আপনি কি পোস্ট কোড কিভাবে বের করব সেই সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন কারণ আমরা সঠিক উপায়ে পোস্ট কোড বের করার নিয়ম জানানোর চেষ্টা করব। তো চলুন ইউনিয়ন পোস্ট কোড ও পোস্ট কোড কিভাবে বের করব সেটা জেনে নেওয়া যাক।
এবং এর পাশাপাশি পোস্ট কোড নিয়ে অন্যান্য যাবতীয় বিস্তারিত তথ্যগুলি সম্পর্কে। পোস্ট কোড আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ঠিকানায় কোন সেবা কিংবা চিঠি পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক পোস্ট কোড দিতে হবে।
আপনারা যদি সঠিকভাবে আপনার এলাকার পোস্ট কোড উল্লেখ না করেন, তাহলে কিন্তু পার্সেল কিংবা চিঠি আপনার ঠিকানায় সহজে এসে পৌঁছাবে না। আবার যারা বিভিন্ন চাকরির আবেদন করেন কিংবা অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন কাজে পোস্ট কোড এর দরকার পড়ে।
তাছাড়া আপনার জমির তথ্য অনুসন্ধান করতে হলে, সে ক্ষেত্রেও পোস্টাল কোড এর দরকার পড়ে। এখন প্রশ্ন হচ্ছে পোস্ট কোড কিভাবে বের করব? তো কথা না বাড়িয়ে পোস্ট কোড কিভাবে বের করব সেটা আসুন দেখে নেয়া যাক। তাই অবহেলা না করে এই ব্লগ পোষ্টটি শেষ অবদি পড়তে থাকুন।
বাংলাদেশ পোস্ট কোড
বাংলাদেশে প্রায় সকল অঞ্চলে একটি নির্দিষ্ট পোস্টাল কোড রয়েছে। আমাদের দেশে মোট ৮টি বিভাগ রয়েছে, জেলা রয়েছে ৬৪টি এবং উপজেলা রয়েছে মোট ৪৯৫টি। আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিভাগীয় অঞ্চল, জেলা অঞ্চল, উপজেলা অঞ্চল, গ্রামীণ অঞ্চল এবং শহর অঞ্চলন সহ বাংলাদেশের সকল অঞ্চলের পোস্টাল কোডগুলি সন্ধান করে জেনে নিতে পারেন।
একটি পোস্টকোড একটি অতিরিক্ত ৪/৫ সংখ্যা সহ একটি ৪/৫ সংখ্যার সংখ্যা নিয়ে গঠিত৷ আপনি আপনার কাছাকাছি পোস্ট অফিসের জন্য পাঁচটি সংখ্যা খুঁজে পেতে পারেন, কিন্তু চারটি সংখ্যা এটি আপনার বাড়িতে নিয়ে যায়। কিছু ক্ষেত্রে, আপনার সঠিক অবস্থানে মেল বা উপহার পেতে আপনার সমস্ত নম্বরের প্রয়োজন৷ তাই আপনার এলাকার পোস্টাল কোড জানা খুবই জরুরি।
বাংলাদেশের সকল কোড বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইটে লিপিবদ্ধ করা রয়েছে। খুব সহজেই আপনি সেখান থেকে যেকোনো ইউনিয়নের পোস্ট কোড বের করে নিতে পারবেন। কিভাবে খুব সহজেই আপনি পোস্ট কোড বের করতে পারবেন, সেটা নিয়ে আমরা নিচের অংশে বিস্তারিত ভাবে তুলে ধরব।
আপনি যদি এখন নিচের অংশটুকু বা নিচের তথ্যগুলো অতি মনযোগের সহকাড়ে পড়েন তাহলে দেশের সকল জেলা-উপজেলা থেকে শুরু করে সকল ইউনিয়নের পোষ্টাল কোড বের করতে পারবেন। উপরে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করলে আপনি বাংলাদেশের ইউনিয়ন এবং ডাকঘরের পোস্ট কোড বের করা খুবই সহজ হবে। আসুন তাহলে কথা না বাড়িয়ে পোস্ট কোড কিভাবে বের করব তা জেনে নেই।
পোস্ট কোড কিভাবে বের করব
পোস্ট কোড বের করতে হলে প্রথমত একটি স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাহায্যে আপনি খুব সহজেই যে কোন স্থানের পোস্ট কোড বের করে নিতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপে একই পদ্ধতি অনুসরণ করে পোস্ট কোড বের করা যায়।
প্রথমত আপনার ডিভাইসে থাকা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন। ব্রাউজারটি ওপেন করার পরে গুগল সার্চ বক্সে গিয়ে আপনাকে “পোস্ট কোড ডাক অধিদপ্তর” টাইপ করে সার্চ সম্পন্ন করা লাগবে।
এরপর আপনাকে প্রথম সার্চ রেজাল্ট (পোষ্ট কোড) বেছে নিয়ে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনি নতুন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আমাদের বাংলাদেশের প্রতিতা জেলার নাম দেওয়া থাকবে।
আপনি যেই জেলার পোস্টাল কোড জানতে চান, সেই জেলার উপরে ক্লিক করতে হবে। তারপর সেই জেলাতে যতগুলো পোস্ট অফিস রয়েছে সেখানে ক্লিক করার পরে আপনার সামনে সবগুলোর কোড চলে আসবে। তারপর আপনি সেখান থেকেই আপনার প্রয়োজনীয় পোস্ট কোড নিতে পারবেন।
এছাড়াও আপনারা চাইলে পোস্টকোডবেজ ওয়েবসাইটের মাধ্যমে পোস্টাল কোড বের করতে পারবেন।
তো আশা করছি আপনারা পোষ্টের এই অংশ থেকে পোস্ট কোড কিভাবে বের করব বা আপনি আপনার এলাকার পোষ্ট কোড কিভাবে বের করবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এবার চলুন ইউনিয়ন পোস্ট কোড সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
ইউনিয়ন পোস্ট কোড
ইউনিয়ন পোস্ট কোড বের করতে হলে আমরা উপরে পোস্ট কোড বের করার যেই কাংখিত নিয়ম উপরের অংশে উল্লেখ করেছি, সেই নিয়ম অনুসরণ করেই আপনি আপনার ইউনিয়নের পোস্ট কোড খুব সহজেই বের করতে পারবেন।
ডাক বিভাগের সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার বা যেই জেলার পোস্টাল কোড অনুসন্ধান করতে চাচ্ছেন, সেই জেলার অধীনে আপনার ইউনিয়ন রয়েছে সেই জেলাতে ক্লিক করলেই সে জেলাতে থাকা সবগুলো পোস্ট অফিসের পোস্ট কোড আপনি দেখতে পাবেন। আর সেখান থেকেই আপনার ইউনিয়ন এর পোস্ট কোড খুব সহজে বের করতে পারবেন।
পোস্ট অফিসের তালিকা
আমাদের বাংলাদেশে অনেকগুলো পোস্ট অফিস রয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা পোস্ট অফিসের তালিকা গুলি জানেন না বিধায় গুগলের কাচ্ছে এসে জানতে চাই। মূলত তাদের সুবিধার কথা ভেবেই আমরা আজকের পোষ্টের এই অংশে পোস্ট অফিসের তালিকা তুলে ধরেছি। তো আপনি যদি বাংলাদেশের পোষ্ট অফিসের তালিকাবদ্ধভাবে জানতে চান, তাহলে মনযোগ দিয়ে নজর দেখে নিন।
বাংলাদেশের পোস্ট অফিসের তালিকা কিভাবে বের করবেন তা নিম্নে উল্লেখ করে দেয়া হলঃ
আপনি যদি পুরো বাংলাদেশে পোষ্ট অফিসের তালিকা জানতে চান তাহলে আপনাকে আপনাকে একটি মোবাইল অথবা ল্যাপটপ থেকে ইন্টারনেট চালু করে গুগল ক্রোম ব্রাউজার বেছে নিয়ে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর সেই পেইজ থেকে গুগল সার্চ বক্সে গিয়ে “ পোস্ট অফিসের তালিকা/ Post office list” লিখে সার্চ করতে হবে।
অথবা আপনি চাইলে ডিরেক্ট এই লিংকে ক্লিক করতে পারেন। তাহলেই আপনাকে একটি এড্রেসে বা পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখবেন বেশ কয়েকটি অপশন রয়েছে।সেখানে চাইলে আপনি ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করে নিতে পারেন এতে আপনার সুবিধা হবে। আবার আপনি চাইলে ইংরেজী সিলেক্ট করেও কাজ করতে পারেন। তবে বাংলা হলে অনেকেরই সুবিধা হবে।
তারপর “ অফিস খুজুন” নামক একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি আসলে কোন জেলা কিংবা বিভাগের পোস্টাল কোডের তালিকা জেনে নিতে চাইছেন সেটা বাংলা বা ইংরেজীতে লিখতে হবে। এরপরে বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করতে হবে তারপরে অফিস দেখান/Show offices নামক অপশনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনার কাংখিত সন্ধান বা আপনি যেই জাইয়গার পোষ্ট অফিসের তালিকা জানতে চাচ্ছেন একেবারে তালিকা বদ্ধভাবে আপনার সামনে চলে আসবে। সেখান থেকেই আপনি জেনে নিতে পারবেন। মূলত এভাবেই আপনি পোস্ট অফিস সমূহের তালিকাগুলো জেনে নিতে পারবেন।
তো আশা করছি আপনারা পোষ্টের এই অংশ থেকে পোস্ট অফিসের তালিকাগুলো সেই সম্পর্কে বিস্তারিতভাবে তালিকাবদ্ধভাবে জানতে পেরেছেন। এবার চলুন পোস্ট অফিস হেল্পলাইন নাম্বারগুলি জেনে নেওয়া যাক।
পোস্ট অফিস হেল্পলাইন
পোস্ট অফিস হেল্পলাইন নাম্বারগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। আসুন তাহলে নিচের অংশ থেকে পোস্ট অফিস হেল্পলাইন নাম্বার গুলো জেনে নেই।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
- ফোন +৮৮-০২-৯৫১১০৪৩
- ফ্যাক্স +৮৮-০২-৯৫১৫৫৯৯
- মেইলঃ info@ptd.gov.bd
ডাক সেবা সংক্রান্ত যোগাযোগ
১। আন্তর্জাতিক অনুসন্ধান কেন্দ্র
- (ট্র্যাকিং এন্ড ট্রেসিং)
- টেলিফোনঃ ০২-২২৩৩৮৩৩৪০
- ০২-২২৩৩৫০৩৯১
- মেইলঃ bpoicc@gmail.com
২। বৈদেশিক ডাক, ঢাকা
- টেলিফোনঃ০২-২২৩৩৮৬৮২৮
৩। ঢাকা জিপিও
- টেলিফোন নংঃ ০২-২২৩৩৫৮৪৪৩, +৮৮০২২২৩৩৫০৭৪৮
৪। চট্টগ্রাম জিপিও
- টেলিফোন নংঃ ০৩১-৬২৭১২০
৫। খুলনা জিপিও
- টেলিফোন নংঃ ০৪১-৭৬০৬৭৭, ০৪১-৭৬২৪৮১
৬। রাজশাহী জিপিও
- টেলিফোন নংঃ ০৭২১-৮১১৩৮২, ০৭২১-৭৭৫৬৮৪
৭। এপিএসও-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
- টেলিফোন নংঃ ০২-৮৯০১১০০
ওয়েবসাইট সংক্রান্ত যোগাযোগ
- সেন্ট্রাল আইসিটি সেল ডাক অধিদপ্তর, ঢাকা-১২০৭
- মেইলঃ ictcell@bdpost.gov.bd
বাংলাদেশ ডাক বিভাগের সেবা সমূহ
ডাক অধিদপ্তর হতে বাংলাদেশের জনসাধারণকে সাধারনত ২ প্রকারের সার্ভিস দিয়ে থাকে। প্রথমটি হলো মূল সার্ভিস আর অন্যটি হচ্ছে এজেন্সি সার্ভিস।
মূল সার্ভিস
- সাধারণ চিঠিপত্র
- রেজিঃ চিঠিপত্র
- জি ই পি
- ই এম এস
- সাধারণ মানি অর্ডার
- ইলেক্ট্রনিক মানি অর্ডার সার্ভিস (ইএমটিএস সার্ভিস)
- পোস্টাল ক্যাশ র্কাড
- পার্সেল সার্ভিস
- ভি পি পি
- ভি পি এল
- ডাকটিকেট বিক্রয়
এজেন্সি সার্ভিস
- ডাক জীবন বীমা
- সঞ্চয় ব্যাংক,সঞ্চয়পত্র বিক্রয় ও ভাঙ্গানো
- প্রাইজ বন্ড বিক্রয় ও ভাঙ্গানো
- বিড়ি ব্যান্ডারোল মূদ্রণ ও বিক্রয়
- সরকারের সকল প্রকার নন পোস্টাল টিকেট মুদ্রণ ও বিতরণ
- সরাসরি জিপিও, প্রথম শ্রেনীর ডাকঘরও ২য় শ্রেনীর হতে এ সেবা প্রদান করা হয় ।
পোস্ট কোড সম্পর্কে লেখকের মতামত
আমাদের দৈনন্দিন জীবনে পোস্ট খুঁজে বের করা বিশেষ করে ব্যবসায়িক কার্যক্রমে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কেননা পোস্ট কোড ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে গুগল অ্যাডসেন্স চিঠিসহ আরও বিভিন্ন পার্সেল ডেলিভারি নিশ্চিত করা যায়। তাই সঠিকভাবে পোস্ট কোড বের করা যায় জেনে রাখাটা খুবই জরুরী। আশা করছি আপনারা এই ব্লগে সেই সঠিক পদ্ধতি জানতে পেরেছেন।
আজকের আর্টিকেল থেকে আপনারা ইউনিয়ন পোস্ট কোড, পোস্ট কোড কিভাবে বের করব, পোস্ট অফিসের তালিকা, পোস্ট অফিস হেল্পলাইন এবং বাংলাদেশ ডাক বিভাগের সেবা সমূহ সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছে ন। তাহলে আজকের এই আর্টিকেলটি এই পর্যন্তই। বিভিন্ন তথ্যবহুল সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল।