টোফেন ট্যাবলেট বা সিরাপ আমাদের কাছের খুবই পরিচিত একটি মেডিসিন। ছোট কিংবা বড়দের প্রায় এ ঔষুধটি চিকিৎসকেরা দিয়ে থাকেন। তবে এ ঔষুধ আমরা খেলেও সঠিক ভাবে জানি না এর কাজ কি। তাই আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমরা জেনে নিবো টোফেন ট্যাবলেট এর কাজ সম্পর্কে।
আপনিও কি টোফেন ট্যাবলেটের কাজ কি এবং টোফেন সিরাপ কিসের ঔষুধ এ প্রশ্নের উত্তর খুঁজছেন? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ন পড়–ন। আমাদের আজকের আর্টিকেলটি পড়লে জেনে যাবেন টোফেন ট্যাবলেট এর কাজ কি, টোফেন সিরাপ কিসের ঔষুধসহ টোফেন ওষুধ সম্পর্কে আরও বেশকিছু তথ্য।
টোফেন ট্যাবলেট এর কাজ কি
আমাদের শরীর কখনও সুস্থ আবার কখন অসুস্থ, এটি আমাদের জীবনের একটি অংশ। অসুস্থতায় বিভিন্ন মেডিসিন আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেয়ে থাকি। আর এমন একটি পরিচিত মেডিসিনের নাম হলো টোফেন। এ ঔষধটি চিকিৎসকেরা প্রায় রোগিদের দিয়ে থাকেন। তবে জানেন কি টোফেন ট্যাবলেট এর কাজ কি? তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক টোফেন ট্যাবলেট এর কাজ কি।
হাঁপানি রোগিদের প্রতিরোধক চিকিৎসায় এবং এলার্জিজনিত বিভিন্ন ধরনের চিকিৎসায় যেমন হাঁচি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, ফুসকুড়ি, প্রভৃতি সমস্যায় টোফেন ট্যাবলেট ব্যবহার করা হয়। এছারাও শ্বাাসকষ্টের চিকিৎসায় এ ঔষধ ব্যবহার করা হয়, কারণ এ ঔষধটি খাওয়ার ফলে ফুসফুসের বায়ুথলি প্রসারিত হয়ে থাকে। যার কারনে শ্বাসকষ্টের সমস্যাকে কমানো যায়। ত্বকের সমস্যাতেও ব্যবহৃত হয়ে থাকে টোফেন ট্যালেট। আমাদের শরীরে এলার্জির প্রতিক্রিয়ার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর সে সমস্যাকে কমিয়ে শারিরিক অস্বস্তি অনেকটাই দূর হয় টোফেন ট্যাবলেট খাওয়ার ফলে।
শরীরের একাধিক সমস্যায় টোফেন ট্যাবলেট ব্যবহার করা হলেও, এটি প্রধানত ব্যবহৃত হয় হাঁপানি ও অ্যালার্জি সমস্যার চিকিৎসায়।
কাশির ট্যাবলেট টোফেন
কাশি আমাদের খুবই পরিচিত একটি সমস্যার নাম। বিশেষ করে শীতকালে এ সমস্যা যেন লেগেই থাকে। ঠান্ডাজনিত একটি সমস্যার নাম হলো কাশি। আমরা জেনেছি টোফেন ট্যাবলেট সর্দি, এলার্জি, হাঁপানি প্রভৃতি সমস্যায় ব্যবহার করা হয়। তবে কাশির জন্য এ ট্যাবলেট ব্যবহার করা হয় কি না আমাদের অনেকের মনে প্রশ্ন আসে। তো চলুন জেনে নিন কাশির ট্যাবলেট টোফেন কি না।
এন্টি-হিস্টামিন ঔষধ হলো টোফেন যা এলার্জি, শ্বাসনালীল প্রাদাহজনিত সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন এলার্জিজনিত উপসর্গে ব্যবহার করা হয়। কিন্তু কাশির সমস্যা কমাতে সরাসরি টোফেন ট্যাবলেট কার্যকারী নয়। তবে এলার্জিজনিত কাশির সমস্যায় এটি খেলে উপকার পাওয়া যাবে। অর্থ্যাৎ আপনার কাশি যদি এলার্জি বেড়ে যাওয়ার কারনে হয়ে থাকে তাহলে কাশির উপসর্গ কমাতে সাহায্য করবে এ ট্যাবলেট। কিন্তু সরাসরি কাশি নিরাময়ের ঔষধ হিসেবে এটি ব্যবহার করা পরামর্শ চিকিৎসকেরা দেয় না।
টোফেন ট্যাবলেটের পার্শপ্রতিক্রিয়া
টোফেন ট্যাবলেট নিরাপদ একটি ঔষধ, যদি নির্দিষ্ট পরিমাণে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া হয়। তবে এটি দীর্ঘসময় ধরে খাওয়ার ফলে শরীরে সাধারণ কিছু পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। জানেন কি টোফেন ট্যাবলেটের পার্শপ্রতিক্রিয়াগুলো কি কি? বিস্তারিতভাবে জেনে নিন।
- মাথাব্যাথা
- মাথা ঘোরা
- বমি বমি ভাব ও বমি
- তন্দ্রা
- ওজন বৃদ্ধি
- পেটে গ্যাস ও পেট খারাপ
- মুখ শুষ্ক হওয়া প্রভৃতি
টোফেন সিরাপ কিসের ঔষধ
টোফেন সিরাপ আমরা প্রায় সবাই চিনি। বিশেষ করে আমাদের বাচ্চাদের এটি বেশি দেওয়া হয়। তবে টোফেন সিরাপ কিসের ঔষধ জানেন কি? নিচের আলোচনা থেকে জেনে নিন টোফেন সিরাপ কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
টোফেন সিরাপ বাচ্চাদের জন্য ব্যবহৃত একটি মেডিসিন। বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা থেকে সমাধান দিতে ব্যবহার করা হয়ে থাকে টোফেন সিরাপ। বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যায় খুবই কার্যকারী এ সিরাপ। যেসব বাচ্চাদের ঠান্ডা, সর্দি লেগেই রয়েছে সেসব বাচ্চাদের এ ঔষধটি চিকিৎসকেরা ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকেন। এককথায় বলা যায়, হাঁপানি ও এলার্জিজনিত বিভিন্ন সমস্যার প্রতিরোধকমূলক চিকিৎসার ভালো একটি সিরাপ হলো টোফেন।
তবে বাচ্চাদের টোফেন সিরাপ কখন, কিভাবে খাওয়াবেন তার জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয়।
টোফেন কি কাশির সিরাপ
পূর্বেই আলোচনা করেছি টোফেন সিরাপ বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যায় ব্যবহার করা হয়। বাচ্চাদের বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার বিরুদ্ধে এ সিরাপের কার্যকারিতা অনেক। তবে অনেক মা প্রশ্ন করে থাকে টোফেন সিরাপ কাশির সিরাপ কি না। তো চলুন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
টোফেন সিরাপ সাধারনভাবে সরাসরি কাশি সারায় না। তবে অনেক বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যার কারণে কাশি হয়ে থাকে, বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়ে। সে অবস্থায় আপনি যদি বাচ্চাদের এ সিরাপ খাওয়ান তাহলে ঠান্ডা, সর্দি ভালো হওয়ার সাথে কাশিও ভালো হয়ে যাবে। তাই টোফেন সিরাপ কাশির সমস্যায় ব্যবহার করা যেতে পারে। আশা করি টোফেন কাশির সিরাপ কি না বুঝতে পেরেছেন।
পরিশেষে বলতে চাই টোফেন ঠান্ডাজনিত সমস্যার জন্য কার্যকারী একটি ঔষধ। তবে ঔষধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খাবেন।