ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি – ব্র্যাক ব্যাংক লোন সুবিধা

আপনি যদি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে ব্র্যাক ব্রাংক লোন পদ্ধতি এবং ব্র্যাক ব্যাংক লোন সুবিধা সম্পর্কে জানতে হবে। অনান্য ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকেও লোন আপনি নিতে পারবেন, শুধু জানতে হবে লোন নেওয়ার পদ্ধতি ও এ ব্যাংকের সুবিধা সম্পর্কে।

ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি

আপনি যদি ব্র্যাক ব্যাংকে লোন নিতে চান, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি পড়ে ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি এবং ব্র্যাক ব্যাংক লোন সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এছারাও এ আর্টিকেলটি পড়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক লোন সুদের হার, হোম লোন ও লোনের মাসিক কিস্তি হিসাব সম্পর্কে জানতে পারবেন।

ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি

যেকোনো ব্যাংক থেকে লোন নিতে চাইলে আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয়। ব্র্যাক ব্যাংকের নিয়মও তাই। ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে চাইলে আপনাকে জানতে হবে লোন নিতে কি কি পদক্ষেপ অনুসরন করতে হবে এবং কোন পদ্ধতিতে ব্র্যাক ব্যাংক লোন দিয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে।

ব্র্যাক ব্যাংক থেকে বিভিন্ন ধরনের লোন আপনি পাবেন। প্রথমে ঠিক করে নিন কোন ধরনের লোন আপনি নিতে চান। যে ধরনের লোন আপনি ব্র্যাক ব্যাংক থেকে পাবেন, সেগুলো হলো-

  • ব্যক্তিগত লোন
  • গাড়ি লোন
  • হোম লোন
  • ব্যবসা লোন
  • শিক্ষা লোন

ভালোভাবে স্থির করে নিন কোন প্রয়োজনে আপনি লোন নিতে চাইছেন, সে অনুযায়ী আপনি বাছাই করে নিন কোন ধরনের লোন আপনি নিবেন। ব্র্যাক ব্যাংকে থেকে লোন নিতে কিছু যোগ্যতার প্রয়োজন। জেনে নিন কি কি যোগ্যতা থাকা প্রয়োজন-

  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬৫ বছর হতে হবে।
  • ক্রেডিট রেকর্ড আপনার ভালো হতে হবে।
  • আপনার কোনো ব্যবসা অথবা চাকরি থাকতে হবে। তবে মাসিক আয় ২৫ হাজার টাকা হলে লোন পাওয়া সহজ হবে।

ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে আপনার যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হলো-

  • আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি লাগবে।
  • আপনার পাসপোর্ট সাইজের সদ্যতোলা ৩ কটি ছবি লাগবে।
  • গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের কপি জমা দিতে হবে।
  • আপনার আয়ের প্রমানের জন্য ব্যাংক একাউন্টের ৬ মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে।
  • জামানতের তথ্য প্রদান করতে হবে।
আরো পড়ুনঃ-  ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি ২০২৫ (আপডেট তথ্য)

ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে উপরের বলা প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে ব্র্যাক ব্যাংকের নিকটস্থ শাখায় চলে যাবেন। সেখানে গিয়ে ব্যাংকের কর্মকর্তার সাথে লোন নিয়ে আলোচনা করবেন, তারাই আপনাকে বলে দিবে কি কি করতে হবে। ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে সহজেই আপনি সহজ শর্ত পূরণ করে লোন পেয়ে যাবেন।

ব্র্যাক ব্যাংক লোন সুবিধা

ব্র্যাক ব্যাংক থেকে লোন নিলে গ্রাহকদের কিছু সুযোগ সুবিধা এ ব্যাংক প্রদান করে থাকে। ব্র্যাক ব্যাংক থেকে লোন যদি আপনি নিতে চান তাহলে আপনার জানা প্রয়োজন কি কি সুবিধা এ ব্যাংক গ্রাহকদের দিয়ে থাকে। নিচের আলোচনা থেকে জেনে নিন ব্র্যাক ব্যাংক কি কি লোন সুবিধা দিয়ে থাকে।

  • ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন যারা নিবেন, তাদের সুদের হার কম দিতে হয়। ৯% সুদে এ ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়া যায়।
  • ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে হলে কঠিন কোনো শর্ত পূরণ করা লাগেনা, সহজ শর্তে লোন পাওয়া যায়।
  • ব্র্যাক ব্যাংক গ্রাহকদের ১ লক্ষ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
  • লোন সম্পর্কিত কোনো সমস্যাই পড়লে তাৎক্ষনাৎ সমাধান এ ব্যাংক দিয়ে থাকে।
  • ব্র্যাক ব্যাংক ডিজিটাল লোন বা সেবা গ্রাহকদের দিয়ে থাকছে। যার কারনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবে।
  • ব্র্যাক ব্যাংক থেকে লোন নিলে গ্রাহকদের সে লোন ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত সময়ে পরিশোধ করতে হবে।

ব্র্যাক ব্যাংক গ্রাহকদের এ ধরনের সুবিধাসহ আরও বেশ কিছু সুবিধা দিয়ে থাকে।

ব্র্যাক ব্যাংক লোন সুবিধা

ব্র্যাক ব্যাংক লোন সুদের হার

যেকোনো ব্যাংক থেকে লোন নিতে হলে, লোন নেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে সুদের হার সম্পর্কে। কারণ সকল ব্যাংকের সুদের হার একাই রকম হয় না। তাই প্রথমে জেনে নিতে হবে যে ব্যাংক থেকে লোন নিতে চাইছেন সে ব্যাংকের সুদের হার কত। আপনি কি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে চাইছেন? তাহলে লোন নেওয়ার আগে জেনে ব্র্যাক ব্যাংক লোন সুদের হার সম্পর্কে। নিচের আলোচনা থেকে জেনে নিন ব্র্যাক ব্যাংক লোন সুদের হার কত।

আরো পড়ুনঃ-  সহজে ব্যাংক লোন পাওয়ার উপায় - সহজ কিস্তিতে লোন বাংলাদেশ

ব্র্যাক ব্যাংকে কয়েক ধরনের লোন দেওয়া হয়। যে ধরনের লোন আপনি নিবেন সে অনুযায়ী সুদের হার ব্র্যাক ব্যাংকে হয়ে থাকে। ব্র্যাক ব্যাংকের সুদের হার নিম্বরূপ:

  • ব্র্যাক ব্যাংক ৯% সুদে পার্সোনাল লোন দিয়ে থাকে।
  • গাড়ি লোন ১০% সুদে ব্র্যাক ব্যাংক প্রদান করে থাকে।
  • হোম লোন ১০% সুদে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের দিয়ে থাকে।
  • ব্যবসায়ী লোন ৯ থেকে ১২% সুদে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের দিয়ে থাকে।

তবে সুদের হার নির্দিষ্ট নয়, অনেক সময় কিছু কিছু বিষয়ের জন্য সুদের হার পরিবর্তনশীল হয়ে থাকে। তাই যেকোনো ব্যাংক থেকে লোন নেওয়ার আগে ব্যাংক কর্মকর্তাদের সাথে সুদের হার সম্পর্কে আলোচনা করে নিবেন।

ব্র্যাক ব্যাংক হোম লোন

অনেকের ইচ্ছা থাকে সুন্দর করে একটি বাড়ি বানানোর। তবে অনেকেই তাদের আর্থিক সমস্যার কারনে স্বপ্নের বাড়ি তৈরির ইচ্ছা পূরণ করতে পারে না। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানানোর জন্য আর্থিক সমস্যাই পড়েছেন? তাহলে আপনাকে হোম লোন দিয়ে আপনার ইচ্ছা পূরণে  সহায়তা করবে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক থেকে আপনিও লোন নিতে পারবেন, জেনে নিন বিস্তারিত।

ব্র্যাক ব্যাংকের হোম লোনের বৈশিষ্ট:

  • ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হোম লোন দিয়ে থাকে।
  • ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নিতে চাইলে আপনার ইন্টারেস্ট রেট হবে ৯%, তবে এটি কিছু কারনে পরিবর্তনশীল হতে পারে।
  • ব্র্যাক ব্যাংকের হোম লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২০ বছর হয়ে থাকে।
  • লোন নেওয়ার সময় আপনার মোট এমাউন্টের ২% প্রসেসিং ফি প্রযোজ্য হবে।

ব্র্যাক ব্যাংকের হোম লোন নেওয়ার যোগ্যতা:

  • ব্র্যাক ব্যাংক থেকে লোন গ্রহীতার বয়সসীমা হতে হবে ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর।
  • ব্র্যাক ব্যাংক হোম লোন যেকোনো ব্যবসায়ী, যেকোনো কোম্পানির পার্টনারশিপ বিজনেসের ম্যানেজার, অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির অনার নিতে পারবেন।
  • ব্র্যাক ব্যাংক থেকে আপনি লোন নিতে চাইলে আপনার মাসিক আয় সর্বনি¤œ ৩০ হাজার হতে হবে।
আরো পড়ুনঃ-  সিটি ব্যাংক পার্সোনাল লোন - সিটি ব্যাংক পার্সোনাল লোনের সুবিধা

ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • সর্বশেষ একবছরের ব্যাংক স্টেটমেন্ট।
  • ইউটিলিট বিল, যেমন: বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের ফটোকপি।
  • সর্বশেষ ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি।
  • গ্রাহক যদি কোনো অংশীদার কোম্পানির অংশীদার হয়, তাহলে সে কোম্পানির দলিল।
  • নিবন্ধিত মালিকানার চুক্তি।
  • আপনি যে পেশায় রয়েছেন তার প্রমাণপত্র।
  • বাড়ি নির্মাণ অথবা ফ্ল্যাট কিনার প্রমাণপত্র।

এসব প্রয়োজনীয় ডকুমেন্ট হোম লোন নেওয়ার জন্য সংগ্রহ করে, ব্র্যাক ব্যাংকের নিকটস্থা শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে  আপনিও পেয়ে যাবেন বাড়ি নির্মান বা ক্রয় করার জন্য হোম লোন।

ব্র্যাক ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব

ব্যাংক থেকে আমরা আমাদের বিভিন্ন আর্থিক সমস্যা দূর করতে, আর্থিক পয়োজনে লোন নিয়ে থাকি। সে লোন আমাদের চুক্তি অনুযায়ী নিতে হয়ে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেটা পরিশোধ করতে হয়। ব্র্যাক ব্যাংক ক্ষেত্রেও এ একই নিয়ম, এ ব্যাংক থেকে লোন নিলেও আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে লোন পরিশোধ করতে হবে।

ব্র্যাক ব্যাংক থেকে যারা লোন নিচে চাইছেন, অনেকের লোনের মাসিক কিস্তির হিসাব সম্পর্কে জানা নেই। তো চলুন জেনে নেওয়া যাক ব্র্যাক ব্যাংক লোনের মাসিক কিস্তির হিসাব কিভাবে করতে হয়।

ব্র্যাক ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান তাহলে মাসিক কিস্তির হিসাব আপনি EMI ক্যালকুলেটরের সাহায্যে করতে পারেন। EMI ক্যালকুলেটরের সাহায্যে মাসিক কিস্তির হিসাব বের করতে হলে আপনাকে EMI সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হলো- EMI=p*r*(1+r)^n/((1+r)^n-1)

এখানে,

  • P হলো ঋনের পরিমাণ
  • R হলো মাসিক সুদের হার ( বার্ষিক হারকে ১২ দিয়ে ভাগ করতে হবে)
  • N হলো মাসিক ঋনের মেয়াদ

উপরিক্ত সূত্রটি ব্যবহার করে সহজেই বের করে নিতে পারবেন ব্র্যাক ব্যাংক লোনের মাসিক কিস্তির হিসাব।

লেখকের শেষ বক্তব্য

ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি –  ব্র্যাক ব্যাংক লোন সুবিধা সম্পর্কে আজকের এই ব্লগে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি –  ব্র্যাক ব্যাংক লোন সুবিধা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ধরনের প্রয়োজনীয় বিভিন্ন ব্লগ পোস্ট নিয়মিত পড়তে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইট ফলো করতে হবে।

1 thought on “ব্র্যাক ব্যাংক লোন পদ্ধতি – ব্র্যাক ব্যাংক লোন সুবিধা”

  1. If anyone received personal loan 1750000 after one installment 38600. Now want to pay remaining money together within 2nd installment. So is it need to pay interest or any excess amount. Please confirm me by this email. Thanks

    Reply

Leave a Comment