খ্রিষ্টানদের বড় দিন কবে – বড় দিন কত তারিখ

সম্মানিত পাঠক, আপনি কি খ্রিষ্টানদের বড় দিন কবে এবং বড় দিন কত তারিখ সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে এই নিয়ে সঠিক সন্ধান পেতে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। আমরা আজকের এই ব্লগ পোষ্টে আপনাদের সুবিধার কথা ভেবেই খ্রিষ্টানদের বড় দিন কবে ও বড় দিন কত তারিখ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। 

খ্রিষ্টানদের বড় দিন কবে

তো আপনি যদি আজকের সম্পন্ন ব্লগ পোষ্ট জুড়ে থাকেন, তাহলে খ্রিষ্টানদের বড় দিন কবে তা জেনে নেওয়ার পাশাপাশি বড়দিন বা ক্রিসমাস কি, ক্রিসমাস বা বড়দিনের ইতিহাস, খ্রিস্টানদের বড়দিন এর খাবার এবং খ্রিস্টানদের প্রধান উৎসব কি কি তা নিয়ে জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে বড়দিন বা ক্রিসমাস কি সেই সম্পর্কে কিছু কথা জেনে নেই। 

বড়দিন বা ক্রিসমাস কি

বড়দিন বা ক্রিসমাস ডে আসলে প্রতি বছর ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তবে এ দিনে যীশুর জন্ম আসলেই হয়েছে কিনা তা সঠিকভাবে ক্লিয়ার হওয়া যায় নি। আদি যুগে খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে মেরির গর্ভে এই তারিখের ঠিক নয় মাস আগে আসেন যীশু। তাহলে সেই হিসাব মোতাবেক ডিসেম্বর মাসের ২৫ তারিখে তারিখে যীশুর জন্ম তারিখ ধরে নেয়া হয়।

এই উৎসব উপলক্ষে একটি বিশেষ মৌসুম হিসেবে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় চলে। বিগত কয়েকটি দশকে বিশ্বের অনেক দেশে বড়দিনের অর্থনৈতিক প্রভাব প্রতিনিয়ত প্রসারিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশে ছুটির দিন হিসেবে বড়দিন পালন বা উদযাপন করা হয় এর পাশাপাশি বাংলাদেশেও বড়দিন হিসেবে পালিত হয়।

আরো পড়ুনঃ-  শহীদ বুদ্ধিজীবী কারা - ৫ জন বুদ্ধিজীবীর নাম

খ্রিষ্টানদের বড় দিন কবে

বড় দিন কত তারিখ বা খ্রিস্টানদের বড়দিন কবে এটি অনেকেই জানে আবার অনেকেই আছেন যারা এই সম্পর্কে মানে বড় দিন কত তারিখ সে সম্পর্কে জানেন না। তারা চাইলে আমাদের আজকের পোষ্টের এই অংশ থেকে খ্রিস্টানদের বড় দিন কবে তা জেনে নিতে পারবেন।

বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টানদের একটি বাৎসরিক উৎসব। প্রতি বৎসর খ্রিস্টানরা দিনটিকে ভক্তির সাথে উদযাপন করে থাকে। বড়দিন হলো যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবেই পালন করা হয়ে থাকে। ২৫শে ডিসেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে। এদিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবেই পালিত হয়ে আসছে।

ধারণা করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রভু যীশু খ্রীষ্ট এই দিনে জন্মগ্রহণ করে ছিলেন। তাই এই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বড়দিন খ্রিস্টানদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। আশা করি আপনারা এই অংশ থেকে খ্রিষ্টানদের বড় দিন কবে তা জানতে পেরেছেন। এবার চলুন, ক্রিসমাস বা বড়দিনের কিছু ইতিহাস নিয়ে জেনে নেওয়া যাক।

ক্রিসমাস বা বড়দিনের ইতিহাস

ক্রিস্টমাস (Christmas) শব্দটি এসেছে মূলত খ্রীষ্টের মাস শব্দটির যুগ্ন অর্থ থেকে। ইংরেজি ও আদি শব্দ থেকে এর শব্দটি উৎপত্তি থেকে। ১০৩৮ সালের একটি রচনায় শেষোক্ত শব্দটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। “Cristes” শব্দটি এসেছে মূলত গ্রিক Christos শব্দ থেকে এবং maesse শব্দটি উদ্ভূত হয়েছে বা এসেছে ল্যাটিন missa (পবিত্র উৎসব) শব্দ থেকে উদ্ভূত।

আর অপরদিকে Christ বা খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর প্রাচীন গ্রিক ভাষায় X বলা হয়। এই অক্ষরটি ল্যাটিন অক্ষর X এর স্বরূপ। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে তাই এই অক্ষরটি খ্রিস্ট শব্দের নাম সংক্ষেপে হিসেবে ব্যবহার করা হয়ে আসছে।

মূলত এই জন্যেই খ্রীষ্টমাস (Christmas)নামটি সংক্ষেপে এক্সমাস কথাটি ব্যবহার হয়ে থাকে। যিশুখ্রিস্টের জন্ম উৎসব আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধানে বাংলায় বড়দিন আখ্যা হিসেবে বলা হয়েছিল যে মুলত প্রতি বছর ডিসেম্বর মাসেরত ২৩ থেকে দিন বড় হবে এবং রাত ছোট হবে। 

আরো পড়ুনঃ-  ২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস - ২৬ মার্চ ১৯৭১ এর ইতিহাস

বড়দিন বা ক্রিসমাস উদযাপন

বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রেই বড়দিন সরকারি ছুটির দিন এবং একটি প্রধান উৎসব হিসেবে পালিত হয়। এমনকি যারা খ্রিস্টান নয় এমন বিভিন্ন দেশেও মহাসমারোহে এই বড়দিন পালন করতে দেখা যায়। মূলত বড়দিন উদযাপনের সূত্রপাত ঘটেছিল কয়েকটি খ্রিস্টান দেশে পূর্বতন ঔপনিবেশিক শাসনকালে।

অন্যান্য দেশগুলিতে বৈদেশিক সংস্কৃতিক প্রভাবে বড়দিন উদযাপন শুরু হয়। প্রায় বলতে গেলে প্রতিটি দেশে ডিসেম্বর মাসের ২৫ তারিখে বড়দিন উদযাপন করা হয়। তবে কয়েকটি ইন্টারন্যাশনাল চার্চ রয়েছে যেগুলো দেশ মূলত ( রাশিয়া, জজিয়া, মিশর, আর্মেনিয়া ও সাবিয়া) জানুয়ারি মাসের ৭ তারিখে বড়দিন পালন বা উদযাপন করে থাকে। 

কারণ এই সকল চার্জ ঐতিহ্যশালী জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। জুলিয়াস ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বর প্রমাণ জর্জিয়ার ক্যালেন্ডারের ৭ জানুয়ারি তারিখে পড়ে। সারাবিশ্বে, জাতীয় ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক পার্থক্যের প্রেক্ষিতে বড়দিন উৎসব উদযাপন করার মাধ্যমটি অনেক সময় অভিন্ন হয়ে থাকে।

জাপান দেশ থেকে শুরু করে কোরিয়ার মতো দেশেও খ্রিস্টানদের সংখ্যা তুলনামূলক কম থাকা সত্তেও বড়দিন তাদের কাছে অনেক একটি জনপ্রিয় উৎসব। তো আশা করছি আপনারা এই অংশ থেকে বড়দিন বা ক্রিসমাস উদযাপন নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এবার চলুন, খ্রিস্টানদের বড়দিন এর খাবার নিয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক।

খ্রিস্টানদের বড়দিন এর খাবার

আমাদের বাংলাদেশে বড়দিনের উল্লেখযোগ্য খাবার নানা ধরনের পিঠা। খ্রিস্টানরা অতিথি আপ্যায়ন ছাড়াও তাদের যতরকম আত্মীয়-স্বজন রয়েছে তাদেরকে উপহার দেওয়ার পাশাপাশি তাদের আশেপাশের প্রতিবেশীদেরও উপহার হিসেবে পিঠা দিয়ে থাকে। এছাড়া তাদের বাড়িতে বাড়িতে মুখরোচক খাবার তৈরি করে গির্জায় সম্মিলিত ভোজের ব্যবস্থা করে থাকেন।

রাজধানী ঢাকার মিরপুরে সেভেনথ অ্যাডভেন্টিস্ট চার্চের পরিসর এর মধ্যেই একটি ভবনের ছয় তলায় সপরিবারের থাকেন সুইটি রিচিল। তার বাসায় গিয়ে দেখা যায়, ঘরভর্তি অতিথিরা এসেছেন। রিচিল তখন আমাকে বসতে দিয়ে নিয়ে আসলেন বিশেষ এক ধরনের শুভেচ্ছা পানীয়।

আরো পড়ুনঃ-  বিজয় দিবসের শুভেচ্ছা - বিজয় দিবসের স্ট্যাটাস

তিনি বলেন, সকালে হালকা পাতলা নাস্তা করে পরিবারের সকলে একসাথে নিয়ে গির্জায় প্রার্থনা করতে যেতেন। প্রার্থনা শেষ করার পরে গির্জার রান্না করা খাবার একসাথে সবাই মিলে খেতে বসতেন। এর মধ্যে বিভিন্ন ধরনের সন্দেস জাতীয় খাবার ও বিরিয়ানি রয়েছে। 

খ্রিস্টানদের প্রধান উৎসব কি কি

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সমূহঃ

  • যিশুখ্রিস্টের জন্ম জয়ন্তী (বড়দিন)
  • হোলি উইক বা পবিত্র শব্দ
  • মন্ডি থার্সডে
  • গুড ফ্রাইডে
  • ইস্টার সানডে

এই সকল দিবসে খ্রিস্টান ধর্মের বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করে। বড় দিন কত তারিখ এই নিয়ে আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হয়েছে। এবং আরো রয়েছে খ্রিস্ট ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান ও এর ইতিহাস।

বড় দিন কত তারিখ

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব প্রতি বছর ২৫শে ডিসেম্বর। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে উৎসবটি পালন করা হয় তাই বলা যায় ২৫ শে ডিসেম্বর বড়দিন। এটি লাইনটি পড়লেও বড় দিন কত তারিখ সে সম্পর্কে আপনি জানতে পারবেন।

খ্রিষ্টানদের বড় দিন সম্পর্কে লেখকের মতামত

বড় দিন কত তারিখ বা খ্রিষ্টানদের বড় দিন কবে সেই সম্পর্কে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছে। আশা করা যাচ্ছে বড় দিন কত তারিখ এটা সকলে জানে। তবে একটি মজার বিষয় হচ্ছে প্রতিটা দেশে কিন্তু বড়দিন একই তারিখে উদযাপন করা হয় না। কারণ অন্যান্য দেশের মানুষেরা আবার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নয় বরং তারা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।

তাই বড় দিন কত তারিখ বা খ্রিস্টানদের বড় দিন কবে সেই সম্পর্কে এ পোস্টের মাধ্যমে জানতে পারবেন। খ্রিষ্টানদের বড় দিন কবে ও বড় দিন কত তারিখ সেই সম্পর্কে এবং খ্রিস্টানদের দিনের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান ও খাবার-দাবার সম্পর্কেও জানতে পারবেন। বড় দিন কত তারিখ ও খ্রিষ্টানদের বড় দিন কবে সে সম্পর্কে এই পোস্টটি লেখা হয়েছে।

Leave a Comment