রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার
আপনি কি রবি ইন্টারনেট প্যাকেজ বা আজকের রবি ইন্টারনেট অফার খুঁজতেছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে রবি ইন্টারনেট প্যাকেজ ২০২৪, কম টাকায় বেশি এমবি, ১২ টাকায় ১ জিবি, ১১ টাকায় ২ জিবি, ৪৩ টাকায় ৩ জিবি ইত্যাদি আরও অনেক আকর্ষণীয় রবি ইন্টারনেট অফার শেয়ার করতে চলেছি।
আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি সকল রবি ইন্টারনেট অফার, রবি ইন্টারনেট প্যাকেজ সমূহ, রবি নতুন সিমের অফার, রবি বন্ধ সিমের অফার, রবি ইন্টারনেট রিচার্জ অফার, রবি স্পেশাল অফার, রবি ইন্টারনেট প্যাকেজ কোড, রবি ইন্টারনেট অফার কিভাবে দেখে, ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।
রবি ইন্টারনেট প্যাকেজ
রবি ইন্টারনেট প্যাকেজ, রবি প্যাকেজ ও ব্যবহারকারী ভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রবি ইন্টারনেট অফার পাওয়া যায়। যেমনঃ রবি ১১ টাকায় ১ জিবি,১২ টাকায় ১ জিবি রবি, রবি ১৭ টাকায় ১ জিবি, রবি ৪১ টাকায় ৩ জিবি ইত্যাদি। আপনার জন্য কম টাকায় বেশি এমবি বা রবি ইন্টারনেট অফার জানতে *888# নম্বরে ডায়াল করুন। এছাড়াও আরও ররি ইন্টারনেট অফার সমূহ হলঃ
রবি ১১ টাকায় ১ জিবি
রবিতে কম টাকায় বেশি এমবি পাওয়া যায় বলে রবি সিম দিন দিন বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ১ জিবি রবি এমবি অফার হল রবি সিমে আজে থেকে ২ বছর আগে মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যেত। কিন্তু এখন আর ৯ টাকায় দেয় না ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যায়।
তবে আবার সবার জন্য এই অফারটি প্রযোজ্য নয়। যেগুলো গ্রাহক এই অফার এর জন্য প্রযোজ্য তাদের কে মোবাইলে মেসেজে দিয়ে থাকেন। আপনি যদি রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট পেয়ে থাকেন। রবি ১১ টাকয় ১ জিবি ইন্টারনেট অফার নিতে হলে আপনাকে যেই কোডটি ডায়াল করতে হবে তা হল 21291*699# ।
১২ টাকায় ১ জিবি রবি
রবি ইন্টারনেট অফার ১ জিবির মধ্যে আরও একটি কম টাকায় এমবি অফার ১২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার। এই অফারটির মেয়াদ ৩ দিন। আপনি রবি ১২ টাকায় ১ জিবি অফারটি ২৪ ঘন্টাই ব্যবহার করতে পারবেন। এই রবি এমবি অফারটি নেয়ার জন্য ১২ টাকা রিচার্জ করতে হবে।
রবি ১৭ টাকায় ১ জিবি
রবি ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি নিতে হলে আপনাকে মোবাইনে ১৭ টাকা রিচার্জ করতে হবে। রবিতে ১৭ টাকা রিচার্জেই আপনি ১ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদকাল ৩ দিন। তবে এই রবি এমবি অফারটি সবার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যারা রবি নতুন সংযোগ নিয়েছেন কেবল মাত্র তারাই এই এমবি অফারটি উপভোগ করতে পারবেন। এই অপারটি আপনি মাসে ২ বার এবং বছরে ২৪ বার কিনতে পারবেন।
রবি ৪১ টাকায় ৩ জিবি
রবি ৪১ টাকায় ৩ জিবি এমবি অফারটি সবচেয়ে বেশি জনপ্রিয় রবি ইন্টারনেট প্যাকেজ। ররি সিমের সকল গ্রাহক প্রি-পেইড এবং পোস্ট পেইড উভয় রবি ৪১ টাকায় ৩ জিবি ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন। এই অফারটি মূলত ৪১ টাকা রিচার্জে (২ জিবি + ১ 4G) মেয়াদ ২ দিন। ৪১ টাকায় ৩ জিবি রবি এমবি অফার কোড *123*041#।
রবি ১০০ টাকায় ১০ জিবি
১ মাস মেয়াদী রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট প্যাকেজটিও অনেক জনপ্রিয়। আপনি যদি মাসিক রবি ইন্টারনেট অফার খুঁজে থাকেন তাহলে, এই রবি এমবি অফারটি আপনার জন্য পারফেক্ট, কম দামে বেশি এমবি যার মেয়াদ ৩০ দিন। রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফার কোড *212*900#।
রবি ১৪৮ টাকায় ১৬ জিবি
সাশ্রয়ী মূ্ল্যে দীর্ঘমেয়াদী রবি ইন্টারনেট অফার ২০২৪ এর মধ্যে আর একটি জনপ্রিয় রবি ইন্টারনেট প্যাকেজ ১৪৮ টাকায় ১৬ জিবি। তবে, রবি ১৪৮ টাকায় ১৬ জিবি এমবি অফারের মেয়াদ ১৫ দিন। রবি ১৪৮ টাকায় ১৬ জিবি ইন্টারনেট প্যাকেজটি নিতে আপনাকে *123410# কোডটি ডায়াল করতে হবে।
তাহলেই আপনি এই প্যাকেজটি নিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা এই অংশ থেকে রবি ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার চলুন, রবি ইন্টারনেট অফারগুলি নিচের অংশ থেকে জেনে নেই।
আরো পড়ুন: গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ - গ্রামীণফোন অফার
রবি ইন্টারনেট অফার
বাংলাদেশের সবচেয়ে বেশি বিস্তৃত ৪.৫ জি নেটওয়ার্ক রবি । মূলত কম টাকায় বেশি এমবি-এর জন্য রবি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে রবি গ্রাকদের বিভিন্ন নতুন নতুন ইন্টারনেট প্যাকেজও অফার দিয়ে থাকেন। আজকের এই পোস্টে আমি কিছু লেটেস্ট রবি ইন্টারনেট অফার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনি চাইলে রবি অফার দেখার কোড *888# ডায়াল করে সমস্ত বিভাগীয় অফার দেখতে পারবেন বিনামূল্যে। চলুন, এবার দেখে নেওয়া যাক রবি নতুন সিমের অফার, গুলোঃ
রবি নতুন সিমের অফার
রবি নতুন সিম কিনলেই পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট ফ্রি, জার মেয়াদ ৭ দিন। এছাড়াও তো আরও মিনিট ও এসএমএস অফার তো থাকছেই। আমি মিনিট ও এসএমএস অফার নিয়ে কথা বলবো না আমি মূলত রবি ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব। যাইহোক, যাইহোক রবি নতুন সিমের ইন্টারনেট অফার গুলো হলঃ
- নতুন সিম কিনলেই ২ জিবি ইন্টারনেট ফ্রি মেয়াদ ৭ দিন।
- ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন। মাসে সর্বোচ্চ দুই বার কিনতে পারবেন।
- ৩ দিন মেয়াদে ১৭ টাকা রিচার্জ করলে ১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন।
রবি বন্ধ সিমের অফার
অনেক সময় ব্যবহারকারীও প্যাকেজ ভেদে রবি বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার দিয়ে থাকেন। রবি বন্ধ সিমের অফার জানার কোড *8050# ডায়াল করে ও আপনি বন্ধ সিমের অফার জানতে পারবেন। তাহলে এবার আসুন বেশি কথা না বাড়িয়ে রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার গুলো নিচের অংশে দেখে নেই।
- ৩০ দিন মেয়াদে ৪৮ টাকা রিচার্জ করলে ৬ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
- ১১৯ টাকা রিচার্জে (৩জিবি + ১ জিবি 4G) সাথে ১২০ মিনিট ও ১২০ টি এসএমএস, মেয়াদ ৩০ দিন।
রবি ইন্টারনেট অফার ৩০ দিন
রবি ইন্টারনেট অফার মাসিক খুব কমই পাওয়া যায়, তবে অনেক রবি ইন্টারনেট + মিনিট বান্ডেল প্যাকেজ আছে যার মেয়াদ ৩০ দিন। চলুন দেখে নেওয়া যাক রবি ইন্টারনেট অফার গুলোঃ
- ৩০ দিনের মেয়াদে ২০৯ টাকায় ১.৫ জিবি ইন্টারনেট এর অফার কোড হচ্ছে *123*209#
- ৩০ দিনের মেয়াদে ২ জিবি ইন্টারনেট পাওয়া যাবে মাত্র ২৩৯ টাকা রিচার্জে এর অফার কোড হচ্ছে *123*239#
- ৩০ দিনের মেয়াদে ২৭৮ টাকা রিচার্জে 1GB + 475 মিনিট
- ৩০ দিনের মেয়াদে ৫৯৯ টাকায় ৫ জিবি+৫০০ মিনিট + ১০০ এসএমএস এর অফার কোড হচ্ছে *123*599#
- ৩০ দিনের মেয়াদে ৪৯৯ টাকায় ৭ জিবি +২৫০ মিনিট+১০০ এসএমএস এর অফার কোড হচ্ছে *123*499#
- ৩০ দিনের মেয়াদে ১০ জিবি মাত্র ৩৯৯ টাকায় এর অফার কোড হচ্ছে *123*399#
- ৩০ দিনের মেয়াদে ১৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে মাত্র ৬৪৯ টাকায় এর অফার কোড হচ্ছে *১123*649#
- ৩০ দিনের মেয়াদে ২০ জিবি +৫০০ মিনিট+২০০ এসএমএস পাওয়া যাবে মাত্র ৯৯৯ টাকায় এর অফার কোড হচ্ছে *123*999#
তো আশা করছি আপনারা এই অংশ থেকে রবি ইন্টারনেট ৩০ দিনের অফারগুলি জেনে নিতে পেরেচ্ছেন। এবার চলুন, রবি সিমের শুধুমাত্র রিচার্জ অফারগুলো জেনে নেই।
আরো পড়ুন: পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
রবি রিচার্জ অফার
রবি রিচার্জ অফার, রবি ইন্টারনেট অফার ২০২৪ -এ বিভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাকেজ রয়েছে। সকল ধরনের গ্রাহক এই রবি ইন্টারনেট অফার গুলো উপভোগ করতে পারবেন। রিচার্জে রবি ইন্টারনেট অফার ২০২৪ গুলো হলঃ
- ২৮ দিন মেয়াদে ৪৬ টাকা রিচার্জ করলে ২৫০ এমবি ইন্টারনেট পাওয়া যাবে
- ৩ দিন মেয়াদে ৫৪ টাকা রিচার্জ করলে ২ জিবি ইন্টারনেট পাওয়া যাবে
- ১০১ টাকা রিচার্জে ৬ জিবি (৩ জিবি + ৩ জিবি) ইন্টারনেট মেয়াদ ৭ দিন
- ৭ দিনের মেয়াদে ৫ জিবি ইন্টারনেট ১৪৮ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে
- ১৯৯ টাকা রিচার্জে ১০ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন
- ২৩৯ টাকা রিচার্জে ২ জিবি ইন্টারনেট মেয়াদ ২৮ দিন
- ২৮ দিন মেয়াদে ৩৩৯ টাকা রিচার্জে ৩০ জিবি ইন্টারনেট
- ৫৭৪ টাকা রিচার্জে 1GB + 1000 মিনিট মেয়াদ ৩০ দিন
- ২০৯ টাকা রিচার্জে ১.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন
- ২৫১ টাকা রিচার্জে 2 GB +130 মিনিট + 130 SMS মেয়াদ ২৮ দিন
- ৫৯৯ টাকা রিচার্জে 30 জিবি + 750 মিনিট মেয়াদ ৩০ দিন
রবি ইন্টারনেট অফার দেখার কোড
রবি ইন্টারনেট অফার বা রবি ইন্টারনেট প্যাকেজ দেখার কোড *4# । আপনি এই নম্বরে ডায়াল করলে আপনার জন্য যাবতীয় ইন্টারনেট অফার দেখতে পাবেন। রবি ইন্টারনেট ও মিনিট বান্ডেল অফার দেখার কোড *123*3#। ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য *123*3*5#। রবি ইন্টারনেট স্পেশাল অফার চেক করতে ডায়াল করুন *999#।
রবি ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে লেখকের মতামত
বাংলাদেশের সবচেয়ে বেশি বিস্তৃত ৪.৫ জি নেটওয়ার্ক রবি । মূলত কম টাকায় বেশি এমবি-এর জন্য রবি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে রবি গ্রাকদের বিভিন্ন নতুন নতুন ইন্টারনেট প্যাকেজও অফার দিয়ে থাকেন। আমরা আজকের এই আর্টিকেল আপনাদের সাথে কিছু আপডেট রবি ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে শেয়ার করার চেষ্টা করেছি।
আশাকরি, উপরের রবি ইন্টারনেট অফার গুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের রবি এমবি অফারটি বেছে নিতে পেরেছেন। এই পোস্টটি সম্পর্কে আপনার কেন মতামত থাকলে নিচের কমেন্ট অপশন থেকে কমেন্ট করে জানিয়ে দিন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।