ফিলমেট 400 ট্যাবলেট (Filmet 400 Tablet) একটি ওষুধ, যা মূলত অ্যামিবা সংক্রমণ, পরজীবীজনিত রোগ, এবং বিষাক্ত ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি নাইট্রোইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ, যার সক্রিয় উপাদান মেট্রোনিডাজল। এই ওষুধটি শরীরে জীবাণুদের প্রভাব হ্রাস করে এবং সংক্রমণ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ওষুধের উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল, আর এই উপাদানের জন্যই এই ওষুধের এত কার্যকারিতা। তবে সাধারণভাবে এটি এন্টিবায়োটিক এবং এন্টিপ্রোটোজোয়াল ওষুধ হিসেবে কাজ করে। যেহেতু এটি এন্টিবায়োটিক হিসেবে কাজ করে তাই যে কোন ধরনের ব্যাথা খুব তৎক্ষণাৎ ভালো করতে পারে এই ওষুধটি।
এটি বিশেষ করে দাঁতে ইনফেকশন হয় কিংবা দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা নিরাময়ের ক্ষেত্রে বেশিই ব্যবহার হয়ে থাকে। যারা দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সমাধান চাচ্ছেন তারা এই filmet 400 ট্যাবলেট সঠিক নিয়মে সেবন করতে পারেন। কেননা এটি এই সমস্যার ক্ষেত্রে উপকারি ভূমিকা রাখে।
আপনারা অনেকেই হয়তো এই মেডিসিন সম্পর্কে ভালোমতো জানেন না। এজন্য আপনাদের সুবিধার কথা ভেবে আমি আজকের আর্টিকেলে এই দাতের উপকারী ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সাজানোর করার চেষ্টা করেছি। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা filmet 400 কেন খায় সেই সম্পর্কে জানবো।
filmet 400 কেন খায়
এই ওষুধ আপনি কেন খাবেন সেটা জেনে নেওয়াটা অত্যান্ত জরুরি। সাধারনত এই ওষুধটি নানান ধরণের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাদের পেটের সমস্যা রয়েছে এবং যাদের দাঁতের সমস্যা পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
দাঁতের তীব্র সংক্রমণ নিরাময়ে এই ওষুধটি অনেক বেশি কার্যকরী। তবে এছাড়াও অস্ত্র পাচারের পরবর্তী সময়ে এটি চিকিৎসার ক্ষেত্রে প্রদান করে থাকে।
filmet 400 এর কাজ কি
এ Filmet 400 হলো একটি ট্যাবলেট জাতীয় ঔষধ যা প্রধানত পাকস্থলীর সমস্যা জনিত কারনে ব্যবহার করা হয়ে থাকে। এ ঔষধটি পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে কাজ করে থাকে। যা পেটের জ্বালা এবং অস্বস্তি কমাতে দারুন ভাবে কার্যকরী হয়ে থাকে। তীব্র গ্যাস্ট্রিক বা আলসারের চিকিৎসায় এই ঔষধটির ব্যবহার বেশ লক্ষ্যণীয়।
ফিলমেট ৪০০ ওষুধটি mUlot মেট্রোনিডাজল (Metronidazole) গ্রুপের অন্তর্ভুক্ত। এই ওষুধের বেশ কয়েক ধরণের কার্যকারিতা রয়েছে। যা সঠিক নিয়মে গ্রহণ করার ফলে যেকোনো রোগ খুব দ্রুত দূর হয়ে যায়। এই Filmet 400 কিসের ঔষধ বা ফিলমেট কিসের কাজ করে তা অনেকের জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এই ওষুধ আমাদের শরীরের বিভিন্ন উপকারের আসে যেমনঃ
- কাটা স্থান দ্রুত শুকায়
- ব্যাকটেরিয়ারোধ করে
- দাঁতের ইনফেকশন বোধ করে
- দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করে
- আলসারেটিভ কোলাইটিস
- ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো করে
- পুরুষের গনোরিয়া রোগ ভালো করে
- সাদা স্রাব ভালো করে
- ইউরিন এর সমস্যা ভালো করে
এই ওষুধটি মূলত উল্লিখিত রোগ কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। Filmet 400 এর কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন এটি আমাদের দেহের বিভিন্ন সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমনঃ
- ব্যকটেরেমিয়া,
- পেরিট্রোনাইটিস,
- পেলভিক অ্যাবসেস
- প্রোটোজোয়া চিকিৎসা
- সেফটিসেমিয়া ইত্যাদি।
এখানে সেফটিসেমিয়া হচ্ছে এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত একটি সমস্যা। এটি এ্যামেবিয়াসিস রোগের লক্ষণ বিহীন বহনকারী হিসেবে ব্যবহার হয়ে থাকে। জিনজিভাইটিস ও জিয়ারডিয়াসিস প্রবল আলসারটিভ, এক্ষেত্রেও এই ওষুধ অনেক ভালো কাজ করে থাকে।
Filmet 400 এর উপকারিতা
ফিলমেট ৪০০ একটি জনপ্রিয় ঔষুধ, এটি সাধারণত বিভিন্ন ধরণের সংক্রমণ এবং ব্যথা জনিত চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ঔষধটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে।
এর কয়েকটি উপকারিতা নিম্নে তুলে ধরা হলো:
- এটি প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে খুবই কার্যকরী একটি ট্যাবলেট।
- পাকস্থলী জনিত সমস্যা এবং আলসার উপশম করতে এ ঔষধটি দ্রুত কার্যকরী হয়।
- দাঁতের মাড়িতে সংক্রমণজনিত ব্যথা কমাতে এ ঔষধটি সাহায্য করে থাকে।
- এটি আমাদের ত্বকের বিভিন্ন সংক্রমণ এবং ব্যথা কমাতে বেশ কার্যকরী।
- কোনো কোনো সময় চুল পরা রোধ করতে এ ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে।
- হজম প্রক্রিয়া স্বাভাবিক করতে ফিলমেট ৪০০ সেবন করা হয়ে থাকে।
- ফিলমেট ৪০০ এর উল্লেখিত উপকারীতা গুলো পেতে অবশ্যই এ ঔষধটি নিয়ম অনুযায়ী সেবন করতে হবে।
ফিলমেট 400 ট্যাবলেটের ব্যবহার
এই ওষুধটি মূলত বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। নিচে এর প্রধান ব্যবহার উল্লেখ করা হলো:
- অ্যামিবায়াসিস বা আমাশয় চিকিৎসায়
ফিলমেট 400 ট্যাবলেট অ্যামিবা সংক্রমণ (যেমন: ডায়াসেন্ট্রি বা রক্তমিশ্রিত আমাশয়) নিরাময়ে কার্যকর। এটি আন্ত্রিক এবং যকৃতজনিত অ্যামিবিক সংক্রমণ দূর করে।
- জিয়ার্ডিয়াসিসের চিকিৎসায়
জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া নামক পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণ নিরাময়ে ফিলমেট 400 অত্যন্ত কার্যকর। এটি পরজীবীদের বৃদ্ধি এবং কার্যক্রম বন্ধ করে।
- ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
ফিলমেট 400 ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ, যেমন:
- ডেন্টাল ইনফেকশন
- জেনিটাল ইনফেকশন
- পেটের সংক্রমণ
- নিরাময়ে সাহায্য করে।
- পোস্ট-অপারেটিভ সংক্রমণ প্রতিরোধে
- অস্ত্রোপচারের পর শরীরে যে ধরনের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে, সেগুলো প্রতিরোধে এটি ব্যবহৃত হয়।
- পেপটিক আলসার হেলিকোব্যাক্টার পাইলোরি দূর করতে
- এই ওষুধটি পাকস্থলীর হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
Filmet 400 খাওয়ার নিয়ম
আপনি যদি নিয়ম অনুসারে ওষুধ সেবন না করেন তাহলে সারা জীবন যদি ওষুধ খেয়ে যান তাহলে কোন ধরনের কার্যকারিতা কি উপকারিতা লক্ষ্য করতে পারবেন না। এজন্য ওষুধ খাওয়ার নিয়ম অনেক গুরুত্বপূর্ণ। ফিলমেট ৪০০ এর ডোজ নির্ধারণ করা হয় মূলত রোগীর শারিরীক অবস্থার উপর ভিত্তি করে।
তাই এই ঔষধটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি। তবে ফিলমেট ৪০০ ব্যবহারে চিকিৎসকরা সাধারণত যে নির্দেশনা গুলো দিয়ে থাকে তা নিচে তুলে ধরা হলো।
- প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩ টি ট্যাবলেট তিন বেলা সেবন করতে হবে,এটি ব্যবহারের সর্বোচ্চ সময়কাল ৭ দিন।
- ৭ – ১০ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ২টি ট্যাবলেট সেবন করাতে হবে।
- ৩ – ৭ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ১টি ট্যাবলেট দিনে দু’বার সেবন করাতে হবে।
- ১ – ৩ বছরের বাচ্চাদের জন্য ১টি ট্যাবলেট দিনে ৩ বেলা সেবন করাতে হবে।
- ১ বছরের কম বয়সী বাচ্চাদের ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- চিকিৎসার ধরন ও রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ডোজ পরিবর্তিত হতে পারে।
বিশেষ সতর্কতা:
- নির্ধারিত কোর্স শেষ না করে ওষুধ সেবন বন্ধ করবেন না, কারণ সংক্রমণ পুনরায় হতে পারে।
- তবে এখানে আমরা প্রচলিত সাধারন সেবন মাত্রা অনুযায়ী একজন ব্যক্তি গ্রহণ করার নিয়ম উল্লেখ করেছি। আপনার দেহে অবস্থা বা কন্ডিশন মোতাবেক ওষুধ এর প্রতিক্রিয়া আলাদা দেখা দিতে পারে।
- সুস্থ থাকতে সাধারণ অবস্থায় উল্লেখিত এ নিয়ম অনুযায়ী ফিলমেট ৪০০ সেবন করতে পারেন। তবে গুরুতর চিকিৎসায় এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তবে সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে এ ধরনের ঔষধ গুলো সেবন করা। কারণ শুধুমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসা কি আপনার জন্য সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন। যেহেতু চিকিৎসকেরা রোগীর শারীরিক পরিস্থিতি এবং রোগের ধরন বিবেচনা করে বিভিন্ন যন্ত্রাংশের দ্বারা তাই তাদের নির্দেশনা ব্যতীত ওষুধ সেবন করা উচিত নয়।
Filmet 400 কি এন্টিবায়োটিক
filmet 400 কি এন্টিবায়োটিক ওষুধ? আপনারা অনেকেই প্রায় প্রতিনিয়ত এই প্রশ্ন করে থাকেন। এর উত্তর হচ্ছে হ্যাঁ , এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তাই এ ঔষুধ গ্রহণ সেবন করার আগে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে।
অ্যান্টিবায়োটিক ঔষধ এর বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই ডাক্তারের পরামর্শ ব্যতিত কোন ভাবে এই ঔষধ গ্রহণ করা কখনোই উচিত নয় । ফিলমেট 400 মিলি গ্রাম হলো অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধের ইমিডাজল শ্রেণী গুলোর সদস্য এবং এটি একটি অ্যান্টিপ্রোটোজোয়াল (Antiprotozoal) এজেন্ট হিসাবে থেরাপিউটিক (therapeutic) ভাবে শ্রেণীবদ্ধ করে থাকে।
এই ওষুধ মূলত ৫ নাইট্রো গ্রুপ এর বিপাকীয় ভাবে কমে যেতে থাকে ৷ এই ওষুধ যেহেতু একটি এন্টিবায়োটিক টাইপের তাই গ্রহনের ফলে উপরক্ত ক্ষতিকর প্রভাবগুলি দেখা দিতে পারে কেননা সাধারনভাবে যেকোন এন্টিবায়োটিক খাওয়ার জন্য এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাই আমাদের সকলেরই উচিত যেকোনও মেডিসিন গ্রহনের আগে ডাক্তারের নিকট পরামর্শ নেয়া।
filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ঔষুধটি ব্যবহারের আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আসুন filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে নেই।
এর পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ নিম্নে তুলে ধরা হলো:
- মাথা ব্যথা করা ও মাথা ঘোরানো।
- ত্বকে ফুসকুড়ি পরা ও চুলকানি হওয়া।
- রক্তে পরিবর্তন যেমন: রক্তে শ্বেতকণিকার মাত্রা কমা।
- দীর্ঘস্থায়ী ব্যবহারের ফলে প্রস্রাবের রঙ হলুদ হওয়া।
- লিভারের কার্যক্ষমতা হ্রাস পাওয়া।
- ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া।
- খাবার গ্রহনে অনীহা দেখা দেওয়া।
- মুখের রুচি কমে যাওয়া ইত্যাদি।
Filmet 400 এর দাম কত
filmet 400 ওষুধটি আমাদের দেহের একটি কার্যকরী স্বাস্থ্যকর ঔষধ হিসেবে পরিচিত। এটি মেট্রোনিডাজল (Metronidazole) সংমিশ্রণ সমৃদ্ধির জন্য প্রযোজ্য। এবং এই ওষুধটি মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে থাকে।
এই ট্যাবলেটের এক পাতায় দশটি ট্যাবলেট থাকে আর দশটি ট্যাবলেটের দাম মাত্র ১৭ টাকা। আপনি যেকোন ফার্মেসি থেকে খুব অনায়াসে এই ঔষধটি ক্রয় করতে পারবেন কারণ এই ওষুধটি বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রতিকার প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল এর তৈরি কৃত।
তাই এখন প্রতিটি অঞ্চলে এই কোম্পানির ঔষধ পাওয়া যায়। তবে যেকোন ঔষধ কেনার আগে আপনাকে অবশ্যই ঔষধের মেয়াদ রয়েছে কিনা তা ভালোমতো যাচাই করা।
কারণ বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ীরা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে থাকে। তাই আমাদের এ বিষয়ে নজরদারি রাখাটা জরুরি। সবশেষে বলব যে, ওষুধ নিয়ে কোনোরকম হেয়ালি করলে হিতে বিপরীত হতে পারে। আশা করছি পুরো বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।
ফিলমেট 400 ট্যাবলেট ব্যবহারের সতর্কতা
এই ওষুধ ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ:
- অ্যালার্জি: মেট্রোনিডাজল বা এর যেকোনো উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না।
- গর্ভাবস্থা ও স্তন্যদান: গর্ভবতী এবং মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না।
- অ্যালকোহল এড়িয়ে চলুন: ফিলমেট 400 গ্রহণের সময় অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন, কারণ এটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
- কিডনি বা লিভারের সমস্যা: এই ধরনের স্বাস্থ্য সমস্যায় ওষুধটি গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিন।
লেখকের শেষ মতামত
ফিলমেট 400 ট্যাবলেট সংক্রমণ নিরাময়ে একটি কার্যকর ওষুধ, যা ব্যাকটেরিয়া এবং পরজীবীজনিত রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে, এটি সঠিক ডোজে এবং সঠিক নির্দেশনায় ব্যবহার করাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে সহায়ক।কোনো অসুস্থতায় এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং ওষুধ সঠিকভাবে ব্যবহার করুন। সতর্কতার সঙ্গে সেবনে এটি আপনার সংক্রমণ থেকে মুক্তি নিশ্চিত করতে পারে।
তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যে কোন ধরনের মেডিসিন সেবন করবেন সেই মেডিসিন এর ভালো মন্দ বুঝে তারপরে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিবেন। এরপরে এই মেডিসিন সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে আশা করা যায় এর সঠিক কার্যকারিতা উপভোগ করা সম্ভব হবে।
এই ছিল আজকের filmet 400 এর কাজ কি – Filmet 400 খাওয়ার নিয়ম সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে filmet 400 এর কাজ কি তাজানতে পেরেছেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও filmet 400 এর কাজ কি সেই সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।