algin tablet কেন খায় – algin tablet কিসের জন্য

আমাদের অনেকের মধ্যে Algin Tablet সম্পর্কে মনের মধ্যে অনেক প্রশ্ন কাজ করে। শুধু Algin Tablet নয় বরং বর্তমানে প্রতিটি বিষয়ে কৌতুহলী সৃষ্টি হওয়াটা একটি স্বাভাবিক বিষয় এবং প্রতিটি বিষয়ে সতর্ক থাকা খুবই ভালো লক্ষণ। প্রতিটি মানুষেরই উচিত যে কোন ধরনের ওষুধ খাওয়ার আগে সে ওষুধটি কি কাজ করে, কেন খায়, এর দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখা উচিত।

algin tablet কেন খায়

কেননা অনেকেই রয়েছে নিজে নিজে ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে নিজেই ডাক্তারি শুরু করে এটি খুবই খারাপ। কখনো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না আর যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করেন তাহলে উল্টে বিপরীত হতে পারে। আপনাকে হয়তো ডাক্তারে Algin Tablet খাওয়ার কথা বলেছে তাই আপনি গুগলে সার্চ করে আমাদের এই পোস্টটি পেয়েছেন।

তাই বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি অ্যালজিন ট্যাবলেট সম্পর্কে জেনে না থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে এত কথা না বলে Algin Tablet কেন খায় আগে বিস্তারিত জেনে নেওয়া যাক।

algin tablet কেন খায়

এই অ্যালজিন ট্যাবলেটটি মূলত ৫০ মিলিগ্রাম হয়ে থাকে। এই অ্যালজিন ট্যাবলেটটি সাধারণত গ্যাস্ট্রিক জনিত পেটে ব্যথা। এবং গুরুতরডাইয়া এছাড়াও আমাশয় পেটের ভিতর বিভিন্ন ধরনের জীবাণুর ক্ষেত্রে এবং সাধারণ ডায়রিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। পেট বা নাড়ি ভুড়িতে যাওয়া যন্ত্রণা বা ব্যথার ক্ষেত্রে এর পাশাপাশি যদি বমি হয় সেক্ষেত্রে এই ওষুধটি ডাক্তারের খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।

এছাড়াও পেটের ডান পাশে উপরের অংশে যদি ব্যথা হয় এবং খাদ্যনালী বাধাগ্রস্ত হলে এবং প্রসাবে জ্বালাপোড়া মূত্রথলির নানা সমস্যার ক্ষেত্রেও এই অ্যালজিন ট্যাবলেটটি খাওয়া হয়।

algin tablet কিসের জন্য

algin 50 mg এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ যারা algin 50 mg কিসের ঔষধ জানতে চেয়ে থাকেন তাদের জন্যই মূলত এই অংশটি। এই ওষুধটি উপাদানের মধ্যে রয়েছে টাইমোনিয়াম, মিথাইল সালফেট ৫০ মিলিগ্রাম আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড। এখন আসুন এই algin 50 mg কিসের ঔষধ অর্থাৎ এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি আপনাদের জানাবো।

মাসিক ব্যথা দূর করেঃ মেয়েদের মাসিক চলাকালীন যে পেটের ব্যথা হয় বা মাসিকে যে ব্যথা হয় সে ব্যথা দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ।

আমাশয় ও ডায়রিয়াঃ কারো যখন আমাশয় অথবা ডায়রিয়া হওয়ার পর পেটে যে ব্যথা হয় কিংবা পেটে যে যাবতীয় সমস্যা হয় তা দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এটি পেটের যাবতীয় সমস্যা দূর করতে বেশ কার্যকরী একটি ওষুধ।

আরো পড়ুনঃ-  কীভাবে ওজন কমানো যায় - ওজন কমানোর ব্যায়াম

পিত্রথলি ও মূত্রথলী ব্যথা দূর করেঃ যাদের পিত্রথলি কিংবা মূত্রথলি অথবা অন্ত্রের প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ।। এটি অন্ত্রের প্রদাহ ও ব্যথা দূর করতে বেশ সহায়তা করে।

মাংস পেশীর সংকোচন দূর করেঃ পরিপাকতন্ত্র, মূত্রথলি ও জরায়ুর বিভিন্ন ধরনের মাংস পেশীর সংকোচন দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। সাধারণত এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে এগুলোই।

Algin ট্যাবলেট এর কাজ কি

Algin ট্যাবলেট এর কাজ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। Algin ট্যাবলেট সেবন করার ফলে বিভিন্ন সমস্যা দূর হয়। Algin ট্যাবলেট এর উপকারিতা অনেক যা বলে শেষ করার মত নয়। Algin ট্যাবলেট এর কাজ কি তা পয়েন্ট আকারে নিচে দেওয়া হলঃ

  • এসিডিটি কমায়
  • গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে
  • অম্বল নিরাময় করে
  • হৃদপিন্ডের অসস্তি দূর করে
  • গ্যাস উৎপাদন কমায়
  • পেট ফাঁপা দূর করে
  • অপুষ্টি প্রতিরোধ করে
  • নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে
  • মলত্যাগের সমস্যা সমাধান করে
  • মাইগ্রেনের উপসর্গ দূর করে
  • পেটের টান ও ব্যথা কমায়
  • লি*ভারের ফাংশন উন্নত করে
  • হজম ক্ষমতা বৃদ্ধি করে
  • স্টমাকের প্রদাহ কমায়
  • ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

এসিডিটি কমায়ঃ এলজিন ট্যাবলেটের প্রধান উপাদান এলজিনেট, যা বিভিন্ন ধরনের স্যাগ শৈবাল থেকে তৈরি। এটি পেটের জলীয় পদার্থের সাথে মিশে সুরক্ষা মুলক জেল তৈরি করে ফলে এসিডিটি কমে যায়। এলজিন ট্যাবলেট এ থাকা উপাদান এসিড রিফ্লাক্স প্রতিরোধ করে। এটি এসিডিটির প্রভাব কমায়।

গ্যাস্ট্রিকের সমস্যা দূর করেঃ Algin ট্যাবলেট এর কাজ কি তার মধ্যে একটি হলো গ্যাস্ট্রিকের সমস্যা দূর করা। এলজিন ট্যাবলেট এসিড নিয়ন্ত্রণ করে। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান ফ্লোটিং জেল তৈরি করে, হলে পেটের গ্যাস্টিকের সমস্যা থেকে দ্রুত উপশম দেয়।

অম্বল নিরাময় করেঃ এলজিন ট্যাবলেটে থাকা এলজিনেট উপাদান পেটের অভ্যন্তরে সুরক্ষা মূলক আবরণ তৈরি করে। হলে গ্যাস্ট্রিক ও অম্বল থেকে আঘাতপ্রাপ্ত হওয়া সমস্যা থেকে পেট সুরক্ষা পায়। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান খাদ্যের হজম প্রক্রিয়া উন্নত করে হলে দ্রুত অম্বল নিরাময় হয়।

হৃদপিন্ডের অসস্তি দূর করেঃ Algin ট্যাবলেট এর কাজ কি তার মধ্যে একটি হলো হৃদপিন্ডের অস্বস্তি দূর করা। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান পেটের গ্যাস্টিক ও এসিডিটির সমস্যাকে দূর করে। গ্যাস্ট্রিক ও এসিডিটির সমস্যার জন্য হৃদপিন্ডে অস্বস্তি বোধ হয়। দ্রুত এসিডিটি সমস্যা দূর করার ফলে হৃদপিণ্ডে স্বস্থি ফিরে আসে। এভাবে এলজিন ট্যাবলেট হৃদপিন্ডের অস্বস্তি দূর করে।

গ্যাস উৎপাদন কমায়ঃ Algin ট্যাবলেট দ্রুত গ্যাস উৎপাদন কমায়। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান এলজিনেট পেটের এসিডের সঙ্গে মিশে সুরক্ষা মুলক স্তর তৈরি করে। ফলে দ্রুত গ্যাস নিয়ন্ত্রণে আসে। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান দ্রুত হজম প্রক্রিয়া উন্নত করে। পেটে থাকা খাবার দ্রুত হজম হয় হলে গ্যাস উৎপাদন কমায়।

আরো পড়ুনঃ-  মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা - মধু খাওয়ার নিয়ম

পেট ফাঁপা দূর করেঃ এলজিন ট্যাবলেট পেট ফাঁপা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এলজিন ট্যাবলেট রয়েছে এলজিনেট উপাদান যা পেটের দ্রুত গ্যাস কমাতে সাহায্য করে। গ্যাস্টিকের রিফ্লেক্সকে প্রতিরোধ করতে সাহায্য করে। পেটের দ্রুত গ্যাসের কার্যকারিতা কমিয়ে শূন্য মাত্রায় নিয়ে আসে হলে দ্রুত পেট ফাঁপা কমে যায়।

অপুষ্টি প্রতিরোধ করেঃ Algin ট্যাবলেট এর কাজ কি, algin tablet কেন খায় তার মধ্যে একটি হলো অপুষ্টি প্রতিরোধ করার জন্য। এলজিন ট্যাবলেট সরাসরি শরীরের অপুষ্টি প্রতিরোধ করতে না পারলেও এটি প্রতিরোধ করতে সাহায্য করে। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান পেটের স্বাস্থ্যের উন্নতি করে যা পরোক্ষভাবে অপুষ্টি প্রতিরোধ করে। 

এলজিন ট্যাবলেটে থাকা উপাদান দ্রুত খাবারের হজম প্রক্রিয়াকে সাহায্য করে। এর ফলে শরীরের পুষ্টি উপাদান গুলি, ভিটামিন ও মিনারেল অভাব কাটিয়ে ওঠে। এভাবে এলজিন ট্যাবলেট অপুষ্টি প্রতিরোধ করতে সাহায্য করে।

নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করেঃ এলজিন ট্যাবলেটে থাকা উপাদান নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পেটে অতিরিক্ত এসিডিটির কারণে অম্বল সৃষ্টি হয় এই অম্বল থেকে বিশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ বের হয়। এলজিন ট্যাবলেটে থাকা উপাদান এলজিনেট গ্যাস্ট্রিকের রিফ্লেক্সর উপাদানের কারণে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয়। পেটের দীর্ঘক্ষণ খাবার জমে থাকলে সেটি তীব্র দুর্গন্ধের সৃষ্টি করে। 

এলজিন ট্যাবলেটে থাকা উপাদান দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। ফলে এই দুর্গন্ধ গুলো দূর হয়। এভাবে এলজিন ট্যাবলেট নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে।

মলত্যাগের সমস্যা সমাধান করেঃ এলজিন ট্যাবলেট নিয়মিত সেবন করলে মলত্যাগের সমস্যা সমাধান হয়। এলজিন ট্যাবলেট এ থাকা এলজিনেট উপাদান পেটের মধ্যে সুরক্ষা মুলক জেল তৈরি করে। যাদের নিয়মিত মলত্যাগ করতে সমস্যা হয় এই জেল তাদের মলত্যাগের সমস্যা দূর করতে সাহায্য করে।

মাইগ্রেনের উপসর্গ দূর করেঃ এলজিন ট্যাবলেটে থাকা উপাদান পেটের গ্যাস্ট্রিক, এসিডিটি, অম্বল সহজে দূর করে এগুলো থেকে মাইগ্রেন উত্তেজক তৈরি হয়। ফলে এলজিন ট্যাবলেটে থাকা উপাদান মাইগ্রেন উত্তেজক প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। এভাবে এলজিন ট্যাবলেট মাইগ্রেনের উপসর্গ দূর করে।

ওপরের উল্লেখিত রোগ গুলির চিকিৎসার জন্য অ্যালজিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যারা এই সকল সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যালজিন ট্যাবলেট সেবন করতে পারেন।

algin tablet খাওয়ার নিয়ম

এলজিন ট্যাবলেট সেবনের নিয়ম জেনে নেওয়ার পাশাপাশি আমাদেরকে Algin সিরাপ খাওয়ার নিয়ম  সম্পর্কেও জেনে নিতে হবে। Algin সিরাপ খাওয়ার নিয়ম হচ্ছে–

  • শিশুদের ক্ষেত্রে ৩-৬ মিলিগ্রাম শরীরের ওজন অনুযায়ী বা ১.৫-৩ মিলি/ শরীরের ওজন অনুযায়ী দিনে ৩ বার সেবন করতে হয়। অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে।
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩০ – ৯০ মিলিগ্রাম বা ১৫ – ৪৫ মিলি প্রতিদিন ৩ বার বা চিকিৎসকের পরামর্শ অনুসারে।
  • ইনজেকশনের ক্ষেত্রে  এলজিন ইনজেকশন শিরাপথে ধীরে ধীরে বা ইন্ট্রামাসকুলার রুটে প্রতিদিন ৩ বার ব্যবহার করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে।
আরো পড়ুনঃ-  ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা বন্ধ করার উপায়

আশা করছি Algin 50 mg খাওয়ার নিয়ম এবং Algin সিরাপ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। তবে পরিমাণে বেশি এলজিন ওষুধ সেবনে বা নিয়ম অনুযায়ী সেবন না করলে আমাদের দেহে কিছু ক্ষতিকর প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় চলুন তাহলে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।

এলজিন ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের প্রধান ক্ষতিকর প্রভাব হচ্ছে কারো কারো ক্ষেত্রে হাইপারটেনশনের সৃষ্টি হতে পারে। আবার এই ওষুধ অতিরিক্ত সেবনে অনেকের ক্ষেত্রে টেকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে। তবে এছাড়াও অন্যতম যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হচ্ছে-

  • ফ্লাশিং (Flushing)
  • শুষ্ক ত্বক (Dry skin)
  • ব্র্যাডিকার্ডিয়া (Bradycardia)
  • ধড়ফড়ানি (Palpitations)
  • টাকাইকার্ডিয়া (Tachycardia)
  • অ্যারিথিমিয়াস (Arrhythmias)
  • পেটে ব্যথা (Abdominal Pain)
  • কোষ্ঠকাঠিন্য (Constipation)
  • ডায়রিয়া (Diarrhoea)
  • বমি ভাব বা বমি (Nausea Or Vomiting)
  • চামড়াতে ফুসকুড়ি (Skin Rash)
  • ইন্ট্রাওকুলার চাপ বৃদ্ধি (Increased intraocular pressure) ইত্যাদি।

algin tablet price in bangladesh

সাধারনত এই ট্যাবলেটটি রেনেটা লিমিটেড (Reneta Limited) কোম্পানি বাজারজাত করেন। এর জেনেটিক নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইলসালফেট (Timonium Methylsulfate)। এলজিন ট্যাবলেট এর দাম অনেকেরই জানা নেই। তাই পোষ্টের এই অংশে আমরা এলজিন ট্যাবলেট এর দাম তুলে ধরেছি।

অ্যালজিন ৫০ মিলিগ্রাম

  • ইউনিট প্রাইজ: ৳ 8.50 (10 x 10: ৳ 850.00)
  • স্ট্রাইপ প্রাইজ: ৳ 85.00

অ্যালজিন ১০ মিগ্রা/৫ মিলি সিরাপ

  • ৫০ মিলিগ্রাম বোতলের দাম: ৳ 55 Tk
  • ১০০ মিলিগ্রাম বোতলের দাম: ৳ 90 Tk

আশা করছি উপরোক্ত অংশ হতে এলজিন ট্যাবলেটের দাম সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা এই ওষুধ বিভিন্ন সুপারশপ বা ফার্মেসি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র চিকিৎসক দ্বারা নির্দেশিত। তাই আপনাকে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

algin tablet সম্পর্কে আমাদের মতামত

পরিশেষে যেটা না বললেই নয় দয়া করে নিজের রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য কোন পথ বা নিজে থেকে ওষুধ সেবন করবেন না। যেকোনো প্রকারের ওষুধ খাওয়ার আগে প্রথমে আপনাকে একজন নিবিন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরে তা দেওয়া নিয়ম বা পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন।

আরেকটি কথা যারা গর্ভবতী আছেন তারা এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিবেন। আর algin syrup ছোট বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং রেজিস্টার ডাক্তার অনুযায়ী সে বোনের বিধি-বিধান জেনে সঠিক নিয়মে বাচ্চাকে সিরাপ খাওয়াবেন।

আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে algin tablet কেন খায় – algin tablet কিসের জন্য সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও algin tablet সম্পর্কে জানতে পারবে। এমন প্রয়োজনীয় ব্লগ পড়তে লার্ন-বিডি.কম ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।

Leave a Comment