বর্তমান বিশ্বে ইতিমধ্যেই মোবাইল গেমস রূপ নিয়েছে মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে। ছোট থেকে বড় সবাই কমবেশি গেম খেলতে পছন্দ করে। পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি,, বর্তমানে মানুষের হাতে হাতেই মোবাইল ফোন। আপনি যেখানে জান না কেন ছোট থেকে বড় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত।
তারমধ্যে বেশিরভাগ ছেলে মেয়েরা মোবাইল গেম নিয়ে বেশি সময় কাটায়। এমনকি বাংলাদেশে অনেক গেম রয়েছে এবং ছেলে মেয়েরা খেলে কিন্তু অনেকে জানেনা। বর্তমানের স্মার্টফোন গেমিং ইন্ডাস্ট্রি দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে, যেখানে নিত্যনতুন গেমস তারুণ্য থেকে শুরু করে সব বয়সী মানুষের মন জয় করছে। উন্নত গ্রাফিক্স, মাল্টিপ্লেয়ার মোড, এবং নানাবিধ আকর্ষণীয় ফিচার দিয়ে এই গেমগুলো সাড়া ফেলছে বাংলাদেশসহ পুরো বিশ্বের মোবাইল গেমারদের মধ্যে।
যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি। আজকে আমরা এই আর্টিকেলে বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে ভালো ও জনপ্রিয় গেম কোনটি সেই বিষয়ে কথা বলব। খুব বেশি পপুলার মোবাইল গেম কোনগুলি সেইগুলি নিয়ে কথা বলার চেষ্টা করবো।
পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি? সবচেয়ে জনপ্রিয় গেমের তালিকাই প্রথম স্থান অর্জন করেছে পাবজি মোবাইল গেম। তোমার সময় ২০২৫ সালে পাবজি গেম এর সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রাও এই গেম খুবই পছন্দ করি।
এই গেমটি শুধু বাংলাদেশেই নয় বরং পুরো বিশ্বের pubg জনপ্রিয় গেম এর তালিকায় প্রথম স্থানের অধিকারী। পাবজি এটা শুধুমাত্র গেম নয় এটি ছেলে মেয়েদের ইমোশনের মতো। এটির সাথে জুড়ে রয়েছে ছেলেমেয়েদের ভালো থাকা ও মন্দ থাকা। অন্যান্য গেমের চেয়ে এই গেমটি অনেক বেশি আলাদা।
এখানে আপনি আপনার ফ্রেন্ডসদের কে নিয়ে এসকর্ট হিসেবে গেম খেলতে পারবেন সাথেই কথা বলতে পারবেন। এই গেমে অনেকগুলো বড় বড় ম্যাপ দেওয়া রয়েছে, যে ম্যাপগুলোতে ইচ্ছা অনুসারে ঘুরতে পারবেন, ইচ্ছা অনুসারে গুলি ব্যবহার করতে পারবেন। এই ব্যাটেল রয়েল গেম গুলো সত্যি খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে এবং এর গ্রাফিক্স অসাধারণ।
অবাক করার বিষয় হচ্ছে PUBG MOBILE গেম খেলে টাকা ইনকাম করা যায়। আপনি ইউটিউবে লাইভ স্ট্রিমং করে টাকা ইনকাম করতে পারবেন, আবার ফেসবুকে গেম খেলার ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসুবুকে আপলোড করে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারবেন। এবং UC কেনা বেচা করেও টাকা ইনকাম পারবেন। মূলত এজন্যই এই গেমটি পৃথিবীর সবচেয়ে ভালো ও জনপ্রিয় গেম হিসেবে পরিচিত। আশা করছি এই গেম পৃথিবীর সবচেয়ে ভালো গেম হওয়ার কারণ জানতে পেরেছেন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেরা ৫টি গেম
বর্তমানের স্মার্টফোন গেমিং ইন্ডাস্ট্রি দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে, যেখানে নিত্যনতুন গেমস তারুণ্য থেকে শুরু করে সব বয়সী মানুষের মন জয় করছে। উন্নত গ্রাফিক্স, মাল্টিপ্লেয়ার মোড, এবং নানাবিধ আকর্ষণীয় ফিচার দিয়ে এই গেমগুলো সাড়া ফেলছে বাংলাদেশসহ পুরো বিশ্বের মোবাইল গেমারদের মধ্যে। আর তাই আজ আমি এমন ৫টি মোবাইল গেম নিয়ে আলোচনা করব, যেগুলো বিশ্বব্যাপী গেমারদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন দেখে নিই কি সেই গেমগুলো?
১. ক্যান্ডি ক্রাশ সাগা (Candy Crush Saga)
ধাঁধা গেমের মধ্যে অন্যতম একটি গেম হলো ক্যান্ডি ক্রাশ সাগা। ২০১২ সালে লঞ্চের পর থেকেই এটি গেমারদের মধ্যে বিশাল জনপ্রিয়তা পেয়ে আসছে। গেমটিতে বিভিন্ন ধরণের ক্যান্ডি মেলানোর মাধ্যমে একেকটি লেভেল অতিক্রম করতে হয়।
প্রতিটি ধাঁধায় বুদ্ধি এবং কৌশল প্রয়োজন হওয়ায় এটি সব বয়সীদের মধ্যেই সমানভাবে প্রিয়। এই গেমটি ৩ বিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে, যা প্রমাণ করে এর অসাধারণ জনপ্রিয়তা।
২. এইট বল পুল (8 Ball Pool)
পুল খেলার শখ যাদের রয়েছে, তাদের জন্য এইট বল পুল অনলাইন গেমটি এক দারুণ অভিজ্ঞতা এনে দিয়েছে। বাস্তবসম্মত ৩ডি গ্রাফিক্স এবং চমৎকার গেমপ্লে এই গেমটির অন্যতম বৈশিষ্ট্য। মিনিক্লিপ প্রতিষ্ঠানের তৈরি এই গেমে আপনি বিভিন্ন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে প্রতিযোগিতামূলক পুল ম্যাচ খেলতে পারেন। গেমের মাধ্যমে ভার্চুয়াল কয়েন উপার্জন করে আপনি আরও টুর্নামেন্টে অংশ নিতে পারেন।
গেমটি বিশ্বজুড়ে ২০১৩ সালে আসার পর প্লে স্টোরে ১ বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এটি মূলত আমাদের দেশেই নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের গেমারদের মাঝে তুমুল জনপ্রিয়।
৩. ই-ফুটবল (E Football)
মোবাইল ফুটবল গেম হিসেবে গুগল প্লে স্টোরে ২০২২ সালে সংযুক্ত হওয়ার পর থেকে এটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই গেম এর আকর্ষণীয় দিক হলো ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা যায়। মেসি, রোনালদো, নেইমার সহ অনেক কিংবদন্তী খেলোয়াড়ের সাথে আপনার দল গঠন করে উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলতে পারবেন।
এই গেমে পেয়ে যাবেন মাল্টিপ্লেয়ার মোড যার ফলে আপনি চাইলেবিশ্বের যেকোন প্রান্তের প্রতিযোগিতা করতে পারবেন যেকোন খেলোয়ারদের সাথে গেম খেলে। এই গেমটি গুগল প্লে স্টোরে বিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে।
৪. পাবজি মোবাইল (PUBG Mobile)
বর্তমান সময়ের পুরো পৃথিবীতে পাবজি মোবাইল (PUBG Mobile) খুবই জনপ্রিয় একটি গেম। এটি চীনভিত্তিক টেনসেন্ট (Tencent) গেমস তৈরি করেছেন। ২০১৮ সালে সর্বপ্রথম এই গেমটি প্রকাশিত হয়। আর গেমিং ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় গেমগুলোর মধ্যে পাবজি মোবাইল একটি। লেভেল ইনফিনিট ২০১৮ সালে এই গেমটি লঞ্চ করে এবং দ্রুতই এটি গেমিং দুনিয়ায় একটি বিপ্লব ঘটায়।
পাবজি ইতিমধ্যে ১.৩ বিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং এর চরম আসক্তির জন্য এটি অনেক দেশে নিষিদ্ধও হয়েছে। তবে এর জনপ্রিয়তা কমেনি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গেমাররা পাবজিকে এখনও অত্যন্ত আগ্রহ সহকারে খেলছে।
৫. পোকেমন গো (Pokémon GO)
বর্তমান সময়ের আরেকটি সেরা গেমস এর মধ্যে Pokemon Go অন্যতম একটি সেরা গেমস হিসেবে পরিচিত। এ মোবাইল গেমটি নিয়ানটিক তৈরি করেছে। ২০২৬ সালে ১৬ই জুলাই Pokemon Go গেমসটি সর্বপ্রথম রিলিজ করা হয়।
উল্লিখিত ৫টি গেমস গ্রাফিক্স এবং মাল্টিপ্লেয়ার ফিচারের জন্য সারা বিশ্বজুড়ে বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশসহ সারা বিশ্বে যত গেমার রয়েছে তারা মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করছে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি
2025 সালে বাংলাদেশে এমন অনেক কেম রয়েছে যেগুলো বর্তমান সময় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তবে তার মধ্যে অন্যতম একটি হলো free fire হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ার বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই গেমের প্রতি আকৃষ্ট হয়ে আসছে।
এই গেমটি সত্যি এই গেমের গ্রাফিক্স থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই যেন অসাধারণ। আর আপনার ফোনের রাম যদি ১ বা ২ জিবি হয়, তবুও আপনি এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।
পাবজি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম এর মধ্যে অন্যতম একটি হলেও পাবজি গেম মোবাইলে ডাউনলোড দেওয়ার জন্য যথেষ্ট রেম ও রম এর প্রয়োজন কিন্তু ফ্রি ফায়ার গেমটি ১ জিবি রেম বিশিষ্ট ফোনেও ডাউনলোড করে খেলা যায়। এছাড়াও বর্তমান সময় ফ্রি ফায়ারের আরো একটি সুবিধা হল আপনি চাইলে ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে হাজার হাজার যুবক ছেলেরা ফ্রি ফায়ারকে নিজের কর্মসংস্থান হিসেবে বেছে নিচ্ছে। ইউটিউবে এখন প্রবেশ করলে যেন ফ্রি ফায়ারের ভিডিওস চলে আসে সামনে মূলত এগুলোই তাদের ইনকাম তারা লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করেন।
বলতে গেলে এই গেইমগুলো খেলে একদিকে যেমন মজা পাবেন ঠিক তেমনি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন মূলত এই কারণেই ফ্রী ফায়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম হয়ে উঠেছে।
তাহলে বুঝতেই পারছেন যে ফ্রী ফায়ার ছোট থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করে এবং বিনোদনের পাশাপাশি এই গেম থেকে ইনকাম করাও সম্ভব যার ফলে আমাদের বাংলাদেশে দিনের পর দিন এই গেমের চাহিদা বেড়েই চলেছে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি গেম
যদিও আমাদের দেশীয় গেমগুলির মধ্যে গ্রাফিক্সের সুবিধা তেমন বেশি দিতে পারেনা । হয়ত প্রথম প্রথম একটু সেই গ্রাফিক্সের সুন্দর্য বেশি দিতে পারেনা কিন্তু একসময় গিয়ে হয়ে যায় ।
কারণ এই বাংলাদেশী জনপ্রিয় গেম গুলি বাইরের দেশেও এখন জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু আমাদের দেশে অনেকে জানেন না জনপ্রিয় মোবাইল গেম কোনগুলি । আমরা সেই রকম কিছু বাংলাদেশের জনপ্রিয় মোবাইল গেম কোনটি বা কোনগুলি সেই গুলি দেখে আসি । বেশি গ্রাফিক্স ডিজাইনের কার্যকারিতা না হলেও গেমগুলি খেলে খুব মজা পাবেন ।
তবে আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই সবসমসয় দেশের বাইরের গেমের প্রতি আগ্রহ না দিয়ে আমদের নিজের দেশের গেমের প্রতি ভালবাসা বজায় রাখা জরুরি। যদিও আমাদের দেশের গ্রাফিক্স এতটা বেশি শক্তিশালী নোই কিন্তু যুগের তালে হতে কতক্ষন । চলুন আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি গেম এর নাম সমূঈহ জেনে নেই।
- Meena Game
- Ludo King
- Mukti Camp
- Amar Gram
- Zero Hour
- ENDLESS DHAKA
- ORA 11 JON
- Land Of Zombie
- Bus Simulator Bangladesh
- Battle Mobile Bangladesh
- Heroes Of 71
সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি ২০২৫
অনলাইন গেমিং প্লাটফর্ম গুলি হলো টাকা ইনকাম করার মাধ্যম। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গেম গুলির মধ্যে আমরা কয়েকটি গেম তুলে ধরব যেগুলি স্ট্রিমিং করে গেমাররা ইনকাম করে । ফেইসবুক এবং ইউটিউবিং স্ট্রিমিং করে টাকা ইনকাম করছে । তারপর ও অনেক গেমাররা জানেনা বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি এবং কোনটি বেশি পপুলারিটি লাভ করেছে ।
আমরা অনেকে ছোট বেলায় ভাবতাম যে খেলাধুলা করেই কি আমরা জীবন নষ্ট করবো ? এই দিয়ে তো আর জীবনে অর্থ উপার্জন করা যায় না । কিন্তু এখন দেখছি না খেলাধুলা তো দূরের কথা মাঠে গিয়ে নই । মোবাইলের মাধ্যমে খেলা খেলে ইনকাম করা যাচ্ছে । ছেলে মেয়েরা ও শুধু এই মোবাইল গেমের দিকে ঝুঁকছে এবং জনপ্রিয় হয়ে উঠছে এই সব গেম গুলি ।
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু জনপ্রিয় গেমের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেগুলি দিয়ে টাকা ইনকাম করা যায় এবং করছে বর্তমানে । চলুন তাহলে কথা বলা যাক দেরি না করেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় গেম কোনটি সেই বিষয়ে ।
- ফ্রি ফায়ার
- পাবজি মোবাইল
- মোবাইল লিজেন্ড
- ডোটা ২
- কল অফ ডিউটি মোবাইল
- কাউন্টার স্ট্রাইক
সেরা ১০ টি গেম
অনেক সময় দেখা যায় বাসায় একা একা থাকলে কোন কাজ কাম না থাকলে এই সময় আপনি চাইলে গেম খেলে আপনার সময় কি কাটাতে পারবেন এবং মন মেজাজ ভালো রাখতে পারবেন। পড়াশোনার পাশাপাশি অবশ্যই সময় একটু গেম খেললে মন ভালো থাকে। তাই চলুন এবার আর দেরি না করে আমরা ঝটপট জেনে আসি সেরা ১০ টি গেম সম্পর্কে।
- Pubg Mobile
- Garena Free Fire
- GTA 5
- Call of duty
- Arena Of Valor
- Chrono trigger
- Crossy road
- Minecraft
- Final fantasy vii
- Genshin Impact
ভালো গেম ডাউনলোড করবো
দেখুন আপনি নিশ্চয়ই জানবেন বর্তমানে গেমিং প্লাটফর্মে এখন অসংখ্য গেম রয়েছে, যা বলে শেষ করার মতো নয়। আর ঐ সকল গেমগুলোর মধ্যে কিছু গেম রয়েছে অধিক বেশি জনপ্রিয়, আর কিছু গেম রয়েছে যেগুলো খুব একটা গ্রাহকদের মন জয় করতে পারেনি। তবে আপনার প্রশ্ন যদি এটি হয় যে ভালো গেম ডাউনলোড করবো কিভাবে?
যারা ভিডিও গেম আগে কখনোই খেলেননি তাদের কাছে গেম ডাউনলোড করার বিষয়টি একেবারেই নতুন হতে পারে। আর তাই গেম কিভাবে ডাউনলোড করতে হয়, ভালো গেম ডাউনলোড করার উপায় কি, যে কোন গেম ডাউনলোড করবো কিভাবে এমন প্রশ্ন করে থাকেন বেশ কিছু ইউজার। তো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই পয়েন্টটি লেখা।
ধাপ ১:- প্রথমত নির্বাচন করুন আপনি কোন গেমটি খেলতে চান
ধাপ ২:- পরবর্তীতে গুগল প্লে স্টোরে প্রবেশ করুন
ধাপ ৩:- গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বক্সে পছন্দের গেমটি লিখে সার্চ করুন
ধাপ ৪:– এরপরে প্রথমে গেমটি সিলেক্ট করুন ।
তবে এখানে একটা বিষয় হল একই নামের একাধিক গেম থাকতে পারে। তাই আপনি যেই গেমটি ইন্সটল করবেন তার আগে গেমটির apps রেটিং ডাউনলোড সংখ্যা এবং রিভিউ চেক করে নেওয়া জরুরি।
ধাপ ৫:- এরপরে ধাপে আপনাকে ডাউনলোড বাঁটনে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করবেন।
ধাপ ৬:- অ্যাপসটি ইন্সটল করা শেষে ওপেন করতে হবে। ওপেন করার পরে করে আপনার মেইল বা ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন যাতে পরবর্তীতে খেলতে পারেন উক্ত গেম।
আর আপনি মূলত পৃথিবীর সবচেয়ে ভালো এবং পৃথিবীর সবচেয়ে খারাপ এক কথায় সকল প্রকার ভিডিও গেম শুধুমাত্র এই একই নিয়মে ডাউনলোড করতে পারেন।
আর এই গেমগুলো আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে খেলতে চান তাহলে যে কাজগুলো সম্পন্ন করতে হবে সেগুলো হলো:-
ধাপ ১:- প্রথমত আপনার ল্যাপটপ বা কম্পিউটারে Memu Player, Nox Player, blue streak, Ldplayer, Gameloop এগুলোর মধ্যে থেকে যেকোনো একটি আপনার পিসিতে সেটআপ করে নিতে হবে।
ধাপ ২:- আপনার পিসিতে সেটআপ করে নেওয়ার পরে আপনার পছন্দের গেম সফটওয়্যারটি ডাউনলোড করবেন।
ধাপ ৩:- ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হলে ইন্সটল কার্যক্রম সম্পন্ন করবেন এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন করে ক্রিয়েট করে নেবেন নিজস্ব একাউন্ট।\
আমরা ইতোমধ্যে আমরা যে দুটি প্রসেস আপনাদের সাথে সাজেস্ট করেছি এটা মূলত মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে আপনি আপনার পছন্দের গেম গুলো খেলতে পারবেন। কিন্তু এমন কিছু জনপ্রিয় কম্পিউটার গেম রয়েছে যেগুলো খেলতে চাইলে আপনাকে টাকা খরচ করতে হবে।
মোবাইল গেম ডাউনলোড করার ওয়েবসাইট
কম্পিউটারে গেমস ডাউনলোড করার ওয়েবসাইট
- Steam
- FreePcGames.com
- AllGamesAtoZ.Com
- Ocean Of Games
- Apunkagames.Net
- Epic Games Store
- Xbox PC Game Pass
- Skidrow Reloaded
লেখকের শেষ মতামত
এই গেমগুলো যেমন জনপ্রিয় ঠিক তেমনি আমাদের গেমগুলো খেললে কোন ক্ষতি হয় না। মূলত এই দুইটা দিক বিচার করেই পৃথিবীর সবচেয়ে ভালো গেম পর্বটি সাজানো হয়েছে। এই ছিল আজকের পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি sei সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি এবং ভালো গেম ডাউনলোড করবো সেই সম্পর্কে জানতে পারবে।