নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি এবং জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকে আর্টিকেল টি সম্পূর্ণ আপনাদের জন্য আমরা অনেকে আমাদের নাম দিয়ে রাশিফল বের করতে পারি আবার শুধুমাত্র আমাদের জন্ম তারিখ দিয়ে রাশিফল বের করতে পারি।
তবে প্রত্যেকের নাম এবং জন্মতারিখ অনুযায়ী রাশিফল ভিন্ন হয়ে থাকে। সঠিক রাশিফল বের করতে হলে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে রাশিফল বের করার উপায় সম্পর্কে জানতে হবে তাই আজকের আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব নাম দিয়ে রাশিফল জানার উপায় ও জন্ম তারিখ দিয়ে রাশিফল জানার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে।ন
উপস্থাপনা
জন্মের পর আমাদের বাবা-মা এবং আত্মীয় স্বজনরা মিলে একটা সামাজিক আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের নামকরণ করে থাকেন। তখন থেকেই আমরা পৃথিবীতে একটা নির্দিষ্ট নামে পরিচিত হই। কিন্তু আপনার নামের প্রথম অক্ষর দিয়ে কোন রাশি হতে পারে সেটি কি আপনি জানেন?
জানেন না তো! কোন সমস্যা নাই, আজকের পোস্টের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন। রাশিফল আমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মানুষের রাশিফল আলাদা আলাদা হয়ে থাকে। আর এই রাশিফলের মাধ্যমে জানা যায় সেই ব্যক্তিটি কেমন হবে, তার ভবিষ্যৎ জীবন কেমন কাটবে ইত্যাদি বিষয় গুলো।
রাশি নির্ণয় পদ্ধতি
আমাদের সার্বিক জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে রাশি নির্ণয় জানতে হয় বা রাশির প্রয়োজন হয় যেমন জীবনের বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্তের সময় বিশেষ করে ( জীবিকা, বিবাহ ইত্যাদি ) সময় রাশি জানার প্রয়োজন হয়। তাছাড়া রাশি নির্ণয় সম্পর্কে আমাদের অনেকেরই অনেক সময় জানার প্রয়োজন হয়ে থাকে।
এজন্য আমরা অনেক সময় রাতে নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানার অনেক আগ্রহ প্রকাশ করি। এটি মূলত বিভিন্ন মাস বছর, সময়ের উপর ভিত্তি করে এবং দিন এর উপর ভিত্তি করেও নির্ণয় করা হয়ে থাকে। তো আজকে এজন্যই সকলের আগ্রহের উপর ভিত্তি করে রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে।
নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি
রাশিফল জানার মাধ্যমে আমাদের কখন বিপদ আপদ থাকে কিংবা আমাদের কোন বিষয়টিতে ক্ষতি হতে পারে এ সকল বিষয় সম্পর্কে জানা যায় তাই অনেকের মধ্যেই নাম দিয়ে রাশি বের করার বিষয়টি খুবই লক্ষ্য করা যায় তাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক উপায়ে নাম দিয়ে রাশি বের করবেন। তবে মনে রাখবেন প্রত্যেকেরই জন্ম লগ্নের ওপর কিংবা নামের পার্থক্যের ওপর ভিত্তি করে রাশিফল ও ভিন্ন ভিন্ন হতে পারে।
নাম দিয়ে মেষ রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর যদি অ, আ, লি চ, চে, চো দিয়ে শুরু হয় এক্ষেত্রে আপনার অনেক বেশি সম্ভাবনা আছে মেষ রাশি হওয়ার। মেষ রাশির মানুষরা মূলত মনের দিক থেকে খুব বেশি ভালো হয়। মেষ রাশির মানুষের মধ্যে কোন অহংকার বোধ থাকে না তবে তাদের রাগ একটু বেশি থাকে। মেষ রাশির মানুষেরা সকলের সাথে খুব দ্রুত বন্ধুত্ব করতে পারে এবং সকলেই তাকে ভালোবেসে ফেলে। মেষ রাশির প্রতীক হচ্ছে ভেড়া।
নাম দিয়ে বৃষ রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর যদি ই, উ, অ, ও, ভ ভো ভে, ইউ ইত্যাদি দিয়ে শুরু হয়ে থাকে এক্ষেত্রে আপনি নিশ্চিত বৃষ রাশির অধিকারী। বৃষ রাশির অধিকারী মানুষেরা দেখতে খুবই সুদর্শন হয় এবং তারা একটু বেশি অভিমানী হয় তবে সবকিছুতেই মানিয়ে নিতে পারে।
বৃষ রাশির মানুষেরা অহংকারী হয় না খুবই মিশুক ভাবে মানুষের সাথে মিশে যেতে পারে এবং এই রাশির মানুষেরদের আয় ব্যয় খুব ভালো পরিমাণে থাকে। এরা সবকিছুতেই সকল মানুষের ভালবাসা লাভ করতে পারে এবং বৃষ রাশির প্রতি হচ্ছে ষাঁড়।
নাম দিয়ে মিথুন রাশি নির্ণয়
আপনার নামে এর প্রথম অক্ষর গুলো যদি ক, কি, কু, এন, অ, হ, হি ইত্যাদি হয়ে থাকে এক্ষেত্রে আপনি মিথুন রাশির অধিকারী একজন ব্যক্তি। এই সকল ব্যক্তিরা খুব ভালোভাবে সকলের সাথে মিশে যেতে পারে এবং অল্প সময়ের মধ্যে সকলকে আপন করে নেয়।
মিথুন রাশি অধিকারী লোকজনেরা আমি একটু বিনয় স্বভাবের হয়ে থাকে এদের মধ্যে কোন অহংকার বোধ থাকে না। মিথুন রাশির অধিকারী ব্যক্তিরা খুবই ধৈর্যশীল হয় এবং হালকা পরিমাণে রাগের অধিকারী হয়। মিথুন রাশির প্রতীক হচ্ছে পুরুষ ও নারীর সংমিশ্রণের ছবি।
নাম দিয়ে কর্কট রাশি নির্ণয়
আপনার নামে প্রথম অক্ষরের মধ্যে যদি হ, হে, হি, ড ডে, ডি ইত্যাদি নামের অক্ষর থাকলে আপনারা বুঝবেন যে আপনারা কর্কট রাশির অধিকারী। কর্কট রাশির অধিকারী ব্যক্তিরা দেখতে অনেক আকর্ষণীয় হয় এবং এদের রাগ অভিমান কম থাকে বেশি ধৈর্যশীল হয় এবং এদের মধ্যে কোন ধরনের অহংকার থাকে না। ব্যবসা-বাণিজ্য এরা দ্রুত অনেক বেশি লাভের অধিকারী হয় এবং এদের আই ব্যয় খুব ভালো মানের আসে।
নাম দিয়ে সিংহ রাশি নির্ণয়
যাদের নামের প্রথম অক্ষর মো, ম, মে, মি, ট, টে, টো, টি দাঁড়া শুরু হয় তারা নিঃসন্দেহে সিংহ রাশির অধিকারী হয়। সিংহ রাশির অধিকারীর ব্যক্তিরা খুব সাহসী হয়ে থাকে এবং যেকোনো কাজে এদেরকে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। সিংহ রাশির অধিকারী ব্যক্তিরা দেখতে সুন্দর ও আকর্ষণীয় হয়।
এদের মধ্যে অহংকারবোধ খুব কম থাকে এবং অন্যান্য রাশিদের তুলনাই সিংহ রাশিরা ধৈর্যশীল কম হয়। সিংহ রাশির ব্যক্তিরা সকলের সাথে খুব সহজে মিশে যেতে পারে এবং সকলে তাদেরকে পছন্দ করে। সিংহ রাশির প্রতীক হচ্ছে লিও।
নাম দিয়ে তুলা রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর যদি র, রা, রো, রি, ত, তা, তি, তো দিয়ে শুরু হয়ে থাকে এক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন তুলা রাশির অধিকারী তুলা রাশি ধারণকৃত ব্যক্তিদের সাহস তুলনামূলক অনেক কম হয়ে থাকে এবং তুলা রাশি অধিকারী ব্যক্তিরা খুব সহজেই সকলের সাথে মিশতে পারে এবং সকলে ওদেরকে খুব ভালোবাসে। তুলা রাশি ধারণ করে তো ব্যক্তিদের রাগ অনেকটা বেশি হয়ে থাকে। তবে তুলা রাশি ধারণক্ষত ব্যক্তিদের অহংকার থাকে না তুলা রাশির প্রতীক হলো দাঁড়িপাল্লা প্রতীক।
নাম দিয়ে কন্যা রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর যদি ধ, প, পু, পো, পা, থ, থা, এন, এ ইত্যাদি অক্ষর দ্বারা শুরু হয়ে থাকে এক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন কন্যা রাশির অধিকারী কন্যা রাশির ব্যক্তিরা আয় ব্যয় কিনবা আয়ের দিক থেকে খুব বেশি সচ্ছন্ন হয়ে থাকে এদের সবকিছুতেই উন্নতি হয় কন্যা রাশি।
ধারনকৃত ব্যক্তিরা খুব শান্ত স্বভাবের হয়ে থাকে এবং যাদের কন্যা রাশি থাকে তাদের ধৈর্য খুব কম হয়ে থাকে তবে এটা সকলের সাথে মিশে যেতে পারে এবং সকলে এদেরকে খুব ভালোবাসে ও এদের মধ্যে কোন অহংকার থাকে না। কন্যা রাশির প্রতীক হচ্ছে নৌকায় বসে থাকা একটি মেয়ে।
নাম দিয়ে বৃশ্চিক রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর গুলো যদি ব, বে, বি, ট, টে, টি, ন, ল, আ, ই ইত্যাদি অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে এক্ষেত্রে আপনি নিশ্চিত একটি বৃশ্চিক রাশির অধিকারী হয়ে থাকবেন।
রাশির অধিকারী ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে এদের ধৈর্য শক্তি অনেক বেশি থাকে এবং এরা খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে এদের মধ্যে কোন অহংকার বোধ থাকে না। সকলে এ সকল ব্যক্তিকে খুব বেশি ভালোবাসে। বৃশ্চিক রাশি অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না।
নাম দিয়ে ধনু রাশি নির্ণয়
যদি আপনার নামের প্রথম অক্ষর ই, য়, ভ, ভা, ধ, ধা, ফা, ফ ইত্যাদি দ্বারা শুরু হয় এক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন ধনু রাশির অধিকারী ধনু রাশির অধিকারীরা অহংকারী হয় না বরং এরা মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করে এবং খুব সহজে অন্যের সাথে মিশে যেতে পারে এদের রাগ খুব কম থাকে।
নাম দিয়ে মকর রাশি নির্ণয়
আপনার নামের প্রথম অক্ষর যদি জে, জি, জে, জা, ভো, খ, খা, গে, গি ইত্যাদি অক্ষরধ্বল শুরু হয়ে থাকে এক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন মকর রাশির অধিকারী ব্যক্তি মকর রাশি যাদের হয় তারা খুবই মিথ্যুক স্বভাবের হয়ে থাকে এবং মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে এদের ধৈর্য খুব বেশি হয়ে থাকে এবং এদের মধ্যে অহংকার থাকে না।
নাম দিয়ে কুম্ভ রাশি নির্ণয়
যদি আপনার নামের প্রথম অক্ষর স, গ, দ, গে, সে, দা, দি ইত্যাদি অক্ষর দ্বারা শুরু হয়ে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে কুম্ভ রাশির অধিকারী একজন ব্যক্তি আপনি যদি কুম্বলের চেয়ে অধিকারী হয়ে থাকেন তাহলে এ সকল ব্যক্তির মধ্যে ধৈর্য শক্তি অনেক বেশি থাকে।
নাম দিয়ে মীন রাশি নির্ণয়
আপনার নামের অক্ষর যদি ড, ডে, থ, য, ছ, চ ইত্যাদি অক্ষর দ্বারা শুরু হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে মীন রাশির অধিকারী একজন ব্যক্তি এ সকল ব্যক্তির মধ্যে ধৈর্য শক্তি খুবই বেশি হয়ে থাকে এবং এরা একদমই অহংকারী হয় না। এ সকল ব্যক্তিরা সকলের সাথে মিশে যেতে পারে খুব সহজে এবং সকলে এদেরকে খুব পছন্দ করে। ব্যবসা ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করতে পারে।
জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
জন্ম তারিখ অনুযায়ী রাশি নির্ধারণের উপায় যারা জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করতে যাচ্ছেন অর্থাৎ আপনার জন্মের তারিখ যেটা এবং সেটি যে মাসেই হোক না কেন আপনি আপনার সেই তারিখ অনুযায়ী আপনার রাশি খুব সহজেই বের করতে পারবেন। তো নিম্নে জন্মতারিখ অনুযায়ী রাখেন নির্ণয় করে নিন।
- মেষ রাশির ক্ষেত্রে জন্ম সময় ২১ মার্চ থেকে ২০ তারিখ পর্যন্ত
- বৃষ রাশির ক্ষেত্রে জন্ম সময় ২১ এপ্রিল হতে ২১ শে মে পর্যন্ত
- মিথুন রাশির ক্ষেত্রে জন্ম সময় ২২মে থেকে ২১ জুন পর্যন্ত
- কর্কট রাশির ক্ষেত্রে জন্ম সময় ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত
- সিংহ রাশির ক্ষেত্রে জন্ম সময় ২৩ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত
- তুলা রাশির ক্ষেত্রে জন্ম সময় ২২ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
- কন্যা রাশির ক্ষেত্রে জন্ম সময় ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত
- বৃশ্চিক রাশির ক্ষেত্রে জন্ম সময় ২৪ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত
- ধনু রাশির ক্ষেত্রে জন্ম সময় ২৩ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
- মকর রাশির ক্ষেত্রে জন্ম সময় ২৩ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত
- কুম্ভ রাশির ক্ষেত্রে জন্ম সময় ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত
- মীন রাশির ক্ষেত্রে জন্ম সময় ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত
উপরোক্ত তালিকা অনুযায়ী নিজের জন্ম তারিখ মিলিয়ে নিজের রাশি নির্ধারণ করতে পারেন।
বাংলা মাস অনুযায়ী রাশি
বাংলা মাস অনুযায়ী রাশি বলতে সাধারণত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য রাশিকে বোঝায়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিটি মাস নির্দিষ্ট একটি সূর্য রাশির সাথে যুক্ত। এই রাশিগুলো একজন ব্যক্তির ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ সম্পর্কে তথ্য প্রদান করে। নিচে বাংলা মাস অনুযায়ী রাশিগুলো দেওয়া হলো:
১. মেষ রাশি (Aries)
- সময়কাল: বৈশাখ মাস
- প্রধান বৈশিষ্ট্য: সাহসী, উদ্যমী, প্রতিযোগিতামূলক, স্বাধীনচেতা।
২. বৃষ রাশি (Taurus)
- সময়কাল: জ্যৈষ্ঠ্য মাস
- প্রধান বৈশিষ্ট্য: স্থিতিশীল, নির্ভরযোগ্য, বস্তুবাদী, ধৈর্যশীল।
৩. মিথুন রাশি (Gemini)
- সময়কাল: আষাঢ় মাস
- প্রধান বৈশিষ্ট্য: বাচাল, কৌতূহলী, বহুমুখী, মানসিকভাবে সক্রিয়।
৪. কর্কট রাশি (Cancer)
- সময়কাল: শ্রাবণ মাস
- প্রধান বৈশিষ্ট্য: সংবেদনশীল, পরিবার-কেন্দ্রিক, সহানুভূতিশীল, আবেগপ্রবণ।
৫. সিংহ রাশি (Leo)
- সময়কাল: ভাদ্র মাস
- প্রধান বৈশিষ্ট্য: আত্মবিশ্বাসী, নেতৃত্বদানকারী, মহৎ, সৃজনশীল।
৬. কন্যা রাশি (Virgo)
- সময়কাল: আশ্বিন মাস
- প্রধান বৈশিষ্ট্য: বিশ্লেষণাত্মক, ব্যবহারিক, পরিশ্রমী, নিখুঁত।
৭. তুলা রাশি (Libra)
- সময়কাল: কার্তিক মাস
- প্রধান বৈশিষ্ট্য: সামাজিক, ন্যায়পরায়ণ, সঙ্গীতপ্রিয়, ভারসাম্যপূর্ণ।
৮. বৃশ্চিক রাশি (Scorpio)
- সময়কাল: অগ্রহায়ণ মাস
- প্রধান বৈশিষ্ট্য: রহস্যময়, আবেগপ্রবণ, সংকল্পবদ্ধ, তীব্র।
৯. ধনু রাশি (Sagittarius)
- সময়কাল: পৌষ মাস
- প্রধান বৈশিষ্ট্য: মুক্তমনা, ভ্রমণপ্রিয়, দার্শনিক, আশাবাদী।
১০. মকর রাশি (Capricorn)
- সময়কাল: মাঘ মাস
- প্রধান বৈশিষ্ট্য: উচ্চাকাঙ্ক্ষী, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, ধৈর্যশীল।
১১. কুম্ভ রাশি (Aquarius)
- সময়কাল: ফাল্গুন মাস
- প্রধান বৈশিষ্ট্য: উদ্ভাবনী, মানবতাবাদী, স্বাধীনচেতা, প্রগতিশীল।
১২. মীন রাশি (Pisces)
- সময়কাল: চৈত্র মাস
- প্রধান বৈশিষ্ট্য: সহানুভূতিশীল, কল্পনাপ্রবণ, সংবেদনশীল, আধ্যাত্মিক।
গুরুত্বপূর্ণ তথ্য
- সূর্য রাশি: বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য রাশি একজন ব্যক্তির মূল ব্যক্তিত্ব এবং আত্মাকে প্রতিনিধিত্ব করে।
- চন্দ্র রাশি এবং লগ্ন রাশি: সূর্য রাশি ছাড়াও, চন্দ্র রাশি (Moon Sign) এবং লগ্ন রাশি (Ascendant) একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং জীবনকে প্রভাবিত করে।
- জ্যোতিষশাস্ত্রের ভিত্তি: বৈদিক জ্যোতিষশাস্ত্র প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
এই রাশিগুলো ব্যক্তিত্ব, সম্পর্ক, কর্মজীবন এবং অন্যান্য দিক সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাস এবং এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে, এই ধরণের জ্যোতিষ বিষয়ে বিশ্বাস সামগ্রিকভাবে বেশি করে ব্যক্তিগত এবং ব্যক্তিগত ধারণার উপর ভিত্তি করে, যা অনুযায়ী বিভিন্ন কিছু মানুষের জীবনে ভিন্নভাবে প্রভাবিত হতে পারে।
ইংরেজি মাস অনুযায়ী রাশি
ইংরেজি মাস অনুযায়ী রাশি বলতে সাধারণত পশ্চিমা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য রাশিকে বোঝায়। পশ্চিমা জ্যোতিষশাস্ত্রে, বছরের প্রতিটি মাস নির্দিষ্ট একটি সূর্য রাশির সাথে যুক্ত। এই রাশিগুলো একজন ব্যক্তির ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ সম্পর্কে তথ্য প্রদান করে। নিচে ইংরেজি মাস অনুযায়ী রাশিগুলো দেওয়া হলো:
১. মেষ রাশি (Aries)
- সময়কাল: ২১ মার্চ – ১৯ এপ্রিল
- প্রধান বৈশিষ্ট্য: সাহসী, উদ্যমী, প্রতিযোগিতামূলক, স্বাধীনচেতা।
২. বৃষ রাশি (Taurus)
- সময়কাল: ২০ এপ্রিল – ২০ মে
- প্রধান বৈশিষ্ট্য: স্থিতিশীল, নির্ভরযোগ্য, বস্তুবাদী, ধৈর্যশীল।
৩. মিথুন রাশি (Gemini)
- সময়কাল: ২১ মে – ২০ জুন
- প্রধান বৈশিষ্ট্য: বাচাল, কৌতূহলী, বহুমুখী, মানসিকভাবে সক্রিয়।
৪. কর্কট রাশি (Cancer)
- সময়কাল: ২১ জুন – ২২ জুলাই
- প্রধান বৈশিষ্ট্য: সংবেদনশীল, পরিবার-কেন্দ্রিক, সহানুভূতিশীল, আবেগপ্রবণ।
৫. সিংহ রাশি (Leo)
- সময়কাল: ২৩ জুলাই – ২২ আগস্ট
- প্রধান বৈশিষ্ট্য: আত্মবিশ্বাসী, নেতৃত্বদানকারী, মহৎ, সৃজনশীল।
৬. কন্যা রাশি (Virgo)
- সময়কাল: ২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর
- প্রধান বৈশিষ্ট্য: বিশ্লেষণাত্মক, ব্যবহারিক, পরিশ্রমী, নিখুঁত।
৭. তুলা রাশি (Libra)
- সময়কাল: ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
- প্রধান বৈশিষ্ট্য: সামাজিক, ন্যায়পরায়ণ, সঙ্গীতপ্রিয়, ভারসাম্যপূর্ণ।
৮. বৃশ্চিক রাশি (Scorpio)
- সময়কাল: ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
- প্রধান বৈশিষ্ট্য: রহস্যময়, আবেগপ্রবণ, সংকল্পবদ্ধ, তীব্র।
৯. ধনু রাশি (Sagittarius)
- সময়কাল: ২২ নভেম্বর – ২১ ডিসেম্বর
- প্রধান বৈশিষ্ট্য: মুক্তমনা, ভ্রমণপ্রিয়, দার্শনিক, আশাবাদী।
১০. মকর রাশি (Capricorn)
- সময়কাল: ২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
- প্রধান বৈশিষ্ট্য: উচ্চাকাঙ্ক্ষী, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, ধৈর্যশীল।
১১. কুম্ভ রাশি (Aquarius)
- সময়কাল: ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
- প্রধান বৈশিষ্ট্য: উদ্ভাবনী, মানবতাবাদী, স্বাধীনচেতা, প্রগতিশীল।
১২. মীন রাশি (Pisces)
- সময়কাল: ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
- প্রধান বৈশিষ্ট্য: সহানুভূতিশীল, কল্পনাপ্রবণ, সংবেদনশীল, আধ্যাত্মিক।
এই রাশিগুলো ব্যক্তিত্ব, সম্পর্ক, কর্মজীবন এবং অন্যান্য দিক সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাস এবং এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।
লেখকের শেষ মতামত
আজকের আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকলে অবশ্যই আপনাদের আর কখনো রাশিফল নির্ণয় করতে কোন ভুল হবেনা আপনারা একদম সঠিকভাবে নিজেদের রাশিফল নির্ণয় করতে পারবেন।
তবে এক্ষেত্রে যে কোন ব্যক্তির জন্ম লগ্নের মাধ্যমে রাশিফল ভিন্ন হতে পারে তাই আপনাদের সকলের উচিত হবে আপনারা আপনাদের জন্ম লগ্নের সময়কে কেন্দ্র করে যে কোন একটি ভালো পন্ডিতের কাছ থেকে রাশিফল নির্ণয় করুন।
এই ছিল আজকের নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি জানতে পেরেছেন।
এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।