যারা মোবাইল ব্যবহার করে থাকেন তাদের অবশ্যই মোবাইলের এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে জানা জরুরী। কেননা আপনারা স্মার্টফোনে যে ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করে থাকেন এই সকল অ্যাপে থাকা ভাইরাস আপনার মোবাইলের ক্ষতিসাধন করতে পারে।
মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যারতাছাড়া আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে থাকি যে সকল ওয়েবসাইট থেকে ভাইরাস সরাসরি আমাদের মোবাইলে চলে আসতে পারে এবং মোবাইলের ক্ষতি করতে পারে। আর এই সকল ভাইরাসগুলো আপনার মোবাইল নষ্ট করার জন্য যথেষ্ট।
আমাদের প্রত্যেকেরই জীবনে স্মার্টফোন হয়ে দাঁড়িয়েছে একটি অবিচ্ছেদ্য অংশ। কেননা, যোগাযোগ থেকে শুরু করে, অনলাইন ভিডিও কলিং, চ্যাটিং, গেমিং, অফিসিয়াল কাজ, ইত্যাদি সবটাই এখন স্মার্টফোন দিয়েই করা সম্ভব। তবে স্মার্টফোন গুলিও এক ধরণের ডিজিটাল ডিভাইস এবং এই ধরণের ডিভাইসের ক্ষেত্রেও ভাইরাস আক্রান্তের রিস্ক সবসময় থেকে থাকে।
মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার কেন প্রয়োজন?
ভাইরাস কাটার সফটওয়্যার গুলো আবার, মোবাইল এন্টিভাইরাস বা ভাইরাস ক্লিনার সফটওয়্যার নামেও পরিচিত। এখন আপনি যদি ভাবছেন যে কেন নিজের মোবাইল ফোনে একটি এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করবেন।
আসলে যখন আমরা নিজের মোবাইল দিয়ে নানান অবিশ্বস্ত ওয়েবসাইট গুলোতে প্রবেশ করি, ওয়েবসাইট থেকে অবিশ্বস্ত ফাইল ডাউনলোড করি বা মোবাইলে অবিশ্বস্ত অ্যাপস গুলো ব্যবহার করি, তখন নানান ধরনের ক্ষতিকর স্পাইওয়্যার, ট্রোজান, প্রোগ্রাম, ম্যালওয়্যারএবং অন্যান্য ভাইরাস গুলো ডিভাইসে প্রবেশ করে থাকে।
এবার যদি আপনার মোবাইলে একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা থাকে, তখন এই ক্ষতিকর প্রোগ্রাম, ম্যালওয়্যার, বা ভাইরাসগুলোকে আপনার মোবাইলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এছাড়া, মোবাইলে আগের থেকে প্রবেশ হয়ে থাকা ভাইরাস গুলোকেও এই ভাইরাস ক্লিনার সফটওয়্যার গুলো ডিলিট করে দেয়।
মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড
আমরা প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, প্রয়োজনের তাকিদে বিভিন্ন ধরণের ফাইল ডাউনলোডও করি। অনেক সময় ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই মোবাইলে ভাইরাস প্রবেশ করে, আবার অনেক ক্ষেত্রে কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলের সাথে ভাইরাসও ডাউনলোড হয়।
এভাবেই মূলত আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করে। ইন্টারনেটে কী পরিমাণ ভাইরাস ছড়ানো আছে তার নির্দিষ্ট কোন সংখ্যা কেউ বলতে পারবে না। মোবাইল প্রায় ৯০ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয় ইন্টারনেট থেকে।
আমি এখন সেরা মোবাইল এন্টিভাইরাস আপনাদের সাথে শেয়ার করবো। যেগুলো ব্যবহার করলে আপনার ইন্টারনেট যাত্রা অনেক সিকিউর হবে।
কোন এন্টিভাইরাস অ্যাপস যখন আপনার মোবাইলে ইনিস্টল থাকবে, তখন আপনি যদি কোন ওয়েবসাইটে প্রবেশ করেন বা কোন কিছু ডাউনলোড করেন, তখন ইন্টারনেটে থাকা ক্ষতিকর জিনিস গুলো আপনার মোবাইলে প্রবেশ করতে পারবে না।
১। Avast Antivirus & Security
এই সফটওয়্যার টি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার মোবাইলের ভাইরাস দূর করার জন্য। গুগল প্লে স্টোরে এর বর্তমান রেটিং ৪.৭। তাই যারা মোবাইল থেকে ভাইরাস দূর করতে চান তারা এটি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন।
গুগল প্লে স্টোরে প্রায় ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.৬ রেটিং সহ উপলব্ধ AVG antivirus App-টি বর্তমানে উপলব্ধ শক্তিশালী এবং জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাপ গুলোর মধ্যে একটি।
সফটওয়্যারটি অটো ভাইরাস স্ক্যানিং থেকে শুরু করে রিয়েল-টাইম সুরক্ষা প্রদান করার মতো সুবিধাগুলো দিয়ে থাকে। এগুলো ছাড়াও, অ্যান্টি-থেফট এবং ফটো ভল্ট এর মতো অ্যাডভান্সড সিকিউরিটি ফীচার গুলিও এখানে পাবেন।
এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনারা নিজের ফোনের সম্পূর্ণ সিকিউরিটি পাবেন। যেমনঃ
- Antivirus engine
- Hack check
- File Scanner
- Ram boost
- Junk cleaner
- app insight
- Virus Cleaner
👉ডাউনলোড করুনঃ Avast Antivirus & Security
২। Avg Antivirus and Security
এই সফটওয়্যারটির মাধ্যমে apps, Games, Setting, files সবকিছুই স্ক্যান করতে পারবেন। এই সফটওয়্যারটিতে মোবাইলের স্পিড বুষ্ট করার জন্য আপনারা অপশন পেয়ে যাবেন এবং মোবাইল ধীর গতির করা টেক্স গুলোকে দূর করে খুব সহজেই ফোন ফাস্ট করা যাবে।
তাছাড়া এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার মোবাইলে জরুরি অ্যাপসগুলো পিন, pattern এবং ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লক করতে পারবেন। তাছাড়া এই অ্যাপটি বর্তমানে এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর মধ্যে খুবই জনপ্রিয়।
👉ডাউনলোড করুনঃ Avg Antivirus and Security
৩। Norton360 Antivirus & Security
মোবাইল ফোনকে ভাইরাস মুক্ত রাখতে চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি সহজেই মোবাইল ফোনকে ভাইরাস প্রটেকশন এবং ম্যালওয়্যার সুরক্ষা প্রদান করে। এছাড়া ব্রাউজিং এ প্রটেকশন প্রদান করে থাকে। ইন্টারনেটে অনলাইন ব্রাউজিং করার সময় যাতে ভাইরাস মোবাইলে প্রবেশ না করতে পারে সেদিকে এই সফটওয়্যারটি খেয়াল রাখে। তাছাড়াও ওয়াইফাই সিকিউরিটি এবং ডিভাইস ট্র্যাকিং সুরক্ষা দিয়ে থাকে।
তবে এই সফটওয়ারটি হচ্ছে একটি প্রিমিয়াম এন্টিভাইরাস সফটওয়্যার তাই আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন না।তবে প্রথমবার আপনারা ফ্রী ট্রায়াল এর অপশন পাবেন সেটির মাধ্যমে ব্যবহার করে দেখতে পারেন এই সফটওয়ারটি কতটা কার্যকরী ।
👉ডাউনলোড করুনঃ Norton360 Antivirus & Security
৪। Safe Security – Antivirus, Booster, Phone Cleaner
Safe Security অ্যান্টিভাইরাসটি মোবাইলের স্পিড বুস্ট করে, জাঙ্ক ক্লিন করে, অ্যান্টি স্পাইওয়্যার এবং ভাইরাস রিমুভার সহ Android ফোনের সুরক্ষা প্রদান করে।
Safe Security অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্য:
✔ জাঙ্ক ফাইল ক্লিনার : মোবাইলে থাকা অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ক্লিন করে, সিস্টেম ক্যাশে, ইমেজ ক্যাশে, ভিডিও ক্যাশে এবং বিজ্ঞাপন ক্যাশে রিমুভ করে স্টোরেজ স্পেস খালি করে।
✔ রিয়েল টাইম সুরক্ষা: Safe Security অ্যাপসটি মোবাইলের প্রতিনিয়তই মোবাইলে ইনস্টল থাকা অ্যাপ এবং মেমোরিতে সংরক্ষিত APK ফাইল স্ক্যান করে। পাশাপাশি মোবাইলে আর্থিক লেনদেন এবং কেনাকাটা নিরাপত্তা নিশ্চিত করে।
👉ডাউনলোড করুনঃ Safe Security
৫। McAfee Security: VPN Antivirus
মোবাইল ফোনের জন্য আরেকটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার হল McAfee Mobile Security। মোবাইল ফোনকে ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
মোবাইলের জন্য বেস্ট এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর মধ্যে এটি অন্যতম। যারা নিজের মোবাইলটিকে ভাইরাসের আক্রমণ থেকে প্রতিহত করতে চান তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।
McAfee এন্টিভাইরাসটি অল-ইন-ওয়ান অনলাইন সিকিউরিটি প্রদান করে। পাশাপাশি মোবাইলের জন্য অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে।
McAfee অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্য:
✔ নিরাপদ ব্রাউজিং: ম্যাকাফি অ্যান্টিভাইরাটি যদি আপনার মোবাইলে ইনিস্টল থাকে, তবে আপনার ইন্টারনেট ব্যবহারে অনেক সিকিউরিটি পাবেন।
যে কোন ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করার সময় তা স্ক্যানের মাধ্যমে ক্ষতিকারক ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন।
তাছাড়া, ক্ষতিকারক বা দূষিত ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিরাপদ ব্রাউজিং আপনাকে সতর্ক করবে এবং এটি আপনাকে ফিশিং থেকে রক্ষা করবে। তাছাড়া আপনার পার্সোনাল ডেটা গোপন রাখতে সাহায্য করবে।
যেনো কোন ভাবেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইন্টারনেটে ফাঁস না হয়। এটাই মূলত ডার্ক ওয়েব মনিটরিং প্রযুক্তি। এগুলো ছাড়াও McAfee মোবাইল এন্টিভাইরাসটি ব্যবহারকারীকে বিভিন্ন ভাবে প্রোটেক্ট করে। এতে ব্যবহারকারী মোবাইল চালাতে গিয়ে নিরাপদ থাকে।
👉 ডাউনলোড করুনঃ McAfee Security: VPN Antivirus
৬। Kaspersky Mobile Antivirus
এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারে ভাইরাস ক্লিনার, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার দূরসহ আরো অসংখ্য সুবিধা পেয়ে যাবেন। তাছাড়া বর্তমান সময়ের সবচেয়ে ভালো এন্টিভাইরাস গুলোর মধ্যে এটি অন্যতম। গুগোল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটির বর্তমান রিভিউ রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৭।
অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্যঃ
✔ ক্যাসপারস্কি সিকিউরিটি এন্টিভাইসটি ভাইরাস ক্লিনার এবং স্ক্যানার হিসাবে কাজ করে।
✔ Kaspersky আপনার মোবাইল বা ট্যাবলেটে ইনিস্টল থাকলে অটোমেটিক ভাবে ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার এবং আরও অনেক কিছু ব্লক করে দেয়।
দূরে থেকেও আপনি আপনার মোবাইলের সমস্ত ডেটা ডিলেট করে দিতে পারবেন, এতে করে চোর আপনার ডেটা এক্সেস করতে পারবে না। এমনকি যার কাছে আপনার মোবাইলটি রয়েছে, ইচ্ছে করলেই তার একটি ছবি তুলে চোরকে শনাক্ত করতে পারবেন।
✔ আপনার ইমেলে বা মোবাইলের যে কোন মেসেজে কেউ যদি বিপজ্জনক ফিশিং লিঙ্ক পাঠায় তবে আপনাকে তারা সতর্ক করবে।
✔ Kaspersky VPN আপনার আইপি প্রাইভেসিকে রক্ষা করে।
ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস এর সাথে VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সবাই ব্যবহার করতে পারবে না। VPN ব্যবহারে আইনি বিধিনিষেধের কারণে, Kaspersky অ্যাপসটি বেলারুশ, চীন, সৌদি আরব, ইরান, ওমান, পাকিস্তান এবং কাতারে ইনস্টল করা যাবে না। যাইহোক, মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর মধ্যে Kaspersky অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার।
👉ডাউনলোড করুনঃ Kaspersky Security & VPN
৭। Antivirus and Mobile Security
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি বিনামূল্যে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই আ্যাপটি ব্যবহারে আপনার স্মার্টফোনে যদি কোনো ধরনের viras থেকে থাকে। তাহলে সেটা খুব সহজেই দূর করতে পারবেন।
তাছাড়া এই অ্যাপটি ব্যবহার করে আপনারা নিজের ফোনকে বুস্ট করে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রার্থনা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে পারবেন। তাই যারা সেরা অ্যান্টিভাইরাস অ্যাপ খুঁজছেন প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
Avast অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্য:
✔ অ্যান্টিভাইরাস ইঞ্জিন: স্পাইওয়্যার, ট্রোজান, ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়ারের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসি প্রতিনয়তই আপনার মোবাইলকে অটোমেটিক স্ক্যান করবে।
✔ ওয়েব শিল্ড: ম্যালওয়্যার-সংক্রমিত ওয়েবসাইটের লিঙ্ক স্ক্যান করতে পারবেন এবং ক্ষতিকারক লিংক ব্লক করা যাবে।
আপনি ছাড়া লক করা জিনিস কেউ অ্যাক্সেস করতে পারবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য ১০০% সুরক্ষিত থাকবে।
পাশাপাশি কখনো যদি হ্যাকাররা আপনার মোবাইলে থাকা কোন একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্টে অনুপ্রবেশ করার চেষ্টা করে তবে আপনি তা জানতে পারবেন।
✔Avast এর নিজস্ব VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) রয়েছে, যা অ্যাপসির মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
👉ডাউনলোড করুনঃ Avast Antivirus & Security
৮। Avira Security Antivirus & VPN
Avira Security সুপার-লাইট ভাইরাস স্ক্যানার এবং ক্লিনার যা আপনার মোবাইল থেকে ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার স্ক্যান করে, ব্লক করে এবং ডিলেট করে দেয়।
Avira Security অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্য:
✔ ভাইরাস স্ক্যানার এবং রিমুভার: মোবাইলকে নিয়মিতভাবে ভাইরাস স্ক্যান করতে পারবেন এবং ক্ষতিকারক যেকোনো জিনিস মুছে ফেলতে পারবেন।
✔ অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার : মোবাইলে ব্রাউজ করার সময় সুরক্ষা বাড়াতে আপনার মোবাইল থেকে Avira Security এর মাধ্যমে অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার ব্লক করতে পারবেন।
✔ মাইক্রোফোন এবং ক্যামেরা সুরক্ষা: Avira Security এর মাধ্যমে আপনার মোবাইলের অ্যাপগুলি থেকে ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করতে পারবেন। এতে আপনার গোপনীয়তা আরো বৃদ্ধি পাবে।
এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনার মোবাইলের এন্ড্রোয়েড ভার্সন Android 10 এর উপরে হতে হবে। নাহয় এই ফিচার ব্যবহার করা যাবে না।
✔ ওয়েব সুরক্ষা: মোবাইল দিয়ে ব্রাউজ করার সময় বিপজ্জনক ওয়েবসাইটের লিংক ব্লক করতে পারবেন।
এই ফিচার গুলো ছাড়াও আরো বিভিন্ন সুবিধা Avira মোবাইল এন্টিভাইরাস অ্যাপস থেকে পাবেন।
ডাউনলোড করুনঃ Avira Security Antivirus & VPN
৯। Antivirus & Virus Cleaner Lock
Antivirus & Virus Cleaner Lock এটি একটি নির্ভরযোগ্য অল-ইন-ওয়ান ডিভাইস অপ্টিমাইজেশন এবং সুরক্ষা অ্যাপ্লিকেশন। যা আপনার ফোন থেকে সহজে এবং কার্যকরভাবে ভাইরাস এবং ম্যালওয়্যার ডিলেট করবে।
Antivirus & Virus Cleaner Lock অ্যাপসটির সাধারণ বৈশিষ্ট্য:
এগুলো ছাড়াও এই Apps টির মাধ্যমে ব্যবহারযোগ্য আরো অনেক ফিচার রয়েছে। যা আপনার দৈনন্দিন মোবাইল ব্যবহারে কাজে লাগতে পারে।
👉ডাউনলোড করুনঃ Antivirus & Virus Cleaner Lock
১১। Phone Cleaner – Virus cleaner
Phone Cleaner – Virus cleaner এই অ্যাপটি একটি অ্যান্টিভাইরাস যা মোবাইলের ভাইরাস পরিষ্কারের পাশাপাশি জাঙ্ক ফাইল ক্লিনার, অ্যাপ লক, ফোন বুস্টার, অ্যাপ ম্যানেজার, CPU কুলার এবং নোটিফিকেশন ক্লিনার দিয়ে আপনার ফোনকে অপ্টিমাইজ করতে সাহায্য করে।
অ্যাপটির সাধারণ বৈশিষ্ট্য:
এর মাধ্যমে আপনার ফোনের স্টোরেজ স্পেস খালি হয় এবং ফোনের পারফর্মেন্স বৃদ্ধি পায়।
✔ ডুপ্লিকেট ফটো: Phone Cleaner অ্যাপটি একটি Artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার অফার করে, যা আপনার গ্যালারিতে থাকা ছবিগুলোকে স্ক্যান করে ডুপলিকেট ছবি বের করতে পারে।
অর্থাৎ, একই ছবি যদি আপনার মোবাইলে অনেক গুলো থাকে তবে তা শনাক্ত করতে পারে। ডুপলিকেট ছবি মোবাইলের অতিরিক্ত মেমোরি স্পেস দখল করে নেয়।
✔ নিরাপদ ব্রাউজিং: অ্যাপটি আপনার মোবাইলে ব্যবহার করলে ব্রাউজিংয়ের নিরাপত্তা প্রদান করবে। অর্থাৎ, ইন্টারনেট ব্যবহার করা কালীন সময়ে এটি ব্রাউজারকে প্রোটেক্ট করবে। এতে মোবাইলে ভাইরাস প্রবেশ করতে পারবে না এবং নিরাপদে ব্রাউজিং করা যাবে।
✔ সিপিইউ কুলার : এই ফিচারটি আপনার মোবাইলের CPU এর গতি বাড়াবে এবং ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে অ্যাপটির সাহায্যে দেখে নিতে পারবেন কোন কোন অ্যাপের কারণে মোবাইল গরম হচ্ছে। দেখার পর তা আপনি বন্ধ করতে পারবেন।
✔ নোটিফিকেশন ক্লিনার: অনেক সময় আমাদের মোবাইলে অপ্রয়োজনীয় অনেক মেসেজ আসে। অনেকেই এতে বিরক্ত হই।
👉ডাউনলোড করুনঃ Phone Cleaner – Virus cleaner
১২। GO Security-Security Antivirus Max Cleaner
তালিকার সর্বশেষ অ্যাপটির নাম Security Antivirus Max Cleaner
অ্যাপটির সাধারণ বৈশিষ্ট্য:
এটি মোবাইলের সিস্টেমকে নতুনের মতো পরিষ্কার করে। এতে মোবাইলের পারফর্মেন্স অনেক বেড়ে যায়।
✔ নিরাপদ ব্রাউজার: মোবাইল ব্রাউজিংকে নিরাপদ রাখে এবং ব্যক্তিগত তথ্যকে প্রোটেক্ট করে। যা আপনাকে হ্যাকার বা ক্ষতিকারক হুমকি থেকে রক্ষা করতে পারে।
✔ নোটিফিকেশন ম্যানেজার: বিরক্তিকর সকল অপ্রয়োজনীয় মেসেজ অটোমেটিক ভাবে তারা ডিলেট করে দেয়। এতে ব্যবহারকারীর অনেক সময় বাঁচে।
তবে এই চমৎকার ফিচারটিকে কেউ অপব্যবহার করবেন না।
GO Security সিকিউরিটি অ্যাপটিতে আরো বিভিন্ন ফিচার বিদ্যমান। যা আপনি ব্যবহার করার মাধ্যমে উপভোগ করতে পারবেন।
👉 ডাউনলোড করুনঃ Security Antivirus Max Cleaner
১৬। Protectstar Antivirus AI – Mobile Security:
মোবাইলে থাকা ব্যক্তিগত ফাইল বা তথ্য হ্যাক বা লিক হলে সেই বিষয়েও আপনাকে এলার্ট পাঠানো হয়। Protectstar Antivirus দিয়ে মোবাইল স্ক্যান করার পর যদি কোনো ransomware, trojan, keylogger, malware বা virus ধরা পরে থাকে, তাহলে সেই ভাইরাস গুলোকে সরাসরি ডিলিট করে নিতে পারবেন।
👉ডাউনলোড করুনঃ Protectstar Antivirus AI – Mobile Security
ভাইরাস থেকে মোবাইল সুরক্ষার উপায়
মোবাইলে ভাইরাস আক্রমণের ফলে যেসব ক্ষতি হতে পারে
- মোবাইল ভীষণ স্লো কাজ করা।
- মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া।
- অনেক সময় মোবাইল নিজে নিজে গরমও হতে পারে।
- মোবাইলে অপ্রোজনীও বিজ্ঞাপন দেখা যাওয়া।
- মোবাইল থেকে ইমেজ, ভিডিও ইত্যাদি ডেটা চুরি হওয়া।
ভাইরাস থেকে মোবাইল সুরক্ষার উপায় গুলো নিম্নে উল্লেখ করা হলঃ
- সন্দেহজনক কোন ধরনের লিংকে ক্লিক করবেন না।
- একটি ভাল মানের পেইড অথবা ফ্রি ভার্সনের এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।
- ফোনের অ্যাপস এবং অপারেটিং সিস্টেম আপডেট করুন।
- পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- অপরিচিত সোর্স থেকে ফাইল ডাউনলোড করবেন না।
লেখকের শেষ মতামত
অনেকেই মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বুঝেন, আবার অনেকেই বুঝেন না। তবে যে কোন মোবাইলকে নিরাপদ প্রক্রিয়ায় ব্যবহার করার জন্য এন্টিভাইরাস খুবই কার্যকরী। বর্তমান যেই লেটেস্ট মোবাইল গুলো বাজারজাত করা হচ্ছে, প্রায় সব ধরণের মোবাইলেই ডিফল্ট ভাবে এন্টিভাইরাস দিয়ে দেওয়া হচ্ছে। এটি অবশ্যই ইউজারকে ইলেক্ট্রনিক ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে।
তবে প্রত্যেক মোবাইল ব্যবহারীকে সচেতন হওয়া জরুরি। সচেতনতা এন্টিভাইরাসের চেয়েও গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করতে পারেন এন্টিভাইরাস কোনটা ভালো হবে?
আমি পার্সোনালি বলবো, উপরোল্লিখিত যেই সেরা ১০ টি মোবাইল অ্যান্টিভাইরাস এর কথা বলা হয়েছে, আপনি এগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা এন্টিভাইরাসই যথেষ্ট কার্যকরী।