ফাটাফাটি হাসির ছন্দ – মিষ্টি হাসির ছন্দ

হাসির ছন্দ নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হাসির ছন্দ খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আ পনার জন্য অনেক সহায়ক করতে পারে। আর্টিকেলটি থেকে আপনি হাসির ছন্দ নিয়ে ও এই সম্পর্কিত বিভিন্ন ধরনের ছন্দ পেয়ে যাবেন।

ফাটাফাটি হাসির ছন্দ

হাসির ছন্দ গুলো অনেক মজাদার হয়ে থাকে। হাসির পড়ে মনকে অনেক ভালো করা যায়। কাউকে মেসেজে হাসির ছন্দ পাঠিয়ে তাকে অনেক খুশি/ মজা দেওয়া যায়। এছাড়া ছন্দগুলো সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস কিংবা ছবির ক্যাপশন হিসাবেও দেওয়া যেতে পারে।

ফাটাফাটি হাসির ছন্দ, মিষ্টি হাসির ছন্দ, নীল আকাশ নিয়ে ছন্দ, নিশি রাতের ছন্দ, নির্ঘুম রাতের স্ট্যাটাস ইত্যাদি বিভিন্ন ধরনের হাসির ছন্দ আর্টিকেলটিতে পেয়ে যাবেন। তাহলে চলুন আর বিলম্ব না করে আর্টিকেলে থাকা হাসির ছন্দগুলো দেখে নেওয়া যাক।

আমাদের মধ্যে আবার অনেকই আছে হাসির ছন্দ বা জোকস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান । হাসির জোকস পড়ে কে আনন্দ পাওয়া যায় তেমনি ছন্দ বলে অন্যেকে হাসানো যায় । এটি এক ধরণের ইউনিক কাজ । হাসির ছন্দ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে যে কেউ পড়ে আনন্দ পাবে । হাসির ছন্দ লেখা এক ধরণের মহৎ কাজ ।

ফাটাফাটি হাসির ছন্দ

তুমিও একা, আর আমিও একা প্রেম জমবে “ঝাকানাকা”।😁

এমন কোন সাহসী মেয়ে কি নাই? যে আমাকে Propose করবে?😁

বাচার মত বাচতে চাই আমার একটা তুমি চাই!😁

মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটেনা কেন জানেন? কারণ! তারা দাত মাজে না।😁

গরিবের নুন আনতে পান্তা ফুরায় বেকারের বউ আনতে যৌবন ফুরায়। বাণীতেঃ কালের কণ্ঠ।😁

নোয়াখালীর মানুষ কত্তো লাকি রে ভাই ওদের ফাক ঘর আছে নোটঃ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা😁

 

বাদাইমা তর নানি কি ভাবে মরলো

অসুখ হইসাল মরছে।😁

 

আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস

খেয়ে গেল গরু দিয়ে গেল বাশ।😁

 

বন্ধু তুমি খবর নিও চুপি চুপি

কাছে এসে ভালোবেসো করো না কার চুপি।😁

 

তুমি আমায় দিলে ডাক হয়ে যাবো পাগল

কথায় কথায় বলো তুমি আমায় ছাগল।😁

 

আমি হলাম রাখল তুমি হলে গরু

তোমায় আমি চড়াবো মাঠেরি ওই কোণে।😁

 

বন্ধু তুমি আসো আমাদের বাড়িতে

তোমাকে খাইতে দেবো হাঁড়িতে

যাইতে দিব নাকো বাড়িতে

তুমি থাকবে শুধু গোয়ালে।😁

 

প্রেমের টানে বিদেশে গেছি

দেশে নাই কেউ এখন ভাবি কেউ 

কেউ কথা বলে না মোর সাথে 

আমার যোগ্যতা নেই ভালোবাসার কাছ ।😁

 

বন্ধু তুমি খবর নিও চুপি চুপি

কাছে এসে ভালোবেসো কর না কার চুপি

তুমি দিলে আমায় ডাক হয়ে যাবো পাগল 

কথায় কথায় কেন বলো তুমি আমায় ছাগল।😁

 

আমি হলাম রাখাল তুমি হলে গরু

তোমায় আমি চড়াবো মাঠেরি ওই কোনে।😁

 

ভালো তো তাকেই বাসা যায় 

যে ভালোবাসার মর্ম দিতে জানে 

দূরে তাকে ঠেলা যায় 

যে ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষকে বুঝেনা ।😁

 

পাঠাইছো ফ্রেন্ড রিকুয়েস্ট

দিয়া প্রোফাইলে তালা

বুঝবো কেমনে তুমি 

সাদা না কালা ।😁

 

তুমি ও একা 

আমি ও একা এভার

আমাদের প্রেম জমবে ঝাকানাকা।😁

 

তুমি যদি হও চুলা আমি হবো আগুন

তোমার সাথে আরি হবে আমার সাথে দ্বিগুণ।😁

 

ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোমারে 

আরো পড়ুনঃ-  সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা - ভালোবাসা নিয়ে ক্যাপশন

আমি হব প্রেমিক পুরুষ আর তুমি হব রাগি প্রেত্নি ।😁

 

আমি কালো তুমি সাদা জমবে এবার সাদা কালা

মনে রং লেগেছে সাদা কালা জমবে এবার খেলা 

 

ভাই তো বসে আছি তোমার তরে

রং নিয়ে আজ খেলা হবে মনে মনে ।😁

 

কারো চেহেরা নিয়ে করো না গো অবহেলা

দিন শেষে পাবে তুমি যন্ত্রনা

তুমি যদি লাউ হও আমি হব কদু

বৃষ্টি ভেজা এই রাতে তুমি আমার বধু।😁

 

আই ছেরি প্রেম করি 

ডুকাই আর বের করি।😁

 

বিয়ে বাড়িতে সব থেকে 

বেশি কষ্ট কে পায় জানো কি ? জামাই

কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে ভাবে 

এত দিন এই গুলো কই পালাই ছিল ।😁

 

Husband: বাচ্চা কান্না করে ওকে দুধ দাও।

Wife: খাচ্ছে না তো।

Husband: খাবে না মানে? ও খাবেনা ওর বাবা খাবে।

Wife: হারামজাদা চুপ😁

মিষ্টি হাসির ছন্দ

আম গাছ জাম গাছ সব মেয়েরা চিটিংবাজ।🤭

আমি এক তুমি এক আমরা মিলে দুই।🤭

আমি ফুল তুমি কলি ভালোবাসা নিয়ে টানাটানি।🤭

বিটল বিস্কুট খেতে খেতে যায় বেলা।🤭

Arrange Marriage হলো জ্যামিতির উপপাদ্যের মতো। জোড় করে হলেও মিলিয়ে দেওয়া হয়।🤭

প্রপোজ যদি করো তুমি লাল গোলাপ দিয়ে লকডাউনের পরে আমি করবো তোমায় বিয়ে।🤭

Bf থাকতেও ফ্রেন্ড রিকুয়েস্ট দেছ। কয়ডা লাগে তোর??🤭

In a Open Relationship মানে কি আবার? জামা খুইলা রিলেশন করতে হয় নাকি Bhai?🤭

জিজ্ঞেস করলাম ভাই, আম পিওর ল্যাংড়া তো? আম ওয়ালা-দেখছেন না! চলতে পারছে না। তাই, ভ্যানে করে ঘোরাচ্ছি।🤭

আসল বোকা তো তারাই। যারা post দেখে ভাবে এটা নিশ্চয়ই ওর সাথে হয়েছে। তাই হয়তো এমন post করেছে।🤭

Someone: সময় পাইলে কি করেন? Me: SIM কম্পানির মেসেজ ডিলিট করি।🤭

যেহেতু! আমি ন্যাকামি করতে পারি না। সেহেতু! আমি সবসময় সিঙ্গেলই থাকবো।🤭

চিক চিক করে বালি কোথাউ নেই কাদা ফেইসবুক ঢুকে দেখি কালো মেয়ে সাদা 😄।🤭

 

আজ কাল যুগের Relation..

মেয়েঃ বাবু একটা জিনিস চাই দিবা।

ছেলেঃ কী?

মেয়েঃ Fb password টা দাও।

ছেলেঃ Breakup🤭

 

Gf: love you বাবু

Bf: love you too কলিজার টুকরা

Gf: টুকরা কেন? সত্যি কইরা ক বাকিটা কারে দিছো?🤭

 

মিষ্টি প্রেমের দুষ্টু কথা ভালোবেসো আমায়

ভালবেসে সুখ দিও কষ্ট দিও না,

সুখের বোঝা বইতে চাই কষ্টের বোঝা না।🤭

 

পথ হল আঁকা বাঁকা

তুমি বন্ধু তার চেয়েও বেশি বাঁকা।

তুমার মন আঁধার কালো

বাইরে তুমার চকচকা।🤭

 

ভালোবেসে আদর করো সোহাগ করো না

বাপের বাড়ি যাইতে চাও কথা শুনো না

এইবার তুমি যেয়ে দেখো আর আনব না।🤭

 

তুমি আমি ফুলের কলি

গানে গানে সুর তুলি

তুমি আমার ঢল আমি তোমার তবলা।🤭

 

কথায় কথায় দাও বকা কথা বলো না

আমায় তোমার ভালো লাগে না

নতুন পেয়ে ভুলে গেছো আমি তোমার কে?🤭

 

আমি আকাশ তুমি ঘুড়ি

সুতো হবে টানাটানি।

ছিটকে পড়বে তুমি

আমার বুকে এই আকাশে।🤭

নীল আকাশ নিয়ে ছন্দ

আজ আকাশ মেঘলা, মনটাও কি তাই? 🌨️🩵🎐

আকাশে চাঁদ উঠলে, মনটা আলোয় ভরে যায়।🌨️🩵🎐

নীল আকাশের নিচে বসে পুরনো দিনের গল্প বলা।🌨️🩵🎐

আকাশের দিকে তাকালেই হারিয়ে যেতে ইচ্ছে করে।🌨️🩵🎐

নীল আকাশ আর শান্ত বাতাস, যেন ভালোবাসার চিঠি।🌨️🩵🎐

সূর্যোদয় আমাদের শেখায়, প্রতিটি রাতের শেষে একটা নতুন সকাল আসে। তাই জীবনের অন্ধকার সময় কখনোই চিরস্থায়ী নয়, একটু ধৈর্য ধরলেই আলো আসবে!🌨️🩵🎐

আরো পড়ুনঃ-  মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস - চোখ নিয়ে ক্যাপশন

যখন জীবন ক্লান্তিকর মনে হয়, আকাশের দিকে তাকিয়ে থাকি। কারণ আকাশ আমাকে শেখায়, দুঃখ যত বড়ই হোক, সে কখনো চিরস্থায়ী নয়। নতুন আলো সবসময় আসবেই!🌨️🩵🎐

আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা শুরু করো, কারণ স্বপ্ন দেখার মধ্যে কোনো বাধা নেই। শুধু বিশ্বাস রাখো, একদিন এই স্বপ্নই তোমার বাস্তবতা হবে!🌨️🩵🎐

আকাশের বিশালতা আমাদের বলে, জীবন কখনো ছোট নয়। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয়, তাহলেই বুঝতে পারব, অসীম সম্ভাবনার জগতে আমরা বাস করছি!🌨️🩵🎐

রাতের আকাশের তারা বলে, অন্ধকারের মধ্যেও জ্বলে ওঠা সম্ভব। তোমার জীবনেও যদি অন্ধকার নেমে আসে, তবে নিজেকে একটা তারা বানাও—অন্ধকারের মধ্যেও আলো ছড়াও!🌨️🩵🎐

নীল আকাশের মতোই আমাদের মন হোক বিশাল, যেখানে ছোটখাটো দুঃখ টিকে থাকতে পারে না, আর যেখানে নতুন স্বপ্ন প্রতিদিন উড়ে বেড়ায় মুক্ত বাতাসে!🌨️🩵🎐

আকাশের মতো সম্পর্ক হওয়া উচিত—যেখানে স্বাধীনতাও থাকে, ভালোবাসাও থাকে। একে অপরের জন্য জায়গা ছেড়ে দিয়ে একসাথে এগিয়ে যাওয়াই সত্যিকারের ভালোবাসা!🌨️🩵🎐

 

মেঘলা ও নীল আকাশ নিয়ে কবিতা

নীল আকাশের গভীর টানে,

মনের মাঝে জাগে গানে।

বিস্তৃত তার স্বপ্ন ডানা,

ছুঁতে চায় যে অজানায় সীমানা।🌨️🩵🎐

 

কখনো নীল, কখনো মেঘ,

আকাশ রাখে হাজার রেখ।

রোদ ঝরে আর বৃষ্টি আসে,

রঙিন আলো মিশে হাসে।🌨️🩵🎐

 

সন্ধ্যা হলে রাঙা রঙে,

মিশে যায় মন স্মৃতির ঢঙে।

তারার মেলা, চাঁদের আলো,

রাত্রি জুড়ে মায়ার পালা।🌨️🩵🎐

 

আকাশ আমায় ডাকে দূরে,

স্বপ্ন ভাসায় নীলের সুরে।

আমি উড়ি, হারাই সেথা,

আকাশ আমার মুক্তি পথা।🌨️🩵🎐

নিশি রাতের ছন্দ

রাতের নিশি গর্জায়, তারার ঝলমিলানিও ম্লান হয়ে যায়। ভাঙা হৃদয়ের সুরে কষ্টেরই গান। চারপাশে নিস্তব্দ্ধতা, ঘুমের কোনো সাড়া নেই। স্মৃতি আর বিশ্বাসের অবশেষ জ্বালা দেয়। রাত বাড়ে, আশা ক্ষীণ হয়। তখন নির্ঘুম রাতের কষ্ট কমায় এমন ছন্দের ছোঁয়ায়ঃ

 

রাতের নিশি গভীর হয়, চাঁদের আলো ম্লান,

হৃদয়ের ভেতর কষ্টের আগুন জ্বলে বিষাদ গান।🌃🥀

 

ঘুমের কোনো সাড়া নেই, চোখ জলে অশ্রুর ধারা,

স্মৃতির ছায়া এসে নাড়ে, মনের শান্তির ঠিকানা কোথায় কারা?🌃 🥀

 

একাকী বিছানায় কেবল ফিরি ফিরি কিসের ওজুহাত,

ভালোবাসা হারিয়েছি কোথায়, জীবন হয়েছে এতো লুটপাট।🌃 🥀

 

তারার ঝলমিলানি আর মুখ ফিরিয়েছে দূরে,

কষ্টের ঢেউয়ে ভাসছি, পার হব কি সুদুরে।🌃🥀

 

বিশ্বাসের ফুল ম্লান হয়েছে, প্রতারণার কাঁটা ফুটেছে,

সুখের স্বপ্নের রঙগুলি, এখন নিঃশব্দে মরে গেছে।🌃🥀

 

অতীতের স্মৃতি এসে বাজে, মধুর গানের সুর,

কিন্তু বর্তমানের বাস্তবতা, মুছে দেয় সব আশার স্বপ্নের দুয়ার।🌃🥀

 

রাতের আঁধার গভীর হলে, মনে জাগে অস্থিরতা,

কোনো সান্ত্বনার কথা নেই, শুধু কান্নার অঝোর ঝড়।🌃🥀

 

নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বুকে জমে কষ্টের পাথর,

এই নির্ঘুম রাতে কেউ নেই, শুধু লড়াই চলতে থাকে সাথে নিজের।🌃🥀

 

চোখের পাতা ভারী হয়েছে, ঘুমের কোনো সাড়াশব্দ নেই,

কষ্টের গল্প শোনায় মন, রাতের নিশি মেলায় তিমিরেই।🌃🥀

 

কষ্টের মেঘে ঢাকা আকাশ, তারার আলোয় দেখা নেই,

এই অন্ধকার কবে কেটে যাবে, মন খুঁজে ফেরে হারিয়ে ফেলি খেই।🌃🥀

 

ফোনের স্ক্রিন জ্বলে জ্বলে, অপেক্ষার নিঃশ্বাস বয়ে যায়,

কোনো মেসেজ আসে না তার, নিশি বিরাতে মন কাদে হায়।🌃🥀

 

বাতাস এসে কানে ফিসফিস করে, ভালোবাসার কথা বলে যায়,

কিন্তু সেই মানুষটি এখন দূরে, শুধু একা নিঃশ্বাস ফেলে যায়।🌃🥀

আরো পড়ুনঃ-  নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ও শুভেচ্ছা

 

ভাঙা স্বপ্নের টুকরোগুলি, মনে জাগায় অতীতের স্মৃতি,

চোখের কোণে জমে থাকে অশ্রু, কষ্টের নিঃশব্দ কবিতার আকুতি।🌃🥀

 

স্মৃতির পাতা খুলে যায়, সুখের দিনের গল্প বলে,

কিন্তু বর্তমানের বাস্তবতা, সব স্বপ্নকে বিকিয়ে দেই জাতাকলে।🌃🥀

 

জানি, সকাল আসবেই, আলো ফুটবে আকাশে,

কিন্তু এই দীর্ঘ নির্ঘুম রাত কাটাতে, কিছু কথা পাঠিয়ে দেই বাতাসে।🌃🥀

নির্ঘুম রাতের স্ট্যাটাস

অনিশ্চয়তা আমাকে গ্রাস করে ফেলেছে। প্রতিটি মুহূর্ত বুকে জ্বালা ধরিয়ে চলেছে। কেন এত কষ্ট? কী করেছি আমি? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে মনে। কিন্তু জানি, সকাল আসবেই, আলো আসবেই। হাল ছেড়ে দেব না, লড়াই করে যাব। নিজের মধ্যে আশার আলো খুঁজে বের করব। 

রাতের নিস্তব্ধতায় যখন ঘুমের দেবতা দূরে থাকে, তখন জেগে থাকাটা হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণা। মনের ভাবনাগুলো ঝড়ের মতো, শান্তির কোনো ঠিকানা নেই। তখন প্রয়জন হয়, গভীর রাতের কষ্টের স্ট্যাটাস তাই দেখে নিতে পারেন আমাদের এই সেরা নির্ঘুম রাতের স্ট্যাটাস গুলিঃ

অজস্র মানুষ, তবুও আমার বুকে নিঃসঙ্গতা হামাগুড়ি দেয়।☪️💜

আমি ভুলে গেছি, আমি আবার জেগে উঠবো, কিন্তু এই নির্ঘুম রাতগুলি ভুলব না।☪️💜

সব আমার ভুল, ভুল বলেই ভুল মানুষের জন্য, জীবন বিলিয়ে দিলাম।☪️💜

ভুলে যাওয়া প্রেমের সব অনুভূতি মাথায় রেখে কখনো কেঁদেছেন?☪️💜

আমার নিজের চিন্তা থেকে বিরতি দরকার, দরকার গভীর রাতে স্বপ্ন দেখার এক প্রিয় মুখ।☪️💜

স্মৃতি কষ্ট দেয়, কষ্টের মাত্রা সমানুপাতিক যখন আঁধার ঘনিয়ে আসে।☪️💜

আর না. আমি আর ভাবতে চাই না, সেইসব দিনের কথা , তুমি আমি আর পৃথিবীটা আমাদের ছিল।☪️💜

প্রিয়জন কক্ষনো পরজন হয় না, আর হলে সে প্রিয়জন না।☪️💜

আমার কত রাত কেটেছে তোমার কথা ভেবে, আজ তুমি আলো জ্বালো অন্যর ঘড়ে।☪️💜

কত কাল চাইলাম তরে, পেলাম না তোমার আকার, এখন শুধু স্বপ্ন আছে , তোমার ছবি নির্বাকার।☪️💜

আবার আসিবে রজনি প্রিয়, দেখিব আবার স্বপন তোমার, ফিরে আস মোর ঘড়ে, দেখা চাই তোমার।☪️💜

প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম, প্রতিটি চোখের পলকে তোমার স্মৃতি। কী নিষ্ঠুর এই বিচ্ছেদ!☪️💜

শুধু একটা স্বপ্ন দেখতে চাই, যেখানে তুমি আছো। এই নির্ঘুম রাত কাটাতে এটুকুই যথেষ্ট।☪️💜

দূরত্ব থাকতে পারে, কিন্তু ভালোবাসা অটুট থাকবে। সকাল আসবেই, আবার দেখা হবেই।☪️💜

জানি, এই বিচ্ছেদ সাময়িক। তোমার জন্য অপেক্ষায় থাকব, প্রতিটি সূর্যোদয়ের সাথে।☪️💜

তারার ঝলমিলানিতে তোমার চোখের আভা খুঁজে ফেলি। এই আশায়ই কাটছে রাতের নিশ্চিন্দ্রতা।☪️💜

কোথায় আছো তুমি এখন? নিশ্চয়ই আমার মতোই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তোমাকেও?☪️💜

কখন আবার তোমার হাত ধরে হাঁটবো? কখন আবার তোমার কাছে ফিরে যেতে পারব?☪️💜

দূরত্ব কি আমাদের ভালোবাসাকে কমিয়ে দিতে পারে? এই প্রশ্নই ঘুম হারিয়েছে।☪️💜

শক্ত থাকো, এই বিচ্ছেদ সাময়িক। ভালো থাকো, তোমার জন্যই অপেক্ষায় আছি।☪️💜

ঘুম না আসলেও চলবে, মনের ভালোবাসা নিয়েই কাটাবো এই নির্ঘুম রাত।☪️💜

সকাল হবেই, আর সকালের আলোয় নতুন করে শুরু করব, তোমাকে ফিরে পাবার আশায়।☪️💜

লেখকের শেষ মতামত

এই ছিল আজকের ফাটাফাটি হাসির ছন্দ এবং মিষ্টি হাসির ছন্দ সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে ফাটাফাটি হাসির ছন্দ এবং মিষ্টি হাসির ছন্দ জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও ফাটাফাটি হাসির ছন্দ এবং মিষ্টি হাসির ছন্দ সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।

Leave a Comment