ইংরেজী শেখার আগ্রহ প্রায় সবার থাকে। অনেকেই আছে ইংরেজী শেখার মনে মনে আগ্রহ থাকলেও বিষয়টা নিয়ে ভয় পায় আবার অনেকেই আছে প্রতিনিয়ত ইংরেজী শেখার জন্য কতই না চেষ্টা চালাচ্ছে।তবে তারা চেষ্টা করেও ইংরেজি ভালোভাবে শিখতে পারছে তো? না সবাই ইংরেজী শিখতে পারে না। তাই বলে ইংরেজি শিক্ষাটা কঠিন নয়, শুধু সঠি কৌশল এবং সঠিক অনুশীলনের অভাব। ইংরেজী শিক্ষার সঠিক কৌশল জানা থাকলে খুব সহজেই ইংরেজি শিখা যাবে। আজকের আর্টিকেলে আমরা ইংরেজী শিখার কয়েকটি সহজ কৌশল আপনাদের সামনে আলোচনা করেছি।
আধুনিক যুগে ইংরেজী শিক্ষার দক্ষতা থাকা প্রয়োজন। প্রায় দেশে ইংরেজি ভাষার প্রচলন আছে। আমাদের চলাফেরা অথবা কর্মক্ষেত্রে, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ বিভিন্ন জায়গায় ইংরেজি ভাষার গুরুত্ব রয়েছে। তাই ইংরেজী ভাষা আমাদের শিখা জরুরি। তবে অনেকের মনে প্রশ্ন কিভাবে ইংরেজি শিখবো? ইংরেজি শিখার সহজ উপায় কি? এসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকের আর্টিকেলটি উপস্থাপন করেছি। পুরা আর্টিকেলটি পড়লে ইংরেজি কিভাবে শিখবেন, সহজে ইংরেজি শিখার উপায় এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে বিষয়গুলো জেনে নিন।
ইংরেজি শেখার প্রথম ধাপ
ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। তাই বর্তমান সময়ে ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি পর্যায় হলো ইংরেজি ভাষা জানা। এছারাও ইংরেজি ভাষা শিখলে উচ্চশিক্ষা গ্রহনে সুবিধা হয়, বাইরের দেশের মানুষের সাথে মত বিনিময় করা যায়, বিভিন্ন বাইরের দেশ থেকে চাকরির সুযোগ আসে এবং সহজেই বিভিন্ন দেশে ভ্রমন করা যায়। ইংরেজি শিখতে পারলে অনেক সুবিধা আছে, তাই আমাদের ইংরেজি শিক্ষা গ্রহন করা জরুরি। ইংরেজি শিখতে প্রথম ধাপে কি করা উচিত সেটা আপনাকে জানতে হবে। জেনে নিন ইংরেজি শিখার প্রথম ধাপগুলো কি-
- শুনতে অবাক লাগলেও ইংরেজি শিখতে প্রথম ধাপে আপনাকে ইংরেজি বর্নমালা ভালোভাবে শিখতে হবে এবং উচ্চারন সঠিক করতে হবে। এরপর কিছু প্রাথমিক শব্দভান্ডারগুলোর উচ্চারন, এবং সেগুলোর অর্থ শিখতে হবে।
- সাধারন শব্দ ( ধন্যবাদ, আমি, তুমি, ভালো, খারাপ) ইংরেজিতে প্রতিদিন পড়ুন এবং উচ্চারণগুলো সঠিকভাকে করুন। পাশাপাশি শব্দগুলো বাড়িতে বলার প্র্যাক্টিস করুন।
- দৈনন্দিন জীবনে যে কথাগুলো আপনি বেশি বলেন, সেগুলো ভালোভাবে ইংরেজিতে পড়ুন, শিখুন এবং বলুন। এর জন্য আপনি স্মার্ট ফোনের সাহায্য নিতে পারেন।
- ইংরেছি শিখতে সহজ বাক্যগুলো প্রথমে তৈরি করার চেষ্টা করুন। এর জন্য আপনাকে ঞবহংব ভালোভাবে শিখে নিতে হবে।
- ইংরেজি ভাষা শিখতে প্রথমে একটি প্রাথমিক অভিধান কিনে শব্দের অর্থগুলো জেনে নিন। অভিধান না কিনে আপনার ফোনের সাহায্যেও করতে পারেন।
- ইংরেজিতে আপনার পরিচয় বলতে শিখুন এবং সবজায়গায় বলার অভ্যাস করুন।
- ইংরেজি গানগুলো শুনুন এবং গাইতে শিখুন, তাহালে শব্দগুলোর সঠিক উচ্চারন এবং সঠিক ব্যবহারে কিছুটা হলেও ধারনা পাবেন।
- ইংরেজি শিখতে প্রথম ধাপে ইংরেজি শব্দ গুলো পড়ুন এবং লিখুন।
- গেম, কুইজ, অনুবাদ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিখতে পারেন।
- ইংরেজিতে প্রতিদিন কিছু পড়বেন, লিখবেন এবং বলার অভ্যাস রাখবেন।
উপরের প্রক্রিগুলো ইংরেজি শিখার প্রাথমিক পর্যায়ে করতে পারেন। সঠিক ভাবে মনোযোগ সহকারে এগুলো অনুশীলন করলে ইংরেজি শিখতে আপনি কিছুটা এগিয়ে যাবেন।
ইংরেজি শিক্ষার গাইড লাইন
ইংরেজি হলো দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে অফিশিয়াল ভাষা ইংরেজি। ইংরেজি ভাষা জানা থাকলে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই ইংরেজি শিক্ষার আগ্রহ অনেকের আছে কিন্তু ইংরেজি আপনি কিছুই পারেন না। ইংরেজি যারা শিখতে চান তাদের সঠিক গাইড লাইনের প্রয়োজন। ইংরেজিতে আপনি কিছু না জানলেও সে গাইডলাইন বা নির্দেশিকাগুলো মেনে চললে আপনি ইংরেজি শিখতে পারবেন। চলুন আপনাদের জন্য কিছু গাইড লাইন বা নির্দেশিকা দিই, যেগুলো আপনার ইংরেজি শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
- ইংরেজি শিখতে প্রচুর পরিমাণে ইংরেজি শুনুন। এর জন্য ইংরেজি মুভি, নাটক, গান এসব প্রতিদিন সময় বের করে দেখতে পারেন।
- ইংরেজি শিখতে আপনি ইংরেজি পত্রিকা পড়ুন, ইংরেজি শিখার প্রথম দিকে আপনি পত্রিকা পড়ুন উপকৃত হবেন।
- ইংরেজিতে গান অথবা গল্প নিজে বলা কিংবা কাউকে বলে শোনানো।
- একটি শব্দের অনেকগুলো সমার্থক শব্দ থাকে সেগুলোর ব্যবহার বাক্য অনুযায়ী ভিন্ন হয়। তাই সমার্থক শব্দগুলো জানতে হবে।
- ইংরেজি শিখতে অনলাইনের সাহায্য নিতে পারেন অথবা গুগোল বা প্লেস্টোরে ইংরেজি শিখার জন্য বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। সেগুলো ইংরেজি শেখার জন্য ব্যবহার করতে পারেন। সে এপসগুলোতে আপনাকে সুন্দর ভাবে পর্যায়ক্রমে ইংরেজি শিখাবে। মনোযোগ সহাকারে রেগুলার চেষ্টা করলে অ্যাপস থেকেও আপনি ইংরেজি শিখতে পারবেন।
- ইংরেজি শিখতে প্রচুর পরিমানে স্টাডি করতে হবে। এজন্য আপনি অনলাইন অথবা অফলাইনে বিভিন্ন বই পাওয়া যায়, সে বইগুলো সংগ্রহ করে বেশি বেশি স্টাডি করুন। প্রথমে সহজ বইগুলো পড়বেন। নিয়মিত স্টাডি করলে বইগুলো পড়তে আপনি আনন্দ পাবেন এবং ইংরেজি শিখাতে আপনার সহজ হয়ে যাবে।
- দৈনন্দিন জীবনে আমরা প্রায় সময় মোবাইল ফোনে চ্যাটিং করি। সে সময়টাকে আপনি ইংরেজি শিখতে কাজে লাগাতে পারেন। এজন্য আপনি চ্যাটিং করার সময় ইংলিশে করবেন, তাহলে ইংরেজিতে দক্ষতা আপনার অনেকটায় বাড়বে।
- কারও সাথে কথা বলার সময় ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। প্রথমে সহজ বাক্যগুলো শিখে অন্যের সামনে বলবেন। সবগুলো প্রথমে বলতে পারবেন, কিন্তু এভাবে প্রতিদিন বলার অভ্যাস করলে পেরে যাবেন।
- ইংরেজি শিখতে প্রথমে মনোবল ঠিক করুন, ভয় পেলে কোনো কিছু শিখতে পারবেন না। মনোবল নিয়ন্ত্রনে থাকলে আপনার ইংরেজি শিখতে সহজ হবে।
- ইংরেজি শিখতে প্রতিদিন আপনাকে কমপক্ষে ২ ঘন্টা ব্যয় করতে হবে। নিয়মিত অনুশীলন করলে আপনার ইংরেজি শিক্ষার লক্ষ্য তাড়াতাড়ি পূরন হবে।
উপরের গাইডলাইনগুলো ইংরেজি শিখতে ফলো করবেন। আশা করি অনেকটাই আপনার উপকারে আসবে।
ইংরেজি শিখার সেরা উপায়
বর্তমান বিশ্বে ইংরেজি হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি ভাষা। তাই বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার অনেক গুরত্ব আছে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহন করতে, উচ্চ মানের ক্যারিয়ার গঠনে, ভালো জব পেতে, ফ্রিল্যান্সিং করতে, বড় বড় ব্যবসা করতে, বিশ^ সম্পর্কে সঠিক তথ্য পেতে এসব বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি শিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু ইংরেজি বিষয়টা আমাদের কাছে অনেক কঠিন লাগে। তাই ইংরেজি শিখতে ইচ্ছা থাকলেও চেষ্টা আমাদের অনেকের মধ্যে থাকে না। তবে সঠিক উপায় জেনে চেষ্টা করলে আপনিও ইংরেজি শিখতে পারবেন। জেনে নিন ইংরেজি শিখার সেরা কয়েকটি উপায়-
- ইংরেজি শিখার সহজ একটি পদ্ধতি হলো নিজের সাথে কথা বলুন। ইংরেজি শিখতে ভালো একটি অনুশীলন হলো নিজের সাথে কথা বলা। তাই যেকোনো বিষয় নিয়ে নিজের সাথে কথা বলুন, আয়নার সামনে দাড়িয়ে বললে ভালো প্রাক্টিস হবে।
- ইংরেজি সহজভাবে শিখতে বেশি বেশি ইংরেজি শুনুন, ইংরেজি খবরগুলো শুনতে পারেন। বেশি বেশি ইংরেজি শুনলে আপনার মস্তিষ্ক সহজেই সেগুলো ধারন করতে পারবে।
- আপনি এমন একজন বন্ধু খুঁজে বের করুন, যে আপনার মতো ইংরেজি শিখতে চায়। এরপর প্রতিদিন কিছু সময় তার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। এতে আপনি অনেকগুলো ইংরেজি শিখতে পারবেন, পাশাপাশি আপনার জড়তা অনেকখানি কেটে যাবে।
- চোখের সামনে ইংলিশ যা পাবেন পড়ে ফেলুন নিউজপেপার, ব্লগ, আর্টিকেল, গল্প যেকোনো বিষয়। তাহলে অনেক শব্দ আপনি শিখে যাবেন, তার সাথে শব্দগুলোর ব্যবহার শিখে যাবেন।
- ইউটিউবে আপনি সহজে ইংরেজি শিখতে পারেন। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে ভালোভাবে ক্লাস করে ইংরেজি শিখায়। সে ইউটিউব চ্যানেল থেকে ভালোমানের একটি চ্যানেল খুঁজে নিয়ে শিখতে পারেন।
- ইংরেজিতে ডাইরি লিখার অভ্যাস করুন, এতে আপনার ইংরেজিতে দক্ষতা বাড়বে। যেকোনো বিষয় ডায়রিতে লিখতে পারেন, খাবার রেসিপি, গল্প, কবিতা, গান প্রভৃতি বিষয় নিয়মিত লিখার চেষ্টা করুন। ভালো করে বুঝে প্রথমে দেখে দেখে লিখবেন, পরে না দেখে লিখার অভ্যাস করুন।
- সঠিকভাবে ইংরেজির ব্যবহার জানতে ইংরেজি গ্রামার শিখুন। আর আপনি ইংরেজি গ্রামারের বিষয়গুলো ভালোভাবে না জানলে ইংরেজি শিখতে আপনার কঠিন হবে, বলা যায় ইংরেজি শিখতে পারবেন না।
- ইংরেজি সহজভাবে শিখতে বেশি বেশি ভোকাবুলারি পড়তে হবে। কারন ভোকাবুলারি বেশি পরিমাণে না জানলে আপনার ইংরেজি শিখাটা কঠিন হয়ে যাবে।
- ইংরেজি ভাষা শিখতে আপনি ইংরেজি বলা গ্রুপগুলোত যুক্ত হতে পারেন। ফেইসবুক ও ফেইসবুক ম্যাসেঞ্জারে এমন বিভিন্ন গ্রুপ থাকে, যেগুলোর মাধ্যমে আপনার ইংরেজি শিখাটা সহজ হবে।
- তথ্য প্রযুক্তির যুগ যেকোনো বিষয় শিখতে সহজ করে দিয়েছে। তাই আপনি ইংরেজি বিষয়ও সহজে শিখতে পারেন। আপনার হাতে থাকা ফোনে গুগল বা প্লেস্টোরে বিভিন্ন ইংরেজি শিখার জন্য অ্যাপস দেখতে পাবেন, যার মাধ্যমে আপনার ইংরেজি শিখাটা সহজ হবে।
- যেটুকু ইংরেজি আপনি শিখবেন, সেগুলো আপনার পরিবারের লোকের সাথে বলার প্রাক্টিস করুন। অনেকের ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়, পরিবারের লোকের সাথে ইংরেজিতে কথা বলতে লজ্জাবোধ দূর হবে।
উপরের বলা উপায়গুলো নিয়মিতচর্চা করলে আপনিও ইংরেজি শিখে যাবেন এবং বলতে পারবেন। এর পাশাপাশি আপনি ভালো একটি চাকরি পেয়ে যেতে পারেন এবং অন্যরা ইংরেজিতে কি বলছে সেটা সহজেই বুঝে নিতে পারবেন।
সহজে ইংরেজি শিখার বই
বর্তমান আধুনিকযুগে ইংরেজি ভাষা শিখাটা জীবনের একটি অধ্যায় বলতে পারেন। অনেক গুরুত্বপূর্ন বিষগুলোতে ইংরেজি জানা প্রয়োজন। ইংরেজি ভাষা আমাদের মাতৃভাষা নয়, তাই এ ভাষাকে আমাদের আলাদাভাবে শিখতে হয়। ইংরেজি ভাষা শিখার জন্য বিভিন্ন উপায় রয়েছে, যার একটি হলো, ইংরেজি শিক্ষার বই অনুশীলন করা। এই ইংরেজি ভাষাকে শিখতে সহজ করে দিয়েছে, ইংরেজি শিক্ষার বইগুলো। এখন প্রশ্ন হলো বাজারে তো অনেক নামের বই রয়েছে। কোন বইগুলো সবথেকে ভালো, যেগুলো অনুশীলন করলে খুব সহজে ইংরেজি শেখা যাবে। তাহলে সহজে ইংরেজি শিখতে কয়েকটি বইয়ের নাম জেনে নিন, যেগুলোর সাহায্যে আপনি ঘরে বসেই ইংরেজি শিখতে পারবেন।
- Essential Grammar in use by Raymond Murphy
- Common Mistakes in English by TJ Fitikides
- Practical English Usage by Michael Swan
- Word Power Made Easy By Normal Lewis
- Saifur’s Student Vocabulary
- ঘরে বসে Spoken English – মুনজেরিন শহীদ
- সবার জন্য Vocabulary – মুনজেরিন শহীদ
- Grammalogy – লিমন হাসান
- ইংলিশে দুর্বলদের জন্য VOCAB THERAPY – সাইফুল ইসলাম
আপনার ইংরেজি শিক্ষাকে আরও বেশি সহজ করে দিবে, উপরের বলা বইগুলো। উপরের যেকোনো বই আপনি ইংরেজি শিখতে ব্যবহার করতে পারেন। এ বইগুলোর সাহায্যে ঘরে বসেই আপনি নিজেই ইংরেজি ভাষা শিখতে পারবেন।
পরিশেষে বলতে চায় ইংরেজি ভাষা শিখতে সঠিক ভাবে অনুশীলন করুন। কারন ইংরেজি ভাষা শিখতে আপনি যতই উপায় জানুন না কেন, নিয়মিত অনুশীলন না করলে, কখনই ইংরেজি ভাষা শিখতে পারবেন না।
লেখকের শেষ বক্তব্য
কিভাবে ইংরেজি শিখবো – সহজে ইংরেজি শেখার উপায় সমূহ সম্পর্কে আজকের এই ব্লগে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কিভাবে ইংরেজি শিখবো – সহজে ইংরেজি শেখার উপায় সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ধরনের প্রয়োজনীয় বিভিন্ন ব্লগ পোস্ট নিয়মিত পড়তে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইট ফলো করতে হবে।