মহান আল্লাহর পথে নিজেদের জীবন ও আমল উৎসর্গ করেছেন, এমন অনেক মহীয়সী নারী সাহাবী রয়েছেন। তাঁদের এই মহান ত্যাগ ও ইবাদতের কারণে আল্লাহ তা’আলা তাঁদেরকে দুনিয়াতেই কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়েছেন।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীগণ হলেন ইসলামের ইতিহাসে সেই মহীয়সী নারী, যাঁদের আল্লাহ এবং তাঁর রাসূল (সা.) জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাঁদের জীবন ছিল ঈমান, ধৈর্য এবং মহান আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। এই মহীয়সী নারীদের মধ্যে ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, মহিলা সাহাবীদের ভূমিকা অনন্য ও অতুলনীয়। তাঁরা নিজেদেরকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ (সা.) তাঁদের কয়েকজনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম নিচে উল্লেখ করা হলঃ
১। ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.)
২। খাদিজা বিনতে খুওয়াইলিদ রাঃ
৩। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তা’আলা
৪। সুমাইয়া রাদিয়াল্লাহু তা’আলা
৫। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা
৬। মরিয়ম বিনতে ইমরান (আ.)
৭। উম্মে হারাম বিনতে মিলহাম
৮। হাফসা রাঃ
৯। আসিয়া রাঃ
১০। গুমায়সা বিনতে মিলহান)
১১।সুরাইয়া আল আসাদিয়া (রা.)
১২। রবি বিনতে মুআওযায (রা.)
ইসলামের ইতিহাসে এমন অনেক মহীয়সী নারী আছেন, যাঁদের মহান আত্মত্যাগ ও চারিত্রিক মাধুর্য আমাদের জন্য অনুকরণীয়। নিচে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এমন ১২ জন মহিলা সাহাবী সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
১। হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.)
হযরত ফাতিমা (রা.) ছিলেন মহানবী (সা.)-এর সবচেয়ে প্রিয় কন্যা। তিনি অত্যন্ত ধার্মিক, ধৈর্যশীল এবং দুনিয়াবিমুখ ছিলেন। মহানবী (সা.) তাঁকে ‘জান্নাতের মহিলাদের নেত্রী’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি ইসলাম ও মহানবী (সা.)-এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
২। হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
হযরত খাদিজা (রা.) ছিলেন ইসলামের প্রথম নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মহানবী (সা.)-এর প্রথম স্ত্রী এবং তাঁর সবচেয়ে বড় আশ্রয় ও সমর্থক ছিলেন। আল্লাহ তাঁকে সালাম পাঠান এবং তাঁকে জান্নাতে একটি মণি-মুক্তার নির্মিত ঘরের সুসংবাদ দেন।
৩। হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান (রা.)
হযরত উম্মে সুলাইম (রা.) (যিনি গুমায়সা নামেও পরিচিত) ছিলেন একজন মহৎ নারী সাহাবী। তিনি অত্যন্ত বিচক্ষণ ও ধৈর্যশীল ছিলেন। মহানবী (সা.) তাঁর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন যে, তিনি জান্নাতে তাঁর খুব কাছের মানুষ হবেন।
৪। হযরত সুমাইয়া বিনতে খায়য়াত (রা.)
হযরত সুমাইয়া (রা.) ছিলেন ইসলামের প্রথম শহীদ। ইসলাম ত্যাগ করতে অস্বীকার করলে তাঁকে নির্মমভাবে শহীদ করা হয়। তাঁর এই মহান আত্মত্যাগের জন্য মহানবী (সা.) তাঁকে জান্নাতের সুসংবাদ দেন।
৫। হযরত আয়েশা (রা.)
হযরত আয়েশা (রা.) ছিলেন মহানবী (সা.)-এর স্ত্রী এবং সবচেয়ে জ্ঞানসম্পন্ন নারী সাহাবীদের মধ্যে অন্যতম। মহানবী (সা.) তাঁকে তাঁর প্রিয়তম স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, তিনি জান্নাতে তাঁর স্ত্রী হবেন।
৬। হযরত মরিয়ম বিনতে ইমরান (আ.)
হযরত মরিয়ম (আ.) ছিলেন নবী ঈসা (আ.)-এর মাতা এবং অত্যন্ত ধার্মিক একজন নারী। তিনি সাহাবী না হলেও, মহানবী (সা.) তাঁকে জান্নাতের মহিলাদের অন্যতম নেত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি অত্যন্ত পবিত্র জীবনযাপন করেছেন।
৭। হযরত উম্মে হারাম বিনতে মিলহান (রা.)
হযরত উম্মে হারাম (রা.) ছিলেন একজন মহৎ সাহাবী। মহানবী (সা.) তাঁর বাড়িতে বিশ্রাম নিতেন এবং তাঁর জন্য দোয়া করতেন। মহানবী (সা.) তাঁকে সমুদ্রযাত্রার যুদ্ধে শহীদ হওয়ার সুসংবাদ দেন, যা তাঁর জান্নাতের গ্যারান্টি ছিল।
৮। হযরত হাফসা (রা.)
হযরত হাফসা (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর কন্যা এবং মহানবী (সা.)-এর স্ত্রী। তিনি অত্যন্ত ইবাদতগুজার এবং কুরআন হেফজকারী ছিলেন। জিবরাঈল (আ.) তাঁকে জান্নাতের সুসংবাদ দেন।
৯। হযরত আসিয়া (রা.)
হযরত আসিয়া (রা.) ছিলেন ফিরাউনের স্ত্রী এবং তিনি সাহাবী না হলেও, মহানবী (সা.) তাঁকে জান্নাতের মহিলাদের একজন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিরাউনের নির্যাতনের মুখেও ঈমানের ওপর অটল ছিলেন।
১০। হযরত গুমায়সা বিনতে মিলহান (রা.)
গুমায়সা বিনতে মিলহান আসলে হযরত উম্মে সুলাইম (রা.)-এরই অপর নাম। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত।
১১। হযরত সুরাইয়া আল-আসাদিয়া (রা.)
হযরত সুরাইয়া (রা.) সম্পর্কে বিস্তারিত তথ্য খুব বেশি পাওয়া যায় না। তবে ইতিহাসে এমন অনেক নারী সাহাবী ছিলেন, যাঁরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত।
১২। হযরত রুবাইয়া বিনতে মুয়াব্বিয (রা.)
হযরত রুবাইয়া (রা.) ছিলেন একজন আনসারী সাহাবী, যিনি বাইয়াতুর রিদওয়ান-এ অংশগ্রহণ করেছিলেন। তিনি জ্ঞান ও ইবাদতে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন।
এই মহীয়সী নারীদের জীবন থেকে আমরা শিখতে পারি দৃঢ় ঈমান, ধৈর্য এবং ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার শিক্ষা। তাঁদের জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম
ইসলামি ইতিহাসে অসংখ্য মহীয়সী নারী সাহাবী আছেন, যাঁরা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তবে, তাঁদের মধ্যে মাত্র কয়েকজনের নাম বা তাঁদের সংশ্লিষ্ট ঘটনা সরাসরি কুরআনে বর্ণিত হয়েছে। তাঁদের কথা কুরআনে উল্লেখ করে আল্লাহ তাঁদের মর্যাদা ও জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।
ইসলামের ইতিহাসে আল্লাহ তা’আলা পবিত্র কুরআনের আয়াতসমূহে কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে মহিলা সাহাবীদের জীবনের ঘটনা, প্রশ্ন বা তাঁদের অবস্থানের প্রসঙ্গ টেনে আয়াত নাজিল করেছেন। যেমন হযরত মারইয়াম (আ.)-এর নামে একটি পূর্ণাঙ্গ সূরা, ‘সূরা মারইয়াম’, নাজিল করেছেন। এছাড়াও কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম নিচে উল্লেখ হলো-
- মারইয়াম (আঃ)
- খাদিজা (রাঃ)
- আয়েশা (রাঃ)
- মারিয়া কিবতিয়া (রাঃ)
- খাওলা বিনতে সালাবা (রাঃ)
- আসিয়া (রাঃ)
জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা
পবিত্র কুরআনে নির্দিষ্ট করে ২০ জন জান্নাতি মহিলার নাম উল্লেখ করা নেই। তবে যারা রাসুল (সাঃ)-এর সান্নিধ্যে এসেছিলেন এবং তাঁর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনকে তিনি নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বেশ কিছু মহিলা সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যারা মূলত সবসময় ইসলাম ধর্ম অনুসরণ করে জীবন-যাপন করেছেন।
কুরআন এবং হাদিসে অনেক মহীয়সী নারীর কথা এসেছে, যাঁরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন মহিলা সাহাবী এবং অন্য মর্যাদাবান নারীরাও রয়েছেন। নিচে সেই মহীয়সী নারীদের একটি তালিকা দেওয়া হলো:
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
- আয়েশা বিনতে আবু বকর (রা.)
- হাফসা (রা.) বিনতে উমর
- ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে সালমা (রা.)
- সুমাইয়া বিনতে খাব্বাব (রা.)
- উম্মে আম্মার নাসিবা বিনতে কা’ব (রা.)
- উম্মে সুলাইম বিনতে মিলহান (রা.)
- উম্মে হারাম বিনতে মিলহান (রা.)
- জয়নব বিনতে জাহাশ (রা.)
- সাওদা বিনতে জামআ (রা.)
- রুকাইয়া বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ (রা.)
- জয়নব বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে হানী (রা.)
- উম্মে ফজল লুবাবা বিনতে হারিস (রা.)
- আসমা বিনতে আবু বকর (রা.)
- জুয়াইরিয়া বিনতে হারিস (রা.)
- সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব (রা.)
- মাইমুনা বিনতে হারিস (রা.)
সকল মহিলা সাহাবীদের নামের তালিকা
ইসলাম ধর্মের প্রায় বেশিভাগ মহিলারই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও সকল মহিলা সাহাবীদের নামের তালিকা জানার ইচ্ছা প্রকাশ করে থাকে। সকল মহিলা সাহাবীদের নামের নির্দিষ্ট কোন হিসাব নেই। তাদের মধ্যে থেকে কয়েকজন মহীয়সী মহিলা সাহাবীর নাম নিচে উল্লেখ করা হলো:
- ফাতিমা (রাঃ) বিনতে মুহাম্মদ (সা)
- খাদিজা (রাঃ) বিনতে খুওয়াইলিদ
- আয়েশা সিদ্দিকা (রাঃ)
- আসমা (রাঃ) বিনতে আবু বকর
- সুমাইয়া (রাঃ) বিনতে খাব্বাত
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে হানি (রাঃ) বিনতে আবু তালিব
- হাফসা (রাঃ) বিনতে উমর
- উম্মে সুলাইম (রাঃ) বিনতে মিলহান
- উম্মে কুলসুম (রাঃ) বিনতে মুহাম্মাদ (সা)
- উম্মে রুবাই (রাঃ)
- আসমা বিনতে আবু বকর (রাঃ)
- জয়নব বিনতে জাহশ (রাঃ)
- সাফিয়া (রাঃ) বিনতে আবদুল মুত্তালিব
- উম্মে হারাম (রাঃ) বিনতে মিলহান
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে ফারওয়া (রাঃ)
- উম্মে হাকিম (রাঃ)
- উম্মে মুনযির (রাঃ)
- উম্মে আতিয়া (রা) বিনতে আল হারিস
- উম্মে দারদা (রাঃ)
- উম্মে সাইদ (রাঃ)
- উম্মে কিরফা (রাঃ)
- উম্মে জাইদ (রাঃ)
- উম্মে শরীক (রাঃ)
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে হাবিবা (রাঃ)
- জুয়াইরিয়া বিনতে হারিস (রাঃ)
- মাইমুনা বিনতে হারিস (রাঃ)
- সাফিয়া বিনতে হুয়াইয়্য (রাঃ)
- নুসাইবা বিনতে কা’ব (রাঃ)
- রুমাইসা (উম্মে সুলায়ম) (রাঃ)
- সুমাইয়া বিনতে খিয়্যাত (রাঃ)
ম দিয়ে মহিলা সাহাবীদের নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সময়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তার মধ্যে ম দিয়ে কিছু মহিলা সাহাবীদের নাম রয়েছে। নিচে ম দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলো-
- মারইয়াম (আঃ)
- মারিয়া কিবতিয়া (রাঃ)
- মায়মুনা (রাঃ)
- মুলাইকা (রাঃ)
- মাহজানা (রাঃ)
স দিয়ে মহিলা সাহাবীদের নাম
- সাওদা বিনতে জামআ (রাদিয়াল্লাহু আনহা)
- সুমাইয়া বিনতে খায়্যাত (রাদিয়াল্লাহু আনহা)
- সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহা)
- সাফিয়া বিনতে হুয়াইয়্য (রাদিয়াল্লাহু আনহা)
- সালমা বিনতে উমাইস (রাদিয়াল্লাহু আনহা)
জ দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেক মহিলারা নিজের নামের সম্পর্কে বিস্তারিত জানতে নিজের অক্ষরের সাথে মিল রেখে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে জিজ্ঞেস করেন। নিচে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলো-
- জয়নব বিনতে জাহশ (রাঃ)
- জামিলা বিনতে সাবিত (রাঃ)
- জুওয়াইরিয়া বিনতে আল হারিস (রাঃ)
- জাহরা বিনতে আবু উমায়ের (রাঃ)
র দিয়ে মহিলা সাহাবীদের নাম
আপনারা অনেকেই হয়তো ‘র’ অক্ষর দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে জানতে চেয়ে থাকেন। অনেকের মনে আবার এই প্রশ্নও আসে যে ‘র’ দিয়ে কি কোনো মহিলা সাহাবী ছিলেন? নিচে ‘র’ অক্ষর দিয়ে শুরু হওয়া কিছু মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো:
রুমাইসা বিনতে মিলহান (রাঃ)
রুকাইয়া বিনতে মুহাম্মদ (সাঃ)
ত দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেকেই ছোট শিশুর নাম রাখার জন্য অথবা ইসলামকে আরও পরিপূর্ণভাবে জানার জন্য ‘ত’ অক্ষর দিয়ে মহিলা সাহাবীদের নাম খোঁজেন। তাঁদের জন্য এই পর্যায়ে ‘ত’ দিয়ে শুরু হওয়া কিছু মহিলা সাহাবীর নাম নিচে দেওয়া হলো:
- তাহমিনা বিনতে হযরত আলী (রাঃ)।
- তামিমা বিনতে ওহহাব (রাঃ)।
- তামাদা বিনতে আহসান (রাঃ)।
জান্নাতি ১০ মহিলার নাম
ইসলামের ইতিহাসে নারী সাহাবীগণ তাঁদের ঈমান, ত্যাগ, ধৈর্য, সাহস ও আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসার মাধ্যমে এক গৌরবোজ্জ্বল অবস্থান অর্জন করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ এমন মর্যাদাবান ও গুণের অধিকারী ছিলেন যে, দুনিয়ার জীবনেই রাসূলুল্লাহ (সা.) তাঁদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশজন মহীয়সী নারীর নাম নিচে দেওয়া হলো, যাঁরা দুনিয়াতে থাকতেই এই মহান মর্যাদা লাভ করেছিলেন:
- খাদিজা বিনতে খুয়াইলিদ (রাঃ)
- আয়েশা সিদ্দিকা (রাঃ)
- হাফসা বিনতে উমর (রাঃ)
- ফাতিমা জাহরা (রাঃ)
- মারইয়াম বিনতে ইমরান (আঃ)
- আসিয়া বিনতে মুজাহিম (আঃ)
- উম্মে সালামা (রাঃ)
- আসমা বিনতে আবু বকর (রাঃ)
- সমাইয়া বিনতে খিয়্যাত (রাঃ)
- উম্মে আম্মারা (নুসাইবা বিনতে কা’ব) (রাঃ)
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম অনেকেই জানতে চান। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা অনেক, পুরুষ অনেক সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবার পুরুষের পাশাপাশি মহিলা অনেক সাহাবীরাও দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।
তারা দুনিয়াতে এতই আল্লাহর এবাদতে মশগুল ছিলেন যে আল্লাহ ইবাদতের ফলস্বরূপ খুশি হয়ে দুনিয়াতেই তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যারা আখেরাতের জন্য চিন্তা করে আল্লাহ তাদের নিশ্চয়ই ভালো ফলাফল দান করেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া এটা সবচাইতে বড় পুরস্কার। নিচে ১৫ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম ও ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম নিচে দেওয়া হলো-
১৫ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম
- আবু বকর (রাঃ)
- হযরত উমর (রাঃ)
- আলী (রাঃ)
- উসমান (রাঃ)
- আবু উবাইদা (রাঃ)
- আব্দুর রহমান (রাঃ)
- তালহা (রাঃ)
- জুবায়ের ইবনুল আওয়াম (রাঃ)
- সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
- সাঈদ (রাঃ)
- হাসান (রাঃ)
- আল-হুসাইন (রাঃ)
- মুসআব (রাঃ)
- খালিদ (রাঃ)
- সালমান আল ফারিসী (রাঃ)
১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
- খাদিজা (রাঃ)
- হযরত আয়েশা (রাঃ)
- হাফসা (রাঃ)
- ফাতেমা (রাঃ)
- আসিয়া (রাঃ)
- উম্মে সুলাইম (রাঃ)
- সুমাইয়া (রাঃ)
- মরিয়ম (রাঃ)
- উম্মে হারাম (রাঃ)
- গুমায়সা (রাঃ)
- সুরাইয়া আল আসাদিয়া (রাঃ)
- রবি (রাঃ)
লেখকের শেষ মতামত
প্রিয় পাঠক আমরা ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম, জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা, কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম, সকল মহিলা সাহাবীদের নামের তালিকা, ইত্যাদি সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যারা এ প্রসঙ্গে জেনেছিলেন না আশাকরি বিষয়গুলো জেনে উপকৃত হবেন।