আসল ভিটমেট চেনার উপায় – গান ডাউনলোড করা ভিটমেট

Vidmate একটি জনপ্রিয় অ্যাপ যা মূলত এন্ড্রয়েড ফোনে ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে আমরা সকলেই তোমার ফোনে ভিডিও দেখে থাকি, ভিডিও দেখার পাশাপাশি সেই ভিডিওটি ডাউনলোড করার চেষ্টা করি।

আসল ভিটমেট চেনার উপায়

বর্তমানে ভিডিও ডাউনলোড করার অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হল vidmate। সকলেই এই সফটওয়্যারটির সাথে পরিচিত। এই অ্যাপটি ব্যবহার করে স্মার্ট ফোনে সহজে কোন ধরনের ভিডিও ডাউনলোড করা যায়।

তবে আসল vidmate টি google প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না। গুগল প্লে স্টোরে আসল vidmate এর নামে অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে সঠিকভাবে ভিডিও ডাউনলোড করা যায় না। মূলত গুগল প্লে স্টোরে যেই ভিটমেট অ্যাপ রয়েছে সেগুলো প্রকৃত vidmate সফটওয়্যার নয়।

আজকের আর্টিকেলে আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো, পাশাপাশি গান ডাউনলোড করা ভিটমেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনি সরাসরি আসল vidmate ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 

Vidmate কেন প্লে স্টোরে পাওয়া যায় না

স্মার্টফোন অ্যাপস ডাউনলোড করার সাথে জনপ্রিয় মার্কেট হলে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে সকল ধরনের অরজিনাল অ্যাপস ডাউনলোড করা যায়। সকল স্মার্টফোনে গুগল প্লে স্টোরে রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি বিশ্বস্ত অ্যাপস গুলো ডাউনলোড করতে পারেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয়। বর্তমানে সকলেই বেশিরভাগ ক্ষেত্রে এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকে। বিশেষ করে আমাদের দেশে ৯৯% অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে।

গুগল প্লে স্টোর নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য সকল ধরনের অ্যাপস গুলো এপ্রুভ করে না। যেসব অ্যাপস তাদের রুল মেনে চলে এবং তাদের নীতিমালা সঠিকভাবে পালন করে সেই সকলের গুলোকে তারা এপ্রুভ করে থাকে।

এছাড়াও যেই সকল অ্যাপস গুলোতে ভাইরাস বা ম্যালওয়ার থাকে না সেগুলো গুগল প্লে স্টোরে ছাড়ার জন্য approved করে থাকে। এখন তাহলে সকলেই প্রশ্ন করতে পারেন Vidmate অ্যাপস কি তাহলে ম্যালওয়ার যুক্ত? প্রশ্নের উত্তরে বলা যায় না।

ভিটমেট কোন ম্যালওয়ার যুক্ত apps নয়। এটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না কারণ এটি গুগল প্লে স্টোরের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়াও গুগল প্লে স্টোর এর নিয়মের সাথে তাদের অ্যাপসের নিয়মের সামঞ্জস্য না থাকাই অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যাপ্রুভ করা হয় না।

আসল ভিটমেট চেনার উপায়

Vidmate অ্যাপ এর লোগো দেখে কখনোই আসল vidmate চেনা যাবে না। কোন ভিটমেটটি আসল এটি আপনি অ্যাপস দেখে বুঝতে পারবেন না। গুগল প্লে স্টোরে অনেক ভিটমেট অ্যাপস রয়েছে যেগুলো মূলত প্রকৃত অরিজিনাল vidmate অ্যাপস নয়।

ভিটমেট অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে ওপেন করার পর বুঝতে পারবেন, ভিটমেট আসল কিনা। আসল vidmate এপ্লিকেশনে অনেক ধরনের ফিচার যুক্ত রয়েছে। আর আসল vidmate থেকে সহজেই 4K ভিডিও ডাউনলোড করা যায়।

অরজিনাল vidmate ও নকল ভিটমেট অ্যাপসের লোগো একই থাকায় অরিজিনাল ভিটমেট চেনা অনেক কঠিন ব্যাপার। তবে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট অথবা আমাদের দেওয়া লিঙ্ক থেকে অরজিনাল vidmate ডাউনলোড করতে পারেন। যেকোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার পূর্বে সতর্ক থাকুন। সচরাচর অফিশিয়াল সাইট থেকে অ্যাপস ডাউনলোড করুন।

বিভিন্ন ওয়েবসাইটেও অনেক রকমের ভিডমেট এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়। লোগো এবং কালার এক রকম হওয়ার কারণে আপনারা অনেকেই আসল vidmate সফটওয়্যার চিনতে পারেন না। vidmate চেনার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি কোন ওয়েবসাইট থেকে vidmate সফটওয়্যার টি ডাউনলোড করছেন। যেহেতু অনেক ওয়েবসাইটে ই vidmate এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়। 

আরো পড়ুনঃ-  ফোন ব্যাকআপ দিলে কি হয় - মোবাইল রিসেট দিলে কি হয়

তাই আপনাকে আসল vidmate সফটওয়্যার চেনার আগে আপনাকে অরিজিনাল vidmate এর ওয়েবসাইটটি চিনতে হবে। কেননা vidmate এর সফটওয়্যারটি vidmate এর ওয়েবসাইট চারা ছাড়া আর অন্য কোথাও অর্থাৎ প্লে স্টোর বা অন্য কোন ওয়েবসাইটে পাবেন না।

আর সে কারণে vidmate সফটওয়্যারটি চেনার কোন প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ভিডমেটের অরিজিনাল ওয়েবসাইট চেনার এবং এ ওয়েবসাইট থেকেই ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে আপনি আসল vidmate সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

গান ডাউনলোড করা ভিটমেট

গান ডাউনলোড করা ভিটমেটের মাধ্যমে খুব সহজেই যেকোন গান ফ্রিতে ডাউনলোড করে নেওয়া যায়। ভিটমেট অনেক জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ভিডিও ফ্রিতে ডাউনলোড করে নেওয়া যায়। এছাড়া নতুন প্রকাশিত হওয়া গানগুলোও এখানে পাওয়া যায়।

এছাড়া ইউটিউবে প্রকাশিত হওয়া যদি কোন ভিডিও গান অডিও আকারে ডাউনলোড করতে চান সেই সুবিধাও আপনি ভিটমেট অ্যাপের মধ্যে পাবেন। নিয়মিত নতুন নতুন গান শুনতে ও ডাউনলোড করতে যারা ভালোবাসেন তাদের জন্য ভিডমেট অ্যাপটি অনেক উপকারী।

গান ডাউনলোড করা ভিটমেট বলতে মূলত অরিজিনাল ভিটমেটকেই বোঝানো হয়ে থাকে। ভিটমেট অ্যাপের মধ্যে অনেক ফিচার রয়েছে। তার মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি ফিচার হলো অ্যাপটির মাধ্যমে গান ডাউনলোড করা যায়।

বিভিন্ন ফরমেট ও কোয়ালিটিতে অ্যাপটির মাধ্যমে গান ডাউনলোড করতে পারবেন। এছাড়া অ্যাপের মধ্যে বিল্ড-ইন মিউজিক প্লেয়ার থাকার কারণে অ্যাপের মধ্যে থেকেই গান শুনতে পারবেন। আবার কোন গান ডাউনলোড না করেই অনলাইন থেকেই শোনার সুযোগ রয়েছে।

প্রায় সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ভিটমেট অ্যাপে কানেক্ট করা রয়েছে। শুধুমাত্র গানই নয় অ্যাপটি থেকে যেকোন সোশ্যাল প্লাটফর্মের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

গান ডাউনলোড করা ভিটমেট অ্যাপসটি সম্পর্কে তো আপনি প্রয়োজনীয় তথ্য জেনে নিলেন এবার চলুন অ্যাপসটির সর্বশেষ অরিজিনাল ভার্সন ডাউনলোড করে নেওয়া যাক। নিম্নে ভিটমেট অ্যাপের ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হলোঃ

App Name Vidmate
App Size 18 MB
App OS Android (5.0+)
App Type Entertainment  
App Version v5 (Latest)
Upload Location Google Drive
Download Link Click Here

 

গান ডাউনলোড করা ভিটমেট অ্যাপস ইন্সটল করার নিয়ম

১। অ্যাপসটি ইন্সটল করার জন্য আপনাকে প্রথমে ডাউনলোড লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর ফাইলটি উপর একবার ক্লিক করতে হবে।

২। ফাইলের উপর ক্লিক করার পর Install অপশন আপনার সামনে ভেসে উঠবে। তবে যদি Allow apps from this source অপশন অন করা না থাকে তাহলে ইন্সটল এর পরিবর্তে Settings অপশন পাবেন। Settings অপশনে ক্লিক করে এটিকে অন করে দিবেন।

৩। অন করে দেওয়ার পর Install অপশন পাবেন। এবার এখানে ক্লিক করে অ্যাপটিকে আপনার ডিভাইসে ইন্সটল করে নিন। তারপর অ্যাপটি ওপেন করে আপনার পছন্দের গান বা যা কিছু ডাউনলোড করে চান তা ডাউনলোড করুন।

আসল ভিটমেট অ্যাপস ডাউনলোড

আসল ভিটমেট বিভিন্নভাবে ডাউনলোড করতে পারেন। সরাসরি ভিডমেট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড করা যাবে।

তাছাড়া ও আমরা সরাসরি ভিডিও ডাউনলোড করার লিংক শেয়ার করব সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন। ভিটমেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য গুগল ক্রোম বাজারে গিয়ে ভিটমেট ডাউনলোড লিখে সার্চ করুন।

দেখবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তখন আপনি ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আমরা নিচে সরাসরি ডাউনলোড করার উপায় বলে দেব।

আসল ভিটমেট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে না, আপনারা সরাসরি আমাদের দেওয়া গুগল ড্রাইভের লিংক থেকে অরজিনাল vidmate ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও চাইলে ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক আমরা ইতিমধ্যেই উপরের অংশে দিয়ে দিয়েছি। সেখান থেকে সরাসরি প্রবেশ করে ডাউনলোড করতে পারেন। আসল ভিটমেট সরাসরি ডাউনলোড করতে নিচের দেয়া vidmate অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। 

আরো পড়ুনঃ-  স্টিফেন হকিং এর আবিষ্কার - স্টিফেন হকিং এর উক্তি

ওয়েবসাইটটিতে প্রবেশ করে Free Download Now অপশনে ক্লিক করবেন তাহলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে।

ভিটমেট ডাউনলোড করার উপায়

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

  • ভিটমেট ডাউনলোড করার জন্য সরাসরি ভিটমেট এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন। ভিটমেট ডাউনলোড সাইট vidmateapp.com। 
  • অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও নির্ভরযোগ্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।

ধাপ ২: APK ফাইল ডাউনলোড করুন

  • ওয়েবসাইটে গিয়ে Vidmate APK ফাইল ডাউনলোড করুন
  • ডাউনলোড করার আগে নিশ্চিত করুন যে আপনি সঠিক এবং নিরাপদ উৎস থেকে ডাউনলোড করছেন। 

ধাপ ৩ঃ ফোনে সেটিংসে পারমিশন দিন

  • এবার আপনার ফোনের সেটিংস এ যান
  • ফোনের সিকিউরিটি অপশন থেকে “Unknown Sources” ইন্সটল অপশন অন করুন।

ধাপ ৪: APK ইনস্টল 

  • ডাউনলোড করা APK ফাইলে ক্লিক করুন
  • তাহলে সরাসরি ডাউনলোড করা অ্যাপটি ইন্সটল হয়ে যাবে।

সতর্কতাঃ 

  • যেকোনো ধরনের অজানা ওয়েবসাইট বা উৎস থেকে অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন। 
  • অ্যাপটি অরজিনাল কিনা সেটি যাচাই বাছাই করে নিন। শুধুমাত্র বিশ্বস্ত সাইট ব্যবহার করুন। 

ভিডমেট অ্যাপসটি কোথায় গিয়ে ডাউনলোড করব

সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা সাধারণত গুগল প্লে স্টোর যে vidmade করুন পায় সেগুলো কাজ করে না। অরজিনাল ভিডমেটি আমরা কোথায় পাবো। vidmate এর নিয়ম-কানুন গুগল প্লে স্টোরে সাথে মিলেনা বিধায় আপনি গুগল প্লে স্টোরে ভিডমেট অ্যাপসটি খুঁজে পাবেন না। 

ভাই আপনি যদি আসল vidmate অ্যাপসটি পেতে চান তাহলে আপনাকে www.vidmateapp.com এই ওয়েবসাইটে যেতে হবে। এবং এখানে গিয়ে আপনি ভিটমেট অ্যাপস টি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনারা সাধারণত মোবাইলে ফোনে সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করে থাকেন। 

play store ব্যবহার করার মাধ্যমে এন্ড্রয়েড ইউজাররা তাদের মোবাইল ফোনে প্রয়োজনমতো যে কোন সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল ইন্সটল করার মাধ্যমে ব্যবহার করে থাকেন। কিন্তু কিছু কিছু সফটওয়্যার রয়েছে যা প্লে স্টোরে পাওয়া যায় না। 

এরকম একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার হচ্ছে vidmate। এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয় হওয়ার কারণ হলো এই অ্যাপ ব্যবহার করে আপনি সোসাল মিডিয়ার যেকোন ভিডিও, গান, ছবি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

ভিটমেট অ্যাপ ডাউনলোড করা নিয়ে অনেকেই জটিলতায় পড়েন। কেননা কোনক্রমে এই একটি ডাউনলোড করে ইন্সটল করলেও এ সফটওয়্যারটি রান হয় না অর্থাৎ সঠিকভাবে চলে না। বর্তমান বিশ্বে সব থেকে যে জিনিসটার ব্যবহার বেড়ে চলেছে তা হচ্ছে এন্ড্রয়েড মোবাইল ফোন। ছোট বড় সবার হাতে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাওয়া যায়।

আর এই এন্ড্রয়েড ফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে এন্ড্রয়েড ইউজাররা অডিও, ভিডিও গান সহ আরো অন্যান্য জিনিস ডাউনলোড করে থাকেন। ডাউনলোড করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার মধ্যে একটি হলো vidmate.

Vidmate অ্যাপটি ডাউনলোড না হওয়ার পিছনে যে কারণগুলো থাকতে পারে তা হলো:

ইন্টারনেট কানেকশন চেক করুন: কোন ব্রাউজার প্রবেশ করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। অনেক সময় ইন্টারনেট চালু না করে আপনি ব্রাউজারে গিয়ে কোন কিছু ডাউনলোড করার চেষ্টা করেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন চেক করে নিতে হবে।

স্টোরেজ ফুল: অ্যাপ ডাউনলোড হওয়ার পর অ্যাপটি যতটুকু জায়গা দরকার আপনার ফোনে  ততটুকু জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে কিছু অ্যাপস অথবা অন্য ডাটা গুলো ডিলিট ডিলিট করে কিছু অংশ ফাকা করে নিতে হবে।

অরিজিনাল vidmate: যেহেতু vidmate একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোডার এ্যাপ। সে কারণেই এর অনেক ডেমো  অ্যাপ ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। অধিকাংশ মানুষ প্লে স্টোরে গিয়ে অ্যাপটি খোঁজার চেষ্টা করে। কিন্তু প্লে স্টোরে যেগুলো অ্যাপ আছে সবগুলোই নকল। তাই vidmate এর অ্যাপ ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে অরিজিনাল ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে হবে।

আরো পড়ুনঃ-  প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক জেনে নিন

অ্যাপ ডাউনলোড পারমিশন অন করুন: বর্তমান বিশ্বে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বাজারে দেখতে পাওয়া যায়। এর মধ্যে অনেক মোবাইল এর সেটিংস এ অ্যাপ ইন্সটল পারমিশন অন থাকে না। আর এ কারণেই থার্ড পার্টির ওয়েব সাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হয়। তাই আপনাকে অবশ্যই মোবাইল ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ডাউনলোড পারমিশন অন করে দিতে হবে।

পুরাতন ভিটমেট ডাউনলোড

প্রত্যেক স্মার্ট ফোন ইউজারদের জন্য vidmate সফটওয়্যার খুবই জরুরী। কারণ এটি একমাত্র ভিডিও ডাউনলোডার অ্যাপ যে অ্যাপটি ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম twitter অর্থাৎ যাবতীয় সোসাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। কিন্তু সবার পক্ষে এই অ্যাপ ব্যবহার করা সম্ভব হয় না। কেননা অনেকেই খুঁজেই পায় না।

কোথা থেকে এই অ্যাপটি ডাউনলোড করবে। vidmate এর লেটেস্ট ভার্সন ইন্সটল করলেও এটি ভালো ভাবে চলে না। তাই অধিকাংশ মোবাইল ইউজাররা vidmate এর পুরাতন ভার্সনটি ডাউনলোড করতে চান। যেভাবে vidmate এর পুরাতন ম্যাপ ডাউনলোড করবেন।

ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অথবা ইউসি বাজার অথবা যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে https://apkpure.net লিখে সার্চ করুন

ধাপ ২ঃ এরপর আপনাকে apkpure ওয়েব সাইটে প্রবেশ করুন।

ধাপ ৩ঃ অ্যাপ পিওর ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাপ সার্চ নামে একটি সাজ বক্স দেখতে পাবেন সেখানে vidmate লিখে সার্চ করুন।

ধাপ ৪ঃ Vidmate লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে vidmate এর প্রায় ২২ টি ভার্সন ওপেন হবে এখান থেকে আপনি পুরাতন ভার্সন টি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

Vidmate ইন্সটল করার নিয়ম

১ম ধাপ: ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ওপেন বাটন এ ক্লিক করুন। ওপেন বাটন এ ক্লিক করার পর আপনার সামনে একটা পেয়ে যাবে সেখান থেকে APK Installer সিলেক্ট করুন।

২য় ধাপ: তারপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখান থেকে Open বাটনে ক্লিক করুন।

৩য় ধাপ: Open বাটনে ক্লিক করার পরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি vidmate অ্যাপসটি Install করতে চান কিনা সেটার পারমিশন চাইবে। Install করতে চাইলে Install বাটনে ক্লিক করুন

৪র্থ ধাপ: Install বাটনে ক্লিক করলে এটি Install হয়ে সিকিউরিটি স্ক্যানিং হবে।

৫ম ধাপ: সিকিউরিটি স্ক্যানিং এর পরে আপনার সামনে একটি পেজ আসবে। সেখানে আপনি ভিডমেট আপনাকে কোন নোটিফিকেশন দিবে কিনা সেটা জানতে চাইবে। আপনি যদি নোটিফিকেশন চান তাহলে সে ক্ষেত্রে Allow আর যদি না চান তাহলে Don`t বাটন সিলেক্ট করুন।

৬ষ্ঠ ধাপ: Allow বা Don`t বাটন সিলেক্ট করার পরে আপনার সামনে একটি পেজ আসবে এবং সেখান থেকে আপনার কাছ থেকে Storage Permission চাইবে চাইবে, এখানে Ok বাটন একটি করুন।

৭ম ধাপ: এখানে আপনার থেকে অল ফাইল এক্সেস অর্থাৎ ডাউনলোড ফাইল এর জন্য আপনার কাছ থেকে অনুমতি চাইবে এখানে। Allow access to manage all files টি on করে দিন। ব্যাস আপনার ভিডমেট টি আপনার ব্যবহারের জন্য তৈরি। এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও অডিও সকল কিছু ডাউনলোড কিংবা অনলাইনে দেখতে পাবেন।

মূলত উপরের উল্লিখিত নিয়মেই Vidmate ইন্সটল করতে হয়।

লেখকের শেষ মতামত

আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা অরজিনাল vidmate ডাউনলোড করার নিয়ম বলে দিয়েছি, তাছাড়াও লিংক শেয়ার করেছি যেখান থেকে আপনি সরাসরি অরজিনাল ভিটমেট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাছাড়াও ভিটমেটের অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করা যাবে। 

এই ছিল আজকের আসল ভিটমেট চেনার উপায় – গান ডাউনলোড করা ভিটমেট সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই পোস্টটি পড়ে আসল ভিটমেট চেনার উপায় জানতে পেরেছেন।

এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও আসল ভিটমেট চেনার উপায় সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।

Leave a Comment