বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম – বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম বেশ সহজ, তবে এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়।  বিজয় কিবোর্ড হলো সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা লেখার সফটওয়্যার। বিজয় কিবোর্ড এর জনপ্রিয়তার মূল কারন হলো, এর সাহায্যে বাংলা যুক্তবর্ণ গুলো নিখুতভাবে টাইপ করা যায়। 

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

আজকের আর্টিকেলে আমরা বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম এবং বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম নিয়ে আলোচনা করব যেখানে যুক্তবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও ফলা সম্পর্কে জানতে পারবেন। 

বিজয় কিবোর্ড কি

বিজয় কিবোর্ড হলো একটি সফটওয়্যার, যা কম্পিউটারে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত ইংরেজি কিবোর্ড ব্যবহার করে বাংলা অক্ষর, যুক্তাক্ষর এবং কার চিহ্ন টাইপ করার একটি পদ্ধতি বা লেআউট। মোস্তাফা জব্বার এই সফটওয়্যারটি তৈরি করেন, এবং এর প্রথম সংস্করণ ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়।

সহজ কথায়, বিজয় কিবোর্ড হলো একটি টুল যা আপনার কম্পিউটারের ইংরেজি কিবোর্ডকে বাংলা টাইপ করার জন্য উপযোগী করে তোলে, যেখানে প্রতিটি বাংলা অক্ষরের জন্য নির্দিষ্ট ইংরেজি অক্ষর বা অক্ষর বিন্যাস ব্যবহার করতে হয়।

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

আমরা যখন ল্যাপটপ বা ডেক্সটপে বাংলা লিখতে যায় তখন আমাদের প্রায়সময় যুক্তবর্ণের ব্যবহার করতে হয়। আর বিশেষ করে বিজয় কিবোর্ড-এ কিভাবে লিখতে হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না।   অভ্র কিবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখা কিছুটা সহজ হলেও আমরা যারা বিজয় শিখি তারা পড়ি বিড়ম্বনায়। 

নিচের অংশে প্রায়শই ব্যবহৃত হয় এমন অনেকগুলো বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম উপস্থাপন করেছি। আপনি যদি এগুলো দেখে মনে রাখতে পারেন তাহলে বাংলায় যুক্তবর্ণ লেখাটা আপনার কাছে অনেক সহজ ও ফাস্ট হয়ে যাবে।

আরো পড়ুনঃ-  রাউটার কিভাবে কাজ করে বিস্তারিত জানুন

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়মঃ

ক্ষ = J+G+(Shift+N) হ্ম = I+G+M জ্ঞ = U+G+(Shift+I)
ঞ্চ = (Shift+I)+G+Y ঞ্জ = (Shift+I)+G+U ঙ্গ = Q+G+O
ক্ত = J+G+K ত্র = K+Z ক্ষ্ম = J+G+Shift+N+G+M
জ্ঞ = U + G + Shift + I ব্ব = H + G + H ল্ল = Shift + V + G + Shift + V
ত্ত = K + G + K ন্ত্র = B + G + K + Z দ্ধ = L + G + Shift + L
ক্র = J + Z দ্ভ = L + G + Shift + H ক্স = J + G + N
ক্ম = J + G + M ক্ল = J + G + Shift + V চ্ছ = Y + G + Shift + Y
ক্ক = J + G + J গ্ধ = O + G + Shift + L গ্ম = O + G + M
গ্র = O + Z গ্ল = O + G + Shift + V গ্রু = O + Z + S
ঙ্ক = Q + G + J ঙ্খ = Q + G + Shift + J জ্জ = U + G + U
দ্ম = L + G + M জ্জ্ব = U + G + Shift + I ট্ট = T + G + T
ন্ঠ = Shift+B + G + Shift + T ত্থ = K + G + Shift + K ত্ত্ব = K + G + K + G + H
র্ম = M + Shift + A র্ধ্ব = L + G + H + Shift + A ত্ম = K + G + M
ত্রু = K + Z + S দ্রু = L + Z + S ধ্রু = Shift + L + Z + S
ন্থ = B + G + Shift + K ন্ব = B + G + H ন্ম = B + G + M
ন্ট্রা = B + G + T + Z + F ন্ড্রু = B + G + K + Z ন্দ্র = B + G + L + Z
ন্ধ = B + Shift + L ব্ধ = H + G + Shift + L ভ্র = Shift + H + Z
ভ্রু = Shift + H+Z+Shift+S ম্ন = M + G + B ল্কা = V + G + J + F
শ্ম = Shift + M + G + M ষ্ক = Shift + N + G + J ষ্ঠ = Shift + N + G + Shift + T
ষ্প = Shift + N + G + R ষ্ফ = Shift+N+ G + Shift + R ষ্ট্র = Shift + N + G + T + Z
ষ্ণ = Shift+N+G + Shift + B ষ্ম = Shift + N + G + M স্থ = N + G + Shift + K
স্ক্র = N + G + J + Z স্ক্রু = N + G + J + Z + S স্ত্র = N + G + K + Z
স্প্ল = N+G+R + G+Shift + V হ্ন = I + G + B স্ফ = N + G + Shift + R
চ্ছ্ব = Y +G+Shift + Y+G + H হ্ব = I + G + H ঙ্গ = Q + G + O

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম সম্পর্কে বলার আগে বিজয় এর বেসিক কিছু কথা জানা প্রয়োজন। বিজয় সফটওয়্যারটি পেইড হলে ও আমরা ব্যক্তিগত ব্যবহারের জন্য বিভিন্ন উপায়ে তা কোন প্রকার অর্থ খরচ না করেই ডাউনলোড করতে পারি। আপনারা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন।

বিজয় কিবোর্ড-এ সাধারনত  বাংলা লেখার জন্য দুইটি অপশন দেখতে পাবেন একটি ক্লাসিক বিজয় মোড এবং অন্যটি ইউনিকোড বিজয় মোড।

ক্লাসিক বিজয় মোড: এই মোডে SutonnyOMJ ফন্ট ব্যবহার করা হয়। এই মোডে স্যুইচ করার জন্য কীবোর্ডে Ctrl + Alt + B চাপুন। এটি পুরোনো বাংলা ডকুমেন্টের জন্য বেশি ব্যবহৃত হয়।

ইউনিকোড বিজয় মোড: জয় বায়ান্নকে ইউনিকোড বিজয় মোডে সক্রিয় বা স্যুইচ করতে হলে কীবোর্ডে Ctrl + Alt + V চাপুন। এটি বেশিরভাগ আধুনিক বাংলা লেখার জন্য এই মোডটি বেশি ব্যবহৃত হয়।

আরো পড়ুনঃ-  প্রজেক্টর কাকে বলে? প্রজেক্টর ব্যবহারের নিয়ম

জনপ্রিয় কিছু ইউনিকোড বাংলা ফন্ট হলো:

  • Vrinda
  • Kalpurush
  • SolaimanLipi
  • Noto Sans Bengali
  • Bijoy OMJ (Unicode)

সঠিক ফন্ট নির্বাচন না করলে অক্ষরগুলো ভেঙে যেতে পারে বা সঠিকভাবে নাও দেখা যেতে পারে।

আর আপনি যদি আবারও ইংরেজী টাইপ করতে চান তাহলে সেক্ষেত্রে Ctrl+Alt+B একসাথে প্রেস করুন তাহলেই আপনি পুনরায় ইংরেজী টাইপ করতে পারবেন।

১। বাংলা লেখার নিয়ম – যুক্তবর্ণ

এই বিষয়ে আমরা উপরে ইতিমধ্যে আলোচনা করেছি।

২। বাংলা লেখার নিয়ম – স্বরবর্ণ

ব্যঞ্জনবর্ণ কী-কম্বিনেশন
J
Shift + J
O
Shift + O
Q
Y
Shift + Y
U
Shift + U
Shift + I
T
Shift + T
L
Shift + L
Shift + B
K
Shift + K
L
Shift + L
B
R
Shift + R
H
Shift + H
M
W
I
V
Shift + M
Shift + N
N
I
ড় Z
ঢ় Shift + Z
য় W
\
Shift+Q
Shift + \
Shift+7

৩। বাংলায় কার এবং ফলা যুক্ত করার নিয়ম

কার চিহ্ন কী-কম্বিনেশন উদাহরণ উদাহরণ
া (আ-কার) F ক + F = কা ব + F = বা
ি (ই-কার) D ক + D = কি ব + D = বি
ী (ঈ-কার) Shift + D ক + Shift + D = কী ব + Shift + D =  বী
◌ু (উ-কার) S ক + S = কু ব + S = বু
◌ূ (ঊ-কার) Shift + S ক + Shift + S = কূ ব + Shift+S = বূ
◌ৃ (ঋ-কার) A ক + A = কৃ ব + A = বৃ
ে (এ-কার) C ক + C = কে ব + C = বে
ৈ (ঐ-কার) Shift + C ক + Shift + C = কৈ ব + Shift+C = বৈ
ো (ও-কার) X ক + X = কো ব + X = বো
ৌ (ঔ-কার) Shift + X ক + Shift + X = কৌ ব + Shift+X = বৈ 

 

৪। বিজয় কিবোর্ড যুক্তাক্ষর লেখার নিয়ম 

ক্ত (ক+ত) = J+G+k ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N)
হ্ম (হ+ম) = I+G+M ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y ব্ব (ব+ব) = H+G+H
ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) ত্ত (ত+ত) = K+G+K
ত্র (ত+র) = k+Z হৃ (হ+ ঋ) = I+A
ক্র (ক+র) = J+Z ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z
দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ক্স (ক+স) = J+G+N ক্ম (ক+ম) = J+G+M
ক্ল (ক+ল) = J+G+(Shift+V) ঙ্গ (ঙ+গ) = Q+G+O
চ্ছ (চ+ছ) = Y+G+(Shift+Y) ক্ক (ক+ক) = J+G+J
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) গ্ম (গ+ম) = O+G+M
গ্র (গ+ র-ফলা) = O+Z গ্ল (গ+ল) = O+G+(Shift+V)
গ্রু (গ+র+ু) = O+Z+S ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) জ্জ (জ+জ) = U+G+U
দ্ম (দ+ম) = L+G+M জ্জ্ব (জ+জ+ব) = U+G+(Shift+I)
ট্ট (ট+ট) = T+G+T ন্ঠ (ন+ঠ) = (Shift+B)+G+(Shift+T)
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H
র্ম = M+(Shift+A) র্ধ্ব = L+G+H+(Shift+A)
ত্ম (ত+ম) = K+G+M ত্রু (ত+র-ফলা+ু) = K+Z+S
দ্রু (দ+র+ু) = L+Z+S ধ্রু (ধ+র-ফলা+ু) = (Shift+L)+Z+S
ন্থ (ন+হ) = B+G+(Shift+K) ন্ব (ন+ব) = B+G+H
ন্ম (ন+ম) = B+G+M ন্ট্রা (ন+ট+র+া) = B+G+T+Z+F
ন্ড্রু (ন+ড+র+ু) = B+G+K+Z ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)
ভ্র (ভ+র) = (Shift+H)+Z ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
ম্ন (ম+ন) = M+G+B ল্কা (ল+ক+া) = V+G+J+F
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J
ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R) ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
স্থ (স+হ) = N+G+(Shift+K) স্ত্র (স+ত+র) = N+G+K+Z
স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S স্ক্র (স+ক+র) = N+G+J+Z
স্প্ল(স+প+ল)=N+G+R+G+(Shift+V) হ্ন (হ+ন) = I+G+B
স্ফ (স+ফ) = N+G+(Shift+R) চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H
হ্ব (হ+ব) = I+G+H ঙ্গ = Q+G+O
শ্ব = (Shift+M)+G+H ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) 
আরো পড়ুনঃ-  কম্পিউটার নেটওয়ার্ক কি - কম্পিউটার নেটওয়ার্ক এর কাজ কি

মূল বিষয় হলো কোন যুক্তবর্ন গুলো কোন কোন বর্ন দিয়ে গঠিত হয় সেটা যদি আপনি আয়ত্ব করতে পারেন তাহলে এটি আপনার কাছে খুব সহজ হয়ে যাবে।

লেখকের শেষ মতামত

পরিশেষে বলতে চাই আপনি যদি বিজয় কিবোর্ড বাংলা লিখার নিয়ম শিখতে চান, তাহলে আমাদের এই পোষ্টের সাহায্য মোটামুটি ১ সপ্তাহ প্রাক্টিস করলেই বিজয় কিবোর্ড সম্পর্কে যথেষ্ট ধারনা হয়ে যাবে। তবে মনে রাখবেন সেটা অবশ্যই আপনার প্রাক্টিসের উপর নির্ভর করবে।

আমি সহ আমার টিম প্রতিনিয়ত কাজ করি অনলাইন জগতে বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে সবার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে। আমাদের সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা মতামত প্রদান করতে আমাদের যোগাযোগ পেইজ ব্যবহার করুন অথবা নিচে কমেন্ট করুন।

Leave a Comment