চিরতরে ছারপোকা দূর করার উপায়

ছারপোকা একটি রক্তচোষা প্রানী, এরা রক্ত খেয়ে বেঁচে থাকে। ছারপোকা আকারে খুব ছোট হলেও এটি খুবই যন্ত্রনাদায়ক একটি প্রানী। তাই কিভাবে এ যন্ত্রনাদায়ক প্রানীর হাত থেকে বাঁচতে পারবেন, তা নিয়ে আমাদের আজকের আর্টিকেল। আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে।

চিরতরে ছারপোকা দূর করার উপায়

ছারপোকার অসহ্য যন্ত্রনায় আপনিও কি ভুগছেন? জানতে চান ছাড়পোকা দূর করতে করণীয় কি?  তাহলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ন পড়ুন । আমাদের আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনে যাবেন চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে। তো চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক।

বিছানায় ছারপোকা কেন হয়

ছারপোকা খুবই বিরক্তিকর একটি সমস্যা। ছারপোকার সবথেকে পচ্ছন্দের আবাস্থল হলো বিছানা, এছাড়াও সোফা, ম্যাট্রেস, মশারি এবং অনান্য আসবাবপত্রে  এ পোকা দেখা যায়। এ পোকার কামড়ে অ্যালার্জি, ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া, লালচে ভাব প্রভৃতি সমস্যা দেখা যায়। অনেকের ছারপোকার কামড় থেকে চর্মরোগও হতে পারে। বিছানায় ছারপোকা, রাতের ঘুমকে অসহনীয় করে তোলে। মানুষের রক্ত অগোচরে এরা চুষে নেয়। এ পোকার উপদ্রব কোথা থেকে হয়, কেন হয় বিছানায় ছারপোকা অনেকেই জানতে চেয়ে থাকেন। তো চলুন জেনে নেওয়া যাক বিছানায় ছারপোকা কেন হয়।

ছারপোকা সাধারণত ময়লা পরিবেশকে বেশি আকর্ষিত করে, নোংরা ও অপরিষ্কার জায়গা থেকে জন্ম নেই এ পোকা। তাই বিছানা অপরিষ্কার থাকার কারনে এ পোকা হতে দেখা যায়। তবে শুধু ময়লা থেকেই যে বিছানায় ছারপোকা হয় এমন নয়। আপনার শরীর, পোশাকের সাথেও বিভিন্ন জায়গা থেকে  চলে আসে ছারপোকা। বিভিন্ন পোষা প্রানী যেমন-বিড়ালের মাধ্যমেও বাইরে থেকে আপনার বাড়িতে চলে আসতে পারে এ পোকা।

সুতরাং আপনার বাড়ির পরিবেশ, বিছানা, আসবাবপত্র পরিষ্কার রাখলে যে ছারপোকার হাত থেকে রক্ষা পাবেন তা নয়। অন্যের বাড়ি অথবা কোথায় ভ্রমনে গেছেন, সেখান থেকে আপনার জিনিসপত্রের সাথে চলে আসতে পারে ছারপোকা।

চিরতরে ছারপোকা দূর করার উপায়

বাড়িতে ছারপোকার আনাগোন জীবন অতিষ্ট করে দেয়। এর আক্রমন বসতদবাড়িতে ঘটলে অশান্তির শেষ থাকে না। রাতের প্রশান্তির ঘুম কেড়ে নেয় এ ছোট্ট পোকা। আপনিও কি এ ছারপোকার সমস্যায় ভুগছেন? তো চলুন তাহলে জেনে নিন চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে।

ন্যাপথলিন: ছারপোকা দূর করতে কার্যকারী একটি উপাদান হলো ন্যাপথলিন। এ পোকা চিরতরে দূর করতে ১৫ দিন পর পর ন্যাপথলিন গুড়ো করে যে স্থানে ছারপোকা রয়েছে সেখানে ছিটিয়ে দিন। কিছুদিন করলে দেখবেন ছারপোকা দূর হয়ে গেছে।

আরো পড়ুনঃ-  গরমে ত্বকের যত্নে কিছু কার্যকরী টিপস

অ্যালকোহল: ছারপোকা তাড়াতে ভালো কাজ দেয় অ্যালকোহল। ছারপোকার স্থানে অ্যালকোহল স্প্রে করে দিলে, ছারপোকা কিছুদিনের মধ্যে দূর করা যাবে।

কেরোসিন: চিরতরে ছারপোকা দূর করতে ব্যবহার করতে পারেন কেরোসিন। কোরোসিনের প্রলেপ ছারপোকার স্থানে দিবেন, এ পোকা দূর হয়ে যাবে।

নিমপাতা: ছারপোকা দূর করতে নিম পাতাকে কুচি কুচি করে কেটে, ছারপোকার আবাস্থলে রেখে দিন। নিম পাতার গন্ধ ছারপোকা নিতে পারে না, ফলে এ পাতার গন্ধে ছারপোকা দূর হয়ে যাবে।

ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

ছারপোকা একবার কারও বাড়িতে হয়ে থাকলে, তারাই শুধুমাত্র জানে এ পোকা কতটা ভয়ানক। একবার এ পোকা কারও বাড়িতে প্রবেশ করলে তাকে তাড়ানো কঠিন হয়ে যায়। তবে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেগুলো ব্যবহার করলে ছারপোকা তাড়ানো সম্ভব। জেনে নিন ছারপোকা তাড়ানোর কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে।

  • পরিমানমতো পানি এবং ডেটল ভালোভাবে একসাথে মিশিয়ে নিন। এরপর মিশ্রিত পানি একটি স্প্রে বোতলে ভরে যেখানে ছারপোকা বাসা বেধেছে সে স্থানগুলোতে ছিটিয়ে দিন। কিছুক্ষনের মধ্যে ছারপোকা মরে যাবে।
  • আপনার বাড়ির ছারপোকা দূর করতে ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল স্প্রে বোতলে ভরে দুই থেক তিনদিন স্প্রে করলে ছারপোকাকে তাড়ানো সম্ভব।
  • ছাড়পোকা তাড়াতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। বেকিং সোডা আদ্রতা শোষনকারী  যার কারনে  বেকিং সোডা ছারপোকার শরীরে পড়লে, তাদের শরীর থেকে আদ্রতা শুষে যায়। ফলে ছারপোকা মারা যায়, তাই ছারপোকা তাড়ানোর জন্য তিন দিন পর পর বেকিং সোডা ছড়িয়ে দিবেন এবং পরবর্তীতে স্থানগুলো পরিষ্কার করে নিবেন।
  • ছারপোকা দূর করতে ব্যবহার  করুন টি ট্রি ওয়েল। টি ট্রি অয়েলের মধ্যে রয়েছে অ্যান্ডিমাইক্রোবিয়াল উপাদান, ফলে ছারপোকা মরে যাবে এ তেল ব্যবহারে। ছারপোকা দূর করতে এক গ্লাস পানির সাথে ২০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্প্রে বোতলের সাহায্যে, ছারপোকার স্থানে স্প্রে করুন। টি ট্রি অয়েলের গন্ধে ছারপোকা মারা যাবে।
  • পুদিনা পাতার গন্ধ ছারপোকা নিতে পারে না। তাই ছারপোকার স্থানগুলোতে পুদিনা পাতা রেখে দিন, কিছুদিনের মধ্যে ছারপোকা উপদ্রব কমে যাবে।
  • ছারপোকার উপদ্রব কমাতে ব্যবহার করতে পারেন শশা। এজন্য খোসাসহা শশাকে কেটে পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ব্রাশের সাহায্য নিয়ে ছারপোকার স্থানে ব্লেন্ড করা শশা লাগিয়ে নিন, তেলপোকা দূর হবে। এরপর পরবর্তীতে জায়গাগুলো পরিষ্কার করে নিন।
ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

ছারপোকা কামড়ালে কি হয়

বাড়িতে ছারপোকার উপদ্রব প্রায় মাঝে মধ্যে দেখা যায়। ছারপোকা ছোট প্রানী হলেও, এর কামড় অসহনীয় করে তোলে। ছারপোকা কতটা যন্ত্রনাদায়ক যাদের বাসায় আছে শুধুমাত্র তারাই জানে। প্রতিনিয়ত যারা ছারপোকার কামড় খাচ্ছে তাদের শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। বিস্তারিতভাবে জেনে নিন ছারপোকার কামড়ে কি কি সমস্যা হতে পারে।

  • ছারপোকার কামড়ে ত্বকে লালচে ভাব, ত্বক জ¦ালাপোড়া এবং মারাত্মকভাবে চুলকাতে পারে।
  • দীর্ঘদিন ধরে যাদের বাসায় ছারপোকা বসবাস করছে এবং এ পোকার কামড় প্রতিদিনই খাচ্ছে তাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ছারপোকার কামড়ে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক যন্ত্রনায় তাদের ভুগতে হয় এ পোকার কামড় খেয়ে।
  • অ্যাজমা রোগিদের জন্য ছারপোকার কামড় সময়ে মারত্মক আকার নেয়। চিকিৎসকের মতে, যারা এজমা রোগে ভুগছে তাদের রোগ বেশি হয়ে যায় এ পোকার কামড়ে।
  • ছারপোকার কামড় থেকে অনেকের অ্যানিমিয়া হওয়ার ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন যারা ছারপোকার কামড় খেতে থাকে তাদের দেহে লোহিত রক্ত কণিকার মাত্রা হ্রাস পায়, যার ফলে অ্যানিমিয়া হওয়ার ঝুঁকি থাকে।
আরো পড়ুনঃ-  ৭ দিনে পেটের মেদ কমানোর উপায় বিস্তারিত জানুন

ছারপোকার কামড়ালে এর চুলকানি থেকে মুক্তি এবং স্বাস্থ্যক্ষতি এড়াতে কামড়ানো স্থানে ঠান্ডা কিছু যেমন, টুথপেস্ট বা ভেজা কাপড় আক্রান্ত স্থানে দেওয়া। এছারাও ত্বক পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত চুলকানো যাবে না।

তবে সবার ক্ষেত্রে এ সমস্যাগুলো দেখা যায় না, কারও কারও ক্ষেত্রে হতে পারে। অনেকেই ছারপোকায় কামড়ালে টের পায় না, আবার অনেকের সামান্য দাগ হয় এবং কিছুদিন পর দাগ চলে যায়। তাই ছারপোকার কামড় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাদের সমস্যা হয়, তাদের সাবধানতা অবলম্বন করতে হবে।

ছারপোকা দমনের ওষুধ

বাড়িতে ছারপোকা বসতে, শুইতে গেলে অসহ্য যন্ত্রনায় ভুগতে হয়। সারাদিনের ব্যস্ততার মাঝে থেকে রাতে সবাই চায় বিশ্রাম নিতে। কিন্তু ছারপোকার কারনে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারা যায় না। ছারপোকা খুবই তাড়াতাড়ি বংশবিস্তার করে এবং ঘরের এক জায়াগা থেকে পুরো বাড়িতেই এড়া ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে ছারপোকার উপদ্রব হলে অবশ্যই সেটা দমন করা জরুরি। ছাপোকা দমন করতে অনেকেই ছারপোকা দমনের ওষুধ সম্পর্কে জানতে চেয়ে থাকেন। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ছারপোকা দমনের ওষুধ সম্পর্কে

ছারপোকা দমনে ব্যবহার করতে পারেন তড়ড়সঢ পাউডার। বাড়ি থেকে চিরতরে ছারপোকা দমন করতে এ ওষুধটি খুবই উপকারি। এ ওষুধটি এক মাসে ৩ বার অর্থ্যাৎ ১০ দিন পর পর ব্যবহার করলে ছারপোকা দূর করা সম্ভব। এ ওষুধটি ব্যবহারের পূর্বে বাড়ির কোথায় কোথায় ছারপোবা বাসা বেধেছে সে স্থানগুলো ভালোভাবে দেখে নিন। এরপর ওষুধটি ছারপোকার স্থানে ছিটিয়ে দিন, কিছুদিনের মধ্যে ছারপোকা কমতে শুরু করবে। চিরতরে ছারপোকা দূর করতে ওষুধটি ১০ দিন পর পর এক মাস ব্যবহার করুন। এ ওষুধের কোনো গন্ধ এবং পার্শপ্রতিক্রিয়া নেয়। তাই এটি শুয়া অথবা বসার স্থানে দিলে অসুবিধা নেয়।

তড়ড়সঢ ওষুধটির সঠিক ব্যবহারে আপনিও ছারপোকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ছারপোকা দমনে এ ওষুধটির যেমন সাইড ইফেক্ট নেই তেমনি গ্যারান্টি সহকারে কাজ করে।

আরো পড়ুনঃ-  চিরতরে খুশকি দূর করার উপায়

ছারপোকা গ্যাস ট্যাবলেট

ছারপোকা সারাবিশ্বে পরিচিত একটি সমস্যার নাম। বাড়িতে ছারপোকাজনিত সমস্যাই হয়তো আপনিও ভুগছেন এবং সিধান্ত নিচ্ছেন ছারপোকা দমনে ব্যবহার করবেন গ্যাস ট্যাবলেট।  গ্যাস ট্যাবলেট ছারপোকার উপদ্রব নির্মূল করতে খুবই কার্যকারী। তবে গ্যাস ট্যাবলেট সম্পর্কে অনেকের বিস্তারিতভাবে জানা নেয়। চলুন জেনে নিন ছারপোকা গ্যাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত।

ছারপোকা নিধনের জন্য গ্যাস ট্যাবলেট অত্যন্ত উপকারী একটি উপাদান। খুবই শক্তিশালী এ ট্যাবলেট বায়ুর সাথে নির্গত হয়ে বিষাক্ত গ্যাস তৈরি করে, যার ফলে ছারপোকার মৃত্যু হয়। তবে এটি সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন। মাস্ক, গ্লাভস পরিধান করে এটি ব্যবহার করতে হবে এবং যতদিন প্রক্রিয়া শেষ না হয় ততদিন ঘরে প্রবেশ করা যাবে না। কারন এর গ্যাস খুবই বিষাক্ত, এতে স্বাস্থঝুঁকি রয়েছে।

তাই যখন আপনারা বাড়ির বাইরে কিছুদিনের জন্য যাবেন, তখন এ ট্যাবলেট ব্যবহার করা সবথেকে সুবিধাজনক। বাড়ি থেকে ছারপোকাকে চিরতরে দূর করতে ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে গ্যাস ট্যাবলেটটি ব্যবহার করবেন। এরপর গ্যাস ট্যাবলেটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে ঘরে ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে এবং ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এভাবে গ্যাস ট্যাবলেট ব্যবহারে নির্দিষ্ট সময়ের মধ্যে ছারপোকা আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে।

পরিশেষে বলতে চাই, ছারপোকা কোনো ভয়ানক পোকা নয়। তবে এটি কারও কারও শরীরে ইনফেকশন তৈরি করে। এছারাও এ পোকা মানসিক চাপ সৃষ্টি করে ও বিশ্রামের ব্যাঘাত ঘটায়। তাই এ পোকা বাড়িতে হলে অবশ্যই তা দূর করা জরুরি।

লেখকের শেষ বক্তব্য

চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে আজকের এই ব্লগে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ধরনের প্রয়োজনীয় বিভিন্ন ব্লগ পোস্ট নিয়মিত পড়তে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইট ফলো করতে হবে।

Leave a Comment