অনলাইনে ডলার ইনকাম করার উপায়ের শেষ নেই। আপনি চাইলে হাজারো উপায়ে ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে সঠিক উপায়টি জানতে হবে আর জানতে হবে সঠিকভাবে মোবাইলে ডলার ইনকাম করার সাইট সম্পর্কে।
ডলার ইনকাম সাইট থেকে যদি আয় করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন। কারণ আর্টিকেলটিতে ডলার ইনকাম করার বিভিন্ন সাইড ও এপস সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে অনেকেই হয়তো ডলার ইনকাম করার বিভিন্ন সাইট খুঁজে থাকে, তবে বিশ্বস্ত সাইট খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। মূলত এজণ্যই আজকের এই পোষ্টে আমরা ডলার ইনকামের বিশ্বস্ত কিছু মাধ্যম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি যেখানে কাজ করে ডলার ইনকাম করতে পারেন।
কিভাবে ডলার ইনকাম করা যায়
বিভিন্ন মাধ্যমে অবলম্বন করে ডলারইনকাম করা যায় সেই ওয়েবসাইটগুলো সম্পর্কেও আলোচনা করা হবে। যে সকল ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট সাপোর্ট করে সেখান থেকে আপনি সহজেই ডলার ইনকাম করে বিকাশে টাকা পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
এখানে আমি ডলার ইনকাম করার জন্য তিনটি পদ্ধতি বলবো। যার সাহায্যে আপনি লিগ্যাল ভাবে ডলার ইনকাম করতে পারবেন। ডলার ইনকাম করার অনলাইন রাস্তাগুলি হলো-
১। ব্লগিং করে ডলার ইনকাম
ব্লগিং মানে হল নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে, সেখানে নতুন নতুন আর্টিকেল প্রকাশ করে মানুষের সাহায্য করা। এবং সেই সব আর্টিকেলগুলো বিভিন্ন ব্যক্তি গুগোল এ সার্চ করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। এবং এই ভাবে আপনার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আছে আপনার ব্লগটি ততো বেশি জনপ্রিয় হবে।
তবে আপনারা যদি ব্লগ সাইট রেডি করে ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার সাইটে গুগল এডসেন্স অ্যাপরুভাল নিয়ে ডলার ইনকাম করতে পারবেন। যেহেতু গুগোল একটি ইন্টারন্যাশনাল কোম্পানি তাই গুগোল তার সমস্ত পেমেন্ট গুলি, ডলারে দিয়ে থাকে।
আর ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করে হাই করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করে ব্লগিং শুরু করুন মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।
২। ফ্রিল্যান্সিং কাজ করে ডলার ইনকাম
ফ্রিল্যান্সিং মানে একটি কোম্পানির জন্য কাজ করা। যেখানে আপনি নিজেই একটি কোম্পানি থেকে সরাসরি চাকরির দায়িত্ব নেবেন। এবং সেই কাজটি সম্পন্ন করার পর, আপনি কোম্পানি থেকে আপনার আয় পাবেন।
ফ্রিল্যান্সিং এ আপনাকে যেকোন একটি কাজে ভালো ভাবে দক্ষ হয়ে নিতে হবে তাহলেই আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে করে বিভিন্ন চাকরিতে আপ্লাই করে নিবেন এরপরে সেগুলো কাজ সম্পন্ন করতে হবে তাহালেই আপনার ক্লাইন্টস আপনার পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পেমেন্ট করে দিবে।
ফ্রিল্যান্সিং কাজ করে ডলার ইনকাম ওয়েবসাইটের তালিকা গুলো হল:
- Fiverr – Freelance Service
- Upwork For Freelancer
- Freelancer: Hire & Find Jobs
- Swagbucks: Surveys for Money
- Banana Bucks – Take surveys. Get paid
- Toloka: Earn online
- Google Opinion Rewards
- Dollar Pie – Play & Earn Money
৩। এড দেখে ডলার ইনকাম
ইন্টারনেটে অনেক অ্যাপস বা ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে সহজেই অ্যাড দেখে ডলার ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা অ্যাড দেখার মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন। প্রচুর অ্যাড দেখার সাইট রয়েছে যেগুলোতে অ্যাড দেখেই ডলার ইনকাম করা যায়।
অ্যাড দেখার ওয়েবসাইটগুলোতে সাধারণত ভিডিও বিজ্ঞাপন ও সরাসরি অ্যাড দেখে ডলার ইনকাম করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এডগুলো সাধারণত ৩ সেকেন্ড অথবা ১০ সেকেন্ডের হয়ে থাকে।
অনেক অ্যাপস রয়েছে যেখানে মাত্র 20 মিনিট অ্যাড দেখার কাজ করেই ০.২০ ডলার ইনকাম করা যায়। যা বাংলাদেশী টাকায় 20 টাকা হয়। সেখানে আপনি সর্বনিম্ন ৫০ টাকা হলেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। এড দেখে ডলার ইনকাম করা যায় এমন কিছু জনপ্রিয় সাইটের তালিকা নিম্নে দেওয়া হলোঃ
- Adwallet
- Cash App
- Neobux
- Slidejoy App
- Workup job
- Zoom Bucks
- Clicksense
- Workupplace
উল্লিখিত সাইটে বা অ্যাপে অ্যাড দেখার মাধ্যমে সহজেই ইনকাম করতে পারবেন। এজন্য ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সময় নষ্ট না করে অ্যাড দেখেই ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিন।
৪। ফরেক্স ট্রেডিং করে ডালার ইনকাম
ডলার খরচ করে অনলাইন থেকে ইনকাম করার চিন্তা ভাবনা থাকলে আপনি অনলাইন ট্রেডিং করতে পারেন। বর্তমানে অনেকেই অনলাইন প্লাটফর্মে ডলার ইনভেস্ট করে ট্রেডিং করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। আপনিও চাইলে এভাবেই অনলাইন প্লাটফর্মে ফরেক্স ট্রেডিং করে ইনকাম করতে পারেন। তবে অবশ্যই আপনাদের ফরেস্ট ট্রেডিং অথবা অনলাইন ট্রেডিং সম্পর্কে দক্ষতা ও ধারণা থাকতে হবে।
কারণ ট্রেডিং করতে হলে ট্রেডিং এর বিষয়গুলো সম্পর্কে জানতে হয়, ট্রেডিং এর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো না জানলে আপনি ট্রেডিং করে ডলার লস করতে পারেন। তাই যাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা রয়েছে তারা চাইলে ট্রেডিং করতে পারেন।
তবে ট্রেডিং এ এক্সপার্ট হলে ঝুঁকির কোন সম্ভাবনা নেই বরং আপনি প্রচুর ডলার লাভ করতে পারবেন। সামান্য ২০ থেকে ৩০ ডলার ইনভেস্ট করেই প্রতিদিন তিন থেকে চার ডলার ট্রেডিং করে ইনকাম করা যায়।
৫। রিমোর্ট জব করে ডলার ইনকাম
রিমোর্ট জব এমন একটি সুবিধার নাম যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়েও তাদের কর্মী হিসেবে ঘরে বসেই কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর মতো রিমোট জব ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। রিমোট জব করার জন্য আপনার খুব বেশি দক্ষতার প্রয়োজন হবে না।
রিমোর্ট জব পাওয়া যায় এমন কিছু মার্কেটপ্লেস এবং ওয়েবসাইট এর তালিকা চিনে দেওয়া হলো:
- FlexJobs
- Remote OK
- We Work Remotely
- Working Nomads
- Jobspresso
- Remotive
- Upwork
- Fiverr
- Freelancer
- Indeed
উপরের উল্লিখিত রিমোর্ট জব করে প্রতিদিন ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন খুব সহজেই।
৬। ছবি বিক্রি করে ডলার ইনকাম
ইনকাম করার আরেকটি সহজ উপায় হলো ফটোগ্রাফি করা এবং ছবি বিক্রি করা। আপনার যদি ফটোশুট করতে ভালো লাগে তাহলে এটিকেই প্রফেশন বা পেশা হিসেবে বেছে নিতে পারে। জরুরী নয়, ফটোশুট করার জন্য আপনার ক্যামেরা লাগবে।
আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও ভালো মানের ফটোশুট করতে পারবেন। বর্তমানে মোবাইল ফোন গুলোর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে। আপনি যদি একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কয়েকটি উপায়ে ইনকাম করতে পারবেন।
ছবি বিক্রি করার বিশ্বস্ত চকিছু ওয়েবসাইটগুলো নিম্নে তুলে ধরা হলো-
- Adobe Stock,
- Getty Images,
- Shutterstock,
- 500px,
- iStock ইত্যাদি।
তাছাড়া এর পাশাপাশি আরও বেশ কয়েকটি মাধ্যমে আপনি খুব সহজেই ডলার ইনকাম করতে পারবেন। সেগুলো তা নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ
Binance: এটি মূলত এক প্রকার ট্রেডিং প্লাটফর্ম। তবুও এখানে বিভিন্ন উপায়ে ট্রেডিং না করেও আয় করা যায়। আপনি এখানে ট্রেডিং না করে বিভিন্ন বা ইনকাম করতে পারবেন। বিশেষ করে রেফার করে এই অ্যাপ থেকে ডলার ইনকাম করা যাবে। তাছাড়া প্রতিদিন অনলাইন সার্ভে করে অ্যাপটিতে আপনি ডলার ইনকাম করতে পারবেন।
আর এখানে ডলার ইনকাম করে সহজে বিকাশের মাধ্যমে নেওয়া যায়। এই ট্রেডিং প্লাটফর্মে আপনি সরাসরি ডলার ডিপোজিট করে ট্রেডিং করার মাধ্যমে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারেন। অ্যাপটি বন্ধুদের মাঝে বা পরিচিতদের কাছে রেফার করলে নগদ ১০ ডলার বোনাস অথবা ক্যাশব্যাক ভাউচার পেতে পারেন। তাই যারা ডলার ইনকাম করতে চান তারা এখান থেকে করতে পারেন।
SohojAffiliates: মূলত আপনি এখানে ই-কমার্স সম্পর্কিত কাজগুলো করে ডলার আয় করতে পারবেন। এটি একপ্রকার ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজস্ব প্রোডাক্ট সেল করে ডলার ইনকাম করতে পারবেন।
RewordXP: ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নেওয়ার আরেকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ হল রিওয়ার্ড এক্সপি। এটি মূলত মাইক্রো জব সাইট, এখানেও আপনি ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন।
এখানে ভিডিও দেখে , এড দেখে , রেফার করে , অ্যাপ ডাউনলোড করে , পোস্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন। আর পেমেন্ট পদ্ধতি বিকাশ ও নগদ রয়েছে, আপনি যেই মাধ্যমে নিতে ইচ্ছুক সেই মাধ্যমটি ব্যবহার করে পেমেন্ট নিতে পারবেন।
প্রতিটি সার্ভে করার বিনিময়ে ০.৫ থেকে ৫ ডলার পর্যন্ত পেতে পারেন। পেমেন্ট পদ্ধতি হিসেবে রয়েছে পেপালসহ অন্যান্য মাধ্যম। পেপালে নিলে পরবর্তীতে বিকাশে ট্রান্সফার করে নিতে পারবেন।
মোবাইল দিয়ে ডলার ইনকাম
আপনার যদি কোন স্মার্টফোন থাকে তাহলে আপনি ঘরে বসে ডলার ইনকাম করতে পারবেন। কারণ আজকাল মোবাইল দিয়েই প্রায় সকল কাজই করা যায়। মোবাইলের প্রসেসর আজকাল অনেক উন্নত হয়েছে। আর ফলে মাল্টি টাস্কিং করলেও এর স্পীড কমেনা।
মোবাইলে আপনি ঘরে বসে, এমনকি শুয়ে শুয়ে কাজ করতে পারেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ইউটিউবে ভিডিও করা, ছবি বিক্রি করে আয় সহ নানা ধরনের কাজ ঘরে বসে মোবাইল দিয়ে করা যায়। আর আয় করার পর সেই ডলার খুব সহজেই হাতে পাওয়া যায়।
কিন্তু আমাদের জানতে হবে যে, আমরা কোথায় এই অনলাইন জব করে ইনকাম করতে পারব। মোবাইল দিয়ে ডলারইনকাম করার সাইট থেকে সহজেই ইনকাম করা সম্ভব। আমরা এই ব্লগে ডলার ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে জানব।
কিন্তু আমাদের জানতে হবে মোবাইলে ইনকাম সাইট সম্পর্কে। এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি বিশ্বস্থতার সহিত কাজ করে আয় করতে পারবেন। এখানে আমরা এমন ১৫টি ওয়েবসাইট সম্পর্কে জানব। মোবাইল দিয়ে অনলাইনে উপার্জন করা যায়, এমন সেরা ১৫টি ওয়েবসাইট হলঃ
১। Blogger
এখানে আপনি কোন প্রকার হোস্টিং খরচ ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পরবর্তীতে সেই ওয়েবসাইটে শুধু ডোমেইন সংযুক্ত করে নিতে হবে। একটি ডোমেইন ৫০০ থেকে ৭০০ টাকাতে কিনতে পাওয়া যায়। ব্লগারের নিজস্ব থীম আছে ওয়েবসাইটের জন্য।
যার সাহায্যে নিজের সাইটটিকে প্রিমিয়াম করতে পারবেন। এরপরে সেখানে অরগানিক ব্লগ লিখে, গুগল অ্যাডসেন্স অ্যাপরুভাল নিয়ে ইনকাম করতে পারবেন এর পাশাপাশি আপনার সাইটে অনেক বেশি ট্রাফিক থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সরশীপ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
২। Youtube
Youtube এর নাম আমরা সবাই জানি। এখানে আমরা প্রতিনিয়িত ভিডিও দেখে থাকি। যেমন- ফানি, শিক্ষামূলক, খবর, টেক ইত্যাদি। আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করেই আপনি আয় করতে পারবেন।
কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে হয়
ইউটিউব থেকে ইনকাম করার পদ্ধতি দেখে নিন-
- প্রথমে মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে ইউটিবে ঢুকতে হবে। এরপর ইউটিউবে আপনাকে একটি চ্যানেল খুলতে হবে।
- আপনাকে যেকোন বিষয়ের উপর ভিডিও বানিয়ে সেই চ্যানেলে আপলোড দিতে হবে।
- আপনি চাইলে মোবাইল দিয়েই আপনার ভিডিও রেকর্ড করতে পারেন। আর মোবাইল দিয়েই তা এডিট করে ভিডিও চ্যানেলে রেগুলার আপলোড করতে হবে।
- এরপরে আপনার চ্যানেলে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম ও ১০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে ইউটিউব পার্টনার প্রগ্রামে যুক্ত হতে পারবেন।
- এরপর গুগল অ্যাডসেন্স সহ নানা উপায়ে আপনি এখান থেকে আয় করতে পারবেন।
- আপনি চাইলে ইউটিউবে শর্ট ভিডিও বানিয়েও আয় করতে পারবেন।
- আপনার আয়কৃত ডলার ইউটিউব প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।
৩। Seoclerks
আপনি এসইও ক্লার্কস এর মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারবেন। এ ইমার্কেটপ্লেসে অনেক সহজ কাজ যেমন- ডাটা এন্ট্রি , ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং এর মত সহজ কাজের অনেক বেশি চাহিদা।
এসইও মানে হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ কোন একটি ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে উপরের দিকে নিয়ে আসা। এখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হতে পারেন। আর প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতে পারেন। আপনি আপনার আয়কৃত ডলার এখান থেকে খুব সহজে আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
৪। Themeforest
মোবাইল দিয়ে ইনকাম করার সাইট এর মধ্যে Themeforest হল অন্যতম। আপনি যদি একজন ভাল ওয়েব ডেভেলপার হয়ে থাকেন। তাহলে থিম ফরেস্ট এর মাধ্যমে আপনি মা ডলার আয় করতে পারবেন। আপনি এখানে যেকোন ওয়ার্ডপ্রেস থীম, প্লাগিন, Html টেমপ্লেট বানিয়ে তা এখানে বিক্রি করতে পারবেন। এছাড়া এখানে আপনি Shopify Themes, Email Templates ইত্যাদি বিভিন্ন সিএমএস টেমপ্লেট বানিয়ে অনলাইনে ডলার ইনকাম করতে পারবেন।
এখানে যে কি পরিমাণ প্রডাক্ট বিক্রি হয়। তা এখানে প্রবেশ না করলে জানা সম্ভব না। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে এখানে প্রডাক্ট বিক্রি করা শুরু করতে পারেন। তাহলে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।
৫। Facebook.com
Facebook অনেক মানুষের বেকার সমস্যার নিরসন করেছে। শুধু তাই নয়, এর মাধ্যমে মানুষ হাজার হাজার ডলার আয় করছে। এখন দেখে নেই, কি কি উপায়ে ফেসবুক থেকে ডলার ইনকাম করা যায়।
কি কি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়ঃ
- যেকোন ভিডিও বানিয়ে তা ফেসবুকে আপলোড করে, তাতে অ্যাড লাগিয়ে।
- রিলস বা শর্ট ভিডিও বানিয়ে, তাতে এড দেখিয়ে।
- ভিডিওতে অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে।
- স্পন্সরশীপের মাধ্যমে।
- নিজের পন্য বিক্রি করে।
- ফেসবুক পেজে ব্লগিং ওয়েবসাইটের লিংক শেয়ার করে।
৬। Amazon
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি অ্যামাজন থেকে বিভিন্ন প্রডাক্টের অ্যাফিলিয়েট লিংক নিয়ে। সেটি আপনার ওয়েবসাইট, পেজ ইত্যাদির মাধ্যমে মার্কেটিং করে প্রডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। এভাবে অ্যামাজনে শুধুমাত্র অ্যাফেলিয়েট মার্কেটিং হাজার হাজার ডলার আয় করা সম্ভব।
৭। Upwork
Upwork হল পৃথিবীর সবথেকে সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এই ওয়েবসাইটের অনেক কাজ আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। এখানে অনেক হাই বাজেটের কাজ পাওয়া যায়। আর এখানকার অধিকাংশ বায়ার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি উন্নত দেশের।
আপনি এই মার্কেটপ্লসে ডাটা এন্ট্রি থেকে শুরু করে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। আর আপনি ডাটা এন্ট্রির মত সহজ কাজগুলি করে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। আপওয়ার্ক ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা হাতে পাওয়া যায়।
৮। Fiverr
Fiverr হল খুবই ভাল একটি ফিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ পাওয়া যায়। এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। শুধুমাত্র মোবাইলে কাজ করে ইনকাম করার যায়, এমন অনেক কাজ এই ওয়েবসাইটে পাওয়া যায়। বাংলাদেশ থেকে বহু ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করে।
ফাইবারে কাজ করার জন্য গিগ তৈরি করতে হয়। বায়ার আপনার গিগ পছন্দ করলে আপনাকে কাজে নিবে। এখানে কাজের ব্যপকতা অনেক বেশি। ঘন্টা ভিত্তিক চুক্তি অনুযায়ী কাজ করা যাবে।
নিজের দক্ষতাকে ভালোভাবে প্রদর্শন করতে পারলে এই সাইট থেকে ভালো পরিমান আর্নিং করা যাবে। এখানে আপনাকে কাজ পাওয়ার জন্য এপ্লাই করতে হবে, বিভিন্ন কাজের জন্য এপ্লাই করতে পারেন।
পাশাপাশি আপনি কি ধরনের কাজ করতে পারেন বা দক্ষ হয়েছেন সেই কাজের বিবরণ দিয়ে পোস্ট করতে পারেন। এভাবে কাজ খুঁজে ফাইবার থেকে প্রতিদিন আয় করা সম্ভব।
৯। Freelancer.com
যারা ফ্রিল্যান্সিং করে আয় করতে চান। তাদের জন্য আরো একট অসাধারণ ওয়েবসাইট হল Freelancer. Com এখানে কাজের বাজেট অনেক ভাল থাকে। আপনি চাইলে এখান থেকে ডাটা এন্ট্রি, টাইপিং এর মত সহজ কাজ মোবাইলে দিয়ে করে আয় করতে পারবেন। এছাড়া এখানে ডিজাইন, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, এসইও ইত্যাদির কাজ পাওয়া যায়। এখান থেকে খুব সহজে ব্যাংকের মাধ্যমে টাকা হাতে পাওয়া যায়।
ডলার ইনকাম অ্যাপস
আপনারা অনেকেই অনেকেই ডলার ইনকাম করার অ্যাপস খুঁজে থাকেন এজন্যআমার এখন ডলার ইনকাম করার অ্যাপস এর নাম তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে কাজ করে ডলার ইনকাম করা যায় নিম্নে তাদের তালিকা দেওয়া হলোঃ
- online earning app
- Earn Bitcoin
- Clipclaps
- Wild Cash
- Kucoin
- Bybit
- Binance
- Workup job
- Money Cash App
- Earn Money App
- Clicksense
- gold coin
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
আমরা কিছু বিশ্বস্ত ভিডিও দেখে ডলার ইনকাম সাইটগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করার চেষ্টা করব। চলুন দেখে আসি ভিডিও দেখে ডলার ইনকাম করার সাইটগুলোঃ
- Cash Earning App
- Cash Earning App
- Make Real Money
- Freelancingview
- AdsTube – Earn Watching Ads
- clipclaps
- GetPoint: Watch, Play&Earn
- inboxdollars
- Taka Income Pro
- PrizeRebel
- Perk TV
- GrabPoints
উল্লেখিত অ্যাপস ও সাইট গুলোতে ভিডিও দেখে ডলার ইনকাম করা যাবে। তবে মধ্যে কিছু বাংলাদেশি সাইট রয়েছে যেখানে সরাসরি ডলার ইনকাম করা যায়। তাই সেই সাইটগুলোতে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট নিয়ে নিতে পারবেন। আর ভিডিও দেখে ডলার ইনকাম সাইটগুলোতে ডলার ইনকাম করে বিভিন্ন মাধ্যমে বিকাশে পেমেন্ট নেওয়া যায়।
ডলার ইনকাম করতে কত সময় লাগে
যে কোন কাজের জন্য ইচ্ছা এবং ধৈর্যের প্রয়োজন। আপনি যদি উপরের যেকোন কাজ নিজের মন থেকে করতে সফল হন, তাহলে আপনি ডলারও আয় করতে পারবেন।
কিন্তু অনলাইন থেকে আয় করতে আপনাকে চার থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে। আর আপনাকে কোনো আয় ছাড়াই আপনার কাজ চালিয়ে যেতে হবে। তবেই আপনি অনলাইন থেকে ডলার আয় করতে পারবেন।
লেখকের শেষ মতামত
মোবাইল দিয়ে ডলার ইনকামএবং কিভাবে ডলার ইনকাম করা যায় সেই সম্পর্কে এ টু জেড আজকের আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যদি আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে অবশ্যই ডলার ইনকাম কিভাবে করা যায় সেই সম্পর্কে ধারণা পাবেন।