কোন প্লাটফর্ম থেকে গেম খেলার মাধ্যমে ইনকাম করা যাবে সেই সম্পর্কে আপনাদের একটু পরে জানিয়ে দেবো। বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন যারা একটু ফ্রি থাকলেই অনলাইনে যে কোন ধরনের ভিডিও দেখে বা গেম খেলে নিজের সময় পার করে থাকেন।
কিন্তু জানেন না অনলাইনে গেম খেলেও টাকা ইনকাম করা যায়। অনলাইনে গেম খেলে ইনকাম করার জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কারণ অনেক সহজ গেম রয়েছে যে গুলো খেলে আপনি সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে
গেম খেলে টাকা আয় করার উপায় রয়েছে অনেক গুলো। এরমধ্যে সবচেয়ে বেশি কার্যকর ও জনপ্রিয় হলো লাইভ গেমিং স্ট্রিম করা। তাছাড়া আরেকটি উপায় হলো গেম খেলে ভিডিও করে সেটি ইউটিউবে আপলোড করে আয় করা।
তাছাড়া বিভিন্ন টুনামেন্টে অংশগ্রহণ থেকে শুরু করে বাজিতে খেলার মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। এই আর্টিকেলে জানাবো সেসব পদ্ধতি সম্পর্কে পাশাপাশি জানাবো কোন গেম কিভাবে খেলে কোন মাধ্যমে আয় করা যায় সে সম্পর্কে।
অনলাইনে বিভিন্ন ধরণের গেম আছে। প্রচুর গেমিং অ্যাপস আছে। কিছু সাইট নিয়মিত গেম খেলার প্রতিযোগিতার আয়োজন করে। কিছু গেমিং সাইট গেম খেলার টুর্নামেন্ট আয়োজন করে। এসব গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গেম খেলা যায়। গেম খেলে জিতলে, টাকা ইনকাম করা যায়। গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন কয়েকটি গেমের নাম উল্লেখ করছি যে গুলো খেলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে ছোট বড় সকলের হাতে স্মার্টফোন রয়েছে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গেম খেলে টাকা আয় করতে পারবেন। এবং সেই টাকা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
কোন গেম খেলে টাকা আয় করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। নিম্নে সেই গেমগুলো সম্পর্কে আলোচনা করা হলো:
১। Ludo Supreme গেম খেলে টাকা ইনকাম
আপনারা সকলে জানেন লুডু একটি বিনোদনমূলক গেম, অবসর সময়ে সকলেই এই গেমটি খেলে থাকে। তবে জানেন কি লুডু গেম খেলেও অনলাইনে ইনকাম করা সম্ভব। ইন্টারনেটে প্রচুর প্ল্যাটফর্ম পাবেন যেখানে লুডু গেম খেলে টাকা আয় করতে পারবেন।
বাংলাদেশের বিভিন্ন প্লাটফর্মে লুডু গেমের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে, যেখানে অংশগ্রহণ করে জিতলে আপনি নগদ টাকা পেতে পারেন যা বিকাশে উত্তোলন করতে পারবেন। বাংলাদেশী লুডু গেম খেলার প্ল্যাটফর্ম গুলোতে লুডু গেম খেলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। নিম্নে লুডু গেম খেলে টাকা ইনকাম করার উপায় দেখানো হলোঃ
- বিভিন্ন অনলাইন প্লাটফর্মে কনটেস্টে অংশগ্রহণ
- টুর্নামেন্টে অংশগ্রহণ করে টুর্নামেন্ট জেতার মাধ্যমে ইনকাম
সাধারণত উপরে দেখানো দুইটি উপায়ে লুডু গেম খেলে টাকা আয় করা যাবে। কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্ট নিতে হলে লুডু গেম খেলতে পারেন।
২। Coin Master গেম খেলে টাকা ইনকাম
এই গেমটি খেলেও ইনকাম করা যায় তবে অর্থ যদিও এই গেমে সরাসরি বিকাশে টাকা উত্তোলনের সুবিধা নাই। তবে এখানে আপনি বিভিন্ন গিফট কার্ড ও পুরস্কার জেতার পর পয়েন্টগুলো বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এছাড়াও এখানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে আয় করার সুযোগ রয়েছে। পাশাপাশি ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার সুযোগ সুবিধা পাবেন। প্রতিদিন কিছু টাক্স কমপ্লিট করার পর ফ্রি লটারি খেলা সুযোগ পাবেন, তাছাড়াও ছোট ছোট গেম খেলে কয়েন কালেক্ট করতে পারবেন। একাউন্টের নির্দিষ্ট পরিমাণ কয়েন জমা হয়ে গেলে সেটি গিফট কার্ড , পেপালে নিয়ে সেখান থেকে বিকাশে ও নগদে নেওয়া যাবে।
৩। MPL গেম খেলে টাকা ইনকাম
এটি এক ধরণের প্ল্যাটফর্ম যেখানে নানান ধরণের গেম খেলে ইনকাম করা যায়। এখানে আপনি বিভিন্ন ধরণের গেম খেলতে পারবেন যেমন কুইজ, লুডো, কার রেসিং খেলে Win হয়ে সরাসরি নগদ অর্থ পাবেন আর সেই অর্থ বিকাশ ও নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
এই গেমিং অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ইন্সটল করে একাউন্ট খুলে নিবেন। এই অ্যাপে টাকা ডিপোজিট করেও বিভিন্ন ধরনের গেম খেলে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এমপিএল গেম খেলে টাকা আয় করার উপায়ঃ
- MPL প্ল্যাটফর্মে বিভিন্ন গেমে অংশগ্রহণ করে আয় করতে পারবেন।
- লিডারবোর্ডে টপ র্যাংকিং করতে পারলে পুরস্কার পেতে পারেন।
৪। RummyCircle গেম খেলে টাকা ইনকাম
যারা কার্ড গেম খেলতে পছন্দ করেন তারা RummyCircle অ্যাপটিতে গেম খেলতে পারেন। এই RummyCircle গেমিং অ্যাপটিতে কার্ড গেম খেলে ইনকাম করতে পারবেন। এখানে শুধুমাত্র কার্ড গেম খেলার অপশন রয়েছে।
অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট খুলে নিন, আর কার্ড গেম খেলে বিভিন্নভাবে আয় করুন। এই প্লাটফর্মে গেম খেলে জয়ী হলে আপনার পুরস্কারের টাকা বিকাশে উত্তোলন করতে পারবেন।RummyCircle গেম খেলে ইনকাম করার উপায়ঃ
- টুর্নামেন্ট অংশগ্রহণ করে জেতা।
- ক্যাশ গেমে অংশগ্রহণ
৫। Dream11 গেম খেলে টাকা ইনকাম
ড্রিম 11 হলো ইন্ডিয়ান একটি অ্যাপ্লিকেশন, এখানে বিভিন্ন খেলার ভার্চুয়াল টিম বানিয়ে প্রেডিকশন করে আয় করা যায়। Dream11 গেম খেলে আয় করার উপায়ঃ
- প্রতিযোগিতায় অংশ নিয়ে টিম বানিয়ে ইনকাম
- টুর্নামেন্ট অংশগ্রহণ করে জয়ী হয়ে ইনকাম।
৬। Freecash গেম খেলে টাকা ইনকাম
Freecash প্লাটফর্মটিতে বিভিন্নভাবে টাকা আয় করা যায়। এটি শুধুমাত্র গেম খেলার প্লাটফর্ম নয়, এখানে আপনি গেম টেস্ট করে, অ্যাপ ডাউনলোড করে ইনকাম করতে পারবেন। তাছাড়াও ফ্রি সার্ভে করে ইনকাম করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি এখানে ফ্রি সার্ভে করেও আয় করতে পারবেন। ফ্রি ক্যাশ থেকে যেভাবে ইনকাম করা যায় তা নিচে দেখানো হলোঃ
- ফ্রি সার্ভে করে ফ্রি ক্যাশ থেকে ইনকাম।
- গেম ডাউনলোড করে ইনকাম
- গেম টেস্ট করে মতামত জানিয়ে ইনকাম
- অ্যাপ টেস্ট করে ইনকাম
৭। কুইজ গেম খেলে টাকা ইনকাম
অনলাইনে কুইজ গেম খেলে টাকা ইনকাম করার জন্য মূলত দুটি উপায় রয়েছে। যেমন, অ্যাপস থেকে কুইজ খেলে ইনকাম ও ওয়েবসাইটে কুইজ খেলে ইনকাম। আপনারা চাইলে অ্যাপে কুইজ গেম খেলতে পারেন বা ওয়েবসাইটে খেলতে পারেন। তবে ভালো কুইজ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, তাহলেই আপনারা নিজের মোবাইল দিয়েই কুইজ গেম খেলে ভালো পরিমানে টাকা ইনকাম আপনিও করতে পারবেন।
তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গেম খেলে টাকা ইনকামের এই অ্যাপস গুলোর বিশ্বস্ততা যাচাই না করে আপনারা কখনোই এ গুলো ব্যবহার করবেন না। কারণ বর্তমান সময়ে ইন্টারনেটে অনেক মোবাইল কুইজ অ্যাপস এবং ওয়েবসাইট আপনি দেখে থাকবেন। কিন্তু সকল ওয়েবসাইট বা অ্যাপস রিয়েল নয়। ফেক ওয়েবসাইট বা অ্যাপসে কুইজ খেললে তারা আপনার ইনকামের টাকা পে করবে না।
এ জন্য অনলাইনে কুইজ খেলে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি বিশ্বস্ত অনলাইন কুইজ অ্যাপ বা ওয়েবসাইট নির্বাচন করতে হবে। এরপর সেখানে নিজের একাউন্ট তৈরি করে নিয়মিত বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
কুইজে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি বিজয়ী হতে পারবেন এবং নানা ধরনের পুরস্কার জিততে পারবেন।
আবার অনেক কুইজে বিজয়ীদের মোটা অংকের নগদ টাকাও প্রদান করা হয়ে থাকে। নিচে কয়েকটি কুইজ গেম খেলার অ্যাপ বা ওয়েবসাইটের নাম দেওয়া হলো-
- WinZO Gold
- Qureka
- QuizWin
- Daraz App (Games & Quizzes)
- MPL Gaming App
- Big Cash
- Probo
- Toffee
- TaskBucks
আপনি যদি মনে করেন বাবুল গেম খেলে টাকা ইনকাম করবেন তাহলে আপনার ধারণা ভুল। কারণ বাবুল গেম খেলে প্রতি লেবেল পার করার জন্য আপনাকে ১৩৫ টাকা প্রদান করা হবে কিন্তু আপনি সে টাকা বিকাশ বা নগদ দিয়ে তুলতে পারবেন না। কারণ সেই বিজ্ঞাপন গুলো একদম ফেক।
শুধুমাত্র তাদের টাকা আয় করার জন্য তারা সেই বিজ্ঞাপন দিয়ে থাকেন।কিন্তু আপনারা চাইলে বাবুল গেমটি ডাউনলোড করে অবসর সময় কাটাতে পারেন। আর আপনারা বাবুল গেম খেলে কখনো টাকা আয় করতে পারবেন না। গেমটি গুগল প্লে স্টোরে সব সময় অ্যাভেইলএ্যাবল।
যে কোন গুগল ব্যবহারকারী ইমেইল আইডি দিয়ে গুগল প্লে স্টোরে অ্যাকাউন্টে তৈরি করতে পারেন। প্লে স্টোর থেকে ফ্রিতে বাবুল গেমটি ডাউনলোড করতে পারেন। মোবাইলে ইন্সটল করে খেলতে পারেন।
৮। ক্যাসিনো গেম খেলে টাকা ইনকাম
ক্যাসিনো গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনগত ভাবে অনেক দেশে এটি অবৈধ। আপনি যদি অনলাইনে ক্যাসিনো গেম খেলেন, তবে সেটি নির্ভর করবে আপনার দক্ষতা এবং সৌভাগ্যের ওপর।ক্যাসিনো গেম হল সেইসব খেলা যেখানে খেলোয়াড়রা বেটিং বা বাজির মাধ্যমে টাকা জেতার সুযোগ পান। এটি হতে পারে স্লট মেশিন, রুলেট, পোকার, ব্ল্যাকজ্যাক, বা অন্যান্য ক্যাসিনো গেম।
অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো খেলা অনেকটাই সহজ কিন্তু এখানে ইনকাম এবং হারে যাওয়ার দুটিই সম্ভাবনা থাকে। তাই আপনি যদি ক্যাসিনো গেমে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলেই খেলুন।
নিচে কিছু উল্লেখযোগ্য ক্যাসিনো গেম নাম উল্লেখ করে দেয়া হল-
- স্লট মেশিন
- রুলেট
- ব্ল্যাকজ্যাক
- পোকার
৯। ফ্রি লটারী গেম খেলে টাকা ইনকাম
ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করা বর্তমান সময়ে সহজ একটি উপায়। আপনারা যেহেতু গেম খেলে ইনকাম করার জন্য পোস্টটি পরছেন তাই তাই, সহজে টাকা ইনকাম করার আরেকটি উপায় নিয়ে আলোচনা করলাম।
কারণ এখনকার সময়ে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার জন্য কোন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কিছু ফ্রি ওয়েবসাইট আর কিছু পেইড ওয়েবসাইটে লটারি খেলে টাকা ইনকাম করা যায়।
অনলাইনে অনেক সাইটে লটারি খেলার আয়োজন করে, সেই সব ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। লটারি খেলে জিতলে টাকা ইনকাম করতে পারবে। অনলাইনে লটারী খেলার সব সাইট যেমন, ফ্রি নয়। আবার, লটারি খেলার সব সাইট ঝুঁকি মুক্ত নয়।
তাই, লটারি খেলার আগে যাচাই-বাছাই করে একাউন্ট খুলতে হবে। এবং লটারি খেলতে হবে। আপনাদের সুবিধার জন্য কয়েকটি সাইটের নাম নিচে দেওয়া হলো-
- 1Xbet
- Clip Claps
- WinZo
- Ludo King
- MPL
- Loco
- Roz Dhan
- Helo
- Qureka
- WinZo Gold
১০। ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকাম
বর্তমান সময়ে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে এমন একটি গেম হলো ফ্রী ফায়ার। ফ্রী ফায়ার গেমের জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই গেমটি খেলে টাকা ইনকাম করার সুযোগ সৃষ্টি হচ্ছে। এই গেমটি খেলে হয়তো আপনি সরাসরি টাকা আয় করতে পারবেন না, অর্থাৎ এই ফ্রী ফায়ার গেম খেলে গেম থেকে কোন টাকা আয় করতে পারবেন না।
পাশাপাশি অনলাইনে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেও টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। আমার মতে ফ্রি ফায়ার গেম থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হলো লাইভ স্ট্রিম করা অথবা ইউটিউব চ্যানেলে গেমের ভিডিও আপলোড করা।
এভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন যদি আকর্ষণীয় গেম খেলার ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন। বর্তমানে ফ্রী ফায়ার গেম ছাড়াও আরেকটি জনপ্রিয় গেম পাবজি খেলেও একইভাবে টাকা উপার্জন করতে পারবেন। এভাবে উপায় অবলম্বন করে গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট সহজেই নিতে পারবেন।
কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে
অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলে টাকা আয় করা যায় নগদে। কোন গেম গুলো খেলে টাকা আয় করে নগদে পেমেন্ট নিতে পারবেন সেই সম্পর্কে আমরা এখন জানাবো। এই গেমগুলো খেলে টাকা আয় নগদে পেমেন্ট নিতে পারেন। তবে কিছু গেমগুলোতে সরাসরি নগদে পেমেন্ট নেওয়া যায় না, ডলার ইনকাম নগদ পেমেন্ট নিতে হয়।
অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করলে গেম খেলে সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়া যায়। যদি আপনি বাংলাদেশী গেম খেলার প্ল্যাটফর্ম গুলোতে গেম খেলেন তাহলে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
তবে আপনি চাইলে লুডু গেম খেলেই অনলাইন থেকে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারেন। গেম খেলে ইনকাম করা টাকা নগদে পেমেন্ট পাওয়া যায় এমন কয়েকটি অ্যাপ এর নাম নিম্নে উল্লেখ করা হলঃ
- teenpattigo
- Winzo Game
- mCrypto: Play to Earn Crypto
- Money Bingo Clash
- Freecash – Online Income
- Yatzy Dice
- AppStation: Games & Rewards
- khiladi adda
- Winmts Ludo
- Ludo King
- Taka Income – টাকা ইনকাম
- Spin To Win – Cash & Recharge
- Meesho app
- Earn Talktime
- mCent
- Daraz
- Bikash app
- Watch Video & Earn Money Daily
- RozDhan
- EarnKaro
- Ludu circle
- Kormo Job app
- workupjob
- Daily taka
- wild Cash
- Taka Income Pro
উপরের দেওয়া অ্যাপ গুলো ব্যবহার করে আপনি সহজেই টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। উল্লেখিত অ্যাপ গুলোতে একাউন্ট খুলুন এবং তাদের দেখানো নির্দিষ্ট নিয়ম এবং শর্তগুলো পড়ে নিয়ে টাকা ইনকাম করুন। অ্যাপ গুলোতে গেম খেলা সহ অন্যান্য কাজ করার পূর্বে অবশ্যই অ্যাপটির কাস্টমার রিভিউ দেখে নিবেন।
গেম খেলে টাকা আয় app
বর্তমান সময়ে আমারা অনেকেই আছি যারা মোবাইল ফোনে কিছু না কিছু গেমস প্রায় সময়ই খেলে থাকি এবং সে গুলোর মজা নিয়ে থাকি। তাহলে যদি এমন গেম খেলা যায় যে গুলো খেলে আমরা মজা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা টাকা ইনকাম করে নিতে পারি। তাহলে গেম খেলার মজা অবশ্যই দুগুণ হয়ে যাবে। তাই আপনাদের সামনে কিছু গেম খেলে ইনকাম করার অ্যাপস সম্পর্কে বলবো যে অ্যাপস গুলো থেকে গেম খেলে মজা পাওয়ার সাথে সাথে ইনকাম করতে পারবেন।
MPL – Biggest Gaming App
বর্তমান সময়ে অনেকেই আছেন যারা এ অ্যাপটিতে গেম খেলে ইনকাম করছেন। এছাড়াও এই অ্যাপ এর মধ্যে আর ২৫ এর বেশি অন্যান্য games গুলো আপনারা পাবেন যে গুলোকে খেলে টাকা ইনকাম করা যাবে।
আপনারা যদি বেশি পরিমানে ইনকাম করতে চাইছেন। তাহলে এই গেম আপনার কাজে অব্যশই আসবে। এই গেমটি যখন গুগল-প্লে স্টোরে ছিল তখন মিলিয়ন এর মধ্যে এর সকল ডাউনলোড ছিল MPL অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা বর্তমানে Google play store থেকে ডাউনলোড করতে পারবেন না। তবে গেমটি MPL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেমটি ডাউনলোড করে নিশ্চই খেলতে পারবেন।
Hago
Hago অ্যাপস টি আপনারা ফোনের গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এ অ্যাপসটির উপর ভরসা করা যেতে পারে। কারন বিভিন্ন রিভিউ গুলো অনুযায়ী , Hago অ্যাপ এর মধ্যে যখন আপনারা গেমস খেলবেন এবং উইন হবেন তখন আপনাদের কিছু টাকা দিয়ে দেওয়া হবে।
এছাড়াও Hago অ্যাপস এর মধ্যে আপনারা আর অনেক কিছুই পাবেন যেমন- অনলাইন গেমস, মিনি গেমস, ভিডিও চ্যাট ইত্যাদি। 100 Million downloads ছাড়িয়ে এই মোবাইল অ্যাপ্লিকেশন এর গুগল প্লে স্টোর রেটিং প্রায় ৪.২। এখানে ১০০+ গেমস রয়েছে যেগুলো আপনারা খেলতে পারবেন। যেমন-
- Hexagon Fight
- Ludo
- Sheep Fight
- Fruit Master
- Crazy Taxi
- Knife Hit
- Juice Slash
- Carrom
- Knife Hit
- Snakes & Ladders
- Chess
- Virus Breaker
- Pool Winner
- Rummy
- Brain Quiz
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার দেশি-বিদেশি অনেক অ্যাপ পেয়ে যাবেন। প্রতিটি অ্যাপে গেম খেলা নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি তাদের নিয়ম অনুযায়ী গেম খেলেন তাহলে নিশ্চয়ই টাকা উপার্জন করতে পারবেন।
আপনারা যারা গেম খেলতে ভালোবাসেন তারা গেম খেলেই অনলাইন থেকে আয় করতে পারেন। আমরা এখন গেম খেলে টাকা আয় Apps গুলো সম্পর্কে নিম্নে আলোচনা করব।
- Dream 11 game
- Casino game
- Big cash game
- Paytm fast game
- FeaturePoints
- Free Bathday Lottery
- WinZo Gold
- CashPirate Buzz
- Honeygain
- Clips Claps
- RummyCircle
- Swagbucks
- InboxDollars
- Mistplay
- HQ Trivia
- Brain Battle
- Toluna
তবে এই সকল প্লাটফর্মে গেম খেলার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি চাইলে এখানে টাকা ডিপোজিট করে গেম খেলে ইনকাম করতে পারেন, পাশাপাশি টাকা ইনভেস্ট ছাড়াই ফ্রিতে গেম খেলে কিছু টাকা উপার্জন করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্লাটফর্ম গুলোতে টাকা ডিপোজিট করে গেম খেলে ইনকাম করতে হয়। যদি টাকা ডিপোজিট করে গেম খেলেন তাহলে বেশি টাকা আয় করতে পারবেন। তবে আমি বলব আপনারা ফ্রিতে গেম খেলার চেষ্টা করুন আর টাকা ইনকাম করুন।
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার উপায়
বর্তমানে অনেক জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আপনি খেলে বিনোদন নিতে পারবেন এবং পাশাপাশি বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পারবেন। তবে সরাসরি গেম থেকে টাকা উপার্জন করতে পারবেন না, অন্যান্য পদ্ধতি এবং উপায় গুলো অবলম্বন করে টাকা ইনকাম করতে হবে। নিম্নে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার উপায় গুলো আলোচনা করা হলোঃ
অনলাইন টুর্নামেন্টে অংশগ্রহণ করেঃ বর্তমানে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে এই গেমগুলোর ছোটখাটো টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টুর্নামেন্ট ফি প্রদান করে টুর্নামেন্ট অংশগ্রহণ করে টাকা আয় করতে পারেন। যদি আপনি টুর্নামেন্ট অংশগ্রহণ করে জিততে পারেন তাহলে নগদ পুরস্কার ও ক্যাশব্যাক অফার পেতে পারেন। এই পদ্ধতিতে সহজেই গেম খেলে টাকা আয় বিকাশে নিবেন।
গেমের ভিডিও বানিয়ে ইনকামঃ আপনি চাইলে বর্তমানের জনপ্রিয় গেম গুলোর ভিডিও বানিয়ে ইউটিউব ও ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারেন। যেগুলো বেশি জনপ্রিয় গেম সেগুলোর ভিডিও বানালে বেশি ভিউজ পাওয়া যায়। আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন তাহলে গেমের কনটেন্ট ভিডিও বানিয়ে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন।
আপনারা জেনে অবাক হবেন বর্তমানে জনপ্রিয় ফ্রী ফায়ার ও পাবজি গেমের ভিডিও বানিয়ে অনেকেই মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। আপনি যখন গেম খেলবেন তখন মোবাইলের স্ক্রিন রেকর্ডার অন করে গেমের ভিডিও বানিয়ে নেবেন। আর সেই ভিডিও আকর্ষণীয়ভাবে এডিট করে নিজের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করবেন।
লাইভ স্ট্রিম করে ইনকামঃ গেমের লাইভ স্ট্রিম করার মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করতে পারবেন। তাই ঘরে বসে অনলাইনে অযথা সময় নষ্ট না করে বিনোদন নিয়ে গেম খেলে লাইভ স্ট্রিম করার মাধ্যমে টাকা উপার্জন করুন।
গেমিং অ্যাপ থেকে ইনকামঃ অনলাইনে আপনি ছোট ছোট মিনি গেম পেয়ে যাবেন যেগুলো খেলে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আবার এগুলো অ্যাপের মাধ্যমে রেফার করেও বেশি টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন
এক্ষেত্রে আপনার চ্যানেলে ভিউস সংখ্যা বেশি হলে অথবা সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হলে এফিলিয়েট মার্কেটিং ও ব্যান্ড প্রমোশন করার মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন। তাছাড়া গেমিং স্পন্সরশিপ করেও টাকা ইনকাম করতে পারবেন।
এই উপায়ে যেকোন গেম খেলে সরাসরি লাইভ স্ট্রিম করে ইনকাম করতে পারবেন। বিশেষ করে ফ্রী ফায়ার, পাবজি , কল অফ ডিউটি এর মত গেম গুলোর লাইভ স্ট্রিম করে বেশি টাকা আয় করতে পারবেন। মূলত জনপ্রিয় গেম গুলো লাইভ স্ট্রিম করলে ট্রাফিক বেশি পাবেন এবং ইনকাম বেশি হবে।
গেম টুর্নামেন্টঃ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রায় গেম টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে, আপনার গেম খেলায় দক্ষতা থাকলে গেম টুর্নামেন্ট অংশগ্রহণ করে প্রচুর টাকা আয় করতে পারেন। তবে বলে রাখা ভালো যে গেম টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। গেম টুর্নামেন্ট খেলে টাকা আয় বিকাশে নেওয়ার অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এই ধরনের প্লাটফর্ম গুলোতে একাউন্ট খুলে টাকা ডিপোজিট করে ফি দিয়ে টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হয়। যেমন বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে লুডু গেম খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে লুডু গেম খেলে জিতে গেলেই ভালো ধরনের পুরস্কার বা প্রাইজ মানি পাওয়া যাচ্ছে। এভাবে গেম খেলে টুর্নামেন্ট অংশগ্রহণ করে আয় করতে পারবেন।
আপনি যদি গেম খেলে গেমের পারফরমেন্স কেমন এবং গেমে কি ধরনের পরিবর্তন আনা উচিত এই বিষয়গুলো সম্পর্কে বলতে পারেন তাহলে গেম টেস্টিং করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডেভেলপার গেম টেস্ট করে মতামত নেওয়ার জন্য ভালো পরিমাণ টাকা দিয়ে থাকে। এভাবে বিভিন্ন সাইটে গেম টেস্টিং কাজগুলো করেও আয় করতে পারবেন।
অনলাইনে গেম খেলার ক্ষেত্রে টিপসঃ
প্রতিযোগিতা বা টুর্নামেন্টে অংশগ্রহণের আগে গেমটির নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।
যেকোনো ধরনের গেম খেলার সময় অবশ্যই অতিরিক্ত অর্থ ব্যয় ও সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন।
যেই গেমিং প্লাটফর্মটিতে গেম খেলতে ইনকাম করতে চাচ্ছেন, সেই গেমিং প্লাটফর্মটি আসলেই পেমেন্ট দিয়ে থাকে কিনা সেটি যাচাই করে নিবেন।
বিশেষ করে অনলাইনে তাদের কাস্টমার রিভিউ দেখে নিবেন। এভাবে কিছু টিপস মেনে চললে অনলাইনে গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
লেখকের শেষ মতামত
কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে এবং নগদে বিষয়টি নিয়ে বিস্তারিত আর্টিকেলটিতে আলোচনা করেছি। এছাড়াও অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার উপায় গুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্টও নেয়া যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কতটা আয় করতে পারবেন এটা নির্ভর করবে আপনার উপর। কেউ আছে যারা অনেক বেশি পরিমাণ আয় করে কারণ তারা বিভিন্ন উপায় অনুসরণ করার পাশাপাশি সারাটা সময় এখানে ব্যয় করে।
আবার কেউ আছে যে সময় ব্যয় করে ঠিকই কিন্তু কাঙ্খিত ফলাফল পায় না। তাই এটাকে কখনই পেশা হিসেবে নেয়া উচিৎ নয়। তাই যদি মনে করে থাকেন যে, গেম খেলে টাকা আয় করে সেটা দিয়ে অনেক বড় কিছু হয়ে যাবেন তবে আপনার উচিৎ ভালো ভাবে আরেকবার চিন্তা করা।