forsage io কাজ কি – ফরসেজ একাউন্ট খোলার নিয়ম

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা forsage io কাজ কি ও ফরসেজ একাউন্ট খোলার নিয়ম জানেন না ফলে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানার জন্য গুগলে গিয়ে প্রতিনিয়ত সার্চ করে থাকে। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে forsage io কাজ কি আমাদের এই ব্লগপোষ্টটি ওপেন করে থাকেন তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য।

forsage io কাজ কি

কেননা আমরা আজকের এই আর্টিকেলে সম্পন্ন পোষ্টজুড়ে forsage io কাজ কি এবং ফরসেজ একাউন্ট খোলার নিয়ম সহ এক কথায় ফরসেজ সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমার মনে হয় আপনার উচিত হবে অবহ্লেলা না করে শেষ অবদি এই আর্টিকেলটি পড়ে এ বিষয় জানা।

forsage.io কি

forsage.io তে আসলে যারা কাজ করার চিন্তা করছেন বা ডিপোজিট করে অ্যাকাউন্ট করার কথা ভাবছেন তাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় সেটা হল এই forsage.io তা আসলে আর মানুষ কেনইবা এতে ডিপোডিট করে কি। এটি মূলত এক প্রকারের ডিস্যানটেলাইজ সিস্টেম। যেখানে কোন ব্যক্তি বা সাইট বা কোম্পানি নির্দিষ্ট কোন স্বত্বাধিকারী নেই।

এখন হয়তোবা আপনার মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে সেটি হল এখানে যদি কোন ব্যক্তি কোম্পানি বা সাইটে স্বত্বাধিকারী না থাকে তাহলে এটিকে কন্ট্রোল করে কে? এটি কে কন্ট্রোল করে ব্লকচেইন। আগে তাহলে বোঝানো যাক স্যানটেলাইজ এবং ডিস্যানটেলাইজ সিস্টেম কি।

স্যানটেলাইজ হল কেন্দ্রীয় ভূত যেটার একজন মালিক আছে যেটা সম্পূর্ণ নিজে কন্ট্রোল করতে পারে। অপরদিকে ডিস্যানটেলাইজ ব্লকচেইন একটা ম্যাট্রিক্স সিস্টেম যেখানে কোন সার্ভার বা সাইটে নির্দিষ্ট কোন স্বত্বাধিকার বা কন্ট্রোলার থাকে না সকল ইউজারই যেখানে অনার্সশিপ পায়।

আরো পড়ুনঃ-  ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

ডিস্যানটেলাইজ প্ল্যাটফর্ম গুলোর আরেকটি বিশেষ দিক হলো এখানে আপনার কিপ্ট ওয়ালেট অটো যুক্ত থাকে বিধায় উইথড্র করার কোন ঝামেলা নেই কেননা আপনার লাভের টাকা সরাসরি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন।

forsage io কাজ কি

forsage io এর কাজ হচ্ছে মূলত হলো ব্যবহারকারীদের রেফারেল বোনাস ও টিম বোনাস সহ আরও নানান প্রকারের ইনকামের উপায় রয়েছে যেখান থেকে ক্রিপ্টোকারেন্সি হিসেবে ইনকাম করা হয়ে থাকে। অর্থাৎ আপনি চাইলে এই ফরসেজ থেকে রেফার এবং টিম গঠন করে ভালো পরিমাণে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারেন।

পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি গুলো সেল করে আপনার পকেটে টাকা নিতে পারবেন। forsage হলো এক ধরনের বিকেন্দ্রীকৃত যেখানে ব্লকচেনই ভিত্তিক প্ল্যাটফর্ম এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুবিধার্থে একটি স্মার্ট চুক্তি ব্যবহার করে। এটি ইথেরিয়াম ব্লকচেইনে কাজ করে এবং এই forsage ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করার পথ তৈরি করে দেয়।

ফরসেজ প্ল্যাটফর্মে যতগুলো লেনদেন হয় সমস্ত লেনদেনে ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করা হয় বিশেষ করে ইথেরিয়াম। forsage যারা ব্যবহার করে তারা খুব সহজেই ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারে এবং এটি উচ্চ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে কাজ করে। আপনি ফরসেজ ব্যবহার করে যে টাকা উপার্জন করবেন সেটা শুধুমাত্র ব্লকচেইন এবং ইথারিয়াম ওয়ালেট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

ফরসেজ একাউন্ট খোলার নিয়ম

ফরসেজ একাউন্ট খোলার নিয়ম

আপনারা হয়তো অনেকেই forsage.io তে একাউন্ট চালু করতে চাচ্ছেন কিন্তু একাউন্ট চালু করার নিয়ম না জানার ফলে পারছেন না । এখানে অ্যাকাউন্ট খোলা জটিল কোন বিষয় নয়। ফরসেজ অ্যাকাউন্ট করতে হলে আপনাকে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করতে হবে।

এরপর ওয়ালেটে ডলার ডিপোজিট করতে হবে। তারপর forsage.io একাউন্ট চালু করতে হলে ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপরে সেখানে Register নামক অপশন এ ক্লিক করে শুধুমাত্র ১২ ডলার পেমেন্ট করলেই আপনার একাহ্নে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

আরো পড়ুনঃ-  ফেসবুক থেকে ইনকাম করার উপায় - ফ্রি টাকা ইনকাম

এবং বিএনবি স্মার্ট চেইন 0. 012 বিএনবি রাখতে হবে। এরপর আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে এবং সেই সার্চ বারে গিয়ে ফরসেজ ডট আইও লিখে সার্চ দিবেন এবং সেখান থেকে সকল পারমিশন গ্যারান্টিড করে দেয়ার পরে।

সবগুলো প্রসেস ফলো করার মাধ্যমে আপনি এই ডলার গুলো দিয়ে বিভিন্ন ধরনের স্লট ওপেন করতে পারবেন এক্স ট্রিপল এক্স এবং ট্রিপল এক্স ৪ ওপেন হয়ে যাওয়ার পর আপনার সেখান থেকে ইনকাম আসতে শুরু করবে কিছু কিছু ক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন তবে রেফার করলে আপনি নিশ্চিত একটা কমিশন পাবেন। একাউন্ট খোলার জন্য আরো বিস্তারিত জানতে আপনি ইউটিউব এর সাহায্য নিতে পারেন।

ফরসেজ কতদিন থাকবে

যারা এই ফরসেজ এর মাধ্যমে অর্থ উপার্জন করার কথা মাথায় নিয়েছেন তারা জানেন যে এখানে ইনভেস্ট করতে হয়, তো ইনভেষ্ট করার আগে নিশ্চয় ভাবছনে যে ফরসেজ কতদিন থাকবে এটি আবার অন্যান্য সাইটের মত আপনাদের টাকা মেরে দিবে কিনা।

ফরসেজ মূলত একটি ব্লক চেইন সাইট জন্য ফরসেজ এর আত্মসাৎ করার সম্ভাবনা অনেক কম। তাই আপনারা চাইলেই ফরসেজ ডট আইও এই সাইটটিতে নির্দ্বিধায় ইনভেস্ট করে দিতে পারেন। আর যদি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে চান তাহলে ভিডিও প্ল্যাটফর্ম থেকে তথ্য জেনে নিতে পারবেন।

ফরসেজ কি হালাল

বাংলাদেশে অনলাইনে ইনকাম করার মতো অনেক ইনকাম সাইট হয়েছে। তবে আপনি যদি হালাল এবং হারামের কথা চিন্তা করেন তাহলে আমি বলব এই দেশে হালাল অনলাইন ইনকাম প্লাটফর্ম এর চেয়ে হারাম ইনকাম প্লাটফর্ম অনেক বেশি । এবং যেগুলো হালাল হারাম অনলাইন ইনকাম সাইট রয়েছে সেগুলো প্লাটফর্ম থেকেই মূলত বেশি ইনকাম হয়ে থাকে।

এজন্য ফরসেজ ডট আইও এর প্লাটফর্মে আপনাদের ইনভেস্ট করার পূর্বে অনেকের মাথায় কিনতে হবে না আসতে পারে যে ফরসেজ কি হালাল নাকি হারাম। ফরসেজ ডট আইও এর ব্যবহারকারী এবং ফরসেজ এর সাথে সংযুক্ত প্রতিটি মানুষই বলে ফরসেজ হালাল। মূলত তারা জানে না যে আসলে ফরসে হালাল না হারাম। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষদের চিন্তাভাবনা এরকম হয়ে গেছে যে, যেখান থেকে অনেক বেশি ইনকাম শুরু হবে সেই সোর্স টি হালাল। এ ধরনের ভ্রান্ত এবং ভুল ধারনা অনেকেই পোষণ করে থাকেন। যারা ফর্সেজের মূল হোতা রয়েছে তারা বলেন ফরসেস হালাল ও না এবং হারামও না। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সব শেষ না মাখ্রুহ না হয়ে এর হারাম হওয়ার সম্ভাবনা বেশি।

আরো পড়ুনঃ-  গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

forsage io কি কখনো বন্ধ হবে

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জানতে চাই forsage কি কখনো বন্ধ হবে। forsage.io হচ্ছে মূলত এক ধরণের সম্পূর্ণ ডিস্যাটেলাইজ ব্লকচেনই সিস্টেম। ফরসেজ কথাটার সাথে ৩টা জিনিসের মেলবন্ধন রয়েছে সেগুলো হচ্ছেঃ

  • লাইফ টাইম বিজনেস
  • লাইফ টাইম আর্নিং
  • লাইফ টাইম সাপোর্ট

ব্লকচেনই হলো আধুনিক প্রযুক্তি ব্যবস্থা। যদি কোন সাইট যদি কোন সার্ভার যদি ব্লকচেনই এ ডিপ্লয়েড করা থাকে তবে সেটা কখনো স্ক্যাম করেনা ওয়ার্ল্ড ফাস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিস্যাটেলাইজ আর সেই প্ল্যাটফর্ম হলো ফরসেজ ডট আইও। যা মূলত কোনদিন বন্ধ হবেনা। আর এর এই বয়স আমরা অনেকেই জানি যে তিন বছর হয়েছে।

forsage io সম্পর্কে লেখকের মতামত

আপনি যদি ফরসেজ এ কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খুলতে ১২ ডলার প্রয়োজন হবে অর্থাৎ সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট তৈরি করতে চার্জ সহ প্রায় ১৫ ডলারের কাছাকাছি লেগে যাবে। তারপর ফরসেজ একাউন্টে আপনার যত সদস্য বাড়াবেন এবং যত বেশি টিম গঠন করবেন তত আপনার ইনকামটা বৃদ্ধি পাবে।

অনেকেই বলেন যে  ফরসেজ থেকে অনেক ইনকাম করা যায় যা কল্পনার বাহির। কিন্তু আসলে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব একটা ধারনা নেই তাদের সম্পর্কে এইসব প্লাটফর্মে না ঢোকাটাই উত্তম।

Leave a Comment