আজকে বেটনোভেট সি ক্রিম এর কাজ কি ও বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো আপনি আপনারা কি বেটনোভেট সি ক্রিম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়ে আমাদের এই আর্টিকেলে এসেছেন? তাহলে এই আর্টিকেলটি যদি আপনারা অবহেলা না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েন। তাহলে বেটনোভেট সি ক্রিম এর কাজ কি তা জনাওতে পারেবেন।
এর পাশাপাশি বেটনোভেট সি ক্রিম এর ব্যবহার, এর উপকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদিসহ আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
আমরা অনেকেই এই বেটনোভেট সি ক্রিম এর নাম শুনেছি। এই ক্রিমে রয়েছে বেটামেথাসোন নামক শক্তিশালী কর্টিকোস্টেরয়েড যা মূলত আমাদের দেহের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এজন্য এই ক্রিমের উপকারিতা পাওয়ার লক্ষ্যে আমরা অনেকেই এই বেটনোভেট সি ব্যবহার করে থাকি।
আপনারা অনেকেই এই বেটনোভেট সি ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। তাই আজকের আমরা এই ক্রিম সম্পর্কে আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যা জেনে উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আর রতিরিক্ত কথা না বাড়িয়ে মূল টপিকে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে বেটনোভেট সি কিসের ওষুধ সেই সম্পর্কে।
বেটনোভেট সি কিসের ওষুধ
আপনি কি জানেন বেটনোভেট সি ক্রিম কিসের ওষুধ অথবা আমাদের দেহের কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জেনে না থাকেন মনযোগ সহকাড়ে পড়ুন।
- ত্বকের প্রদাহ
- ত্বকের ফোলাভাব
- চুলকানি নিয়ন্ত্রণে
- ত্বকের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়
- ত্বকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে
- অন্যান্য ত্বকের অবস্থার জন্য ব্যবহৃত হয় ইত্যাদি।
যারা মূলত উপরের উল্লিখিত ত্বকের সমস্যায় প্রতিনিয়ত ভোগেন, তাদের ক্ষেত্রে এই বেটনোভেট সি ক্রিম খুবই উপকারি। এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বকের এ ধরণের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা
আপনি যখন কোন সমস্যা নিরাময়ের জন্য ক্রিম ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেই ক্রিমের উপকারিতা গুলো জেনে নিতে হবে। কারন এর উপকারিতা গুলো জানা থাকলে পরবর্তীতে ব্যবহারে সুবিধা হবে। এই ক্রিম আমাদের দেহের বাহ্যিক অংশে ব্যবহার হয়ে থাকে।
মেছতার দাগ দূর করতেঃ আজকাল নারী পুরুষ উভয়েই মেছতার পড়তে দেখা যায়। সাধারণত ত্বক অপরিষ্কার রাখা এবং দৈনন্দিন কাজে কর্মে ধুলোবালির কারণে ত্বকে মেছতা পড়ে। এই মেছতা দূর করতে আপনি ব্যবহার করতে পারেন বেটনোভেট সি ক্রিম।
ব্রণের দাগ কমাতেঃ আমাদের ত্বকে ব্রণের কারণে অনেক সময় দেখা যায় যে সেই ব্রণের স্থানে কালচে দাগ পড়ে যায়। এই কালো দাগ দূর করার জন্য বেটনোভেট সি ক্রিম কার্যকর ভূমিকা পালন করে।
সান ট্যান হ্রাস করেঃ বেটনোভেট সি ক্রিম নিয়মিত নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেবে এবং এর পাশাপাশি ত্বকের সান ট্যান কমাতে সাহায্য করবে।
ত্বকের পোরস ছোট করেঃ নিয়ম মেনে বেটনোভেট সি ক্রিম ব্যবহার করলে এটি আপনার ত্বকের পোরসের আকার ছোট করতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে।
ত্বক প্রাণবন্ত রাখেঃ সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে যে সমস্ত পরিবর্তন হয় তার মধ্যে বলিরেখা অন্যতম। এই বলিরেখা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে বেটনোভেট সি ক্রিম।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেঃ এই ক্রিমে ভিটামিন সি বিদ্যমান থাকায় ত্বকের হারানো গ্লো ফিরিয়ে আনে এবং এর পাশাপাশি ত্বক উজ্জ্বল করে ।
অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রভাবঃ এই ক্রিম ব্যবহার করার ফলে ত্বককে ক্ষতিকর এন্টিঅক্সিডেন্ট এর প্রভাব থেকে রক্ষা করে বিধায় ত্বক সুস্থ থাকে।
ত্বকের সুরক্ষায়ঃ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং দূষণ থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখতে আপনি আজ থেকেই ব্যবহার করুন বেটনোভেট সি ক্রিম। কারণ, এই ক্রিম ত্বককে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
রক্ত সঞ্চালন প্রক্রিয়াঃ আমাদের ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ত্বরান্বিত করতে দারুন কাজ করে বেটনোভেট সি ক্রিম। এর ফলে ত্বক উজ্জ্বল থাকে।
ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধেঃ ত্বকে যেকোনো ধরনের ফাংগাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর বেটনোভেট সি ক্রিম। বিশেষ করে তোকে দাদ, চুলকানি, এলার্জিজনিত সমস্যা ইত্যাদি দূর করতে ব্যবহার করতে পারেন এই ক্রিম।
ত্বকের তৈলাক্ততা কমাতেঃ যাদের ত্বক খুব বেশি পরিমানে তৈলাক্ত তাদের ক্ষেত্রে আপনি চাইলে এই বেটনাভেট সি ক্রিম ব্যবহার করতে পারেন কেননা এই ক্রিমটি ত্বকের তৈলাক্ত ভাব কমাতে খুব ভালো কাজ করে।
বেটনোভেট এন ক্রিম এর কাজ কি
বেটনোভেট সি ক্রিম ক্রন রোগ ও লেউকেমিয়া মাল্টিপল চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ক্রিমটি এলার্জি উপসর্গ ও সোরিয়াসিস যেমন ডার্মাটাইসিস রক্তের রোগ অ্যানজি, এডিমা রোগেও ব্যবহার করা হয়। এছাড়াও এটি আমাদের দেহের বিভিন্ন প্রকারের সমস্যার ব্যবহার করা যায়।
আবার যেসব মানুষের শরীরে প্রচূর পরিমাণে মুখে ব্রণ দেখা দেয় তাদের ক্ষেত্রেও এই ক্রিমটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আপনি জেনে আরো অবাক হবেন যে নিয়মিত বেটনোভেট সি ক্রিম ব্যবহারে এটি ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের আদ্রতা ঠিকঠাক বজায় রাখে। তবে দীর্ঘমেয়াদী মাত্রাতিরিক্ত পরিমাণে বেটনোভেট সি ক্রিম ব্যবহার আমাদের ত্বকের জন্য উপকারী নাও হতে পারে।
কারণ, এই ক্রিম দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং ত্বকে ব্রণের সমস্যা হতে পারে। এছাড়াও বেটনোভেট সি ক্রিম অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে এর সিস্টেমিক প্রভাব এর কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাই বলবো বেটনোভেট সি ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি একজন ডার্মাটোলজিস্ট এর সাথে পরামর্শ করে নিন।
বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি। সাধারনত বেটনোভেট-সি ক্রিম মোট দুটি প্রধান উপাদান, বেটামেথাসোন এবং ক্লিওকুইনল রয়েছে।
যা আমাদের ত্বকের নানান ধরণের লালভাব, ফোলাভাব এবং চুলকানি কমাতে সহায়তা করে। অপরদিকে ক্লিওকুইনল হচ্ছে মূলত এক ধরণের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যা দেহের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ভাবে সহায়তা করে তাকে।
যখন বেটনোভেট-সি ক্রিম আক্রান্ত স্থানে লাগানো হয় তখন প্রদাহ, চুলকানি এবং ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি কমাতে বেটামেথাসোন এবং ক্লিওকুইনল একসাথে কাজ করে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে জানতে পেরেছেন।
বেটনোভেট এন ক্রিম ব্যবহারের নিয়ম
বেটনোভেট সি ক্রিম নিয়ম মেনে ব্যবহার করলে আপনি থেকে সর্বাধিক উপকারিতা পেতে পারেন। তো চলুন জেনে নিই বেটনোভেট সি ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে-
বেটনোভের সি ক্রিম এমন একটি একটি ক্রিম যা শুধু ত্বকের বাইরে ব্যবহারযোগ্য। প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ভালোভাবে আক্রান্ত স্থান পরিষ্কার করে নিন। এরপর যেগুলো জায়গায় দাগ রয়েছে শুধুমাত্র সেসব জায়গায় এই ক্রিমটি লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।
আপনার আঙ্গুল দিয়ে সামান্য পরিমাণ ক্রিম নিয়ে ত্বকের ক্ষতস্থানে ভালো ভাবে লাগাতে হবে। এরপরে ক্রিমটি আক্রান্ত স্থানে আলতোভাবে মিশাতে হবে। তবে একটা বিষয়ে সচেতন থাকতে হবে সেটা হল খুব বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করবেন না কেননা অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
এছাড়া আপনি একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিম ব্যবহার করুন। কারণ আপনার দেহে দাগের ওপর নির্ভর করে ব্যবহার বাড়তে পারে। তাই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিবেন।
এই ক্রিম আমাদের সকলকেই সাবধান ও সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। এই ক্রিম চোখ কিংবা ছোট বাচ্চাদের চোখের নাগালে গেলে চোখের অনেক খারাপ প্রভাব ফেলতে পারে যার ফলে অনেক ক্ষতি করতে পারে।
বেটনোভেট সি ক্রিম কিভাবে ব্যবহার করব
১। প্রস্তুতি:
আপনি আপনার হাত সঠিকভাবে ধুয়েছেন কিনা তা ক্রিম ব্যবহার করার আগে নিশ্চিত করুন। এরপর আপনার দেহের যে ক্ষতিগ্রস্ত স্থান পরিষ্কার এবং শুষ্ক আছে কিনা তা ক্রিম লাগানোর আগে নিশ্চিত করুন।
২। ব্যবহারের নিয়ম:
একজন নিবন্ধিত ডাক্তারের নির্দেশণা মোতাবেক এই ক্রিমটি হালকা স্তর প্রয়োগ করে আক্রান্ত জায়গায় আলতো করে ম্যাসেজ করুন। ক্রিম লাগানো হয়ে গেলে আপনার হাত ভালো করে ধুয়ে নিন। এতে পরবর্তীতে হাত চোখে প্রবেশ করা থেকে রক্ষা পাবে।
ময়েশ্চারাইজিং লোশনের সাথে এই ক্রিম ব্যবহার করার সময়, সর্বোত্তম ফলাফল পেতে লোশন প্রয়োগ করার আগে ক্রিমটি সম্পূর্ণরূপে শোষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দিনে ১ বার বা ২ বার, পুরো আক্রান্ত স্থানটি ঢেকে রাখার জন্য যথেষ্ট ক্রিম লাগান। ত্বকে ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ক্রিমটি যেন কোনক্রমেই আপনার চোখ কিংবা মুখের ভেতর প্রবেশ না করে।
তবে সবচেয়ে উত্তম সময় হল রাতে ঘুমানোর আগে ক্রিমটি ব্যবহার করা। আপনার ত্বকে যে স্থানে ক্ষত রয়েছে সেখানেই এই ক্রিমটি ব্যবহার করবেন। এই ক্রিমটি ত্বকের সব স্থানে এলোমেলো ভাবে ব্যবহার করবেন না।
আরেকটি বিষয় হচ্ছে এই ক্রিম দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয়। এতে হিতের বিপরীত ফলাফল হতে পারে। এই ক্রিম ব্যবহারের সময় সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকুন। এর কারণ এই ক্রিম ব্যবহার করে সূর্যের আলোর সংস্পর্শে আসলে ত্বকের সমস্যা আরো বেড়ে যেতে পারে।
আরেকটি কথা না বললেই না বেটনোভেট সি ক্রিম ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। বিশেষ করে আপনার ত্বকে যদি আগে থেকেই কোন সমস্যা থাকে।
বেটনোভেট এন ক্রিম এর দাম কত
আপনারা অনেকেই বেটনোভেট সি ক্রিম এর দাম জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে আমরা এই ক্রিমের দাম কত সেটা জানানোর চেষ্টা করেছি। প্রতিটা ওষুধ বা ক্রিমেরই একটি নির্দিষ্ট মূল্য থাকে। ফার্মেসি থেকে এই ক্রিম প্রতি ২০ গ্রামের মূল্য ১৫০ থেকে ১৬০ টাকা নিতে পারে।
এই ক্রিমের দাম অনেক সময় জায়গা ভেদে পরিবর্তন হয়ে থাকে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি ক্রিম এর দাম কত তা জানতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।
বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া
বেটনোভেট সি ক্রিম যদিও ত্বকের জন্য উপকারী, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আপনার ত্বকের জন্য উপকারী নাও হতে পারে। কারণ, দীর্ঘমেয়াদী বেটনোভেট সি ক্রিম ব্যবহারের ফলে ত্বকে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। এবার চলুন বেটনোভেট সি ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন-
- ত্বক পাতলা হওয়া
- প্রসারিত চিহ্নের উপস্থিতি
- ত্বকের রঙের পরিবর্তন
- চুলের বৃদ্ধি বৃদ্ধি এবং
- ত্বকের নীচে রক্তনালীগুলির উপস্থিতি ইত্যাদি।
বেটনোভেট-সি ক্রিম দীর্ঘদিন ব্যবহারে:
- ওজন বৃদ্ধি
- মুখের গোলাকার
- স্থূলতা এবং
- ত্বক কুঁচকে যাওয়া ইত্যাদি।
এছাড়া আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় সেক্ষেত্রে বেটনোভেট সি ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকে ব্রণের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আবার পায়ের আশেপাশে একজিমা এই ক্রিম ব্যবহারে আপনার দেহে অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়তে পারে।
উপরিউক্ত এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো এড়াতে আপনি নিয়ম মেনে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই বেটনোভেট সি ক্রিম ব্যবহার করুন। তাতে এই ক্রিমের উপকারিতাই বেশি পাবেন।
বেটনোভেট সি ক্রিম কি মুখে লাগানো ভালো?
আপনারা অনেকেই হয়তো জানেন না যে বেটনোভেট সি ক্রিম মুখে লাগানো ভালো হবে কিনা। তাই আমরা পোষ্টের এই পাঠে এই বিষয়ে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিব। মূলত আমাদের মুখের ত্বক খুবই সংবেদনশীল। তাই আপনি যদি সরাসরি মুখের উপর এই ক্রিম ব্যবহার করতে চান, তাহলে তার আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
বেটনোভেট সি মুখের মাখলে কি হয়
বেটনভেট সি ক্রিম বেশিরভাগ ক্ষেত্রে চর্ম রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এই ক্রিমটি বেটা মেথাসন, স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল এবং ক্লোবাট্রাসোল নিয়ে গঠিত। ফলে মুখে ব্যবহার করলে এটি ত্বকের যেকোনো ধরনের প্রদাহ, লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি কমাতে খুব ভালো কাজ করে।
তবে মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে বেটনোভেট সি ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের শুষ্কতা বেড়ে যেতে পারে। সেই সাথে ত্বকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে আপনি যখন দীর্ঘদিন ধরে নিয়ম না মেনে এই ক্রিম ব্যবহার করবেন ঠিক তখনই আপনার ত্বকে এই সমস্যাগুলো দেখা দেবে।
তাই বলবো বেটনোভেট সি ক্রিম ব্যবহার করার আগে আপনার অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। আরেকটি কথা বেটনোভেট সি ক্রিম ব্যবহার করার পরে যদি আপনার ত্বকে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অতিসত্বর এই ক্রিম ব্যবহার বন্ধ করুন।
বেটনোভেট সি কি মাথার ত্বকে ব্যবহার করা যায়
বেটনোভেট স্ক্যাল্প অ্যাপ্লিকেশনের জন্য, এটি সুপারিশ করা হয় যে আপনি একটি উন্নতি না হওয়া পর্যন্ত সকালে এবং রাতে মাথার ত্বকের প্রভাবিত অংশে অল্প পরিমাণ প্রয়োগ করুন।
লেখকের শেষ মতামত
বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা আজকে আমরা আমাদের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যা পড়ে আপনি নিশ্চয়ই বেটনোভেট সি ক্রিম সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছেন। বেটনোভেট সি ক্রিমের উপকারিতা নানান গুনে গুণান্বিত।
এই ছিল আজকের বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা এবং বেটনোভেট এন ক্রিম এর কাজ কি সেই সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করি বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা জানতে পেরেছেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা সম্পর্কে জানতে পারবে।