কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়

বর্তমানে অনেক এন্ড্রয়েড অ্যাপস অনলাইনে ইনকাম করার সুযোগ দেয়। কিন্তু সব অ্যাপ আসলেই কার্যকর নয়। কিছু অ্যাপ ব্যবহারকারীদের উপার্জিত অর্থ সঠিকভাবে পে করে থাকে। আবার অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে কাজ শুরুর পূর্বে ব্যবহারকারীদের বিনিয়োগ করতে বলা হয় বা নানা ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে, কিন্তু আসলে তারা কোনো অর্থ প্রদান করে না।

কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়

এই ধরনের ফেইক অ্যাপগুলো ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে নিজেরা অর্থ উপার্জন করে এবং শেষে পেমেন্ট দেয় না। এই ধরনের অ্যাপগুলোর মধ্যে অনেক সময় স্ক্যামিং অ্যাপও থাকে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এ কারণে একটি অ্যাপ আসল নাকি ফেইক তা যাচাই করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। 

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরের রেটিং ও রিভিউ চেক করা, ব্যবহারকারীদের পেমেন্ট প্রুফ খোঁজা এবং অ্যাপটি কোনো বিনিয়োগ চাচ্ছে কিনা সেটা দেখা – এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রিয়েল আর্নিং অ্যাপগুলো সাধারণত ব্যবহারকারীদের কাছ থেকে কোনো বিনিয়োগ চায় না এবং কাজের বিনিময়ে পেমেন্ট প্রদান করে।

টাকা ইনকাম করার অনেক সফটওয়্যার অর্থাৎ অ্যাপস রয়েছে। যেগুলোতে ছোট ছোট কিছু কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে স্টুডেন্ট অবস্থায় এগুলো সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যেতে পারে। আসুন জেনে নেয়া যাক কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় সেগুলোর নাম।

১। Pocket Money App

এই অ্যাপে আপনি অনেকগুলো কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনি যদি ধারাবাহিকভাবে কাজ করতে পারেন তাহলে এই অ্যাপ থেকে ভাল পরিমাণ উপার্জন করতে পারবেন। মূলতঃ এই অ্যাপে ২টি উপায়ে টাকা ইনকাম করা যায়।

একটি হলো ডেইলি বোনাস আরেকটি হলো টাস্ক। টাস্কের ভিতর ১৫ টি টাস্ক বা কাজ থাকে। এগুলো আপনি না করে শুধু নেক্সট দিয়ে একটি করে অ্যাড দেখে তারপর ৩ সেকেন্ড পর অ্যাড টি বাতিল করে অন্য আরেকটি টাস্কে যেতে পারবেন। এভাবে যতক্ষণ না ১৫ টি টাস্ক কমপ্লিট হচ্ছে ততক্ষণ করবেন।

তবে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, আপনি যে অ্যাডগুলো দেখবেন সেগুলোতে ক্লিক করবেন না, কারণ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ১৫ টি টাস্ক শেষ হলে যে অ্যাড আসে সেখানে ক্লিক করতে পারেন। ওখানে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে তারপর নিজের অ্যাকাউন্ট ব্যাল্যান্স (অ্যাপের) দেখতে পাবেন যে ৭০ পয়েন্ট যোগ হয়েছে।

তবে সবথেকে ভালো হয় এটি ডাউনলোড করার আগে সুপার ভিপিএন কানেক্ট করে নেওয়া। এরপরে এই অ্যাপটির ভিতরে গিয়ে একাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট করে সাইন আপ অপশনে গিয়ে কিছু তথ্য দিয়ে লগইন করে নিতে হবে। এই অ্যাপসে কাজ করার পর নির্দিষ্ট পয়েন্টের জন্য নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট টাকা যাবে। এই অ্যাপ থেকে স্কিটো, মোবাইল রিচার্জ ও বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

এই অ্যাপের আরেকটি বড় সুবিধা হল, আপনি যদি কোন সমস্যা ফেস করেন তাহলে, ওই অ্যাপের এডমিনের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনি ইউটিউবে এ সম্পর্কে বিস্তারিত দেখে তারপর ডাউনলোড করে নিতে পারেন।

২। Work Up Job app

আপনার মোবাইলে google প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে কাজ করার সুযোগ আছে এই অ্যাপে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোন টাকার প্রয়োজন হয় না। তবে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে চাইলে ২ ডলার দিতে হয়। এই অ্যাপের বিভিন্ন ধরনের কাজ রয়েছে।

যেমনঃ youtube এ ভিডিও দেখা, ফেসবুক ভিডিওতে লাইক কমেন্ট করা, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা, কোন অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি। প্রতিটি কাজের জন্য পেমেন্টের পরিমাণ  থাকে।

এগুলো নির্দেশনা অনুসরণ করে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন। কোন সমস্যা হলে ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন।

৩। Ysense app

অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার বিশ্বস্ত ও সেরা একটি অ্যাপ হল Ysense। বর্তমানে টাকা আয় করার জন্য অ্যাপটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পর অ্যাপে থাকা ছোট ছোট কাজ করে ইনকাম শুরু করতে পারবেন।

এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। যেমনঃ পেইড সার্ভে, রেফারেল প্রোগ্রাম, ক্যাশ অফার, কুইক টাস্ক ইত্যাদি। তবে আপনি যদি নিয়মিত পেইড সার্ভেগুলোতে সময় দেন তাহলে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। অনলাইনে পেইড সার্ভে অ্যাপগুলোর মধ্যে Ysense অন্যতম।

৪। Toloka app

বর্তমানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য সহজ এবং জনপ্রিয় একটি অ্যাপ হলো Toloka. আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে সহজে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পর সাইন আপ করার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

আরো পড়ুনঃ-  শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায়

এই অ্যাপে সাধারণত বিভিন্ন ইমেজ বা ছবি চেক করে, ওয়েবসাইট গুলোতে ভিজিট করে, কমেন্টস করে, সার্ভে গুলো সম্পন্ন করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

এমনকি বন্ধুদের রেফার করার মাধ্যমেও আপনি এই অ্যাপ থেকে বোনাস পেতে পারেন। এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি পেপেল, পাইওনির মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

৫। CashBoss App

CashBoss একটি জনপ্রিয় রিওয়ার্ড-ভিত্তিক এন্ড্রয়েড অ্যাপ, যার মাধ্যমে সহজেই টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন অফার কমপ্লিট, রেফারেল প্রোগ্রাম, অ্যাপ ইনস্টল ইত্যাদি কাজের মাধ্যমে অ্যাপটি ইউজারদের অর্থ উপার্জনের সুযোগ দিয়ে থাকে।

এখানে বিভিন্ন স্পন্সরড অ্যাপ বা সার্ভিসের অফার থাকে, যেগুলো সম্পন্ন করলে পয়েন্ট বা ক্যাশ রিওয়ার্ড পাওয়া যায়। এসব পয়েন্ট পরে মোবাইল রিচার্জ, ওয়ালেট বা সরাসরি ক্যাশ হিসেবে তুলে নিতে পারবেন।

CashBoss অ্যাপে টাকা ইনকামের সবচেয়ে সহজ উপায় হলো অ্যাপ ডাউনলোড ও ট্রায়াল ব্যবহার করা। নির্দিষ্ট সময়ের জন্য কিছু অ্যাপ ব্যবহার করলে বা রেজিস্ট্রেশন করলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দেওয়া হবে।

এছাড়াও অ্যাপটির রেফারেল প্রোগ্রাম ব্যবহার করে আরও বেশি টাকা আয় করা সম্ভব। অন্যদেরকে এই অ্যাপে রেফার করলে আপনি রেফারেল বোনাস পেতে পারবেন। এই অ্যাপের একটি বড় সুবিধা হলো, এটি সরাসরি মোবাইল রিচার্জ বা ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।

৬। Meesho App

এই অ্যাপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যা আপনি হোলসেল দামে কিনতে পারবেন অথবা সরাসরি শেয়ার করে বিক্রি করতে পারবেন। আপনি যখন কোনো পণ্য শেয়ার করবেন এবং কেউ সেটি কিনে, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন হিসেবে পেয়ে যাবেন।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রোডাক্ট প্রোমোট করে বিক্রয়ের পরিমাণ বাড়াতে পারবেন।

আর প্রতিটি প্রোডাক্টে আপনি নিজের মতো করে দাম সেট করতে পারবেন। কোনো প্রোডাক্ট বিক্রি করলে আসল দাম কোম্পানি কেটে রাখবে এবং অতিরিক্ত টাকা আপনি পেয়ে যাবেন।

উদাহরণ হিসেবে, মনে করুন অ্যাপে একটি টি-শার্টের দাম ৫০০ টাকা। আপনি টি-শার্টটির দাম ৬০০ টাকা সেট করে বিক্রি করলেন। তাহলে কোম্পানি ৫০০ টাকা কেটে নিয়ে অতিরিক্ত ১০০ টাকা আপনাকে দিয়ে দিবে।

৭। Foap App

আপনি যদি খুব ভাল ছবি তুলতে পারেন ও ভিডিও করতে পারেন। তাহলে খুব সহজে আপনি ছবি ও ভিডিও এই টাকা ইনকাম app এর মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে পারবেন।এটা অনলাইনে প্যাসিভ ইনকাম করার একটি মাধ্যম। এখান থেকে খুব ভাল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। 

আপনি আপনার মোবাইল দিয়ে ছবি তুলে ও ছোট ছোট ভিডিও করে এই অ্যাপের মাধ্যমে আপলোড করে ও তা বিক্রি করে আয় করতে পারবেন। এখানে বেশ ভাল পরিমাণ টাকা ইনকামের সুযোগ রয়েছে। 

অনেক বেশি ইনকামের জন্য এখানে আপনাকে ভাল মানের ছবি আপলোড করতে হবে ও বেশি বেশি আপলোড করতে হবে। আপনার আয়ের ৫০% এই অ্যাপ কোম্পানী কেটে নিলেও এখান থেকে রিয়েল টাকা ইনকাম সম্ভব।

৮। Cointiply App

এই অ্যাপের মাধ্যমে আপনার প্রতিদিন বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। এটি প্রথমে গুগল প্লেস্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। এরপর এখানে একাউন্ট খুলতে হবে। তারপর কাজ শুরু করে দিতে হবে।

আপনি এখানে একাউন্ট খুললেই Sign in বোনাস পাবেন। আপনার ৩০ হাজার কয়েন হলেই এখান থেকে টাকা তুলতে করতে পারবেন।

৯। Facebook App

ফেসবুক খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি ফেসবুক অ্যাপ ব্যবহার করে নানা উপায়ে টাকা আয় করে নিতে পারবেন। ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে।

Facebook পেজের মাধ্যমে যেসকল উপায়ে আয় করতে পারবেন। দেখুন-

  • ওয়েবসাইট বা ব্যবসার প্রচারণা করে
  • নিজের পণ্য বিক্রি করে
  • স্পন্সরসশীপের মাধ্যমে
  • ইনফ্লুয়েন্সার হিসেবে
  • অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
  • ড্রপশিপিং এর মাধ্যমে
  • ফেসবুকে ভিডিও আপলোড করে
  • Facebook মার্কেটপ্লসের মাধ্যমে পণ্য বিক্রি করে

১০। Earn Easy app

টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় এ্যাপ হচ্ছে Earn Easy । এখন পর্যন্ত এই অ্যাপে টোটাল ৫ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপে কাজ করার জন্য আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ৫০ টাকা বোনাস পাবেন।

এছাড়া এই অ্যাপের লিংক আপনার পরিচিতদের মধ্যে রেফার করার মাধ্যমেও আপনি আরো ৫০ টাকা বোনাস পাবেন। এই অ্যাপে সাধারণত ছোট ছোট কিছু টাস্ক সম্পন্ন করে এবং ভিডিও গুলো দেখে ইনকাম করা যায়।

এই অ্যাপে নিয়মিত কাজ করলে আপনি প্রতিদিন ২০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এই টাকা ২৪ ঘন্টার মধ্যে ব্যাংক একাউন্টসহ অন্যান্য মাধ্যমে উত্তোলন করার সুবিধা পাবেন।

১১। mCent app

মোবাইল এর মাধ্যমে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় অ্যাপ হল Mcent. আপনার মোবাইলে প্লে স্টোর থেকে সহজেই টাকা ইনকাম করার এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন।

আরো পড়ুনঃ-  গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়ের উপায়

এই অ্যাপে আপনার পরিচিতদের রেফার করেও পয়েন্ট পাবেন। এই অ্যাপ থেকে যেই পয়েন্ট পাবেন সেটি যেকোন সময়ে বিল পে বা মোবাইলে রিচার্জ করতে পারবেন।

১২। Dream 11 app

মোবাইলে ব্যবহার করা যায় এই অ্যাপ থেকে আপনি গেমের মতো করে খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে শুধু এক হাজার কেন চাইলে এক কোটি টাকা পর্যন্ত জিততে পারেন। এখানে সাইন ইন করার জন্য শুধু মোবাইল নম্বর ও জিমেইল একাউন্ট এর প্রয়োজন।

মূলতঃ অ্যাপটিতে বিভিন্ন খেলার অপশন থাকে। যেমন ক্রিকেট, ফুটবল ইত্যাদি। নিজের ইচ্ছামত যে কোনো খেলা বেছে নিয়ে ওখানে একটি ম্যাচ খেলে টাকা জিততে পারবেন। ম্যাচ খেলতে হলে কিছু পরিমাণ টাকা দিতে হয়। তবে আপনি যদি ম্যাচটি হেরে যান তাহলে আপনাকে ওই পরিমাণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

আর যদি ম্যাচ জিতেন তাহলে যত পরিমান টাকা পুরস্কার হিসেবে নির্ধারিত করা ছিল তত পরিমাণ টাকার পরিমাণ আপনার অ্যাপের একাউন্টে আসবে। এরপর পরবর্তী সময়ে আপনি টাকা উইথ ড্র করে নিতে পারবেন। এই অ্যাপের টাকা তুলতে আপনার অ্যামাজন পে, পেপাল দরকার হবে।

তবে এই অ্যাপে যেহেতু টাকা দিয়ে গেম খেলতে হয় তাই ইসলামে এটি জুয়ার পর্যায়ে বিবেচনা করা হয়। যেহেতু ইসলামের জুয়া হারাম, তাই এই অ্যাপটি থেকে আপনি টাকা ইনকাম করতে আপনার উপর নির্ভর করবে।

১৩। Taskbucks app

মোবাইল দিয়ে টাকা ইনকাম apps গুলোর মধ্যে Taskbucks অন্যতম। মোবাইল অ্যাপ্লিকেশন Taskbucks মূলতঃ কুইজ খেলে টাকা ইনকাম করার একটি অ্যাপ। আপনার মোবাইলে প্লে স্টোর থেকে সহজে এই অ্যাপটি ইন্সটল করে এই অ্যাপে দেওয়া কুইজ গুলো সঠিকভাবে সম্পূর্ণ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত বেশি কুইজ খেলতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে।

এই অ্যাপ থেকে কুইজ খেলে আপনি কয়েন বা পয়েন্ট অর্জন করতে পারবেন। কুইজ ছাড়াও এই অ্যাপে সার্ভে সম্পূর্ণ করে এবং গেম খেলেও টাকা ইনকাম করা যায়। এই অ্যাপের আরেকটি সুবিধা হল আপনি রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন।

এ ছাড়া বিনামূল্যে টকটাইম জিতে নেওয়ার সুযোগ আপনি এই অ্যাপে পাবেন। এই পয়েন্ট আপনি আপনার সুবিধামতো মাধ্যমে টাকায় রূপান্তর করে উত্তোলন করার সুবিধা পাবেন।

১৪। Timebucks app

মোবাইল দিয়ে টাকা ইনকামের আরেকটি অ্যাপ হল Timebucks. এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে এক মাসে ৩০,০০০ টাকার বেশি আয় করতে পারেন। এখানে আপনি পেইড সার্ভে করে, ছোট ছোট টাস্ক সম্পন্ন করে, লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন। 

এখানে অনেকগুলো টাস্ক আছে যেগুলো মিলে সর্বমোট আপনি ৯ ডলার এর বেশি আয় করতে পারেন।

এছাড়া daily বোনাসের মাধ্যমেও ১০ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব।

১৫। CashBoss: Earn Cash app

আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটির ১ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে। আপনার মোবাইলে ডাউনলোড করলে ফ্রি রিচার্জ পেয়ে যাবেন।

এই অ্যাপে আপনি মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো সম্পন্ন করে রিওয়ার্ড অর্জন করতে পারবেন। যেমনঃ গেম খেলে, কুইজ খেলে, নতুন অ্যাপস গুলো আপনার মোবাইলে ইন্সটল করে ব্যবহার করা, বন্ধুদের রেফার করা ইত্যাদি।

প্রতিটি রেফারের জন্য ৫ টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ থেকে আপনার অর্জন করা রিওয়ার্ড গুলো পরবর্তীতে আপনার পেটিম ওয়ালেট একাউন্ট এর মাধ্যমে সরাসরি তুলে নিতে পারবেন।

১৬। Cointiply app

মোবাইলে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে ইনকাম করার অ্যাপস হলো Cointiply. অর্থাৎ এটি এমন একটি অ্যাপ যেখানে বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে আপনি ইনকাম করার সুযোগ পাবেন। আপনি আপনার সুবিধামতো যে কোন মাধ্যম যেমনঃ 

  • গেম খেলে, 
  • সার্ভে সম্পূর্ণ করে, 
  • ভিডিও দেখে, 
  • বিজ্ঞাপন দেখে এবং
  • ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে।

এই অ্যাপে আপনি প্রতিটা টাস্ক এর জন্য কয়েন পাবেন এবং সেই কয়েনকে টাকায় রূপান্তর করে নেওয়া যাবে। 

১৭। Squadrun App 

Squadrun এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে মূলত বিভিন্ন রকম টাস্ক পূরণ করার কাজ করতে হবে। তাহলে আপনার একাউন্টে ডলার জমা হতে থাকবে যখন ৬০ ডলার হয়ে যাবে তখন সবগুলো উত্তোলন করে নিতে পারবেন।

১৮। YouTube App

YouTube বর্তমানে শুধু বিনোদনের জন্যই নয়, এটি একটি অসাধারণ ইনকাম সোর্স হিসেবেও কাজ করে।

ইউটিউব অ্যাপ ব্যবহার করে যে কেউ নিজের চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারেন এবং মনিটাইজেশন চালু করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। ইউটিউব থেকে মূলত বিজ্ঞাপন, স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ইনকাম করা যায়।

আরো পড়ুনঃ-  ড্রপশিপিং বিজনেস কি - কিভাবে একটি ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন

ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং চ্যানেলে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে।

আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ইউটিউব আপনার চ্যানেলকে অ্যাপ্রুভ করলে ভিডিওতে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইলে টাকা ইনকাম করার অ্যাপস কি বিশ্বস্ত?

মোবাইল দিয়ে টাকা ইনকাম apps সম্পর্কে জানার পর এখন আপনাদের জানাবো, মোবাইলে টাকা ইনকাম করার অ্যাপস বিশ্বস্ত কিনা সে ব্যাপারে। অনেকের মনে এটাও প্রশ্ন আসে, মোবাইল দিয়ে কি সত্যিই টাকা ইনকাম করা সম্ভব এবং অ্যাপস গুলো কি বিশ্বস্ত? 

আপনার উত্তরে বলছি, হ্যাঁ আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে এই মোবাইলের সাহায্যে মোবাইল ফ্রেন্ডলি অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে মোবাইলে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে কাজ শুরু করতে হবে।

কারণ অনেক অ্যাপস ই রয়েছে যেখানে কাজ করলেও আপনাকে পেমেন্ট দেওয়া হবে না। এজন্য মোবাইলে যে অ্যাপস ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে চান সেই অ্যাপসগুলোর রিভিউ আপনি দেখে নিতে পারেন

এই অ্যাপসগুলো বিশ্বস্ত এবং অনেকেই এই অ্যাপসগুলো ব্যবহার করে টাকা ইনকাম করছেন এবং এই অ্যাপসগুলো রিভিউ অনেক ভালো রয়েছে।

তবে এই অ্যাপসগুলো থেকে ফুল টাইম টাকা ইনকাম করার কথা চিন্তা না করে আপনি পার্টটাইম হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।

ফ্রি টাকা ইনকাম apps

বর্তমানে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারছেন বেশিরভাগই স্টুডেন্ট তাই হয়তো তেমন টাকা পয়সা কাছে থাকে না। কিন্তু আপনি চাইলে বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তুমি মনে রাখবেন আপনার যদি কোন স্কিল না থাকে এবং ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে অনেক বেশি পরিশ্রম করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন না। 

  • Telegram
  • FanFare
  • Zupee gold
  • Pocket Money
  • Rewarded Play
  • Facebook
  • Youtube

আপনি যদি ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে এগুলো অ্যাপস এবং ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে কাজ করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। যদি তা পারেন তাহলে এখন থেকে শুরু করে দিতে পারেন।

মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য যা যা দরকার

মোবাইল দিয়ে টাকা ইনকাম apps সম্পর্কে আপনারা জেনেছেন। তবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাইলে শুধু মোবাইল প্রয়োজন হবে এমনটিও নয়। এর সাথে টাকা তোলা এবং ভালোভাবে কাজ করার জন্য আরো কিছুর প্রয়োজন হয়। টাকা ইনকাম করা অত সহজ নয়। আবার কাজটি ভালোভাবে করতে পারলে অতো কঠিনও নয়।

মোবাইলের ইনকাম করতে হলে যা প্রয়োজন  হবে তা নিচে উল্লেখ করা হলঃ

মোবাইল এর মাধ্যমে টাকা ইনকামের জন্য একটি ভালো মানের স্মার্টফোন প্রয়োজন। তা না হলে অনেক সময় কাজে বাধা আসতে পারে। অনেক ধরনের সমস্যাও হতে পারে।

মোবাইলে টাকা ইনকাম করে টাকা পাওয়ার জন্য ব্যাংক একাউন্ট সহ আরও অনেক কিছুর প্রয়োজন হয়। কারণ অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোতে নগদ বা বিকাশে টাকা উত্তোলন করার সুযোগ নেই।

সাধারণত ইনকাম করার জন্য সেই জিনিস বা মাধ্যমে ইনকাম করা হচ্ছে সেই জিনিস বা মাধ্যমে আপনার দিনের অনেকটা সময় ব্যয় করতে হবে। এভাবে মোবাইল ইনকাম করার জন্য অন্তত দুই থেকে চার ঘন্টা এর পিছনে ব্যয় করতে হবে। তাই নিজের দৈনন্দিন কাছ থেকে অন্তত ২ থেকে ৪ ঘন্টা সময় ফ্রি করে এর দিকে মনোযোগ দিন। 

লেখকের শেষ মতামত

মোবাইল দিয়ে টাকা ইনকাম apps সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করেছি। বর্তমানে অনলাইনে যুগে মোবাইল ব্যবহার করে টাকা ইনকাম করার কথা অনেকেই ভাবেন। কিন্তু আমরা প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে অনলাইন টাকা ইনকাম করার অ্যাপ এর লিষ্ট চলে আসে সেগুলোর সবগুলো থেকেই যে টাকা ইনকাম করা যাবে তা সম্ভব নয়।

এই ছিল আজকের কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। 

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে জানতে পারবে।

Leave a Comment