“বসে বসে সময় নষ্ট করছেন? ভাবছেন যদি মোবাইলটা দিয়েই কিছু আয় করা যেত!” এই চিন্তা কিন্তু এখন আর শুধু ভাবনা নয়—বাস্তবও! আমরা অনেকেই অনলাইনে আয়ের পথ খুঁজে বেড়াই, ইউটিউব দেখি, ফেসবুকে গ্রুপে ঘুরি—কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে শুরুটা ঠিকমতো করতে পারি না। আবার কেউ কেউ চেষ্টা করেও ধৈর্য হারিয়ে ফেলেন, ভাবেন এটা বুঝি কাজের জিনিস না।
আজকালকার দিনে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং আয় করারও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। আপনি কি জানেন, দিনে মাত্র কিছু সময় মোবাইলে ব্যয় করেই খুব সহজে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন।
এমন কিছু অ্যাপস এখন রয়েছে, যেগুলো ব্যবহার করে ঘরে বসেই আয় করা যায় তাও একেবারে সহজ কাজ করে। কোনো বিশেষ স্কিল লাগবে না, শুধু একটু ইচ্ছে আর সময় থাকলেই আপনি আয় শুরু করতে পারেন।
এই আর্টিকেলে আমরা এমন কিছু নির্ভরযোগ্য অ্যাপস নিয়ে আলোচনা করব, যেগুলো দিয়ে আপনি খুব সহজে ৩০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারেন। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক 300 টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে।
বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন কাজ করা খুব সোজা
আমরা সাধারণত সারাদিন কাটাই মোবাইল, কম্পিউটার বা নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে। কিন্তু এই ডিভাইস গুলো ব্যবহার করে যে টাকা ইনকাম করা যায় সেই বিষয়গুলো আমরা কেমন যেনো জেনেও অজানা। ইন্টারনেই আমাদের ইনকামের পথ এত সহজ করেছে যে আমরা নানা উপায়ে ইনকাম করতে পারি। এত ইনকামে উপায় রয়েছে যে আমরা সেগুলো সম্পর্কে জানিই না।
আর কখনো জানতে ও চাই না। আপনাদের জানানোর জন্য আজ আমি নানা ধরনের অ্যাপস থেকে ইনকামের মাধ্যম গুলো শেয়ার করতে চলেছি। এই অ্যাপসগুলো ব্যবহার করা যেমন সোজা তেমনি ইনকাম ও বেশ ভালো হয়। শুরু তাই নয়, এই অ্যাপস গুলোতে কম পরিশ্রম করে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। তাই নিয়মিত এই অ্যাপস গুলোতে কাজ করুন এবং দিনে ৩০০ টাকা বা তার বেশি ইনকাম করুন। তবে এই ধরনের অ্যাপস গুলো বুঝে শুনে ব্যবহার করা উত্তম।
আমরা যখন সারাদিন মোবাইল বা ল্যাপটপে শুয়ে বসে গেমস খেলি, মুভি দেখি বা ফেসবুকের নিউজ ফিডে পড়ি থাকি। সেখানে অনেকেই আছে সেই বেকার সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন অ্যাপস থেকে অনেক অনেক টাকা ইনকাম করছে। যেখানে তারা পরিশ্রম করে কম এবং টাকা ইনকাম করে বেশি। সেই টাকা দিয়ে তারা নিজে স্বাবলম্বী হয়ে পরিবারকে ও সাহায্য করছে।
সেখানে আপনি আমি বেকার সময় নষ্ট করছি। এই মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে আমার দেয়া অ্যাপস গুলোতে ছোট ছোট কাজ করে কিছু টাকা রোজগার করুন। এই অ্যাপস গুলোতে নানা ধরনের কাজ রয়েছে, সেগুলো করতে আহামরি কোন অভিজ্ঞতার দরকার হয় না।
ইন্টানেটের ব্যবহার এবং মোবাইল বা ল্যাপটপের ব্যবহার জানলে ও আপনি প্রতিদিন কমপক্ষে ৩০০ টাকা বা তার বেশি টাকা ইনকাম করতে পারবেন। চলুন জানি অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত। ঘরে বেকার বসে রয়েছেন, তাহলে সময় নষ্ট করবেন না। সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করুন।
আর কিভাবে ইনকাম করবেন তা আমরা এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দিনে কমপক্ষে আপনি যাতে ৩০০ টাকা ইনকাম করতে পারেন তার অ্যাপস ও উপায়গুলো সম্পর্কে আলোচনা করব। এবার চলুন 300 টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
১। Swagbucks apps দিয়ে 300 টাকা ইনকাম
Swagbucks এই ওয়েবসাইটে বা অ্যাপে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে প্রতিদিন খুব সহজেই ৩০০ টাকা করে আয় করতে পারবেন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করা যায়। এই অ্যাপে বা ওয়েবসাইটে সার্ভে করে , ভিডিও দেখে , গেম খেলে , অ্যাপ ডাউনলোড করে ও বিভিন্ন টাক্স কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করা যায়।
যেকোনো ব্যক্তি এই সাইট থেকে ৩০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসে আয় করতে পারবে। তবে এখানে তাকে বেশি বেশি করে কাজ করতে হবে, কারণ অনলাইন থেকে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করতে হয়। কারণ বর্তমানে আধুনিক যুগে কাজের চাহিদা বেশি। এই ওয়েবসাইট বা অ্যাপে কাজ করে দ্রুত সময়ে পেমেন্ট পাওয়া যায়।
আপনি কাজ করার পর যখন আপনার একাউন্টে ৫ ডলার জমা হবে তখন আপনি সেটি পেমেন্ট নিতে পারবেন। আপনারা যারা নতুন এই সাইটে তারা প্রথমদিকে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ডেইলি কমপক্ষে 300 টাকা করে আয় করতে পারবেন।
Swagbucks ইনকাম করার উপায়ঃ
- সার্ভে সম্পন্ন করে ইনকাম
- ভিডিও দেখা
- অনলাইন শপিং
- গেম খেলা
- তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইনকাম
- রেফারেল প্রোগ্রাম
- অফার কমপ্লিট করা
উল্লেখিত কাজগুলো করে Swagbucks থেকে ইনকাম করা যাবে। সর্বনিম্ন 300 SB পয়েন্ট একাউন্টে জমা হলেই আপনি ডলার পেমেন্ট নিতে পারবেন। এখানে ৩০০ এসবি পয়েন্ট প্রায় $3 সমমূল্য। তাহলে বুঝতে পারছেন কত টাকা আয় করা সম্ভব। তাই এখনই বসে না থেকে এই অ্যাপস দিয়ে ৩০০ টাকা ইনকাম করুন কাজ করা খুব সোজা।
২। TaskRabbit apps দিয়ে 300 টাকা ইনকাম
সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্ট খুলে নিন। এরপর আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি থেকে সিলেক্ট করে কাজগুলো সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবেন যেমনঃ
- ফার্নিচার এসেম্বলি
- পার্সোনাল অ্যাসিস্ট্যান্স
- হোম ক্লিনিং
- মুভিং সার্ভিস
- ইয়ার্ডওয়ার্ক
- ডেলিভারি সার্ভিস
উল্লেখিত কাজগুলো করে এই অ্যাপস থেকে আয় করা যাবে। এখানে আপনি তিন ডলারেরও বেশি প্রতিদিন আয় করতে পারবেন। সাইটটিতে আপনি ঘন্টা ভিত্তিক রেট অনুযায়ী পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ ঘন্টা ভিত্তিক চুক্তিতে কাজ করা যাবে। আর পেমেন্ট আপনি ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে নিতে পারবেন।
৩। Slidejoy app দিয়ে 300 টাকা ইনকাম
Slidejoy একটি মোবাইল অ্যাপ যেখানে আপনি বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই সহজ পদ্ধতিতে সহজেই দিনে ৩০০ টাকা ইনকাম করা যায়। এখানে আপনি ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে রিওয়ার্ড পাবেন।
এই অ্যাপস থেকে আয় করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এরপর অ্যাকাউন্ট সাইনআপ করে নিন। এখন থেকে আপনি লক স্কিনে বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন। এই Slidejoy আপনার ফোনের লকস্ক্রিনে বিজ্ঞাপন দেখাবে। আর সেই অ্যাড দেখে ইনকাম হবে। এখানে আপনি PayPal ক্যাশ,গিফট কার্ড মাধ্যমে ডলার উত্তোলন করতে পারবেন।
৪। TaskBucks থেকে 300 টাকা ইনকাম
বর্তমান সময়ে যতোগুলো টাকা আয় করার apps আছে। তার মধ্যে সবচেয়ে বেশি আয় করার মতো একটি এন্ড্রয়েড এপস হলো TaskBucks. যেখানে আপনি অনেক ছোট ছোট জব করে অনেক টাকা অনলাইন থেকে আয় করে নিতে পারবেন। আর এই অ্যাপসে অনেক সহজ কাজ করে টাকা আয় করা যায় বলে, প্রায় অনেক মানুষ এখনও এই অ্যাপসে কাজ করে।
এবং এখান থেকে দীর্ঘদিন ধরে টাকা আয় করে আসছে ৷ TaskBucks এ আপনি অনেক ছোটো ছোটো মাইক্রো জব দেখতে পারবেন। যেমন, কুইজ খেলে টাকা আয়, ভিডিও দেখে টাকা আয়, কিংবা গেম খেলে টাকা আয় করার মতো অনেক সহজ কাজ পাবেন। আর আপনি যদি এই সহজ কাজ গুলো সঠিক ভাবে করেন। তাহলে আপনার টাকা আয় করার পরিমানও অনেক অংশে বেড়ে যাবে।
৫। CashBuddy থেকে 300 টাকা ইনকাম
আপনি হয়তবা কোনো না কোনো সময় শুনে থাকবেন যে। এখনকার দিনে লাইক দিয়ে টাকা আয় করা যায়। আসলে অন্যান্য অ্যাপসে এই ধরনের সহজ কাজ পাওয়াটা কঠিন মনে হলেও Cash Buddy হলো এমন এক ধরনের টাকা আয় করার অ্যাপ। যেখানে আপনি লাইক দিয়ে টাকা আয় করার মতো অনেক সহজ সহজ মাইক্রো জব দেখতে পারবেন ৷
যেমন, অ্যাপ ইনস্টল করা, গান শোনা, অন্যের ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি। আর এই ধরনের সহজ সহজ কাজ করে আপনিও অন্যদের মতো অনলাইন থেকে টাকা আয় করে নিতে পারবেন।
৬। Earn Talktime থেকে 300 টাকা ইনকাম
সচারচর যারা রেফার করে আয় করতে পছন্দ করেন ৷ তাদের জন্য অন্যতম একটি টাকা আয় করার অ্যাপ হল Earn Talktime. যেখানে আপনি প্রচুর পরিমানে রেফার করতে পারবেন। এবং সেই রেফার করার বিনিময়ে আপনি বেশ ভালো পরিমান টাকা Online income করে নিতে পারবেন। কেননা, এই অ্যাপসে রেফার করার পরিবর্তে অনেক টাকা প্রদান করা হয়ে থাকে।
তবে রেফার করে আয় করার পাশাপাশি এখানে আপনি অন্যান্য Apps এর মতো আরও অনেক মাইক্রো জব পাবেন। এবং এগুলোর মাধ্যমে আপনি মোবাইল দিয়ে apps থেকে টাকা আয় করে নিতে পারবেন।
৭। Ysense app দিয়ে 300 টাকা ইনকাম
এখানে আপনি প্রতিদিনের অফার কমপ্লিট করে পয়েন্ট অর্জন করে টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি রেফারেল ও সার্ভে করে আয় করার সুযোগ থাকে, এখানে আপনি সার্ভে করে এবং মাইক্রো ট্রাক্স করে ইনকাম করতে পারবেন।
মূল কথা আপনি যদি ঘরে বসে অ্যাপস দিয়ে আয় করতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে নিশ্চয়ই এই অ্যাপস থেকে আয় করা যাবে।
পেমেন্ট পাওয়া খুবই সহজ, নির্দিষ্ট পয়েন্ট জমা হয়ে গেলে পেপাল , Skrill , গিফট কার্ড মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। সরাসরি তাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট খুলুন এবং কাজ করে আয় করুন।
৮। Keettoo app দিয়ে 300 টাকা ইনকাম
এটি মূলত বিজ্ঞাপন দেখানোর একটি অ্যাপস, আপনি মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করে বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। বিভিন্ন ধরনের এড ও বিজ্ঞাপন দেখানো হয় সেগুলো যত বেশি আপনি দেখতে পারবেন তত বেশি এই অ্যাপ থেকে আয় করতে পারবেন।
তাই তারা বিজ্ঞাপন দেখে আয় করতে চাচ্ছেন তাদেরকে বলব এই অ্যাপটি থেকে ইনকাম করুন। আপনি গুগল প্লে স্টোরে সার্চ করে পাওয়া যাবে, ইন্সটল করে নিন এবং অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলেই আপনি বিজ্ঞাপন দেখে প্রতিদিন 300 Taka বা তার বেশি আয় করার সুযোগ পাবেন।
৯। WinZO app দিয়ে 300 টাকা ইনকাম
WinZO একটি গেমিং অ্যাপস। এই অ্যাপসে নানা ধরনের গেম খেলে টাকা ইনকাম করা যায়। যেখানে আপনি লুডো, ক্যারাম, পুল সহ ক্যান্ডি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। তবে এই ধরনের অ্যাপসে টাকা ডিপজিট করতে হয়। আপনি যে পরিমান টাকা ধরে গেম শুরু করবেন, যদি জিতে যান তাহলে দ্বিগুন টাকা পাবেন। আর যদি হেরে যান তাহলে পুরো টাকা টাই লস।
এই অ্যাপসটি গুগোলে সার্চ করে উনলোড করতে হয়। এখানে বিভিন্ন গেমসের প্রতিযোগিতা ও হয়ে থাকে। যেখান থেকে আপনি চাইলে দিনে ৩০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন।
১০। Workup Job app দিয়ে 300 টাকা ইনকাম
Workup Job অ্যাপ ব্যবহার করে অনলাইনে সহজেই ৩০০ টাকা ইনকাম করতে পারেন। এটি একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম অ্যাপস, তারা বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রোটাস্ক করার সুযোগ দিয়ে ইনকাম প্রদান করে থাকে।
অ্যাপটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, ঘরে বসে অযথা সময় নষ্ট না করে এই অ্যাপ দিয়ে ৩০০ টাকা ইনকাম করা যায়। এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
১১। MPL apps দিয়ে 300 টাকা ইনকাম
আরো একটি জনপ্রিয় গেমিং অ্যাপস হলো MPL. এই অ্যাপস দিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করা যায়। আপনি যেকোন নিদিষ্ট একটি গেম খেললে আপনি যে পরিমান অর্থ বিনিয়োগ করবেন, তার দ্বিগুন টাকা পাবেন যদি গেমটি আপনি জিতে যান। অন্যথায় হেড়ে গেলে যে টাকা বিনিয়োগ করবেন তা ফিরত পাবেন না। এটি পেমেন্ট হিসেবে কয়েন পাওয়া যায়। যা পড়ে টাকা করে উত্তলণ করা যায়।
১২। Cashzine apps দিয়ে ইনকাম
Cashzine এই অ্যাপসে কেবলমাত্র দুইটি উপায়ে টাকা ইনকাম করা যায়। একটি হলো নিউজ পড়া এবং অন্যটি হলো সেই নিউজ শেয়ার করা। আপনি যত বেশি নিউজ পড়বেন এবং যত বেশি শেয়ার দিবেন আপনাকে তার বিপরীতে পয়েন্ট দেওয়া হবে।
একটি নিদিষ্ট মাত্রার পয়েন্ট হয়ে গেলে আপনি তা টাকায় নিতে পারবেন। অ্যাপসটি গুগোল প্লে স্টোরে পাওয়া যায় এবং অ্যাকাউন্ট খোলা ও অনেক সোজা। এই অ্যাপসে হয়তো প্রতিদিন ৩০০ টাকা পাবেন না কিন্তু বেশ কয়েক দিনে ৩০০ টাকা ইনকাম খুব সহজেই করতে পারবেন।
১৩। Upwork এই অ্যাপস দিয়ে ৩০০ টাকা ইনকাম
Upwork এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। শুধুমাত্র যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন তারাই এখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তবে নতুন ফ্রিল্যান্সাররা প্রথম দিকে এই অ্যাপস থেকে সর্বনিম্ন ৩০০ থেকে ৫০০ টাকা প্রতিদিন আয় করতে পারবেন। এই প্লাটফর্মে আপনি নিজের দক্ষতা যত প্রকাশ করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।
তাই নিজের দক্ষতা ভালোভাবে দেখানোর চেষ্টা করুন, মূলত আপনি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হলেই এখান থেকে বেশ ভালো পরিমান অনলাইন আর্নিং করতে পারবেন। এখানে ঘন্টা ভিত্তিক নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করা যায়। আপনি ইচ্ছামত যেকোন সময় কাজ করে পেমেন্ট নিতে পারবেন। যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই অ্যাপ থেকে আয় করতে পারেন।
১৪। Fiverr apps দিয়ে 300 টাকা ইনকাম
ফাইবার ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে বা অ্যাপসে টাকা ইনকাম করার জন্য আপনাদের অবশ্যই ফ্রিল্যান্সিং বিষয়গুলোতে অভিজ্ঞ ও দক্ষ সম্পূর্ণ হতে হবে। ফাইবার মার্কেটপ্লেসে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমনঃ
- ডাটা এন্ট্রি
- গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- লোগো ডিজাইন
- পোস্টার ডিজাইন
- ব্যানার ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
- প্রোগ্রামিং
- ওয়ার্ড প্রেস এক্সপার্ট
- আর্টিকেল রাইটিং
উপরে দেখানো কাজ সহ আপনারা আরও অনেক ধরনের ফ্রিল্যান্সিং কাজ এই মার্কেট প্লেসে করতে পারবেন। আপনি যদি সত্যিই দিনে ৩০০ থেকে ৩০০০ টাকার বেশি আয় করতে চান তাহলে আপনাকে ফাইবার মার্কেটপ্লেস এ কাজ করতে হবে। বর্তমানে ফাইবার মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং কাজ করে অনেকেই মাসের লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারছে।
আর আপনি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, আর ফাইবারে কাজ করে খুব সহজে অনলাইন থেকে ডেইলি ৫০০ টাকা আয় করতে পারবেন। তবে মনে রাখবেন ফাইবারে কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন হয়। আপনি ফাইবার অ্যাপস অথবা ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমের দিকে ফ্রিল্যান্সিং শিখবেন।
১৫। Alamy apps দিয়ে 300 টাকা ইনকাম
আপনারা কি জানেন বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে ছবি আপলোড করেও টাকা ইনকাম করা যায়। আপনার যদি ফটোগ্রাফি করার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি ফটোগ্রাফি করেও প্রতিদিন এক থেকে ২০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। এই সাইটে আপনারা নিজের তোলা ছবি বিক্রি করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। তবে এখানে প্রতিযোগিতা বেশি হওয়ায় সবার ছবি গ্রহণযোগ্য নয়।
অর্থাৎ আপনাকে অবশ্যই ভালো ফটোগ্রাফার হতে হবে, আপনি যদি ইউনিক ভালো ছবি তুলে এই সাইটে আপলোড করতে পারেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন। এটি একটি খুবই জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট, যেখানে ছবির কেনাবেচা হয়ে থাকে। আপনার ছবি যদি মানসম্মত হয়ে থাকে তাহলে সেই ছবি আপনি এই সাইটে আপলোড করে ইনকাম করতে পারবেন।
১৬। Roz Dhan apps দিয়ে ইনকাম
এই Roz Dhan অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইন থেকে ডেইলি ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা অনেকে হয়তো এই বিষয়টি সম্পর্কে জানেন না, আমরা এখন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা ইনকাম করার উপায় আলোচনা করব।
এটি একটি মোবাইল অ্যাপ, যেখানে বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করা যায়। এই অ্যাপে আপনি প্রতিদিন লগইন করে বিভিন্ন টাক্স কমপ্লিট করে ইনকাম বৃদ্ধি করতে পারবেন। তাছাড়াও অ্যাপ এ প্রতিদিন লগইন করলে বিশেষ রিওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এই অ্যাপে আপনি ভিডিও দেখে , বিভিন্ন কনটেন্ট ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করে টাকা আয় করতে পারবেন।
মূলত অ্যাপটিতে টাকা ইনকাম করার বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বিশেষ করে আপনি গেম খেলে অথবা সার্ভে করার মাধ্যমেও প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনার যদি দিনে ৩০০ টাকা আয় করার ইচ্ছা থাকলে এই অ্যাপটি ব্যবহার করে ইনকাম করতে পারেন।
১৭। Current rewards থেকে টাকা আয়
এই ইনকাম করার এপস থেকে অনেক টাকা আয় করে আসছে। কেননা, অন্যান্য apps গুলোর তুলনায় এই অ্যাপসে অনেক সহজ সহজ কাজ করেই টাকা আয় করা যায়।
হয়তবা উপরের আপনি গেম খেলে টাকা আয় কিংবা ভিডিও দেখে টাকা আয় সম্পর্কে শুনেছেন। কিন্তুু Current rewards হলো এমন এক ধরনের মোবাইল এপ্লিকেশন। যেখানে আপনি গান শুনেও টাকা আয় করতে পারবেন। আর এই অ্যাপটি দীর্ঘদিন থেকে বেশ বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। তাই টাকা আয় করার জন্য আপনিও একেবারে নিশ্চিন্তে কাজ করতে পারবেন।
১৮। ক্রিপ্টো apps দিয়ে ৩০০ টাকা ইনকাম
ক্রিপ্টো কারেন্সি অনেক অ্যাপ রয়েছে যেখানে আপনি ট্রেডিং করার মাধ্যমে প্রতিদিন ৩০০ টাকার বেশি আয় করতে পারবেন। আপনারা জানেন ট্রেডিং করার জন্য ইনভেস্টমেন্ট করতে হয়। এখানে কিছুটা ইনভেস্টমেন্ট করলে প্রতিদিন ৩০০ টাকা আয় করা সম্ভব।
ট্রেডিং করার অনেক প্ল্যাটফর্ম হয়েছে যেখানে বিভিন্ন অফার দেওয়া হয়, সেই অফার গুলো কমপ্লিট করেও ফ্রিতে আয় করার সুযোগ থাকে। আর ট্রেডিং অ্যাপস এ ২৪ ঘন্টার যেকোনো সময়ে ট্রেডিং করে আয় করতে পারবেন। নিম্নে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং apps গুলোর তালিকা তুলে ধরা হলোঃ
- Binance
- Crypto.com
- Kucoin
- Bybit
- Robinhood
- Coinbase
- Kraken
- IQ Option
এই অ্যাপস গুলো সাধারণত ক্ষনস্খায়ী হয়ে থাকে। তাই দীর্ঘ মেয়াদী কাজ করতে গেলে কোন একটি স্কিল শিখে সেই অনুযায়ী নিয়মিত কাজ করলে আপনি শুধু ৩০০ টাকা নয়। ৩০০ ডলারের চিন্তা করবেন। তাই ধৈর্য্য সহকারে নিয়মিত কাজ করুন। আল্লাহর উপর ভরসা রাখুন। টাকা ইনকাম অবশ্যই হবে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, পৃথিবী হোক সুন্দরময়।
ঘরে বসে 300 টাকা ইনকাম করার অ্যাপস
রেগুলার ৩০০ টাকা আয় করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর যদি বৈধ উপায়ে কাজ করেন তাহলে সহজেই ৩০০ টাকা ইনকাম করে ফেলতে পারবেন।নিম্নে ৩০০ টাকা ইনকাম করা যায় এমন অ্যাপস গুলোর তালিকা দেওয়া হলঃ
- Taka Income app
- Yumchek
- Telegram
- PayPal
- 1Xbet
- mCent
- InboxDollars
- Easy bucks
- Slidejoy
- Kucoin
- youtube app
- Taka pura
- Daily Taka
- Cashup
- Foap
- Keettoo
- Binance
- Squadrun
- ySense
- Upwork
- Fiverr
- Canva
- Freelancer
- Zoom workplace
- Swagbucks
- InboxDollars
- Foap
- Toluna
- TaskRabbit
- Dosh
- Airbnb
- Rakuten
- UserTesting
- HealthyWage
- Shutterstock Contributor
- Sweatcoin
- Mistplay
- Slidejoy
- Survey Junkie
- Appen
- Qmee
- Foap
আমরা উল্লেখিত লিস্টে অনেকগুলো দেশি-বিদেশি অ্যাপস গুলো সম্পর্কে তুলে ধরেছি। আপনি দেশি অ্যাপস গুলোতে কাজ করলে সহজেই বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
ঘরে বসে ইনকাম কিভাবে শুরু করবেন?
➡️ অ্যাপের প্রধান বৈশিষ্ট্য:
- সহজ ব্যবহারযোগ্য: অ্যাপটির ইন্টারফেস সহজ হতে হবে যাতে সকলেই,এটি ব্যবহার করতে পারে। ।
- নিরাপদ লেনদেন: অ্যাপের মাধ্যমে ইনকামের টাকা নিরাপদভাবে আপনার মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়।
- কোনো বিনিয়োগের প্রয়োজন নেই: শুরু করতে কোনো বিনিয়োগের দরকার হয় না, শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
✅ ১. প্রতিদিন নিয়ম করে কাজ করুন
অনেকেই ভাবেন—“আজ একটু করলাম, কাল নয়”—এভাবে আয় হয় না। প্রতিদিন অন্তত কিছুটা সময় বরাদ্দ করে যদি আপনি নিয়মিত কাজ করেন, তাহলে অ্যাপগুলো আপনাকে আরও বেশি অফার ও সুযোগ দেবে।
✅ ২. ভিডিও ও বিজ্ঞাপনগুলো সম্পূর্ণভাবে দেখুন
যেসব অ্যাপে ভিডিও বা অ্যাড দেখে পয়েন্ট দেওয়া হয়, সেখানে পুরো ভিডিও না দেখলে পেমেন্ট দেওয়া হয় না। তাই যদি ইনকাম নিশ্চিত করতে চান, তাহলে পুরো কনটেন্ট মনোযোগ দিয়ে দেখুন।
➡️ কোন অ্যাপই অন্ধভাবে বিশ্বাস করবেন না
সব অ্যাপের বিজ্ঞাপনেই দাবি করা হয়—”সহজেই আয় করুন”, কিন্তু সবগুলো যে নিরাপদ বা নির্ভরযোগ্য, তা নয়। অনেক অ্যাপ শুধু ডেটা চুরি বা সময় নষ্ট করে।
➡️ অ্যাপ ব্যবহারের আগে রিভিউ ও রেটিং চেক করুন
অ্যাপ ব্যবহারকারীদের রিভিউ পড়ুন, রেটিং দেখুন। অন্যরা কী বলছে খেয়াল করুন যেমন—
- বিলম্বিত পেমেন্ট,
- স্ক্যাম আচরণ কিংবা
- ডাটা মিসইউজের অভিযোগ আছে কিনা।
➡️ নিজের ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্ক থাকুন
কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় পারমিশন চায়, যেমন আপনার মেসেজ, কনট্যাক্টস বা ফাইল অ্যাক্সেস—তাহলে দুইবার ভাবুন। অতি প্রয়োজন না হলে এসব তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
➡️ “অ্যাডভান্স পেমেন্ট” বা “ডিপোজিট” চাইলে দূরে থাকুন
আপনাকে যদি কোনো অ্যাপ কাজ করার আগে টাকা চাই কিংবা টাকা ডিপোজিট করতে বলে —তা শতভাগ প্রতারণা হবে। কেননা মনে রাখবেন যেগুলো অ্যাপ থেকে সত্যিকারের ইনকাম হয় সেগুলো অ্যাপে কখনও আগাম অর্থ নেউ না।
স্মার্ট ইনকামের জন্য চাই স্মার্ট সিদ্ধান্ত। তাই ইনকামের সুযোগ যেমন দেখবেন, তেমনি নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিন।
লেখকের শেষ মতামত
শুধু ‘চাই’ বললেই হবে না, দরকার সঠিক সিদ্ধান্ত আর একটু প্রচেষ্টা। আর সবচেয়ে বড় কথা, সময়ের সঠিক ব্যবহার। এই আর্টিকেলটিতে আমরা যেসব অ্যাপ সম্পর্কে বলেছি, সেগুলো আপনার ইনকামের পথ সহজ করে দিতে পারে—শুধু শুরুটা আপনাকেই করতে হবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন, কারণ আপনার হাতে থাকা ফোনটাই হতে পারে আপনার ছোট্ট ইনকামের বড় চাবিকাঠি!