আপনার যদি নবজাতক শিশু থাকে তাহলে আপনি নিশ্চয় তার শরীরের যত্ন সঠিকভাবে নিতে চাইবেন। এক্ষেত্রে বাচ্চার শরীরের জন্য কোন সাবান সবচেয়ে ভালো অবশ্যই তা জানতে হবে। আপনার বাচ্চাদের জন্য কোন সাবান ভালো হবে তা জানতে পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় কিন্তু একটি শিশুর ত্বকের পিএইচ (PH) মান তুলনামূলক অনেক কম হয়ে থাকে। এছাড়াও, একটি শিশুর ত্বকে অনেক নরম ও কোমলময়ী হয়ে থাকে। তাই, আপনার বাচ্চাকে যদি যত্রতত্রভাবে যেকোনো সাবান ব্যবহার করান তাহলে বাচ্চার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য, আপনার শিশুর জন্য কোন সাবান ভালো এটি জানতে হবে।
উপস্থাপনা
বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবারের শিশুদের যত্ন নিয়ে নাজেহাল অবস্থা। বিশেষ করে গরমেকালীন সময় মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তা করে থাকেন। এইতা ভেবে যে আমার বাচ্চার জন্য কোন সাবান সবচেয়ে ভালো হবে বা আমার বাচ্চার জন্য কোন সাবান ব্যবহার করা উচিত।
তাই আমরা আজকের এই ব্লগে কোন সাবান ব্যবহার করলে আপনার শিশুর ত্বকের ক্ষতি হবেনা সেই বিষয় নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, এই গরমে বাচ্চাদের জন্য কোন সাবান ভালো এবং সেই সাবানগুলো সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
বাচ্চাদের জন্য কোন সাবান ভালো
কোন সাবান ব্যবহার করলে নবজাতকের কোনো ক্ষতি হবে না এইটা নিয়ে অধিকাংশ মায়েরাই দুশ্চিন্তায় ভোগেন। তাদের বাচ্চার জন্য সঠিক পন্যটি বেছে নিতে গিয়ে বিভিন্ন ধরণের দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে হয়। যেহেতু, বাচ্চারা খুবই নাজুক ও স্পর্শকাতর হয়ে থাকে তাই সহজেই তারা সংক্রমিত ও অসুস্থ হয়ে যায়।
তাই প্রতিতা বাচ্চার জন্য ব্যবহারযোগ্য ও সঠিক পণ্য নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। আমাদের মতো করে বাচ্চারা যে কোনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারবে না। এর কারন মূখ্য কারণ হচ্ছে নরমাল সকল সাবানের মধ্যে অধিক মাত্রায় ক্ষার বিদ্যমান থাকে। এতে বাচ্চার ত্বকের বিভিন্ন ধরণের ক্ষতি হতে পারে।
যেমন বাচ্চার ত্বকের লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি হওয়া ইত্যাদি। তাই অবশ্যই তাদের জন্য ভালো ও সঠিক এবং মানসম্মত বেবি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে বাচ্চাদের জন্য সেরা ৯ টি সাবানের নাম নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।
বাচ্চাদের জন্য সেরা ৯টি সাবান
প্রাপ্ত বয়স্কদের তুলনায় বাচ্চাদের ত্বক খুবই কোমল হয়। এছাড়াও বড়দের চেয়ে বাচ্চাদের ত্বকে জীবাণু বা ভাইরাস সংক্রমনের ঝুঁকি অনেকগুনে বেশি থাকে।
এজন্য আমরা এই পোষ্টে আপনার বাচ্চাদের জন্য সেরা ৯ টি সাবানের তালিকা তুলে ধরেছি। সেগুলো নিম্নে উল্লেখ করা হলো –
- টেডিবার সাবান
- জনসন্স বেবি সাবান
- হিমালয় বেবি সাবান
- লোটাস হারবেল বেবি সোপ
- ডার্মাডিউ বেবি সোপ
- চিকো বেবি মনেন্টস সোপ
- আজফরান বেবি নওরাইসিং সোপ
- বেবি ডোভ রিচ মইসচার সোপ
- মিমি নওরাইসিং বেবি সোপ
- ডয় ন্যাচারাল মিল্ক ক্রিম এবং শিয়া বাটার সাবান
এবার চলুন, এই সেরা ৯ টি সাবানের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা জেনে নেওয়া যাক।
১। টেডিবার সাবান
টেডিবার সাবানটি নবজাতক দের জন্য ভালো মানের একটি সাবান। এটি একটি মৃদু ক্লিনজার যা আপনার বাচ্চার ত্বককে নরম ও কোমল রাখতে সহায়তা করে থাকে। একটি শিশুর ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি এজন্য টেডিবার সাবানটি শিশু বিশেষজ্ঞের নির্দেশিত ময়শ্চারাইজিং বার।
২। জনসন্স বেবি সাবান
এই সাবান অনেক সুনামধন্য বিখ্যাত একটি কোম্পানি। এটি আপনার বাচ্চার ত্বক মোলায়েম ও পরিষ্কার করতে সহায়তা করবে। এছাড়াও এই সাবান ব্যবহারে শিশুর ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।
এই সবানটি মূলত প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে। এতে নিম এবং হলুদের গুণাগুণ রয়েছে। নিম সাধারনত বাচ্চার দেহকে শুস্ক হওয়া থেকে রক্ষা করে থাকে। আবার হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি যা মূলত আপনার বাচ্চার ত্বককে কোমল ও মোলায়েম করতে সহায়তা করে।
এই সাবানটি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত। তাই আপনি যদি আপনার বাচ্চাদের জন্য ভালো সাবান খুঁজে থাকেন, তাহলে চাইলে এই সাবান ব্যবহার করতে পারেন।
৩। আজফরান বেবি নওরাইসিং সোপ
আজফরান বেবি নওরাইসিং সাবানটি ব্যবহার করলে আপনার শিশুর শুষ্ক ত্বক আগের চেয়ে অনেক মসৃণ করবে। এই সবানটি অলিভ অয়েল, নারকেল তেল, সয়া মোম এবং সয়া মাখনের মতো উপাদানগুলি দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে যা আপনার শিশুর ত্বককে পরিপুষ্ট করার পাশাপাশু ত্বককে আলতোভাবে পরিষ্কার ও আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
এই সাবান নিয়মিত ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বককে নরম এবং মসৃণ রাখতে সাহায্য করবে। কেননা এই সাবানটি Clinically পরীক্ষিত রয়েছে।
৪। বেবি ডোভ রিচ মইসচার সোপ
সাধারণ বেবি সাবানগুলির চেয়ে এই সাবান অনেক মৃদু এবং পুষ্টিকর। ডাভ কোম্পানিরা সকল পণ্য বিশেষ চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা শতভাগ পরীক্ষিত এইটা তারা দাবি করেন। এই সবানটির pH- মাত্রা স্বাভাবিক। তাই এই সাবান ব্যবহার করলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। একজন শিশর জন্য এই সাবান উপযুক্ত।
৫। লোটাস হারবেল বেবি সোপ
লোটাস হারবেল বেবি সাবান মূলত প্রাকৃতিক সকল ধরণের উপাদান দিয়ে তৈরি যা একজন নবজাতকের ত্বকের ব্যভারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে কোন ধরণের ক্ষতিকর প্রভাব কিংবা রাসায়নিক কিছু নেই। এই সাবান বাচ্চার ত্বকের পিএইচ pH ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফলে, আপনি এই সাবানটি আপনার বাচ্চাকে নিশ্চিন্তায় ব্যবহার করাতে পারবেন।
এই সাবান দিয়ে আপনার বাচ্চাকে গোসল করালে আপনার বাচ্চার ত্বক কোমল এবং মসৃণ থাকবে। কোনো ধরণের ক্ষতিকর প্রভাব কিংবা রোগ জীবাণু আক্রমন করতে পারবে না।
৬। ডার্মাডিউ বেবি সোপ
ডার্মাডিউ বেবি সোপ এ অনেক ধরণের কার্যকরী উপাদান রয়েছে যেমনঃ
- পাম এবং নারকেল তেল,
- হলুদ তেল,
- জলপাইয়ের নির্যাস,
- শিয়া মাখন,
- অ্যালোভেরার নির্যাস,
- কোকুম মাখন,
- গ্লিসারিন,
- বাদাম তেল,
- দুধের প্রোটিন ইত্যাদি
গমের প্রোটিনের মতো আরও কার্যকরী উপাদান। এগুলি উপাদান আপনার বাচ্চার শরীরে ব্যবহার করলে ত্বক স্বাভাবিকের চেয়ে আরও অনেক কোমলময়ী হওয়ার পাশাপাশি ত্বক শুস্ক হওয়া থেকে রক্ষা করবে।
৭। চিকো বেবি মনেন্টস সোপ
চিকো বেবি মনেন্টস সাবানে একেবারে জিরো ভাগ ফেনোক্সিথানল, ট্রপোলোন এবং প্যারাবেনসন আছে। আপনি যদি এই সাবান দিয়ে আপনার বাচ্চাকে নিয়মিত গোসল করান তাহলে আপনারে বাচ্চর ত্বক নরম এবং ময়শ্চারাইজিং করতে সহায়তা করবে বলে আশাবাদী। তাই বলা যায় এই সাবানো বাচ্চাদের জন্য ভালো সবানগুলোর মাঝে অন্যতম।
৮। মিমি নওরাইসিং বেবি সোপ
অনেক সময় কিছু শিশুদের শরীরে র্যাশ হতে দেখ যায়। মিমি নওরাইসিং বেবি সাবান ব্যবহার করলে এতে থাকা উপাদানের কারণে র্যাশ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই সাবানে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান যা মূলত একজন বাচ্চার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ করেই তৈরি করা হয়েছে।
যার ফলে, আপনি এই সাবানটি আপনার শিশুকে গোসল করার সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই সাবান ব্যবহারে আপনার বাচ্চার শরীরে কোনো ধরণের ক্ষতিকর রোগ-জীবাণু আক্রমন করতে পারবে না বরং ত্বক সর্বদা কোমল ও মসৃণ থাকবে।
৯। ডয় ন্যাচারাল মিল্ক ক্রিম এবং শিয়া বাটার সাবান
এই সাবানটি বাচ্চাদের জন্যেই তৈরি হয়ে থাকে। বাচ্চার ত্বকের পিএইচ (PH) মান এই উপর ভিত্তি করেই এই সাবান তৈরি করা হয়েছে। যার ফলে, বাচ্চার ত্বকে সমস্যা থাকলে সেগুলো সমস্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার বাচ্চার ত্বক কোনো র্যাশ হলে এই সাবানটি ব্যবহার করতে পারেন।
বাচ্চাদের সাবান ব্যবহারের নিয়ম
বাচ্চাদের ত্বকে সাবান ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরণের ভুল করে থাকি। যা বাচ্চাদের ত্বকে নানান ধরণের জীবাণু সংক্রমণ করতে পারে।
তাই বাচ্চাদের ত্বকে সাবান দিয়ে গসল করানোর সময় আপনাকে কিছু নিয়মাবলি অবলম্বন করতে হবে। এজন্য আমরা বাচ্চাদের ত্বকে সাবান করার কিছু টিপস নিম্নে উল্লেখ করেছি –
- বাচ্চাদের ত্বকে গরম পানি ব্যবহার না করে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন। কারণ হালকা গরম পানি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা বাড়ায়। তবে আপনি চুলায় গরম না করে রোদে পানি গরম করাটা সব থেকে উত্তম।
- বাচ্চাদের শরীরে সাবান ফেনা করে ব্যবহার করার চেষ্টা করুন।
- সাবান বাচ্চার দেহে ব্যবহারের পর তা ভালো মতো আপনি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কেননা অবশিষ্ট সাবান থেকে গেলে তা পরবর্তীতে জ্বালাপোড়া করতে পারে।
- বাচ্চাকে গোসল করানোর পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এর ফলে ত্বকের শুষ্কতা দূর হয়ে যায়।
- বাচ্চার ত্বকে যদি এলার্জিক কোন প্রক্রিয়া থেকে থাকে, তাহলে সাবান ব্যবহার না করাই উচিত হবে। তবে আপনি চাইলে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
উপরের উল্লিখিত টিপস গুলো মেনে চললে, আশা করা যায় আপনার বাচ্চার কোন সমস্যা হবে না।
বাচ্চাদের সাবান নিয়ে সতর্কতা
আপনার বাচ্চাকে গোসলের সময় নিজেদের ব্যবহৃত সাবান তাদের ব্যবহার করাবেন না। কারণ বড়দের সাবানে অনেক বেশি ক্ষারীয় উপাদান থাকে যা আপনার বাচ্চার ত্বকের ক্ষতির কারণ হতে পারে। বাচ্চার ত্বক পরিষ্কার করতে সাবান ব্যবহারে সতর্ক থাকতে হবে। সাবানের PH মাত্রা শিশুর ত্বকের PH মাত্রার সমান হলে শিশুর ত্বকের জন্য সবচেয়ে উপযোগী।
যেহেতু শিশুদের ত্বক অনেক সেনসিটিভ হয় এজন্য তাদের প্রতি যত্নশীল হতে হবে। এছাড়াও বাচ্চাদের হাতে সাবান না দিয়ে আপনাকেই তাদের গোসল করাতে হবে যাতে সাবান চোখে মুখে না চলে যায় কারণ সাবান শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহার করা করতে হয়।
লেখকের শেষ মতামত
আজকের এই পোস্টে আপনাদের সাথে বাচ্চাদের জন্য কোন সাবান ভালো ও সেরা ৯ টি বাচ্চাদের ত্বকের জন্য উপকারী সাবানের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই পোস্টটি শেষ অবদি পড়েন, তাহলে আপনার বাচ্চাদের ত্বক মোলায়েম করার সাবানের নাম জানতে পারবেন। এবং রোগ-জীবাণু থেকে বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য সাবানগুলো ব্যবহার করতে পারেন।
বাচ্চাদের সাবান সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো।