রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি রাজশাহী বিভাগে অবস্থিত। এই জেলার পোস্টাল কোড বা ডাক কোড ব্যবস্থা বাংলাদেশ ডাক বিভাগ দ্বারা পরিচালিত হয়। রাজশাহী জেলার পোস্ট কোড আজকের আর্টিকেলে রাজশাহী জেলা ও উপজেলার সকল পোস্ট কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এলাকা অনুযায়ী পোস্টাল কোড ভিন্ন হয়ে থাকে। একজন ব্যক্তির ঠিকানা হিসেবে পোস্টাল কোড অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের অফিশিয়াল কাজ থেকে শুরু করে নিজের বাড়ির ঠিকানা সকল ক্ষেত্রেই মূলত পোস্টাল কোড (Post Code) এর ব্যবহার করা হয়।
উপস্থাপনা
আপনি কি রাজশাহী জেলার সকল পোস্ট কোড সম্পর্কে জানতে চান? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা আলোচনা করব রাজশাহী জেলার সকল পোস্ট কোড।
পোস্ট কোড প্রধানত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের চিঠি কিংবা পার্সেল আদান প্রদানের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের চিঠি কিংবা পার্সেল সঠিক জায়গায় পেতে বা পাঠাতে পোস্ট কোডের বিকল্প নেই। তাছাড়া বিভিন্ন ধরনের চাকরির আবেদনের ক্ষেত্রেও পোস্ট করে ব্যবহার উল্লেখযোগ্য। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক রাজশাহী জেলার সকল পোস্ট কোড সম্পর্কে।
রাজশাহী জেলার সকল পোস্ট কোড
রাজশাহী জেলার পোস্ট কোড জেলা সকল ডাকঘরের পোষ্টকোডের নম্বর একসাথে দেখুন। আপনার নিজ জেলা হলে আপনার প্রয়োজনীয় স্থানের পোষ্টকোড দেখে সঠিকভাবে ঠিকানায় ব্যবহার করুন। চিঠি পাঠাতে, পাসপোর্ট করতে, লাইসেন্স করতে, কুরিয়ার করতে, ভিসা প্রসেসিং করতে এমনকি ব্যাংক লেনদেনের কাজ করা সহ বিভিন্ন কাজেই প্রয়োজন হয় এই পোষ্ট কোড নম্বর।
রাজশাহী জেলার আয়তন ২৪০৭.০১ বর্গ কিলোমিটার। পোষ্টকোড, এরিয়া নম্বর রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ সালে একটি প্রশাসনিক অঞ্চল । রাজশাহী সিটি কর্পোরেশনে রুপান্তরিত হয় ১৯৯১ সালে।
আপনারা যারা রাজশাহী জেলার সকল পোস্ট কোড সম্পর্কে জানতে চান তাদের সুবিধার্থে নিচে ছকের মাধ্যমে রাজশাহী জেলায় অবস্থিত সকল এলাকার পোস্টাল কোড (Postal code) দিয়ে দেওয়া হলো।
SL.No | Upazila | Post Office | Post Code |
1 | Rajshahi Sadar | Binodpur Bazar | 6206 |
2 | Rajshahi Sadar | Ghoramara | 6100 |
3 | Rajshahi Sadar | Kazla | 6204 |
4 | Rajshahi Sadar | Rajshahi Cantonment | 6202 |
5 | Rajshahi Sadar | Rajshahi Court | 6201 |
6 | Rajshahi Sadar | Rajshahi Sadar | 6000 |
7 | Rajshahi Sadar | Rajshahi University | 6205 |
8 | Rajshahi Sadar | Sapura | 6203 |
9 | Rajshahi Sadar | Padma Residence | 6207 |
10 | Laitgonj | Lalitgonj UPO | 6210 |
11 | Lalitgonj | Rajshahi Sugar Mills SO | 6211 |
12 | Lalitgonj | Shyampur EDSO | 6212 |
13 | Lalitgonj | Naohata Bazar SO | 6213 |
14 | Khodemohanpur (Mohanpur) | Mohanpur UPO | 6220 |
15 | Tanore | Tanore UPO | 6230 |
16 | Durgapur | Durgapur UPO | 6240 |
17 | Bhawaniganj (Bagmara) | Bhawaniganj (Bagmara) UPO | 6250 |
18 | Bhawaniganj (Bagmara) | Taherpur SO | 6251 |
19 | Puthia | Puthia UPO | 6260 |
20 | Carghat | Carghat UPO | 6270 |
21 | Carghat | Sardah SO | 6271 |
22 | Baga | Baga UPO | 6280 |
23 | Baga | Arhani EDSO | 6281 |
24 | Godagari | Godagari UPO | 6290 |
25 | Godagari | Premtali EDSO | 6291 |
উপরের ছকের মাধ্যমে রাজশাহী জেলার সকল পোস্ট কোড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। উল্লেখিত পোস্ট কোড গুলো ব্যবহার করে চিঠি কিংবা পার্সেল আদান প্রদান করতে পারবেন। সকল তথ্য বাংলাদেশ ডাক অধিদপ্তর এর ওয়েবসাইট (bdpost.portal.gov.bd) থেকে সংগ্রহ করা হয়েছে।
পোস্ট অফিস হেল্পলাইন
পোস্ট অফিস হেল্পলাইন নাম্বারগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। আসুন তাহলে নিচের অংশ থেকে পোস্ট অফিস হেল্পলাইন নাম্বার গুলো জেনে নেই।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
- ফোন +৮৮-০২-৯৫১১০৪৩
- ফ্যাক্স +৮৮-০২-৯৫১৫৫৯৯
- মেইলঃ info@ptd.gov.bd
ডাক সেবা সংক্রান্ত যোগাযোগ
১। আন্তর্জাতিক অনুসন্ধান কেন্দ্র
- (ট্র্যাকিং এন্ড ট্রেসিং)
- টেলিফোনঃ ০২-২২৩৩৮৩৩৪০
- ০২-২২৩৩৫০৩৯১
- মেইলঃ bpoicc@gmail.com
২। বৈদেশিক ডাক, ঢাকা
- টেলিফোনঃ০২-২২৩৩৮৬৮২৮
৩। ঢাকা জিপিও
- টেলিফোন নংঃ ০২-২২৩৩৫৮৪৪৩, +৮৮০২২২৩৩৫০৭৪৮
৪। চট্টগ্রাম জিপিও
- টেলিফোন নংঃ ০৩১-৬২৭১২০
৫। খুলনা জিপিও
- টেলিফোন নংঃ ০৪১-৭৬০৬৭৭, ০৪১-৭৬২৪৮১
৬। রাজশাহী জিপিও
- টেলিফোন নংঃ ০৭২১-৮১১৩৮২, ০৭২১-৭৭৫৬৮৪
৭। এপিএসও-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
- টেলিফোন নংঃ ০২-৮৯০১১০০
ওয়েবসাইট সংক্রান্ত যোগাযোগ
- সেন্ট্রাল আইসিটি সেল ডাক অধিদপ্তর, ঢাকা-১২০৭
- মেইলঃ ictcell@bdpost.gov.bd
পোস্ট অফিসের তালিকা
আমাদের বাংলাদেশে অনেকগুলো পোস্ট অফিস রয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা পোস্ট অফিসের তালিকা গুলি জানেন না বিধায় গুগলের কাচ্ছে এসে জানতে চাই। মূলত তাদের সুবিধার কথা ভেবেই আমরা আজকের পোষ্টের এই অংশে পোস্ট অফিসের তালিকা তুলে ধরেছি। তো আপনি যদি বাংলাদেশের পোষ্ট অফিসের তালিকাবদ্ধভাবে জানতে চান, তাহলে মনযোগ দিয়ে নজর দেখে নিন।
বাংলাদেশের পোস্ট অফিসের তালিকা কিভাবে বের করবেন তা নিম্নে উল্লেখ করে দেয়া হলঃ
আপনি যদি পুরো বাংলাদেশে পোষ্ট অফিসের তালিকা জানতে চান তাহলে আপনাকে আপনাকে একটি মোবাইল অথবা ল্যাপটপ থেকে ইন্টারনেট চালু করে গুগল ক্রোম ব্রাউজার বেছে নিয়ে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর সেই পেইজ থেকে গুগল সার্চ বক্সে গিয়ে “ পোস্ট অফিসের তালিকা/ Post office list” লিখে সার্চ করতে হবে।
অথবা আপনি চাইলে ডিরেক্ট এই লিংকে ক্লিক করতে পারেন। তাহলেই আপনাকে একটি এড্রেসে বা পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখবেন বেশ কয়েকটি অপশন রয়েছে।সেখানে চাইলে আপনি ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করে নিতে পারেন এতে আপনার সুবিধা হবে। আবার আপনি চাইলে ইংরেজী সিলেক্ট করেও কাজ করতে পারেন। তবে বাংলা হলে অনেকেরই সুবিধা হবে।
তারপর “ অফিস খুজুন” নামক একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি আসলে কোন জেলা কিংবা বিভাগের পোস্টাল কোডের তালিকা জেনে নিতে চাইছেন সেটা বাংলা বা ইংরেজীতে লিখতে হবে। এরপরে বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করতে হবে তারপরে অফিস দেখান/Show offices নামক অপশনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনার কাংখিত সন্ধান বা আপনি যেই জাইয়গার পোষ্ট অফিসের তালিকা জানতে চাচ্ছেন একেবারে তালিকা বদ্ধভাবে আপনার সামনে চলে আসবে। সেখান থেকেই আপনি জেনে নিতে পারবেন। মূলত এভাবেই আপনি পোস্ট অফিস সমূহের তালিকাগুলো জেনে নিতে পারবেন।
তো আশা করছি আপনারা পোষ্টের এই অংশ থেকে পোস্ট অফিসের তালিকাগুলো সেই সম্পর্কে বিস্তারিতভাবে তালিকাবদ্ধভাবে জানতে পেরেছেন। এবার চলুন পোস্ট কোড কিভাবে বের করব তা জেনে নেওয়া যাক।
পোস্ট কোড কিভাবে বের করব
পোস্ট কোড বের করতে হলে প্রথমত একটি স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাহায্যে আপনি খুব সহজেই যে কোন স্থানের পোস্ট কোড বের করে নিতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপে একই পদ্ধতি অনুসরণ করে পোস্ট কোড বের করা যায়।
প্রথমত আপনার ডিভাইসে থাকা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন। ব্রাউজারটি ওপেন করার পরে গুগল সার্চ বক্সে গিয়ে আপনাকে “পোস্ট কোড ডাক অধিদপ্তর” টাইপ করে সার্চ সম্পন্ন করা লাগবে।
এরপর আপনাকে প্রথম সার্চ রেজাল্ট (পোষ্ট কোড) বেছে নিয়ে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনি নতুন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আমাদের বাংলাদেশের প্রতিতা জেলার নাম দেওয়া থাকবে।
আপনি যেই জেলার পোস্টাল কোড জানতে চান, সেই জেলার উপরে ক্লিক করতে হবে। তারপর সেই জেলাতে যতগুলো পোস্ট অফিস রয়েছে সেখানে ক্লিক করার পরে আপনার সামনে সবগুলোর কোড চলে আসবে। তারপর আপনি সেখান থেকেই আপনার প্রয়োজনীয় পোস্ট কোড নিতে পারবেন।
এছাড়াও আপনারা চাইলে পোস্টকোডবেজ ওয়েবসাইটের মাধ্যমে পোস্টাল কোড বের করতে পারবেন।
লেখকের শেষ মতামত
পোস্ট কোড বর্তমান সময়ে অনেক কার্যকরী একটি বিষয়। কেননা এই পোস্ট কোড ব্যতীত পোস্ট অফিসে কোন প্রকার চিঠি কিংবা পার্সেল আদান প্রদান প্রায় অসম্ভব। এছাড়াও আরও অন্যান্য অফিসিয়াল কাজে চিঠি আদান-প্রদানের ক্ষেত্রে পোষ্টাল কোড জানার দরকার পড়ে।
আবার আমরা যারা গুগল অ্যাাডসেন্স ব্যবহার করে ইনকাম করা শুরু করেছি, তারা হয়তো জানেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার এলাকার পোষ্ট অফিসে সেই গুগল অ্যাডসেন্স এর চিঠি আসবে। সেখান থেকে চিঠি নিয়ে পিন ভেরিফাই করতে হয়।
তাই আমাদেরকে সঠিক পোষ্টাল কোড ঠিকানায় উল্লেখ করে দিতে হয়। এজন্য আপনারা আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনার এলাকার সঠিক পোষ্টাল কোড বসিয়ে দিবেন। তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি সেই গুরুত্বপূর্ণ রাজশাহী জেলার সকল পোস্ট কোড নিয়ে।
আশা করি আমরা যারা রাজশাহী জেলার বাসিন্দা রয়েছি তাদের আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে রাজশাহী জেলার সকল পোস্ট কোড সম্পর্কে বিস্তারিত জেনে অনেক উপকারে আসবে। পোস্ট কোড সম্পর্কিত আরো এমন প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।