সকল মোবাইল অ্যাপে কাজ করা অনেক সহজ। কিন্তু এখান থেকে আবার ইনকাম খুব বেশি করা সম্ভব হয়না। আবার কিছু অ্যাপে দিয়ে বিভিন্ন দক্ষতামূলক কাজ করে আয় করা যায়। এই অ্যাপগুলি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে পারবেন।
এছাড়া আপনি প্রতিমাসে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেক অ্যাপ আছে যেগুলির সাহায্যে অনেক ক্রিয়েটিভ কাজ করে আয় করা যায়। এই সকল অ্যাপের মাধ্যমে ভিডিও বানিয়ে, ব্লগ লিখে, ছবি তুলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়। আর এই ধরনের অ্যাপ থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন ও মাসে বেশ বড় ধরনের টাকা ইনকাম করতে পারবেন।
ওহো অর্থ উপার্জন app সম্পর্কে জানতে চান, তাহলে আপনি সেরা আর্টিকেলটিতে এসেছেন। কারণ আজকের সম্পূর্ণ আর্টিকেলে অর্থ উপার্জন app গুলো সম্পর্কে আলোচনা করা হবে। বর্তমানে অনলাইনে অর্থ উপার্জন করার প্রচুর অ্যাপস রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি কিছু টাকা আয় করতে পারেন। ইন্টারনেটের এই যুগে অর্থ উপার্জন করা কোন কঠিন বিষয় নয়, সহজ কিছু পদ্ধতি ও বিশ্বস্ত অ্যাপসগুলো সম্পর্কে জানতে পারলেই আয় করা যায়।
বর্তমান যুগে মোবাইল ফোনই হতে পারে আপনার আয়ের বড় উৎস। অনেকেই এখন অনলাইন থেকে ইনকাম করছেন বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। আজকের আলোচনায় থাকছে এমনই একটি জনপ্রিয় অ্যাপ – ওহো অর্থ উপার্জন App। এই অ্যাপটির মাধ্যমে আপনি কীভাবে আয় করতে পারেন, কিভাবে কাজ করতে হয়, এবং এটি আসলে কতটা বিশ্বাসযোগ্য সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে।
ওহো অর্থ উপার্জন app
ওহো অর্থ উপার্জন app হচ্ছে মূলত এক ধরণের মোবাইল অ্যাপ যেটি ব্যবহার করে নানান ধরণের সহজ কাজ করে অর্থ উপার্জন করা যায়। এই অ্যাপে ছোট ছোট টাস্ক কমপ্লিট করা, রেফারেল শেয়ার, ভিডিও দেখা, গেম খেলা কিংবা কুইজ খেলার মাধ্যমে উপার্জন করা যায়।
আমরা অনেকেই এই ধরনের গেম বা ছোট ছোট টাস্ক করতে পছন্দ করে থাকি মূলত তাদের জন্য অ্যাপটি ইনকামের জন্য উপযোগী। তাদের নিজের অফিসিয়াল সাইট রয়েছে যেখানে একটি অ্যাকাউন্ট করে লগইন করেই উল্লিখিত টাস্ক বা কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন।
ওহো app থেকে ইনকাম করা নিয়ম
এই অ্যাপটিতে ইনকাম করতে হলে আপনাকে বেশ কিছু পদ্ধতি বা নিয়ম অনুসরণ করতে হবে যা আমরা নিম্নে ধাপে ধাপে আলোচনা করেছি।
১. রেজিস্ট্রেশন করুন
প্রথমে ওহো অর্থ উপার্জন app এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে।
তাই সকলেই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।
এরপরে আপনার ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে।
রেফারেল কোড থাকলে সেটি ব্যবহার করুন, তাতে বেশি বোনাস পাবেন।
২. টাস্ক কমপ্লিট
এরপরে ধাপে এই অ্যাপে বিভিন্ন ধরণের টাস্ক পেয়ে যাবেন সেগুলো সপন্ন করে পয়েন্ট কাল্কেট করুন।
প্রতি টাস্কের জন্য নির্দিষ্ট পয়েন্ট বা টাকা পাবেন, যা উত্তোলন করা যাবে।
৩. রেফারেল ইনকাম
আপনার রেফারেল লিংক শেয়ার করে অন্যদের জয়েন করাতে পারেন।
তাহলে আপনার প্রতিটি রেফারেলে অতিরিক্ত আত হবে।
৪. পেমেন্ট উইথড্র করুন
আপনি বিভিন্ন টাস্ক বা কাজ সম্পন্ন করার পরে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট এমাউন্ট জমা হবে। সেই জমানো অর্থ বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর যত বেশি বেশি টাক্স বা কাজ কমপ্লিট করে পয়েন্ট জমাতে পারবেন তত বেশি পেমেন্ট নিতে পারবেন।
অর্থ উপার্জন করার সেরা অ্যাপস
অনেক রিয়েল ইনকাম এপস রয়েছে যাদের মাধ্যমে সহজেই অনলাইনের বিভিন্ন টাস্ক সম্পন্ন করে ইনকাম করা যাচ্ছে। তাই এখন মানুষ ইনকামের জন্য এই সকল মোবাইল অ্যাপ ব্যবহার করছেন। আর এভাবে তারা ঘরে বসেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করে নিতে পাচ্ছেন।
অনলাইনে কোন প্রকার সময় নষ্ট না করে যদি রিয়েল টাকা ইনকাম অ্যাপস এর মাধ্যমে কাজ করা হয়, তাহলে অবশ্যই খুবই ভাল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। আজ আমরা এই রকম ১৩টি টাকা ইনকাম app সম্পর্কে জানব।
সকল মোবাইল অ্যাপে কাজ করা অনেক সহজ। কিন্তু এখান থেকে আবার ইনকাম খুব বেশি করা সম্ভব হয়না। আবার কিছু অ্যাপে দিয়ে বিভিন্ন দক্ষতামূলক কাজ করে আয় করা যায়। এই অ্যাপগুলি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে পারবেন।
এছাড়া আপনি প্রতিমাসে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেক অ্যাপ আছে যেগুলির সাহায্যে অনেক ক্রিয়েটিভ কাজ করে আয় করা যায়। এই সকল অ্যাপের মাধ্যমে ভিডিও বানিয়ে, ব্লগ লিখে, ছবি তুলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়। আর এই ধরনের অ্যাপ থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন ও মাসে বেশ বড় ধরনের টাকা ইনকাম করতে পারবেন।
এখন দেখে নেই, কি কি রিয়েল টাকা ইনকাম app দিয়ে আয় করা যায়। টাকা ইনকাম অ্যাপস গুলি অনেক কাজের এবং প্রয়োজনীয়। এই অ্যাপ কোম্পানীগুলি প্রচুর পরিমাণ ইনকাম করছে বলেই কিন্তু আমরা বেশি বেশি টাকা ইনকাম করতে পাচ্ছি। আমরা যারা বেকার বসে আছি বা যারা ছাত্র অথবা যারা চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চাচ্ছি, তারা সকলেই মোবাইল এপস দিয়ে টাকা ইনকাম করতে পারি। মোবাইলের মাধ্যমে আয় করার যায়, এমন ১৩টি অ্যাপ হল-
১. Swagbucks
অনলাইনে খুব সহজেই আয় করার একটি অসাধারণ এপ এটি। এই অ্যাপের সাহায্যে আপনি সার্ভে করে, ভিডিও দেখে, রেফার করে ইত্যাদি নানা মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যদি এন্ড্রয়েড ইউজার হয়ে থাকে, তাহলে এই অ্যাপটি প্রথমে গুগল প্লেস্টোর অ্যাপ থেকে ডাউনলোড করুন। এরপর এখানে একাউন্ট খুলুন।
একাউন্ট খোলার পর এখানে বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সার্ভে করে মোটামুটি মানের টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে ক্যাশব্যাক, Gift cards, Paypal ইত্যাদি মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
২. Upwork
আপনি যদি অনলাইন থেকে প্রতিমাসে বড় ধরনের টাকা ইনকাম করতে চান। তাহলে Upwork হবে আপনার জন্য অন্যতম সেরা অ্যাপ। কারণ, এটি একটি রিয়েল টাকা ইনকাম app. আপনার যদি যেকোন কাজে খুবই ভাল পরিমাণ দক্ষতা থাকে, তাহলে এখানে কাজ করে আয় করতে পারবেন। এটা একটি ফ্রিল্যান্সং মার্কেটপ্লেস। আপনি এখানে ফিক্সড প্রাইজ ও ঘন্টা হিসেবে কাজ করতে পারবেন।
এখানে টাকা ইনকামের জন্য একাউন্ট খুলতে হবে এবং আপনাকে আপনার কাজের পোর্টফোলিও সেট করতে হবে। এরপর কাজের জন্য আবেদন করতে হবে।
যখন আপনি কাজ পাবেন সেই কাজ সম্পন্ন করার পরে বায়ার রিভিউ করে টাকা প্রদান করবে। Upwork অ্যাপ দিয়ে আপনি কাজে অ্যাপ্লাই করা, কাজ দেখা, বায়ারের সাথে কথা বলা, টাকা উঠানো ইত্যাদি সকল কাজ করতে পারবেন। এখান থেকে আয়কৃত টাকা আপনি খুব সহজেই ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।
৩. Fiverr
ফাইবার একটি অন্যতম টাকা ইনকাম করার অ্যাপ। বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার এখানে কাজ প্রচুর টাকা ইনকাম করছে। এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। এখানে কাজ করার জন্যেও আপনাকে বিভিন্ন কাজে দক্ষ হতে হয়। এখানে নানা ধরনের কাজ করে টাকা ইনকাম করা যায়।
ফাইবারে অনেক ধরণের কাজ পেয়ে যাবেন যেমনঃ
- লোগো ডিজাইন,
- Search engine Optimization,
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
- ইমেইল মার্কেটিং,
- ডাটা এন্ট্রি,
- টাইপিং ইত্যাদি
উল্লিখিত কাজ ছাড়াও নানা ধরনের কাজ করে ইনকাম করা যায়। ফাইবার থেকে আয় করার জন্য এখানে প্রথমে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় আপনার তথ্য ও দক্ষতার তথ্য দিতে হবে।
এরপর আপনি যে কাজ পারেন, তার একটি গিগ খুলতে হবে। গিগে কাজের বর্ণনা ও আপনি কি পরিমাণ টাকা নিতে চান, তা উল্লেখ করতে হবে। আপনার গিগ দেখে কেউ আপনাকে কাজে নিলে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। এখান থেকে আয়কৃত টাকা Payoneer এর মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন।
৪. Foap
আপনি যদি খুব ভাল ছবি তুলতে পারেন ও ভিডিও করতে পারেন। তাহলে খুব সহজে আপনি ছবি ও ভিডিও এই টাকা ইনকাম app এর মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে পারবেন। এটা অনলাইনে প্যাসিভ ইনকাম করার একটি মাধ্যম। এখান থেকে খুব ভাল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব।
অনেক বেশি ইনকামের জন্য এখানে আপনাকে ভাল মানের ছবি আপলোড করতে হবে ও বেশি বেশি আপলোড করতে হবে। আপনার আয়ের ৫০% এই অ্যাপ কোম্পানী কেটে নিলেও এখান থেকে রিয়েল টাকা ইনকাম সম্ভব। এই অ্যাপ থেকে আপনি Paypal এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন।
৫. Uber Driver
এটি খুবই জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ। আপনার যদি একটি গাড়ি বা বাইক থাকে, তাহলে আপনি অনায়েসেই এই অ্যাপ থেকে আয় করতে পারবেন। এটি একটি যাত্রী পরিবহনের অ্যাপ। আপনার যদি গাড়ি না থাকে, তাহলে কমদামে একটি গাড়ি কিনেও এখানে ড্রাইভার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন। এখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে ড্রাইভার হিসেবে একাউন্ট খুলতে হবে।
কিছুদিনের মধ্যেই আপনার একাউন্টটি চালু হয়ে যাবে। এরপর এই অ্যাপের সাহায্যে আপনি সহজেই যাত্রী পেতে পারেন। আপনার ইনকামের ২৫% টাকা উবার নিয়ে নিবে। এরপরেও এখান থেকে বেশ ভাল পরিমাণ রিয়েল টাকা ইনকাম করা সম্ভব।
৬. Cointiply
এটি একটি প্রতিষ্ঠিত টাকা ইনকাম করার অ্যাপ। আপনি এই অ্যাপের সাহায্যে গেম খেলে, চ্যাটিং করে ইনকাম করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনার প্রতিদিন বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া এখানে সার্ভে করে, ভিডিও দেখে ও বিভিন্ন Tasks পূরণ করে ইনকাম করতে পারবেন। আর এখানে কোন প্রকার দক্ষতা ছাড়া ইনকাম করতে পারবেন।
৭. Facebook
ফেসবুক খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি ফেসবুক অ্যাপ ব্যবহার করে নানা উপায়ে টাকা আয় করে নিতে পারবেন। ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে।
Facebook পেজের মাধ্যমে যেসকল উপায়ে আয় করতে পারবেন। দেখুন-
- ওয়েবসাইট বা ব্যবসার প্রচারণা করে
- নিজের পণ্য বিক্রি করে
- স্পন্সরসশীপের মাধ্যমে
- ইনফ্লুয়েন্সার হিসেবে
- অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
- ড্রপশিপিং এর মাধ্যমে
- ফেসবুকে ভিডিও আপলোড করে
- Facebook মার্কেটপ্লসের মাধ্যমে পণ্য বিক্রি করে
৮. Youtube
ইউটিউব হচ্ছে মূলত ইনকাম করার সবচেয়ে একটি জনপ্রিয় অ্যাপ। এখানে আপনি যেকোন ইউনিক ভিডিও এখানে আপলোড করে ইনকাম করতে পারবেন। যেসকল উপায়ে ইউটিউব থেকে ইনকাম করা যায় তা নিম্নে উল্লেখ করা হল-
- ইউটিউব পার্টনার প্রোগ্রামে এ যুক্ত হয়ে ভিডিওতে এড লাগিয়ে ও অন্যান্য সার্ভিসের মাধ্যমে আয়
- নিজের পণ্য বিক্রি করে
- অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
- ব্রান্ড ইনফ্লুয়েন্সার হিসেবে
- ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে
- স্পন্সরশীপের মাধ্যমে
ইউটিউব থেকে আপনি একটি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আর আপনি সহজেই এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ডলার ইনকাম করে নিতে পারবেন। ইউটিউবে যদি আপনি ভাল কন্টেন্ট নিয়মিত দিতে থাকেন, তাহলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আপনি সহজেই মাসে ১ লাখ টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন। আর ইউটিউবকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন।
৯. Shopify
আপনি এই অ্যাপের সাহায্যে ড্রপশিপিং এর মাধ্যমে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন। আবার এর মাধ্যমে আপনি কোন প্রকার রিস্ক ছাড়াই পণ্য বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনার নিজস্ব কোন পণ্য লাগবেনা। এমনকি আপনার শিপিং বা পণ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবেনা। আপনাকে শুধুমাত্র পণ্যটির প্রোমোশন করে বিক্রি করে দিতে হবে।
এছাড়াও আপনি চাইলে টার্গেট মূল্যের চেয়েও অধিক মূল্যে পণ্য বিক্রি করতে পারবেন, যা থেকে আপনি প্রচূর লাভবান হবেন। মূলত এইভাবে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এখানে ভাল পরিমাণ ইনকাম করার জন্য অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে ও সঠিক পণ্য নিয়ে কাজ করতে হবে। আপনি Shopify অ্যাপ ব্যবহার করে Dropshipping করে ইনকাম করতে পারবেন।
১০. People per hour
এটি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং অ্যাপ। এই টাকা ইনকাম করার অ্যাপ দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনার দক্ষতার প্রয়োজন। কনেটেন্ট রাইটিং, ট্রান্সক্রিপশন (Transcription), SEO, ইমেইল মার্কেটিং,অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইত্যাদি সহজ কাজ করে এখানে সহজেই ইনকাম করতে পারবেন। আপনার কাজের দক্ষতার উপর এখানে Offers তৈরি করতে হবে। আর Offers এ আপনার কাজের বর্ণনা ও প্রাইজ সেট করে দিতে হবে।
এটা Fiverr এর মত কাজ করে। কোন বায়ার আপনার কাজ কিনে নিলে আপনি কাজ Submit করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি ব্যাংক, Paypal, Payoneer ইত্যাদি মাধ্যমে আপনার ইনকামের টাকা হাতে পাবেন।
এছাড়াও অর্থ উপার্জন করার আরও অনেক ফ্রি অ্যাপস রয়েছে, যেখানে আপনি ফ্রিতে সম্পূর্ণ টাকা আয় করতে পারবেন। এবার চলুন ফ্রিতে অর্থ উপার্জন করার সেরা এপস গুলো সম্পর্কে জেনে আসা যাক।
- FanFare
- Foapp Apps
- TikTok app
- Moneyfi
- G.O.A.T – Earning Zone
- Sweatcoin
- Sathoshi
- InboxDollars
- SurveySavvy
- TaskRabbit
- CashBaron
- Binance
- Kucoin
লেখকের শেষ মতামত
অনলাইনে মোবাইল এর সাহায্যে ইনকামের নানা উপায় আছে। অনেক অ্যাপ দিয়ে এভাবে টাকা ইনকাম করা যায়। তবে আপনি যদি খুব ভাল পরিমাণ আয় করতে চান, তাহলে উপরের মোবাইল দিয়ে রিয়েল টাকা ইনকাম app এর মাধ্যমে কাজ করতে পারেন। ভাল পরিমাণ ইনকামের জন্য আপনাকে এই সকল অ্যাপের কাজকে অনেক আগ্রহের সহিত করতে হবে।