প্রিয় দ্বীনি ভাই ও বোন আপনি কি তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল সেই সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে তাহাজ্জুদ নামাজ নিয়ে সঠিক তথ্য পেতে আপনি একদম ঠিক স্থানেই এসেছেন। আমরা আজকের এই ব্লগ পোষ্টে আপনাদের সুবিধার কথা ভেবেই তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
তো আপনি যদি আজকের সম্পন্ন ব্লগ পোষ্ট জুড়ে থাকেন, তাহলে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল জেনে নেওয়ার পাশাপাশি তাহাজ্জুদ নামাজের ছানা, তাহাজ্জুদ নামাজ এশার নামাজের পর পড়া যাবে কি এবং তাহাজ্জুদ নামাজ পড়ার উপকারিতা জানতে পারবেন। আশা করি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে তাহাজ্জুদ নামাজের সময় কাজে আসবে।
উপস্থাপনা – তাহাজ্জুদ নামাজ
প্রতিটা নামাজই ফজিলতসম্পন্ন। মহান আল্লাহ্ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা সাধারনত ৫ ওয়াক্ত নামাজের নিয়ম জানি কিন্তু অনেকেই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানি না। তাদের ক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
যাদের তাহাজ্জুদের নামাজ পরার ইচ্ছা বা আগ্রহ আছে কিন্তু তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল বা তাহাজ্জুদ নামাজ এশার নামাজের পর পড়া যাবে কি কিনা কিংবা এই নামাজের উপকারিতা জানেন না তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে জরুরি তথ্যগুলো জেনে নেওয়ার অনুরোধ রইলো। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে তাহাজ্জুদ অর্থ কি সেই সম্পর্কে জেনে নিব।
তাহাজ্জুদ অর্থ কি
“তাহাজ্জুদ” হচ্ছে মূলত আরবি শব্দ। যার অর্থ হল ঘুম ত্যাগ করে অথবা রাত জাগার মাধ্যমে নামাজ আদায় করা। একে আমরা কিয়ামুল লাইলও নামেও চিনি থাকি। আর এটি হচ্ছে মূলত একটি ঐচ্ছিক ইবাদত মানে আপনি ফরজ নামাজের পাশাপাশি মহান আল্লাহর প্রতি আরও যা ফরজ নামাজের মত বাধ্যতামূলক নয়। এটি সম্পূর্ণ ফরজ নামাজের থেকে আলাদা। কিয়ামুল লাইল বা তাহাজ্জুতের নামাজ একান্ত নিজের জন্য।
আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং সাহাবীদেরকে ও পড়ার জন্য উৎসাহিত করতেন। তো আশা করছি আপনারা এই অংশ থেকে তাহাজ্জুদ অর্থ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল তা জেনে নেওয়া যাক।
তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল
প্রিয় পাঠক, আপনারা অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে, তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল। তাই আপনাদের জন্য এই স্টেপে তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই চলুন দেখে নেওয়া যায় তাহাজ্জুতের নামাজ সুন্নত নাকি নফল জেনে নেওয়া যাক।
তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল সেই সম্পর্কে নিচে উল্লেখ করে দেয়া হলঃ
তাহাজ্জুদের নামাজ হচ্ছে মূলত সুন্নত। এর কারণ হচ্ছে আমাদের বিশ্বনবী রাসূল (সাঃ) বলেছেন যে আমার যে কোন আমল অনুসরণ করলেই তা সুন্নাহ। ৫ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্যান্য বাকি নামাজ নফল ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহ তা’আলা ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এছাড়া যতরকম নামাজ রয়েছে সবই নফল বা অতিরিক্ত। রাসুল (সাঃ) এর সুন্নাত দুই প্রকার।
এক প্রকার সুন্নাত যার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আরেক প্রকারের সুন্নত হলো অতিরিক্ত সুন্নাহ হিসেবে যে সুন্নাহ প্রমাণিত হয়েছে। তাহাজ্জুদ এই পর্যায়ের নামাজ। তাহাজ্জদ নামাজ এই দিক থেকে নফল। যেহেতু এটা ফরজ বা ওয়াজিব নয়। সুতরাং রাসূল (সাঃ) আদায় করেছেন, সেহেতু এটি সুন্নাহ।
তো আশা করছি আপনারা এই অংশ থেকে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল তা জানতে পেরেছেন। এবার চলুন, তাহাজ্জুদ নামাজের সূরা সম্পর্কে জেনে নেওয়া যাক।
তাহাজ্জুদ নামাজের সূরা
পুরুষ ও মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম এর চতুর্থ ধাপটি হলো তাহাজ্জুদ নামাজের সূরা। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোন সূরা নেই। আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মতই যে কোন সূরা তাহাজ্জুদ নামাজের সূরা অন্তর্ভুক্ত করতে পারেন। তাছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে পবিত্র কুরআনুল কারীম থেকে বড় বড় সূরা গুলো দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।
তাই সবাইকে অনুরোধ করবো আপনাদের যদি সম্ভব হয় তবে পবিত্র কুরআনুল কারিমের বড় সূরাগুলো দিয়ে পড়তে পারেন। অন্যথায় আপনি যেকোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। তাছাড়া নিম্নে কিছু সূরা দেওয়া হল যা তাহাজ্জুদ নামাজের সূরা হিসেবে পড়তে পারেন।
- সূরা আল-ইনশিরাহ (সূরা 94)
- সূরা আল-দুহা (সূরা 93)
- সূরা আল-ফাতিহা (সূরা 1)
- সূরা আল-ইখলাস (সূরা 112)
- সূরা আল-ফালাক (সূরা 113)
- সূরা আন-নাস (সূরা 114)
তো আশা করছি আপনারা এই অংশ থেকে তাহাজ্জুদ নামাজের সূরা সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন, তাহাজ্জুদ নামাজ এশার নামাজের পর পড়া যাবে কি কিনা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
তাহাজ্জুদ নামাজ এশার নামাজের পর পড়া যাবে কি
আমরা জানি তাহাজ্জতের নামাজ হলো ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয়, তবে যদি কেউ এশার নামাজের পরে আদায় করে তবে তাকে কিয়ামুল লাইল বলা হয় এটা আবার অনেক ওলামায়ে কেরামরা তাহাজ্জুদ নামাজ বলে থাকেন, তাই তাহাজ্জুদ নামাজ কে কিয়ামুল লাইল নামাজও বলা যাই।
এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করাই সব থেকে বেশি উত্তম। তবে আপনি চাইলে এশার নামাজ পরেও আদায় করতে পারনে। তাহাজ্জুদ নামাজের নিয়ম শেষ রাতে নামাজ আদায় করা তবে অনেকের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে এশার নামাজের পরেও তাহাজ্জতের নামাজ আদায় করতে পারেন।
তাহাজ্জুদ নামাজ পড়ার উপকারিতা
আল্লাহ যেমন তাহাজ্জত নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি তাহাজ্জুদ নামাজ পড়ার উপকারিতা ও রয়েছে। তাহলে চলুন তাহাজ্জুদ নামাজ পড়ার উপকারিতা গুলো এক নজরে দেখেনি-
- তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব
- আল্লাহ তার বান্দাদের জন্য ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন
- তাহাজ্জুদের নামাজ আদায়কারীর আত্মা নূরের মত আলোকিত হয়
- তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করলে তা দ্রুত কবুল হয়
- তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে খুব দ্রুত গুনাহ মাফ হয়
- তাহাজ্জুদের নামাজ গুনাহের জন্য কাফফারা স্বরূপ
- তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করলে চেহারা আগের চেয়ে সুন্দর এবং উজ্জ্বল হয়
- তাহাজ্জুদের নামাজ আদায় করলে আর্থিক উন্নতি ঘটে
- আয়ুকাল বৃদ্ধি পায়
- মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে
- আয় রোজগার বৃদ্ধি পায়
- তাহাজ্জদের নামাজ আদায় করার সময় উম্মাহর পিছনে ফেরেস্তারা জামাতে দাঁড়ায়
অতএব আমরা অবশ্যই আল্লাহর অনুশাসন এবং ইসলামের শরিয়া মোতাবেক জীবন যাপন গড়ে তুলবো নবী রাসুলের দেখানো পথ অনুসরণ করব নবীর সকল সুন্নত মেনে চলবো আল্লাহর আনুগত্য প্রকাশ করব। এছাড়াও প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাল্লাহ।
তাহাজ্জুদ নামাজ সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল সেই সম্পর্কে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমার তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল সেই বিষয় নিয়ে লেখা এই পোষ্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহাজ্জুদ নামাজ নিয়ে আপনাদের মাঝে কোন মতামত কিংবা মনে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি মনে করেন যে তাহাজ্জুদ নামাজের এই বিষয়টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানানোর সুযোগ করে দিবেন তাহলে শেয়ার অপশনে গিয়ে এই পোষ্টটি শেয়ার করতে পারেন। আজকে আমরা আপনাদের মাঝে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল তা নিয়ে বিস্তারিত অনেক তথ্য আলোচনা করলাম। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনাদের অনেক উপকারে আসবে।