বর্তমানে আধুনিক জগতে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ নেই বললেই চলে সেই ইন্টারনেট জগতে রাউটার সম্পর্কিত অনেকেই ধারণা নেয় আবার অনেকেই নেয় না তাই আমরা জানবো কিভাবে রাউটার সেটআপ দিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত কিছু যাবতীয় তথ্য। শুধুমাত্র রাউটার ক্রয় করলেই হবে নাহ। বরং সেই রাউটার আপনি কিভাবে সেটাপ করবেন সেই বিষয়ে জেনে রাখতে হবে।
এতে ওয়াইফাই ব্যবহার করাটা আপনার জন্য সুবিধা জনক হবে। মানলাম যে যাদের মাধ্যমে মানে যেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমে নেট কানেকশন নেয়া হয় তারাই সবকিছু সেটাপ করে দেয়। কিন্তু যদি অন্য কোন সময় কোন সমস্যায় পড়েন তাহলে কি তাদের সেই সময় ডাকা সম্ভব হবে? নিশ্চয় না। তারা একটা সময় আপনাকে বেধে দিয়ে বলবে স্যার আমরা অমুক সময় আসব।
তাই আমার মনে হয় কোন সমস্যায় পড়লে যাতে আমরাই সমাধান করতে পারি এইজন্য কিভাবে রাউটার সেটআপ দিতে হয় সেই সম্পর্কে এ টু জেড তথ্য জেনে নেওয়া দরকার। আমরা এ সকল তথ্য নিয়েই এই আর্টিকেলটি আলোচনা করেছি। তাই আমি সাজেস্ট করব একেবারে শেষ পর্যন্ত পড়ার জন্য।
রাউটার কি
রাউটার হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস। যা একটি কম্পিউটার নেটওয়ার্ককে অন্য কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এজন্য মডেম এবং কম্পিউটারের মধ্যে রাউটারের স্থান করা হয়। সুতরাং এক কথায় বলতে গেলে রাউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস।
যার মাধ্যমে ইনকামিং নেটওয়ার্ককে সক্রিয়ভাবে অ্যাকসেস দেয় এবং সেটিকে অ্যানালাইস করে, অন্য নেটওয়ার্কে ফরোয়ার্ড করে। আরও সহজ ভাষায় বললে রাউটার ইনকামিং নেটওয়ার্ক থেকে packet ডাটা access করে, এবং তা আবার নেটওয়ার্কের খোঁজ নিয়ে, packet ডাটা গুলি move করে দেয়।
রাউটার কত প্রকারের হয়
রাউটার মূলত ৩ প্রকারের হয়ে থাকে যথাঃ
- Wired Router (Broadband Router)
- Wireless Router
- Core Routers
রাউটার কি কাজ করে
রাউটার ব্যবহার করা হয় নেটওয়ার্কের জন্য এবং নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে, তাই রাউটার হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। আর এটি বিভিন্ন কেবল থেকে নেটওয়ার্ক গ্রহণ করে আবার সেই নেটওয়ার্ককে বিভিন্ন ডিভাইসে সঞ্চারিত করে। ফলে একই নেটওয়ার্ক নানান ভাগে বিভক্ত হয়ে, অন্যান্য ডিভাইস সমূহে ইন্টারনেট সংযোগ ঘটায়।
কিভাবে রাউটার সেটআপ দিতে হয়
রাউটার বা ওয়াইফাই সকলে ব্যবহার করে থাকেন কিন্তু কেউ সেটআপ দিতে হয় জানেন না। তাদের জন্যই মূলত আমরা এই আর্টিকেলটি লিখলাম। তো চলুন রাউটার সেটআপ দেওয়ার নিয়ম কানুন জেনে নেওয়া যাক। রাউটার সেটআপ দেওয়ার সর্বপ্রথম ধাপ হল রাউটার অন করে নিতে হবে এবং রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে।
এরপর যেকোনো একটি ব্রাউজারে ঢুকে ১৯২.১৬৮.০.১ সার্চ করুন। এরপরে একটি স্টার্ট বাটন আসবে সেখানে ক্লিক করতে হবে। এরপরে ভাষা নির্বাচনের একটি অপশন আসবে সেখানে গিয়ে ভাষা নির্বাচন করে নিতে হবে । এবার একটি অপশন আসবে সেখানে লেখা থাকবে ক্লিক টু দা অ্যাডভান্স বাটন সেখানে গিয়ে আপনার রাউটারের পাসওয়ার্ড দিতে হবে এবং এপ্লাই করতে হবে।
এরপরে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে লেখা থাকবে ক্লিক টু ভেরিফাইয়ের সেখানে গিয়ে ক্লিক করতে হবে । আপনি বিভিন্ন রকমের রাউটার সিলেক্ট করতে পারেন যেমন ডি-লিংক, টিপি-লিং, টেন্ডা, নেগার, আইবাল, এসাস ইত্যাদি এর ভিতর যে কোন একটি কোম্পানির রাউটার ব্যবহার করতে পারেন।
এরপর একটি অপশন থাকবে সেটা হল এডমিন প্যানেল সেখানে প্রবেশ করতে হবে এবং সেখানেও একটি অপশন থাকবে কুইক সেটআপ মেনু নামে সেখানে গিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে। তারপরে একটি অপশন আসবে ইন্টারনেট এক্সেস সেটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।
আরেকটি অপশন আসবে সেখানে কয়েকটি ঘরে টিক চিহ্ন দিতে হবে, যেমন ফোন নাম্বার, আপনার ইউজারনেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে। এরপরে আইপি এবং ম্যাক এই দুইটির ওপর নির্ভরশীল হলে যে কোন একটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে ।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড এর একটি অপশন আসবে সেখানে নাম ও পাসওয়ার্ড দিলেই আপনার রাউটার সেটআপ দেওয়া হয়ে যাবে।
আপনি যে কোন ডিভাইস দিয়ে রাউটার কানেক্ট করতে যান অথবা রাউটার সেটআপ দিতে চান না কেন সবগুলো ডিভাইসের মাধ্যমেই একই রকম পদ্ধতিতে সেটআপ দিতে হয়।
রাউটার ব্যবহার করার নিয়ম
প্রত্যেকটা রাউটার ব্যবহারের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সর্বপ্রথম রাউটার নিরাপদের রাখতে হলে পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। কারণ রাউটারের পাসওয়ার্ড না দিলে অনেক জন কানেক্ট করে তা চালাতে পারবে এবং আপনার রাউটারের স্পিড কমে যাবে।
তাই পাসওয়ার্ড অবশ্যই রাখা উচিত এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে পাসওয়ার্ড রিসেট এর মাধ্যমে আপনার পুনরুদ্ধার পাসওয়ার্ড দেওয়া সম্ভব। আর রিসেট দেয়া খুবই সহজ। আপনাকে রাউটারের পাশে থাকা একটি ছোট বাটন থাকবে সেখানে কিছুক্ষণ চেপে ধরলেই এটা রিসেট দেওয়া হয়।
আবার রাউটারে স্পিড বাড়ানোর জন্য মাঝেমধ্যেই রিসেট দেয়াটা উপকারী একটি মাধ্যম। এবং এমন জায়গায় রাউটারটি স্থাপন করা উচিত যেখান থেকে আমাদের নেট কানেকশন কোন বাধাগ্রস্ত যেন না হয় যেমন এক জায়গায় ওয়ারলেস থাকে এবং অনেক দূরে রাউটার থাকে সেক্ষেত্রে নেট প্রবলেম দেখা দিতে পারে তাই কাছাকাছি জায়গায় রাউটার এবং ওয়ারলেসরাখা উচিত এতে স্পিড বৃদ্ধি পাবে।
রাউটার ব্যবহারে কিছু সতর্কতা
নেটের জন্য ভালো মানের রাউটার ক্রয় করতে হবে। আপনি যতটুকু জায়গাজুড়ে ওয়াইফাই কানেকশন নিতে চাচ্ছেন ততখানি কানেকশনের দেওয়ার মতো একটি রাউটার ক্রয় করতে হবে। যেমন বাসা বাড়িতে নিলে বাসা বাড়ির মত এবং অফিস আদালতে নিলে অফিস আদালতের মত রাউটার ক্রয় করতে হবে। কারণ ভালো মানের রাউটার নিলে নেট স্পিড ভালো পাবেন।
আর রাউটারটি উঁচু স্থানে রাখার চেষ্টা করুন কারণ যত উঁচুতে রাখবেন তত নেট বেশি পাবে। তাই উঁচু এবং ফাঁকা স্থান বেছে নিয়ে রাউটার প্রতিস্থাপন করবেন তাহলে নেটের কোন সমস্যা হবে না ফুল নেট পাবেন। এর পাশাপাশি খেয়াল রাখবেন যে জায়গায় রাউটার রাখলে নেটওয়ার্কিং পেতে বাধাগ্রস্ত হবে সেখানে না রাখাই ভালো। কেননা সেখানে রাখলে নেটওয়ার্কের সমস্যা দেখাবে এবং নেট স্লো হয়ে যাবে।
তাই যেখানে এসব বাধাগ্রস্ত বা সমস্যা দেখাবে সেখানে না রাখাই ভালো। আর আকাশ মেঘলা হলে বা মেঘ চমকালে রাউটার কানেকশন অফ রাখার চেষ্টা করুন। কারণ বজ্রপাত হলে রাউটারের সাথে থাকা ডিভাইস গুলোর পুড়ে যেতে পারে, তাই ওয়াইফাই রাউটার সংযোগ বিচ্ছিন্ন রাখার চেষ্টা করুন।
এতে রাউটারের সাথে সংযুক্ত ডিভাইস গুলো সব নিরাপদে থাকবে। রেডিয়েশন থেকে শিশুদেরকে এবং গর্ভবতী মায়েদেরকে দূরে রাখার চেষ্টা করুন। কেননা রেডিয়েশনের প্রভাবে এদের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এই দিকটি খেয়াল রেখে আমাদেরকে রাউটারের ব্যবহারের দিকে সতর্ক থাকতে হবে।
সেকেন্ডারি রাউটার কিভাবে ব্যবহার করতে হয়
যদি দ্বিতীয় রাউটারের ওয়্যারলেস ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটিকে একটি ইথারনেট তারের সাথে প্রথম রাউটারের সাথে সংযুক্ত করতে হবে। নতুন রাউটারের আপলিংক পোর্টে তারের এক প্রান্ত প্লাগ করুন (কখনও কখনও WAN বা ইন্টারনেট লেবেল করা হয়)। এর আপলিংক পোর্ট ব্যতীত প্রথম রাউটারের যেকোনো ফ্রি পোর্টে অন্য প্রান্তটি প্লাগ করুন।
রাউটার সেটআপ সম্পর্কে লেখকের মতামত
আজকের আর্টিকেল থেকে আপনারা কিভাবে রাউটার সেটআপ দিতে হয়, রাউটার ব্যবহার করার নিয়ম, রাউটার ব্যবহারে কিছু সতর্কতা এবং সেকেন্ডারি রাউটার কিভাবে ব্যবহার করতে হয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। তাহলে আজকের এই আর্টিকেলটি এই পর্যন্তই। বিভিন্ন তথ্যবহুল সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল।