আমাদের জীবনে বাবা-মায়ের পর সব থেকে স্পেশাল মানুষ হচ্ছে প্রিয় মানুষ। আমাদের সবার জীবনে যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটি বারবার ঘুরে ঘুরে আসে। সেই দিনটি হচ্ছে আমাদের জন্মদিন। কিন্তু প্রিয় মানুষের জন্মদিন তো একটু স্পেশাল হবেই।
প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি । কিন্তু প্রথমত আমাদের প্রয়োজন প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, আপনার প্রিয় মানুষের জন্মদিন যেমন আপনার প্রিয়জনের কাছে অনেক স্পেশাল ঠিক একইভাবে ওই দিনটা আপনার কাছে অনেক স্পেশাল।
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় লিখে পাঠাতে চান? অথবা জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক উপায়ে প্রকাশ করতে চান? কিন্তু কোথাও কোন পছন্দ মত লেখা বা ভাষা খুঁজে পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলটি কেবলমাত্র আপনার জন্য।
এই আর্টিকেলে থাকছে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় পাঠাবেন আবার জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক উপায়ে কিভাবে করবেন। তাই আপনার দৃষ্টি আর্কষণ করছি। আরো জানবেন- জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা এবং শুভ জন্মদিন এর প্রিয় মানুষ সম্পর্কে স্ট্যাটাস।
প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
আমরা জানি প্রতিটি মানুষ এর জীবনে প্রেম ভালবাসা আসে, আর প্রতিটি বাঙালি মানুষ চাই তাদের প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া করতে। আমাদের মাঝে এমন অসংখ্য রোমান্টিক প্রেমিক-প্রেমিকা রয়েছে যারা তাদের প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন, একটি মানুষের জীবনে প্রতিবছর জন্মদিন আসে।
বর্তমানে প্রতিটি ছেলে এবং মেয়ের জীবনে বাবা ও মায়ের পর সব থেকে বেশি স্পেশাল/ গুরুত্বপূর্ণ মানুষটি হচ্ছে ভালোবাসার মানুষ। আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছিলাম সেদিনটি প্রতিবছর ঘুরে ঘুরে চলে আসে। আর সেদিন টি হল আমাদের শুভ জন্মদিন।🎂
আপনার প্রিয় ভালোবাসার মানুষের জন্মদিন যেমন ভাবে আপনার ভালোবাসার মানুষের কাছে স্পেশাল ঠিক সে রকম ভাবেই সেদিনটা আপনার কাছেও অনেক স্পেশাল।🎂
তুমি আমার স্বপ্নে থাকা সেই চাঁদ। তুমি সেই প্রিয় মানুষ যাকে আমি চাইতাম দিবা-রাত। তুমি আমার জীবনে অনেক বড় একটি পাওয়া, আমি কোন দিন তোমাকে হারাতে চাই না। শুভ জন্ম দিন।🎂
আমি আজকের এই শুভ দিনে তোমাকে একটি কথা বলতে চাই, আমি যেমন আছি তেমনি ভাবে যেন তোমার হয়ে থাকি। সারা জীবন যেন তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। শুভ জন্মদিন ৷🎂
তুমি আমার হৃদয়ের মাঝে হঠাৎ করেছো আগমন, এখন তুমি আমার হৃদয়ে করছো বাস তোমার প্রতি থাকবে আমার ভালোবাসা চিরকাল। শুভ জন্মদিন।🎂
তুমি আমার জীবনে এসে আমাকে বেঁচে থাকার মানেটা শিখিয়েছো। সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য নিজ হাতে তৈরি করেছে সারা জীবন ভালোবাসার জন্য। জন্ম দিনের শুভেচ্ছা নিও প্রিয়।🎂
আমি বার বার মুগ্ধ হয় তোমার এই নিম্পাপ ভালোবাসায়। আমি জীবনের শেষ মুহূর্তেও তোমার প্রেমে পড়তে চাই। শুভ জন্ম দিন।🎂
আজকের এই মুহুর্তটা আমার কাছে অনেক স্পেশাল। আমি সারা জীবন এই মুহূর্তটা মনে রাখতে চাই। কারণ আজ তোমার জন্মদিন। শুভ জন্মদিন।🎂
আজকের এই শুভ দিনে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। কারণ আজকের এই দিনের জন্য তোমায় আমি আপন করে পেয়েছি। শুভ জন্ম দিন।🎂
আজকের এই দিনটা অনেক আনন্দের ও স্মরণীয় একটি দিন। প্রিয়তম আজ তোমার জন্ম দিন। শুভ জন্ম দিন প্রিয়।🎂
আমার জীবন ছিল এলোমেলো, হঠাৎ তোমার আগমন করে আমার এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছো। তুমি আমায় শিখিয়েছ প্রেম, ভালোবাসা। অনেক ভালোবাসি তোমায় প্রিয়। শুভ জন্মদিন।🎂
প্রিয় আমার জীবনে তুমি আসার পর আমার জীবনটা পরিপূর্ণতা পেয়েছে। তোমাকে ছাড়া আমার জীবনটা সত্যিই অসম্পন্নই থাকতো। এরকম ভাবে সারা জীবন আমার হয়ে থেকো। শুভ জন্ম দিন।🎂
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়
আমরা সকলেই চাই আমাদের প্রিয় মানুষটি তার জন্মদিনে যেন কোন কষ্ট না পায় এবং সবসময় হাসি খূশি থাকে। তাদের এই খুশিকে দ্বিগুন করতে আমরা তাদের কিছু স্পেশাল টেক্সট পাঠানোর ইচ্ছা পোষণ করে থাকি। কিছু কি লেখবো মাথায় আসে না। তাই কিছু স্পেশাল টেক্সট নিয়ে হাজির হয়েছি, যাতে আপনি আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় পাঠাতে পারেন।
আজ আমার সেই মানুষটির জন্মদিন, যাকে আমার জীবনে আপন করে পাওয়া, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় উপহার। তোমায় সব সময় হ্যাপি রাখতে চাই। তোমর সকল কষ্টের অংশীদার হতে চাই। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।🎂
তুমি আমার জীবনে রংধনুর সাত রং, তোমায় জন্মদিনে আমাদের জীবন আরো রঙ্গিন হয়ে উঠুক, সৃষ্টিকর্তার কাছে এটাই আমার প্রার্থনা। শুভ জন্মদিন কলিজা।🎂
তোমার হাসিটা যেমন সুন্দর, তেমনি সুন্দর তোমার মন। তুমি আমার সেই জন যাকে জনম জনম পাশে রাখতে চাই। শুভ জন্মদিন প্রিয়তমা/প্রিয়তম।🎂
তোমার সাথে কাটানো প্রতিটি সময় আমার কাছে স্পেশাল, তোমাকে আমার করে রাখতে চাই। তুমি আমার কাছে সবচেয়ে বড় উপহার। তোমার দিনটি অনেক সুন্দর কাটুক। শুভ জন্মদিন আমার পৃথিবী।🎂
আজ তোমায় জন্মদিন, এই দিনটি তোমার জীবনে বার বার ফিরে আসুক। তোমার এই জন্মদিনের হাসিটা কখনো যেন ম্লান না হয়। তোমার জন্য ভালোবাসা রইলো। শুভ জন্মদিন আমার জান।🎂
আজ এই জন্মদিনের মত প্র্রতিটি দিন তোমাকে নিয়ে সাজাতে চাই, যেখানে থাকবে শুধু অসীম ভালোবাসা। সব সময় আমার হয়েই থেকো। ভালোবাসার অপর নাম তুমি। ভালোবাসি তোমায়, শুভ জন্মদিন আমার দুনিয়া।🎂
তোমরা জন্মদিনে, তোমার প্রতিটি স্বপ্ন নতুনভাবে সাজাও, পরিবার ও বন্ধুদের নিয়ে অনেক আনন্দে দিনটি আলোকিত হয়ে থাক তোমার জীবনে। আর আমাকে ভালো রেখো, আমি তোমাকে ভালো রাখবো। শুভ জন্মদিন আমার জীবন।🎂
তোমার এই জন্মদিনে তোমাকে চাঁদ, তারা যেটিই উপহার দেই না কেন, তোমার ভালোবাসার কাছে তা কমই মনে হবে। তোমাকে ছাড়া একটি দিন ও কল্পনা করতে পারিনা। আমার হাতটি সব সময় ধরে রেখো, আমাকে আগলে রেখো। শুভ জন্মদিন প্রিয়তমা/প্রিয়তম।🎂
তোমার জীবন হোক আনন্দ,
ভালোবাসা ও সাফল্যে পরিপূর্ণ|
জন্মদিনের শুভেচ্ছা!🎂
তোমার জীবন হোক আনন্দ,
ভালোবাসা ও সাফল্যে পরিপূর্ণ|
জন্মদিনের শুভেচ্ছা!🎂
“তুমি আমার স্বপ্ন, তুমি আমার হৃদয়ের গান,
জন্মদিনে তোমায় জানাই প্রেমের অগণিত প্রণাম।
তোমার হাসিতে পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে,
শুভ জন্মদিন প্রিয়তম, তুমি থাকো চিরকাল ভালোবাসার ছোঁয়ায় মাখা।”🎂
“তোমার জন্মদিনে আজ আমার পৃথিবী উজ্জ্বল,
যতটুকু ভালোবাসা আছে, ততটুকুই তোমায় দিলাম আজ।
প্রতিটি মুহূর্তে তোমায় চাওয়ার মতো আমি সুখী,🎂
“তোমার চোখে যেন এক আকাশ,
তোমার হাসিতে হারিয়ে যাই প্রতিনিয়ত।
জন্মদিনে তোমার পাশে থাকতে চাই চিরকাল,
শুভ জন্মদিন প্রিয়, তুমি থাকো আমার জীবনভর।”🎂
“প্রিয়, তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাই হাজারো বার,
তোমার প্রেমে হারিয়ে যাওয়া জীবনে আমি থাকব সারা বছর।
তোমার সাথে প্রতিটি দিন হতে চাই আনন্দের উৎস,
শুভ জন্মদিন, তুমি থাকো আমার হৃদয়ের একমাত্র সঙ্গী।”🎂
“তুমি আমার জীবন, তুমি আমার ভালোবাসা,
জন্মদিনে তোমায় জানাই একান্ত শুভেচ্ছা।
তোমার সাথে প্রতিটি দিন যেন এক নতুন প্রেমের কবিতা,
শুভ জন্মদিন, তুমি থাকো চিরকাল আমার কাছে প্রেমের ছোঁয়ায়!”🎂
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা মেসেজ
কে না চায় তার প্রিয় মানুষটির জন্মদিন বিশেষ করে তুলতে। সেজন্য কেবল মাত্র শুভেচ্ছা জানালেই হয় না। তার জন্য আলাদা কিছু করে তাকে অবাক করে দিন। এমন কিছু করার চেষ্টা করুন যাতে সে অনেক বেশি খুশি হয়। তার পাশাপাশি কিছু আনকমন শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস পাঠিযে দিন। তাহলে সে আরো অনেক খুশি হবে। চলুন কিছু প্রিয় স্ট্যাটাস সম্পর্কে জানি-
তুমি আমার প্রিয়জন, যার জন্মদিন মানেই নতুন কিছু স্বপ্ন আর ভালোবাসাময় একটি বিশেষ দিন। এই দিন কাটুক আমাদের অনেক হাসি, আনন্দে। শুভ জন্মদিন প্রিয়।🍰
শুভ জন্মদিন ভালোবাসার মানুষ। আজ তোমার কাছে এই দিনটি অনেক বেশি স্পেশাল, সেই জন্য আমার কাছে ও স্পেশাল। কারণ তুমি আমার সবচেয়ে আপন এবং প্রিয়জন। ভালোবাসি তোমায়।🍰
তুমি আমার কাছে এমন একজন, যার কাছে মুখ ফুটে কিছু বলতে হয় না। যে কিছু না বলতেই সবকিছু বুঝে যায়। আমার সেই মানুষটির আজ জন্মদিন। জানিনা কি বলে তোমাকে শুভ কামনা জানাবো। শুধু এতটুকু জানি, তুমি আমার শুরু, তোমাতেই আমার শেষ। শুভ জন্মদিন আমার জীবন সাথী।🍰
তুমি আমার জীবনে সেই ধ্রুব তারা, যে আমার সুখ দুঃখে সবসময় জ্বলতে থাকে। শেষ নিশ্বাস পর্যন্ত এভাবেই আমার পাশে থেকো। তোমার সাথে রেখো। শুভ জন্মদিন জান।🍰
শুভ জন্মদিন প্রিয়তম। তুমি আমার জীবনের সেই সুন্দর অনুভূতি, যা সব সময় ভাবতে ভালো লাগে, যেগুলো আকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কখনো ছেড়ে যেয়ো না। তোমার জন্য শুভকামনা রইলো তুমি সফল হও। আমাকে তোমার করে নাও।🍰
তুমি আমার সেই বন্ধু যার কাছে কোন কিছু গোপন করতে হয় না। যে আমার সব সময় কেয়ার করে আমাকে আগলে রাখে। প্রতিটি মহুত রাঙ্গাতে আমার কেবলমাত্র তোমাকেই চাই। শুভ জন্মদিন প্রিয়তমা।🍰
মনে পড়ছে সেই দিনটির কথা, যেদিন তোমার সাথে আমার কথা হয়েছিলো, সেদিন ও ছিলো তোমার জন্মদিন। আর আজ তুমি সেই অপরিচিত মানুষটি আমার কত আপন। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। শুভ জন্মদিন আমার ভালোবাসা।🍰
তুমি আমার সেই বই যাকে সাড়া দিন পড়তে ইচ্ছে করে, যার প্রতিটি পাতায় নতুন অধ্যায়ের শুরু হয়। সেই বইয়ে কখনো ধূলো জমতে দিবো না। অনেক যত্নে আমার বুকে রেখে দিবো। আমায় ভালো রেখো। শুভ জন্মদিন জান।🍰
জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন
স্বপ্নগুলো সত্যি হোক
পূরণ হোক আশা
আজকের এই বিশেষ দিনে
তোমাকে জানাই
জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা
💟 শুভ জন্মদিন 💟
আর তোমার জন্মদিন
জীবন হোক তোমার রঙিন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোনদিন
তোমাকে জানাই
💟 শুভ জন্মদিন 💟
তুমি আমার সেই চাঁদ
যাকে নিয়ে স্বপ্ন দেখি সারা রাত
💟 শুভ জন্মদিন 💟
তোমার এই বিশেষ দিনে কামনা করি
তোমার জীবন আনন্দে ভরে উঠুক
সুখে থেকো সারা জীবন
আজ তোমার জন্মদিন
এলো যে খুশির শুভ দিন
💟 শুভ জন্মদিন 💟
সর্বদা থাকে যেন তোমার মন
এমনই আনন্দে ভরা রঙিন
পিছনের ব্যর্থ অতীত ভুলে
সামনের সাফল্যের দিকে এগিয়ে চলো এই শুভকামনা
💟 শুভ জন্মদিন 💟
হৃদয়ের মনিকোঠায় তোমাকে দিয়েছি ঠায়
তোমার এই শুভ দিনে তোমাকে জানাই
💟 শুভ জন্মদিন 💟
জীবনের শুরুতে ছিলে
থাকবে আজীবন
মরণ আসিলে তবে
একসাথে মরিব দুজন
💟 শুভ জন্মদিন 💟
তুমি রয়েছ প্রতিটা নিঃশ্বাসে ও বিশ্বাসে
তুমি রয়েছ হৃদয়ের মনি কোঠায়
তুমি রয়েছো স্বপ্নে ও জাগরনে
সারা জীবন থাকবে দুই নয়ন জুড়ে
💟 শুভ জন্মদিন 💟
তোমার এই জন্মদিনে তোমাকে জানাই
হৃদয়ের অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা
💟 শুভ জন্মদিন 💟
তোমার এই বিশেষ দিনে কামনা করি
তোমার জীবনে আনন্দে ভরে উঠুক
সুখে থেকো ভালো থেকো সারা জীবন
এই দিনটি তোমার জীবনে
বার বার ফিরে আসুক
💟 শুভ জন্মদিন 💟
শুভ হোক শুভ হোক
তোমার শুভ জন্মদিন।
স্বপ্নগুলো সত্যি হোক
আশাগুলো পূরণ হোক
আগামী দিনগুলো হোক রঙিন।
সুখে আনন্দে কাটুক প্রতিদিন
আনন্দ সুখ আর ভালোবাসাতে জীবনটা হোক ধন্য
রইল শুভকামনা তোমার জন্য
💟 শুভ জন্মদিন 💟
দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে
সবাই থাকে সুদিনের আশায়
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়
💟 শুভ জন্মদিন 💟
সাগরের ঢেউ ফুলের গন্ধ
রাতের তারারা সবাই
জড়ো হয়েছে তোমায় একসাথে বলতে
💟 শুভ জন্মদিন 💟
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে
মন খারাপের দিনটা তোমার না আসুক ঘিরে
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে
অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে
💟 শুভ জন্মদিন 💟
নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু
যা হয় না যেন শেষ
জন্মদিনের অনেক শুভেচ্ছা সাথে
পাঠালাম তোমায় এসএমএস।
💟 শুভ জন্মদিন 💟
ফুলের হাসিতে প্রাণের খুশিতে
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে
করেছে ভুবন রঙিন
তোমাকে জানাই হৃদয় থেকে
💟 শুভ জন্মদিন 💟
গ্রীষ্মের ফুলগুলি
বর্ষার অঞ্জলি
শরতের গীতালি
হেমন্তের মিতালী
শীতের পিঠাগুলি
বসন্তের ফুলকলি
এমনি করে ভরে থাক
তোমার জীবনের দিনগুলি
💟 শুভ জন্মদিন 💟
আজকের এই দিনেসবকিছু হোক নতুন করে,
সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো দাগ দূরে।
জরাজীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে
নব উদ্যমে কাজ কর নতুন এই দিনে
💟 শুভ জন্মদিন 💟
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও
মন দাও বর্তমানের দিকে
অনেক অনেক খুশির জোয়ার
আসুক তোমার জীবন জুড়ে।
💟 শুভ জন্মদিন 💟
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা
পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন
ফুলেরা সব ফুটেছে বাগানে
আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন।
💟 শুভ জন্মদিন 💟
আরো একটা বছর এসে গেল
বেড়ে যাবে আরো একটা মোমবাতি,
কালো ছিলাম আজও আছি
তোমার পথ চলায়।
প্রমিস করছি থাকবো সারাটা জীবন
দারুন দিনটাই জানাই অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো
আগামী জীবনটা আনন্দময় হোক
এ আশা করি
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো
💟 শুভ জন্মদিন 💟
সত্যের সাথে ছিলে সত্যের সাথে থাকবে
আশা রাখি জীবনের
আনন্দযাত্রায় কখনো সত্যের
পথ থেকে সরে যাবে না
💟 শুভ জন্মদিন 💟
তোমার একটা হাসিতে আলোকিত হয় চারিদিকে
অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য
💟 শুভ জন্মদিন 💟
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা
প্রিয় ভালোবাসার মানুষটার জন্মদিন অন্যদিনের তুলনায় আলাদা করে তুলতে চান? তাহলে আমার দেয়া কিছু স্পেশাল এসএমএস আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিন। দেখবেন আপনার প্রিয়জন অনেক খুশি হবে। চলুন জেনে নেই জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা ময় কিছু স্পেশাল এসএমএস। যা আপানার উপকারে আসবে।
আল্লাহ তোমাকে পরিবার, বন্ধু বান্ধব এবং আমি সহ তোমাকে সুখী ও সচ্ছল জীবন দান করুন। জীবনটা হাসি খুশিতে ভরে থাক, সেই দোয়া রইলো। শুভ জন্মদিন।🍰
তোমার এই জন্মদিনে আল্লাহর কাছ দোয়া করি, তুমি যেন তোমার সকল কাজে সফলতা অর্জন করতে পারো। আমি সহ তোমার পরিবারকে ভালো রাখতে পারো। আল্লাহ তোমার প্রতি সহায় হোক। শুভজন্মদিন।🍰
শুভ জন্মদিন।🍰 তোমার হাসি মুখটা যতটা আমার কাছে প্রিয়, তোমার মন খারাপ আমার কাছে তার থেকে বেশি কষ্টের। তোমার জন্মদিনের উপাহার হিসেবে তোমাকে সারা জীবন সুখী রাখার প্রতিজ্ঞা করলাম। ভালোবাসি তোমায়। আল্লাহ আমাদের প্রতি সহায় হোক। আমিন।
শুভ জন্মদিন 🍰, আল্লাহ তোমার অন্তরে তার প্রতি ভালাবাসায় পূর্ণতা দান করুক, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।
শুভ জন্মদিন 🍰 তোমার এই জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমরা যেন কখনো আলাদা না হই। আমাদের সম্পর্ক যেন আরো মজবুত হয়। আামাদের সম্পর্কে আল্লাহ তার রহমত বর্ষিত করুন।
তোমার এই জন্মদিন উপলক্ষে তোমার জীবন সবসময় হাসি, খুশি ও সফলতায় ভরে থাক। তোমার হাসি যেন কখনো মলিন না হয়। তোমায় হাসিতে সব সময় মুক্ত ঝড়ুক। শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক
ইসলামে জন্মদিন পালন করা যায়না। এক কথায় বলতে গেলে ইসলামি শরিয়াহ মতে জন্মদিন পালন করা হারাম। তবে এই জন্মদিনে তার জন্য আল্লাহর কাছে দোয় করতে পারেন। যাতে তার জীবন অনেক সুখে, শান্তিতে ভবে থাকে এবং প্রতিটি কাজে যেন সে সফল হয়।
সেরকম কিছু ক্যাপশন দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনার প্রিয়জনে জন্মদিনের আনন্দময় মহূতকে আরো রাঙ্গাতে পারবেন, তাকে হ্যাপি করতে পারবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। চলুন জেনে নেই-
আল্লাহ তোমাকে দ্বীন, এহকাল এবং পরকালে সবকিছুতে সফলতা দান করুন। তোমার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয় ও ভালোবাসা রইলো। শুভ জন্মদিন।🍰
তোমার জন্মদিনে এই দোয়াই করি, আল্লাহ যেন তোমাকে সকল পাপ থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ যেন তোমাকে জান্নাত পথে অগ্রসর করে দেন। শুভ জন্মদিন।🍰
অনন্তকাল ধরে আল্লাহ তোমাকে হেফাজত করুক এবং আল্লাহর দিকে অগ্রসরে করে তোমার ইমানকে মজবুত রাখুক। আল্লাহ তোমাকে ইমানে পথে চলার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে শুভ জন্মদিনে অনেক দোয়া রইলো। শুভ জন্মদিন।🍰
তোমার এই জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া, তুমি যেন আল্লাহর পথে চলতে পারো এবং যত গুনাহ্ রয়েছে সেসকল আসওয়াসা থেকে দূরে থাকতে পারো। আল্লাহ যেন তোমাকে কবুল করেন। শুভ জন্মদিন।
শুভ জন্মদিন🍰। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। তোমার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হোক সেই দোয়াই করি। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমিন।
আজকে এই খুশির দিনে, আল্লাহ তোমাকে নেক রিজিকে বরকত দান করুক, তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন এবং প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হোক। শুভ জন্মদিন।🍰
শুভ জন্মদিন🍰। আল্লাহ তোমাকে দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করা পথে এগিয়ে নিয়ে যাক, তোমার প্রতিটি কাজে আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আমিন।
ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি বাংলায়
জন্মদিনের শুভেচ্ছা হিসেবে আপনার ভালোবাসার মানুষকে জন্মদিনের চিঠি লিখে প্রেমিক/প্রেমিকার মন জয় করে নিতে পারবেন। আর নিজের হাতে লেখা চিঠি হলে তো অনেক স্পেশাল। কিন্তু বর্তমান সময়ে প্রতিটি মানুষ এখন অনলাইন নির্ভরশীল। তাই আপনারা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ই-মেইল এর মাধ্যমেও ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি লিখতে পারবেন।
এখন আমরা এই অংশে ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিছু ধারণা দেব। বিশেষ করে যারা লেটার লিখে ভালোবাসার মানুষকে খুশি করতে চান তারা চাইলে মনের গহিন থেকে কোন চিঠি তৈরি করে কোন ছন্দ আপনাদের ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন।
প্রিয় জান পাখি,
ও আমার জান। তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তোমার সামনের দিন গুলো যেন উজ্জ্বল হয়। তুমি আমি ভবিষ্যতে যেন তোমার জন্মদিন পালন করতে পারি। তোমার আয়ু লম্বা হোক। তুমি আমার জীবন সাথি। তুমি আমার সব। শুভ জন্মদিন জান পাখি🍰।
ইতি
তোমার প্রিয় মানুষ
প্রিয়তমা,
ও আমার প্রিয়তমা সাথি। আজের দিনে তুমি এসেছো এই ভুবনে। আলোয় আলোকিত হয়েছে তোমার পুরো পৃথিবী। আজকের এই জন্মদিনে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা সব সময় তোমার ভালো হোক। শুভ জন্ম দিন🍰।
ইতি
তোমার
জীবন সাথি
প্রিয়তমা,
তুমি আমার জীবনে আছো বলে আজ আমি এত সুখি। তুমি আমার জীবনে সকল ভালোলাগা। তুমি আমার জীবনে হাসি খুশির থাকার একটাই কারণ৷ তোমার সাথেই আমার সব রাগ অভিমান। আবার তুমিই আমার একমাত্র আপন জন।
তোমার সাথে আমার প্রতিটি সুখ-দুঃখ শেয়ার করতে পারি। আজ আমার সুখের দিন। কারণ বছর ঘুরে ঘুরে চলে এসেছে তোমার জন্মদিন। শুভ জন্মদিন মাই ডিয়ার🍰।
প্রিয়া আমার প্রিয়া,
এমন একটা দিনে তোমার আমার সম্পর্ক গড়ে উঠেছে, সেই দিনটা আমি কোন দিনও ভুলবো না। মৃত্যুর আগ পর্যন্ত কোন দিন হয়তো ভুলবো না। তোমার আমার সম্পর্কের মতো আরো একটি বিশেষ দিন আজ। আর সেই বিশেষ দিন টা হলো আমার প্রিয়ার জন্ম দিন। আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। তোমায় খুব বেশি ভালো বাসি। শুভ জন্মদিন🍰।
ইতি
তোমার
প্রাণ প্রিয়
আপনারা উপরে দেওয়া নমুনা অনুযায়ী ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় স্ট্যাটাস এবং চিঠি লিখে প্রেমিক/প্রেমিকার মন জয় করতে পারবেন। আর এই নমুনা অনুযায়ী নিজের ভাব প্রকাশ করে আপনার ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় জানাতে পারেন।
লেখকের শেষ মতামত
জন্মদিন সবার কাছেই অনেক খুশি এবং আনন্দ মূখর একটি দিন। এই দিনে সবাই তার প্রিয় মানুষটিকে সবার আগে উইশ করতে চায় এবং এই পুরো দিনটা খুশি দেখতে চায়। যে কারনে নানা সারপ্রাইজ গিফটের সাথে সাথে কিছু কথা বা শব্দ লিখে তাকে উইশ করে। অপর দিকের মানূষটিও আশায় থাকে, তার প্রিয় মানুষটি সবার আগে তাকে উইশ করুক।
প্রিয় মানুষটিকে আগলে রাখুন। তার সুখের ভাগ নেওয়ার পাশাপাশি কষ্টগুলো ভাগ করে নিতে শিখুন। জীবনে অনেকটাই সুখী হবেন। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিবেন না। তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। তাকে তার মত করে বাঁচতে দিন। ছোট ছোট বিষয়গুলো মানিয়ে নিন।
এই ছিল আজকের প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানতে পেরেছেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।