মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার – ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার

বিশেষ করে, একজন ছেলে হয়ে মেয়ে কন্ঠে আবার একজন মেয়ে হয়ে ছেলে কন্ঠে কথা বলতে না? আপনার উত্তরে যদি হ্যা হয়। তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন। বিশেষ করে, যারা গুগলে সার্চ করে জানার চেষ্টা করেন, মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার কোন গুলো। 

মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার

আমারা আপনাদের সুবিধার জন্য এখানে বাছাই করা। ভালো কিছু মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার ডাউনলোড করার লিংক প্রদান করব। 

আর সবচেয়ে মজার বিষয় আপনারা উক্ত মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার গুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর এগুলোতে আপনারা মেয়ে হয়ে ছেলে কন্ঠে আবার ছেলে হয়ে মেয়ে কন্ঠে কথা বলার পাশাপাশি আরো বিভিন্ন ভয়েজে কথা বলার সুযোগ পাবেন। 

মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার

বর্তমানে অনলাইনে অসংখ্য পরিমানের এন্ড্রয়েড সফটওয়্যার আছে, মেয়ে কন্ঠে কথা বলার জন্য। কিন্তু আপনারা যাচাই- বাছাই করা ছাড়া, ভয়েজ চেঞ্জ করার অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করলে, আপনার ডিভাইসে বিভিন্ন ধরণের ভাইরাস আক্রান্ত করতে পারে।

এখন আমি আপনাদের জানাবো কিছু ভয়েস চেঞ্জ করার অ্যাপ নিয়ে যেগুলো দিয়ে মোবাইলে কথা বলার সময় ভয়েস চেঞ্জ করতে পারবেন এবং নিজের ভয়েসকে মেয়েদের ভয়েস বানিয়ে কথা বলতে পারবেন। মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার গুলো হলো-

  • Audiolab
  • Magic call
  • Voice changer
  • Call Voice Changer
  • AI Voice Changer & Dubbing

১। Audiolab 

আপনারা যারা ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার/ অ্যাপস ‍খুজছেন। তাদের জন্য সর্বপ্রথম জনপ্রিয় একটি মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার এর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আর সেটি হলো- Audiolab সফটওয়্যার। 

আপনি যদি মোবাইলে ভয়েজ চেঞ্জ করার মানে, মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার ডাউনলোড করতে চান? তাহলে প্রথমে আপনাকে যে সফটওয়্যার এর কথা বলব। সেটি হলো- audiolab.

উক্ত সফটওয়্যার ব্যবহার করে, আপনার মোবাইলে যে কোন অডিও ফাইল এডিটিং করার সুযোগ পাবেন। আবার অ্যাপস টি ব্যবহার করে, বিভিন্ন প্রকার ফাংশন পাবেন। যেমন-

  • ভয়েজ চেঞ্জ
  • টেক্স স্পেস
  • ভিডিও থেকে অডিও
  • স্পিড চেঞ্জার
  • অডিও ইফেক্ট ইত্যাদি।

আপনি যখন কারো সাথে মেয়ে কন্ঠে কথা বলতে যাবেন। তখন আপনাকে এই এপস থেকে মেয়ে কন্ঠ এড করে দিতে হবে। তাহলে আপনারা ছেলে হয়ে মেয়ে কন্ঠে কথা বলতে পারবেন।

তো আপনারা চাইলে এই সফটওয়্যার ব্যবহার করে, আপনারা মেয়ে কন্ঠে কথা বলার ভয়েস যুক্ত করে নিতে পারবেন। আরো অন্যান্য কন্ঠে কথা বলার সুবিধা পাবেন। এখন মেয়ে কন্ঠে কথা বলার জন্য সরাসরি গুগল প্লে স্টোর থেকে এই এপসটি ডাউনলোড করে নিতে পারেন।।

আরো পড়ুনঃ-  ফোন ব্যাকআপ দিলে কি হয় - মোবাইল রিসেট দিলে কি হয়

👉ডাউনলোড করুন

২। Magic call 

আপপনি যদি মোবাইলে ভয়েজ চেঞ্জ করে, মেয়ে কন্ঠে কথা বলতে চান? তাহলে magic call এই অ্যাপের সাহায্য সেটি করতে পারেন। এই ভয়েজ চেঞ্জ সফটওয়্যার ব্যবহার করে, নিজের নাম্বার গোপন করে, একজন ছেলে হয়ে মেয়ে কন্ঠে আবার মেয়ে হয়ে ছেলে কন্ঠে কথা বলতে পারবেন।

উক্ত সফটওয়্যার ডাউনলোড করার পরে, মোবাইল নম্বর যুক্ত করে লগইন করতে হবে। এরপরে, আপনি চাইলে কল এর অপশনে গিয়ে যে কোন নাম্বারে ভয়েজ চেঞ্জ করে, খুব সহজেই কথা বলতে পারবেন।

এই সফটওয়্যারটিও আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। উক্ত একটি ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই মোবাইল নম্বর দিয়ে একটি একাউন্ট করতে হবে।

তারপরে আপনারা যখন ইচ্ছা, যাকে ইচ্ছা তার সঙ্গেই ভয়েস চেঞ্জ করে কথা বলার সুযোগ পাবেন।

এ কল ভয়েস চেঞ্জ অ্যাপস টি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর শুরুতেই নিজের মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিতে হয়।

এই অ্যাপটিতে শুরুতে কল করার জন্য আপনি সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারলেও পরবর্তীকালে যদি ভয়েস চেঞ্জ করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ক্রেডিট পারচেজ করতে হবে।

👉ডাউনলোড করুন

৩। Voice changer

মেয়ে কন্ঠে কথা বলার জন্য আরো একটি জনপ্রিয় সফটওয়্যার হলো – voice changer. এই সফটওয়্যার ব্যবহার করে মূলত, ফোন কলের সময় বিভিন্ন কন্ঠে ভয়েজ চেঞ্জ করে, কথা বলা যায়।

এটি গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে আপনার ডিভাইসে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আবার আপনি চাইলে আরো অন্যান্য কন্ঠে কথা বলতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সন নিতে হবে।

👉ডাউনলোড করুন

৪। Call Voice Changer 

মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার অর্থাৎ ভয়েস চেঞ্জ সফটওয়্যার হিসেবে আমি প্রথম যে সফটওয়্যারটির কথা বলতে চাই সেটির নাম হলো ভয়েস চেঞ্জার ইন কল। এই অ্যাপটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। যার কারণে যেকোনো স্মার্টফোন থেকে প্লেস্টোরে প্রবেশ করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি এটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে কোন টাকা পে করতে হবে না। 

এটি এমন একটি কল ভয়েস চেঞ্জ অ্যাপ যেটির ইউজার ইন্টারফেস খুব সিম্পল ও সহজভাবে ডিজাইন করা হয়েছে। যে কারণে যে কেউই খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি দিয়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো প্রথমে অ্যাপটি ইন্সটল করে নিন। 

তারপর যার নাম্বারে কল করতে চান তার নাম্বারটি ইনসার্ট করে সেই নাম্বারে কল দেওয়ার সময় দেখতে পাবেন সেখানে ভয়েস চেঞ্জ করার অপশন রয়েছে। সেখান থেকে খুব সহজেই যে কন্ঠে কথা বলতে চান সেটি সিলেক্ট করে কল দিতে পারেন। তাই এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং মেয়ে কন্ঠে কথা বলুন এন্ড্রইড ফোন দিয়ে।

আরো পড়ুনঃ-  মোবাইল গ্যালারি লক সফটওয়্যার - অ্যাপস লক সফটওয়্যার

👉ডাউনলোড করুন

৫। AI Voice Changer & Dubbing

মেয়ে কন্ঠে কথা বলার আরো একটি জনপ্রিয় সফটওয়্যার হলো- free voice changer. আপনারা এটি ব্যবহার করে সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবেন।

উক্ত অ্যাপস ব্যবহার করে মেয়ে হয়ে ছেলের সঙ্গে আর ছেলে হয়ে মেয়ের সঙ্গে সহজেই ভয়ে চেঞ্জ করে কথা বলতে পারবেন।

তো আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করে মেয়ে কন্ঠে কথা বলতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনার ডিভাইসে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

👉ডাউনলোড করুন

সত্যি বলতে ভয়েস চেঞ্জ অ্যাপ কিন্তু অনেকগুলো রয়েছে। কিন্তু সবগুলো অ্যাপ দিয়ে সবচেয়ে ইফেক্টিভ ভাবে কাজ করা সম্ভব হয় না৷ দেখা যায় কিছু ভয়েস চেঞ্জ অ্যাপ এর মধ্যে ভয়েস কেমন যেন রোবটিক মনে হয়। কখনো কখনো দেখতে পাবেন কিছু অ্যাপ কল দেওয়ার সময় কণ্ঠ পরিবর্তন করা apps বলে মনে হলেও এগুলো ব্যবহার করার সময় দেখা যায়, কল দেওয়ার সময় ভয়েস চেঞ্জ হচ্ছেনা।

আবার কিছু ভয়েস চেঞ্জ অ্যাপ নিজেদেরকে মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার হিসেবে দাবী করলেও এগুলো কিন্তু বাস্তবিক পক্ষে সেভাবে কাজের হয় না। এ কারণে ভয়েস পরিবর্তন অ্যাপ কোন গুলো ভালো সেটি জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরী। 

এই কল ভয়েস চেঞ্জ অ্যাপস গুলো কয়েকটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায় আবার কয়েকটি সব সময় ব্যবহারের জন্য ক্রেডিট পারচেজ করার প্রয়োজন হয়। 

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার

যারা এন্ড্রইড ও আইফোন ব্যবহার করছেন বা ব্যবহার করা শুরু করেছে তাদেরও যে এই অ্যাপ নজর কারে সে বিষয়ে একদমই সন্দেহ নেই। এটি খুবই মজাদার একটি এপ্লিকেশন যারা দ্বারা নিজের ভয়েস বা কণ্ঠ সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে ভিন্ন রকমের করা যায়।

তবে বন্ধুদের সাথে মজা করার উদ্দেশ্য ছাড়াও এই ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলি মানুষ তাদের বিভিন্ন দরকারি কাজেও ব্যবহার করে থাকেন। ৪টি মোবাইল চেঞ্জ করার সফটওয়্যার তুলে ধরা হলঃ

১. Voice Changer (AndroidRock)

২. Voice Changer with Effects

৩. Super Voice Editor

৪. Free Voice Changer

ভয়েস চেঞ্জ কেন করা হয়ে থাকে

আপনি যদি কাউকে কল করেন এবং তার সাথে কথা বলেন তাহলে কিন্তু সেখানে আপনার কণ্ঠস্বর তার কাছে পৌঁছাবে এবং তার কণ্ঠস্বর আবার আপনার কাছে পৌঁছাবে, এটাই স্বাভাবিক কিন্তু এমনটা করলে কেমন হয় যে আপনি যার সাথে কথা বলছেন তার কাছে আপনার কণ্ঠস্বরটি পরিবর্তন করতে পারলে। 

এখন আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটি হচ্ছে এটা কি আসলেই করা যায়? হ্যাঁ আপনি চাইলে সেটা করতে পারবেন। আপনার কণ্ঠস্বরটি মেয়ে কন্ঠের সাথে মিল রেখে তার কাছে পৌঁছাতে পারবেন এতে করে সে কিন্তু আপনাকে চিনতে পারবে না। 

আরো পড়ুনঃ-  ভিডিও গান অডিও করার সফটওয়্যার ডাউনলোড

আমাদের মধ্যে অনেকেই কিন্তু আবার ইতিমধ্যে এই মজাটি অনেকের সাথেই নিয়েছেন। কৃত্রিম উপায়ে আপনার ভয়েস নকল করে আপনি যে কারো সাথে ভয়েস পাল্টিয়ে কথা বলতে পারবেন এবং এক্ষেত্রে সে কিন্তু আপনাকে চিনতেই পারবে না। এটা কিন্তু মূলত চমকে যাওয়ার মত একটি ঘটনা। 

এক্ষেত্রে আপনি অনেকটা চমকে যাবেন এবং যার সাথে এই মজাটি নিবেন সেও কিন্তু অনেকটা চমকে যাবে। প্রায় প্রতিটা মানুষের ক্ষেত্রেই আকর্ষণ শক্তি কাজ করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে একটি মেয়ের প্রতি একটি ছেলের আকর্ষণ এবং একটি ছেলের প্রতি একটি মেয়ের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। 

আবার অনেকে স্মার্টফোনের মাধ্যমে অন্য কারো সাথে কথা বলার জন্য কৃত্রিম ভয়েস নকল করে থাকে। 

কৃত্রিম ভয়েস নকল করে ছেলেরা মেয়েদের কণ্ঠস্বর ধারণ করে বিভিন্ন ছেলেদের সাথে মজা করে থাকে। 

ভয়েস চেঞ্জ করার প্রভাব কেমন হতে পারে?

কিছু কিছু টেকনিক রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা লাভবান হতে পারবেন আবার এর সাথে সাথে মজাও নিতে পারবেন। কিন্তু এর মধ্যে বেশ কিছু টেকনিক রয়েছে যেগুলোর অসৎ ব্যবহারের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। 

আমরা বিভিন্ন সময় পত্রিকায় বা কোন নিউজ এর হেডলাইনে দেখতে পেয়ে যাই কেউ কোন মেয়ের সাথে পাঁচ মাস, সাত মাস বা আরো বেশি কথা বলার পর পরবর্তীতে দেখতে পেয়ে যায় সে আসলে একজন ছেলে। এমন ঘটনা কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি। 

ভয়েস চেঞ্জ করে অর্থাৎ বিভিন্ন ছেলেরা রয়েছে যারা মেয়ে ভয়েস তৈরি করে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে নেয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন লোকদেরকে হ্যারেজমেন্ট এর শিকার হতে হয়ে থাকে এই ভয়েস চেঞ্জের মাধ্যমে। 

আপনি যার সাথে এই কাজটি করেছেন তাকেও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হয়। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনারা আগে একটু ভেবেচিন্তে নিবেন।  কাউকে কোনরুপ হয়রানি এবং মিথ্যার ফাঁদে ফেলে টাকা পয়সা আত্মসাৎ করা রাষ্ট্রবিরোধী একটি কর্মকাণ্ড। 

লেখকের শেষ মতামত

আমরা চলে এসেছি আজকের লেখার প্রায় শেষ অংশে। এটুকুই ছিল ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার নিয়ে আজকের আলোচনা। আমি আজকে যে কয়টি ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করেছি তার প্রতিটি দিয়েই আপনারা কল করার সময় মেয়ে কন্ঠে পরিবর্তন করে নিতে পারবেন। 

তাই এই অ্যাপ গুলো থেকে নিজের পছন্দের অ্যাপটি ডাউনলোড করুন এবং মেয়ে কন্ঠে কথা বলুন এন্ড্রইড ফোন দিয়ে। এর পাশাপাশি আমি সাজেশন হিসেবে বলবো ফেক ভয়েস চেঞ্জ অ্যাপ থেকে দূরে থাকুন এবং নিজের স্মার্টফোনটিকে প্রোটেক্টেড রাখুন।

আপনারা যারা বন্ধুদের সাথে মজার করার জন্য ভয়েজ চেঞ্চ করে, মেয়ে কন্ঠে কথা বলতে চান? তাহলে উক্ত আলোচনায় যে, কোন একটি মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

Leave a Comment