মোবাইল গ্যালারি লক সফটওয়্যার – অ্যাপস লক সফটওয়্যার

মোবাইল গ্যালারি হচ্ছে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর একটি পার্সোনাল অপশন। যেখানে আমরা নিজেদের ছবি এবং নিজেদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ অনেক ধরনের ডাটা সংরক্ষণ করে থাকি। কিন্তু এই ডাটাগুলো আমরা পার্সোনাল ভাবে ব্যবহার করার জন্য একটি মোবাইল গ্যালারি লক অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। এতে করে আমাদের মোবাইল গ্যালারি সুরক্ষিত থাকবে।

মোবাইল গ্যালারি লক সফটওয়্যার

গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করার ফলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ফোনটি নিয়ে যদি আপনার কোন কিছু চালু করতে চাই তা পারবে না। গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার ফোনে থাকা সমস্ত ডাটা সুরক্ষিত থাকবে। কেউ দেখার সুযোগ পাবে না।

কিন্তু কিভাবে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করতে হয়? চিন্তার কোন কারণ নেই আমরা আপনাদের দেখিয়ে দিব যে মোবাইল গ্যালারি লক কিভাবে ডাউনলোড করতে হয় এবং এর ব্যবহার সম্পর্কে। চলুন তাহলে জেনে নিই মোবাইল গ্যালারি লক সফটওয়্যার সম্পর্কে।

গ্যালারি লক সফটওয়্যার কি

গ্যালারি হচ্ছে আপনাদের নিজস্ব মোবাইল ফোনে যে সকল ভিডিও, ডাটা, ছবি এবং গুরুত্বপূর্ণ ফাইল  যে স্থানে জমা থাকে সেই স্থানকে গ্যালারি হিসেবে গণ্য করা হয়। যেহেতু একটি পার্সোনাল সেহেতু আমাদের পার্সোনাল কিছু তথ্য গ্যালারিতে থাকতেই পারে।

এই তথ্যগুলো গোপনীয়তার জন্য আমরা গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করে থাকি। গ্যালারি লক ব্যবহার করলে আমরা একটি নির্দিষ্ট পাসওয়ার্ড বা পিন কোড বা প্যাটার্ন ব্যবহার করে নিজেদের গ্যালারি সুরক্ষিত রাখতে পারি।

যাতে করে অন্য কেউ আমাদের মোবাইল ফোন ধরলেও আমাদের পার্সোনাল ডাটা গুলো দেখতে না পারে। যেহেতু এখানে পার্সোনাল জিনিসগুলো সুরক্ষিত রাখার জন্য মোবাইল গ্যালারি লক ব্যবহার করছি তাই এই গ্যালারি লক কখনো কারো সাথে শেয়ার  উচিত হবে না। এতে করে আপনাদের পার্সোনাল জিনিসগুলো আর থাকবে না এবং সুরক্ষিত থাকবে না।

মোবাইলে গ্যালারি লক সফটওয়্যার

এন্ড্রয়েড ফোনের জন্য সেরা গ্যালারি লক সফটওয়্যার আমরা আজকের এই আর্টিকেলে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোডের বিষয়ে যেগুলো বলব তার সবগুলোই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিষয়ে ক্লিয়ার করে রাখি যে আমরা জকে গুগল প্লে স্টোর থেকে যে গ্যালারি লক সফটওয়্যার গুলো ডাউনলোড করার বিষয়ে আলোচনা করব সেগুলি আপনি একেবারে ফ্রিতেই ডাউনলোড করে আপনার ফোনের সুরক্ষার জণ্য ব্যবহার করতে পারবেন।

১। Gallery Lock (Hide pictures)

এই সফটওয়্যার ফোনের গ্যালারি লক করার জন্য খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। এজন্য আমরা প্রথমেই এই অ্যাপসটি আপনাদের ব্যবহার করার সাজেস্ট করব। আপনি এই অ্যাপটি আপনার ফোনের গুগল প্লে থেকে টোটালি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন।

এই গ্যালারি লক সফটওয়্যার টি প্রো ভার্সনে গুগল প্লে স্টোরে আপলোড করা রয়েছে। এবং এর একটি ফ্রি ভার্সন রয়েছে।

আরো পড়ুনঃ-  সেরা ১২টি ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি লক করে সুরক্ষা দেয়ার জন্য ফ্রি ভার্সন টি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা নিজের মোবাইলের গ্যালারিতে থাকা সকল প্রকার ছবি ভিডিও হাইড করে রাখতে পারবেন।

আপনার হাত থেকে যখন অন্য কেউ ফোনটি নিয়ে ব্যবহার করতে চাইবে, তখন সে আপনার গ্যালারিতে ঢুকতেই পারবে না এমনকি ফাইলে প্রবেশ করেও কোন তথ্যই দেখতে পারবে না। আপনি যদি গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। 

২। Lock my Folder – Folder hider

এই সফটওয়্যার ব্যবহার করে ফোনের গ্যালারি অ্যাপ্লিকেশন এবং ফাইলে থাকা আপনার বিভিন্ন ডকুমেন্টস লক করে সুরক্ষিত রাখতে পারবেন। 

এটি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে টোটালি ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি Lock my Folder – Folder hider গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৩। Secure Gallery

এই সফটওয়্যার এর মাধ্যমে আপনারা মোবাইলে থাকা গ্যালারির সমস্ত ছবি এবং ভিডিও গুলোকে পিন বা প্যাটার্ন এর মাধ্যমে লক করে সুরক্ষিত রাখতে পারবেন।

আমরা সকলেই নিজের ফোনের প্রাইভেসি মেইনটেইন করতে পছন্দ করি। কেউই চাই না যে নিজের ফোনের ছবি বা ভিডিও অন্য কেউ না দেখুক। সেজন্য আপনার জন্য Secure Gallery লক সফটওয়্যার ব্যবহার যোগ্য হতে পারে। 

আপনি যদি Secure Gallery গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৪। SGallery

SGallery হচ্ছে মূলত অনেক পাওয়ারফুল গ্যালারি লক সফটওয়্যার। এই অ্যাপ এর মাধ্যমে আপনার ফোনে থাকা সমস্ত ইমেজ এবং ভিডিও গুলো সুরক্ষিত রাখতে পারবেন।অন্যান্য অ্যাপের মতো এতেও Pin, Password, Pattern, Fingerprint ইত্যাদি ব্যবহার করে লক করে রাখতে পারবেন।

তাছাড়াও এখানে অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। ওয়েব ব্রাউজার এবং নোটপ্যাডের মত কিছু সুবিধা ভোগ করতে পারবেন। আপনার ব্যক্তিগত অনেক নোট থাকতে পারে সেগুলো আপনারা এখানে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। আর যখন আপনি এই অ্যাপটি ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সুরক্ষিত রাখতে চান। তাহলে অতিরিক্তভাবে আপনাকে পাসওয়ার্ড রিকভারি প্রশ্ন চাইবে এতে করে আপনার সুরক্ষা আরো বেড়ে যাবে।

তো আপনি যদি SGallery গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৫। FolderVault

এই সফটওয়্যার ব্যবহার করে ফোনের গ্যালারি অ্যাপ্লিকেশন এবং ফাইলে থাকা আপনার বিভিন্ন ডকুমেন্টস লক করে সুরক্ষিত রাখতে পারবেন। এটি আপনার ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করবে।

এছাড়া এই অ্যাপটিতে অধিক সুবিধা পাওয়ার পাশাপাশি আপনার অ্যাপস আইকন পরিবর্তন করার সুযোগ প্রদান করবে।  তবে এই অ্যাপসটিতে SD কার্ড সাপোর্ট এর সাথে google cloud বা google drive এবং ডাবের মত অনেক ধরনের সুবিধা প্রদান করবে।

আরো পড়ুনঃ-  হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কিভাবে দেখব

তো আপনি যদি Folder Vault গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৬। Hide Something

 অন্যান্য সকল অ্যাপস এর মত করে Hide Something সফটওয়্যার আপনার জন্য এটি উপযুক্ত হবে। এই অ্যাপে আপনার নিজের মতো করে লক সেট করতে পারেন।

এই অ্যাপ্লিকেশনে অনেক ভাল মানের কিছু ফিচার রয়েছে। যা আপনার মিডিয়ার ফাইলগুলো  প্রিমিয়াম ভার্সনে সুরক্ষিত রাখবে।

তো আপনি যদি Hide Something গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। 

৭। Safe Folder

এই অ্যাপসটি ব্যবহার করে আপনার ফোনের গ্যালারির প্রাইভেট ফটো গোপনীয় ভিডিও, গোপনীয় নেট এবং সকল গোপনীয় তথ্য ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন এবং লক করে রাখতে পারবেন। এছাড়াও আপনার মোবাইলে সকল অ্যাপসগুলো লক করে রাখার পাশাপাশি আরও অনেক বাড়তি সুবিধা পেয়ে যাবেন এবং এট বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন। 

তো আপনি যদি Safe Folder গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। 

৮। Safe Gallery (Media Lock)

এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনের গ্যালারিতে থাকা সমস্ত প্রাইভেট ফটো গোপনীয় ভিডিও, গোপনীয় নেট এবং সকল গোপনীয় তথ্য লক করে রাখতে পারবেন।

অন্যান্য সকল অ্যাপস এর মত করে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন, পাসওয়ার্ড এবং পিন ব্যবহার করে আপনার নিজের মতো করে লোক গুলো সেট করতে পারেন। তাছাড়া আপনার ফেস লক দিতে পারেন এখানে।

তো আপনি যদি Safe Gallery (Media Lock) গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এছাড়াও আপনারা আরো অনেক মোবাইল গ্যালারি লক সফটওয়্যার রয়েছে। তার লিস্ট নিম্নে দেয়া হল-

  • LockMyPix Photo Vault.
  • Folder Lock.
  • Lock your Folder.
  • 1 Gallery
  • PhotoGuard
  • keepSafe Photo Vault

মোবাইলে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড

মোবাইলে গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করতে আপনার যেসকল ধাপ অবলম্বন করতে হবে নিম্নে তুলে ধরা হলঃ 

  • প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিতে হবে।
  • এরপর আপনার মোবাইলের Gmail sign in করতে হবে। 
  • Gmail sign in  করার পর আপনার ফোনে অটোমেটিক প্লে স্টোর চলে আসবে। 
  • এরপরে সার্চ অপশনে যেই গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করতে চান, সেটির নাম লিখে সার্চ করুন। । 
  • এরপরে আপনার পছন্দের অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
  • ইনস্টল করার পর ওপেন করলে সেখানে অনেক নির্দেশনা দেওয়া থাকবে। যা নির্দেশনা অনুযায়ী কাজ করলে আপনি আপনার মোবাইলের গ্যালারি লক করতে পারবেন।

অ্যাপস লক সফটওয়্যার

অ্যাপস লক সফটওয়্যার হচ্ছে মূলত এক ধরণের এন্ড্রয়েড অ্যাপস যা ব্যবহার করে মোবাইলে ইন্সটল রাখা সকল প্রকার অ্যাপ এবং ডাটা লক করে রাখতে পারবেন। আবার সেগুলোতে ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দ্বারা এক্সেস করতে পারবেন। অন্য কোন ব্যক্তি আপনার অজান্তে মোবাইল হাতে নিয়ে কাজ করতে চাইলে, সেখানে পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই অ্যাপ ব্যবহার করতে পারবে না। 

আরো পড়ুনঃ-  মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার - মেমোরি কার্ড সাপোর্ট করে না

১। App Lock

App lock App টি Install করার পরে, আপনাকে Pin, Pattern বা Password সেট করতে হবে। আপনি যদি Android 6.0 বা তার চেয়েও বেশি ব্যবহার করেন তবে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড সেট করতে পারবেন।

এর সাহায্যে আপনার ফোনের গ্যালারি, এসএমএস, জিমেইল, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, সেটিংস, ইনকামিং কল ইত্যাদি সহ নিজের পছন্দমতো Apps গুলিকে লক করে রাখতে পারবেন।

এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

২। Applock Pro – App Lock & Guard

Applock Pro অ্যাপসটি ব্যবহার করা খুব সহজ এবং নিরাপদ। যেটি আপনি একেবারে ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে ব্যবহার করতে পারবেন ।

আপনি যদি Applock Pro – App Lock & Guard অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৩। Ultra Lock – App Lock & Vault

এই অ্যাপটি প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক সুবিধাজনক। এই অ্যাপ ব্যবহার করে আপনি যেগুলো অ্যাপ লক করবেন সেগুলো Fingerprint, Pin এবং Pattern এর মাধ্যমে লক সেট করে ব্যবহার করতে পারবেন। 

আপনি যদি Ultra Lock – App Lock & Vault অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৪। Smart AppLock: Privacy Protect

এই অ্যাপস লক সফটওয়্যার আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপগুলিকে লক করে দেবে এবং সেগুলো একদম সুরক্ষিত অবস্থায় থাকবে। এই Application এর সবচেয়ে ভাল অংশ হল তার নিজস্ব Lock Screen, Custom Lock Screen।

এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। 

৫। AppLock Master

এই অ্যাপটি মোবাইল অ্যাপলিকেশন সুরক্ষিত রাখার জন্য অন্যতম। এটি শুধু আপনাকে ঘাতকদের কাছ থেকে রক্ষা করবে না বরং এর পাশাপাশি আপনার ফোনে থাকা Virus এবং অন্যান্য সংক্রমণ থেকেও রক্ষা করে।

আপনি যদি AppLock Master অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

ভালো অ্যাপস লক সফটওয়্যার কোনটা

নিচে ভালো অ্যাপ লক সফটওয়্যার উল্লেখ করে দেয়া হল –

  • AppLock Pro
  • App Lock Master
  • App Locker
  • App Locker – Lock Apps
  • AppLock – Fingerprint
  • AppLock Go

লেখকের শেষ মতামত

এন্ড্রয়েড মোবাইলে গ্যালারি লক সফটওয়্যার গুলো ব্যবহার করার ফলে, আপনার মোবাইল যদি হারিয়েও যায়, আপনার অনুমতি দেওয়া ছাড়া মোবাইলের গ্যালারি খুলতে পারবে না। যার ফলে ফোনের সমস্ত ছবি, ভিডিও থেকে শুরু করে সকল প্রকার অ্যাপস সংরক্ষিত থাকবে।

আপনার পছন্দমত একটি অ্যাপ লক সফটওয়্যার মোবাইলে ইন্সটল করে, ব্যবহার করা শুরু করতে পারবেন। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছে, তারা অ্যান্ড্রয়েড মোবাইলে কোন ধরনের অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করবে কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে তাদের সুবিধার্থে কিছু অ্যাপস লক সফটওয়্যার এর তালিকা উল্লেখ করে দিয়েছি।

Leave a Comment