২০২৫ সালে এসে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ঘড়ির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আমরা অনলাইন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, whatsapp এগুলো ব্যবহার করলে আমাদের সামনে স্মার্টওয়াচের বিভিন্ন অ্যাড ভেসে আসে। আর এত এত স্মার্ট ঘড়ির ভিড়ে আপনি যদি ১০০০ টাকার নিচে বেস্ট একটি স্মার্ট ওয়াচ খুঁজেন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
কারণ আজকের এই পোস্টে আমরা ১০০০ টাকার নিচে ছেঁড়া ১০ টি স্মার্ট ঘড়ি নিয়ে আলোচনা করব। যা আপনার সিদ্ধান্ত নেওয়া কে আরও সহজ করে দিবে, তাহলে চলুন আপনার জন্য ২০২৫ সালে সাশ্রয়ী মূল্যের কয়েকটি মোবাইল ঘড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
1000 টাকার মোবাইল ঘড়ি
আপনারা নিশ্চয় ২০২৫ সালে এসে ১০০০ টাকার মধ্যে ভালো মানের মোবাইল ঘড়ি খুজছেন। কিন্তু কোথাও কোন সঠিক তথ্য খুজে পাচ্ছেন না বা এই বাজেটে কোন মোবাইল ঘড়ি আপনার জন্য ভালো হবে সেটি বুঝে উঠতে পারছেন না।
তো আপনিও যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে এই ব্লগ পোষ্টটি শেষ অবদি পড়ুন। তাহলে আশা করছি 1000 টাকার সবচেয়ে ভালো ৫টি মোবাইল ঘড়ি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন, আর বেশি কথা না বাড়িয়ে 1000 টাকার মধ্যে ২০২৫ সালের সেরা ৫টি মোবাইল ঘড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. A1 Watch Smart Watch
এ১ স্মার্ট ঘড়িটি মোবাইল ফাংশনালিটিসহ বাজারে এসেছে, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি চমৎকার পছন্দ। এই মোবাইল ঘড়িটিতে রয়েছে সিম কার্ড স্লট, মেমোরি কার্ড স্লট, ব্লুটুথ, ইন্টারনেট, ক্যামেরা এবং এন্টি লস্ট ফাংশনালিটির মতো অসংখ্য সুবিধা। ২ মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে আপনি সহজেই ছবি তুলতে পারবেন। এই স্মার্ট ঘড়িটি যেকোনো মোবাইলের সাথে কানেক্ট করা যায় এবং রিমোটলি কাজ করতে সক্ষম।
এ১ স্মার্ট ঘড়িতে রয়েছে ৩৮০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী ব্যাকআপ প্রদান করে। যদিও এটি নন-ওয়াটারপ্রুফ, তবে সফটওয়্যার সাপোর্টেড হওয়ায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে।
এছাড়া, এই মোবাইল ওয়াচটি আপনার স্বাস্থ্যের যত্নে হৃৎস্পন্দন মাপা, রক্তচাপ পরিমাপ, রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় এবং মাল্টি স্পোর্ট মোডের সুবিধা নিয়ে এসেছে।
২০২৫ সালে এসে এ১ স্মার্ট মোবাইল ঘড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৮৫০ টাকা, যা উপরোক্ত বিভিন্ন জরুরি ফিচারের জন্য খুবই সাশ্রয়ী। এমন একটি উন্নত প্রযুক্তির স্মার্ট ঘড়ি আপনি যদি হাতে পড়তে চান তাহলে এটিই হবে আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ।
২. D18 Smart Watch
ডি-১৮ স্মার্ট ব্রেসলেট ঘড়িটি আধুনিক ডিজাইনের এক চমৎকার উদাহরণ, যা ১.৩ ইঞ্চি টিএফটি রঙিন টাচ স্ক্রীন দিয়ে সজ্জিত। যদিও এটি নন-ওয়াটারপ্রুফ, তবে এর অন্যান্য ফিচারগুলো একে ব্যবহারকারীর নিত্যদিনের সঙ্গী হিসেবে তুলে ধরতে যথেষ্ট।
এই ঘড়িতে ১৫০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি বিদ্যাম্ন রয়েছে, যা লং টাইম ব্যবহারের উপযোগী করে তুলবে। এছাড়াও এতে বেশ কিছু ফিচার রয়েছে যেমন মেসেজ, কল রিমাইন্ডার, এলার্ম ক্লক, রিমোট কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন।
বর্তমানে ডি-১৮ স্মার্ট ব্রেসলেট ঘড়িটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৫৯৯ টাকায়। এই দামে এরকম সুবিধাসম্পন্ন একটি স্মার্ট ব্রেসলেট ঘড়ি পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক।
৩. এক্স-৭ ব্লুটুথ মোবাইল ওয়াচ
এক্স-৭ ব্লুটুথ মোবাইল ঘড়িটি অত্যাধুনিক প্রযুক্তির একটি নন-ওয়াটারপ্রুফ ডিভাইস, যা ২৪০ x ২৪০ পিক্সেলের আইপিএস টাচ স্ক্রিন এইচডি ডিসপ্লে ও জি-সেন্সর দিয়ে সজ্জিত। এই মোবাইল ঘড়িটি আপনাকে যেসব ফিচার প্রদান করবে তা নিম্নে উল্লেখ করা হল–
- ডিভাইস রিসেট,
- ডিভাইস চালু,
- ডুয়াল-মোড সুইচ,
- গান নিয়ন্ত্রণ,
- স্টপওয়াচ,
- ভাইব্রেশন বা সাইলেন্ট সেটিং,
- অ্যালার্মসহ আরও অনেক ফাংশন প্রদান করে।
এক্স-৭ স্মার্ট ওয়াচটিতে রয়েছে ২৫০ এমএএইচ হাই ক্যাপাসিটি রিচার্জেবল ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেয়। এই ঘড়িটির সাহায্যে আপনি হার্ট রেট মনিটর, রক্তের অক্সিজেন পরিমাপ, রক্তচাপ মাপার পাশাপাশি কল ডায়াল ও রিসিভ করতে পারবেন।
বর্তমানে আপনি দারাজ (DARAZ) থেকে এক্স-৭ ব্লুটুথ মোবাইল ঘড়িটির বাজার মূল্য ৮৯৮ টাকা। এই দামে এমন একটি উন্নত প্রযুক্তির স্মার্ট ওয়াচ পাওয়া নিঃসন্দেহে এক অসাধারণ সুযোগ।
৪. Q12 Children স্মার্ট ঘড়ি
বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা Q12 স্মার্ট ওয়াচটি ৭ নাম্বার স্থানে রয়েছে। এর লুক এবং ডিজাইন এতটাই আকর্ষণীয় যে এটি সহজেই বাচ্চাদের পছন্দ হয়ে যাবে।
ভয়েস কল এবং লোকেশন ফিচার: এই স্মার্ট ওয়াচটিতে ভয়েস কল এবং লোকেশন ফিচার রয়েছে, যা বাচ্চাদের নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকর। এছাড়া এতে রয়েছে এসওএস ফিচার, যা বিপদে পড়লে বাচ্চারা সহজেই তাদের প্যারেন্টসকে নোটিফিকেশন পাঠাতে পারে।
ক্যামেরা ফিচার: এই স্মার্ট ওয়াচে ক্যামেরা ফিচার রয়েছে যার মাধ্যমে আপনার বাচ্চা ছবি এবং ভিডিও উভয়ই ধারণ করতে পারবে।
কল ও ডায়াল ফিচার: এই স্মার্ট ঘড়িটিতে কল এবং ডায়াল ফিচার রয়েছে, যা ব্যবহার করে আপনি সহজেই কল করতে পারবেন।
এফএম রেডিও এবং অন্যান্য অ্যাডভান্স ফিচার: এই স্মার্ট ওয়াচটিতে এফএম রেডিও, উইচ্যাট, মিউজিক প্লেয়ার, ভয়েস চ্যাট, টু-ওয়ে কলিং, অ্যালার্ম ক্লক, এবং ব্যাক কেস সহ আরও অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে।
মূল্য: এই ঘরিটি আপনি দারাজ (DARAZ) থেকে মাত্র ৯৩০ টাকায় ক্রয় করতে পারবেন। ডিফারেন্ট টাইপের স্মার্ট ফিচারের কারণে Q12 স্মার্ট ওয়াচটি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট চয়েস। এটি শুধুমাত্র তাদের পছন্দ হবে না, বরং তাদের নিরাপত্তার জন্যও উপযোগী হবে।
৫. ডিজেড-০৯ স্মার্ট ওয়াচ
আপনি যদি মাত্র ১০০০ টাকার কমে একটি স্মার্ট ঘড়ি খুঁজে থাকেন তাহলে সেক্ষেত্রে এই DZ09 Smart Watch আপনার জন্য ভালো চয়েজ হতে পারে। কেননা এই স্মার্ট ওয়াচ আপনার বাজেটের মধ্যে পেয়ে জাবেন আর এটি ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
DZ09 Smart Watch-এ রয়েছে 1.56 ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যা একটি পরিষ্কার এবং প্রাণবন্ত ভিউইং অভিজ্ঞতা প্রদান করে। এতে ব্যবহৃত হয়েছে ৩৮০ mAh এর শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে স্মার্ট ওয়াচটি চালু রাখতে সক্ষম। এছাড়াও এতে Micro SIM Card ব্যবহারের সুবিধা রয়েছে, যা বিভিন্ন সংযোগের প্রয়োজন মেটাতে সাহায্য করে। DZ09 Smart Watch এর দাম হচ্ছে মাত্র ৮৯৯ টাকা।
আপনি যদি একটি কার্যকর এবং বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ খুঁজছেন, তাহলে DZ09 Smart Watch আপনার জন্য একটি আদর্শ পছন্দ। এটি তার কার্যকারিতা এবং সাশ্রয়ী মূল্যের মিশ্রণে অনেক ক্রেতার শীর্ষ পছন্দ হয়ে উঠেছে।
কম দামে মোবাইল ঘড়ি
আপনারা অনেকেই অনলাইনে প্রতিনিয়ত কম দামে মোবাইল ঘড়ি সম্পর্কে জানতে চেয়ে থাকেন। এজন্য আমরা পোষ্টের এই অংশে ২০২৫ সালে কম দামে মোবাইল ঘড়ি নিয়ে আলোচনা করেছি।
টি৮০০ আল্ট্রা স্মার্ট ওয়াচ
টি৮০০আল্ট্রা স্মার্ট ওয়াচ মডেলের ঘড়িটিও খুবই জনপ্রিয়। এটি পুরুষ এবং মহিলা সকলেই ব্যবহার করতে পারবে। বাজারে এর দাম হচ্ছে মাত্র ৮৯০ টাকা।
টি৮০০ আল্ট্রা স্মার্ট ওয়াচ এর যেগুলো বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হল-
- Display: 1.99-inch IPS
- Resolution: 240 x 285P
- Battery: 350mAh Lithium
- Protection: IP67 Waterproof
- Calling Feature: Yes (Bluetooth)
- Monitor: Hearth, Oxyzen, Sleep
টি৮০০ আল্ট্রা 2 স্মার্ট ওয়াচ
T800 Ultra 2 Smart Watch ২০০ এম এ এইচ ব্যাটারিচালিত ১.৯৯ ইঞ্চি ডিসপ্লের একটি ঘড়ি, যেখানে রয়েছে ৩২ এম র্যাম। ঘড়িটি দেখতে স্টাইলিশ এবং শতভাগ পানিরোধক। বাজারে এর দাম মাত্র ৮৯০ টাকা।
এবার দেখে নেই T800 আল্ট্রা 2 স্মার্ট ঘড়ির যেগুলো বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হল–
- Battery: 200mAh
- Display: 1.99-inch
- RAM: 32m
- Charging: Wireless System
- Resolution: 240 x 296p
- Monitor: Hearth, Oxyzen, Sleep
৩। T900 Ultra Smart Watch
T900 আল্ট্রা স্মার্ট ওয়াচ দেখতে খুবই স্টাইলিশ এবং পরেও আরামদায়ক। ভালো মানের স্মার্ট ওয়াচ হিসেবে একদম আপনার সামর্থ্যের মধ্যে কিনতে পারবেন। এতে রয়েছে ৩৮০ এম এ এইচের লিথিয়াম ব্যাটারি, আপগ্রেড চিপ এবং আরও বিভিন্ন ফিচার। এর দাম হচ্ছে মাত্র ৮৯০ টাকা।
T900 আল্ট্রা স্মার্ট ওয়াচ এর যেগুলো বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হল–
- Display: 1.99″ IPS Touch
- Resolution: 280 x 320p
- RAM: 196 KB
- ROM: 1MB + 64MB
- Battery: 380mAh Lithium-ion Polymer
- Charge Mode: Wireless
- Usage Time: Up to 10 days
- Chip: New Upgrade Chip
- Notifications: Call, SMS, Apps
৪। টি৯০০ আল্ট্রা 2 স্মার্ট ওয়াচ
টি৯০০ আল্ট্রা ২ স্মার্ট ঘড়িতে রয়েছে এলুমিনিয়াম বডি। ২.১৯ ইঞ্চি ডিসপ্লে, টি ৯০০ আলট্রা ২ মাস্টার চিপ এবং ওয়ারলেস টার্জিং সুবিধা। বাজারে অন্যতম সেরা এই স্মার্ট ঘড়িটির দাম মাত্র ৯৫০ টাকা।
টি৯০০ আল্ট্রা ২ স্মার্ট ঘড়িটির যেগুলো বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হল–
- Battery: 360mAh
- Display: 2.19” IPS Display
- Build-in Game: Yes
- Body Material: Aluminum
- APP Name: Hiwatch Pro
- Flash Memory: 32MB+32MB
- Resolution: 320*386
- Charging Method: Wireless
- Monitor: Hearth, Oxyzen, Sleep
৫। টি১০ আল্ট্রা স্মার্ট ওয়াচ
বাজেটের মধ্যে টি১০ আল্ট্রা স্মার্ট ওয়াচ আপনার ডিজিটাল জীবনযাত্রার মান বাড়িয়ে দিবে। এতে রয়েছে ২.০২ ইঞ্চি ডিসপ্লে। জি সেন্সর সুবিধা। ব্লুটুথ কানেকশন সুবিধাসহ নানা ফিচার। এত সুবিধা সম্বলিত স্মার্ট ঘড়ির দাম মাত্র ৯৯০ টাকা।
এবারে টি১০ আল্ট্রা স্মার্ট ওয়াচ এর আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যেমন–
- Battery: 200mAh
- Display: 1.99-inch
- RAM: 32M
- Resolution: 240 x 296p
- Use time: Up to 7 Days
- Charging: Wireless
- Monitor: Hearth, Oxyzen, Sleep
মোবাইল ঘড়ি সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে ২০২৫ সালের আপডেট তথ্য অনুযায়ী 1000 টাকার মোবাইল ঘড়ি এবং কম দামে মোবাইল ঘড়ি সম্পর্কে আরো অন্যান্য বিষয়াদি নিয়ে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনি এই যদি পোষ্টটি শুরু থেকে শেষ অবদি পড়েন তাহলে আশা করছি মোবাইল ঘড়ির যাবতীয় দামসমূহ জেনে আপনাদের উপকারে আসবে। মোবাইল ঘড়ির দাম সম্পর্কে কোন মতামত কিংবা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।