আমাদের মধ্যে এরকম অনেক আইএফআইসি ব্যাংকের কাস্টমার রয়েছেন, যারা কিনা আইএফআইসি ব্যাংকের যে লোন সেবা রয়েছে, সেই আইএফআইসি ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানতে চান৷ আইএফআইসি ব্যাংকের কিন্তু অনেকগুলো লোন সেক্টর রয়েছে, যে সমস্ত সেক্টরের এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের লোন সেবাটি বেছে নিতে পারেন।
বর্তমান সময়ে আমাদের মধ্যে অসংখ্য পরিমাণের মানুষ আইএফআইসি ব্যাংক এর কাস্টমার রয়েছেন। যারা আইএফআইসি ব্যাংকের যে লোন সেবা আছে। সেই আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। আইএফআইসি ব্যাংক এর অনেক গুলো সহজ লোন ক্যাটাগরি আছে যেগুলো আমাদের জেনে নেওয়াটা জরুরি।
সেই সকল ক্যাটাগরি’র মধ্যে থেকে আপনি আপনার পছন্দের সহজ লোন সার্ভিসটি বেছে নিতে পারেন। আইএফআইসি ব্যাংক সহজ সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে অবহেলা না করে আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে আইএফআইসি ব্যাংক সহজ লোন এর প্রকারভেদ গুলো জেনে নেই।
আইএফআইসি ব্যাংক সহজ লোন এর প্রকারভেদ
আইএফআইসি ব্যাংক থেকে আপনারা চাইলে মোট ৫ টি কাজ সম্পাদনের জন্য সহজ লোন সার্ভিস গ্রহণ করতে পারবেন। মানে ৫ টি ভিন্ন ভিন্ন খাতে এর জন্য আপনি আইএফআইসি ব্যাংক সহজ লোন গ্রহণ করতে পারেন।
- আমার এসি এডি লোন।
- স্যালারি লোন।
- অটো লোন।
- পার্সোনাল লোন।
- সিকিউর লোন।
উপরোক্ত ৫ টি ক্যাটাগরির মধ্যে আপনি চাইলে, আইএফআইসি ব্যাংক সহজ লোন নিতে পারবেন। তো আর দেরি না করে, চলুন দেখে নেয়া যাক কিভাবে আইএফআইসি ব্যাংক সহজ লোন নেওয়া যায়।
আমার এসি অডি লোন
আমার অ্যাকাউন্ট হোল্ডারের জন্য এই ব্যাংক ফেসিলিটি মূলত আইএফআইসি ব্যাংক থেকে প্রদান করে থাকে। আমার এসিড লোন এর ফিচার।
লোন এর ফিচারস
- আপনার চাইলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমার এসিএডি সহজ লোন গ্রহণ করতে পারবেন।
- এখানে ১০০% টাকা উত্তোলনের ফেসিলিটি আছে।
- তাছাড়া লোনের টাকা গুলো কোন ধরনের চার্জ ছাড়াই, আপনি উত্তোলন করতে পারবেন।
- ডেবিট ব্যালেন্স থেকে আপনার জন্য ইন্টারেস্ট পর্যন্ত প্রযোজ্য হবে।
- তাছাড়া কোন বাৎসরিক সেটেলমেন্ট প্রয়োজন হবে না।
- আইএফআইসি ব্যাংক থেকে আমার এসি এডি সহজ লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
তো আপনি যদি আমার এসি এডি লোন গ্রহণ করতে চান সেক্ষেত্রে প্রয়োজনে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে।
লোন নেয়ার ডকুমেন্ট
- জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের ফটোকপি
- কাস্টমার এর দুই কপি রঙের ছবি
- স্যালারি সার্টিফিকেটের কপি
- ই টিন সার্টিফিকেট
- গ্যারান্টার ব্যক্তির জাতীয় পরিচয় পত্র এবং সদ্য তোলা এক কপি রঙিন ছবি
- এছাড়া গ্যারান্টার ব্যক্তির ভিজিটিং কার্ড
আইএফআইসি ব্যাংক স্যালারি লোন
আপনি যদি কোন প্রকার ব্যবসায়ী কাজের জন্য আইএফআইসি ব্যাংক থেকে লোন গ্রহন করতে চান? তবে আইএফআইসি ব্যাংক স্যালারি লোন গ্রহণ করতে পারেন।
লোন এর ফিচারস-
- সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সহজ লোন নিতে পারবেন।
- 12 থেকে 60 মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
- তাছাড়া কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট আছে।
- লোন পরিষদের শেষ হওয়ার আগে আপনি চাইলে এই লোন পরিশোধ করে দিতে পারেন।
এ বিষয়গুলো ছাড়া সহজ লোন নেওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট লাগবে। সে সকল কাগজপত্র উপরে মেনশন করা হয়েছে। মূলত এই লোন নেওয়ার ক্ষেত্রে একই রকমের কাগজপত্র প্রয়োজন হবে।
লোন নেয়ার ডকুমেন্ট
- জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের ফটোকপি
- কাস্টমার এর দুই কপি রঙের ছবি
- স্যালারি সার্টিফিকেটের কপি
- ই টিন সার্টিফিকেট
- গ্যারান্টার ব্যক্তির জাতীয় পরিচয় পত্র এবং সদ্য তোলা এক কপি রঙিন ছবি
- এছাড়া গ্যা গ্যারান্টার ব্যক্তির ভিজিটিং কার্ড
আইএফআইসি ব্যাংক অটো লোন
আপনি যদি আইএফআইসি ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে নতুন যানবাহন তিনটা চান তবে আইএফআইসি ব্যাংক অটো লোন প্রকল্প এর সাথে নিজেকে সংযুক্ত করতে পারেন।
আর আই এফ আই সি ব্যাংক অটো লোন এর ফিচার সমূহ।
লোন এর ফিচারস
- সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন করতে পারবেন।
- ১২ মাস থেকে ৬০ মাসের মধ্যে লোন পরিশোধ করতে হবে।
- প্রতিযোগিতামূলক সুদের হার আছে।
- লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি মাত্র ২ হাজার টাকা।
- কোন ধরনের গোপন চার্জ নেই।
লোন নেয়ার ডকুমেন্টস
আইএফআইসি ব্যাংক থেকে অটো লোন গ্রহণ করার জন্য যে কাগজপত্র গুলো লাগবে তা নিচে উল্লেখ করা হলঃ।
- জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের ফটোকপি
- কাস্টমার এর দুই কপি রঙের ছবি
- স্যালারি সার্টিফিকেটের কপি
- ই টিন সার্টিফিকেট
- গ্যারান্টার ব্যক্তির জাতীয় পরিচয় পত্র এবং সদ্য তোলা এক কপি রঙিন ছবি
- এছাড়া গ্যা গ্যারান্টার ব্যক্তির ভিজিটিং কার্ড
আইএফআইসি ব্যাংক পার্সোনাল লোন
এখন আপনি যদি আইএফআইসি ব্যাংক হতে পার্সোনাল সহজ লোন গ্রহণ করতে চান। তাহলে আপনার ব্যক্তিগত প্রয়োজনে আইএফআইসি ব্যাংক পার্সোনাল লোন ব্যবস্থা প্রযোজ্য রয়েছে।
আপনারা আইএফআইসি পার্সোনাল লোনে যে ফিচারগুলো পাবেন।
লোন এর ফিচারস
- যে কোন ব্যক্তিগত/ পার্সোনাল কাজ সম্পাদনের জন্য আপনি এই লোন গ্রহন করতে পারবেন।
- আপনারা চাইলে আপনার পছন্দমত টাকার একটি অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে পারবেন।
- অল্প প্রসেসিং ফ্রি প্রযোজ্য হবে।
- কোন প্রকার গোপন চার্জ নেই।
লোন নেয়ার ডকুমেন্টস
আই এফআইসি ব্যাংক পার্সোনাল লোন নিতে চাইলে যে সকল কাগজপত্র লাগবে তা নিচে উল্লেখ করা হলঃ
- যে ব্যক্তি লোন নিতে চায়। সে ব্যক্তির এবং যে, ব্যক্তির ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টার হবে। সেই ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার হবে।
- এছাড়া বেতন ভোগী কর্মকর্তা, কর্মচারীদের জন্য সর্বশেষ ৬ মাস এর ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে।
- স্যালারি সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে।
- টিআইএন কর এর রশিদ রয়েছে সে রশিদের ফটোকপি লাগবে।
- এছাড়া যে ব্যক্তির লোন গ্রহণ করতে চাই। তার জাতীয় পরিচয় পত্র এবং গ্যারানটার ব্যক্তির জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে।
- এছাড়া লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ব্যক্তি হন। তবে যে আপনাকে নিয়োগ দিয়েছে। সেই ব্যক্তির কাছ থেকে একটি প্রত্যয়ন পত্র গ্রহণ করতে হবে।
আইএফআইসি ব্যাংক সিকিউর লোন
তো আপনার নগদ টাকার প্রয়োজন হয় তবে আপনি চাইলে এই লোন ব্যবস্থা থেকে দ্রুত সময়ের মধ্যে আই এফআইসি ব্যাংক secure loan গ্রহণ করতে পারবেন।
আর আই এফ আই সি ব্যাংক এর secure লোন নেওয়ার ফিচার।
লোন এর ফিচারস
- উক্তা লোন থেকে আপনি ১০০% নগদ সুরক্ষিত ঋণ গ্রহণ করতে পারবেন।
- ফিক্সড ডিপোজিট বা অন্যান্য নগদ জমার সর্বাধিক ৯০% সুবিধাগ গ্রহণ করতে পারবেন।
- প্রক্রিয়াটি দ্রুত ও সহজ লোন হিসেবে সম্পন্ন হয়।
- এছাড়া প্রতিযোগিতামূলক সার্ভিস চার্জ হার বিদ্যমান আছে।
- আপনার প্রয়োজন মতে লোনের টাকা বাড়াতে এবং কমাতে পারবেন।
লোন নেয়ার ডকুমেন্টস
আইএফআইসি ব্যাংক সিকিউর লোন নেওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলঃ
- যে ব্যক্তি সহজ লোন নিতে চায় সে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ফটোকপি
- গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- স্যালারি সার্টিফিকেট
- টিআইএন সার্টিফিকেট ফটোকপি
আর উপরে উল্লেখিত ডকুমেন্টস এর সমন্বয় আপনি যদি আইএফআইসি ব্যাংকে যোগাযোগ করেন, তাহলে সবকিছু ঠিক থাকলে আপনি আইএফআইসি ব্যাংক সিকিউরড ঋন এর সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে। আপনি আইএফআইসি ব্যাংক থেকে সহজ লোন গ্রহণ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংক সহজ লোন হলো আইএফআইসি ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি বিশেষ ঋণ সুবিধা, যা ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে দ্রুত এবং সহজ শর্তে ঋণ প্রদান করে। এই লোনের মাধ্যমে ব্যক্তিরা তাদের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে পারেন। নিচে আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
আইএফআইসি ব্যাংক সহজ লোন কারা পাবে
- বাংলাদেশের নাগরিক যাদের বয়স সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
- বেতনভুক্ত ব্যক্তি (সরকারি, আধা-সরকারি, বা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত)।
- ব্যবসায়ী বা স্বাবলম্বী ব্যক্তি যাদের নিয়মিত আয় রয়েছে।
- যাদের ভালো ক্রেডিট হিস্ট্রি এবং ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে।
আইএফআইসি ব্যাংক সহজ লোন পরিশোধের নিয়ম
- লোনের মেয়াদ সাধারণত ১২ মাস থেকে ৬০ মাস (৫ বছর) পর্যন্ত হতে পারে।
- মাসিক কিস্তিতে (EMI) লোন পরিশোধ করতে হয়।
- লোনের পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী সুদ ও কিস্তির পরিমাণ নির্ধারিত হয়।
- কিছু ক্ষেত্রে প্রিপেমেন্ট বা আগেই লোন পরিশোধের সুযোগ রয়েছে।
লোনের মেয়াদ
- লোনের মেয়াদ সাধারণত ১২ মাস থেকে ৬০ মাস (৫ বছর) পর্যন্ত হতে পারে।
লোন পরিশোধ পদ্ধতি, ফি ও অন্যান্য খরচ
- মাসিক কিস্তিতে (EMI) লোন পরিশোধ করতে হয়।
- লোনের সুদের হার এবং অন্যান্য ফি ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।
- প্রিপেমেন্ট বা আগেই লোন পরিশোধের সুযোগ রয়েছে।
লেখকের শেষ মতামত
আপনারা যারা আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা উপরোক্তা আলোচনা থেকে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। তো আপনি যদি আইএফআইসি ব্যাংক সহজ লোন নিতে চান সেক্ষেত্রে সরাসরি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে, লোনের জন্য আবেদন করতে পারেন।
এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কিত সকল তথ্য। এখানে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি।
তো বন্ধু আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে আইএফআইসি ব্যাংক সহজ লোন নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।