গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ – গ্রামীণফোন অফার

আপনি কি একজন জিপি সিম ইউজার? তাহলে এই পোস্টটি আপনার কাজে আসতে পারে। যতই দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে। সাথেই জিপি সিমের ইন্টারনেট অফার এর দাম যেন ঝড়ের গতিতে বেড়েই চলেছে। এই অবস্থায় রেগুলার ইন্টারনেট অফার কিনা স্টুডেন্টদের জন্য বেশ কষ্টকর হয়ে উঠছে। এছাড়াও অন্যান্য সিমের তুলনায় জিপি সিমের ইন্টারনেট অফারের দাম একটু বেশি এই বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন।

গ্রামীণফোন অফার

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে কম টাকায় জিপি সিমে ইন্টারনেট অফার কেনা যায়। প্রত্যেকটি সিমে কিছু বিশেষ অফার দেওয়া থাকে যে অফার গুলো ব্যবহার করে সহজেই কম মূল্যে  বেশি এমবি ক্রয় করা যায়। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে আসি জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম জেনে আসি।

গ্রামীণফোন রিচার্জ অফার

গ্রামীণফোন নতুন সিম অফার-এ আছে প্রথম রিচার্জে 1 জিবি ইন্টারনেট ফ্রী এবং আরো অনেক আকর্ষণীয় অফার। আপনি নতুন গ্রামীণফোন যে কোন প্যাকেজ, যেমনঃ নিশ্চিন্ত, ডিজুস, বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন ইত্যাদি। তবে প্রথমে আমরা জিপি নতুন সিমের অফার সম্পর্কে জেনে নিব।

গ্রামীণফোন নতুন সিমের অফার

গ্রামীণফোন নতুন সংযোগে প্রথম ৩৪ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট ফ্রি, মেয়াদ ৭ দিন। ১৭ টাকা রিচার্জে (১ জিবি + ১জিবি ফ্রি) = ২ জিবি ইন্টারনেট। (আপনি এই প্যাকেজটি ৯ বার কিনতে পারবেন) পরবর্তী ৬৭ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।

গ্রামীণফোন বন্ধ সিমের অফার

  • ৪৩ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টানেট মেয়াদ ৭ দিন।
  • ৪৭ টাকায় ৫ জিবি মেয়াদ ৭ দিন। ডায়াল কোড *121*5530#
  • ১০১ টাকায় ৩ জিবি মেয়াদ ৩০ দিন।

জিপি ইন্টারনেট রিচার্জ অফার

জিপি ইন্টারনেট রিচার্জ অফার ২০২২ নতুন সিমে ১৭ টাকা রিচার্জে ১ জিবি মেয়াদ ৭ দিন এবং এই অফারটি প্রতিমাসে একবার উপভোগ করতে পারবেন। আপনি যদি নতুন সিমে MyGp অ্যাপে নতুন সংযোগে ১৭ টাকা রিচার্জ করেন তাহলে পাবেন (১ জিবি + ১ জিবি বোনাস) = ২ জিবি। এছাড়াও আরও জিপি ইন্টারনেট রিচার্জ অফার রয়েছে। সেগুলো হলঃ

  • ৩ দিন মেয়াদে ৩৮ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট।
  • ৩ দিন মেয়াদে ৫৭ টাকা রিচার্জে ২.৫ জিবি ইন্টারনেট।
  • ৩ দিন মেয়াদে ৬৩ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট।
  • ৩ দিন মেয়াদে ৬৯ টাকা রিচার্জে ৩.৫ জিবি ইন্টারনেট।
  • ৭ দিন মেয়াদে ৯৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ইন্টারনেট।
  • ৭ দিন মেয়াদে ১১৪ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট।
  • ৭ দিন মেয়াদে ১২৮ টাকা রিচার্জে ৮ জিবি ইন্টারনেট।
  • ৩০ দিন মেয়াদে ৪০৯ টাকা রিচার্জে ৩০ জিবি ইন্টারনেট।
  • ৩০ দিন মেয়াদে ৪৯৯ টাকা রিচার্জে ৪৫ জিবি ইন্টারনেট
  • ৩০ দিন মেয়াদে ৫৯৯ টাকা রিচার্জে ৫৫ জিবি ইন্টানেট।
আরো পড়ুনঃ-  রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার

মূলত উপরের উল্লিখিত অফারগুলোই হচ্ছে এখনকার সময়ের গ্রামীণফোন রিচার্জ অফার। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী অফার কিনে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনারা এই অংশ থেকে গ্রামীণফোন রিচার্জ অফারগুলো জেনে নিতে পেরেছেন। এবার চলুন, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজগুলো তালিকাবদ্ধ ভাবে জেনে নেই।

গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ

জিপি সিম প্রতি বছরে বিভিন্ন সময়ে বেশ কিছু ইন্টারনেট প্যাকেজ পরিবর্তন নিয়ে আসে। এখন মানে ২০২৪ সালে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ নতুন দামে এবং মেয়াদে পাওয়া যাচ্ছে। আজকের এই আর্টিকেলে লেটেস্ট জিপি সিমের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ও তালিকাবদ্ধভাবে তুলে ধরবো। যার মাধ্যমে আপনারা ৭ দিন ও ১৫ দিন এবং ৩০ দিনের ইন্টারনেট প্যাকেজ জানতে পারবেন।

  • গ্রামীনফোন ৫এমবি ২.৭৪টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3002#
  • গ্রামীনফোন ৫১২এমবি ২৮টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3256#
  • গ্রামীনফোন ১জিবি ৩১টাকা, মেয়াদঃ ৫দিন, কোডঃ *121*5087#
  • গ্রামীনফোন ১জিবি ৭৭টাকা, মেয়াদঃ ৭দিন, কোডঃ *121*3056#
  • গ্রামীনফোন ৫৮টাকায় ১১৫এমবি, কোডঃ *121*3005#
  • গ্রামীনফোন ১৪৯টাকায় ৫৫এমবি, কোডঃ *121*3007#
  • গ্রামীনফোন ১৮৯টাকায় ১জিবিজিবি, কোডঃ *121*3390#
  • গ্রামীনফোন ২৩৯টাকায় ১.৫জিবি, কোডঃ *121*3027#
  • গ্রামীনফোন ১৯৭টাকায় ২জিবি (৫১২এমবি ৪জি), কোডঃ *121*3027#
  • গ্রামীনফোন ২৮৯টাকায় ৩জিবি, কোডঃ *121*3458#
  • গ্রামীনফোন ১২০টাকায় ৫জিবি, কোডঃ *121*3458#
  • গ্রামীনফোন ২৯৯টাকায় ৫জিবি, কোডঃ *121*3392#
  • গ্রামীনফোন ৪৯৮টাকায় ১৫জিবি, কোডঃ *121*3459#
  • গ্রামীনফোন ৬৪৯টাকায় ২৫জিবি (৫জিবি ৪জি), কোডঃ *121*3393#
  • গ্রামীনফোন ৯৯৮টাকায় ৫০জিবি (২০জিবি ৪জি), কোডঃ *121*3394#
  • গ্রামীনফোন ১জিবি ৫০টাকা অফার, কোড *121*3390#, মেয়াদ ৩০দিন
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ

গ্রামীন এমবি অফার ৩০ দিনের

আপনি কি গ্রামীন এমবি অফার ৩০ দিনের ক্রয় করতে চাচ্ছেন? তাহলে প্রিয় গ্রামীণফোন ইউজার আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। গ্রামীনফোন সিমে সুযোগ-সুবিধা সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত রয়েছি গ্রামীণফোন সিম বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ফাস্ট টেস্ট নেটওয়ার্ক হিসেবে জানানো হয় এবং গ্রামীণফোন তাদের ইউজারদের জন্য বিশেষ ছাড় এবং অফার দিয়ে থাকে।

আরো পড়ুনঃ-  রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার

১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ৩০ দিনের

গ্রামীণফোন ৩০ দিনের মেয়াদে ১০০ টাকায় ১০ জিবি নিতে হলে আপনাকে *১২১*৫০০৬*১০# এই কোডটি ডায়াল করতে হবে। এই অফার গুলো সীমিত সময়ের জন্য অ্যাভেলেবল রয়েছে তাই দ্রুত ক্রয় করুন ১০০ থেকে ১০ জিবি গ্রামীণফোন অফার।

৩০০ টাকায় ৩০ জিবি গ্রামীণফোন ৩০ দিনের

৩০০ টাকা ৩০ জিবি অফার এক্টিভেট করতে আপনার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করে, *১২১*৫০৬৭*৩০#এই কোটি ডায়াল করুন এবং মাত্র ৩০০ টাকায় ৩০ জিবি অফার এক্টিভেট করুন। এই অফারটি সম্পূর্ণ মাস জুড়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই অফারটির মেয়াদ পুরো ৩০ দিন।

৬৯৯ টাকায় ৮০ জিবি গ্রামীনফোন ৩০ দিনের

৬৯৯ টাকায় ৮০ জিবি গ্রামীণফোন ৩০ দিনে ২০২৪ অফারটি ক্রয় করতে *১২১*৭৭৮*৮০#এই কোডটি ডায়াল করুন। এই কোটি ডায়াল করার মাধ্যমে যেকোনো সময় আপনি সহজেই মাত্র ৬৯৯ টাকায় ৮০ জিবি গ্রামীণফোন অফার ক্রয় করতে পারবেন এবং মেয়াদ রয়েছে ৩০ দিন। অর্থাৎ সম্পূর্ণ মাস জুড়ে মাত্র ৬৯৯ টাকায় ৮০ gb grameenphone অফার ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

তো আশা করছি আপনারা এই অংশ থেকে গ্রামীন এমবি অফার ৩০ দিনের অফারগুলো জেনে নিতে পেরেছেন। এবার চলুন, গ্রামীণফোন মিনিট অফারগুলো তালিকাবদ্ধ ভাবে জেনে নেই।

গ্রামীণফোন মিনিট অফার

বর্তমান সময়ে গ্রামীন ফোন রিচার্জের অ্যাক্টিভিটি হবে ইন্টারনেট ও মিনিট প্যাক। নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট রিচার্জ করলে ধামাকা ইন্টারনেট ও মিনিট প্যাক,উপভোগ করতে পারবেন। যে কোন ফ্লেক্সিলোড পয়েন্ট থেকে প্রিপেইড বা পোস্টপেইড এর মাধ্যমে গ্রাহকের নাম্বারে ইন্টারনেট প্যাক একটিভ হয়ে যাবে। নিচে গ্রামীণফোন বা গ্রামীন মিনিট অফার কোড দেওয়া হল।

৩ ঘন্টা থেকে ৫ দিনের গ্রামীন মিনিট অফার

৭ টাকা রিচার্জে ১১ মিনিট কথা বলার সুযোগ , মেয়াদ(Validity) ৪ ঘন্টা অর্থাৎ রিচার্জের ৪ ঘণ্টার মধ্যে আপনাকে উক্ত মিনিট শেষ করতে হবে। মিনিট কেনার কোড *121*4023#।

১৯ টাকা রিচার্জে ২৭ মিনিট কথা বলার সুযোগ, গ্রামীণফোনের যেকোন নাম্বার থেকে। মেয়াদ 24 ঘন্টা বা দুই দিন। উক্ত মিনিট কিন্তু ডায়াল করুন *121*4402# নাম্বারে।

৪৮ টাকা রিচার্জে ৮০ মিনিট কথা বলার সুযোগ, যে কোন লোকাল নাম্বার থেকে। মেয়াদ ৩ দিন ৭২ ঘন্টা অফারটি নিতে ডায়াল করুন *121*4406# নাম্বারে।

জিপি মিনিট অফার ১৫ দিন

আরো পড়ুনঃ-  রবি ইন্টারনেট প্যাকেজ - রবি ইন্টারনেট অফার

জিপি মিনিট অফার ১৫ দিন মেয়াদে কিনতে চাইলে নিচের মিনিট অফারগুলো কিনতে পারেন। এজন্য, মিনিট অফার কেনার কোডগুলো ডায়াল করতে পারে। প্রতিটি মিনিট অফারের মেয়াদ ১৫ দিন। এছাড়াও, মিনিট অফার চেক করার কোডও উল্লেখ করে দিয়েছি।

জিপি ১৫ দিন মেয়াদে ৩০০ মিনিট মাত্র ১৯৭ টাকায় অফারটি এক্টিভেইট করতে করতে হলে আপনাকে *121*5074# এই কোডটি ডায়াল করতে হবে। গ্রামীনফোন সিমে ১৫ দিন মেয়াদে তেমন বেশি মিনিট অফার নেই। তবে, আপনি চাইলে জিপি ৩ দিন, ৭ দিন, ৩০ দিন মেয়াদের মিনিট অফার কিনতে পারবেন। এছাড়াও, জিপি সিমে ৫ দিন মেয়াদেও অনেক মিনিট অফার কিনতে পারবেন।

জিপি 200 মিনিট অফার 30 দিন

জিপি 200 মিনিট অফার 30 দিন মেয়াদে কিনতে চাইলে আপনার ফোন থেকে ডায়াল করুন *121*4007# কোডটি। তাহলে, ১১৭ টাকায় ২০০ মিনিট ৩০ দিন মেয়াদে গ্রামীনফোন সিমে কিনতে পারবেন।

জিপি সিমের বিভিন্ন মিনিট অফার এর মাঝে ৩০ দিন মেয়াদি মিনিট অফার কিনতে উপরোক্ত কোডগুলো ডায়াল করতে পারেন। এছাড়াও, নিচে আরও অনেক মিনিট অফার এবং এগুলো কেনার কোড উল্লেখ করে দিয়েছি।

জিপি ইন্টারনেট অফার দেখার কোড

আপনি যদি একজন জিপি ইউজার হয়ে থাকেন তাহলে এই ট্রিক্স টি আপনার জন্য কাজে আসবে। অনেকে জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম জানেনা, তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে জিপি ইন্টারনেট অফার দেখার কোড গুলো শেয়ার করব সাথেই জিপি সিম দিয়ে কিভাবে জিপি ইন্টারনেট অফার দেখতে হয় সে বিষয়েও আলোচনা করব। তাই জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম গুলো নিচে দেওয়া রয়েছে এক নজর দেখে নিন।

উপায়১

  • প্রথমে আপনার ডায়াল প্যাড ওপেন করুন
  • এবার ডায়াল করুন *121*3#

উপায় ২

  • একইভাবে প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *121# এই কোডটি ডায়াল করুন।
  • এরপর ডাল প্যাড থেকে 3 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।
  • তারপরে ইন্টারনেট এর সমস্ত অফার গুলো দেখতে পাবেন।
  • মূলত এভাবেই কোড ডায়াল করে জিপি ইন্টারনেট অফার দেখতে হয়।

গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে লেখকের মতামত

প্রিয় পাঠক আমরা আজকের এই পোস্টে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ – গ্রামীণফোন অফারসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি কিভাবে জিপি ইন্টারনেট অফার দেখতে হয় তা জানতে ও বুঝতে পেরেছেন। কোড দিয়ে কিভাবে ইন্টারনেট অফার চেক করবেন সেই বিষয়েও তুলে ধরেছি। তবে আপনি যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে।

Leave a Comment