মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার – মেমোরি কার্ড সাপোর্ট করে না

বর্তমান সময়ে, আমরা যারা স্মার্ট/ এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের মোবাইলে অবশ্যই আলাদা করে, একটি মেমোরি কার্ড একটিভ রাখি। কারণ ফোন মেমোরিতে প্রয়োজনীয় ডাটা গুলো রাখা নিরাপদ নয়।  তাই আমরা আলাদা ভাবে একটি মেমোরি কার্ড ক্রয় করে, মোবাইল যুক্ত করি, প্রয়োজনীয় সকল ডাটা সংরক্ষিত করে রাখার জন্য। কিন্তু আমাদের ব্যবহার করা মেমোরি কার্ড থেকে অনেক সময় বিভিন্ন তথ্য হারিয়ে যায়। মেমোরি কার্ড থেকে গুরুত্বপূর্ণ তথ্য গুলো হারিয়ে গেলে, অনেক সমস্যার সৃষ্টি হয়।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

আপনার মেমোরি কার্ড থেকে যদি কোন ডাটা হারিয়ে যায়। সেক্ষেত্রে, চিন্তার কোন কারণ নেই। আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব। মেমোরি কার্ড রিকভারি করার জিনপ্রিয় সফটওয়্যার নিয়ে। তাই এই বিষয়ে সঠিক ধারণা পেতে, আমাদের দেওয়া আর্টিকেল টি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

বর্তমান সময়ে আমরা মোবাইলের ক্যামেরা ‘র মাধ্যমে বিভিন্ন ছবি তোলে, সেগুলো স্মৃতি হিসেবে রেখে দেয়। যা আমরা পরবর্তী সময়ে দেখতে পারি। কিন্তু অনেক সময় আমাদের সংরক্ষিত মেমোরি কার্ড এর ছবি, ভিডিও, অডিও সহ আরো অন্যান্য ডাটা গুলো হারিয়ে যায়। সেই জন্য অনেকে চিন্তায় থাকে। আর নয় চিন্তা। তো চলুন জেনে নেওয়া যাক, মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কে।

মেমোরি কার্ড কি?

একটি মেমোরি কার্ড হলো- একটি মোবাইলের যাবতীয় ডাটা সংরক্ষণ করার জনপ্রিয় ডিভাইস। আর মেমোরি কার্ড এক ধরণের ইলেক্ট্রনিক কার্ড। যা কোন ধরণের ডিভাইস এর জন্য ডাটা স্টোর চিপ হিসেবে ব্যহার করা হয়।

একটি মেমোরি কার্ড আকৃতি তে এতটাই ছোট যা একটি সিম এর চেয়ে ছোট। যা একটি মোবাইল ডিভাইসে খুব সহজেই ব্যবহার করা যায়।

আর মেমোরি কার্ড গুলো অনেক পাওয়ার ফুল হয়ে থাকে। যেখানে প্রয়োজনীয় ডাটা গুলো সংরক্ষণ করার জন্য কোন সমস্যা হয় না।

আর এই মেমোরি কার্ড শুধু মাত্র তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় না। এটির মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য গুলো ট্রান্সফার করা যায়।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার 

একটি স্মার্ট/ এন্ড্রয়েড ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উক্ত মেমোরি কার্ড এ আমারেদ গুরুত্বপূর্ণ অনেক তথ্য সংরিক্ষত থাকে। এখন কোন কারণ বসত যদি মেমোরি কার্ড থেকে সকল তথ্য হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তাহলে কিন্তু অনেক চিন্তায় পড়ে যেতে হয়।

তো চিন্তা করার কোন কারণ নেই। আপনারা চাইলে, আমাদের দেখানো একটি সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে, খুব সহজেই মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সকল তথ্য রিকভারি করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ-  মোবাইল গ্যালারি লক সফটওয়্যার - অ্যাপস লক সফটওয়্যার

কোন কোন সফটওয়্যার ইনস্টল করে মেমোরি কার্ড রিকভার করতে পারবেন, কোন সফটওয়্যার গুলো ফ্রি সফটওয়্যার হিসেবে কাজে লাগাতে পারবেন এবং মোবাইলে মেমোরি কার্ড রিকভারির সেরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি সেগুলোর সাথেই পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে।

আপনি যদি আপনার সমস্যার সমাধান করতে চান, তাহলে জেনে নিন মেমোরি কার্ড রিকভারির সফটওয়্যার গুলোর নাম সমূহ। অনেক অনেক মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার গুলোর নাম আমরা নিম্ন বর্ণিত তালিকায় তুলে ধরছি। 

অতএব যদি কখনো আপনার মেমোরি কার্ড থেকে অর্থাৎ এসডি কার্ড থেকে প্রয়োজনীয় কোন ইনফরমেশন, ছবিজ ভিডিও, ইমেজ বা ডকুমেন্ট ডিলেট করে ফেলেন তাহলে সেটা রিকভার করার জন্য অর্থাৎ পুনরুদ্ধারের জন্য সাহায্য নিন নিম্ন বর্ণিত সফটওয়্যার এর। যথা —

  • Memory Card Recovery & Repair
  • AnyRecover SD card Recovery Software
  • PhotoRec photo recovery
  • Stellar data recovery Wizard
  • EaseUS Data Recovery Wizard
  • Tenorshare UltData
  • SD Card Data Recovery Help

আলোচনার এ পর্যায়ে আমরা মেমোরি কার্ড রিকভারির সেরা সফটওয়্যার গুলো সম্পর্কে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন সংযুক্ত করব। পাশাপাশি শেয়ার করব প্রত্যেকটি মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার apk লিংক। তাই নিচের অংশটুকু মনোযোগ সহকারে দেখুন।

১। Memory Card Recovery & Repair

মেমোরি কার্ড রিকভারি এন্ড রিপেয়ার এর জন্য সম্প্রতি অনেক বেশি পরিচিত হয়ে উঠছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি। কারণ সেলফোনের ইন্টারনাল মেমোরি ডেটা থেকে মেমোরি কার্ড থেকে যেকোনো তথ্য হারানোর ক্ষেত্রে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে ddr মেমরি কার্ডের তথ্য পুনরুদ্ধার সফটওয়্যার ব্যবহার পুনরুদ্ধার অ্যাপ Memory Card Recovery & Repair, তাই আপনি চাইলে এখনই ইন্সটল করতে পারেন এই অ্যাপসটি।

আর মেমোরি কার্ড রিকভারি করার যে, অ্যাপস / সফটওয়্যার এর বিষয়ে বলব, সেটি আপনারা একদম বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়া, আমি আপনার সুবিধার জন্য এখানে একটি লিংক যুক্ত করে দিয়েছি। যা আপনারা এক ক্লিক করে, মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন।

👉ডাউনলোড করুন

২। AnyRecover SD Card Recovery Software

আপনি যদি ইতোমধ্যে মেমোরি কার্ড থেকে কোন কিছু ভুলবশত ডিলেট করে ফেলেন, তাহলে এক ক্লিকে দ্রুত ডেটা পুনরুদ্ধার করার জন্য এখনই ইন্সটল করুন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। মনে রাখবেন, আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে ডেটা হারানোর বিষয়-এ চিন্তা করতে হবে না, এমনকি ডেটা ক্ষতির বিপর্যয় থেকেও বাঁচাতে পারবেন।

আর হ্যাঁ, এটা iphone অথবা যে কোন এন্ড্রয়েড ফোনে আপনি ইন্সটল করতে পারবেন। তাই মেমোরি কার্ডের যেকোনো ফাইল ফিরিয়ে আনতে ইন্সটল করে ফেলুন এই অ্যাপটি। 

আরো পড়ুনঃ-  ফোন ব্যাকআপ দিলে কি হয় - মোবাইল রিসেট দিলে কি হয়

👉ডাউনলোড করুন

৩। PhotoRec Photo Recovery

বিনামূল্যে উপলব্ধ ডেটা রিকভারি সফটওয়্যার PhotoRec photo recovery, যেটা মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে সুপরিচিত। মূলত যেকোনো ধরনের চিত্র, ভিডিও, অডিও অথবা ডকুমেন্টসহ ইত্যাদি ডেটা পুনরুদ্ধার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই সফটওয়্যারটি।

আর তাই আপনার মেমোরি কার্ড থেকে যদি প্রয়োজনীয় কোন ডেটা ডিলিট করে ফেলেন তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরিয়ে আনার জন্য সাহায্য নিতে পারেন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির। তবে মনে রাখবেন, এই সফটওয়্যার এর সাহায্যে অনেক সময় ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। যদি সেই ডাটাগুলো একটি দীর্ঘ সময় মেমোরি থেকে স্থায়ীভাবে মুছে দেওয়া হয়।

👉ডাউনলোড করুন

৪। Stellar Data Recovery Wizard

এই সফটওয়্যার আইফোনের জন্য সবচেয়ে কার্যকরী। এই সফটওয়্যারটিতে আপনি প্রবেশ করলে হাই কোয়ালিটির সিস্টেমগুলোর সম্পর্কে অবগত হতে পারবেন, আর আপনার হারিয়ে যাওয়া প্রায় প্রত্যেকটি ডেটা খুব সহজেই ফিরিয়ে আনতে সক্ষম হবেন। 

👉ডাউনলোড করুন

৫। EaseUS Data Recovery Wizard

আপনি ইতোমধ্যে মেমোরি কার্ড থেকে আপনার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা যে গুরুত্বপূর্ণ ফাইল ডিলেট করে ফেলেছেন তা পূর্বের অবস্থায় ফেরাতে মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে ডাউনলোড করুন EaseUS Data Recovery Wizard সফটওয়্যারটি। 

👉ডাউনলোড করুন

৬। Tenorshare UltData

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে আরও একটি পরিচিত একটি ব্যবহারযোগ্য হচ্ছে ফটওয়্যার Tenorshare UltData। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মুড ড্রাইভ, মোবাইল ডিভাইস, পেনড্রাইভ ইত্যাদি থেকে খুব সহজেই তথ্য পুনরুদ্ধার করতে পারবেন। কেননা এই সফটওয়্যারটি বিভিন্ন সংস্করণে উপলব্ধ করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি সংস্করণ এর জন্য আলাদা আলাদা সুবিধা প্রদান করে।

👉ডাউনলোড করুন

৭। SD Card Data Recovery Help

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার হিসেবে আরেকটি সফটওয়্যার হচ্ছে SD Card Data Recovery Help, যার সাহায্যে মেমোরি থেকে ডিলিট বা মুছে ফেলা ডাটাকে অনেক সাধারণ নিয়মে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। 

কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন, কিভাবে মেমোরি থেকে ডিলিট করে ফেলা ডেটা পুনরুদ্ধার করবেন, জানতে হলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইন্সটল করে জেনে নিতে পারেন। 

👉ডাউনলোড করুন

আশা করছি আপনি খুব সহজে রিকভারি এই সফটওয়্যার গুলোকে কাজে লাগিয়ে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।

ভালো মেমোরি কার্ড চেনার উপায়

বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইসের সঙ্গে পরিচিত হতে হবে। ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।

আরো পড়ুনঃ-  মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করুন

তবে, ডিভাইস এর মেমোরি কার্ডের ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে বা ডিভাইস এর ধারণ ক্ষমতা বেশি করতে চােইল আপনাকে একটি ভালো মেমোরি কার্ড ক্রয় করতে হবে।

এক্ষেত্রে একটি ভালো মেমোরি কার্ড ক্রয় করতে চাইলে, মেমোরি কার্ড চেনার উপায় সম্পর্কে জানতে হবে। আপনারা কি জানে যে, ভালো মেমোরি কার্ড কিভাবে পাওয়া যায়। বা ভালো মেমোরি কার্ড চেনার উপায় কি। তাহলে এই সম্পর্কে জানুন।

১। মেমোরির স্থায়ত্বি

আপনার যে, কোন মেমোরি কার্ড ক্রয় করেন না কেন? আপনার উক্ত মেমোরি কার্ড এর স্থায়িত্ব সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।

২। মেমোরির উপযোগিতা

আপনি যে কোন মেমোরি কার্ড ক্রয় করেন না কেন? আপনাকে অবশ্যই মেমোরি কার্ড ব্যবহারের উপযোগিতা সম্পর্কে জেনে তারপর ক্রয় করতে হবে।

৩। মেমোরি স্টোরেজ

আপনি যে কোন মেমোরি কার্ড ক্রয় করেন না কেন? আপনাকে অবশ্যই মেমোরি কার্ড এর স্টোরেজ কত? এই বিষয়ে জেনে নিয়ে তারপরে মেমোরি কার্ড ক্রয় করতে হবে।

৪। মোবাইলের গতি

আপনার মোবাইলের গতি ‘র উপর ভিত্তি করে, একটি মেমোরি কার্ড ক্রয় করার চেষ্টা করবেন। যার ফলে, মেমোরি কার্ড আপনার মোবাইলে ভালেঅ স্টোরেজ দেবে।

মেমোরি কার্ড সাপোর্ট করে না

বর্তমান সময়ে অনেকেই মোবাইলের জন্য মেমোরি কার্ড ক্রয় করে, প্রশ্ন করেন যে, মেমোরি কার্ড সাপোর্ট করে না? এর উত্তর আমি আপনাকে দেব। তার আগে মেমোরি সম্পর্কে কিছু তথ্য জানুন।

আমরা সকলেই চাই মোবাইলের জন্য সবচেয়ে বেশি স্টোরেজের মেমোরি কিনতে। আবার অনেকের মোবাইল বা ল্যাপটপে স্পেসিং ‘র সমস্যা হলে, মেমোরি কার্ড ব্যবহার করি।

মনে করুন- আপনি কোন নতুন মেমোরি কার্ড ক্রয় করবেন। তবে সেই মেমোরি কার্ড আপনার ডিভােইস এ সাপোর্ট না করে। তাহলে কি করবেন।

তো আসুন জেনে নেওয়া যাক। মেমোরি কার্ড সাপোর্ট না করতে সমাধান কি?

১। সর্বপ্রথম মোবাইল রুট করে নিন

আপনারা যারা মেমোরি কার্ড ব্যবহার করতে আগ্রহী। তারা মেমোরি কার্ড ক্রয় করার পরে, মেমোরি কার্ড যদি সাপোর্ট না করে, সেক্ষত্রে আপনার মোবাইল ফোন রুট করে নিবেন।

২। মোবাইল রিস্টার্ট করে নিন

আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড রাখার পরে, সাপোর্ট না করে। সেক্ষেত্রে, সরাসরি মোবাইল রিস্টার্ট করুন।

লেখকের শেষ মতামত

এই ছিল আজকের মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। 

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কে জানতে পারবে।

Leave a Comment