বর্তমান সময়ে ইন্টারনেট এর দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউবে এমন কোন বিষয় নাই যা সার্চ করলে পাওয়া যায় না। আপনি দৈনন্দিন জীবনে কোন সমস্যার সমাধান জানতে চাইলে সরাসরি ইউটিউবে সার্চ করে তার সমাধান পেয়ে যাবেন। তবে আমাদের মধ্যে যারা ইউটিউব ভিডিও দেখতে আগ্রহী বা ইউটিউব ভিডিও দেখতে পছন্দ করে তারা অনেক সময় ভালো লাগার মতো ভিডিও গুলো এমবি খরচ না করে পরবর্তী সময়ে মোবাইলের গ্যালারিতে সেভ করে দেখতে চান।
কিন্তু সঠিক নিয়ম না জানার ফলে অনেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারে না। তাই আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানাব, ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। আপনি যদি সঠিক ভাবে যে কোন প্রয়োজনীয় ও পছন্দ এর ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে চান। তাহলে আমাদের দেওয়া পোস্ট শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
ইউটিউবের নাম আমরা কে না শুনেছি। বিশ্বের সর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং ও আপলোডিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, যার ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ২.৪ বিলিয়ন ছাড়িয়ে গেছে। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে ইউটিউবের ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে প্রায় ৫ বিলিয়ন ইউটিউব ভিডিও দেখে। বুঝতেই পারছেন সংখ্যাটি কত বড়। ইউটিউবের এই জনপ্রিয়তার ঢেউ থেকে বাদ যায়নি আমাদের বাংলাদেশও।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে ফেসবুকের পরেই রয়েছে ইউটিউব। আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও দেখতে গিয়ে সেগুলোকে ফোনে বা পিসিতে ডাউনলোড করতে চাই। কিন্তু ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোনো বৈধ উপায় নেই।
ফলে আমাদেরকে অনেক সময় বেকায়দায় পড়তে হয়। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমেই আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করার এ টু জেড জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম কিন্তু অনেক সহজ। কয়েকটি ধাপ ফলো করলেই আপনারা নিজেদের পছন্দমতো ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন৷ যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোডার ইউটিউব নিজে প্রোভাইড করেনা, তাই আমরা কয়েকটি অথেন্টিক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস এর সাহায্য নেবো। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার হচ্ছেঃ
- Vidmate
- YT3 Downloader
- Snaptube
- Tubemate
- KeepVid
- InsTube
- Freemake Video Downloader
- Gihosoft TubeGet
- 4K Video Downloader
এগুলোকে ইউটিউব ডাউনলোড সফটওয়্যার বা ইউটিউব ডাউনলোডার ও বলেন অনেকে। এগুলোর সাহায্যে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব এমনকি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। তাই যাদের ল্যাপটপ নেই এবং যারা মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান, তাদের চিন্তার কোনো কারণ নেই। আবার অনেক ওয়েবসাইটও রয়েছে যেগুলো থেকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। চলুন তাহলে জেনে নেয়া যাক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে।
- Vidmate
যারা মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান, তাদের জন্য এই Vidmate সফটওয়্যারটি একদম সেরা। এই সফটওয়্যার টি একদম বিনামূল্যে ব্যবহার করা যায়।
এবং ইউটিউব সহ অন্যান্য অনেক প্লাটফর্ম থেকে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। তাই ইউটিউব ডাউনলোড সফটওয়্যার হিসেবে সফটওয়্যারটিকে আমি দশের মধ্যে দশ দেবো।
- YT3 Downloader
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড সফটওয়্যার হিসেবে এই অ্যাপটি খুবই ফেমাস। ছোট্ট এই সফটওয়্যারটি অত্যন্ত পাওয়ারফুল। এ কারণে আপনারা খুব কম সময়ের মধ্যে নিজেদের পছন্দমতো কোয়ালিটি অনুযায়ী এই ওয়েবসাইটে থেকে আপনার যেকোন ডিভাউসে ইউটিউব ভিডিও কোয়ালিটি ভেদে ডাউনলোড করতে পারবেন।
- Snaptube
এখন আমি আপনাদেরকে এমন একটি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে বলব যেটি তুলনামূলক নতুন হলেও অত্যন্ত শক্তিশালী একটি সফটওয়্যার। এটির নাম হলো Snaptube.
এই ভিডিও ডাউনলোড করার apps টির সুবিধা হচ্ছে এটি ব্যবহার করে আপনি নিজের পছন্দমত ভিডিও কোয়ালিটি সিলেক্ট করার পর সেই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটির একটি অসুবিধা সেটি হল এটি শুধুমাত্র এন্ড্রয়েড ফোনে সাপোর্ট করে।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে বর্তমানে Snaptube মোবাইল এপসটি বেশ জনপ্রিয় হয়েছে। সারাবিশ্বেই অনেক ব্যবহারকারী এন্ড্রয়েড মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এটি ব্যবহার করছেন।
Snaptube এপসটির মাধ্যমে 144p থেকে শুরু করে সর্বোচ 4K কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করা যায়। এক্ষেত্রে নতুন কোনো সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন হয়না। এছাড়াও এই এপসটির মাধ্যমে ইউটিউব থেকে ভিডিওর পরিবর্তে MP3 তে কনভার্ট করেও ডাউনলোড করা যায়।
এপসটি প্লে স্টোরে পাওয়া যাবেনা। এটি ডাউনলোড করার জন্য থার্ড পার্টি এপস মার্কেটে খোঁজ করতে হবে।
- Tubemate
যারা ইউটিউব ডাউনলোড সফটওয়্যার সম্পর্কে জানার পাশাপাশি কিভাবে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় সেটি জানতে চান, তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত কার্যকরী। এই ইউটিউব ভিডিও ডাউনলোডার এর সাহায্যে আপনারা নিজের পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারেন৷
আমরা হয়তো ইতোমধ্যে জেনে গেছি যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা বৈধ উপায়ে সম্ভব নয়। একারনে আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি তারা প্লে-স্টোর গিয়ে থেকে আপনি এমন কোনো এপস পাবো না যেগুলো দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এটির মূল কারন হচ্ছে ইউটিউব গুগলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং গুগল কোনোভাবেই চাইবেনা তার স্টোরে ইউটিউব ভিডিও নামানোর মত কোনো অবৈধ এপস থাকুক।
তবে অন্য কিছু উপায়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এন্ড্রয়েড এপস নামানো যায়। এন্ড্রয়েডে সহজে ইউটিউব ভিডিও নামানোর জন্য সব থেকে জনপ্রিয় এপস হলো TubeMate!
টিউবমেটের সাহায্যে চাইলে আপনি একাধারে পুরো প্লেলিস্ট এর সকল ভিডিও নামাতে পারবেন। তাছাড়া Tubemate এপসের সাহায্যে আপনি ইউটিউবের ভিডিওকে mp3 ফরম্যাটে converter ও করতে পারবেন। তবে Tubemate এর সাহায্যে সাধারণত এইচডি রেজুলেশনের ভিডিও নামানো যায়না। এই ভিডিও গুলো ডাউনলোড করতে হলে আপনাকে ঐ কোম্পানিরই অন্য একটা সফটওয়্যার ইন্সটল দিতে হবে।
- KeepVid
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে keepVid এপস৷ এই এপসটি ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র ইউটিউব নয়, ভিডিও হোস্টিং সার্পোট করে এরকম প্রায় ২৮টি ওয়েবসাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।
KeepVid এর ওয়েবসাইট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাইলে আপনাকে শুধু ডাউনলোড বক্সে আপনার কাঙ্খিত ইউটিউব লিংকটি কপিপেস্ট করতে হবে। এরপর আপনাকে ভিডিওর resolution এবং অডিওয়ের কোয়ালিটি বাছাই করার অপশন দেওয়া হবে। আপনার পছন্দ মতো অপশন গুলো বেছে নিয়ে সিলেক্ট করে দিলেই আপনি কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড শুরু করে দিতে পারেন।
KeepVid এর ওয়েবসাইটের পাশাপাশি এদের একটি ডেক্সটপ সফটওয়্যারও রয়েছে। যার নাম KeepVid Pro, এছাড়াও তাদের অ্যান্ড্রয়েড এপআ এবং বিভিন্ন ব্রাউজারের জন্য ব্রাউজার এক্সটেনশন রয়েছে। অর্থাৎ যেকোনো ধরনের ডিভাইস ব্যবহার করে আপনি KeepVid এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- InsTube
InsTube হচ্ছে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য দারুণ একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার। এই ভিডিও ডাউনলোড সফটওয়্যার দিয়ে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা পসিবল।
- Freemake Video Downloader
এই সফটওয়্যারটিও বর্তমানে প্রচুর পরিমাণে জনপ্রিয়। এর ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৯৩ মিলিয়ন এর বেশি। আপনি ইউটিউবের যেকোনো ভিডিও এক সাহায্যে ডাউনলোড করতে পারবেন। এটা কম্পিউটারের সফটওয়্যার, তাই যারা কম্পিউটারের মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুঁজছেন, তারা এটি ব্যবহার করতে পারেন।
- Gihosoft TubeGet
আপনি যদি উপরে দেখানো উপায় বদলে অন্য একটি বেছে নিতে চান তবে, আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করার কথা বলব। এই সফটওয়্যারটিও বর্তমানে প্রচুর জনপ্রিয়। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনার শুধুমাত্র ইন্টারনেট সংযোগ এর দরকার। বাকিটা খুবই সহজ।
- 4K Video Downloader
সাবটাইটেল সহ আপনার পছন্দের ভিডিও গুলোকে ডাউনলোড এবং পিসিতে স্টোর করে নিতে পারবেন। এই এপসটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো আপনার সাবসক্রাইব করা কোনো ইউটিউব চ্যানেলের সকল ভিডিও এটির সাহায্যে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই ডাউনলোড করে নেওয়া যায়।
ইউটিউব ছাড়াও এই এপসটি ব্যবহার করে আপনি ভিমিও, ফেসবুক সহ আরো বেশ কিছু সাইট থেকে পছন্দের ভিডিও গুলোকে ডাউনলোড করে নিতে পারবেন।
উক্ত মাধ্যমগুলো ব্যবহার করে আপনি ইউটিউব ছাড়াও ফেসবুক থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাই শিক্ষামূলক ভিডিও যদি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে চান তবে আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার পছন্দের ব্রাউজারে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন এড অনসকে ইন্সটল করে নিতে পারেন।
মোবাইলের জন্য বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি তারা জেনে থাকবেন যে প্লে-স্টোর থেকে আপনি এমন কোনো অ্যাপস পাবেন না যেগুলো দিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন। তাই আপনি অন্য বাইরের অ্যাপস ব্যবহার করতে পারেন তার জন্য।
আধুনিক এই যুগে নিজেকে এগিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। ইউটিউব শুধু নিজেকে এন্টারটেইন করবার জায়গা নয়। আপনি ইউটিউব থেকে পেতে পারেন নতুন নতুন তথ্য, নতুন আবিষ্কার, শিক্ষণীয় অনেক ভিডিও। তাই বর্তমান সময়ে নিজেকে আপডেট রাখতে প্রযুক্তির সৎ ব্যবহার করুন। নিচে কয়েকটি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার আরও কিছু সফটওয়্যার এর নাম দেয়া হলো:
- YTD Video Downloader
- YouTubeByClick
- Any Video Converter
- DLNow Video Downloader
- Softorino YouTube Converter
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে অনলাইন থেকে সরাসরি প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করতে পারেন। এতে আপনাকে কোন কষ্ট করে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না।
- VDYouTub
- Save-Video
- Youtube Monkey Downloader
- SaveFrom.net
- TubeNinja
- ConvertToAudio.com
- ClipConverter.cc
- VIDFB.com
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার apps
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক অ্যাপস রয়েছে আপনি চাইলে সেই অ্যাপসগুলোর মাধ্যমে মোবাইলে অথবা কম্পিউটারে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম জানলে ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার বা apps এর তালিকা নিজে দেওয়া হলোঃ
মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার apps:
- Vidmate
- All video downloader
- All social video downloader
- Video downloader
- Tube video downloader
- Video Music downloader
- All video downloader master
- Shorty video saver
- 1DM: browser & video downloader
ল্যাপটপ অথবা ডেক্সটপে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপস হচ্ছেঃ
- YTD video downloader
- Videoder
- aTube Catcher
- Winx YouTube Downloader
- Easeus video Downloader
- Macx YouTube downloader software
- itubeGo
- SSYouTube
ইউটিউব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও ডাউনলোড করে যেকোনো সময় ব্যবহার করা যায় এরকম সুবিধা ও ইউটিউব দিয়ে থাকেন। কিন্তু একেবারে ভিডিও ডাউনলোড করে নিজের ফোনের অথবা কম্পিউটারের স্টোরেজে রাখা যায় না।
মোবাইলে সবচাইতে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায় অ্যাপ এর মাধ্যমে। অন্যদিকে কম্পিউটার অথবা ল্যাপটপে ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ উপায় ওয়েবসাইট এর মাধ্যমে। তবে আপনি চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারেন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম অনেক সোজা। আপনি ইউটিউব থেকে যে অ্যাপস এর মাধ্যমে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন তার একটি তালিকা নিজে দেওয়া হলঃ
- SaveFrom
- Vidmate
- All video downloader
- Airy
- Snaptube
- 4k video downloader
- Y2mate
- Newpipe
- VideoProc
- Instube
- Atube Catcher
- Freemake video converter
- Bit downloader
- Snap downloader
- Pure tuber
- Allavsoft
- ClipGrab
- Tubemate
উল্লিখিত অ্যাপসের মাধ্যমে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে। এগুলোর যেকোন একটি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর ইউটিউবের ভিডিও ডাউনলোড লিংক কপি করে অ্যাপস এর মধ্যে পেস্ট করুন। এরপর সেখান থেকে ডাউনলোড করে নিন খুব সহজেই। প্রিয় পাঠক আশা করি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
মোবাইলে, ল্যাপটপে, অথবা ডেক্সটপ কম্পিউটারে, সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয় তার একটি তালিকা নিচে দেওয়া হলঃ
- Savefrom.net
- Share-tube.eu
- Savevideo.com
- Videograbber.net
- Catchvideo.net
- Converto.io
- Clipconverter.cc
- Savethevideo.net
এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। যেকোন একটি ওয়েবসাইটে প্রবেশ করে ইউটিউব ভিডিওর লিংক কপি করে এই ওয়েবসাইটে এসে সার্চ করুন। তাহলেই ডাউনলোড অপশন দেখবেন সেখান থেকে ডাউনলোড করুন।
এই ভিডিও ডাউনলোড সফটওয়্যার কাজে লাগিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম হচ্ছে প্রথমেই এই সফটওয়্যার গুলো অথেন্টিক সোর্স থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর সার্চ দিয়ে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটা খুঁজে বের করুন।
এরপরে ভিডিওটির পাশে ডাউনলোড অপশন দেখতে পাবেন। তারপর নিজের পছন্দমত কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করে ফেলুন নিজের পছন্দের ইউটিউব ভিডিওটি। এভাবেই ইউটিউব ডাউনলোড সফটওয়্যার কাজে লাগিয়ে আপনারা মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে সক্ষম হবেন৷ এবার আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেই।
আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার হিসেবে অনেকগুলো সফটওয়্যার এর লিঙ্ক দেখতে পাবেন। তবে আমার পরামর্শ থাকবে এসব লিংকে সাথে সাথে ক্লিক না করে আগে এগুলোর অথেন্টিসিটি নিয়ে একটু রিসার্চ করে নিন।
কারণ হতেই পারে আপনি ইউটিউব ডাউনলোডার লেখা দেখে একটি সফটওয়্যার ইন্সটল করলেন ঠিকই, কিন্তু সেই সফটওয়্যারে ভাইরাস থাকার কারণে আপনার মোবাইলের কোন ক্ষতি হয়ে গেল। এটি যেন না হয় সেজন্য সব সময় অথেন্টিক সোর্স থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড সফটওয়্যার ইন্সটল করুন। আবার চাইলে আমাদের এই লেখাতে থাকা লিংকটিতে ক্লিক করেও এই সফটওয়্যার গুলো ইন্সটল করে নিতে পারেন।
আবার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের জন্য অনেকেই বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের উপর নির্ভর করে থাকে। ভিডিও ডাউনলোড করার আরো বেশ কিছু পদ্ধতি থাকলেও এই সফটওয়্যার বা এপস গুলোর উপরেই বেশিরভাগ মানুষ নির্ভর করতে পছন্দ করেন।
সাধারণত এসকল সফটওয়্যারে আপনি যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান সেটার URL কপিপেস্ট করে সরাসরি ভিডিওটির সর্বোচ্চ কোয়ালিটিকে সিলেক্ট করতে হয়। এরপর সাধারণত সফটওয়্যারগুলো ভিডিওটিকে mp4 ফরমেটে ডাউনলোড করবে এবং আপনার মোবাইল বা পিসিতে সংরক্ষন করে রাখবে।
[ss_social_share align=”stretched” shape=”rounded” size=”small” labels=”label” spacing=”1″ hide_on_mobile=”0″ total=”0″ all_networks=”1″]
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কি বৈধ
ইউটিউব এর টার্মস অফ কন্ডিশন বা শর্তাবলিতে প্রদত্ত তথ্য অনুসারে, “ইউটিউব প্ল্যাটফর্মে থাকা সকল কনটেন্টের কোনো অনুলিপি, পুনরুৎপাদন, বিতরণ, প্রেরণ, সম্প্রচার, প্রদর্শন, বিক্রয় সমূহ লাইসেন্স বা অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।”
এটির মানে হলো ইউটিউবের অফিসিয়াল এড্রয়েড এপ, আইফোন (আইওএস) এপ ও পিসিতে দেখার ব্রাউজার সিস্টেম ছাড়া অন্য কোনো মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা গুগল পছন্দ করে না। যদিও অন্য কোনো থার্ড-পার্টি এপ ব্যবহার করেও ইউটিউব ভিডিও দেখা সম্ভব। অর্থাৎ থার্ড পার্টি এপসের মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা ইউটিউবের শর্ত অনুযায়ী বৈধ নয়।
ইউটিউব থেকে কি বৈধভাবে ভিডিও ডাউনলোড করা যায়
ইউটিউব এর অ্যান্ড্রয়েড ও আইওএস এপ থেকে সরাসরি ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এক্ষেত্রে ভিডিও চালানোর সময় আপনি ইউটিউব এপেই ভিডিওর নিচে ডেসক্রিপশন এর উপরে একটি Download বাটন দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই সহজে ভিডিও ডাউনলোড করা যাবে৷ তবে সমস্যা হচ্ছে, ডাউনলোড করা ভিডিওটি শুধুমাত্র ইউটিউব এপের মধ্যেই চলবে। তবে এক্ষেত্রে সুবিধাটি হচ্ছে পরবর্তীতে ভিডিওটি দেখতে কোনো ইন্টারনেট কানেকশনের দরকার হবেনা।
লেখকের শেষ মতামত
উক্ত মাধ্যমগুলো ব্যবহার করে আপনি ইউটিউব ছাড়াও ফেসবুক থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাই শিক্ষামূলক ভিডিও যদি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে চান তবে আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন।
ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার পছন্দের ব্রাউজারে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন এড অনসকে ইন্সটল করে নিতে পারেন। মোবাইলের জন্য বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি তারা জেনে থাকবেন যে প্লে-স্টোর থেকে আপনি এমন কোনো অ্যাপস পাবেন না যেগুলো দিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।
তাই আপনি অন্য বাইরের অ্যাপস ব্যবহার করতে পারেন তার জন্য। তো বন্ধুরা আমাদের এই পোস্ট থেকে আপনি জেনে নিতে পারলেন ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়। আপনি যদি আমাদের উক্ত আলোচনা মনযোগ দিয়ে অনুসরণ করেন। তাহলে আলাদা আলাদা ভাবে যেকোন ডিভাইস থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।