলো সুন্দর সুন্দর ইসলামিক শিক্ষামূলক উক্তি ও বাণী তুলে ধরলাম। সবার কাছে কিছু ইসলামিক বাণী ইসলামিক উক্তি পৌছে দেয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই কষ্ট সার্থক হবে যদি এই পোষ্টের মাধ্যমে একজন মানুষের কাছেও ইসলামিক বার্তা যায়।

ইসলামিক শিক্ষামূলক উক্তি

পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেচেন।- আল কোরআন 🛤️

আমি আমার পিছনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং আমার সুন্নাহ, যদি তোমরা এগুলো মেনে চললে তোমরা কখোনই পথভ্রাষ্ট হবে না। -আল হাদিস🛤️

নিশ্চয় আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনা কারি। – আল কোরআন🛤️

আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী এবং সাহায্যকারী। -আল কোরআন🛤️

জ্ঞানী হও অহংকারী হয়ো না ইবাদত করো তবে লোভ দেখানোর উদ্দেশ্যে করো না। -ইমাম ইবনে তাইমিয়া (র:)। 🛤️

যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। -সহীহ বুখারী🛤️

দুনিয়ার জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত অন্য কিছু নয় পরকালের জীবন মুমিনদের জন্য শ্রেষ্ঠ। -আল কোরআন🛤️

তুমি যাকে ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। -হয়রত মুহাম্মদ (সা:)🛤️

যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্য কেউ উপদেশ দিওনা। -হযরত আলী (রা:)🛤️

বুদ্ধিমানও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর করো সঙ্গ কামনা করো না। -হয়রত আলী (রা:)🛤️

হালাল রুজি অন্বেষণ করা ফরজ ইবাদাতের উপর সবচাইতে বড় ফরজ । -আল হাদিস 🛤️

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। -হযরত আলী (রা:)🛤️

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। -আল কোরআন🛤️

সে ব্যাক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। -আল হাদিস🛤️

নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। -আল কোরআন🛤️

অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিচুটা ভয়, ক্ষুধা, মাল ওজানের ক্ষতি এবং ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। -আল কোরআন🛤️

হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। -আল কোরআন🛤️

নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। – হযরত সুলাইমান (আ:)🛤️

তোমরাপ (অযাচিত) পার্থিব সম্পদ গ্রহন করো না। কেননা, এর দ্বারা  তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। -আল হাদিস🛤️

যে রব (আল্লর্হ) গতকাল আপনাদের জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। -শাইখ আলী জাবের (র:)🛤️

আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না। -আল হাদিস 🛤️

আল্লাহ তা-অলার সাথে যখন সর্ম্পক বৃদ্ধি পাই, তখন পেরেশানি থাকে না। আল্লাপহর সাথে সর্ম্পক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দেয়িা করা। -মুফতি মুহাম্মাদ শফী (রহ:)🛤️

যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করোও নিরাপত্তা দাও। -আল কোরআন 🛤️

ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য আগুন থেকেই বড় অগ্নিকান্ডের সূএপাত হয়। -ইমাম ইবনে কাইয়্যিম (রহ:)🛤️

রাসূল (সা:) বলেছেন -মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে ,ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে যায়। -আল হাদিস 🛤️

আমরা পৃথিবীর সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। -উমর ইবনে আল খাত্তাব (রা:)🛤️

সুতরাং হৃদয় হারাবেন না এবং হতাশ হবেন না, কারণ আপনি যদি বিশ্বাসে সত্র হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন। -আল কোরআন🛤️

আল্লাহ কোন আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বোঝা দেন না।- আল কোরআন🛤️

অতএব যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আল্লাহর উপর ভরসা কর। -আল কোলআন 🛤️

সুতরাং যখন কুরআন পাঠ করাপ হয় , তখন তা শোন এবং মনোযোগ দাও যাতে তোমাদের রহমত করা হয়। -আল কোলআন🛤️

ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভের বন্দী নয়। -আলী ইবনে আবি তাীলব (রা:) 🛤️

নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। -হযরত আলী (রা:)🛤️

সীমালঙঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল কোরআন🛤️

তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের আচার আচারণ ও চরিত্র সর্বোত্তম। -আল হাদিস🛤️

যখন পৃথিবীর কেই আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখবেন আল্লার্হ আপনাকে বুঝেন। -ড. বিলাল ফিলিপ্স🛤️

আপনার ভালো কাজগুলি অবশেষে আপনার কাছে ফিরে আসবে। -আল কোরআন🛤️

যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না। -আল হাদিস🛤️ 

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পাই না। -শেখ সাদী🛤️

 

জীবনকে ইসলামের আলোয় সাজান,

শান্তি নিশ্চিতভাবে আসবে 🌟🕊️

 

কোরআন আল্লাহর বার্তা|

নিয়মিত পাঠ করে এর নির্দেশনা পালন করুন 📖🌟

 

নামাজ ঈমানের ভিত্তি|

নিয়মিত ও সঠিকভাবে নামাজ পড়ুন 🕋✨

সর্বদা সত্য কথা বলার চেষ্টা করুন,

সব পরিস্থিতিতেই 🗣️✔️

 

ধন-সম্পদের ওপর যাকাত ফরজ|

নিয়ম মেনে যাকাত আদায় করুন 💰👐

আরো পড়ুনঃ-  সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা - ভালোবাসা নিয়ে ক্যাপশন

 

ইসলামের মূলনীতি হলো সততা ও ন্যায়পরায়ণতা|

সব কাজে সততা বজায় রাখুন ⚖️🔍

 

দরিদ্র ও অসহায়দের সাহায্য করুন,

তা আপনার কর্তব্য 🤲❤️

 

গুজব ও ঈর্ষা থেকে দূরে থাকুন,

আপনার মনকে শান্ত রাখুন 🚫🗣️

 

আল্লাহর রহমতের প্রতি সবসময় আশাবাদী থাকুন🌟🙌

 

আল্লাহ কঠিন সময়ের পর সহজতা প্রদান করবেন,

এতে বিশ্বাস রাখুন 🌧️🌈

 

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী,

আখিরাতের জীবন চিরস্থায়ী ⌛🌌

 

এই পৃথিবী একটি পরীক্ষার মাঠ,

একা ভাববেন না,

তা আপনাকে শক্তি দেবে 🌍🧗

ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস  

★শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ,,!!

ভালো আছি – আলহামদুলিল্লাহ,,!!

বেঁচে আছি – আলহামদুলিল্লাহ,,!!

★শুক্রবার মানেই,,,,,,গরিবের হজ্বের দিন,,,,,জুম্মা মোবারাক,,,,!!!

★সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ,,,,,,,যার বেতন হচ্ছে জান্নাত,,,,,,!!!!

★আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি,,,,,শ্রেষ্ঠ কিতাব পেয়েছি,,,,,,শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি,,,,,,আমরা সত্যিই ভাগ্যবান,,,,,,আলহামদুলিল্লাহ,,,,,,!!!

★তুমি ফিরে যাও আল্লাহর দিকে,,,,,,,,সৌভাগ্য ফিরবে তোমার দিকে,,,,,,!!!!!

★আস্তাগফিরুল্লাহ – অতীতের জন্য,,,,,,!!!!

আলহামদুলিল্লাহ – বর্তমানের জন্য,,,,!!!

ইনশাআল্লাহ – ভবিষ্যতের জন্য,,,,!!!

★কিউট!!! প্রচুর কিউট,,,,,,যেসব ছেলে-মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,,,,!!!

★যে ব্যাক্তি দিনে ৭০হাজার বার কালিমা পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব,,,,,!!!

সত্য নিয়ে ইসলামিক উক্তি

ইসলাম ধর্মে সত্যের গুরুত্ব অত্যন্ত মুখ্য এবং মৌলিক হয়ে থাকে। ইসলামে সত্যের প্রতীক হিসেবে প্রণীত হয়ে থাকেন নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তার শিক্ষামূলক জীবন এবং উপদেশগুলি ইসলামের সত্যের দিকে মানুষকে নির্দেশনা দেয়। 

ইসলামের প্রধান পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন, যা মুসলিমদের জীবনে সত্যের পথে নির্দেশনা দেয়। ইসলামে সত্য বলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। মুসলিমদের প্রতি সত্য বলার কর্তব্য এবং অসত্য থেকে দূর থাকার প্রতিশ্রুতি থাকে। সত্য নিয়ে ইসলামিক অনেক উক্তি রয়েছে। এখানে সত্য নিয়ে বিখ্যাত কিছু ইসলামিক উক্তি জানাবো।

“সত্য বলো, যদিও সেটা তোমার বিরুদ্ধে যায়।”

—(হাদিস: সহিহ মুসলিম)🕌

“সত্যবাদিতা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়।”

—(হাদিস: সহিহ বুখারি)🕌

“আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সত্যের ওপর অটল থাকে এবং অন্যদের সত্যের পথে আহ্বান করে।”

—(কুরআন, সূরা আস-সফ, ৬১:৪)🕌

“মুমিন কখনো মিথ্যা হতে পারে না। মুমিনের গুণাবলির মধ্যে সত্যবাদিতা অন্যতম প্রধান গুণ।”

— (হাদিস: মুসনাদ আহমাদ)🕌

“যে ব্যক্তি নিজেকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখান।”

 “সত্যের প্রতি আস্থাশীল হও, কারণ আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন এবং তাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করেন।”

— (কুরআন, সূরা আত-তাওবা, ৯:১১৯)🕌

“মুমিনের মুখে মিথ্যা থাকে না, কারণ মিথ্যা মানুষকে শয়তানের অনুসারী করে তোলে।”

— (হাদিস: ইবনে মাজাহ)কুরআন, সূরা আল-হাদিদ, ৫৭:২৮)🕌

“আল্লাহ মিথ্যাবাদীদের ভালোবাসেন না; সত্যবাদীরা আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ।”

— (কুরআন, সূরা আল-আহযাব, ৩৩:৭০)🕌

“মুমিন কখনো প্রতারণা করতে পারে না, কারণ প্রতারণা মিথ্যার এক প্রকার এবং মুমিন সর্বদা সত্যের পথে থাকে।”

— (হাদিস: তিরমিজি)🕌

“সত্যবাদী হওয়া হলো মুমিনের সবচেয়ে বড় গুণাবলির মধ্যে একটি, যা তাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে।”

— (হাদিস: ইবনে মাজাহ)🕌

“সত্যের প্রতি একনিষ্ঠ থাকো, কারণ আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা সত্যের পথে থাকে।”

— (কুরআন, সূরা আল-মুমিন, ৪০:২৮)🕌

“যে ব্যক্তি সত্য কথা বলে, তার হৃদয় আল্লাহর রহমতে পরিপূর্ণ থাকে।”

— (হাদিস: বুখারি)🕌

“মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, কারণ মিথ্যা হলো পাপের প্রথম ধাপ, আর সত্য পাপ থেকে মুক্তির পথ।”

— (হাদিস: সহিহ বুখারি)🕌

“আল্লাহ বলেছেন, ‘সত্য বলার সময় তোমরা ন্যায়ের সাথে দণ্ডিত হও।”

— (কুরআন, সূরা আন-নিসা, ৪:১৩৫)🕌

“সত্যের প্রতি অটল থাকো, কারণ এটি তোমার সাফল্যের মূল চাবিকাঠি।”

— (হাদিস: বুখারি)🕌

“মিথ্যা কথা বলা হলো বড় পাপ; তাই সত্য বলা হচ্ছে মুমিনের কর্তব্য।”

— (হাদিস: তিরমিজি)🕌

“সত্য হলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা; মুমিনের কর্তব্য এটি গ্রহণ করা ও পালন করা।”

— (হাদিস: সহিহ মুসলিম)🕌

”যে ব্যক্তি সত্য বলে, সে আল্লাহর পক্ষ থেকে উপহার পায় এবং তার জন্য জান্নাতের দ্বার খোলা হয়।”

— (হাদিস: তাবরানি)🕌

“সত্যের দিকে ফিরে আসা হলো আল্লাহর প্রতি ফিরতে যাওয়ার সঠিক পথ।”

— (কুরআন, সূরা আল-হূদ, ১১:৩৫)🕌

“সত্যবাদিতা ঈমানের অঙ্গ, আর মিথ্যা ঈমানের বিরোধী।”

— (হাদিস: ইবনে মাজাহ)🕌

“সত্যবাদিতার পথে চললে আল্লাহ তোমাকে সঠিক পথের দিশা দেখাবেন।”

— (হাদিস: ইবনে হিব্বান)🕌

“সত্য বলার সময় ভয় পাওয়া উচিত নয়; সত্য হলো এমন একটি বন্ধু, যা কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না।”

— (হাদিস: আবু দাউদ)🕌

সত্যবাদীরা সুকর্ম এবং ভালো পথ দেখায় , আর সুকর্ম এবং ভালো পথ বেহেশত দেখায় ।

— (আল হাদিস)🕌

বুদ্ধিমান এবং সত্যবাদী লোক ছাড়া আর কারো সঙ্গে মেলামেশা করো না ।

— (হযরত আলী:{ রাঃ})🕌

যাহা সত্য নয় তা কখনো মুখে নিও না , মানুষ চান তাহলে তোমার সত্য কথাকে অসত্য বলে মনে করবে।

— (হযরত আলী:{ রাঃ})🕌

যে ব্যক্তিগণ কথা বলায় বাক্যে , কর্মে ও চিন্তায় প্রকৃত সত্য নয় , সেই ব্যক্তি প্রকৃতভাবে সত্যনিষ্ঠ নয় ।

— (আল হাদিস)🕌

যেই ব্যক্তি পৃথিবীতে মানুষের উপর জুলুম এবং অত্যাচার করবে , কেয়ামতের দিন ওই ব্যক্তি অন্ধ হইয়া যাইবে ।

— (আল হাদিস)🕌

কোরআন মাজিদে বলা হয়েছে যে ব্যক্তি সদা সত্য কথা বলবে সে ঈমানদারের মৌলিক গুণাবলীর মধ্যে গণ্য হবে। তাই আমাদের সবসময় সত্য কথা বলা উচিত।

সত্য নিয়ে ইসলামিক ক্যাপশন

অনেকেই আছেন অনলাইনে সত্য নিয়ে ইসলামিক ক্যাপশন শেয়ার করতে চান। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সত্য নিয়ে কিছু ইসলামিক ক্যাপশন। এই স্ট্যাটাসগুলো ইসলামিক মূল্যাদি এবং সত্যের প্রতি মুসলিমদের সচেতনতা এবং অনুসরণের দিকে উন্মুক্ত করার মাধ্যমে মুসলিমদের জীবন উন্নত করতে সাহায্য করতে পারে।

আরো পড়ুনঃ-  মৃত্যুবার্ষিকী স্ট্যাটাস - প্রিয়জনের মৃত্যু নিয়ে উক্তি

রমজান মাস এবং রোজা মানুষকে আখেরাত মুখী করে তোলে

— আল হাদিস ☪️

কৃপণতা দূর কর , না হলে তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত এবং অপমানিত হবে এবং অন্য মানুষজন তোমাকে ঘৃণা করবে ।

— হযরত আলী:{ রাঃ} ☪️

মাতা পিতাকে কষ্ট দেবে না , মাতা পিতা যদি তোমাকে তাদের সন্তান-সন্ততি ও বিষয় সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপর ও ।

— আল হাদিস ☪️

আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে আপনি যে জিনিস ত্যাগ করবেন বা ছেড়ে দেবেন , আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই আপনাকে দান করবেন ।

— আল হাদিস ☪️

তোমরা তোমাদের কথা প্রকাশ্যে বলো আর গোপনেই বল না কেন , আল্লাহ রাব্বুল আলামীন তোমার অন্তরের সমস্ত বিষয়াদি সম্পর্কে সব সময় অবগত থাকেন ।

— আল হাদিস ☪️

যে ব্যক্তি নিজে সতর্কতা হয় না বা সতর্কতা অবলম্বন করে না , তার জন্য যতই দেহ রক্ষী থাক তাকে বাঁচাতে পারবে না ।

— হযরত আলী:{ রাঃ} ☪️

পাপ লুকানোর চেষ্টা করে কোন দিন সফল হতে পারবেন না , পাপের কথা স্বীকার করে যদি কেউ সেই পাপ ত্যাগ করার চেষ্টা করে , তাহলে তার জন্য সফলতা খুব সহজেই চলে আসবে ।

— হযরত আলী:{ রাঃ} ☪️

বুদ্ধিমানরা যে কোন কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে থাকে , তারপরে সেই বিষয় সম্বন্ধে মন্তব্য করে , এবং নির্বোধ রা প্রথমেই মন্তব্য করে বসে , এবং তারপরে অন্তর দিয়ে অনুভব করে ।

— হযরত আলী:{ রাঃ} ☪️

বুদ্ধিমান ও সত্যবাদী ব্যাক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গ কামনা করো না

— হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ☪️

তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, কেননা মিথ্যা ঈমানের ধ্বংস করে

— আল হাদিস ☪️

সবচেয়ে সুন্দর ও ভালো চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে প্রকৃত হিংসা-বিদ্বেশমুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী

— আল হাদিস ☪️

তোমরা সন্দেহযুক্ত কাজকর্ম ছেড়ে দাও যে কাজকর্মে কোন প্রকার সন্দেহ নেই সেদিকে ফিরে যাও নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম আর মিথ্যা হল সন্দেহ অশান্তির নাম

— আল হাদিস ☪️

ইসলাম ধর্মে সত্যের গুরুত্ব অত্যন্ত মুখ্য এবং মৌলিক হয়ে থাকে। ইসলামে সত্যের প্রতীক হিসেবে প্রণীত হয়ে থাকেন নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তার শিক্ষামূলক জীবন এবং উপদেশগুলি ইসলামের সত্যের দিকে মানুষকে নির্দেশনা দেয়। ইসলামের প্রধান পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন, যা মুসলিমদের জীবনে সত্যের পথে নির্দেশনা দেয়। ইসলামে সত্য বলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। মুসলিমদের প্রতি সত্য বলার কর্তব্য এবং অসত্য থেকে দূর থাকার প্রতিশ্রুতি থাকে।

ব্যবহার নিয়ে ইসলামিক উক্তি

“তোমরা মানুষের সাথে সদাচরণ করো।”

— (সুরা আল-বাকারাহ ২:৮৩) ☪🕌

 

“যারা মানুষের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন।”

— (সুরা আর-রহমান ৫৫:১৩) ☪🕌

 

“নিশ্চয়ই, ভালো কথা ও উত্তম আচরণ পাহাড়সম ভুলত্রুটি ঢেকে দিতে পারে।”

— (সুরা হুদ ১১:১১৪) ☪🕌

 

“যারা মানুষের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন।”

— (সুরা আর-রহমান ৫৫:১৩) ☪🕌

 

“উত্তম চরিত্র ও ভালো ব্যবহার জান্নাতে পৌঁছানোর অন্যতম মাধ্যম।”

— (তিরমিজি, ২০০৪) ☪🕌

 

“নম্রতা ও বিনয় ঈমানের অঙ্গ।”

— (আবু দাউদ, ৪৭৯৯) ☪🕌

 

“যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে না, সে জান্নাতে প্রবেশ করবে না।”

— (বুখারী ও মুসলিম) ☪🕌

 

“সবচেয়ে ভালো মুসলিম সে, যার ব্যবহার উত্তম এবং যার কাছ থেকে অন্যরা নিরাপদ থাকে।”

— (তিরমিজি, ২৫১৮) ☪🕌

 

“একজন ভালো মুসলিম তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে।”

— (ইবনে মাজাহ, ১৯৭৭) ☪🕌

 

“সবচেয়ে প্রিয় মানুষ হলেন সে, যে মানুষের জন্য উপকারী এবং তাদের সাথে সদ্ব্যবহার করে।”

— (আহমাদ, ২৩৪৪) ☪🕌

 

হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন: “তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই, যে সবচেয়ে ভালো ব্যবহার করে।” — (বুখারী) ☪🕌

 

আল্লাহ্ তা’আলা বলেন: “এবং মানুষদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকে এবং তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি।” —(সূরা আল-বাকারা, ২: ২০) ☪🕌

 

হাদিসে বলা হয়েছে: “তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই, যে সবচেয়ে ভালো আচরণ করে।” —(বুখারী) ☪🕌

 

হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন: “একজন মুসলিমের কাজ হচ্ছে, তার হাতে এবং জিভের দ্বারা অন্যরা নিরাপদ থাকবে।” 

—(বুখারী) ☪🕌

 

আল্লাহ্ তা’আলা বলেন: “তুমি যদি ভালো আচরণ কর, তবে তা তোমার জন্য কল্যাণ।” 

— (সূরা আল-ইসরা, 17: 7) ☪🕌

 

সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায়

— আল হাদিস ☪🕌

 

একজন মুসলিম হিসেবে সত্য বলার সাথে তুমি মিথ্যা না বলা

— সূরা আল আহযাব আয়াত ৭০ ☪🕌

 

সত্য সবসময় জয় পেতে থাকে এবং সত্যের প্রতি মুসলিমদের বিশ্বাস থাকে

— সূরা আল আহকাফ আয়াত ৭ ☪🕌

 

সত্য ও শয্যা সম্পর্কিত কাজে সত্য বলা আবশ্যিক

— সূরা আল আহযাব আয়াত ৭০ ☪🕌

আরো পড়ুনঃ-  মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস - চোখ নিয়ে ক্যাপশন

 

যে ব্যক্তি সত্য কথা বলে সে সব সময় শান্তিতে থাকে

— জেরেমিয়াহ ☪🕌

 

সত্য পাওয়া দুর্লভ কিন্তু বলতে আনন্দদায়ক

— এমিলির দি এমিলি ডিকিন্সন ☪🕌

সর্বোপরি আমরা একথা বলতে পারি, মানুষের জ্ঞানের ভান্ডার সুপ্ত অবস্থায় থাকে সেই সুপ্ত জ্ঞানকে বিকশিত করার জন্য মহান মনীষীদের মহান বাণী গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোপরি চেষ্টা করে যাব, তাহলে আমাদের জীবনে সময় গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারব। এই ‘ খারাপ ব্যবহার নিয়ে ইসলামিক উক্তি ‘ জীবনকে নতুনভাবে পরিচালিত করতে সাহায্য করবে ।

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি

ইসলামের মৌলিক ও কেন্দ্রীয় একটি ধারনা হচ্ছে বিশ্বাস। এটি এমন একটি শক্তি যা, একজন মুমিনের জীবনকে আলোকিত করে তুলে এবং প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করে। ইমান বা বিশ্বাসের শক্তি না থাকলে দিশাহীন হয়ে পড়ে মানুষের জীবন।

ইসলামে বিশ্বাস শুধু এক ধরনের ধারনা নয়, বরং এটি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য এবং তার আদেশ ও নির্দেশ মেনে চলার অঙ্গীকার। 

বিশ্বাসের মূল ভিত্তি হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, তার আদেশের প্রতি আনুগত্য করা এবং প্রতিটি ধৈর্য ও তাওয়াক্কুল করা। একজন মুমিন জানে, পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লার ইচ্ছার অধীনেই হয়ে থাকে। আর এই বিশ্বাস তাকে ধৈর্যশীল করে তোলে, আত্নবিশ্বাস জোগায় এবং প্রতিকুল পরিস্থিতেও আশা হারায় না।

আপনারা যারা ‘বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি’ লিখে গুগলে সার্চ করেন তাদের জন্যই আজকের এই পোস্ট। আমি এই পোস্টে আপনাদের জন্য বাছায় করে ইসলামিক উক্তি লিখার চেষ্টা করছি। আশা করি এই উক্তিগুলো আপনাদের ভাল লাগবে।

“যে ব্যক্তি তার বিশ্বাসকে শক্তিশালী করে, আল্লাহ তাকে শক্তিশালীভাবে রক্ষা করেন।”⭐🕌

“যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তার জীবনের সকল দুর্যোগে শান্তি বজায় থাকে।”⭐🕌

“ইমান হলো আল্লাহর দেয়া প্রতিটি পরীক্ষায় ধৈর্যধারণ করা।”⭐🕌

“তাওয়াক্কুল মানে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা।”⭐🕌

“ধৈর্যশীলরা আল্লাহর কাছে সর্বদা প্রিয়।”⭐🕌

“বিশ্বাসের গভীরতা আপনার প্রার্থনার গভীরতায় প্রতিফলিত হয়।”⭐🕌

“যখন আপনি আল্লাহকে ডাকেন, তখন আপনার বিশ্বাস আপনার দোয়ার মূল ভিত্তি হয়।”⭐🕌

“প্রার্থনা সেই সেতু, যা আল্লাহর সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করে।”⭐🕌

“বিশ্বাসী ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হলো তার প্রার্থনা।”⭐🕌

“প্রার্থনা শুধু শব্দ নয়, এটা আল্লাহর সাথে আপনার গভীর সংযোগের প্রতিফলন।”⭐🕌

“বিশ্বাস হলো পরকালের প্রতি সত্য ও পরিপূর্ণ আস্থা।”⭐🕌

“যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, সে তার এই জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে।”⭐🕌

“আল্লাহর প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, কারণ তিনি পরকালে ন্যায় বিচার করবেন।”⭐🕌

“যে ব্যক্তি তার বিশ্বাসকে পরকালের সাথে সংযুক্ত করে, সে জীবনে সাফল্য লাভ করে।”⭐🕌

“আল্লাহর কাছে প্রত্যাবর্তন একটি সত্য, যা প্রতিটি বিশ্বাসীর মনে স্থির করা উচিত।”⭐🕌

“বিশ্বাস হলো আল্লাহর প্রেমে পূর্ণ সমর্পণ।”⭐🕌

“আল্লাহকে যারা ভালোবাসে, তাদের জন্য কোনো বাধা, বাধা হয়ে দাঁড়ায় না।”⭐🕌

“বিশ্বাসী হৃদয় আল্লাহর প্রতি ভালবাসায় পূর্ণ থাকে।”⭐🕌

“আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সবসময়ই সেরা।”⭐🕌

“আল্লাহ যা করেন, তা আপনার কল্যাণের জন্যই করেন।”⭐🕌

“আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো, তাই তার উপর নির্ভর করুন।”⭐🕌

“আল্লাহর নির্দেশের বাইরে কিছুই ঘটে না, তাই তার উপর আস্থা রাখুন।”⭐🕌

“আল্লাহর কালাম (কোরআন) হৃদয়কে শান্তি ও সুস্থিরতায় পূর্ণ করে।”⭐🕌

“কোরআন হলো আল্লাহর কথা, যা বিশ্বাসী হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়।”⭐🕌

“সহিষ্ণুতা হলো বিশ্বাসের একটি বড় গুণ।”⭐🕌

“যে ব্যক্তি ধৈর্য ধরে, তার বিশ্বাসের জোর কখনো কমে না।”⭐🕌

“সহিষ্ণুতার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আরও বেশি পুরস্কার পাওয়া যায়।”⭐🕌

“ধৈর্য হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থার একটি প্রতিফলন।”⭐🕌

“আত্মনিয়ন্ত্রণ একজন বিশ্বাসীর চরিত্রের অন্যতম গুণ।”⭐🕌

“আত্মনিয়ন্ত্রণ হলো এমন একটি গুণ, যা বিশ্বাসীদের জীবনে আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে।”⭐🕌

“বিশ্বাসী সেই, যে জ্ঞানের আলোতে আল্লাহর পথে চলে।”⭐🕌

“আল্লাহর প্রতি বিশ্বাস ও জ্ঞান একসাথে মুমিনের জীবনকে পূর্ণতা দেয়।”⭐🕌

“জ্ঞানের শক্তি দিয়ে বিশ্বাসকে মজবুত করা যায়।”⭐🕌

“আল্লাহর দান করা জ্ঞান হলো মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত।”⭐🕌

“বিশ্বাস ও জ্ঞান একে অপরকে শক্তিশালী করে।”⭐🕌

“আল্লাহর জ্ঞান সীমাহীন, আর বিশ্বাসী সেই জ্ঞানের সন্ধান করে।”⭐🕌

একজন মুমিনের জীবনের ভিত্তি ও প্রতিটি কাজের প্রেরণা হচ্ছে বিশ্বাস। আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস, তাওয়াক্কুল, ধৈর্য এবং সহিষ্ণুতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখায়। ইসলামিক বিশ্বাস শুধু আল্লাহকে মেনে চলা নয়, বরং তার পরিকল্পনা ও ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা।

এই উক্তিগুলো ইসলামের মৌলিক শিক্ষার ওপর ভিত্তি করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বাসের গুরুত্বকে তুলে ধরেছে। 

আল্লাহর প্রতি ভালবাসা ও আস্থা রেখে চললে, দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সফলতা অর্জন করা সম্ভব। তাই আমাদের উচিত প্রতিটি কজে আল্লার উপর নির্ভর করা ও বিশ্বাসের আলোকে জীবন পরিচালিত করা। আল্লাহ আমাদের সবার ইমানকে শক্তিশালি করুন এবং তার পথে চলার তাওফিক দান করুন। আমিন।

লেখকের শেষ মতামত

নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপদেশ ইসলামের সত্যের পথে জীবনের নির্দেশনা দেয়। তার শিক্ষামূলক জীবন সত্যের প্রতি মুসলিমদের উপদেশ প্রদান করে। তাই আমাদের মুসলমানদের সবার উচিত সত্য কথা বলা।

এই ছিল আজকের ইসলামিক শিক্ষামূলক উক্তি ও সত্য নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি ইসলামিক শিক্ষামূলক উক্তি জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও ইসলামিক শিক্ষামূলক উক্তি সম্পর্কে জানতে পারবে।

Leave a Comment