দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার

আপনারা অনেকেই প্রবাসী রয়েছেন যাদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার প্রয়োজন পড়ে। আজকের এই আর্টিকেলটিতে বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। এছাড়াও বাংলাদেশ এম্বাসি সম্পর্কিত নানান ধরণের প্রয়োজনীয় তথ্য আলোচনা করেছি। যেমন যারা দুবাই রয়েছেন তারা বাংলাদেশ এম্বাসি দুবাই মোবাইল নাম্বার এবং দুবাই এম্বাসিতে যোগাযোগ করার বিভিন্ন মাধ্যমগুলি জেনে নিতে পারবেন।

দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার

আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশের বাইরে থেকে দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার দরকার পড়ে। মূলত এজন্যই আমরা আপনাদের সুবিধার কথা বিবেচনা করে এই পোষ্টে দুবাই বাংলাদেশ এম্বাসি নিয়ে বিস্তারিত যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাই আমার মনে হয় অবহেলা না করে সম্পূর্ণ পোষ্টটি গুরুত্ব সহকাড়ে পড়ে জেনে নেয়া।

উপস্থাপনা

বাইরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে। যেমন পাসপোর্ট পুনর্নবীকরণ, ভিসা আবেদন এবং কনস্যুলার সহায়তা সহ আরও নানান প্রকারের  প্রয়োজনীয় বিষয়ে সহায়তা প্রদানের জন্য শুধুমাত্র তারা দায়ী।

দুবাই বাংলাদেশ এম্বাসির সাথে নিম্নলিখিত উপায়ে আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেই দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার। এবং দুবাই এম্বাসি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং প্রথমেই দুবাই বাংলাদেশ এম্বাসি কোথায় অবস্থিত তা জেনে নিন।

দুবাই বাংলাদেশ এম্বাসি কোথায়

আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলের কাছে জানতে চান যে দুবাই বাংলাদেশ এম্বাসি কোথায় অবস্থিত? তাই আমরা পোষ্টের শুরুতেই আপনাদের এ বিষয়ে অবগত কর। দুবাইয়ে বাংলাদেশ এম্বাসি মূলত আল ওহেদিয়া (Al Ohediya) তে অবস্থিত।

ভিলা নং। 36 ও 145, আব্দুল্লাহ হোসেন আল মালিক ভিলা, 123/3 স্ট্রীট, আবু হাইল রোড, আল উহেদা, দেইর, দুবাই, ইউএই (UAE) এবং পোস্ট অফিস বক্স নং: 4336।

আপনি যদি একেবারে সরাসরি অফিসে গিয়ে কথা বলতে চান তাহলে সংযুক্ত আরব আমিরাত থেকে দুবাই এর দেইরা (Deira) শহরে চলে যেতে হবে। সেখান থেকে উবার দিয়ে আল ওহেদিয়া তে যেতে পারবেন। আবু হাইল কমিউনিটি পার্ক (Abu Hail Community Park) এর বিপরীত পাশে বাংলাদেশি এম্বাসি অবস্থিত। ওয়েবসাইটের অ্যাড্রেস: https://dubai.mofa.gov.bd/bn

আরো পড়ুনঃ-  পাসপোর্ট করার নিয়ম - পাসপোর্ট করতে কত টাকা লাগে

দুবাই বাংলাদেশ এম্বাসি বন্ধের দিন

সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) এর রাজধানী হচ্ছে আবুধাবি (Abu Dhabi)। সেখানে বাংলাদেশ দূতাবাস ও দুবাই এর কনস্যুলেট জেনারেল (Consulate General) অফিসের সাপ্তাহিক ছুটি হিসেবে ঐ দেশটির নতুন নিয়ম গঠন করেছে।

বিগত কয়েক বছর থেকে বাংলাদেশ এর দূতাবাস দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের প্রতি সাপ্তাহিক ছুটি থাকতো সাধারনত শনিবার ও রবিবার। জামাল হোসেন ২০২২ সালের ২৬ ডিসেম্বর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার এর পরিবর্তে ২০২৪ সাল থেকে মানে এই বছর থেকে শনিবার (Saturday) ও রবিবার (Sunday) পূর্ণ দিবস বন্ধ (Close) থাকবে দূতাবাস – কনস্যুলেট এবং শুক্রবার দুপুর ১টা পর্যন্ত খোলা (Open) থাকবে।

তবে আপনি যদি এম্বাসিতে যেতে চান তাহলে উপরে উল্লিখিত নাম্বারগুলোতে কল দিয়ে শিউর হয়ে একটি এপোয়েন্টমেন্ট দিয়ে তারপর যাবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। বাংলাদেশ দূতাবাস দুবাইয়ের কার্যদিবস হল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার।

দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার

দুবাই এই বিভিন্ন শঝরে কিংবা সংযুক্তো আরব আমিরাত (UAE) তে রয়েছেন এমন অনেক প্রবাসী ভাই ও বোন আছেন যারা হয়তো বিভি ধরণের প্রয়োজন এর জন্য অনলাইন এর বিভিন্ন প্রকার মাধ্যম গুলোতে এই দুবাই বাংলাদেশ এম্বাসির যোগাযোগ নাম্বার সম্পর্কে জানার জন্য সার্চ করে থাকেন ৷

এখানে আমি দুবাই বাংলাদেশ এম্বাসি হটলাইন নাম্বার (Hotline Number), টেলিফোন নাম্বার (Telephone Number), হোয়াটসঅ্যাপ নাম্বার (WhatsApp Number), ফ্যাস্ক নাম্বার (Fax Number), ইমেইল এড্রেস (Email address) সম্পর্কে আপনাকে বলবো।

দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল (Mobile) নম্বর:

আপনার Passport, VISA এবং অন্যান্য Documents সংক্রান্ত সমস্যার জন্য আপনি নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে সরাসরি কথা বলা জন্য বা যোগাযোগ করার জন্য মোট ৩ টি মোবাইল নাম্বার রয়েছে। সেই নাম্বার ৩ টি নিম্নে তুলে ধরা হলঃ

  • +971-4269-0764
  • +971-5679-56079
  • +971-4-265-1116

দুবাই বাংলাদেশ এম্বাসি ইমারজেন্সি (Emergency) নাম্বার:

+971 567956079 (WhatsApp only) মনে রাখবেন, এই ইমারজেন্সি নাম্বারে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারবেন। সরাসরি মোবাইলে কল দিলে আপনার ফোন গ্রহণ করা হবে না।

দুবাই বাংলাদেশ এম্বাসি টেলিফোন (Telephone) নাম্বার:

যদি দুবাইয়ে বাংলাদেশ এম্বাসির সাথে প্রয়োজনে আপনি একদম সরাসরি কল করে কথা বা যোগাযোগ করতে চান তাহলে তাদের টেলিফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করুন। তাদের সাথে সরাসরি কথা বলা জন্য বা যোগাযোগ করার জন্য মোট দুটি টেলিফোন নাম্বার রয়েছে। নাম্বারদুটি নিম্নে তুলে ধরা হল

  • 00971-4-2388199
  • 00971-4-2651116
আরো পড়ুনঃ-  পাসপোর্ট করতে কি কি লাগে - পাসপোর্ট করতে কতদিন সময় লাগে

বাংলাদেশ এম্বাসি দুবাই হটলাইন (Hotline) নাম্বার:

দুবাইয়ে বাংলাদেশের এম্বাসির যেকোনো প্রয়োজনে বিভিন্ন জরুরি তথ্য জানার জন্য আপনি চাইলে তাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ এম্বাসির ২ টি যোগাযোগ নাম্বার আছে। সেই দুটি নাম্বার নিচে উল্লেখ করা হলোঃ

  • 00971-564307780
  • 00971-0568471066

দুবাই বাংলাদেশ এম্বাসির ফ্যাক্স (Fax) নাম্বার:

কূটনৈতিক শাখা এবং শ্রমিক কল্যাণ শাখার জন্য দুবাই বাংলাদেশ এম্বাসির (Dubai Bangladesh Embassy) টোটাল ২ টি ফেক্স নাম্বার রয়েছে। নাম্বার দুটি নিচে দেয়া হল-

  • কূটনৈতিক উইং ফ্যাক্স নম্বর: 00971-4-2388011
  • শ্রম কল্যাণ উইং ফ্যাক্স নম্বর: 00971-04-2388212

চিকিৎসা এর জন্য দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার:

চিকিৎসার পরামর্শ ও স্বাস্থ বিষয়ক সমস্যার সহায়তা পেতে দুবাই বাংলাদেশ এম্বাসির ভিন্ন একটি নাম্বার রয়েছে। চিকিৎসা সম্পকির্ত যেকোনো ধরণের সমস্যায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে।

  • +971 564307780 (হোয়াটসঅ্যাপ)

মানবিক সহায়তা এর মোবাইল নাম্বার

মানবিক সহায়তার (Humanitarian Assistance) জন্য যোগাযোগ করার ক্ষেত্রে দুবাই বাংলাদেশ দূতাবাসের ১ টি নাম্বার রয়েছে। মানবিক সহায়তার জন্য আপনি চাইলে সেই নাম্বারে আপনি সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

  • +971 568471066

তো আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার এবং দুবাই বাংলাদেশ এম্বাসি এর সাথে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলি জানতে পেরেছেন। এবার চলুন, দুবাই ভিসা আপডেট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

দুবাই ভিসা আপডেট

দুবাই ভিসা আপডেট

দুবাই ভিসার আজকের আপডেট ২০২৪ পৃথিবীর অন্যতম দেশগুলোর মধ্যে দুবাই একটি। প্রতিনিয়ত সমগ্র জিনিসের দাম উঠানামা করে তার মধ্যে ভিসার দাম অনেক সময় কম বেশি হয়ে যায়। আপনি যদি দুবাই এর মাধ্যমে ভিসা সম্পন্ন কাজ করতে চান তাহলে প্রথমে আপনাকে ক্যাটাগরী বাছাই করতে হবে।

আমাদের অনেকেরই সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে দুবাইয়ের ভিজিট ভিসা পেতে কতদিন সময় লাগে? একটি নিয়মিত টুরিস্ট ভিসা প্রক্রিয়াকরণ সময় ৫ থেকে ৬ কার মধ্যে বোসের মধ্যে হয়ে যায় এই ভিসার ইস্যুর ডেট হতে ৬০ দিন বা এক মাসের জন্য বৈধ এক্সপ্রেস (valid express) ভিসার প্রক্রিয়াকরণের সময় ২ থেকে ৩ কার্য দিবসের মধ্যে এই ভিসা ইস্যুর তারিখ থেকে ২ মাসের জন্য বৈধ থাকে।

আরো পড়ুনঃ-  স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন বিস্তারিত জানুন

আপনার পছন্দ অনুযায়ী ভিসা করতে আপনার সর্বনিম্ন ভিসায় খরচ হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন কাজের জন্য যদি আপনি দুবাই যেতে চান তাহলে আপনার ১০ লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে তাহলে আপনি দুবাইয়ের ভিসা করতে পারবেন। দুবাইয়ের আজকের খবর এইটাই চলছে। তো আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে দুবাই ভিসা আপডেট নিয়ে জানতে পেরেছেন। এবার চলুন, দুবাই ভিসা আবেদন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

দুবাই ভিসা আবেদন

আপনারা অনেকে আছেন যারা দুবাই ভিসা আবেদন সম্পর্কে জানে না যে আবেদন করতে কি প্রয়োজন পড়ে বা আপনার কোন ডকুমেন্টস থাকা আবশ্যক। আপনারা যদি দুবাই এজেন্সির মাধ্যমে আবেদন করতে যান তাহলে কিন্তু বাধ্যতামূলক প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দুবাই ভিসা আবেদন করতেকোন ডকুমেন্টসগুলো জমা দিতে হবে তা জেনে নেই।

  • চারিত্রিক সনদপত্র
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • আপনার কাজের অভিজ্ঞতা সনদপত্র
  • একটি ৬ মাস মেয়াদের বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • সঠিকভাবে পূরণকৃত ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম
  • আপনি যে পেশায় আছেন সেই পেশার সার্টিফিকেট
  • সদ্যতোলা নিজের ২ কপি পাসপোর্ট সাইজের (PP) রঙিন ছবি

গুরুত্বের সকল ডকুমেন্টস আপনার থেকে থাকে তাহলে আপনি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন এবং যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন তাদেরকে সকল কাগজপত্র জমা দিতে হবে। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে দুবাই ভিসা আপডেট নিয়ে জানতে পেরেছেন।

দুবাই বাংলাদেশ এম্বাসি সম্পর্কে লেখকের মতামত

পরিশেষে এসে বলব, দুবাই বাংলাদেশ এম্বাসির যোগাযোগ নাম্বারে অনেক সময় নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই আপনিয যদি নেটওয়ার্কজনিত সমস্যা ছাড়াও অন্যান্য সমস্যা ফেইস করেন তাহলে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস: https://dubai.mofa.gov.bd/bn এর যোগাযোগ করতে পারেন।

আমরা ইতিমধ্যে দুবাই বাংলাদেশ এম্বাসি সম্পর্কে বিভিন্ন যাবতীয় তথ্যাদি এই আর্টিকলে আলোচনা করেছি। আশা করছি এই বিষয়ে আপনার মনের সকল ধরণের প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। তবে এরপরেও যদি দুবাই বাংলাদেশ এম্বাসি সম্পর্কে আপনার কোন ধরণের প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আজকের পোষ্ট নিয়ে এই ছিল আমাদের দুবাই বাংলাদেশ এম্বাসি এর খুঁটিনাটি বিষয়াদি। আপনি যদি এই আর্টিকেলটি শুরু পড়েন তাহলে থাকলে আপনি হয়তো দুবাই বাংলাদেশ এম্বাসি কোথায়, দুবাই বাংলাদেশ এম্বাসি বন্ধের দিন, দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার, দুবাই ভিসা আপডেট, দুবাই ভিসা আবেদন ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

Leave a Comment